এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৪৬০৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 59.161.25.29 | ১২ অক্টোবর ২০১১ ০৭:৪৭496478
  • এবার ঋদ্ধির সঙ্গে একটু আড্ডা দিই।খালিপীলি তিনোমাকুর ঝগড়াতে বোর হয়ে গেছি।
    ঋদ্ধির ভাষা বা লিংগো নিয়ে কথাগুলো সত্যি। ছত্ত্রিশ বছর পরে গুরুচন্ডালী আর বাংলালাইভের কল্যাণে বাংলা লিখতে গিয়ে দেখি থই পাচ্ছি নে।
    কত্ত নতুন কতা, আর কত্ত পুরোন শব্দের অর্থের বিস্তার!
    --ব্যাপক, অসা, কোন কথা হবে না, খাপে খাপ পঞ্চার বাপ, ইত্যাদি ইত্যাদি।
    কোথায় হারিয়ে গেছে- টপ্‌ দিয়েছে,চামকি মাল, ছুপি কেস, গুল্লি,আবড়া, মাকড়া, মেকুনো, নলপত ইত্যাদি।
    কিন্তু কোলকেতাকে গাল দেয়া নিয়ে অসহমত।
    গাল দেয়া মানে ভাল না বাসা হবে কেন? যাকে ভালবাসি , যাকে নিয়ে কনসার্নড, তাকেই তো সারাদিন গাল দেব। টোকিও বা হনলুলু বা প্যারিস ভোগে গেল কি না তানিয়ে আমার কোন মাথাব্যথা নেই।
    এবার গবেষণা নিয়ে।
    আমার ভাইয়ের মতন মনন সেন বিশুদ্ধ বিজ্ঞানের চর্চা, ফিজিক্সে সৃষ্টির রহস্য খোঁজা এইসব ছোটবেলা থেকে ভাবত। কানপুর আই আই টি থেকে পার্টিকল্‌ ফিজিক্সে( তার মানে আমি আর্টসের ছেলে কিছুই জানিনে) ভালভাবে মাস্টার করল। ওর ব্যাচের বাকি সবাই আম্রিগার সঙ্গে টাই-আপে ওখানে গেল। বামপন্থী বিচারের মনন ঠিক ঋদ্ধির যুক্তিতে থিওরেটিক্যাল ফিজিক্সে রিসার্চ করতে বাইরে যাওয়ার দরকার নেই বলে কোলকাতায় লবণ হ্রদে পিএইচডি করতে লাগল।
    দু'বছর গেল। ওর গাইড ওকে দিয়ে নিজে যে বই লিখছিলেন তার অংক গুলো কষিয়ে নিলেন, ওর প্রজেক্টটা শেষবিন্দুতে আটকে রাখলেন। ওর একটি পেপার ভিয়েনায় ইন্টারন্যাশনাল সেমিনারে পড়ার জন্যে সিলেক্ট হল, কিন্তু ভারত সরকারের মিনিস্ট্রি অনুমতি দিল না। কারণ ও এখনো পিএইচ ডি সম্পূর্ণ করেনি, আর ওর বয়স এইসবের জন্যে অনেক কম। দুটোর অন্তত: একটি শর্ত পূর্ণ হওয়া চাই। ওর গাইড ওনার বই পাব্লিশ হওয়ার পর হটাৎ মারা গেলেন। ওকে নতুন করে অন্য গাইড ধরতে হল।
    কোলকাতার দুজন নামী অধ্যাপক যাঁদের বই আজও স্কুল লেভেলে পাঠ্য বল্লেন--- তুমি ভুল করেছ, আগে খুব সহজ একটি টপিক নিয়ে চটপট পিএইচডি কমপ্লিট করে তারপর এইসব বিষয়ে হাত দেয়া উচিৎ।
    শেষে ওর যে আদর্শ সেই ভদ্রলোক ওর সি আর এ লিখলেন-- প্রতিভাবানি্‌কন্তু নিজস্ব ঢংএ কাজ করতে পছন্দ করে।
    এটা ওর বিরুদ্ধে গেল। ও শিজোফ্রেনিয়ার রোগী হল।বাড়ি থেকে চাপ এল ব্যাংকের প্রবেশনারি অফিসারের পরীক্ষায় বসতে। ও রাজি হল না। তারপর এখন ও ইটানগরে নর্থ ইস্ট সে¾ট্রাল ইউনিভার্সিটিতে ফিজিক্সের ডীন, ক'বছর পরে রিটায়ার করবে। ওর স্বপ্ন? ছাড়ান দিন।
  • pi | 128.231.22.133 | ১২ অক্টোবর ২০১১ ০৮:০১496479
  • রঞ্জনদার নার্সিং হোমের গল্পটা পড়ে যেমন ভালো লাগলো, পরেরটা পরে তেমন খারাপ।

    কিন্তু, কম বয়সের জন্য পেপার পড়তে যেতে না দেওয়া, এটা কি আগে কোন নিয়ম ছিল ? এখন তো বোধহয় নেই।

    তবে এই নার্সিং হোমের উদাহরণই দেখিয়ে দ্যায় যে সদিচ্ছা থাকলে এগুলো করা সম্ভব। সরকারি হাসপাতালেই বা এমন পরিষেবা কেন পাওয়া যাবেনা ?
  • Tim | 173.163.204.9 | ১২ অক্টোবর ২০১১ ০৮:০৮496480
  • রঞ্জনদা,
    ঐ নার্সিং হোমে বেডসংখ্যা (আন্দাজ) কত?
  • pi | 128.231.22.133 | ১২ অক্টোবর ২০১১ ০৮:১০496481
  • রিদ্ধি, কী জানি, নেটে বসে ভাষার পাল্‌স অনেকটাই পাওয়া যায় বলে মনে হয়। অন্তত এইসব ফোরামের কল্যাণে। আর নানা জায়গার ভাষার পাল্‌স। যেটা নেট না থাকলে পেতামই না হয়তো। নেটের কল্যাণে সে অর্থে ভাষা 'চর্চা'ও হয়তো বেশি হতে পারে। 'চর্চা' মানে তো শুধু দৈনন্দিন জীবনে কথা বলাই নয়।

    প্রবাসীদের নিজেদের প্রজম্নের জন্য তেমন কিছু হারিয়ে যাচ্ছে বলে আমার মনে হয়না ( নেট তার জন্য অনেকাংশে সাহায্য করছে ) কিন্তু পরের প্রজন্মকে নিয়ে ভাষা চর্চা বৃদ্ধির হিসেব কষলে কিছুটা ক্ষতি তো বটেই।
  • pi | 128.231.22.133 | ১২ অক্টোবর ২০১১ ০৮:১৬496482
  • বস বাঁশ দিলে গবেষণা বিশ বাঁও জলে পড়ার উদাহরণ কিন্ত দেশ বিদেশ নির্বিশেষে।

    এখানের এক নামকরা ইউনি থেকে কিছুদিন আগেই এক পরিচিত ছাত্র দেশে চলে গেল, একটিও পেপার না নিয়ে। ডিগ্রী না নিয়ে তো বটেই। আট বছর পরে, মানসিকভাবে চূড়ান্ত বিপর্যস্ত অবস্থায়।
  • Tim | 173.163.204.9 | ১২ অক্টোবর ২০১১ ০৮:৩২496483
  • ইন্টারেস্টিং। ঠিক কি হয়েছিলো? তিনমাস আগে এখান থেকেও একজন বেরোলো এরকম, ছবছর পরে। শুধু তফাৎ একটাই, সে বেশ খুশিমনে গ্যালো। গত প্রায় দুবছর কিস্যু কাজ করেনি।

    এখানে অনেক বসই বাঁশ দেয়, আবার অনেক সময় ছেলেপুলেরাও নিজেরা বাওয়াল করে। আমি এমন একজনকে চিনি যে তিনটে ইউনি বদলে বদলে এগারো বছর ধরে পিএইচডী করেছে। এরকম অনেক পাওয়া যাবে যারা গাইড পাল্টেছে, নয়ত ইশকুল। এখানে গাইড ইচ্ছে করলেও খুব একটা বেশি বাঁশ দিতে পারেনা, বড়োজোর কয়েকটা বছর নষ্ট করে দিতে পারে। অনুরূপ অবস্থায় দেশে পুরো কেরিয়ারই শেষ হয়ে যায়।
    আর এইরকম বস সব কাজ ফেলে বাঁশ দিচ্ছে এইটাও এখানে মনে হয়না খুব ফ্রিকোয়েন্ট। অন্যদিকে দেশে তো বেশির ভাগ পি এইচ ডি ছাত্রছাত্রীর অভিজ্ঞতাই শুনি বেশ ব্যাথার। হয় গাইড সময় দেয়না, নয়ত বাঁশ দেয়।
  • siki | 122.177.249.42 | ১২ অক্টোবর ২০১১ ০৮:৪৪496484
  • আমি তো ভীষণভাবে যুক্ত বাংলাভাষার পরিবর্তনের সঙ্গে। আজকের কলকাতার বা বাংলার ইঞ্জিনীয়ারিং কলেজগুলোতে কী ধরণের লব্জ চলে, দিব্যি এখানে বসেই টের পাওয়া যায়। কলকাতায় যাবার দরকার হয় না তো!

    ঐ একইভাবে জানছি কলকাতার কলেজে এখন বাংলাভাষার চল প্রায় কমে গেছে। পাবলিক একে অন্যকে ডাকে "আরে ইয়ার' বলে, খুব প্রচলিত বহু ফ্রেজ হিন্দিতে বদলে গেছে, "বস্‌ কর ইয়ার', "হটা সাবন কি ঘটা' দিব্যি ঢুকে পড়ছে সেন্ট পলস, সেন্ট জেভিয়ার্সে। পড়ছে নয়, পড়েছে।

    স্ল্যাংএরও দিন বদলাচ্ছে। বাঁ** বোকা**-র দিন চলে একেবারে যায় নি সেটা এবার গিয়ে প্রত্যক্ষ করে এলাম, কিন্তু বাঙালি উচ্চারণের "বাঞ্চোৎ' বদলে গিয়ে এখন চলে শুদ্ধ হিন্দিতে "বেহ্‌ন-চো**'। আব্বে ভোঁসরি কে, চুতিয়া ইত্যাদি এখন বাংলা স্ল্যাংএরই পার্ট হয়ে যাচ্ছে।

    পশ্চিমবঙ্গ বা কলকাতা না গিয়ে নেটে সময় কাটালেই এই নিয়ে অনেক কিছু জানা যায়। ইন্টারেস্ট থাকলে।

    ভার্চুয়ালিও ভাষা তৈরি হচ্ছে। তিনু, আ:ক:বাঁ:, সোসন, প্রোশ্চেন, কোশ্নো, এসব ভারচুয়াল জগতেরই শব্দ, এগুলো নগর কলকাতায় তৈরি হয় নি।

    বিপ্লব রহমান বাবু আমাদের বাংলাদেশের অনেক স্ল্যাং সম্বন্ধে অবহিত করেছেন। ছাগু টাগু আর কী সব যেন চলে। কোনওদিন বাংলাদেশে না গিয়েই দিব্যি জানছি। বাংলাদেশের ব্লগপত্তরে চোখ রাখলেই বোঝা যায় কী ধরণের ভাষা চলে ওদেশে।

    পশ্চিমবঙ্গে না গেলে বাংলা ভাষার বিবর্তন থেকে ডিসকানেক্ট হতে হয়, এটা বললে কারা যেন হাসে টাসে।
  • Tim | 173.163.204.9 | ১২ অক্টোবর ২০১১ ০৮:৪৭496485
  • সিকিকে বড়ো করে ক দিলাম। আমারো একই অভিজ্ঞতা।
  • pi | 72.83.87.179 | ১২ অক্টোবর ২০১১ ০৯:০৮496486
  • আমাদের বাংলাভাষার হাল হাকিকত নিয়ে ওয়াকিবহাল হওয়া প্রসঙ্গে একমত। বল্লাম তো, নেট না থাকলে এর বহুকিছুই অজানা থাকতো।
    কিন্তু পরের প্রজন্মের জন্য ?

    আর সবাই যদি অর্ধ মৃত শহর ছেড়ে চলে আসতে থাকে ?

  • pi | 72.83.87.179 | ১২ অক্টোবর ২০১১ ০৯:২৩496488
  • টিম, প্রজেক্টেই বাঁশ ছিল, কিন্তু বস না তো সাহায্য করতে পেরেছেন, না করতে চেয়েছেন। এ সত্যি ভালো ও সিরিয়াস ছাত্র ছিল। একে অন্য প্রোজেক্ট দিতেই পারতেন। দেননি। আরো একজন ছাত্রের সাথেও এরকম করেছেন।
    আমাদের ব্যাচের এক অতি ভালো ছাত্রের সাথে এখানে তার ফিল্ডের এক অতি ভাল জায়গাতেও অনেকটা এই কেস। তবে চার বছর পরে গাইড বদল করে ন্যায়।

    তবে, দেশে প্রায় এরকমই একটা কেস খুব কাছ থেকে দেখেছিলাম। সামার করতে গিয়ে। তফাত হল আগের ছেলেটিকে আত্মহত্যা থেকে বাঁচানো গেছিলো, একে যায়নি। আরো কিছু কারণ ছিল অবশ্য। অন্য টইটাতে যেত, এখানেই লিখে দি। তার থেকে শেষ মেইল পেয়েছিলাম আমি আর মশামেসো। কিন্তু ততক্ষণেই অনেক দেরি হয়ে গেছিল।

    যাহোক, দেশেও এরকম হলে অন্যত্র চলে যাবার অপশন থাকেনা, বা লোকে ন্যায় না, তা কিন্তু না। গাইড বদলের বেশ কিছু কেস দেখেছি। আর নিজের দোষে বা খেয়ালে এরকম করতে দেশেও অনেককে দেখেছি।
  • Tim | 173.163.204.9 | ১২ অক্টোবর ২০১১ ০৯:৩৯496489
  • পাই,
    বরাবরের জন্য চলে আসার কথা কেন হচ্ছে? পড়াশুনো করে ফিরেও তো যাওয়া যায়। কিন্তু প:বঙ্গে কতজন ফিরতে পারে?
    অর্ধমৃত তো এমনি নয়, কেউ আত্মহত্যা করতে চাইলে কি করা যাবে? অন্য রাজ্যে তো লোকে কাজ করছে, ফিরছেও অনেকেই সেইজন্য।
  • ridhhiman | 108.194.169.197 | ১২ অক্টোবর ২০১১ ০৯:৪৮496490
  • নেট টা কানেক্টর। সোর্স না। নেটের মাধ্যমে পালস এই কারণেই পাচ্ছেন, কারণ ঐ সোর্স টার কাছে বসে এখনো এক গ্রুপ ও রক্তমাংসের মানুষ আছেন যার সাথে আপনি ভারচুয়ালি কানেক্টেড। আপনার জুনিওর বন্ধুবান্ধব ইত্যাদি। এরা প্রয়োজনীয়।আপনি এদের দ্বারা সমৃদ্ধ হচ্ছেন একদিকে , আর অন্যদিকে বলছেন ওরা যেখানে থাকছে সেটা বালের জায়্‌গা। এরা যদি আপনার পাঠক হয়, আপ্নি সেখান থেকেই দূরত্ব তৈরি কর্ছেন। দুভাবে।
    আমি যদি আপনার বন্ধু হই আর এটা পড়ি আমি খচে গিয়ে আপনার সাথে ভাই দূরত্ম মেন্তেন করে চলব। অন্য একজন ডিস্কারেজড হয়ে কল্কাতা থেকে পাততাড়ি গোটানোর তাল খুজবে। বলছি না, এই ইমপ্যাক্ট গুলো ইমেডিয়েট হবে, কিন্তু ইন লঙ্গ টার্ম এটার দিকেই এগোবে।

    আবেগের দিক থেকে নয়, পিওরলি লজিকাল বেসিসে এটা ক্ষতিকর, কারণ আপনি সোর্স কে দূরে ঠেলছেন।
    আর ইন লঙ্গার টার্ম দ্বিতীয় প্রজন্মের কথা পি অলরেডি বলেছেন।
  • lcm | 69.236.162.31 | ১২ অক্টোবর ২০১১ ০৯:৫১496492
  • ওহ! এই ঋদ্ধি তো মহা ইয়ে....
    শুরু করল সেন-কে এক্সপোজ করবে বলে, তারপরে বলে কি না ন্যাংটো হয়ে আয়নায় এক্সপোজ্‌ড হয়ে তিল গুনতে, তার ওপরে বলছে পাল্‌স দেখতে... ভাষার পাল্‌স্‌... বোঝো!
    হরি হে মাধব...
  • kc | 194.126.37.78 | ১২ অক্টোবর ২০১১ ০৯:৫১496491
  • অর্ধমৃত কথাটা এক্কেরে ভুল কথা। যাদের পোষাচ্ছেনা তারা অন্য কোথাও রুটি খুঁজছে। আবার অনেক লোকই ওখানেই বেশ বহাল তবিয়তেই আছে। সব লেভেলেই। তার জন্য আবার অর্ধমৃত হ্যানত্যান বলার ক্ষি হল?
  • abastab | 61.95.189.252 | ১২ অক্টোবর ২০১১ ০৯:৫২496493
  • সিকির Date:10 Oct 2011 -- 07:46 PM এর একটি অংশের সাথে ভীষণ ভাবে একমত। জি টি রোড ধরে বালি থেকে বৈদ্যবাটি যাওয়ার পথে মনে হল গোটা অঞ্চলটাই যেন একদম থেমে আছে। গেলে খুব হতাশ লাগে।
  • riddhi | 108.194.169.197 | ১২ অক্টোবর ২০১১ ০৯:৫৫496494
  • রনজন বাবু, ভালবেসে গালাগাল করা, আর ও বালের জায়গায় কিসসু হবে না, শালা মরতেও যাব না ওখানে, এই দুটো এটিচুদের মধ্যে অনেক ফারাক। আপনি এখানকার পোস্ট গুলো ভাল করে পড়লে দ্বিতীয় টা দেখবেন।

    আপনার ভাইয়ের কথা শুনে কি বলব। কিছু বলার নেই। তবে আবার ইন্দিহিজুয়াল কেস স্টাডি খুব সলিড প্রমান কিছু করে না, কোন পক্ষেই।

    আর, 'মাকড়া' 'চামকি মাল' অনেকেই কমন পাবেন :)
  • lcm | 69.236.162.31 | ১২ অক্টোবর ২০১১ ০৯:৫৭496496
  • ক্যান? কইল্‌কাতা খারাবডা কিসে? ভারতের আর চারডি শহরের মতনই তো...
  • riddhi | 108.194.169.197 | ১২ অক্টোবর ২০১১ ০৯:৫৭496495
  • সুনীল গাঙ্গুলী ল্যাঙ্গটো হয়েছিলেন। এটা ডকুমেন্টেড। 'কেন লিখি' সংকলনে পেয়ে যাবেন।
  • kc | 194.126.37.78 | ১২ অক্টোবর ২০১১ ১০:০০496499
  • হ্যাঁ, লসাগু। কইলকাতা মোটেও খারাপ নয়। এখন কলকাতাতেও কোটি টাকার ওপরের ফ্ল্যাট বাড়ি হচ্ছেটচ্ছে।
  • lcm | 69.236.162.31 | ১২ অক্টোবর ২০১১ ১০:০০496497
  • পড়সি, পড়সি... সুনীলের ঐ কনফিউশন, আইওয়া সিটি-তে ছিলেন যখন...
  • lcm | 69.236.162.31 | ১২ অক্টোবর ২০১১ ১০:০১496500
  • কিন্তু সুনীলের ইও কথা তো ঐ যে কি জানি "সাত সমুদ্র তেরো নদী' নাকি "ছবির দ্যাশে কবিতার দ্যাশে" ... কোথায় জানি পইড়্যাছিলাম...
  • lcm | 69.236.162.31 | ১২ অক্টোবর ২০১১ ১০:০৫496501
  • ঋদ্ধির হিসাব মতন আমারে এখোন কয়েকটা জিনিস কিনতে হবে। এক, লম্বা আয়না চাই, তিল খুইঁজ্যা বার করতে হইব... তারপরে চাই গিয়া তোমার একখান স্টেথোস্কোপ, ভাষার পাল্‌স্‌-টারে ধরতে হইব।
  • abastab | 61.95.189.252 | ১২ অক্টোবর ২০১১ ১০:০৮496502
  • আকা Date:10 Oct 2011 -- 07:59 PM আমরা সফদরজঙ-এ যেতাম বুঝি? সফদরজঙ এবং AIIMS দু জায়গাতেই রক্ত দিতে গেছি। সফদরজঙ-এ রক্ত দেওয়ার আগে একই সুঁচ ফুটিয়ে সবার থেকে এক ফোঁটা রক্ত নিচ্ছে। রক্ত দিয়ে ফেরার পথে লিফ্‌ট এর সামনে খবরের কাগজের কাটিং ওখান থেকে সেই মারণ ব্যাধি ছড়াবার গপ্পো। কদিন বেশ ভয়ে ভয়ে কাটল। আর ওখানে রক্ত দিতে যাইনি।
  • lcm | 69.236.162.31 | ১২ অক্টোবর ২০১১ ১০:০৯496503
  • আরে কেসি, বলি ফেলাটের দাম দিয়া কি হইব, ভ্যাপসাতম গরমে আলু যখন আট টাকা কিলো পাওয়া যায়... হাতিবাগানে সন্ধে বেলা ফুটপাতের দোকানে হাতে তৈরী গরম গরম রুটি - একটাকা কইরা, ২০১০ সাল অবধি ছিল। পাবা না, পাবা না, ভূ-ভারতে কোনো মেট্রোতে পাবা না।
  • kc | 194.126.37.78 | ১২ অক্টোবর ২০১১ ১০:১২496504
  • লসাগু, রুটি এখনও একটাকা কইর‌্যাই। আধমরা শহরে এখনও দাম বাড়ে নাই, রুটির।
  • PT | 203.110.243.23 | ১২ অক্টোবর ২০১১ ১০:৩৬496505
  • বেড়েছে। গড়িয়ার মোড়ে রুটি ২ টাকা করে। এবার পুজোতে ব্রহ্মপুরেও ২ টাকা করে রুটি কিনেছি। রক্ষিতের মোড়ে ১ টাকা ৪ আনা থেকে দেড় টাকা (তড়কা ১৬টাকা সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা ফ্রি)।
  • lcm | 69.236.162.31 | ১২ অক্টোবর ২০১১ ১০:৫৯496506
  • রক্ষিতের মোড় - জায়গাটা যেন কোথায়? গড়িয়া/বোড়াল-এর দিকে?
  • PT | 203.110.243.23 | ১২ অক্টোবর ২০১১ ১১:০৫496507
  • ঠিক, ঠিক!
  • pi | 72.83.87.179 | ১২ অক্টোবর ২০১১ ১১:৩০496510
  • দেশে অনেক জায়গাতেই তো পিএইচডি স্টুডেন্টদের বডি/কমিটি আছে। বসের সাথে খুব ঝামেলা হলে তারা অনেক সময় হস্তক্ষেপ করে। মনে পড়লো, আমারই ব্যাচে কাল্টিভেশনে এক বসকে ইনস্টিছাড়া করা হয়েছিল। তবে আমি জানিনা, এতে কার কত সত্যি দোষ ছিল। শিক্ষক হিসেবে উনি অসাধারণ ছিলেন, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সেটা বলতে পারি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন