এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৪৬০৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 97.81.101.147 | ১১ অক্টোবর ২০১১ ০৮:৫৮496444
  • এজ্ঞে যাঁরা একটু আধটু গবেষণার চেষ্টা করেন তাঁরা অনেকেই এদেশে থাকতে চান কারণ কলীগদের সঙ্গে আলোচনা করলেও অনেক সময় জ্ঞান বাড়ে। কোলাবোরেশনের কথা তো ছেড়েই দিলাম। এক মাস TIFRএ থাকাটা আমার নিজের ক্ষেত্রে খুব কাজ দিয়েছিল। একজন চন্ডাল দেশে আট বছর চাকরী করে এদেশে আসেন পি এইচ ডি করতে। দেশে থাকতে কে চিনত ওনাকে? এখন হার্ভার্ডের প্রফেসর।

    সঙ্গগুণের কথা তো ঈশপের সময় থেকে বলা হয়ে আসছে।
  • riddhi | 108.194.169.197 | ১১ অক্টোবর ২০১১ ০৯:১৬496445
  • এই ইন্টারনেটের যুগে আপনার এই কথাটা শুনে ঘোড়াও হাসবে। কলিগদের সঙ্গে আলোচনা? স্পেসিফিক বিষয়ে কথা বলার জন্য ইমেল যথেষ্ট নয়? এখানেও তো অনেক ডিপার্ত্মেন্ট আছে, যেখানে একজন প্রফ এমন বিষয়ে কাজ করেন যা ডিপার্ত্মেন্তের অনেকে করে না। আলাপ আলোচনর জন্য ইমেল করেন এখান্‌কার অন্য স্টেট ও অন্যান্য দেশের লোকজন্দের।
    না কি আপনি মনে করেন দেশের জলহাওয়ায় এমন একটা কিছু বাজে এমনিয়েন্স/কালচার আছে, যা উচ্চশিক্ষার পরিপন্থী? এই ধপ টা কাকা জেঠুদের কাছে ছোটবেলায় খুব খেতাম। প্লীজ, থিওরীটিকাল কাজের জন্য এই যুক্তিগুলো টেকে না।
  • Abhyu | 97.81.101.147 | ১১ অক্টোবর ২০১১ ০৯:২৯496446
  • না। আমি নিজের অভিজ্ঞতায় বলি, জর্জিয়াতে থাকি আর ইলিনয়ে কোলাবোরেটরদের সাথে কাজ করি। তবু ফিজিক্যালি ভিজিট করলে যত প্রোডাকটিভ সময় কাটে, ইমেল স্কাইপ দিয়ে সেটা হয় না।

    তবে ১ রুপি = ৫০ ডলার হলে গবেষণা শিকেয় তুলে আই এস আই ফিরে যাবো, কথা দিলাম। কিন্তু একটা ভালো ডিপার্টমেন্টে যাস্ট ফিজিক্যালি থাকার কোনো বিকল্প হয় না, সেটা আপনি মানুন আর নাই মানুন।

    আর কোলাবোরেশন বাদ দিলেও, ভালো গ্রাজুয়েট স্টুডেন্ট? সেও বুঝি ইমেলে হবে?

    (দেশে ভালো কাজ হয় না, সন্ন্যাসী হয়ে অঙ্ক করা যায় না - এ সব বলছি না)
  • riddhi | 108.194.169.197 | ১১ অক্টোবর ২০১১ ০৯:৪৬496447
  • আপনার কেস্টা মানলাম। কিন্তু আপনার কাজের একটা অংশ কোলাবরেশান। ধরছি সেটা এপলায়েড ফিল্ডের লোকের সাথে। সেটা নিয়ে কথা নেই।

    কিন্তু পিওরলি থিওরি করেন যারা, যেমন ইকনমিস্কের এবস্ত্রাক্ট মদেল বানান, তাদের ঝুলিতে কিন্তুকোন যুক্তি নেই। এখানে আপনি বলছেন ভাল ডিপার্টমেন্ট। আমি অসহমত । আমার বক্তব্য ঐ বিষয়ে ইন্ডিয়ার বেস্ত ডিপার্টমেন্ট কত্‌খানি খারাপ হবে? যেখানে ডিপার্টমেন্টের মুল কাজ একটা মোটামুটি ভাল পরিবেশ তৈরি করা। ভাবনা-চিন্তা তো সেই আপনাকেই করতে হবে।

  • PT | 203.110.243.23 | ১১ অক্টোবর ২০১১ ১০:০৬496448
  • আর কিছু না হোক শুধু প্রোজেক্টের জন্য UGC-ইত্যাদির থেকে রিসার্চ গ্রান্ট আনাতেই একটি বছর বেরিয়ে যাবে। আর ছাত্র? এদেশে যেহেতু কলাবিদ্যার কোন কদর নাই সেহেতু গবেষণার জন্য ছাত্র পাওয়া খুব মুশকিল। সম্প্রতি জানলাম যে মাত্র জনা দশেক ইতিহাসের ছাত্র নাকি NET-এর মাধ্যমে ফেলোশিপ পায়। আর গবেষণা তো অমর্ত্য বাবু নিজে করবেন না আর সেটা ই-মেল আর স্কাইপের মাধ্যমেও হবেনা।
  • kd | 59.93.255.110 | ১১ অক্টোবর ২০১১ ১০:১৯496449
  • বাপ্‌রে বাপ্‌!!!! এ কী জিনিস!!!

    ডি: অশালীনতার ভয়ে ""মাল'' না লিখে ""জিনিস'' লিখলুম।
  • T | 117.194.101.21 | ১১ অক্টোবর ২০১১ ১০:২০496450
  • @রিদ্ধি, আহা, একটু না হয় মস্করা করলুম, তাতে দোষ কি? আসলে আমি মশাই সাপ ব্যঙ টিকটিকি হাঁচি কাশি ভূত প্রেত অমর্ত্য সেন সব মানি। তাই আর কি। যাক গে, ইকোনমিক্স জানি টানি না, তাই অমর্ত্য সেন এখন কী বাহাদুরি দেখাচ্ছেন বলতে পারব না। কিন্তু আপনি চটেন কেন? আমি তো পোশংসা কল্লুম।

    ইয়ে, থিয়োরেটিক্যাল কাজকর্ম ইত্যাদির ব্যাপারে দুচার কথা বলতেই পারি।

    থিয়োরেটিক্যাল কাজের প্রকারভেদে, স্বাধীনভাবে গবেষণা করা যেতেই পারে। খুব বেসিক ইনগ্রেডীয়েন্ট দিয়ে যদি বৈপ্লবিক ধারণা তৈরী করতে চান তাহলে কাউকেই লাগবে না। এ অবশ্য খুবই কোয়ালিটেটিভ কথা।
    তবে মনে হয় বহু ক্ষেত্রেই গবেষকরা চাইবেন মুক্তচিন্তা বিনিময় সংশ্লিষ্ট একটা প্ল্যাটফর্ম। ইমেলে যোগাযোগ থাকতেই পারে, কিন্তু তার চেয়ে বেশী উপকারী বোধহ্য 'মুখোমুখি বসিবার' চেয়ার টেবিল ব্লাকবোর্ড, চক ডাস্টার।

    দেশে বসে থিয়োরেটিক্যাল কাজকর্ম ইত্যাদির অসুবিধার ব্যাপারে বলি, আই আই এস সি তে এই সংক্রান্ত আমার অভিজ্ঞতা খুবই হতাশাজনক। স্বীকার করতে বাধা নেই, বিদেশের (ধরুন আমেরিকার) প্রথম দিককার ইউনিভার্সিটির একশো মাইলের ধারে কাছে আসে না। বহু জার্নালের সাবস্ক্রিপশন নেই, তা নেওয়ার গরজও নেই। উলটে রিনিউ করাতে চায় না। মূল কিছু বিষয় ছাড়া স্পেসিফিক নানান বিষয় (যেগুলোর ওপর বর্তমানে সারা বিশ্বে গবেষণা চলছে) এর উপর কোর্সওয়ার্ক নেই। বেশ কিছু চুড়ান্ত নিম্নমানের প্রফেসরে ভর্তি (হ্যাঁ মশাই, এটা একেবারে সত্যি)। তাই তাদের কাছ থেকে কাজ সংক্রান্ত উপদেশের আশা করা বাতুলতা। লাইব্রেরীতে সাম্প্রতিক বইয়ের চূড়ান্ত অভাব। জনগণ বাধ্য হয়ে গিগাপিডিয়ার আশ্রয় নেয়। ইত্যাদি হেনা তেনা। মোটকথা পরিবেশ একদমই নেই।
    প্‌র্‌যাক্টিক্যাল/ ইমপ্লিমেন্টেশন বা আপ্লিকেশন ইত্যাদি সংক্রান্ত কাজ যারা করে তাদের অভিজ্ঞতা আরো শোচনীয়।

  • ridhhi | 108.194.169.197 | ১১ অক্টোবর ২০১১ ১০:৩৮496451
  • টি, আমি আই আই এস সি তে জার্নালের এক্সেসিবিলিটি নিয়ে জানতাম না। আমার ধারণা অন্য ছিল। যাই হোক, আমার কলেজে এই বিষয় নিয়ে আমি আরো খোজ নেব।
    কিন্তু অমর্ত্য ববুর ব্যাপারটা ক্রমশ রহস্যজনক হয়ে পড়ছে। উনি কি এমন করছেন, একাধারে থিওরিটিকাল , ওদিকে কে বললেন ইমেল স্কাইপো করা যাবে না, দেশেও ফিরতে পারবেন না, শুধু বস্তনের কনকনে ঠান্ডার মধ্যেই ওনার যজ্ঞ সম্পন্ন হবে। উনি কি দা ভিনঅচি কোডের মত কোন সিক্রেট সোসাইটি জয়েন করে ফেললেন? এ বিষয়ে কেউ কিছু বললে পুলকিত ও আলোকিত হই।
  • siki | 122.177.249.42 | ১১ অক্টোবর ২০১১ ১০:৫৩496452
  • আমার আবার সেই এয়ারটেল না আইডিয়ার অ্যাডটা মনে পড়ে গেল, ছাত্রছাত্রীরা নদীর ধারে গাছতলায় বসে আছে, সামনে একটা স্মার্টফোন রাখা, তিচার স্কাইপের মাধ্যমে রোলকল করছেন আর ছাত্রছাত্রীরা সমবেত স্বরে "ইয়েস্‌স্‌স্‌ ম্যাম' বলছে। হোয়াট অ্যান আইডিয়া সার্জি!

    যাক গে, মস্করা অ্যাপার্ট, আপনি কী জানতে চান তাই বলুন। বিদেশে পড়ে থাকার কারণ?

    না দাদা, শুধু টাকা নয়। পোচুর টাকা দিয়ে কগনি ডেকেছিল দেড় বছর আগে, যাই নি। নিশ্চিত উন্নতির রাস্তা কাটিয়ে ইনফোসিস ছেড়ে চলে এসেছিলাম একদিন। তখন অবশ্য দিল্লি আসব বলে দিল্লি আসি নি। এসেছিলাম চাপে পড়ে।

    আজ আর আমি বছরে চল্লিশ কেন, আশি লাখ দিলেও কলকাতা যাবো না। ব্যান্ডেলেও যাবো না, জলপাইগুড়ি তো নয়ই। আমি কি পাগল না তিনোমূল? :-)
  • ridhhi | 108.194.169.197 | ১১ অক্টোবর ২০১১ ১১:০৯496455
  • সিকি, ভুল বুঝছেন। সফল/ অসফল, দেশী/প্রবাসী কোন ধরনের চাকুরিজীবী নিয়ে আমার কোন বক্তব্য নেই। আমার উদ্দেশ্য প্রবাসী থিওরিটিকাল একাডি্‌মশিয়ানদের থাকার কারণ একস্পোজ করে দেয়া, অমর্ত্য সেন থেকে শুরু করে।
  • siki | 122.177.249.42 | ১১ অক্টোবর ২০১১ ১১:২৬496456
  • উরেবাবা, স্টিং অপ নাকি?
  • lcm | 69.236.162.31 | ১১ অক্টোবর ২০১১ ১২:১১496457
  • একস্পোজ... এবং, বছরে আশি লাখ... দাড়াঁও... আজ কত করে যাচ্ছে - 48.95...49 ই ধরো... তাহলে, আশি লাখ মানে আট মিলিয়ন - ডিভাইডেড বাই ফর্টিনাইন -- হল গিয়ে -- $163,265.00 --- বছরে...
    এরকম দিলে সেন-এক-স্পোজ প্রজেক্টে আমি রাজী (এই রাজী কিন্তু রহস্য গল্পের চরিত্র নয়)। প্রজেক্টটা বছর দুয়েক টানতে পারলে নট ব্যাড - সাইড ইনকাম।
  • PT | 203.110.243.23 | ১১ অক্টোবর ২০১১ ১২:৪৩496458
  • ছাত্র না পেলে রিসার্চ হবে? এদেশে একজন প্রফেসর একটা সেক্রেটারিও পায়না যদিনা সে সারাজীবন বিভাগীয় প্রধান থাকে। আর বিজ্ঞান বিভাগের জার্নাল যদিওবা কিছু পাওয়া যায় কলা বিভাগের অবস্থা খুব খারাপ।

    শুধু অমর্ত্য সেন নন কেউ যদি মনে করে যে সে সিরিয়াস গবেষণা করতে চায় তার বোধহয় অন্য দেশেই যাওয়া ভাল। আমার বাল্য কালে পড়া পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখরের এক সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে দেশে থাকলে তিনি কোন দিনই উচ্চমানের বিজ্ঞান করতে পারতেন না।

    আর গবেষণার ক্ষেত্রে পরিবেশ খুব জরুরী। এই সত্যটি অস্বীকার করে লাভ নেই। বিশেষত: যারা সত্তরের দশকে দেশ ছেড়েছে গবেষণার উদ্দেশ্যে তারা জানে গবেষণার কি পরিবেষ ছিল এদেশে।
  • PT | 203.110.243.23 | ১১ অক্টোবর ২০১১ ১২:৪৪496459
  • উ:, **পরিবেশ
  • nyara | 203.110.238.17 | ১১ অক্টোবর ২০১১ ১৩:১১496460
  • রিদ্ধিবাবুর সঙ্গে আমি একমত। দরকার তো শুধু সবুজ ঘাস, আপেল গাছ আর দিবানিদ্রা। থিওরেটিকাল কাজে আর কী দরকার? এ জিনিস সব দেশেই পাওয়া যায়। কিম্বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, ঘুড়ি-লাটাই ও একটি চাবি। এ তো একেবারে এক্সপেরিমেন্ট। মানে এক্সপেরিমেন্টাল রিসার্চের জন্যেও দেশই কাফি। দেশে কী আর এসব পাওয়া যায় না? কে সি পাল কী এদেশে জন্মাননি? নাকি নাসায় যেতে হয়েছিল ওনার যুগান্তকারী থিওরেটিকাল কাজের জন্যে!
  • siki | 123.242.248.130 | ১১ অক্টোবর ২০১১ ১৩:৪৫496461
  • লসাগু, সাইড ইনকাম কী কইছো? আমি তো তৃতীয় বছরের মাথায় সাউথ এক্সে একটা মোটামুটি থ্রি বিহেইচকে নামিয়ে দিতে পারব। আমার আর টেলিকম মিনিস্টার হবারও দরকার পড়বে না।
  • riddhi | 108.194.169.197 | ১১ অক্টোবর ২০১১ ১৩:৫৫496462
  • আপনার কি ধারণা ঐ আপেল কান্ড( যদি হয়েও থাকে) একটা থিওরেটিকাল কাজ? চিন্তার উল্লম্ফন জাতীয় কিছু। ওটা একটা এম্পিরিকাল ওবসার্ভেশান। অনক সব ঘরে বসেই হয়।
    এক্সপেরিমেন্ট তো দুনিয়ার বিভিন্ন দিকে একের পর এক হয়ে চলেছে, সেটার বেসিসে তঙ্কÄ তৈরি করার জন্য থিওরেটিশিয়ানরা কি একের পর এক ইউনিবার্সিটির মেম্বার্শিপ নিয়ে নিচ্ছেন, হাতে গরম এক্সপেরিমেন্ট দেখে চাক্ষুস ডেটা কলেক্ট করছেন? না পাব্লিক অনলাইন সোর্স থেকে ডেটা নিচ্ছেন?
    আর পিওর থিওরীর কথা ধরলে? রামানুজন বিদেশে এসে কি সুবিধে করতেন? এর্দো তো শুধু ঘুরে বেরাতেন। পেরেলম্যানের কি সাপোর্ট ছিল?

  • siki | 123.242.248.130 | ১১ অক্টোবর ২০১১ ১৫:৫৭496463
  • থেমে গেল? পর্ব দুইয়ের দিকে যাবে না?
  • Arya | 125.16.82.195 | ১১ অক্টোবর ২০১১ ১৬:১৯496464
  • সিকি, পর্ব ২ টা তুমিই শুরু করো না কেন? কোলকাতা আর ব্যান্ডেল কেন অর্ধম্‌ত শহর ?
  • dd | 59.97.120.61 | ১১ অক্টোবর ২০১১ ১৬:৪০496466
  • কলকেতা এক সুবিশাল বৃদ্ধাশ্রম।

    সেইসব প্রবাসী ও কিছু অনাবাসী যারা রিটায়ার্ড বা তার কাছাকাছি দাঁড়িয়ে আছেন, তারা সবাই পৌঁছে গেছেন কলকেতায় বা আঁটঘাট বাঁধছেন ফিরে যাবেন বলে। ছেলে পুলেরা বিদেশে বা ভিন শহরে, চাকরী করছে বা পড়াশুনা। মা বাবাদের এখন প্রত্যাবর্ত্তনের সময়।

    সস্তা ও পুষ্টিকর। গাড়ী না থাকলেও চলে যায়। 'কাজের লোক" সুলভ। আর অন্য শহরে যারা বাস করেছেন তারা জানেন ঠাট রাখার ক্ষী ভয়ানক হ্যাপা ও পীয়ার প্রেসার। কলেকেতায় লুঙী পরে শেভ না করে বাজারের থলি বগলে দিব্যি ঘুড়ে আসা যায়। চল্লিশোর্ধ কেউ জিমে যায় না,ভুঁড়ি না থাকলেই আশ্চর্য্য হয়। খাওয়া দাওয়া ইত্যাদির দৈনন্দিন রুটিন বেশ ঢিলে ঢালা,দুপুর সাড়ে বারোটায় বা তারো পরে স্বচ্ছন্দে রবাহুতেরা এসে পরে,জাঁকিয়ে আড্ডা হয়,চা পান। কালচারই আলাদা।

    এক হাই তোলা শহর। আর কটা বছর যেতে দিন,টিঁকে থাকলে ওখানেই যেতে হবে।
  • kumu | 122.160.159.184 | ১১ অক্টোবর ২০১১ ১৬:৪৬496467
  • কুংগী,শেভ না করে-ঈ ্‌ঈ ্‌ঈ ্‌ঈ স্‌স্‌স্‌স!
  • r2h | 198.175.62.19 | ১১ অক্টোবর ২০১১ ১৮:৪০496468
  • ডিডি মনে হচ্ছে আমাকে নিয়ে কিছু কুকথা বললেন?
  • kd | 59.93.255.110 | ১১ অক্টোবর ২০১১ ১৯:১২496469
  • না রে হুতো, ডিডির কেসস্টাডি আমি। আমায় দ্যাকে পর্যন্ত নি, কী করে এত অ্যাক্যুরেটলি ডেসক্রাইব করলো! আশ্চর্য বিশ্লেষণী ক্ষমতা!! সব কিছু অ্যাকদম ঠিক, এমনকি তিন দিনের দাড়ি নিয়ে আর লুঙ্গি পরে বাজার অব্দি (প্রায় ঠিক, দাড়ি কখনো-সখনও পাঁচ দিনেরও হয়ে যায় আর আমার লুঙ্গি যেমন তেমন নয়, পকেট আছে, জিপার আছে)।

    সত্যিই রিটায়ার করে পেনশনের টাকায় কলকাতা জাস্ট স্বর্গ। শুধু একটা প্রতিজ্ঞা করতে হবে কোনও রকম কাজ না করার - করলেই এক লাফে সোজা নরক।
  • siki | 123.242.248.130 | ১১ অক্টোবর ২০১১ ১৯:৪৯496470
  • ইন ফ্যাক্ট দাড়ি আমিও হপ্তায় দুদিন মাত্র কামাই, কিন্তু লুং ... ওয়াক্‌!!
  • ridhhiman | 143.111.80.27 | ১২ অক্টোবর ২০১১ ০৪:২৯496471
  • একটা বেসিক ক¾ট্রাডিক্সান দেখে না লিখে পারলাম না। এখানে অনেকেই কলকাতাকে ওপেনলি দূর ছাই করলেন। এদের অনেকেই গুরুর রেগুলার পাঠক/লেখক। ভাবটা এই বারগারো খেলাম,এসি পলিউশন ফ্রি শহরে রইলাম, আর একটু ল্যপটওপে গুরু করে নিজে বাংলা ভাষা/সহিত্যের (জেনুইন) সান্নিধ্য পেলাম। অসুবিধে কি?
    অসুবিধে এই, ভাষার কেন্দ্রে বিচরন না করলে, অচিরেই এই সব চর্চার মাল মশলা ফুরিয়ে যাবে। এখানে যদি অধিকাং শ প্রবাসী প্রবাসী হয়ে যায়, ভাষার পাল্‌স টা ক্রমশ হারিয়ে ফেলবেন। জানবেন না, কলেজে কি নতুন স্লাঙ্গ ব্যবহার হচ্ছে, বুঝবেন না হাফসোলের হালের প্রতিশব্দ কি ।
    কৈশোর যৌবনের স্মৃতি ভর করে এখন যে চন্ডাল ভাষা এখানে চলে সেটাই দশ বছর পর খুব আর্কায়েক মনে হবে। এই ধরনের ফোরামের অস্তিত্ব ঐ ধোয়াতে শহরে বসবাসকারি একটা কন্সট্যান্ত সাপলাই ওফ তরুন দের উপর নির্ভরশীল এটা তত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো। বিশেষ করে যারা গুরুর ভাল চান, তারা ওপেনলি কল্কাত নিন্দে কমানোর( যা পরোক্ষ ভাবে একটা নেগেটিভ মেসেজ পৌছে দেয়) দিকে সচেতন হোন।

    কারণ ভাষার চর্চা, বৃদ্ধির সাথে সেটার উৎসের কাছাকাছি থাকা একেবারেই অসম্পৃক্ত নয়।
  • ridhhiman | 143.111.80.27 | ১২ অক্টোবর ২০১১ ০৪:৩৪496472
  • সুনীল গাঙ্গুলী পুরো ল্যাঙ্গটো হয়ে গেছিলেন!!
    উনি নিজে লিখেছেন। ঠিক করছেন আমেরিকা থাকবেন না ফিরে যাবেন । ঠিক করার জন্য পুরো ল্যাঙ্গটো হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের প্রত্যেক তিল খুব ভাল ভাবে পর্যবেক্ষন করলেন। তারপর বুঝলেন বাংলা ছাড়া উনি আর কি ছু কর্তে পারবেন না, আর করতে হলে বাংলাতেই থাকতে হবে।
    এটা বানিয়ে বলছি না, পুরনো লেখা মিলিয়ে দেখতে পারেন।

    কে বল্লেন না স্টিং অপ, --ঐ শক্তি কাপুর, হা হা হা। পুরো ল্যাঙ্গটো হতে হবে !!
  • nk | 151.141.84.221 | ১২ অক্টোবর ২০১১ ০৬:১৯496473
  • আরে দূর ব্যাটা! যুগ বদলেছে! তড়িৎগতিতে গোটা দুনিয়ার বাঙালি এক্ষচেঞ্জ কর্তে পারছে কথাবার্তা, এটা ল্যাঙ্‌টা ব্যাটাদের আমলে ভাবা যেতো? আর বাংলা ভাষা কি ন্যাকা কলকেতুয়া বাঙালির মৌরুসীপাট্টা নাকি? ঢাকার আবদুল সিলেটের ফরিদা চট্টগ্রামের যাভেদ নারানগঞ্জের ফুলমণি এরা আরো অনেক শক্তিশালী বাংলা কে ধারণ করে রাখে।আর ক্রমেই তাদের কার্যকলাপ প্রসারিত হচ্ছে আর হবে। আরে আশেপাশে দেখুন! কলকেতার কাকাতুয়া হয়ে থাকলে উটপাখির অবস্থা হবে!
  • ranjan roy | 59.161.25.29 | ১২ অক্টোবর ২০১১ ০৭:০১496474
  • কোলকাতায় গত মাসে মায়ের স্মৃতিভ্রংশ হয়, ভাইবৌ ব্লাডক্লট সন্দেহ করে তৎক্ষণাৎ ঘরের কাছে ( সল্ট লেকের EE ব্লক থেকেHK না HT এমনি কিছু) হার্ট কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার এ নিয়ে যায়। এটি GD আইল্যান্ড থেকে সোজাসুজি পথে, চোখের চিকিৎসার একটি নামী নার্সিং হোমের সামনে।
    সংস্থাটি প্রয়াত ড: মণি গুহ বানিয়ে গেছেন। ঘোষণা করা আছে যে এটি প্রফিট আর্নিং সংস্থা নয়।
    গিয়ে দেখলাম সত্যিই তাই।কোন দেখনদারি নেই। কিন্তু মিনিমাম নেসাসিটির দিকে চোখ আছে। আই সি ইউ, সি সি ইউ ইত্যাদিতে এসি আছে, করিডরে নেই। সব্‌সময় পর্যাপ্ত সংখ্যক ডাক্তার থাকেন।ক্রিটিক্যাল ইউনিট গুলোতে সারাক্ষণ সারারাত্তির ডাক্তার ওয়ার্ডে হাজির থাকেন, রোগী নার্স বা ওয়ার্ড বয়ের ভরসায় থাকে না। সিটিস্ক্যান আছে, এম আর আই আমরি থেকে ওরাই করিয়ে আনল, আমাদের খালি পেমেন্ট করতে হল। আইসিইউ এ প্রতিদিন চার্জ দুহাজার টাকা, তাতে সমস্ত ডাক্তারদের ভিজিট, অ্যাসিস্ট্যান্টদের সার্ভিস চার্জ, পেশেন্টের ভাল পথ্য সব ধরা আছে।
    ডাক্তাররা রোগীর আত্মীয়দের নির্দিষ্ট সময়ে যত্ন নিয়ে অবস্থা বুঝিয়ে বলেন। গাঁ থেকে আসা লোকজনের এলোমেলো প্রশ্নে বিরক্ত না হয়ে হাসিমুখে ধৈর্য্য ধরেন।
    নার্স ও চতুর্থশ্রেণীর স্টাফদের ব্যবহার , রোগী এবং আত্মীয়দের সঙ্গে খুব ভালো, ডিসচার্জের সময় কেউ বখশিস চায় না। যত্ন করে হুইল চেয়ারে বসিয়ে গাড়িতে তুলে দেয়। এইসবের জন্যে মুরুব্বি ধরতে হয় নি। ভাইয়ের পকেটে চারহাজারের মত ছিল। ও কত ডিপোজিট করতে হবে জিগ্যেস করল, এটিএম থেকে তুলবে। ওঁরা দশটাকায় রেজিস্ট্রেশন করিয়ে পেশেন্ট নিয়ে চিকিৎসা শুরু করলেন। বল্লেন যা জমা করতে চান বিকেলে বা কালকে সকালে করলেও হবে। কাউকে ডাকতে হয় না। এখানে ভর্তির জন্যেপ্ত্রেসকৃপশনে লেখা বাড়তি অষুধ নিজেরা হিসেব করে দাম অ্যাডজাস্ট করে নেন। আমি ওখানে লাইনে দাঁড়িয়ে অন্যান্য লোকজনের সঙ্গে( অনেকেই উডল্যান্ড,আমরি, রুবিতে চিকিৎসা করানোর ক্ষমতা রাখেন) র‌্যান্ডম স্যামপ্লিং করে কথা বলে দেখেছি সবাই মুগ্‌ধ, সবাই সন্তুষ্ট।
    ড: মণি গুহের সঙ্গে অনেক আগে চিকিৎসা সূত্রে পার্কসার্কাসে পরিচয় হয়েছিল। বামপন্থী রাজনীতির সঙ্গে গভীর ভাবে যুক্ত ছিলেন।
    আজ উনি দেয়ালে ছবি হয়ে ঝুলছেন। কিন্তু ওঁর আদর্শ নিষ্ঠার সঙ্গে পালিত হছে। হাসপাতালটি একস্প্যান্ড করতে চাইছে, অনেক আধুনিক সরঞ্জাম আনতে চাইছি।
    ম্যানেজমেন্ট একটি রেজিস্টার্ড নন-কমার্শিয়াল নো-প্রফিট সংস্থা হিসেবে ওই কাজের জন্যে ডো নেশন চেয়ে লিফলেট সেঁটেছেন।
    আমি ওদের সঙ্গে গলা মেলালাম।
  • pi | 128.231.22.133 | ১২ অক্টোবর ২০১১ ০৭:১৩496475
  • কিন্তু নিশি, রিদ্ধিমানের পোস্টে কোলকাতার জায়গায় সিলেট, নারায়ণগঞ্জকেও বসিয়ে দিতে অসুবিধে নেই তো কোনো। আমার তো মনে হল শুধু শহুরে ভাষা হারিয়ে ফেলবার ভয় এমনটা নয়, উৎসের কাছে না থাকার কারণে বিচ্ছিন্নতার ভয় অন্য জায়গাগুলোর ভাষার জন্যও প্রযোজ্য।
    তবে, নেট এর এই এত চালাচালির যুগে আমাদের প্রজন্মের জন্য সেই ভয়টা তেমন আছে বলে মনে হয় না।
    কিন্তু প্রবাসীদের দ্বিতীয় প্রজন্মের জন্য কথাটা খুব ভ্যালিড। বাবা মা র যতই যা ইচ্ছা বা চেষ্টা থাকুক না কেন, এটা বাস্তব যে, তারা প্রবাসের ভাষাতেই মূলত চর্চা করে/করবে। সেই শিশুদিবস স্পেশাল বেরোনোর পর তো এ নিয়ে প্রচুর কথাবার্তা হল।
    ভাষাচর্চা বৃদ্ধি না হওয়া প্রসঙ্গে এই আশংকাটা তো কিছুটা হলেও ভ্যালিড।
  • riddhi | 108.194.169.197 | ১২ অক্টোবর ২০১১ ০৭:৪২496477
  • এখানে পূর্ব-বাংলার অংশ গ্রহন কতখানি? ইদানীং বেড়েছে, কিন্তু বেশীর ভাগ মানুষ কল্কাতা কেন্দ্রিক। এটাকে না মানলে, সত্যের অপলাপ হয়।
    আর এন কে, আপনি ইনটার্নেতের মাধে্‌য়্‌ম ভাষার পালস পেয়ে যান? আপনি সত্যি ভাগ্যবান।
    একটু ভেবে আমাকে একটা তথ্য দিন তো- দ্বিতীয় যুদ্ধ পরবর্তী যুগে কটা অসাধারন বাংলা সাহিত্য দুই বাংলার ভৌগলিক সীমার বাইরে লেখা হয়েছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন