এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৪৬০৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 59.93.201.113 | ১২ অক্টোবর ২০১১ ১৮:৪৮496543
  • কলকাতা এক সুবিশাল বৃদ্ধাশ্রম। এরম বললে কারও কারও মনখারাপ হতে পারে। রসিকতা করে বলা হলেও।

    সোসন, কোশ্নো, লিং পোজেক্ট (নাকি পোজেক?) এগুলো সব ভার্চুয়াল জগতের শব্দ। 'ভার্চুয়াল' শব্দটারই বা এত পেস্টিজ কিসের? ওটারও সংক্ষিপ্ত ভার্শন চাই।
  • S | 90.200.14.8 | ১২ অক্টোবর ২০১১ ১৯:৩৬496545
  • বাবার ছিলো ট্রান্‌স্‌ফারেবল জব, এদিক ওদিক যেতে হতো, এদেশে এসেও উপর নীচ ডান বাম ঘুরে এশহরে থিতু হয়েছি। আমার অতো লোকজনের জন্য মন খারাপ করে না, করে জায়্‌গার জন্য, যে বাড়ীতে থাকি তার জন্য। খালি বাড়ীর দেয়াল ধরে কাঁদতাম চলে আসার সময়।জানি এশহর ছাড়তে খুব কষ্ট হবে, মেয়ের জন্ম এখানে , জীবনের প্রথম বাড়ী কেনা এখানে। । loads of memories
    আর হ্যাঁ বাঙালীপনার এখানে কিছু কমতি নেই। পি এন পিসি, পুজো আচ্চা, গেট টুগেদার , ইলিশ , চিঁড়ি, হিন্দি সিনেমা সব সওব পাবেন। তাও আমার কেমন জানি gloomy লাগে । তা সে আমার সমস্যা। তাবলে লোকের কি আর ভালো লাগে না এদেশে, দিব্যি লাগে।
  • S | 90.200.14.8 | ১২ অক্টোবর ২০১১ ১৯:৪২496546
  • আর হ্যাঁ আমার একটি ইচ্ছে আছে, সারা জীবনে দেশ বিদেশ মিলিয়ে যতো শহরে থেকেছি, বা বেড়াতে গেছি, শেষ বয়সে আর একবার করে সেসব জায়গায় যেতে চাই।
  • PT | 203.110.243.23 | ১২ অক্টোবর ২০১১ ১৯:৪৫496547
  • যদি সেই রুইমাছ-রসগোল্লা-রবীন্দ্রনাথ নিয়েই বাঁচতে হয় তাহলে আর এই সবের মূলস্রোত থেকে দূরে থাকা কেন? যদিনা টাকার পরিমাণটা নির্ধারক কারণ হয়! নীরদ সি চৌধুরীর মত সাহেবিয়ানার মধ্যে বিদেশে জীবনযাপন করার সাহস তো বেশী বাঙালীর হয়না।
  • rimi | 168.26.205.13 | ১২ অক্টোবর ২০১১ ১৯:৫৮496549
  • কিন্তু টাকার ব্যপারটা কি কেউ অস্বীকার করেছে এখানে? তাছাড়া কেউ কেন কোথায় জীবন কাটাবে তার পিছনে হাজারটা ভ্যারিয়েবল আছে, বাইরের অপরিচিত মানুষের পক্ষে সেগুলো সব ধরা বা বোঝা সম্ভব নাকি?
  • kc | 178.61.96.29 | ১২ অক্টোবর ২০১১ ১৯:৫৮496548
  • ক্ষীইবা করবে বলুন? ট্যাহা, অনেক ট্যাহার দরকার রোজ। রুইমাছ-রসগোল্লা-রবীন্দ্রনাথও খুব দরকার, তবে প্রতি হপ্তায়।
  • SUVRA BHATTACHARYA | 141.0.8.206 | ১২ অক্টোবর ২০১১ ২০:১৩496550
  • আলোচ্য বিষয়টি থেকে আলোচনা অনেক দূরে চলে গেছে! যেহেতু ৪৫৪তম মতামতের আগেরগুলি দেখা হয়নি, তাই আলোচ্য বিষয়ে কে কি বল্লেন জানানেই! তবে মর্মান্তিক অবস্থাটা হল এই মেধা নিষ্ক্রমনের মত গুরুত্বপূর্ণ এবং নিদারুণ দু:খজনক ঘটনাতেও আমরা বাঙালিরা বিচলিত নই! স্বাস্থ শিক্ষা জীবিকা সব বিদেশে হলে দেশটা তুলে দিলেই হয়!
  • PT | 203.110.243.23 | ১২ অক্টোবর ২০১১ ২০:১৬496551
  • আত্মস্থ হয়ে বিচার করলে দেখা যায় যে বেশীর ভাগেরই খুব একটা বেশী ভেরিএবল থাকেনা।

    ছাত্রাবস্থায় গিয়ে গড়ে প্রতি ৬-মাস অন্তর অন্তর প্রায়োরিটি বদলাতে থাকে। আমেরিকায় থাকলে কিছুদিন বাদে গ্রীন কার্ডটা মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। ইতিমধ্যে বিদেশী বয়/গার্ল ফ্রেন্ড ধরে ফেলে সংসার পাতার কথা ভাবলে আর তো চিন্তা নাইরে। বিবাহিত মেয়েদের শশুরবাড়ি থেকে মুক্তি পুরুষ NRI-দের ক্ষেত্রে একটু চাপ হয়।

    আমাদের সময়ে কয়েকটা ভেরিএবল ছিল। বৌরা বিদেশে ওয়াশিং মেশিন ইত্যাদিতে অভ্যস্ত হয়ে আর দেশে আসতে চাইত না - সে সমস্যা এখন নেই। আরেকটা ছিল বাচ্চার ডায়াপারের ব্যাপার। বাচ্চা-কাচ্চা হয়ে গেলে খুব বিপদ। দশ বছর আগেও এদেশের স্যালারিতে বাচ্চার ডায়াপার কেনা চাপের ব্যাপার ছিল।

    আরো একটা প্রায়োরিটি দেখেছি। হিসেব করে বাচ্চা জন্মানোর পরে আমেরিকা থেকে ফেরা। তাতে বাচ্চার ভবিষ্যতের ব্যবস্থা হয়ে যায়। ৮০-র দশকে ঘরে ফেরা কয়েকজনের সন্তানেরা - যারা গ্যাঁদা অবস্থাতে এদেশে আমেরিকান সিটিজেন হয়ে এসেছিল - বিনা ঝামেলাতে নিজ দেশে প্রত্যাবর্তন করল।

    শেষের গপ্পটা তো জানাই আছে। সল্লেকে না হলে আনোয়ার শায় ফ্ল্যাট। শীতে কলকাতায় আর গরমটা বিদেশে!!
  • S | 90.200.14.8 | ১২ অক্টোবর ২০১১ ২০:১৭496552
  • পিটি আপনার কমেন্ট টি বেশ rude। আপনি জানেন কি কে কি কারণে কোথায় থাকে? যদি টাকা পয়সায় শেষ কথা হয় তাহলে কি এটা ধরে নিতে হয় যারা কোলকাতা ছাড়তে চান না, তাদের টাকা পয়সা নিয়ে কোনো মাথা ব্যাথা নেই। নাকি কোল্কতায় থাকলে রোজ্‌গার হয় না?
  • ppn | 204.138.240.254 | ১২ অক্টোবর ২০১১ ২০:২৩496555
  • * উধার
  • ppn | 204.138.240.254 | ১২ অক্টোবর ২০১১ ২০:২৩496554
  • এই শেষ পয়েন্টটার জন্যই লুরু বেস্ট। শীত আর গরমে পরিযায়ী পাখির মতন ইধার আর ইধার করতে হয় না।
  • h | 117.194.230.45 | ১২ অক্টোবর ২০১১ ২০:২৪496556
  • পট (ইং) স্ট্রেট মহিলা বিরোধি কথা বলছেন মাইরি। সামাজিক/সাংসারিক বাজে দইহিক মানসিক চাপ কাটানোর জন্য মেয়েরা যদি পরিচিত সমাজ থেকে দূরে থাকতে চান, তাইলে সেইটা আমার মতে, আদর্শবাদী ছেলের দোর্দন্ড বাবার বাড়ি থেকে আলাদা হয়ে যাওয়ার মত মহান নয় কেন?

    যেহেতু গোটা আলোচনাটা ভ্যালু জাজমেন্ট এর দিকে অলরেডি চলে গেছে তাই আমি একটি শরচ্চন্দ্রীয় পোস্নো না করে পারলাম না।

    পু: ন্যাড়া যথাক্রমে প্রতিষ্ঠিত ও পরিচি: খ: ছে: হওয়ার কারণে আমি কোনো প্রোভো: তে পা দেব না ই: প্র:
  • pinaki | 122.164.130.178 | ১২ অক্টোবর ২০১১ ২০:২৬496557
  • কলকাতা হার্ট ক্লিনিকেই আমার বাবা ২২ দিন ভর্তি ছিল। এপ্রিল-মে মাসে। আমার অভিজ্ঞতাও রঞ্জনদার মতই। হাসপাতাল হো তো অ্যায়সা - গোছের। পরে শুনলাম ওটা নাকি এখন এসইউসি চালায়। যে-ই চালাক - আমি বহুৎ ইম্প্রেসড।

    জেলাগুলোর ব্লকে ব্লকে যদি এরকম একটা করে থাকত!
  • rimi | 168.26.205.19 | ১২ অক্টোবর ২০১১ ২০:৩৬496558
  • যাক, অন্তত একজন পুরুষ আছে গুরুতে যে মহিলাদের ব্যপারটা কিছুটা বোঝে :-)

    বাঙালী বিদেশে কেন থাকছে এই প্রসংগে পিটি, ক্ষ্‌ক্ষ কিম্বা বিবির এই সুগভীর করুণাঘন অনুসন্ধান আর বিশ্লেষণের মধ্যে বেশ একটা বিশ্বলুট ভাব আছে। পড়তে দিব্বি লাগছে :-))
  • rimi | 168.26.205.19 | ১২ অক্টোবর ২০১১ ২০:৩৯496559
  • ইয়ে, আমারো একটি প্রশ্ন ছিল, অশরচ্চন্দ্রীয় যদিও।
    "আত্মস্থ হয়ে বিচার করা" মানে কি? বিদেশ থেকে দেশে ফিরে বিচার করা?
  • Tim | 198.82.26.24 | ১২ অক্টোবর ২০১১ ২০:৪৭496560
  • না না তার থেকেও খোরাক ঐ থিওরি অফ এভরিথিং। লোকে সারা পিথিবিতে খেটেখুটে হদ্দমুদ্দ হচ্ছে, আর পিটি ক্যামন সুন্দর মানুষকে নিয়ে একটা জেনেরিক থিওরি দিলেন। এইজন্যই বলি, দেশে ফেরো। কত যে যুগান্তকারী কাজ মাঠে মারা গ্যালো।
  • amit | 18.60.14.16 | ১২ অক্টোবর ২০১১ ২০:৫৪496561
  • Date:12 Oct 2011 -- 08:16 PM এর কথাবার্তা কি সত্যি ই পিটিবাবুর!! যদি হয় তাহলে শুধু বলা এই যে দূর থেকে দেখে কয়েকজনের কথা শুনে আর কিছুটা ভেবে নিয়ে এইসব কথা নাই বা বললেন। হতাশা বা গোপন উচ্চাশা যার যা আছে তা তার কাছেই থাকলে ভালো!
  • pi | 128.231.22.133 | ১২ অক্টোবর ২০১১ ২০:৫৫496563
  • গুলিয়ে যাচ্ছে। পিটিদাই তো আবার গবেষণা করতে হলে বিদেশে থাকতে বল্লেন।
    ও নিয়ে আগেরদিনের আলোচনা প্রসঙ্গে একটা দুটো বক্তব্য ছিল। কিন্তু সে পরে হবে।

    আর হ্যাঁ, মেয়েদের মুক্তি ভারতীয় পুরুষদের পক্ষে মেনে নেওয়া চাপ হওয়াকে পিটিদা সমর্থন করেন বুঝি ? :)
  • S | 90.200.14.8 | ১২ অক্টোবর ২০১১ ২০:৫৫496562
  • না না আমার পিত্তি জ্বলে যায় ঐ কথা শুনলে যে এক রুপি= ৫০ ডলার হলে কি হতো। বলি তাই যদি হতো তাহলে এই চীপ চীপ কমেন্ট গুলি ও face করতে হোতো না।
  • nyara | 122.172.35.138 | ১২ অক্টোবর ২০১১ ২০:৫৭496566
  • হনু আমাকে যতই খ: বলুক, আমিও মহাজনের হনুর পথে হেঁটে আরেকটি শরচ্চন্দ্রীয় প্রশ্ন ছাড়ব হনু ও রিমির উদ্দেশে - আদর্শবাদী বরের দোর্দন্ডপ্রতাপ বউয়ের থেকে আলাদা হয়ে যাওয়া মহানতার মাপকাঠিতে কোথায় স্টান্ড করে? বা ভাইসি-ভার্সা?
  • amit | 18.60.14.16 | ১২ অক্টোবর ২০১১ ২১:০১496567
  • এইসব দেখেশুনে গুচ্ছ ভুলভাল প্রশ্ন মনে আসছে, কিন্তু করা যাবে না, প্রথমত পার্সোনাল হয়ে যাবে আর দ্বিতীয়ত আমি নিজে এখনও এই লাইন এই আছি ভবিষ্যতেও থাকব আশা করি, কোথায় কে আছে, কে পড়ছে কার আসল পরিচয় কি এইসব না জেনে কিছু বলে ফেললে রিস্ক!! হে হে হে!! দেখা গেল দেশে ফিরে আর চাকরি পাচ্ছি না!

  • rimi | 168.26.205.19 | ১২ অক্টোবর ২০১১ ২১:০৬496568
  • ন্যাড়াদা :-)) বর বৌ এর সমীকরণ বৌ শ্বশুরবাড়ির সমীকরণের থেকে একেবারে আলাদা, বিশেষ করে বিদেশে থাকার পরিপ্রেক্ষিতে।
  • rimi | 168.26.205.19 | ১২ অক্টোবর ২০১১ ২১:১১496569
  • আহা পাই, পিটিদার বক্তব্য কিছুই বুঝিস নি। পিটিদা বলেছেন যদি অমর্ত্য সেনের মতন নোবেলজয়ী গবেষণা করতে পারো তো বিদেশে থাকো, ওর থেকে নিচু লেভেলের গবেষণা করতে হলে দেশে ফিরে এস।

    আর অন্যদিকে, যদি গবেষণার কম্পোনেন্টটা সম্পূর্ণ বাদ দেওয়া যায়, তাহলে জীবনযাত্রায় একেবারে সাহেব হতে পারলেই বিদেশে থাকো। নয়ত রুইমাছ, পুজো ইত্যাদি নস্টালজিয়ায় আক্রান্ত হলে দেশে ফিরে এস।

    মোট কথা, টাকার কম্পোনেন্টটা যেন বিদেশবাসের কারণের মধ্যে আদৌ না থাকে। এই টাকার জন্যে বাঙালী সাহেবদের দাসত্ব করছে এইটা ভাবলে পিটিদার খুব কষ্ট হয়।
  • a | 208.240.243.170 | ১২ অক্টোবর ২০১১ ২১:২৭496570
  • লড়াইটাতে ঢুকব না, তবে একটা কথা, রিমিদিকে

    যদি আপনি বলেন যে বেশ করেছি বিদেশে আছি, কারণ এখানে থাকতে ভালো লাগে, তো ঠিক হ্যায়।

    কিন্তু যেই বলবেন টাকার জন্যে আছি, তখন যদি কেউ বোঝাতে বসে যে দেশেও এখন টাকার (তথা অন্যান্য বস্তুতান্ত্রিক জিনিসপত্রের, সে যাই হোক না) বিচারে, বা আরো ভালো ভাবে বলতে গেলে কম্ফর্টের অভাব নেই অন্তত আপনার-আমার মত লোকেদের, তাতে অসুবিধার কি হল?

    বলতে চাইছি যেই আপনি কোন কারণ দেখাবেন তখনি সেটার কাউন্টার করার উদাহরন ভুরি ভুরি দেওয়া যাবে।
  • rimi | 168.26.205.19 | ১২ অক্টোবর ২০১১ ২১:৩৪496571
  • অ, আরে তাতে আমার কোনো অসুবিধা নেই তো। উদাহরণ যে যত খুশি দিন না, সেসব পড়তে বেশ লাগছে।
    তবে এঁদের কথা শুনে মনে হচ্ছে, লোকে টাকার জন্যে যাচ্ছে, থাকছে, কিন্তু কারণ দেখাচ্ছে বাচ্চার শিক্ষা, চিকিৎসার সুব্যবস্থা কিম্বা গবেষণার সুবিধা ইত্যাদি। মাঝখান থেকে স্বার্থপর ছেলে মেয়ের জন্যে বুড়ো বাবা মার কষ্টের সীমা নেই। অবশ্য এই কথাগুলো পড়তেও একই রকম ভালো লাগছে। :-))

  • pi | 128.231.22.133 | ১২ অক্টোবর ২০১১ ২১:৫২496572
  • এখানে একপিস গণ্ডগোলের আর্গুমেন্ট চলে আসতে পারে।
    দেশের চিকিৎসাব্যবস্থা খারাপ বলে বিদেশে থাকতে চাওয়া আর মা বাবার ঠিকঠাক চিকিৎসার জন্য খরচের মত উপার্জন করতে পারার জন্য বিদেশে থাকার প্রয়োজনীয়তার মধ্যে একটা কচি করে প্যারাডক্স আছে। মা বাবাকে কিন্তু বিদেশে আনিয়ে সুচিকিৎসার বন্দোবস্ত করতে পারবো না ( কারণ বিদেশ, মানে অন্তত এদেশ সেই সুযোগই দেবে না ! বা, করতে গেলে জাস্ট ফতুর হয়ে যেতে হবে , এদেশে রোজগার করলেও)। অর্থাৎ যে চিকিৎসাব্যবস্থা নিজে বা নিজের সন্তানের জন্য মেনে নিতে পারবো না, মা বাবার জন্য সেই বাজে চিকিৎসার ভালো ব্যবস্থা করতে পারছি বলে নিশ্চিন্ত থাকছি।

    কাল কার একটা পোস্ট দেখলাম যেন, রিদ্ধি বোধহয়। ভালোবাসার জায়গা আর অপছন্দের জায়গাকে গাল দেওয়ার মধ্যে একটা তফাত আছে, সেই পয়েণ্টটা তোলা হয়েছে।
    খারাপ বলে দূরে আছি, সেই জাস্টিফিকেশনটা দু'ক্ষেত্রেই ভ্যালিড হতে পারে।
    কিন্তু প্রথম ক্ষেত্রে চাইবো, সেটা ভালো হোক। দ্বিতীয় ক্ষেত্রে, ভাল মন্দে ছেঁড়া যায়।
  • S | 90.200.14.8 | ১২ অক্টোবর ২০১১ ২২:০০496573
  • পাই তোমার প্রথম প্যারার sample কিন্তু আমি দেখেছি, nhs এ না, রীতিমত privatetreatment করাতে বাবা মাকে, এবং দরকার হলে লোন নিয়েও।
  • pi | 128.231.22.133 | ১২ অক্টোবর ২০১১ ২২:০৫496574
  • S দি, তোমার কাছে এটা জানার ছিল। ইউ কে তে ইমিগ্র্যান্টরা বাবা মায়ের চিকিৎসা কীভাবে করাতে পারেন ?
    আর এমনিতেই বা এই ধরণের চিকিৎসার খরচপত্র , সুবিধা কেমন ?

    তোমাদের আর কানাডার NHS এর মধ্যে তো তফাত আছে, এটা নিয়ে কেউ একটু লিখলে ভালো হত। এই ইউনিভার্সাল কভারেজ নিয়ে।

    ইউকে তে এই যে সরকারি উদ্যোগে বেশিরভাগ ব্যবস্থা চলে, সেটার এফিসিয়েন্সি কেমন মনে হয়? তোমরা তো খুব কাছ থেকে দেখছো। জয়দাও তো একটু লিখতে পারেন।
  • hu | 12.34.246.73 | ১২ অক্টোবর ২০১১ ২২:০৬496575
  • রিমিদি, তোমাকে ভাটে একটা প্রশ্ন করে এলাম।
  • Paramita | 198.95.226.40 | ১২ অক্টোবর ২০১১ ২২:১৯496577
  • ওবামার নতুন পলিসিতে ভিজিটরদের ইনশিওরেন্সে কোন সুবিধে হয় নি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন