এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৪৬০৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 59.93.170.50 | ১০ অক্টোবর ২০১১ ১৪:২৫496345
  • এই একটা থ্রেডেই দেখছি অনেকে বেশ উত্তেজিত। দেখে নিশ্চিন্ত হলুম।
  • nyara | 203.110.238.17 | ১০ অক্টোবর ২০১১ ১৪:২৯496346
  • পিটিবাবুর হিসেবের আইআইটির ১২-১৫ বাইরের হিসেবে হেসেখেলে ২০-২২। নামমাত্র ভাড়ায় ঢাউস বাড়ি, কস্ট অফ লিভিং বড় শহরের ভগ্নাংশ ইত্যাদি। পড়ানোর বাইরে ইনডাস্ট্রির প্রজেক্ট করলে তো কর্পোরেট কেরানিদের যে কোন দিন এক হাটে কিনেও হাতে কিছু থাকবে।
  • a | 125.16.135.194 | ১০ অক্টোবর ২০১১ ১৪:৩০496347
  • সিটিসি হওয়াই বিধেয়, মানে মাইনে,ইসপ,ভ্যরিয়েবল, ইন্সুরেন্স সব নিয়ে।

    কিন্তু,যা: manufacturing হলে আর হল না কল্কেতা ফেরা :( :(
  • Xx | 86.96.228.84 | ১০ অক্টোবর ২০১১ ১৪:৩৬496348
  • এখন আমি manufacturing-এ নেই। এখন আমি manufacturing-এর knowledge বেচে খাচ্ছি। মাইনে হোলো CTC। কিন্তু ইন্সুরেন্স আর ইসপ না ধরে.... কিন্তু ভ্যরিএবল ধরে। কখন ১৫০% ভ্যরিএবল-ও পেয়েছি।
  • dd | 124.247.203.12 | ১০ অক্টোবর ২০১১ ১৪:৩৮496349
  • অ্যাতো গভীর তঙ্কÄ ও আত্মানুসন্ধান আমার পোষায় না।
    এটুকু জানি কলকেতা ও পচ্চিম বংগে চিরকাল নর্থ ইস্ট,নেপাল আর বাংলাদেশ থেকে রোগীরা আসতেন চিকিচ্ছের জন্য। বোধয় এখনো আসেন। এক দশক হয়ে গ্যালো আর ও মুখো হই নি।

    আর একই সাথে ভেলোর ব্যাংগালুরুতে আসে পচ্চিম বংগের হাজারে হাজারে রোগী। হৃৎপিন্ড,চোখ,সব কিছুর জন্যেই। ছাত্ররাও আসে পড়তে। তার পরে আসে চাকরী করতে। ব্লু কলার ওয়ার্কারেরেরাও ঝেঁটিয়ে আসে। আয়া থেকে কার্পেন্টার।

    এ সবের কারন কি ?
  • aka | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ১৪:৪৪496350
  • ইন্সিওরেন্স ক্যান্সার সাপোর্ট করে?
  • maximin | 59.93.170.50 | ১০ অক্টোবর ২০১১ ১৪:৪৯496351
  • পাতা ২ তে আকা বলছেন -- এত কম ইউনি আর এত ভালো ছাত্তর যে সাপ্লাই আর ডিমান্ড মেলে না। ভালো ছাত্র ছিলেন বলেই তিনি অমনি ভালো টিচার হয়ে যাবেন তা নয়। এমন অনেক বিষয় আছে যেখানে সাপ্লাই খুব কম। এইজন্যে প্রেসি ইউনিতে নতুন কোর্স চালু করার আগে বলা হয়েছে একটু থামুন।
  • PM | 86.96.228.84 | ১০ অক্টোবর ২০১১ ১৪:৫৩496352
  • আকাবাবু, এটা আমি ঠিক জানি না। তবে আমার এক বন্ধু TCS এ আছে। ওর বাবার ক্ষেত্রে ও TCS এর ইন্সুরেন্স ক্লেম পেয়েছিল। সত্যি বলতে কি ও শুধু TCSএর সাস্থ্য বীমার জন্য TCS join করেছিল। TCS এর ইন্সুরেনস পলিসি খুব ভাল শুনেছি। আমাদের কোম্পানির ক্ষেত্রে ঠিক জানি না।
  • nyara | 203.110.238.17 | ১০ অক্টোবর ২০১১ ১৫:০১496355
  • ইসপ কী?
  • aka | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ১৫:০১496353
  • ন্যাড়াদার কি হিসেব হল জানি না।

    ৯৮-০৭ এ একজন আইটি গাইজ কত বাঁচাতে পারত?

    আর মাইনের কত শতাংশ হোম লোন?

    PM আপনি যে Xx নামে লিখেছিলেন সেটা বুঝেছিলাম। :)
  • ppn | 204.138.240.254 | ১০ অক্টোবর ২০১১ ১৫:০৩496356
  • ESOP
  • aka | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ১৫:০৯496357
  • অয়ণ মায়োলোমা সম্বন্ধে কোন তথ্য লাগলে বোলো, প্রচূর জ্ঞান লাভ করেছি।
  • a | 125.16.135.194 | ১০ অক্টোবর ২০১১ ১৫:১৯496359
  • আজ্জোদা, ইন্সুরেন্স ক্যান্সার সাপোর্ট করে।
  • PM | 86.96.228.84 | ১০ অক্টোবর ২০১১ ১৫:১৯496358
  • না আমরা এক লোক নই আকাবাবু। ঘটনা চক্রে আমরা এক-ই client এর কাছে আছি। আমি IT (SAP) কোম্পনির হয়ে আর উনি consulting কোম্পনির হোয়ে। প্রবাসে মালের ঠেকে আলাপ।

    যদিও আমরা আলদা LT থেকে টাইপাচ্ছি IP একই যাচ্ছে । এক network বলে কি? আমার অতো বড়ো পোস্ট করার ধইর্জ নেই। নতুন গুরুতে এসে ওনার খুব উৎসাহ :)। যাক গে নামে কি আসে যায়।

    Xx এখন board room-এ ভাট করছে :) ....এসে কথা বলবেন নিশ্চয়।
  • aka | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ১৫:২৪496360
  • PM আচ্ছা, তবে Xx কে বলবেন প্রথম লিখছেন হিসেবে বালেনক তে খুব ভালো হাত পাকিয়েছেন। লোকেদের যা অসুবিধা হয়।

    অয়ণ, আবাপ পড়ি কিন্তু তাও পিছিয়ে পড়েছি, আমাদের সময়ে দিঙ্কাল অন্যরকম ছিল। হ্যাঁ এটা সত্যি মায়ের ইন্সিওরেন্স না থাকায় অনেক অসুবিধা হয়েছে। বাবার ক্ষেত্রে কম হচ্ছে।

    আর ন্যাড়াদাকে আর একটা কথা বলার আছে সেটা হল হাইন্ড সাইট ২৪ লাখ, আর অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে কি হবে জানি না এই দুই ক্ষেত্রে সিদ্ধান্ত অন্যরকম হয়।
  • aka | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ১৫:৫২496361
  • তবে ক্ষ্‌ক্ষ এর কলকাতায় ৪০ লাখ শুনে আমারও দাঁত কপাটি লেগে গেল।

    আর বিবির অধ্যাপণায় ১৫-২০ লাখ শুনেও।

    আর ন্যাড়াদা কলকাতায়ই যদি না থাকি তাহলে লুরু আর কলম্বাসের মধ্যে পার্থক্য হল ২০ ঘন্টা।
  • abastab | 61.95.189.252 | ১০ অক্টোবর ২০১১ ১৬:০১496362
  • যার যেখানে ইচ্ছে সে সেখানেই থাকুক না এর জন্য কারণ দেখাবার কি আছে। আর সেটা এই টই-এর আলোচ্য নয় বলেই আমার ধারণা। তবে কোন টই-এ আর আলোচনা আলূচ্য বস্তুতে আটকে থাকে।
  • abastab | 61.95.189.252 | ১০ অক্টোবর ২০১১ ১৬:০৯496363
  • *আলোচ্য
  • rimi | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ১৬:১৩496364
  • ক্ষক্ষবাবু, আমরা কলকাতায় থাকলে আমাদের পারিবারিক আয় ৪০ লাখ হত না। সবার কি আর সমান ক্ষমতা? তবে বছরে ৪০ লাখ কেন, ৫ কোটি দিলেও আমি কলকাতায় থাকব না। এইটা আমার চয়েস। কলকাতা আমার ভালো লাগে না। কোনোদিনই লাগে নি। দিল্লি বরং অনেক বেশি ভালো লেগেছে।
  • rimi | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ১৬:১৬496366
  • অবাস্তবদা ঠিক কয়েছে। কে কোথায় আছে কার কত মাইনে,কার কেমন মাইনে হলে কে কোথায় থাকতে পারত এই নিয়ে এত আলোচনার কিই বা দরকার ? :-) এই আমি হাতে কুলুপ আঁটলাম।
  • Xx | 86.96.228.84 | ১০ অক্টোবর ২০১১ ১৬:৪০496367
  • রিমি, আপনার ব্যক্তি গত ইচ্ছা অনিচ্ছার ব্যপরে সত্যি কোনো কথা হচ্ছে না। আপনার জীবনে আপনার ডিসিসন সুপ্রিম। প্রশ্নটা ছিল কলকাতায় থেকে আপনি আপনার মা-র চিকিৎসা করাতে পারতেন কিনা।

    আর আমার পুরো বক্তব্য-টার বিষয় বস্তু হল যে একটা reverse brain drain এর ক্ষেত্র দেশে তৈরি হচ্ছে। কলকাতায়-ও হচ্ছে কিছুটা। সেটার প্রতি দৃষ্টি অকর্ষণ করা। যেটা এই পাতার বিষয়-বস্তুর সাথে সম্বন্ধযুক্ত।
  • maximin | 59.93.170.50 | ১০ অক্টোবর ২০১১ ১৬:৪৬496368
  • তাহলে কী দাঁড়াল?
    ১) মেধারা চালান হয় না
    ২) মেধারা চালান হয় ব্যয়ের তুলনায় আয় বেশি হবে (হতে থাকবে) বলে
    ৩) পাছে ভুল চিকীৎসা হয় সেজন্যে কেটে পড়ে
    ৪)মেধারা চলে যায় এখানে শিশুমৃত্যুর হার বেশি বলে
    ৫) প্রথমে যায় উচ্চশিক্ষা পাবে বলে, তারপর তারা গবেষণার কাজে জড়িয়ে পড়ে, তখন আর ফিরে আসা হয়না
    ৬) কোনোটাই নয়।
  • aka | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ১৬:৫৪496369
  • ওরম না ক),খ), গ),...চ)

    এমন ভাবে দিতে হত। আসলে এক একজনের এক একরকম কারণ। কে কেন কোথায় থাকছে এই নিয়ে আলোচনাই মূর্খামি।

    তবে মাসে ৫০০০০ হেল্‌থ কেয়ার কস্ট যে এতটা অ্যাফোর্ডেবল আগে বুঝি নাই। না: আমিও মনে হয় ১%।
  • maximin | 59.93.170.50 | ১০ অক্টোবর ২০১১ ১৭:১০496370
  • কী করব ঙ টা কিছুতেই টাইপ হচ্ছিল না।
  • kc | 194.126.37.78 | ১০ অক্টোবর ২০১১ ১৭:১৯496371
  • আজ্জো আমিও ১% এই। আমার এক বন্ধু কালেজে পড়ায়। রিমির সবথেকে পছন্দের কালেজেই। পিএচডি, পোস্ত বাটা লোক। বলেছে, মাস গেলে হাতে পায় ষাট হাজার মতন। বুইতে পারছিনা ব্যাটা ঢপ মেরেছে কিনা।
  • Xx | 86.96.228.84 | ১০ অক্টোবর ২০১১ ১৭:২৫496372
  • আকাবাবু কি কলম্বাস এ থাকেন? ওহাও না ইন্ডিয়ানা? আমি কিছুকাল ইন্ডিয়ানা কলম্বাস-এ ছিলাম। Cummins কম্পানিতে
  • aka | 168.26.215.13 | ১০ অক্টোবর ২০১১ ১৭:৩১496373
  • ক্ষ্‌ক্ষ, ইহা জর্জিয়া কলম্বাস, এখানে আসার আগে আমিও নাম শুনি নাই।

    কেসি, আমার দাদা, বন্ধু যারা আই ব্র্যাণ্ডে পড়ায় তারা কেটে হাতে ঐরকম বা একটু বেশি পায়। তাও গত বছর দুয়েক। তার আগে তারা এসব পড়লে অক্কা পেত।
  • siki | 123.242.248.130 | ১০ অক্টোবর ২০১১ ১৭:৩৭496374
  • ঙ লিখুন এই ভাবে: `M

    ভির্মি কী করে খেতে হয়, তাও মনে পড়ছে না। আমি পালাই।
  • maximin | 59.93.170.50 | ১০ অক্টোবর ২০১১ ১৭:৪২496375
  • লুরু আর কলম্বাসের মধ্যে পার্থক্য হল ২০ ঘন্টা। সত্যিই কি তাই? দূর বিদেশ থেকে আসতে হলে সপরিবারে আসা চাই। সকলের ছুটি চাই। নিদেনপক্ষে তিন সপ্তার ছুটি। লুরু হলে প্রয়োজনে একাও চলে আসা যায়। এক বা দুদিনের জন্যে আসা যায়।
  • aka | 168.26.215.13 | ১০ অক্টোবর ২০১১ ১৭:৪৬496377
  • না: এই তো আমি আজ বা কাল আসছি। তফাত হল প্লেন ভাড়ার। এক দুই দিনের জন্য আমার আসার কখনোই দরকার পড়বে না। মফস্বলের লোক তো একটা হাঁক পাড়লে এখনো ১০ টা লোক হাজির হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন