এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৪৬০৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ১০ অক্টোবর ২০১১ ২০:৩৫496411
  • ক্যান্সারের শেষ স্টেজটা খুব কষ্টের। আশা করি খুব শিগ্গির এই রোগের কিছু একটা ভালো চিকিৎসা বেরবে। সব মিলিয়ে পুরো পরিবারের পক্ষে শকিং একটা অভিজ্ঞতা।
  • rimi | 75.76.118.96 | ১০ অক্টোবর ২০১১ ২০:৪২496412
  • পিটিদা বেশ মজার মানুষ তো। কানাকে কানা বলতে আবার ভয় কিসের যে ক্ষ্‌ক্ষ্‌র পোস্ট পড়ে তবে সাহস পেতে হবে? আমিই তো একজন প্রবাসী হয়ে বল্লামই যে আসল কারণ টাকা। তাও কারুর পছন্দ হল না, সবাই বোঝাতে বসল আজকাল দেশেও কেমন টাকা, কত্তো সুযোগসুবিধা ইত্যাদি। পড়ে আমার সেই ইশপের লেজকাটা শেয়ালের গল্প মনে পড়ে গেল। ;-)
    আর, প্রবাস থেকে যাঁরা দেশে ফিরে গেছেন, তাঁরা কেউ অমর্ত্য সেন বা নীরদ চৌধুরী হতে পারেন নি বলেই বুঝি বিদেশে আর থাকেন নি? বেশ, বেশ :-)))

    আর কলকাতা ছেড়ে যারা লুরু, মুম্বই ইত্যাদি জায়গায় বাস করছেন তাঁদের কলকাতা ছাড়ার কারণটা কি? তাঁদের কি ইকনোমিক রিফিউজি বলা যায় নাকি যায় না?

    ডি: বিক্ষিপ্ত মন নিয়ে জাস্ট টাইমপাস করছি, আমার পোস্টকে কারুর সিরিয়াসলি নেবার দরকার নেই।
  • nyara | 122.167.173.227 | ১০ অক্টোবর ২০১১ ২২:২২496413
  • ইকোনমিক রেফিউজি-টেফিউজি সব গালভরা কথা। আমি বাংলা সুবিধেবাদী। যেখানে দেখব আমার আর পরিজনের ইমিডিয়েট সুবিধে হচ্ছে আর লং টার্ম সুবিধের প্রব্যাবিলিটি বেশি - সেখানে গিয়ে থাকার চেষ্টা করব। কাল যদি দেখি অ্যামেরিকার ইকোনমিক আউটলুক গুছিয়ে ভাল হয়ে যাচ্ছে বা অন্য কোন কারণ যাতে সেখানে ওভারঅল সুবিধে বেড়ে যাচ্ছে আবার চাটি-বাটি গুটিয়ে অ্যামেরিকা ফিরে যাবার ছক করব। অবস্থাগতিকে যখনই সুযোগ পাওয়া যাবে তখনই আমি গাছের খাবার ও তলার কুড়োবার দলে। এই হল আমার আদর্শ। জাবালি ও চার্বাকের দলে।
  • Tim | 198.82.17.212 | ১০ অক্টোবর ২০১১ ২২:৪৪496414
  • ছাত্রছাত্রীদের কি ইকোনমিক রিফিউজি বলা যাবে না যাবে না? মানে, আমাদের কোন অপরাধবোধ থাকা উচিত কিনা জানতে চাইছি।

    ব্যক্তিগতভাবে আমি মনে করিনা শুধু চিকিৎসা ইত্যাদির সুবিধে (বা যেকোনো ধরণের সুবিধের অ্যাফোর্ডেবিলিটি) বেড়ে যাওয়াটাই শেষ কথা। কোথাও একটা ব্যালান্স করে চলার কথা মনে হয়। ছেলে বা মেয়ে প্রচন্ড সফল, দেশের মধ্যেই দূরে থাকে এবং ব্যস্ত বলে বাবামা মনোকষ্টে আছেন, এরম অনেক দেখেছি। কোটির অঙ্কে টাকা ঢেলে অনেকদিন সুচিকিৎসায় বেঁচে থাকলেই কি ওঁরা ভালো থাকবেন? মনে হয় না।
    আমার জন্ম, পড়াশুনো, কিছুদিনের কর্মজীবন কলকাতায়। ডেফিনিটলি মিস করি ঐ শহর। ওখানে ফিরে যেতেও চাই। কিন্তু তা বলে কি গাল দেবনা? নিজের শহর বলেই বেশি বেশি গাল দেব, এবং ফিরেও যাব। ;-)

  • nk | 151.141.84.194 | ১০ অক্টোবর ২০১১ ২২:৪৬496415
  • আমি ভির্মি টির্মি খেয়ে আবার উঠে পড়লাম, ধূলা ঝেড়ে ঝুড়ে এখন বিদায় নিচ্ছি। :-)
    নিজের নাম নিলাম নৃত্যকালী। :-)
  • maximin | 59.93.170.50 | ১০ অক্টোবর ২০১১ ২২:৫২496416
  • তাহলে তো উচ্চশিক্ষা ক্ষেত্রে সরকারী বিনিয়োগ বাড়ানোর কেস নেই।
  • PT | 203.110.246.230 | ১০ অক্টোবর ২০১১ ২২:৫৪496417
  • যাচ্চলে, বি আর সিং-এ অপারেশনের পরে (সম্ভবত) ব্লাড ক্লট হয়ে আমার পিতৃদেব মারা গিয়েছিলেন বলেই আমাকে বলতে হবে যে এখানকার স্বাস্থ্য ব্যবস্থা বাজে? যে অসংখ্য মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদের সেরে ওঠাটা কোন বিষয় নয়? কোন কোন আমেরিকানের মতে ..we spend the most on our health care -- twice as much as anyone else -- and our health system is mediocre-to-poor, with 47 million of us lacking the insurance necessary to easily access it.http://prospect.org/cs/articles?article=ten_reasons_why_american_health_care_is_so_bad এই কারণে সব আমেরিকানরা কি ইউরোপে চলে যাচ্ছে চিকিৎসা করাতে?
  • kc | 178.61.96.29 | ১০ অক্টোবর ২০১১ ২৩:০০496418
  • কিন্তু ন্যাড়াদা, আজ্জো, আমাদের ওল্ডএজ হোমের প্রোগ্রামটার কী হবে? ওটা তাইলে বাতিল?
  • bb | 117.195.180.173 | ১০ অক্টোবর ২০১১ ২৩:১৫496419
  • DDদা আপনাদের construction sector এর মাইনেও কিন্তু প্রচুর। আজকাল এই সেক্টরে ৪০ লাখের লোক প্রচুর।
    আমার কাছে খবর আছে ২০০৯ সালে maytas এর Head of Sales এর মাইনে ছিল 2.5 খোকা সাদা আর সমপরিমাণ কালো বছরে। তিনি এখন এক ছোট কোম্পানীর CEO
    IT এখন মোটেই good paymaster নয়।
    @ অর্পন আপনার ডেটা হয়ত বেশী নির্ভরযোগ্য কারণ আমি এটা empirical data দিয়েছিলাম। মোটামুটি 1.5 থেকে 2 লাখ প্রতি বছরের অভিজ্ঞতা হিসাবে।
  • PT | 203.110.246.230 | ১০ অক্টোবর ২০১১ ২৩:১৮496421
  • ইকনমিক রিফিউজি হলে অপরাধবোধ থাকতে হবে কেন?
  • nyara | 122.167.173.227 | ১০ অক্টোবর ২০১১ ২৩:২০496422
  • রেফিউজিগিরি আমাদের বুনিয়াদ, ওল্ড এজ হোম আমাদের ভবিষ্যৎ।
  • Tim | 198.82.17.212 | ১০ অক্টোবর ২০১১ ২৩:২৪496423
  • বাহ্‌, স্বার্থপরের মত সব ফেলে ছড়িয়ে রেখে টাকার লোভে বিদেশে চলে গেল, এটার থেকে অন্যায় কি আর কিছু আছে ? সাদা বাংলায় যারে কয় এসকেপিস্ট। এতেও অপরাধবোধ নাহলে আর কিসে হবে?
  • SC | 150.212.8.220 | ১১ অক্টোবর ২০১১ ০১:১৯496424
  • আমি বাংলায় থাকি, আফ্রিকাতে থাকি বা চাঁদে কুঁড়েঘর বানিয়ে থাকি, তা নিয়ে এত জবাবদিহির প্রয়োজন কি?
    ইচ্ছে হয়েছে আছি। ব্যাস।

  • nk | 151.141.84.194 | ১১ অক্টোবর ২০১১ ০২:২৬496425
  • চাঁদে থাকা খুব চাপের, বাতাস নেই জল নেই। বাকী সব জায়গা ঠিক আছে। :-)
  • ridhhiman | 143.111.80.26 | ১১ অক্টোবর ২০১১ ০২:২৮496426
  • রিমি বলছেন সাহেবদের দেখাতে আনন্দ। কিন্তু সাহেবরা আমি জানি এবিসিড ছাড়া ইন্ডিয়ান পাত্তা দেয় না। তাহলে পয়েন্টা বাদ গেল। তাছাড়া এটা একটা রেসিয়াল দিকে চলে গেল না নাকি? এই সব কারণেই আজ ফেয়ার এন্ড হেন্‌ড্‌সামের এত রমরমা। কই মেমসাহেবরা তো এখানে এসে বলছে না, আমাদের বাঙ্গালী দেখেতে ভাল লাগে?
  • Moloy | 207.45.43.68 | ১১ অক্টোবর ২০১১ ০২:৪১496427
  • মেমসাহেবরা বাংলা জানেনা তো .. নাহলে ঠিকই বলত
  • Paakhi | 67.200.118.1 | ১১ অক্টোবর ২০১১ ০২:৪৭496428
  • ইসে, এক্টা ভীষণ কোশ্চেন পাচ্চে।
    অমর্ত্য সেন আর নীরদ সি ঠিক কি কারণে দেশে ফির্লেন না? মানে, উনাদের কি এই পাচারিত মেধার মধ্যে রাখা ঠিক নয়?
  • ridhhi | 143.111.80.26 | ১১ অক্টোবর ২০১১ ০২:৫৮496429
  • ইংরেজীতেও কিচু বলেনি। লাস্ট বলেছিলো ওকাম্পো- এস্পানলে।
  • ridhhi | 143.111.80.26 | ১১ অক্টোবর ২০১১ ০৩:০৭496430
  • অমর্ত্য সেনের মত লোকেরা যারা থিওরিতিকাল ইকোনমিস্কে কাজ করেন, তারা দেশে ফেরেন নি স্রেফ মেটেরিয়লি ভাল জীবনের লোভে। এটা নিয়ে কোন দ্বিধা থাকা উচিত নয়। প্যেরেটো ইম্পোসিবিলিট চর্চা করার জন্য উন্নত গবেষনাগার লাগে না।

    উনি হার্ভার্দে বসে কি করেছেন এখন। কিছু অত্যন্ত মধ্যমানের বই লিখেছেন, পপুলার, জেমন আইডেন্টিটি ভায়োলেন্স আরো একটা ভুলে গেছি।, আমার মা খুব উচ্ছসিত হয়ে পাঠিয়েছিলেন। এর থেকে অনেক ভালো এনালিসিস আমি এই ফোরামে পাতার পর পাতা ধরে লোকজনকে করতে দেখেছি।
  • rimi | 75.76.118.96 | ১১ অক্টোবর ২০১১ ০৩:৩০496432
  • রিদ্ধিবাবু আপনি যখন একটা ফুল কিম্বা প্রজাপতি কিম্বা একটা তেজী ঘোড়া কিম্বা সিনেমা অ্যাকট্রেস দেখে মুগ্‌ধ হন তখন কি ভাবেন ঘোড়া কিম্বা প্রজাপতি কিম্বা ফুলেরা কিম্বা সিনেমা অ্যাকট্রেস আপনাকে পাত্তা দেবে কি না? জানেনই তো, a thing of beauty is joy forever, সাহেবরা, অর্থাৎ ভালো দেখতে সাহেবরা আমার কাছে থিং অব বিউটি।

    এর সঙ্গে গায়ের রংএর কোনো সম্পর্ক নেই, কেননা আমার কালো সাহেবদেরও খুব ভালো লাগে। আসল কথাটা হল সেক্ষ অ্যাপিল, বুইলেন?
  • ridhhi | 108.194.169.197 | ১১ অক্টোবর ২০১১ ০৪:১৯496433
  • ১) দেখুন আমি একবার সেকেন্ড ইয়ারে প্রথম দিল্লী গিয়ে বলেছিলাম 'পানজাবী মেয়েরা কিছু' তাতে অনিমিখা দি রেগে গিয়ে দুটো কথা বলেছিলেন যেটা থাপ্পড়ের থেকেও জোড়ালো
    ক) 'পানজাবী মেয়ে' কথাটা জেনারল। প্রিয়ানকা চোপ্‌ড়া শুধু বল্লে ভুল হত না। কিন্তু ইন জেনারাল একটা জাতির কথা বলে তুই প্রচ্ছন্ন ভাবে একটা এস্পেক্টে রেসিয়াল সুপারিওরিটি সমর্থন করছিস । তাতে ব্যচের বাকিরা হার্ট হচ্ছে।
    খ) মেয়েদের অব্জেক্টিফিকেশন। (এটা নিয়ে কিছু বলব না। কেননা আপনি ঝাড়ি বলেছেন। এটা সাধারণ ঝাড়ি না ওবজেক্টিফায়েড তা না জেনে আপনাকে আমি চেপে ধরব না।) কিন্তু ক) ভ্যালিড।
  • ridhhi | 108.194.169.197 | ১১ অক্টোবর ২০১১ ০৪:২৯496434
  • পাত্তার ব্যপারে কি বলব। আমি ফুল প্রজাপতি ফতি দেখে মুগ্‌ধ হই না। যারা আমাকে পাত্তা দেবে না, তাদের্কে আমি পাত্তা দিই না, ব্যস। এটা আমি না , সবার কেস, চেতনে অবচেতনে। এটা নাহলে পাত্তার ডিসইকুলিব্রিয়াম হয়ে যেত, যার থেকে অনেক বাওয়াল। আসলে সেই একি ফিদ্ব্যাক লুপ। পাত্তা পাওয়ার প্রব্যাবিলিটি কষেই (সে যত সাবট্‌ল লেভেলেই হোক) লোকে মুগ্‌ধ হয়, পাত্তা দেয়,নেই। কন্ডিশনড ডিফেন্স। নিরোধ সি মল্লিকা সেরাওয়াত কে পাত্তা দেয় না, কারণ মল্লিকাও নিরোধ বাবুকে কোন দিন পাত্তা দেবে না। ইকুইলিব্রিয়াম মেন্টেন্ড।
  • nrityakaali | 151.141.84.194 | ১১ অক্টোবর ২০১১ ০৬:৫৪496435
  • এই ব্যাটা বলে কী!!!! :-O
  • siki | 141.0.8.132 | ১১ অক্টোবর ২০১১ ০৮:০৭496437
  • পুউরো চাঁদের সঙ্গে পোদের তুলনার মত হয়ে গেল। তবে নিরোধ সি-টা জাস্ট একঘর।

    কিন্তু আমি যে এত বছর ধরে জুহি চাওলাকে পাত্তা দিয়ে এলাম, কল্লোলদার সঙ্গে এউ নিয়ে ডুয়েল লড়তেও রাজি হয়ে গেলাম, তার ক্ষী হবে?
  • T | 117.194.100.147 | ১১ অক্টোবর ২০১১ ০৮:০৭496436
  • @রিদ্ধি, উরিশ্লা... আপনি তো পুরো সোঁদরবনের বাঘ মশাই, একেবারে রায়বাঘা। বাঘিনীও হতে পারেন, জানি না। কী হুংকার! আহা,চিত্তপ্রসন্ন হলো। কে বলে বাঙালীর দিন গিয়াছে। কী দারুণ থাবার হাত! এক ঘায়ে গন্ডার মেরেছেন। একমত একমত, অমিতবিক্রমের কাছে ফুল প্রজাপতি অমর্ত্য সেন কিচ্ছু দাঁড়ায় না। এগিয়ে চলুন মহায়, আমরা আছি পেছনে ঠেলা দেওয়ার জন্য। 'বাঙালীর ছেলে বিজয়সিংহ' ইত্যাদি ইত্যাদি...
  • T | 117.194.100.147 | ১১ অক্টোবর ২০১১ ০৮:১৮496438
  • @সিকি, কিসুই হবে না। থিয়োরীটা লক্ষ্য করুন। আগে আপনি পাত্তা দিলে পালটা পাত্তা পাওয়ার প্রব্যাবিলিটি কষুন, তারপর সেই মত এগিয়ে যান। খালি ডেডলক সিচুয়েশনে কি হবে বুইছি না।

  • T | 117.194.100.147 | ১১ অক্টোবর ২০১১ ০৮:২৫496439
  • হি হি হি হি। নীরদবাবুকে 'নিরোধ' করে দিয়েচে। তাপ্পরও বলছে মল্লিকা পাত্তা দেবে না। 'হ য ব র ল' র সেইটার মত হাসছি।
  • siki | 141.0.8.132 | ১১ অক্টোবর ২০১১ ০৮:৩৮496440
  • এদিকে আমি আবার অঙ্কে তেরো, প্রোব্যাবিলিটির আঁক দেখলেই ভয় করে। হায় জুহি চাওলা!

    তবে মল্লিকা নিরোধকে পাত্তা দেয় না পড়ে থেকে আম্মো হাসি থামাতে পারছি না, এই ভরা সোসনের মধ্যেও। উরিবাবা!
  • kc | 178.61.96.29 | ১১ অক্টোবর ২০১১ ০৮:৪৩496441
  • নিরোধ সি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওটা একটা চকারান্ত গালি ছিল। এখন সবার বয়স হয়েছে, সভ্য হয়ে গেছি, তাই আমরা এখন নিরোধসি বলি, বন্ধুদের মধ্যে। :-)
  • riddhi | 108.194.169.197 | ১১ অক্টোবর ২০১১ ০৮:৪৭496443
  • টি মস্করা না করে যুক্তি দিয়ে অমর্ত্য সেন কে নিয়ে আমার ইভ্যালু খন্ডন করুন। থিওরীটিকাল যারা কাজ করেন তারা টাকা, আরাম, ছাড়া কি মধুর জন্য বিদেশে পড়ে আছে, সিরিয়াসলি জানতে চাই। আকা রিমি সাফ কথা বলেছেন, স্বীকার করেছেন, মিটে গেল । এই অমর্ত্য বাবুর মত হোম্‌ড়া চোমড়া দের কেই আমার অনুরোধ , কাম ক্লিন ।
    পাত্তার মডেল টা স্ট্যান্ডার্ড গেম থিওরীর আওতায়। তাই ঐ সংশ্লিষ্ট সমস্ত থিওরেম ও প্যরাদক্স, যেমন 'বন্দীর দোটানা' এই সব এখানেও থাকবে। নতুন কিছু বলিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন