এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৪৬০৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 112.133.206.22 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩৩496644
  • মিতাদি বোরোলীন রেখো সঙ্গে। ;-)
  • rimi | 168.26.205.19 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩৪496645
  • পারমিতাদি তুমি ভুল করছো। রিদ্ধির সেক্ষ অ্যাপিলের ব্যপারে খানিক ব্যথা আছে। তাই আমার উপরে রেগেছেন। আলসেমি নিয়ে উনি কিছু মনে করেন নি। সেইজন্যেই "কেলে" পাছামোটা" ইত্যাদি বলেছেন, বাঙালী মেয়েদের নাকে কান্না কিম্বা ললিতলবংগলতাপানা নিয়ে কিছু কন নি।
  • pi | 128.231.22.133 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩৫496646
  • দেশে একটা স্যালারি ক্যাপ চালু হবার কথা হয়েছিল না ?
    হলে ভাল হয় কিন্তু :)

    রিমিদি, ঐ ঘরের কাজের জন্য যা মাইনেপত্র পান ওঁরা, বা অন্য সুযোগ সুবিধা যা পান না, যেগুলো লিখেছো, একমত, যে ওগুলো শোষণ। তো , সমাধান কী ? কাজগুলোই কেড়ে নেওয়া ? :) নাকি কাজ করে যাতে মোটামুটি ঠিকঠাক মাইনে , বেনিফিটস পান সেটার ব্যবস্থা করা ? একটু একটু করে হলেও হচ্ছে কিন্তু। আর সেটা হলে নিজেদের কাজ নিয়েও ওঁরা বেশি অ্যাকাউণ্টেবল থাকবেন।

    সব কাজ সবাইকে করতে হবে, নইলেই সামন্ততান্ত্রিকতা, এমন কেন হবে ? বরং কাজগুলোকে ছোটো বড় মনে না করে যে ঐ কাজগুলো করছে তাকেও সেই সম্মান দিলেই তো হল।
    সবার জন্য সব কাজ ও নয়। ল্যাবের কাজ যে ভাল পারে সে রান্না ভাল না ও পারতে পারে , ভাল নাও বাসতে পারে এবং ভাইসিভার্সা ( এ কথা ছেলে মেয়ে নির্বিশেষে প্রযোজ্য করছি, বোল্ড এন্ড আন্ডারলাইন :)) ।
    তো রান্না করার জন্য কেউ থাকলে খারাপ কীসের ? হোটেলে কেউ রান্না করে এনে দিল, তার ইক্যুভ্যালেন্ট ভাবো না ক্যানো ? বরং এই যে এদেশে এত বাইরে খাওয়া দাওয়া হয় বা আনানো হয়, ভেবে দেখতে গেলে সেটা সেটা কুক থাকার থেকে আলাদা ক্যানো ? :)
    তফাত এটাই হোটেলে তাকে এই পরিশ্রমটার জন্য অনেক ন্যায্য দাম দেওয়া হচ্ছে ( হোটেলের কুক তার থেকে কত পাচ্ছে সে জটিলতায় ঢুকছি না। কোন ব্যাপারটা ইক্যুভ্যালেন্ট বলছি, আশা করি বুঝতে পারছো )
    কাজের তো অভাবও নেই কোন। যার যা ভাল লাগে, তাই করুক। তার জন্য উপযুক্ত পারিশ্রমিক ও সম্মান পাক।
  • Tim | 198.82.26.24 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩৫496647
  • :-)) ( এটা ইন জেনেরাল হাসলাম)
  • PT | 203.110.243.21 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩৬496649
  • রিসার্চের মিথ্যা গল্প বললে কি আসে যায়? ঠিক রিসার্চের নয় - বিদেশে ব্যাঙ্কে চাকরি করার গল্প বলে একটি ছেলে দেশের একটি ভাল পরিবারের মেয়েকে বিয়ে করে। বিদেশে গিয়ে কিছুদিন বাদে মেয়েটির সন্দেহ হওয়াতে স্বামীর অফিসে গিয়ে হাজির হয়। দেখে ছেলেটি ব্যাঙ্কে ঝাড়ু দিচ্ছে। মেয়েটি বা তার পরিবার বোকা? হতে পারে! তবে যাহোক করে মেয়েটিকে আত্মহত্যার হাত থেকে বাঁচানো হয়। তারপরে যা হয় - মেয়েটি মেনে নিয়েছে - ঝাড়ুদারেরাও তো বিদেশে খুব একটা খারাপ থাকেনা।
  • kk | 107.3.242.43 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩৬496648
  • আমার একটা নিরীহ প্রশ্ন আছে। ছেলে মেয়েরা নিজেরা ভালো থাকবে, খাবে, টাকা কামাবে ব'লে যে বুড়ো বাবা মা কে দেশে একলা রেখে নিজেরা বিদেশে বসে থাকে সেইটা তো বেজায় স্বার্থপরতা বলে সর্বজন স্বীকৃত। কিন্তু বাবা মায়েদের এই যে এক্সপেক্টেশন (এমনকি কোন কোন ক্ষেত্রে ইমোশন্যাল ব্ল্যাকমেলিং) ছেলে বৌ (মেয়ে জামাই নিয়ে এর'ম চাহিদা আছে বলে শুনিনি কোথাও) সেন্স অফ সিক্যুরিটি দেবার জন্য তাঁদের কাছেই থাকুক তাতে তাদের পারিবারিক ও মানসিক খুশি থাক বা না থাক,এটা কোনরকম স্বার্থপরতা নয়?
  • pi | 128.231.22.133 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩৯496650
  • হ্যাঁ, একজন দু'জন ছাত্র হলে চাপ।

    আমাদের একটা থিসিস কমিটি থাকতো, প্রতি ছ'মাসে তার কাছে প্রেসেন্ট করতে হত। সেটা অনেক সময় গাইডকে ওভাররুল ও করতে পারতো। মানে, গাইড যদি উল্টোপাল্টা কাজ করাচ্ছে দেখতে পেতো, তো তা নিয়ে সরাসরি আপত্তি তুলতে পারতো আর সেটা শোনাও হত।
    এই কমিটিতে টেকনিক্যালি পৃথিবীর যে কোনো প্রফ থাকতে পারতেন ।:)
    ছাত্রের ইচ্ছা ও সেই ব্যক্তির রাজী হবার উপর।
  • rimi | 168.26.205.19 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৪০496651
  • আরে পাই, কেউ রান্না করে দিলে আদৌ খারাপ না সেটা। কিন্তু এটাই যে সবসময়ে ভালো তাও না, সেটাই বলতে চেয়েছিলাম। আমরা ছোটো থেকে রান্নার লোকের রান্না খেয়েই বড় হয়েছি, কেননা মার চাকরি করে সময় থাকত না। কিন্তু কাজের লোকের রান্না যে অখাদ্য, মুখে তোলা যায় না এই অভিযোগও সর্বদা শুনেছি। আমি নিজে অবশ্য এই অভিযোগ করি না, কেননা ভালো রান্না ছোটো থেকে খাইই নি। তাই নিজের রান্না নিয়ে নিজেই খুব সন্তুষ্ট থাকি, যদিও অন্যদের তত সন্তুষ্ট করতে পারি না।

    তবে নিজে রান্না এবং সব কাজ করার অভ্যেসটা ভালো। নিজে রান্না করলে স্বাদ ও পুষ্টির কোয়ালিটি বেশি ভালো ক®¾ট্রাল করা যায়। আর কাজের লোক না এলে অসুবিধায় পড়তে হয় না। আমাদের বাড়িতে দেখেছি, একেকদিন সকালে না বলে মাসি কামাই করলে ভয়ানক অশান্তি শুরু হত।
  • ridhhi | 108.194.169.197 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৪১496652
  • রিমিকে - রাগলাম কই ? এটা আমার আপনার ব্যাপার না | এটা একটা পাবলিক ফোরাম | আপনি এখানে যদি বলেন আসামিয়াদের , জেনারালি আমার খুব খারাপ লাগে দেখতে, তাহলে পাঠক/পাঠিকা দের একটা অংশ কে হার্ট করা হয় , এটাই |

    আর পিতিকে করা প্রশ্ন নিয়ে: অবশ্যই ঝামেলা. কারন একই | এটা ফোরাম, প্রচুর নিরব পাঠক আছেন | তাদেরকে সঠিক মেসেজ পৌছে দেয়া জরুরি | আমার বাপ মা এই পড়াশোনার লাইনে না থাকার জন্য, ঘ্যাম চাকরি করা জেঠু ফেথু রা এসে যত পারত জ্ঞান বিলোত | 'আরে পাঠিয়ে পাঠিয়ে দাও, এখানে কিসসু নেই, স্টাগনেট করে যাবে ' তো সেইটার আসল চক্কর তা কি আমি যখন জানি, আমাকে তো বলতে হবে|

  • rimi | 168.26.205.19 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৪২496654
  • আরে পিটি এই ঘটনা তো দেশেও আকছর ঘটছে। এর উল্টোদিকে ভাবুন, কত মেয়ে দেশে শ্বশুরশাশুড়ির নানা এক্সপেক্টেশনের চাপে চিঁড়ে চ্যাপটা হচ্ছে। সেই বেলা?

    আর হ্যাঁ, কেকের প্রশ্নটা আমারো। একটা বিশেষ কারণে এতক্ষণ এ নিয়ে কিছু বলি নি।
  • Paramita | 198.95.226.40 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৪৩496655
  • মুখে গন্ধটাও তো স্বভাবগত আচরণ। জন্মগত নয়। ভালো করে দাঁত মাজলেই চলে যাবে। তবে এটা সাহেবদেরও আছে। নেটিবদেরও, ভিন্ন ফর্মে। সকালবেলা মিটিং থাকলে ওদেশে দাঁত না মাজা বাসী গন্ধে ঘর ম ম করত, এখন সম্বরের গন্ধে। লিফটে বাসি না কাচা জামার ঘেমো গন্ধ। আমার আবার কুকুরের নাক।
  • pi | 128.231.22.133 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৪৬496656
  • 'ভালো পরিবার' হওয়ার সাথে ঝাড়ুদার হবার ক্ল্যাশ আছে, যারা মেধাবী নয় তারা পাচার হয়ে গিয়ে ভালোই হচ্ছে, পিটিদার এই কমেন্টগুলোকে কীভাবে নেবো? বামপন্থী এলিটিসম , সামন্ততান্ত্রিকতা ? :)

    বিদেশে ঝাড়ুদাররা খুব ভালো থাকে , এইটা খুব ভালো ব্যাপার।
    দেশে থাকেনা , এটা সত্যি লজ্জার ব্যাপার।

    পঁচিশ বছর কমুনিস্ট রাজ্যে কাটানোর পর একটা পুঁজিবাদী ও ধনতন্ত্রের দালাল দেশে গিয়ে ঝাড়ুদারদের সম্মান ( বা বলা ভাল, অসম্মান না করা ) ও কোয়ালিটি অব লাইফ দেখে সত্যি সব কিছু ঘেঁটে গেসলো :)
  • mita | 64.191.211.55 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৪৬496657
  • অপ্পন :))
  • rimi | 168.26.205.19 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৪৮496658
  • রিদ্ধি, আমি চীনেদের ভালো লাগে না বলেছি। গুরুর পাঠক পাঠিকাদের মধ্যে চীনেও আছেন নাকি? জান্তাম না :-(

    আর ইয়ে, হ্যাঁ, কলকাতায় ঝারি মারার দৃষ্টিসুখ আমেরিকার মতন হবে না এইটা বলেছি। আমার ঝারি আমি কাকে মারতে বেশি পছন্দ করব, সেইটা আমার ব্যপার তো। :-)))
  • pi | 128.231.22.133 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৫২496659
  • ভারতীয় মেয়েরাও যে ক্যানো একটু সেয়ানা অলস হয় না ভেবে পাইনা। আমাকে দেখে একটু শিখলেও পারে তো :)
  • ridhhi | 108.194.169.197 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৫৩496660
  • পারমিতা নিজের লজিকের ট্রাপে নিজেই পড়ছেন . আমার অভিযোগ তা ছিল ' সমষ্টিগত ভাবে কাউকে বলা নিয়ে| ভালই হল আপনি আরও ব্রেক ডাউন করলেন . এই স্টেটমেন্ট গুলো দিয়ে তাহলে এটাই ইম্‌প্‌লায়েদ , সমষ্টিগত ভাবে একটা জাত অলস. সমি্‌স্‌থগাত ভাবে কিছু হলে কি আর ব্যক্তিগত গুদ বা ব্যাদ বিহেভিয়র দিয়ে সেটা ব্যাখ্যা করা যায়?

  • PT | 203.110.243.21 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৫৬496661
  • রিমি, kk-র প্রশ্নটা খুবই ভ্যালিড। বাবা-মায়ের এই প্রত্যাশাটা স্বার্থপরতা না নির্ভরতা কে জানে? কিন্তু সমস্যা অন্যত্র। যে বিধবা বৃদ্ধা নড়তে পারছেন না, তিনি ছেলের পাঠানো ডলার আনতে আগে ব্যাঙ্কে যাবেন তারপরে সেই টাকা নিয়ে ডাক্তার দেখাতে যাবেন আর তার পরে ওষুধ কিনতে যাবেন?
  • pinaki | 122.164.18.221 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৫৭496662
  • রিদ্ধি একটা বেসিক জায়গায় গোলাচ্ছেন। নীরব পাঠকদের 'সঠিক' মেসেজ দেওয়ার কর্তব্যবোধ থেকে 'সাধারণত:' লোকজন এখানে লেখে না। তবে আপনি ইচ্ছে হলে লিখতেই পারেন।

    আর কোথাও যদি কিছু সত্যিই 'স্ট্যাগনেট' করে যায় তাহলে সেখান থেকে যে জায়গা তুলনামূলক 'ডায়নামিক' আছে - সেখানে লোকে মাইগ্রেট করবেই। আপনি আমি না চাইলেও। স্ট্যাগন্যান্ট জায়গায় পড়ে থেকে সেই স্ট্যাগনেশন কাটানোর লড়াই করাটা একটা পলিটিকাল মোটিভেশনের ইস্যু। সেটা কেউ কেউ করেন। তাঁরা শ্রদ্ধার যোগ্য। কিন্তু আমজনতার কাছে সেটা দাবী করা অযৌক্তিক। কিন্তু আপনার আপত্তিটা ঠিক কোথায়? লোকে কেন স্ট্যাগন্যান্ট জায়গায় পড়ে থেকে সেটাকে উন্নত করার কথা ভাবছে না - সেইটা? নাকি লোকে যে জায়গাকে স্ট্যাগন্যান্ট বলছে সেটা আসলে স্ট্যাগন্যান্ট নয়? নাকি সেই জায়গা স্ট্যাগন্যান্ট - এটা আপনি মানেন, কিন্তু সেই সত্যিটা খোলাখুলি বলা হোক, আর তার মধ্যে দিয়ে একটা নেগেটিভ মেসেজ যাক - সেটা আপনি চান না? এই তিনটের মধ্যে কোনটা আপনার আপত্তির কারণ?
  • rimi | 168.26.205.19 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৫৭496663
  • উঁহু দুজনেই সেয়ানা অলস হয়ে গেলে চাপ আছে। ওর থেকে এক্সেল শিট অনেক বেশি কাজের। একেবারে সমান সমান কাজ ভাগ করে লিখে রাখো। এরপরে কারুর ভাগের কাজ সে না করলে সেই কাজটা ফেলে রাখো যতক্ষণ না হচ্ছে। ধরো বাসন মাজা। আগেই ঠিক করা হল, বাসন বর মাজবে। বর রাত্তিরে বাসন মাজলো না। বউ সেই বাসন বর না মাজা পর্যন্ত রান্না শুরু করল না। একে বলে টিচ বাই কনসিকোয়েন্স।

    আর হ্যাঁ, আরেকটা কাজ সমানতালে করে যেতে হবে - হটসিটে বসানো। অর্থাৎ রাগ বা সমালোচনা না করে, শুধু বর বাসন না মাজায় নিজের কাজের কি কি ক্ষতি হয়েছে সেইটা মাঝে মাঝে মিষ্টি করে শোনানো।
  • PT | 203.110.243.21 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৫৮496665
  • পাই আপনার প্রশ্নের উত্তর কাল দেব। এখন ঘুমোতে যেতে হবে।
  • pi | 128.231.22.133 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৫৯496666
  • বৃদ্ধা নড়তে না পারলে দেখার জন্য সাপোর্ট সিস্টেমটা সমাজেরই প্রোভাইড করা উচিত।

    ঐ নড়তে সাহায্য করার জন্যই যদি শুধু দরকার হয় ( এক্ষপেক্টেশন্টা আনজাস্টিফায়েড মেনে যখন নিয়েছেন), সেটা যে কেউই করতে পারে।
  • ridhhi | 108.194.169.197 | ১৩ অক্টোবর ২০১১ ০১:০০496667
  • ওহ রিমি তাহলে আপনি চিনা আছে কিনা ভালো করে ভেবে নিয়ে পোস্ট করেছিলেন. আপনার সচেতনতা কে আমি সম্মান জানায় | কিন্তু কি জানেন তো, কোন চিনাই বান্‌গ্‌লা পড়তে পারে না ,এতা একটা অসাম্‌প্‌সান | তাছাড়া আপনি যে এটা ভেবে নিয়ে লিখছেন এটা অনেকেই জানেন না , তাই কেউ মসলমান বা আসামী নিয়েও এরকম একটা পোস্ট করতে পারে |

    আর আপনি যেটাকে খোচা বলছেন, বলে রাখি ওসব বালাবিচি আমার ধাতে নেই, আপনি মানুন আর নাই মানুন | আপানকে আমি ডাইরেক্ট খিস্তি দেব, কিন্তু ঐ খোচা ফচার সিনে আমি নেই.
  • kk | 107.3.242.43 | ১৩ অক্টোবর ২০১১ ০১:০১496668
  • পিটিবাবু, এই প্রত্যাশাটা যে শুধু নড়তে না পারা বৃদ্ধা বিধবারই (অথবা বৃদ্ধ বিপত্নীক)থাকে তেমন তো নয়। যাঁরা আক্ষরিক অর্থে 'নির্ভরশীল' নন তাঁদের মধ্যে কি কোনদিন এমন চাহিদা দেখেননি? সব সময় এক্সট্রীম উদাহরণ নিলে হবে?

    ভাই ঋদ্ধি, একটু বানান গুলো দেখে লিখলে হয়না? শেষটা কি মেসেজ দিতে কি দেবে !
  • nk | 151.141.84.194 | ১৩ অক্টোবর ২০১১ ০১:০৩496669
  • রান্নার ব্যাপারে আমার একটা সামান্য কথা আছে। নিজে নিজে রাঁধলে সেই রান্নার সঙ্গে একটা মানসিক এন্ট্যাংগলমেন্ট হয়ে গিয়ে জিনিসটা খুবই সুস্বাদু লাগে। আর পরিমাণে কম থাকলে কেন যে খাবারের স্বাদ এতো বেড়ে যায় সে এক রহস্য! ইনভার্স স্কোয়ার ফর্মূলা মনে হয়। :-)
  • rimi | 168.26.205.19 | ১৩ অক্টোবর ২০১১ ০১:০৪496670
  • ঠিক আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট যত খুশি খিস্তি করুন না আমাকে। আমিও "খোচা ফচার সিনে নেই"। আমাকে যা খুশি বলতে পারেন :-)
    কিন্তু তবুও সাহেবদের ভালো লাগাটা আমার এক বিন্দুও কমবে না :-((
  • ridhhi | 108.194.169.197 | ১৩ অক্টোবর ২০১১ ০১:০৭496671
  • পিনাকি মেসেজ চাই কি না ছাই, মেসেজ তো যাচ্ছেই !!!. আমার আপনার প্রত্যেকটা পোস্ট একটা মেসেজ, সেটা আমাদের অভিপ্রেত হোক বা না হোক | এগুলো যারা পড়ছে, তাদের গায়েদ করছে, তাদের নিজেদের ভেতর তর্ক করাচ্ছে. আবার বলছি সবাইকে কি করতে হবে সেই বিধান আমি লিখছি না ,আমার দাবি গুরুর হারটা-কর্তারআ এই যে কলকাতা -ব্যাশিং ভয়েসের প্রতি সচেতন হন এবা`ম সেটা মদুলেত (নত মডারেট ) করার দিকে নজর দিন,
  • pi | 128.231.22.133 | ১৩ অক্টোবর ২০১১ ০১:১২496672
  • পিনাকীদা, রিদ্ধিবাবুর কী মত জানিনা।

    আমার মতে স্ট্যাগন্যান্ট জায়গাকে স্ট্যাগন্যান্ট বলে মেনে নাও ( যেটা পিটিদাদের মানতে দেখিনা :)), স্ট্যাগন্যান্সি আসার জন্য গালও পারতে পারো ( যেটা করা হলে আবার পিটিদারা রেগে যান), কিন্তু তারপর যদি স্ট্যাগন্যান্ট বলেই গাল পেড়ে চলো, ডায়নামিক জায়গাকে আরো ডায়নামিক করার জন্য নানাভাবে কϾট্রবিউট করো, কিন্তু স্ট্যাগন্যান্সি ঠিক করা নিয়ে কোন কথাই না তোলো ( করার কথা পরে আসছে ) , তাহলে সেটা কেমন হয় ?
    স্ট্যাগন্যান্সি থেকে মাইগ্রেট করে যাওয়াই স্বাভাবিক মেনে নিলে স্ট্যাগনান্সি থেকে যাওয়া বা আরো বেড়ে যাওয়াটাও স্বাভাবিক মেনে নিতে হবে । কারণ এই মাইগ্রেশনটা ইটসেল্ফ সেটা বাড়াচ্ছে, অর্থাৎ ফার্দার স্ট্যাগনেন্সির জন্য দায়ী :) , তাহলে সেটা নিয়ে গাল পেড়ে চলার কি রাইট থাকে ( বা, একটু সফ্‌ট করে বলি, তার কোন মানে দাঁড়ায় না)।
    সেটা দেওয়াই যায়, কিন্তু দিলে এটা মনে রাখতে হবে, এক অর্থে নিজেকেই গালি দেওয়া হল :)

  • pi | 128.231.22.133 | ১৩ অক্টোবর ২০১১ ০১:১৭496673
  • রিমিদি, না:, দু'জনেই একসাথে ইক্যুয়ালি শেয়ানা অলস থাকতে পারবে না তো :)
    এটাই মজা ;-)

    তবে এই সেয়ানা অলসের উল্টোপিঠে কিন্তু আবার শোনা যাবে , অন্যদিকের পিটপিটানি, খুঁতখুঁতানি। সেটাতে কখনো সখনো এগ্রিও করি :)

  • Moloy | 207.45.43.68 | ১৩ অক্টোবর ২০১১ ০১:২৪496674
  • ধুত্তেরি .. কথা হচ্ছিলো বাংলার মেধা নিয়ে .. এর মধ্যে আবার চিনা অসমীয়া সব এনে ঝামেলা পাকানো খামোখা ..
    আমি আবার চুপি চুপি ভাবছিলাম আলোচনাটা আস্তে আস্তে পাওলি দাম এর দিকে টার্ন নেবে .. তাও হলনা .. কোন মানে হয় ...

    ইয়েস .. তাইলে কি দাড়ালো ? বাংলার মেধা পাচার হচ্ছে না কি হচ্ছে না?
  • Update | 128.231.22.133 | ১৩ অক্টোবর ২০১১ ০১:৫৭496677
  • Name:ridhhiMail:Country:

    IPAddress:108.194.169.197Date:13Oct2011 -- 01:25AM

    সাহেবদের স্কিন কিন্তু খুব আলাদা | লাল লাল ছোপ থাকে | যাই হোক, আপনার ভালো লাগলেই ভালো |
    ________________________________________

    Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:13Oct2011 -- 01:25AM

    :-))

    আর রিদ্ধিবাবু, বলি শুনুন, বাঙালী ছেলেদেরও একটা বয়স পর্যন্ত রীতিমতন সেক্ষ অ্যাপিল থাকে। কিন্তু তারা যে তিরিশেই বুড়ো হয়ে যায় সেইটা জন্মগত নয়, স্বভাবগত কারণে। মিষ্টি কম খেয়ে, ডায়েট ক®¾ট্রাল করে আর রোজ এক্সারসাইজ করেই দিব্বি কিন্তু সেক্ষ অ্যাপিলের যা প্রধান শত্রু সেই ভুঁড়িকে সহজে দূরে সরিয়ে রাখা যায়!! অথচ বাঙালী ছেলেরা সেইটা কিছুতেই করতে চায় না!! সেই যে ছোটো থেকে শুনে আসে "হীরের আংটি আবার বাঁকা আর সোজা" - তাতেই বাঙালি ছেলেদের এই সমস্যা!!!!
    ________________________________________

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:13Oct2011 -- 01:28AM

    তবে কেউ ফিরুক কি না ফিরুক ( সেটা তার ইচ্ছা, তার সিদ্ধান্ত, এ নিয়ে আমার কোন বক্তব্য নাই, কোনো মরালিটির প্রশ্নও তুলতে চাই না), কিন্তু দেশের ট্যাক্সোপেয়ারের পয়সায় পড়াশুনো করে থাকলে , না ফিরলে অন্তত মনিটরি রিটার্ন দেবার কোনো একটা ডায়রেক্ট ব্যবস্থা থাকা উচিত বলে মনে করি।
    ________________________________________

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:13Oct2011 -- 01:30AM

    ভুঁড়ি সেক্ষ অ্যাপিলের প্রতিবন্ধক এও কিন্তু একটা পশ্চিমী কন্ডিশনড ধারণা ভাবা যেতে পারে।:)
    কয়েকদিন আগে প্রাচীন ভারতের 'সুন্দরী' নারীদের ভুঁড়ি নিয়ে কল্লোলদার পোস্টসমূহ পশ্য।

    আর তিরিশের পরে বাঙালী ছেলেদের নিয়ে রিমিদির যে বক্তব্য, মেয়েদের নিয়েও সেটা ইক্যুয়ালি ভ্যালিড কিন্তু ;-)

    Name:ridhhiMail:Country:

    IPAddress:108.194.169.197Date:13Oct2011 -- 01:25AM

    সাহেবদের স্কিন কিন্তু খুব আলাদা | লাল লাল ছোপ থাকে | যাই হোক, আপনার ভালো লাগলেই ভালো |
    ________________________________________

    Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:13Oct2011 -- 01:25AM

    :-))

    আর রিদ্ধিবাবু, বলি শুনুন, বাঙালী ছেলেদেরও একটা বয়স পর্যন্ত রীতিমতন সেক্ষ অ্যাপিল থাকে। কিন্তু তারা যে তিরিশেই বুড়ো হয়ে যায় সেইটা জন্মগত নয়, স্বভাবগত কারণে। মিষ্টি কম খেয়ে, ডায়েট ক®¾ট্রাল করে আর রোজ এক্সারসাইজ করেই দিব্বি কিন্তু সেক্ষ অ্যাপিলের যা প্রধান শত্রু সেই ভুঁড়িকে সহজে দূরে সরিয়ে রাখা যায়!! অথচ বাঙালী ছেলেরা সেইটা কিছুতেই করতে চায় না!! সেই যে ছোটো থেকে শুনে আসে "হীরের আংটি আবার বাঁকা আর সোজা" - তাতেই বাঙালি ছেলেদের এই সমস্যা!!!!
    ________________________________________

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:13Oct2011 -- 01:28AM

    তবে কেউ ফিরুক কি না ফিরুক ( সেটা তার ইচ্ছা, তার সিদ্ধান্ত, এ নিয়ে আমার কোন বক্তব্য নাই, কোনো মরালিটির প্রশ্নও তুলতে চাই না), কিন্তু দেশের ট্যাক্সোপেয়ারের পয়সায় পড়াশুনো করে থাকলে , না ফিরলে অন্তত মনিটরি রিটার্ন দেবার কোনো একটা ডায়রেক্ট ব্যবস্থা থাকা উচিত বলে মনে করি।
    ________________________________________

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:13Oct2011 -- 01:30AM

    ভুঁড়ি সেক্ষ অ্যাপিলের প্রতিবন্ধক এও কিন্তু একটা পশ্চিমী কন্ডিশনড ধারণা ভাবা যেতে পারে।:)
    কয়েকদিন আগে প্রাচীন ভারতের 'সুন্দরী' নারীদের ভুঁড়ি নিয়ে কল্লোলদার পোস্টসমূহ পশ্য।

    আর তিরিশের পরে বাঙালী ছেলেদের নিয়ে রিমিদির যে বক্তব্য, মেয়েদের নিয়েও সেটা ইক্যুয়ালি ভ্যালিড কিন্তু ;-)
    ________________________________________

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:13Oct2011 -- 01:33AM

    ছাপ্পায় এ টই ভরিয়ে দেবো।
    ________________________________________

    Name:pinakiMail:Country:

    IPAddress:122.164.18.221Date:13Oct2011 -- 01:35AM

    রিদ্ধি, ১) এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলকাতা ব্যাশিং কেউ করছে না। ২) যদি ধরেও নিই কেউ করছে, তাহলে তা থামানোর জন্য মডারেটর কি করবে? কটা প্রবাসীর ব্যাশিং এ যদি কলকাতার এত দুরবস্থা হয়, যে কলকাতায় থাকা জনগণ তাতে প্রভাবিত হয়ে কলকাতা ছেড়ে যেতে শুরু করবে - তাহলে বুঝতে হবে কলকাতার গভীর অসুখ অলরেডি রয়েছে। সেক্ষেত্রে সেটা কলকাতার প্রবলেম। যারা ব্যাশিং করছে তাদের নয়।

    গত এক বছরে আমার নিজেরই কলকাতা ফেরার তগিদ কমে গেছে। অথচ এই লাস্ট এক বছরে আমি চেন্নাই থেকে কলকাতা যাতায়াত করেছি ৬ বার। এখন কেমন মনে হয় মাঝে মাঝে বেড়াতে যাওয়ার জন্যে ঠিক আছে। কিন্তু রোজকার থাকাটা যেভাবে হোক কলকাতাতে হতেই হবে - যেমনটা একবছর আগেও ভাবতাম - এখন আর তেমন করে ভাবি না। তার মানে কি এই - যে চেন্নাই আমার দারুণ লাগছে? মোটেই না। কিন্তু আবার কলকাতার প্রতি সেই টানটাও অনুভব করছি না। আমার মধ্যেও তো ব্যাক অফ দ্য মাইন্ড প্রতি মুহুর্তে এই দুটো সিটির কম্পারিজন চলছে। এবং ক্রমশ: ক্রমশ: আমি এটা যত বুঝতে পারছি যে আমি যে ধরণের কাজ চেন্নাইতে করছি - তা আমি কলকাতাতে অদূর বা সুদূর কোনো ভবিষ্যতেই পাবো না, তখন সেই কাজের জীবনটা, যা কিনা রোজকার জীবন, সেটাকে কম্প্রোমাইজ করতে গেলে অন্য যে যে টানে কলকাতা ফিরে যাওয়া যায় বলে আগে ভাবতাম - সেগুলো যত বড় হওয়া দরকার ততটা বড় টান তৈরী করতে পারছে না। এবার এই উপলব্ধির কথা আমি পাবলিকলি লিখলে সেটা কি কলকাতা ব্যাশিং হবে? কেন? তাহলে তো আমাকে আমার নিজের উপলব্ধির সাথে অসততা করতে হয়।
    ________________________________________

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:13Oct2011 -- 01:35AM

    কিন্তু পিনাকীদা আর নেই সেই পিনাকীদা :((
    ________________________________________

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:13Oct2011 -- 01:39AM

    পিনাকীদা, তোমার কোম্পানী কোলকাতায় থাকলে চেন্নাইয়ের সাথে তুলনায় কোলকাতায় কী কী নেই বা র্যাদার, কী কী অসুবিধা আছে বলে মনে হয়?
    এটা সিরিয়াসলি জানতে চাইছি।
    সিকির কাছেও চেয়েছিলাম।
    ________________________________________

    Name:ppnMail:Country:

    IPAddress:112.133.206.22Date:13Oct2011 -- 01:39AM

    কমরেড পিনাকীর সাথে আমার অভিজ্ঞতা পুরো মিলে যাচ্ছে। ২০০৮ সালে এমন দোটানায় ছিলাম কিছুদিন।

    মহাজ্ঞানী মহাজনের পথে বিহার করছি তাহলে। :)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন