এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 103.195.203.185 | ১৭ জুন ২০২০ ১৯:৫৫447907
  • সঞ্জয় দত্তের একটা সিনেমা আমিও দেখেছিলাম, নাম মনে পড়ছে না, তবে খুব ঝারপিট ছিল। আদিত্য পাঞ্চোলি ছিল। আর সানি দেওলের ঘায়েল দেখেছিলাম, ওটা বেশ ভাল্লেগেছিল।
  • r2h | 49.37.12.111 | ১৭ জুন ২০২০ ১৯:৪০447906
  • রণদীপ হুদা। হাইওয়ে বোধয় সিনেমাটা।
    আর উড়তা পাঞ্জাব সিনেমাতেও আলিয়া ভাটের অভিনয় ভালো লেগেছিল। ঐ সিনেমাটা নিয়ে একটু গোলমাল হয়েছিল, ড্রাগ অ্যাবিউজ নিয়ে রিয়ালিস্টিক জিনিসপত্র দেখানো হয়েছিল, তাতে পাঞ্জাবের লোকেরা রাগ করে বলেছিল সিনেমার নাম থেকে পাঞ্জাব সরাতে হবে। কিন্তু শুধু উড়তা নামে সিনেমা রিলিজ করতে কেউ রাজি হয়নি।
  • r2h | 49.37.12.111 | ১৭ জুন ২০২০ ১৯:৩৬447905
  • ওটা তো সংগৃহীত। আপনাকে না, আপামরের উদ্দেশ্যে।

    আলিয়া ভাটের একটা খুব ভালো সিনেমা আছে, ঐ লোকটা কি যেন নাম খুব রাফ টাফ গুন্ডা মত দেখতে, খুব চেনা লোক, নাম ভুলে গেলাম, আলিয়া ভাটকে অপহরণ করে। খুবই ভালো। রাজি সিনেমাটাও ভালো লেগেছে।

    আর ছোটবেলায় সঞ্জয় দত্তের গুমরাহ সিনেমাটা দেখে খুব আমোদ পেয়েছিলাম, তার কারন বোধয় ঐ প্রথম স্কুল পালিয়ে সিনেমা দেখা। এমনিতে ঢপ। টাইগার শ্রফের একটা সিনেমাও একবার ফ্লাইটে দেখেছিলাম। কেন দেখেছিলাম কে জানে।
  • dc | 103.195.203.185 | ১৭ জুন ২০২০ ১৯:২২447904
  • শুভ্রবাবু কি আমাকে বললেন? বোধায় না। তাও, আপনার পোস্ট পড়ে দুয়েকটা কথা মনে হলো।

    আমি করন জোহরের সিনেমা দেখা বন্ধ করতে বলিনি। আমি কারুর কোন সিনেমা, বই, গান, হ্যান ত্যান কোন কিছুই বন্ধ করতে বলিনা। যার ইচ্ছে দেখবে, যার ইচ্ছে দেখবে না, আমার কি! আমি বলেছি আমি করন জোহরের কোন সিনেমা দেখিনি। মানে অনেকদিন আগে থেকেই দেখিনি, সুশান্ত সিং এর সাথে এর কোন সম্পর্ক নেই। আপনি অন্য যাঁদের নাম বললেন, তাঁদেরও সিনেমা দেখিনি - সালমান খান, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, টাইগার শ্রফ, কারুরই না। নেপোটিজমের জন্য না, এঁদের সিনেমা অখাদ্য মনে হয়েছে, তাই দেখিনি।

    আর লতা আর আশা মঙ্গেশকার - আমার মনে হয় এঁরা জিনিয়াস লেভেলের গায়ক ছিলেন। রফি, কিশোর, আশা, লতা - এঁদের গান শুনি আর মন ভালো থাকে। এঁরা পলিটিক্স করেছেন না চুরি করেছেন না কি করেছেন সে নিয়ে ইন্টারেস্ট নেই। ব্যক্তি এনাদের সম্পর্কে আদৌ কোন ইন্টারেস্ট নেই, এনাদের গান শুনতে পেলেই যথেষ্ট।
  • aka | 162.44.245.32 | ১৭ জুন ২০২০ ১৯:২১447903
  • ক্রিপ্টো কারেন্সি নিয়ে সহজবোধ্য বাঙলা লেখা আছে?
  • sm | 42.110.165.23 | ১৭ জুন ২০২০ ১৯:০৫447902
  • এবার শোনা যাক এই গানটা রফি সাব কেমন গেয়েছেন।এই সব কমেন্ট একমাত্র ঈশ্বর এর উদ্দেশ্যে লোক করে।শুনুন কি বলছেন সাউথের কিং --
  • sm | 42.110.165.23 | ১৭ জুন ২০২০ ১৯:০১447901
  • এই গানটিতে রফি কে কেউ রিপ্লেস করতে পারবে না।
  • sm | 42.110.165.23 | ১৭ জুন ২০২০ ১৮:৪৮447900
  • লতার যুক্তিটা মানতে পারলাম না।লতা বিরল প্রতিভা।এমন প্রতিভা,যাকে অন্য গায়িকা দিয়ে রিপ্লেস করা যায়নি বা যেতো না। প্রায় প্রত্যেক নাম করা সুরকার ই বলেছেন,সুমন কল্যাণ পুর,বাণী জয়রাম,রুনা লায়লা,এরা একটা জায়গায় গিয়ে লতার সঙ্গে এঁটে উঠতে পারতো না।

    সলিল চৌধুরী অধিকাংশ গান লতা কে দিয়ে গাইয়েছেন।বাংলা হোক বা হিন্দি।ঘরে সবিতার মতন প্রতিভা  থাকা সত্বেও। সচিন দেব বর্মন এর সঙ্গে লতার মনোমালিন্য হয়েছিলো।কিন্তু রাহুল লতা কে ফিরিয়ে আনে,বিরল প্রতিভার জন্যই।বাবাকেও রাজি করায়,লতা কে দিয়ে গাওয়াতে।

    রাজ কাপুরের সঙ্গে,পাওনা নিয়ে ঝগড়ার পরেও,রাজ কাপুরের মতন লোক লতাকে দিয়ে গান গাইয়েছে।রাম তেরি গঙ্গা অবধি।

    রফি ছিলেন ভীষণ সরল লোক। বিনয়ী ও সৎ। উনি গান গেয়ে পাওনা নেবার পর যে রয়ালটি মেলে,সেটা জানতেন ই না।লতা নিতে বলায় মনে দুঃখ পান। এটুকুই ব্যাপার।

    বলিউড হলো ঘোঁট পাকানোর জায়গা।এখানে আন্ডার ওয়ার্ল্ড, বড় প্রোডিউসার, ডিস্ট্রিবিউ টর,ফ্যামিলি, পেডিগ্রী হাত ধরা ধরি করে চলে।এরা দিব্যা ভারতী র মতন নতুন আর্টিস্ট ওঠাতে পারে।আবার মন্দাকিনীর মতন টেনে নামিয়ে দিতে পারে।

    এমন জায়গা যেখানে ছ মাসের বেশি চর্চা না হলে, লোক জন ভুলে যেতে থাকে। নয়তো তাপসী পান্নু,আয়ুষ্মান,রাজপুত এরা আরো অনেক এগিয়ে যেতে পারতো।

    সব প্রফেশনেই বিপত্তি আসে বা থাকে,কিন্তু বলিউড হলো,খাদের ধারের রাস্তা।

  • শুভ্র ব্যানার্জী | 217.78.1.106 | ১৭ জুন ২০২০ ১৮:২০447899
  • করন জোহরের মুন্ডুপাত করছেন , তার ছবি দেখা  বন্ধ করবেন বলছেন । বাহ, বেশ । এটা করুন অসুবিধা নেই ,কিন্তু তার আগে এটা আপনারা ভেবে দেখেছেন কি লতা মঙ্গেশকরের গান তাহলে আপনারা শুনছেন কেন ? কেন তার গান শোনা এখন ও বন্ধ করেননি। বাণী জয়রাম ,সুমন কল‍্যানপুর ,আরতী মুখোপাধ্যায় , সন্ধ‍্যা মুখোপাধ্যায় এরা আত্মহত‍্যা করেননি বলে ? নাকি সত‍্যটা জেনেও আবেগ দেখান বলে ? ট‍্যালেন্ট থাকা সত্ত্বেও সুমন কল‍্যানপুর ,বাণী জয়রাম আরতী মুখোপাধ্যায়কে বম্বেতে টিকতে দেননি লতা মঙ্গেশকর। কলকাঠি নেড়েছেন । প্রোডিউসাররা লতাকে চটাতে সাহস পাননি ফলত যা হওয়ার তাই হল । সন্ধ‍্যা মুখোপাধ্যায় বম্বেতে যে লতা মঙ্গেশকরের রাজনীতির শিকার এটা সঙ্গীত জগতে কান পাতলেই শোনা যায়। এরবেলায় আপনারা রাজনীতি দেখেন না। রফি সাহাবের সঙ্গে খারাপ ব‍্যবহার ,আদালতে কেস (রফি সাহেবের বিরুদ্ধে আজ অবধি বলিউড এর একমাত্র অভিযোগকারিণী )রফি সাহাবের মানসিকভাবে ধাক্কা ,এবং তার চলে যাওয়া এসবেও আপনারা কিছুই দেখেননা যত দোষ খালি করন জোহরের ?   

    শিল্প জগতে নোংরা রাজনীতি বরাবরই ছিল তখন কম ছিল ,এখন বেশী এটাই যা ফারাক। 

    বম্বের খোয়াব দেখা হয়ত উত্তমকুমারের ঠিক হয়নি কিন্তু "ছোটি সি মুলাকাত "এর ফ্লপের পিছনে রাজ কাপুরের রাজনীতিও বলিউড জানে । 

    নেপোটিজমের এত ব‍্যাখা দিচ্ছেন সবাই অথচ এটা মাথায় নাই যে নেপোটিজম দিয়ে সিনেমায় সুযোগ পাওয়া যায় ,কিন্তু টিকে থাকা যায় না। তার জন‍্য দরকার অভিনয় ক্ষমতা । যে কারণে আপনারাই অভিষেক বচ্চনকে ছুড়ে ফেলেছেন ,কুমার গৌরব একটা সিনেমায় টুকী দিয়েই ব‍্যাস  । কিন্তু সঞ্জয় দত্তকে দেখুন । টিকেছে নিজের ক্ষমতায় , মুন্নাভাই সুশান্ত সিং কে দিলেই হয়ে যেত ? সেলিম খানের আরো দুই ছেলের সিনেমার অভিনয় কেউ তেমন মনেই রাখে না কিন্তু সলমন খানকে দেখুন।  যে মেলোড্রামা আর সিক্স প্যাক সর্বস্ব ছবি নন এলিট দর্শক চায় সেটা সালমান অন্যদের থেকে অবশ্যই বেটার টেনে নিয়ে যায় , গুলশান কুমার এর ভাই কিষেন কুমার কে আপনি পরিচালক হলে দাবাং এ নিতেন? হ্যা এক্টিং এর পার্ট টা এক লেভেলের হতো , অ্যাকশন এ মানাতো ?

    আজ হয়ত আরিয়ান খান ,সুহানা খান ,সারা আলি খান  , নশা দেবগনরা চান্স পাবে কিন্তু টিকে থাকবে কি ? আলিয়া ভাট ,মহেশ ভাটের মেয়ে বলে হয়ত চান্স পেয়েছে কিন্তু অভিনয়টা করতে পারে বলে টিকেছে। বরুন ধাওয়ান ,টাইগার শ্রফ , এদের জন‍্য ও ওই এক ই কথা। রোহন গাভাস্কার কেন ব্যবসা করে আজকাল আর সৌরভ ইসিসি র চেয়ারম্যান ?

    অভিনেতা অভিষেক চ‍্যাটার্জী অভিযোগ করেন তার কেরিয়ারে কলকাঠি নেড়ে শেষ করে দিয়েছেন প্রসেনজিৎ চ‍্যাটার্জী। আপনারা প্রসেনজিৎ এর সিনেমা দেখেন ,কিন্তু অভিষেক চ‍্যাটার্জী যদি আত্মহত্যা করতেন তাহলে আর দেখতেন না ,তাই তো ? 

    আবেগ নয়,যুক্তি বুঝুন।

    Abhinandan Bhattacharyya

    সংগৃহিত 

  • sm | 42.110.165.23 | ১৭ জুন ২০২০ ১৭:৫৭447898
  • আজকাল এই ফেসবুক জমানায় একটা ফ্যাশন হয়েছ কিছু ডিস ক্রীমিনেশন ধরে,দেখানোর চেষ্টা; আমি কি ভালো!অর্থাৎ সমাজের এই পচে যাওয়া ব্যাপারটা আমার নজরে আছে।

     উদাহরণ--ফর্সা হবার ক্রিম মাখা।আরে যারা এই ত্রুটি তুলে ধরছে,তারাই তো মাখছে ,না কি। কেউ কালো কিন্তু ক্রিম মেখে ফর্সা হতে চায়।সেটা তার ইচ্ছে।

    কেউ বেঁটে ,হিল দেওয়া জুতো পরে লম্বা হতে চায়।কি করা যাবে! কেউ প্লাস্টিক সার্জারি করে রিংকল কমাতে চায়,;কমাবে।কেউ সাদা চুলে কলপ করে কালো করতে চায়।করবে।

    বলিউড এর নেপটিস্ম শত বর্ষ পার করে ফেলেছে। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা চাইছে, আন্ডার ওয়ার্ল্ড এর ছাতা থেকে ফিল্ম ইন্ডাস্ট্রী কে বার করে, নিজেদের হাতে নিয়ে নেবার।এমন নয়,যে তারাও যখন প্রয়োজন; মাসল পাওয়ার ব্যবহার করবে না। ওই আর কি! বাঘের থেকে সরে কুমীরের গাড্ডায় পড়া!

  • dc | 103.195.203.185 | ১৭ জুন ২০২০ ১৭:০৫447897
  • না, বিজেপির বাজেট বেশী, তবে আইটি সেলের পেছনে কিন্তু অন্য পার্টিরাও খরচ করে। ডিএমকে আর এডিএমকের তো বেশ বড়ো বাজেট, কারন দুটো পার্টিই একগাদা পাবলিসিটি করছে।
  • S | 2405:8100:8000:5ca1::71d:74a | ১৭ জুন ২০২০ ১৭:০০447896
  • দেশে পার্টি এখন একটাই।
  • dc | 103.195.203.185 | ১৭ জুন ২০২০ ১৬:৫৩447895
  • ইয়ে আইটি সেল মানে কিন্তু যেকোন পাট্টির আইটি সেল। কং, বিজেপি, সিপিএম, সপা, বসপা, ডিএমকে, এডিএমকে, সবার হয়ে পোস্ট করতে পারি টাকা পেলে। কবি বলেছেন টাকা পোস্ট, পোস্ট টাকা।
  • S | 2405:8100:8000:5ca1::a2c:5274 | ১৭ জুন ২০২০ ১৬:৪৭447894
  • দুটো আলাদা ব্যাপার জড়িয়ে যাচ্ছে - ডিপ্রেশান ইত্যাদি আর বলিউডের রাজনীতি। প্রথম ইস্যুতে আমি কিছু বলবো না, কারণ আমার কোনও যোগ্যতাই নেই আর যোগ্যতা না থাকলে এসব ব্যাপারে মুখ খোলাই উচিত নয়। সমস্যা হল এক্ষেত্রে এই দুটোর কোনোটাকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর বলিউডের নেপোটিজম ইত্যাদি ব্যাপারটা অতটাও সিম্পল নয়। খুবই নোংরামো চলে। চিরকালই সেসব জানা কথা। অভিনভ কাশ্যপ সেটা জাস্ট কনফার্ম করেছে। আর বহু কারণে নেপোটিজম নিয়ে সমস্যাটা বাড়ছে। আর হলিউডে হয় মানেই মান্যতা পেয়ে যাবে, এরকমও মনে করি না।

    ডিসির উদাহরণটাই দেখিয়ে বলি যে টাকা পেলে যারা আইটিসেলের হয়েও কাজ করে, তারা চাড্ডীদের তাড়া খেয়ে অন্যদিকে ভীড় জমালে আমার আপত্তি আছে। এই কারণেই বলিউডের বড় প্রোডাকশান হাউসদের কোনও ব্যাপারেই আমি ডিফেন্ড করতে চাইনা। আজকের দেশে চাড্ডীপনার এমন উৎযাপনের জন্য এই বলিউড কম দায়ী নয়।
  • dc | 103.195.203.185 | ১৭ জুন ২০২০ ১৬:২৯447893
  • আমারও মনে হয় ডিপ্রেশান, ক্লিনিকাল ডিপ্রেশান ইত্যাদি নানান মানসিক অবস্থা সম্পর্কে পাবলিক অ্যাওঅ্যারনেস আরও বাড়ানো উচিত, দরকার পড়লে ডাক্তারের কাছে যওয়া উচিত। সুশান্ত সিং রাজপুত নিয়ে আমার আলাদা কোন ইন্টারেস্ট নেই, করন জোহর নিয়েও নেই, ওনাদের কোন সিনেমা যদ্দুর মনে পড়ে দেখিনি।

    তবে S এর সাথে অল্প একটু মতবিরোধ আছে এখানটায়, "যখন যা দেখিয়ে, যা বলে, যা করে টাকা কামানো যায় সেটাই এরা করে"।

    এতে আমার আপত্তি নেই, বোধায় এই জন্য যে আমিও যা হোক করে টাকা কামানোয় বিশ্বাস করি। টাকা পেলে আইটি সেলের পোস্ট করতেও রাজি আছি ঃ-)
  • r2h | 49.37.12.111 | ১৭ জুন ২০২০ ১৬:২৫447892
  • কিন্তু ঐ আরকি, তার থেকে মনোরোগ সচেতনতা নিয়ে যে একটা পজিটিভ কিছু হবে, সেই সম্ভাবনা ভোগে চলে গেছে অলরেডি। যদিও স্বাভাবিকই, দুদিনের হুজুগের ব্যাপার তো নয়, সচেতন যদি হতেই হতো কত কিছু ঘটছে চারদিকে যেসব নিয়ে সচেতন হলে উপকার হতো।
  • r2h | 49.37.12.111 | ১৭ জুন ২০২০ ১৬:২২447891
  • হ্যাঁ, তা ঠিক, তবে শুধু টাকা না, তার সঙ্গে যশ খ্যাতি এইসবও আছে; কথা হলো ইঁদুর দৌড়ে যোগ দেওয়া মানেই তো ইঁদুরের খাতায় নাম লেখানো, তাই এইসব জিনিস হবেই। আর বড় ব্যবসায়িক ক্ষেত্রে নেপোটিজম ব্যাপারটাই আমার একটু খটকা লাগে। ওখানে অনেক রকম হিসেবপত্র কন্ডিশন ইত্যাদি থাকে, কিন্তু এমন কোন প্রতিশ্রুতি কি কেউ দেয় যে আমি যোগ্যতমকে তার প্রাপ্য দেবো? স্টেকহোল্ডারদের, তথা ফিনান্সার প্রোডিউসারদের জবাব দিতে হয়, সে তো আড়ালের ব্যাপার।

    আমি অব্শ্য নরকের কীট টীট অত হার্শ না, এরা এন্টারটেনার, এন্টারটেনমেন্ট দিচ্ছে। এবার জনগণেশের এন্টারটেনমেন্টে চিরকালই প্রচুর চাড্ডিপনা। লোকে পাগল হয়ে লম্ফঝম্প করে, কী আর করা যাবেঃ)

    আর শুধুই নেপোটিজম ব্যাপারটা অত সরলও তো নয়। র‌্যাগস টু রিচেসের উদাহরণ তো আছে। সুশান্ত সিং নিজেই তো যথেষ্ট সফল; ওরকম দুচারটে সিনেমা হাত থেকে বেরিয়ে যাওয়া এ কি খুব আনকমন?

    কোথায় একটা যেন, পড়ে ভালো লেগেছিল, পদ্মাবৎকালীন চাড্ডিপনার সময় উনি নামের শেষে 'রাজপুত' অংশটা ত্যাগ করেছিলেন প্রতিবাদস্বরূপ।
  • S | 2405:8100:8000:5ca1::1d7:100e | ১৭ জুন ২০২০ ১৫:৪৫447890
  • @r2h, খুবই ঘাঁটা পরিস্থিতি। সমস্যা হল চাড্ডীগণ বিভিন্ন কারণে খান, জহর ইত্যাদিদের উপর চটায় তখন এরা রীতিমত ভিক্টিম কার্ড প্লে করে অন্য ক্যাম্পে নাম লিখিয়েছিল। তখনই এদেরকে পথ দেখিয়ে দেওয়া উচিত ছিল। যারা সিনেমায় চিরকালই রিগ্রেসিভ জিনিসপত্র দেখিয়ে গেল, ফর্সা হওয়ার ক্রিম আর সাবান যাদের অতিরিক্ত আয়ের উপায়, ডিসক্রিমিনেশান যাদের কথায় ও কাজে - তখনই বলে দেওয়া উচিত ছিল যে তোরাও চাড্ডী। আসলে এই বলিউড নামক নর্দমার এইসব কীটদের একটাই উদ্দেশ্য - টাকা। যখন যা দেখিয়ে, যা বলে, যা করে টাকা কামানো যায় সেটাই এরা করে।

    মুম্বাই ছাড়াও হিন্দি সিনেমার আরেকটা সেন্টার তৈরী হওয়া প্রয়োজন।
  • বিশ্বরূপ রায় | 54.39.189.230 | ১৭ জুন ২০২০ ১৫:৩৭447889
  • R2h 

    খুব ভালো লিখেছেন , যথার্থ ভাবে এই 'নন্দ ঘোষ শেমিং 'আন্দোলনে'র  ব্যাখ্যা করেছেন 

    অন্যান্য প্রতিযোগিতামূলক ক্ষেত্রে র মতো ফিল্মি দুনিয়াতেও নেপোটিজম থাকবে সেটা স্বাভাবিক , হলিউড থেকে ঢালিউড কোথাও ব্যতিক্রম নেই আর থাকলে সেটাই আশ্চর্য হবার মতো ঘটনা 

    আত্মহত্যার সাথে নেপোটিজম এর লিংক টাও জনগণের এই লকডাউন সময়ে অলস চিন্তাভাবনার ফসল , সুইসাইড নোট এ লিখে গেলে তবুও একটা কথা ছিল কিন্তু জল ঘোলা হলে জাল নিয়ে অনেকেই বেরিয়ে পড়বে সেও আজকাল স্বাভাবিক হয়ে গ্যাছে 

    চাড্ডি ভার্সেস খান এটা বোধ হয় এক্ষেত্রে একটু বেশি সরলীকরণ মনে হলো বিহারে জনতা পার্টি র লোকেরাও মিছিল করেছে খবরে দেখলাম , আবার জাভেদ আখতার , বিগ বি সহ টুইটার প্রেমী রা অনেকে পুরো ব্যাপারটায় চুপ , বিজেপির কোনো উচ্চপদস্থ নেতা বা মন্ত্রী সল্লুভাই কে নিয়ে সেভাবে কিছু বলেন নি এখনো , যেটা এক্সপেকটেড ছিল 

    আপনাকে আগে মাথা গরম মুষ্টিপ্রয়োগে সিদ্ধহস্ত ভেবে আমার ভুল হয়েছিল , ক্রমশ আপনার যুক্তিবাদী লেখা পড়ে আপনার AC হয়ে যাচ্ছি 

    প্রণামান্তে 

  • i | 110.174.240.222 | ১৭ জুন ২০২০ ১৫:৩২447888
  • বি,
    আপনাদের কি আর ভালো লাগবে এইসব গান?
    আমাদের মতো বুড়ো মানুষের শিশুকালের স্মৃতি জড়িয়ে-
    অনেক ধন্যবাদ লিংক দেওয়ার জন্য।
  • sm | 42.110.165.23 | ১৭ জুন ২০২০ ১৫:২৬447887
  • ধন্যবাদ, ডিসি।কাজের লিঙ্ক।
  • b | 14.139.196.11 | ১৭ জুন ২০২০ ১৫:১৭447886
  • টইতে আর লিখলাম না, কিন্তু এই হল অমল মুখোপাধ্যায়ের গান।
  • r2h | 49.37.12.111 | ১৭ জুন ২০২০ ১৫:০৫447885
  • সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে খুবই হইচই চলছে, এখনো, একটু ইয়ে যদিও, বিংশ শতাব্দীতে শোকের আয়ু ইত্যাদি, এখন তো একবিংশ হয়ে গেছে, তার ওপর চীন, করোনা কত কি, যদিও এ অত্যন্ত বেদনার ব্যাপার, এই অল্প বয়েসে এমন ঝকঝকে তরুণ।

    কিন্তু নানান দিকে দেখছি নেপোটিজম ষড়যন্ত্র বয়কট সলমন খান করণ জোহর (রীতিমত ক্যাম্পেন করে) - এইসব হচ্ছে। সে যা খুশি হোক, মুম্বাইয়ের চলচ্চিত্র জগতে দর্শকরা কাকে বয়কট করছে তাতে আমার কী। এইটা টিপিক্যাল প্রতিপক্ষ পেয়ে হাতের সুখ করে নেওয়ার মত লাগছে, তাও হোক, তাতেও আমার কী।

    মুশকিল হলো, এতে করে ডিপ্রেশন যে একটা অসুখ, এতে যে মানুষের মৃত্যুও হতে পারে, এবং যোগব্যায়াম করে 'পজিটিভ' থেকে, সফল হয়েও যে এর থেকে নিস্তার নাও পাওয়া যেতে পারে, এর যে নিয়মিত চিকিৎসা দরকার, সেই ভাবনাটা সুবিধাজনক ভাবে সাইডে চলে যাচ্ছে।

    এমনিতে, বাণিজ্যিক সিনেমাশিল্পের মত ডগ ইট ডগ ইন্ডাস্ট্রিতে খেয়োখেয়ি থাকবে এটা তো খুবই স্বাভাবিক। ইন্টারেস্টিং হলো খানগন এবং করণ জোহরের ওপর চাড্ডিদেরও খুব রাগ। এমনিতে ওঁরা বোধয় লোক সুবিধের না, তবে চাড্ডিদের রাগের কারন অন্যান্য। তো এই সময়ে সেটাও গতি পাচ্ছে।
  • dc | 103.195.203.185 | ১৭ জুন ২০২০ ১৪:৩৩447884
  • sm, বিভিন্ন কোভিড ভ্যাক্সিন কি স্টেজে আছে সেটা এই পাতায় ট্র্যাক করা হচ্ছেঃ

    https://www.raps.org/news-and-articles/news-articles/2020/3/covid-19-vaccine-tracker

    এর মধ্যে অপারেশান ওয়ার্প স্পিড, যা কিনা ইউকে সরকার আর অক্সফোর্ড মিলে বানাচ্ছে, আরও ফাস্ট ট্র্যাক করা হয়েছে। দেখা যাক কি হয়।
  • sm | 42.110.165.23 | ১৭ জুন ২০২০ ১২:০৩447883
  • দারুন খবর!সত্যি ভালো খবর।বিশেষত আমাদের মতো গরীব দেশের খুব কাজে লাগবে। সারা পৃথিবীর লোক উপকার পাবে।

    এবার একটা যুত সই ভ্যাকসিন বেরোলে হয়। এন হেইচ এস কেও ধন্যবাদ।

  • lcm | 2600:1700:4540:5210:4b9:2d49:e2e4:b2a4 | ১৭ জুন ২০২০ ১১:০৯447882
  • এসএম,
    লোক্যাল নিউজে এখন দেখালো যে আমাদের এখানে স্ট্যানফোর্ড মেডিক্যাল সেন্টারে করোনা রোগীকে dexamethasone দিচ্ছে, এক্জন পেশেন্টকে দিয়েছে বলল, ফল নাকি এখনও অবধি আশাব্যঞ্জক।
    দেখা যাক এই ওষুধ যদি কিছু করতে পারে।
  • lcm | 2600:1700:4540:5210:4b9:2d49:e2e4:b2a4 | ১৭ জুন ২০২০ ১১:০৭447881
  • হা হা, রবীন্দ্রনাথের ভ্রমণ কাহিনি গুলো হিউমারাস
  • sm | 42.110.165.23 | ১৭ জুন ২০২০ ০৯:৪৩447880
  • Atoz | 151.141.85.8 | ১৭ জুন ২০২০ ০৬:৩৭447879
  • এলসিএম, একটা ভ্রমণে ছিল রবি আর তাঁর এক তুতো ভাই বিলাতে ট্রেনে চড়ে মনের সুখে চলেছেন। গন্তব্যের থেকে বহুদূরবর্তী হ্যামারস্মিথ নামক স্টেশনে পৌঁছে তাদের বিশ্বস্ত চিত্তে কিঞ্চিৎ সন্দেহের উদ্রেক হল যে তারা বুঝি ভুল পথে যাচ্ছে। একজনকে জিগ্গেস করায় সে স্পষ্ট বুঝিয়ে দিল এরা উল্টোদিকে যাচ্ছে। তখন নেমে পড়ে অন্য ট্রেনে চড়ে বেলা তিনটের সময় গন্তব্যে পৌঁছে ঠান্ডা টিফিন খেতে খেতে তাদের বিরাট একটা আত্মোপলব্ধি হল যে তারা ভূপর্যটক হবার যোগ্য নয়, জগতে কীর্তি রাখতে গেলে অন্য কিছু করতে হবে। ঃ-)
    কী ভালো সব ভ্রমণকাহিনি! ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ১৭ জুন ২০২০ ০৫:২২447878
  • হুতো, অনেক ধন্যবাদ। এ তো একেবারে যাকে বলে মেঘ না চাইতে জল। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত