এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৪৬০৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Fevi | 80.219.210.233 | ১২ অক্টোবর ২০১১ ১১:৩৩496511
  • Ranjanদার ভাই এর experience আমারো আছে। PhD2nd year এ আমার গাইড জাপান চলে গেলেন তিন বছরের জন্য। কী করে যে শেষ করলাম, জানে শ্যামলাল।
  • PT | 203.110.243.23 | ১২ অক্টোবর ২০১১ ১১:৪৭496512
  • পাই-কি কেমিস্ট্রির কোন মাস্টারমশাইয়ের কথা বললেন?
  • pi | 72.83.87.179 | ১২ অক্টোবর ২০১১ ১১:৫৩496513
  • হুঁ।
  • PT | 203.110.243.23 | ১২ অক্টোবর ২০১১ ১২:২৮496514
  • জগৎ সত্যিই ছোট হয়ে এসেছে!

    আমার আধপাগলা ও টেম্পারামেন্টাল সহপাঠিটি চলে যাওয়াতে কাল্টিভেশনের অর্গানিক কেমিস্ট্রির গবেষণার অপূরণিয় ক্ষতি হয়েছে। হায়, ছাত্রাবস্থায় সব কিছুই যদি বোঝা যেত তাহলে মাস্টার আর ছাত্রের মধ্যে কোন ফারাক থাকত না।

    পাই, (আপত্তি না থাকলে) আপনার বিষয় কি ছিল?
  • PT | 203.110.243.23 | ১২ অক্টোবর ২০১১ ১২:৩৭496515
  • সংযোজন: এই ঘটনাটি প: বঙ্গ থেকে মেধা বিতাড়নের একটি প্রকৃষ্ট অরাজনৈতিক (নজরটান) উদাহরণ।
  • siki | 123.242.248.130 | ১২ অক্টোবর ২০১১ ১৩:০৭496516
  • ঋদ্ধিমান, 12 Oct 2011 -- 09:48 AM

    খচে কে না যায়? তাতে করে লোকে বাংলা খালি করে বেরিয়েও আসবে না, বাংলা ভাষাও থেমে থাকবে না।

    দেখুন, বেটার লিভিংয়ের দিকে লোকে সবসময়েই যেতে চায়, সেজন্যেই লোকে গাজোল থেকে ইংরেজবাজারে এসে সেটল করতে চায়, তাতে করে গাজোল খালি হয়ে যায় না, গাজোলেও লোক থেকে যায় প্রচুর। ইংরেজবাজারের কিছু লোক তেমনি কলকাতায় সেটল করতে চলে আসে, আর ফিরে যায় না। কলকাতার কিছু লোক দিল্লিতে চলে আসে। দিল্লির কিছু লোক অস্ট্রেলিয়া কি আমেরিকায় চলে যায়। একটাই জীবন, ভালোভাবে এনজয় করে বেঁচেবর্তে থাকার জন্য কেউ কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করে। কেউ স্যাক্রিফাইস করে গ্রামের বাঁশবাগান, কেউ করে নন্দনের প্রেম, কেউ বাংলা ভাষা, নিজের সংস্কৃতি, কেউ নিজের দেশ, নিজের নাগরিকত্ব। ফিরে আর আসা হয় না। অনেকে ফিরে আসেও। তবে বেশির ভাগই ফেরে না। সবাই বলে আগের জীবনটায় প্রচুর নস্টালজিয়া আছে, কিন্তু ঐ আগের জায়গাটা থাকার যুগ্যি নয়। এখানেই বাবা বেশ আছি।

    আমিও তাদের মধ্যেই একজন। কলকাতা / দক্ষিণবঙ্গ আমার কাছে থাকার অযোগ্য লাগে, তাই ফিরে যাবার কথা ভাবি না। আমার জীবদ্দশায় ও জায়গা থাকার যোগ্য হবার আশা নেই। তাতে করে সেখানে থাকা লোককে যদি অপমান করলাম মনে হয়, তা হলে তাই। তবে এই ভালো/খারাপ/যোগ্য/অযোগ্য এ সবই আপেক্ষিক ব্যাপার। একজন তামিলের কাছে চেন্নাই খুব পছন্দের শহর হতে পারে, আমার কাছে ওটা ডাস্টবিনের বেশি কিছু লাগে না।
  • dd | 59.97.120.181 | ১২ অক্টোবর ২০১১ ১৩:২৩496517
  • ছেন্নাইএর আরো ঘটনা।

    এখুনি ছেন্নাইতে ফ্যাক্টরীর লাঞ্চ খে' এলাম। তেঁতুল দিয়ে বেগুনের ঝোল করেছে। সেটা দিয়েই দুটো রুটী খেলাম।

    আমার নিজের দিকে চাহিয়াই আমার বিস্ময়ের আর শেষ নাই।
  • abastab | 61.95.189.252 | ১২ অক্টোবর ২০১১ ১৩:২৮496518
  • বেগুনের ঝোল শুনে প্রশ্ন জাগলো, ভারতের কোথায় কোথায় বিরিয়ানির সাথে বেগুনের ভর্তা খাওয়ার চল আছে?
  • Paramita | 198.95.226.40 | ১২ অক্টোবর ২০১১ ১৩:২৯496519
  • আমি আজ অবধি বুঝতেই পারলাম না আমি কোথায় থাকতে চাই। শুধু বুঝতে পারি কোথায় থাকতে চাই না। তাও আবার দিনে দিনে, মাসে মাসে ভ্যারি করে। যেখানে রোজ থাকতেই হয় সেখানে থাকতে চাই না। যেখানে বেড়াতে যাই সেখানে মনে হয় থেকে যাই। যেখান যেখান থেকে চলে এসেছি মনে হয় সেখান থেকে না এলেই জীবন ফুলে ফলে রঙে রসে ভরে উঠতো। কবি আমাকে নিয়ে কত আগে কবিতা লিখেছিলেন। পাগল হইয়া ফিরি বনে বনে অথবা হেথা নয় হেথা নয় বা কোথায় যাবো ভেবেছিলাম ইত্যাদি। বেসিকালি আ কনফিউজড দু:খবিলাসী সোল।

    এরসঙ্গে টাকাপয়সা নীলাকাশ রিসার্চ ধুলোবালি চাকরি ইত্যাদির যোগ নেই তেমন বা প্রত্যেকটারই যোগ আছে বলে দেওয়াই যায়। আসলে ঐ ক দু সো।

    ফাইনালি জাঢ্য ও স্টেটাস কুয়োর পাল্লায় পড়া।

    আপনাদেরও কি এমনি হয়?
  • siki | 123.242.248.130 | ১২ অক্টোবর ২০১১ ১৩:৪২496521
  • না:। অফ অল প্লেসেস আমি দিল্লিতেই থাকতে চাই। জন্ম থেকে প্রচুর জায়গা পাল্টেছি তো, ভারতের সবকটা মেট্রো সিটিও দেখা হয়ে গেছে। কিছুকিঞ্চিৎ বিদেশও। গাছেরও খাওয়া আর তলারও কুড়নোর এমন সুন্দর সমাহার কেবল দিল্লিতেই আছে।

    একান্তই নিজস্ব মত। আর কোথাও গিয়ে বেশিদিন থাগতে পারি না।
  • a | 125.16.135.194 | ১২ অক্টোবর ২০১১ ১৩:৪৬496522
  • রন্‌জনদা, হার্ট ক্লিনিক সম্পর্কে আমার এক্সপিরেয়েন্স ভালো খারাপ মেশানো।

    চিকিৎঅসা, ব্যাবহার, খরচ, ব্যবস্থাপনা খুব ই ভালো। এটিই একমাত্র হস্পিটাল আমি দেখেছি যেখানে প্রতিদিন সন্ধ্যেবেলা অন্তত একজন ডাক্তার প্রতিটি রোগীর বাড়ির লোকের সাথে মিট করে স্ট্যাটাস দেন।

    কিন্তু ডায়গনসিস অনেক সময় খুব ভালো নয়, একটু স্লো। খুব ভালো ডাক্তার কেউ নেই, যারা আছেন তারা অবশ্য খুব চেষ্টা করেন।

    ওভারল, ইমার্জেন্সিতে বেশ ভালো, লং টার্মের জন্যে মাঝারি
  • lcm | 69.236.162.31 | ১২ অক্টোবর ২০১১ ১৩:৪৭496523
  • আমার তো স্থিতিজাড্য। যখন যেখানে থাকি সেই জায়্‌গা ফাটাফাটি লাগতে বাধ্য, নইলে আবার অন্য কোথাও যেতে হয়, সে ভারী ঝামেলা, কঠিন কাজ।
  • lcm | 69.236.162.31 | ১২ অক্টোবর ২০১১ ১৩:৪৮496524
  • আমি আবার কোথাও গিয়ে কমদিন থাকতে পারি না।
  • Paramita | 198.95.226.40 | ১২ অক্টোবর ২০১১ ১৩:৫১496525
  • স্থিতিজাঢ্য তো আছেই। কিন্তু তাই বলে স্থিতির স্থানকে ফাটাফাটি মোটেই লাগে না। বরম মনটা কষ্টে ফেটে পড়ে বলতে পারো। কোনমতে সহ্য করা।
  • PM | 86.96.228.84 | ১২ অক্টোবর ২০১১ ১৩:৫২496526
  • আপনি যদি বলেন কলকাতা বা চেন্নাই আপনার থাকার যোগ্য নয়..... মনে হয় না কারুর কোনো অপত্তি থাকবে। এটা আপ্নার ব্যক্তিগত মত জার সাথে অমার না মিলতেই পারে। কিন্তু আপনি যদি বলেন কলকাতা বা চেন্নই মানুষের থাকার যোগ্য নয়.... বা ওখানকার মানুষ কুকুরের জীবন যাপন করেন তাহলে সেটা আর আপনার ব্যক্তিগত অনুভুতি থাকে না। লোকে আপত্তি করতেই পারে।
    সেরকম আমার সিমিত experience ( অটো-ওঅয়লাদের হাতে মুর্গি হয়ে বা কাগজের ক্রাইম রিপোর্ট থেকে) আমার যদি মনে হয় যে দিল্লিতে শুধু চিটিংবাজ আর রেপিস্ট-রা থাকে আর সেটা যদি আমি public forum-এ লিখি তাহলে সেটা কর্নপ্রক্ষালন যোগ্য অপরধ হবে।

    এইটুকু সেন্সিটিভিটি শিক্ষিত মানুষ-এর কাছে আশা করাই যায়
  • lcm | 69.236.162.31 | ১২ অক্টোবর ২০১১ ১৩:৫৬496527
  • না, না, তা কেন হবে। যেখানেই থাকি একা তো থাকি না, সলিটুড তো নয়। আরো হাজার হাজার মানুষ থাকে তো। তারা যখন দিব্যি আছেন, আমিই বা খাসা থাকব না ক্যানে।
  • Paramita | 198.95.226.40 | ১২ অক্টোবর ২০১১ ১৩:৫৭496528
  • কর্ণপ্রক্ষালনযোগ্য অপরাধ কখনো করবেন না। কানে জল ঢুকে যাবে তো!
  • Jhiki | 182.253.0.99 | ১২ অক্টোবর ২০১১ ১৪:০১496529
  • আমি গতবছর অবধি দিল্লীতে থাকতে চাইতাম, বাড়ীঘর ও সেই হিসাবে কেনাটেনা হয়েছিল, কিন্তু গত ছুটী তে কি জানি কি হল, দিল্লীকে ঠিক আগের মত লাগলো না ..... মনে হল ঠিক সুরে বাজছে না.... তাই বৃদ্ধাশ্রম হিসাবে কলকাতাকে বেছে নিয়েছি..... বিদেশ থেকে ঘাড় ধাক্কা না খেলে কর্মজীবনে দেশে ফেরার কোন ইচ্ছা নেই, মাত্র তিনটে দেশে থেকেছি, এখনও অনেক দেশে থাকা বাকি আছে ... আমরা কোন "মেধা' নই, নিতান্তই ছাপোষা ইকনমিক রিফিউজি...... আমাদের আশেপাশে আমাদের মত অনেকেই আছে।
  • Paramita | 198.95.226.40 | ১২ অক্টোবর ২০১১ ১৪:১০496530
  • আমার এবার কলকাতা গিয়ে পোষালো না। এতোদিন ভাবতাম ঐ বুঝি মঞ্জিল। রবীন্দ্রসঙ্গীতের সুর বাজছিলো যদিও সর্বত্র।
  • Ishan | 122.248.163.4 | ১২ অক্টোবর ২০১১ ১৪:১৫496532
  • আমি কলকাতাতেই থাকতে চাই। খুব ভালো হত যদি রাজচন্দ্রপুরে একটু ফাঁকা মতো জায়গায় থাকতে পেতাম।

    শুধু যদি কলকাতা একটু সিস্টেমেটিক হত। সব ব্যাপারেই। জিনিসপত্তর একটু সহজে হত। তালে বড়ো ভালো হত।
  • siki | 123.242.248.130 | ১২ অক্টোবর ২০১১ ১৪:২৭496534
  • অ পিএম, আম্মো তো তাইই বলি। দিল্লির অনেক কিছুই বেএশ ভালো, এক্সেপ্ট দিল্লির লোক। হেবি খচ্চর টাইপ হয়। এ তো আগেও বলেছি :)

    তবে এটাও জেনেরালাইজড কমেন্ট, সবাই এ রকম নয়, তবে আমার দেখা দিল্লিওয়ালাদের নব্বই শতাংশ বদমাশ। দশ পার্সেন্ট ভালো লোক আছে।
  • dd | 59.97.120.181 | ১২ অক্টোবর ২০১১ ১৪:২৭496533
  • ব্যাঙালুরুর মতোন ক্লাইমেট ভারতে আর কোথাও আছে ? পেত্যয় হয় না।
    প্র্যাক্টিক্যালি সারা বছরই মিঠে রোদ আর ফুরফুরে হাওয়া।

    খুব দামী দামী ঝলমলে দোকান আছে, রেস্তোরা আছে - ও সব দেখে না কেনার আনন্দ পাওয়া যায়।

    জিমি চু'র জুতো,লুই ভুইতনের ব্যাগ ... ইত্যকার। এক অদ্ভুত আজগুবী দাম।
  • Jhiki | 182.253.0.99 | ১২ অক্টোবর ২০১১ ১৪:২৯496535
  • কলকাতা হল সেই জায়গা যেখানে ইলিশ মাছ, বাংলা বই/কাগজ, বাংলা নাটক/সিনেমা, নলেন গুড়ের সন্দেশ সব কিছু পাওয়া যাবে, উপরি পাওনা আত্মীয়/বন্ধুদের কাছাকাছি থাকা.... গত দশ বছর এসব ছাড়া আছি, কমপক্ষে আরো বছর কুড়ি এভাবে কাটবে.... তাই মনে হয় শেষ জীবনটা কলকাতায় কাটালে মন্দ হবে না, এই আর কি!

    দিল্লীতে সি আর পার্কে আমাদের বাড়ী (মানে একটা ফ্লোর), সেখানেও এই সবকিছু পাওয়া যায়... কিন্তু পরিবেশটা এখন বদলে যাচ্ছে, আগের ভালো লাগাটা আর নেই।
  • S | 90.200.14.8 | ১২ অক্টোবর ২০১১ ১৪:৫৯496536
  • হাম ভি ফিরতে হলে কোল্কাততেই থাকতে চাই, আমি কোল্কাতার মেয়ে নই, নিপাট টুম্পা, কোল্কাতা নিয়ে বরাবর একটা awe কাজ করেছে। কোল্কাতা ভাবলেই আকুলি বিকুলি করে মনটা। মাত্র ন বছর থেকেছি ওখানে, বরাবর চেয়েছি ওখানে settle করতে , কিন্তু কপাল। হায় কপাল। লাইফ ওখানে comparetively stressful অনেক অনেক problem. agreed ।কিন্তু তাও তো ওখানে লাইফ আছে , এখানে তো সেটাও নেই, পুরো মেশিনের মতো লাগে নিজেকে।

    আর এখানকার পয়সা? হায় কপাল। এদেশের system এমন জে আপনি almost millionaire হয়ে গেলেও নিজের গাড়ী নিজেকে চালাতে হবে, অর্থাৎ luxuy afford করতে পারলেও , আপনি comfortafford করতে পারবেন না। আর আমার তাতে ঘোরোতর আপত্তি।
  • pi | 72.83.87.179 | ১২ অক্টোবর ২০১১ ১৭:০৯496537
  • পিটিদা, আপনার বিষয়ই :)
    উনি এখন কোথায় ?
  • pi | 72.83.87.179 | ১২ অক্টোবর ২০১১ ১৭:১০496538
  • ভালো কথা, ফুচকার রেট এখন কত ক'রে যাচ্ছে ?

  • kd | 59.93.241.251 | ১২ অক্টোবর ২০১১ ১৭:২৩496539
  • কলকাতায় টাকায় একটা (স্যাম্প্‌ল সাইজ ৪), বেহালায় দু'টাকায় তিনটে (স্যাসা ১)
  • pi | 72.83.87.179 | ১২ অক্টোবর ২০১১ ১৮:৪১496540
  • অর্ধমৃত বলে লোকে চলে যায় , নাকি চলে যায় বলে অর্ধমৃত ?

    যাহোক সিকি, ঠিক কী কী কারণে বসবাসের অযোগ্য লাগে একটু বলবে ?
    ট্র্যাফিক আর ওয়েদার বেশ খারাপ বলাই যায়। কিন্তু সেতো দিল্লির ওয়েদার আরো খারাপ ( কানপুরের অভিজ্ঞতা এক্সট্রাপোলেট করে বলছি)।
  • PT | 203.110.243.23 | ১২ অক্টোবর ২০১১ ১৮:৪৪496541
  • পাই, সে দীর্ঘদিন ব্যাঙ্গালোরে একটি কোম্পানিতে ছিল, সম্প্রতি চাকরি বদলে কলকাতায় ফিরে এসেছে।
  • rimi | 168.26.205.19 | ১২ অক্টোবর ২০১১ ১৮:৪৮496544
  • আমার আবার স্থিতিজাড্য একেবারেই নেই। একজায়গা থেকে অন্য জায়গায় যেতে আমার কষ্ট হয় না। নতুন জায়গাতে খুব তাড়াতাড়িই ভালো লাগার অনেক কিছু আবিষ্কার করে ফেলি। খানিকটা যাযাবর মানসিকতা। কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে আবার কলকাতা, সেখান থেকে আমেরিকা, আমেরিকাতে বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে থাকা হয়েছে। প্রত্যেকবারই যে কোনো নতুন জায়গায় চটপট ভালো লেগে যায় আমার। কলকাতার প্রতি আমার বিশেষ কোনো টান বা নস্টালজিয়া নেই। যদিও আমার প্রিয় মানুষেরা বেশির ভাগ ওখানেই, কিন্তু তাদের সঙ্গে কানেকশান আমার এত বেশি যে যেখানেই থাকি, শারীরিকভাবে তাদের কাছাকাছি নেই একথা মনেই হয় না কখনো।

    কলকাতায় ফেরার আমার এমনিতে কোনো ইচ্ছে নেই, নানারকম বস্তুতান্ত্রিক কারণে। কিন্তু এটাও জানি যে যদি কোনোদিন ফিরি, তবে কলকাতাতেও ভালো লাগার মতন অনেককিছুই খুঁজে পেয়ে যাব চটপট। আসলে একেবারে বেসিক কিছু চাহিদা (যার মধ্যে স্বাধীনতা অন্যতম) পূরণ হলেই আমি বর্তমানকে নিয়ে মশগুল হয়ে যাই একেবারে, অতীতের কথা তত ভাবি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন