এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৪৬০৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 112.133.206.22 | ১২ অক্টোবর ২০১১ ২৩:৫৬496611
  • আমার কিন্তু লুসি লু কে হেব্বি লাগে। ;-)
  • pinaki | 122.164.18.221 | ১২ অক্টোবর ২০১১ ২৩:৫৯496612
  • কেসি, মিডল ইস্টে মদ মাংস খাওয়া অ্যালাওড? সিরিয়াসলি জানতে চাইলাম। সবুজ কিরম? আর ওয়েদার?
  • nyara | 122.172.35.138 | ১৩ অক্টোবর ২০১১ ০০:০০496614
  • আর সফটওয়্যারে প্রডাক্ট কোম্পানিতে চাকরি?
  • rimi | 168.26.205.19 | ১৩ অক্টোবর ২০১১ ০০:০০496615
  • ওয়েল, শোষণের অ্যাঙ্গেল ফিকে হলেও আরো একখান অ্যাঙ্গেল আছে, তা হল কাজের লোকের ফাঁকিবাজি। লুরুর কথা জানি না। দিল্লিতে যখন ছিলা, এক বাই এসে হোস্টেলে যাদের পয়সা বেশি, অর্থাৎ রিসার্চ স্কলার, তাদের জামাকাপড় কাচত। ব্যপক বাজে কাচত আর দেদার কামাই করত। আমার তাকে রাখার ক্ষমতা ছিল না, নিজের জামা নিজেই কেচেছি দিল্লিতে, এমনকি সেই পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় প্রেমে পড়ার ফলে স্বত:প্রণোদিত হয়ে আকার জামাকাপড়ও কেচে দিয়েছি :-((

    এদিকে কলকাতায়, নিজের এবং অন্যান্যদের বাড়িতে দেখেছি কাজের লোকের ফাঁকিবাজি নিয়ে অভিযোগের অন্ত নেই। সোফার তলায় ঝাঁটা না ঢোকানো থেকে শুরু করে রান্নার অখাদ্য কোয়ালিটি - প্রতিদিনের ঘটনা। এরপরে কামাই তো আছেই। নিজেরা কাজ করার অভ্যেস না থাকাতে কাজের লোক না এলে চোখে অন্ধকার দেখে না এমন মানুষ খুব কম। আমেরিকা, জাপানে, দুই মেয়েকে নিজের কাজ নিজে করতে হয় শুনে আমার পঁয়ষট্টি বছরের রিউম্যাটয়েড আর্থরাইটিসের পেশেন্ট মা কাজের লোক ছাড়িয়ে দিয়ে এখন নিজেই দিব্বি ঘর ঝাড়া মোছার কাজ করেন। রান্নাটা অবশ্য ম্যানেজ করা সম্ভব হয় নি। কারণ এত কাজ একসঙ্গে নিজেদের সামলাতে হলে যে প্ল্যানিং আর অর্গানাইজেশন লাগে সেইটা আমরা ছোটো থেকে শিখিই না। বিদেশে এসে সেইটা শিখতেই সবচেয়ে বেশি সময় লাগে। তবে একবার শিখে গেলে কিন্তু সবকিছু অনেক সহজে ম্যানেজ করা যায়।
  • kc | 178.61.96.29 | ১৩ অক্টোবর ২০১১ ০০:০০496613
  • অপ্পন, সৌদিতে মেয়েরা গাড়ি চালাতে পারেনা। বাকী সব জায়গায় পারে।
  • rimi | 168.26.205.19 | ১৩ অক্টোবর ২০১১ ০০:০৩496617
  • ন্যাড়াদা :-)) চীনের মেয়েদের খুব ভালো লাগে, কিন্তু ছেলেদের একদম না। বিশেষ করে একটু মুখের কাছে গেলেই এক বিকট গন্ধ পাওয়া যায়। এইটা সাহেবদের আবার বেটার, দাঁত না মাজলেও ক্রমাগত চ্যুইং গাম খেয়ে বদ গন্ধ ঢেকে রাখে।
  • Paramita | 198.95.226.40 | ১৩ অক্টোবর ২০১১ ০০:০৩496616
  • চিনে পুরুষরা ইন জেনারাল ঘরের কাজের ব্যাপারে অত্যন্ত অলস বা শেয়ানা অলস। ভারতীয় পুরুষদের মতন। মেয়েরা দশভুজা এবং বরের বাধ্যটি। ঐজন্য চিনে বরের অচিন বৌ খুব একটা দেখা যায় না। অন্যদিকে চাইনিজ অরিজিন মহিলার সাহেব বর এমন হামেশা দেখা যায়।

    (মার, মার)
  • rimi | 168.26.205.19 | ১৩ অক্টোবর ২০১১ ০০:০৪496618
  • পারমিতাদি একদম ঠিক বলেছ। ওদিকে চীনের ছেলেদের সেক্ষ অ্যাপিলও এতই কম যে কি বলব।
  • ppn | 112.133.206.22 | ১৩ অক্টোবর ২০১১ ০০:০৫496619
  • আমার বাঙ্গালি বন্ধুর চিনা বউ আছে। লাকি চ্যাপ।
  • PT | 203.110.243.21 | ১৩ অক্টোবর ২০১১ ০০:০৬496622
  • ঋদ্ধিকে ধন্যবাদ, ঠিক ঠিক বোঝার জন্য।

    রিমি, বিশ্বলুট কি? টাকার ক্কম্পোনেন্টটাকে বাদ দিতে বলিনি। যেটা লিখিনি সেটা লিখি তাহলে, ঐ ব্যাপারে যেন নিজের কাছে পরিষ্কার থাকি। দেশে ফিরে অনেকে হেব্বি রিসার্চের গপ্প বলেন কিনা তাই.....
    আর একটা কথা। অনেক ভারতীয় বৃদ্ধ বাবা-মার কাছে ডলারে কেনা উচ্চমানের ভারতীয় চিকিৎসার বদলে সন্তানের উপস্থিতি বেশী কাম্য।

    পাই, একটা প্রসঙ্গ উত্থাপন করলাম মানে কি সেটা সমর্থন করলাম? কিন্তু চাপ তো চাপই - সে বৌএর জন্য বাপ-মার থেকে দূরে থাকাই হোক আর বিয়ের আগের মেম প্রেমিকার ছবি ছিঁড়ে ফেলে দেওয়াই হোক। আর একটা কথা বলি। যে মেয়েরা দেশে ওয়াশিং মেশিন ব্যবহার করে বিদেশে গিয়েছে তারা এটা বুঝবে না। ৮০-র দশকে যে মেয়েরা বিদেশে গিয়েছে তারা ওয়াশিং মেশিন ব্যবহার করে যে মুক্তির আস্বাদ পেয়েছে সেটা ভাষায় বর্ণনা করা কঠিন।
  • ppn | 112.133.206.22 | ১৩ অক্টোবর ২০১১ ০০:০৬496621
  • না:, সাংহাইতে কাজ খুঁজি। নেহাত বিয়েটা হয়ে গেছে। নাহলে ...
  • kc | 178.61.96.29 | ১৩ অক্টোবর ২০১১ ০০:০৮496623
  • পিনাকী, দুবাই, বাহরিন আর ওমানে মাল খাওয়া যায়। সৌদি কুয়েতে নয়। আমি কুয়েতে থাকি। মদ খেতে অ্যামেরিকান মিলিটারি ক্যাম্পাসে দুটো বন্ধু আছে। তাদের বাড়ি যাই। মাংস অ্যালাউড না হওয়ার ক্ষি আছে? সকালে হাঁটার জন্য, ফুটবল খেলার জন্য, ধুলোহীন সবুজ ঘাসের কোনও অভাব নেই। শুধু ওয়েদার এক্সট্রিম। গরমকালে খুব গরম। শীতকালে খুব ঠান্ডা। তার জন্যতো এসিতো সবখানেই আছে। সাধারণভাবে কোয়ালিটি অব লাইফ অ্যামেরিকার থেকে ভাল।
  • pinaki | 122.164.18.221 | ১৩ অক্টোবর ২০১১ ০০:১১496624
  • এই চিনে বরদের কথায় আমার এক চিনে ল্যাবমেটের কথা মনে পড়ল। সে খেয়ে উঠে বাসন ধুতো না বলে তার বউ মাঝে মাঝে রেগে গিয়ে তার জন্য রাত্তিরে রাঁধতো না। তখন দেখতাম চুয়ান হেব্বি রাত্তির অব্দি ল্যাবে কাজ করছে। এমনিতে চরম ফাঁকিবাজ। রাতে কাজ করতে দেখলেই জিজ্ঞেস করতাম - কি আজকে ঝগড়া? হেবি হাসত। একদিন বলেছিলাম, তা বউ যখন এতো রেগে যায়, তখন বাসনগুলো ধুয়ে দিলেই তো পারিস। সে ব্যাটা বলে কি - না, এটা একটা স্ট্র্যাটেজি। একদিন যদি আমি এই দাবীটা মেনে নিই, তাহলে এরকম আরো নানারকম ঘরের কাজের দাবী আসতে থাকবে। তার চেয়ে এই ঝগড়াটা থাক। আস্তে আস্তে বউ মেনে নেবে। :-)
  • pi | 128.231.22.133 | ১৩ অক্টোবর ২০১১ ০০:১৪496625
  • টিম বা অন্য যারা এখানে গবেষণা করেছে/করছে, তারা কি মেন্টর ইভ্যালুয়েশন ফর্ম পাও বা কোনো অ্যানোনিমাস সার্ভে থাকে ?
  • pi | 128.231.22.133 | ১৩ অক্টোবর ২০১১ ০০:১৬496626
  • পিটিদা, যা বুঝেছি, রিদ্ধিবাবুর একটা মূল আপত্তি কিন্তু অমর্ত্য সেনদের নিয়ে :)

  • ridhhi | 108.194.169.197 | ১৩ অক্টোবর ২০১১ ০০:১৭496627
  • এই ক্রমাগত রেসিয়াল প্রভোকেশন ও জেনরাইলেজেশন এর বিরুধ্যে অভিযোগ করলাম . নাউ, ইত ইজ নত ইভেন ফানি. এখান যদি আমি বালি কেলে মেয়েদের আমার খুব দেখাতে বাজে লাগে, ওরা খুব খুব কালো বলে, আর বং মেয়ে দের দেখালেই পালাতে ইচ্ছে করে পাছা-মোটা বলে, সহ্য করতে পারবেন তো?
  • Tim | 198.82.26.24 | ১৩ অক্টোবর ২০১১ ০০:১৮496628
  • থাকে। প্রথমদিকেই সেটা বেশি আসে, অনলাইন ফর্ম। সাইকোলজি ডিপ থেকে প্রশ্নগুলো বানানো হয়।
    এছাড়াও, চেয়ারের সাথে কথা বলা যায়। অনেক সময় তিনি নিজে থেকেই জানতে চেয়েছেন আমরা বেশি প্রেশারাইজ্‌ড কিনা। আগের স্কুলে দেখেছি, এক্সটার্নাল কমিটি আসতো। রুদ্ধদ্বার ঘরে বসতো শুধু গ্র্যাজুয়েট স্টুডেন্টদের নিয়ে। এই জন্য চাপে থাকতে দেখেছি ফ্যাকাল্টিদের।
  • pi | 128.231.22.133 | ১৩ অক্টোবর ২০১১ ০০:২০496629
  • হুম। এইটা ভালো ব্যবস্থা। দেশে নেই বলবো না, কিন্তু কতগুলো জায়গায় আছে জানিনা। চালু করা উচিত।
  • kc | 178.61.96.29 | ১৩ অক্টোবর ২০১১ ০০:২২496630
  • আজকে আজ্জোর কী হল? মৌনব্রত নিল নাকি?
  • Tim | 198.82.26.24 | ১৩ অক্টোবর ২০১১ ০০:২৩496633
  • কিন্তু ক্যাচ আছে। ধরো তোমার গাইডের মাত্র দুজন স্টুডেন্ট, কি তিনজন। সেক্ষেত্রে অভিযোগ করতেও ভয় লাগবে। যদি ট্রেস করে ফ্যালে তাহলে চাপ। মানে অ্যানোনিমিটির সুবিধে থাকবে না আরকি।
    ব্যক্তিগত মত: কোর্সওয়ার্কে ইভ্যালুয়েশন ফর্ম যেভাবে কাজ দেয়, অ্যাডভাইসরের সাথে সেভাবে কাজে দেয় না। যদিনা অলরেডি গাইড বদলাবে ধরেই নাও।
  • rimi | 168.26.205.19 | ১৩ অক্টোবর ২০১১ ০০:২৩496632
  • পিটি, বিদেশে থাকা নিয়ে নিজের কাছে ক্লিয়ার না থাকলে অসুবিধা কিসের? কেউ রিসার্চের গল্প শোনালে অসুবিধা কিসের? সেই গল্প মিথ্যে হলেই বা কি এসে যায়? দেশে যারা যা কিছু গল্প করেন সবই কি সত্যি?

    যাদের বৃদ্ধ বাবা মা ডলারের থেকেও ছেলে বৌএর সঙ্গ বেশি কামনা করেন, তাদের সন্তানের উপরেই ছেড়ে দিন না সে কি ভাবে ব্যালেন্স করবে সেটা। সবার প্রায়োরিটি যে একই রকম হতে হবে তার কি কারণ?

    ভারতে বাবা মা ছেলে সন্তান মানুষ করেন সারা জীবন এই আশা নিয়ে যে ছেলে বুড়ো বয়সে দেখবে। মেয়ের ক্ষেত্রে, সেই বাবা মার দৃষ্টিভঙ্গী পাল্টে যায়। এটাই আদর্শ ব্যবস্থা সবার কাছে নাও হতে পারে তো?
  • rimi | 168.26.205.19 | ১৩ অক্টোবর ২০১১ ০০:২৪496634
  • আজ্জো ভারতে। ওর মা খুব অসুস্থ। ওর না থাকাটা আমি পুষিয়ে দিচ্ছি তো।
  • ppn | 112.133.206.22 | ১৩ অক্টোবর ২০১১ ০০:২৬496635
  • না: কেসি, ভেবে দেখলাম শুধু কোয়ালিটি অফ লাইফ দিয়ে সবকিছু হয় না।
  • pinaki | 122.164.18.221 | ১৩ অক্টোবর ২০১১ ০০:২৭496636
  • দ্যাকো ভাই, পি হেইচ ডি অ্যাডভাইসর-ছাত্র রিলেশন একটি পাওয়ার রিলেশন। দেশে ক্রুড। বিদেশে সফট। কিন্তু এসেন্সটি সেম। এটি আমার অভিজ্ঞতা।
  • rimi | 168.26.205.19 | ১৩ অক্টোবর ২০১১ ০০:২৭496637
  • আরে রিদ্ধি, কি জ্বালা, আপনার কোন মেয়েকে ভালো লাগে বা লাগে না তানিয়ে আমার কি মাথাব্যথা? আপনি বলতেই পারেন যা খুশি। আমার সাথে আপনার কি?

    তবে এত রেগে যাচ্ছেন দেখে খুব মজা পাচ্ছি কিন্তু :-)))
  • Tim | 198.82.26.24 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩০496638
  • কিন্তু কালিদাসে যে অন্যরকম ছিলো? হালের মহর্ষি পজ্জন্ত সেসব নবেলে লিখেছেন যে!
  • mita | 64.191.211.55 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩০496639
  • নীচের থেকে পড়তে পড়তে উঠছি.... পারমিতার "শেয়ানা অলস" কথাটা খুব পছন্দ হোলো।
  • rimi | 168.26.205.19 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩১496640
  • আরে টিম রিদ্ধি রেগে মেগে আমাকে খোঁচা দেবার জন্যে এমন বলছেন, ধরেই নিয়েছেন যে আমি "কেলে" এবং "পাছামোটা" :-)))

  • Paramita | 198.95.226.40 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩১496641
  • কি আশ্চজ্জ, আলসেমি আর গায়ের রঙ এক মাপকাঠিতে বিচার করা হবে? এর তফাৎ-ও বুঝিয়ে দিতে হবে? বাঙালকে ইন জেনেরাল ঝগরাটে, ঘটিকে ইন জেনেরাল মিছরি আর চৈনিককে চৈনিক বলা যাবে না? তাও "ইন জেনেরেল"-এর ডিসক্লেমারসহ। যাহোক, তফাৎ যখন জানেনই না, শুনুন। আলস্য ও ডমিনেন্স স্বভাবগত আচরণ, নিজের হাতে। অবজেক্টিভ ভাবেই "খারাপ" বলে প্রতিভাত। গায়ের রঙ ভগমানের হাতে প্লাস সাদা কালোর চেয়ে ভালো কেন, এ প্রশ্নের কোন অবজেক্টিভ উত্তর হয় না। আপনার কর্মে আপনার হাত আছে, জন্মগত প্রাপ্তিতে নয়।
  • rimi | 168.26.205.19 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৩২496643
  • অবিশ্যি ঠিকই ধরেছেন। রিদ্ধিবাবুর অন্তর্দৃষ্টি আছে বলতেই হবে :-)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন