এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 47.184.21.53 | ১৮ জুন ২০২০ ০৫:১১447937
  • ড্রাইভ দেখতে শুরু করেই বুঝলাম কিভাবে সুশান্তকে মুরগী করলো। নিজেদের টাকার অভাব নেই, অন্যেকে নিয়ে এইটুকু খেলা ওদের কাছে খুবই ইজি।
  • Du | 47.184.21.53 | ১৮ জুন ২০২০ ০৫:০৮447936
  • বোম্বে তে অনেক ভালো সিনেমা হয়। কিন্তু করণ জোহর একেবারেই ফালতু ডিরেক্টর। গান ভালো দিতে পারে আর পয়সার জোর আছে।
  • শুভ্র ব্যানার্জী | 217.78.1.106 | ১৮ জুন ২০২০ ০৪:৫৪447935
  • এই বাজে ভালো আর ষ্ট্রাগল ব্যাপারটা ধূসর এলাকা 

    এখুনি সবাই বলবে মিঠুন স্ট্রাগল করে উঠেছে যেটা ২০০ পার্সেন্ট ঠিক , আবার মিঠুনের 300 সিনেমার মধ্যে চারটে তথাকথিত প্যারালাল স্ট্রিম , ২৯৬ টা নাচ আর ঢিসুম 

    জল্লাদ , চণ্ডাল , জেহরীলা , চিতা , গুন্ডে , রাবণ রাজ আর  ডীস্কো ডান্সার ইত্যাদি তো আছেই 

    ওদিকে নাসিরুদ্দিন ত্রিদেব এ হঠাৎ সোনাম এর কোমর জড়িয়ে নাচ টাচ করে ফেল্লেন 

    কিক  বলে ভাইজান এর একটা মুভি তে নাওয়াজ এর মেলোড্রামা ভিলেন দেখাও এক অত্যাচার 

    এখন নাচ , সিক্স প্যাক আর ঢিসুম মানেই যে খারাপ হতে হবে তাও নয় আবার কনটেন্ট বেসড যেমন সুই ধাগা , টয়লেট , কাই পো চে এগুলো কিন্তু একটা স্টেডি দর্শক তৈরী করছে সেটাও ঠিক , আসলে বলি এতো বড়ো একটা বাজার , যেখানে শুধু মাফিয়াবাজি  করে সব চেপে দেওয়া মুশকিল 

  • S | 2001:41d0:302:2200::4673 | ১৮ জুন ২০২০ ০৪:৩৭447934
  • যাগ্গে আসল আলোচনায় ফিরে আসি। বলিউডে নেপোটিজম রয়েছে, বেশ ভয়ঙ্কর রকমেরই রয়েছে। এবং ভিক্টিমরা বেশ ভুক্তভোগী। তাতে দর্শক হিসাবে কারোর আপত্তি না থাকতেই পারে। সিনেমা বাজে হলে হবে। লোকে দেখলে দেখবে, না হলে দেখবে না। সেক্ষেত্রে একই যুক্তি খেলাধুলার ব্যাপারেও চলে। ইনফ্যাক্ট কতগুলো খারাপ সিনেমার যেটুকু প্রভাব সমাজে আছে, ইন্ডিয়া বছরের সবকটি টেস্ট হারলে বা অলিম্পিকে মেডেল না পেলেও কোনও প্রভাবই নেই। তাহলে আর কেনই বা বলা যে অমুকে এত ভালো খেলেও চান্স পেলোনা। তাহলে আর কোনি গল্প লেখারও তো কোনও মানে থাকেনা।

    আর একটা কথা বলে দিই। চাড্ডীরা যখন করণ জোহার বা কোনও খানের পিছনে পড়ে, আমি সেটাকে দুই সেক্ট চাড্ডীদের ইন্টার্নাল ঝগড়ার থেকে বেশি কিছু মনে করিনা।
  • শুভ্র ব্যানার্জী | 217.78.1.106 | ১৮ জুন ২০২০ ০৪:২৪447933
  • Mr আকা ৩-৩৭ - 

    ক দিলাম 

    কথা হচ্চে সিনেমা খারাপ ফেচ বুক খারাপ ইন্সট্যাগেরাম খারাপ 

    তো রাজকুমার রাও আর নাওয়াজ এর সব সিনেমা নিয়ে তো ১৩০ কোটি চলবেনা , সব মাধ্যমকেই পলিটিশিয়ান রা ব্যবহার করে , রাম্বো গিয়ে ভিয়েতনামি প্যাদায় তো  ওবামা যখন মসনদে তখন আরবি ভিলেন  

    তো উরি র  ডায়ালগ বিচিপি ঝাড়বে তাতে আশ্চর্য কি 

    এটা আগেও হয়েচে , কংগ্রেস আমলে সানি র সে কি ডায়লগ 

    দুধ মাংগো ক্ষীর দেঙ্গে 

    কাশ্মীর মাংগো চির দেঙ্গে 

    বর্ডার ছবি র  জেপি দত্তা কঠিন কংগ্রেস লোক কিন্তু কংগ্রেস পার্টি বর্ডার এর স্পেশাল শো করেছিল দিল্লি র কিছু স্কুল এ  যাতে বাচ্চারা বীরগাথা দেখে মানুষ হয় 

  • S | 2001:41d0:302:2200::4673 | ১৮ জুন ২০২০ ০৩:৫১447932
  • বাজে সিনেমা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, সেটাও বোঝা উচিত। আর প্রভাব নেই বললে মুশকিল আছে। উরি সিনেমার ডায়লগ "হাউ ইজ দ্য জোশ" এখন শাসক দল যেখানে সেখানে ব্যবহার করে যুদ্ধ উন্মাদনা তৈরী করার জন্য।

    বাজে সিনেমা তৈরী করুক যতখুশি। সেন্সর বোর্ড কাঁচি না লাগালেই ভালো হয়। কিন্তু বলিউড তো শুধু বাজে সিনেমা তৈরী করে বসে থাকেনা। তাহলে কিছুই বলার ছিলনা। ভালো সিনেমা যাতে না হয়, সেই ব্যবস্থাও করে। দুচারটে উদাহরণ দেখিয়ে সেকথা উড়িয়ে দেওয়া যায় না।
  • aka | 2600:1005:b145:a92a:e0ea:c8af:c0a1:e915 | ১৮ জুন ২০২০ ০৩:৩৭447931
  • সিনেমা দেখে জনগণ উচ্ছন্নে যাচ্ছে বিশেষ করে হিন্দী সিনেমা একথা আমার দাদু বলত।
  • lcm | 2600:1700:4540:5210:696f:dbb8:9e6:52b6 | ১৮ জুন ২০২০ ০৩:১৫447930
  • পুনেতে FTII-তে (ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া) দু বছরের কোর্স - Two Year PG Diploma Course In Screen Acti​ng - https://www.ftii.ac.in/p/film-wing/two-year-pg-diploma-course-in-acting

    দিল্লিতে NSD-তে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে, ৩ বছরের কোর্স - Three-year full-time Diploma Courses in Dramatic Arts - https://nsd.gov.in/delhi/index.php/course-in-dramatic-arts/
  • S | 2405:8100:8000:5ca1::31a:187c | ১৮ জুন ২০২০ ০৩:০৮447929
  • টয়লেট এক প্রেম কথা কিসের উদাহরণ?
  • aka | 2600:1005:b145:a92a:e0ea:c8af:c0a1:e915 | ১৮ জুন ২০২০ ০৩:০৫447928
  • ক্রিকেটে লবিবাজি এখন অনেক কমে গেছে। নইলে ধোনি উঠত নাকি?
  • aka | 2600:1005:b145:a92a:e0ea:c8af:c0a1:e915 | ১৮ জুন ২০২০ ০৩:০২447927
  • আরে অমন সরল রৈখিক নাকি টয়লেট এক প্রেম কাহানী সিনেমাও তো হয়েছে।
  • Arkadeb Ghosal | ১৮ জুন ২০২০ ০২:৩৬447926
  • Sobai Bollywood e nepotism niye uthe pore legeche. Edike India te politics to industry shob jaigai akchar nepotism. 

  • S | 2405:8100:8000:5ca1::97:d87c | ১৮ জুন ২০২০ ০২:৩৩447925
  • সমাজে বাজে সিনেমার যে কি পরিমাণ খারাপ প্রভাব পড়েছে, সেতো দেখতেই পারছি। সেটা বাজে ইন্জিনিয়ার, ডাক্তারের থেকে কম নয়। খেয়াল রাখবেন যে আমাদের দেশের একটা বিশাল অংশে কালচার বলতে লোকে বলিউডকেই বোঝে। সেখান থেকেই সবকিছু শেখে। প্রতিবেশি মেয়েটি থেকে প্রতিবেশি দেশটির সম্বন্ধে কি ধারণা তৈরী করতে হবে সব বড় সিনেমার বড় হিরোরা বলে দিচ্ছে আর লোকে গিলছে।

    আমি প্রোডিউসার হয়ে নিজের ইচ্ছেয় অমুকের ছেলে মেয়েকে চান্স দিলাম, সেক্ষেত্রে তো কারোর কিছু বলার থাকে না। কিন্তু অন্য কাউকে চান্স দেওয়ার জন্য যদি আমাকে হুমকি দেওয়া হয় বা ব্ল্যাকমেইল করা হয়, তাহলে মুশকিল। এটাকে বিজনেস স্ট্র‌্যাটেজি বলে না, মাফিয়াগিরি বলে। বলিউডে এটা হামেশাই চলে।

    কেউ একজন সৌরভ গাঙ্গুলির কথা লিখেছেন। ভেবে দেখুন এই সৌরভকেও দল থেকে কতবার বাদ দেওয়া হয়েছে সোকল্ড লবিয়িঙ্গ করে। তিনি বহু কারণে, বিশেষ করে বড় গডফাদার ছিল বলে, ঘুরে দাঁড়াতে পেরেছেন। কত ক্রিকেটার পারেনি, ফলে দেশের ক্রিকেটের ক্ষতি হয়েছে।
  • r2h | 2405:201:8805:37c0:64b0:5b3c:809e:fd13 | ১৮ জুন ২০২০ ০২:২৮447924
  • ওয়েলকাম টু সজ্জনপুর সিনেমাটা আমার চমৎকার লেগেছিল, তাতে অমৃতা রাওকে দেখে খুব মুগ্ধ হয়েছিলাম। কিন্তু সে দেখি বড় তারকা হলো না।
  • r2h | 2405:201:8805:37c0:64b0:5b3c:809e:fd13 | ১৮ জুন ২০২০ ০২:২৫447923
  • অঞ্জন দত্ত'র রাজা রায় গান আছে "...আরেকটু মোটা হলে, এক্ষুনি হয়ে যেত/ কেউ বলে না না রোগা হও,/ কেউ বলে গোঁফ রাখ, কেউ শুধু বলে দেখ/ কেউ বলে আচ্ছা দাড়াও/ জন্মদিনের সিনে, হিরোর পিছনে/ আউট অফ ফোকাসে কোথাও।..."
    বিবিটির পেনি কী যেন একটা রোল পেল না কারন নাকি টূ মিডওয়েস্ট ফিচার। অবশেষে একটা হাল্কা পানু মত সিনেমা করে ওয়েট্রেস থেকে শেষে ওষুধ কোম্পানির এক্জিকিউটিভ। আমাদের এক বন্ধু অভিনেত্রী হতে গিয়ে এখন কী কাস্টিং টিমে কাজ করে, খুবই নাকি অনিশ্চিত স্ট্রেসফুল নড়বড়ে জীবন। আরেক বন্ধু আবার প্যাকেজিং টেকনোলজি নিয়ে পড়াশোনা করে চাকরী করতে গিয়ে কী করে যেন পাকে চক্রে অ্যাসিস্টেন্ট ডিরেক্টর হয়ে গেল।

    আগেকার দিনের তো অনেকেই আছেন সামান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসা। মিঠুনই আছেন। এখনকার বড় তারকা জানিনা (আজকাল কমবয়সী বড় তারকা কে বা কারা? দেখতে হবে একটু গুগল টুগল করে, নতুন কারো তো নাম শুনি না), তবে অভিনেতাদের মধ্যে রাজকুমার রাও আছে।
  • aka | 2600:1005:b145:a92a:e0ea:c8af:c0a1:e915 | ১৮ জুন ২০২০ ০২:১৯447922
  • সন্জয় লীলা বনশালী নিজেও খুব ছোট জায়গা থেকেই উঠে এসেছে।
  • aka | 2600:1005:b145:a92a:e0ea:c8af:c0a1:e915 | ১৮ জুন ২০২০ ০২:১৩447921
  • এসব তো হয়ই, যেমন সুভাষ গুপ্তে খেললে নাকি কেউ শেন ওয়ার্ণের নাম শুনত না।

    গ্রেম হিক কাউন্টিতে রেকর্ডের পর রেকর্ড করে টেস্ট ক্রিকেটে কিসুই করতে পারল না।

    বহুবিধ কারণ থাকে। শুধুই ওয়ান ডাইমেনশনাল নয়। যেকোন পারফর্মিঙ্গ আর্টে পাবলিক শেষ কথা, মুভি চললে আছো নয়ত নেই, এই চাপ তো রাজেশ খান্নাকেও নিতে হয়েছিল। প্রথম সুপারস্টার থেকে কোন কাজ নেই।
  • শুভ্র ব্যানার্জী | 217.78.1.106 | ১৮ জুন ২০২০ ০২:১১447920
  •  আমার এক্ষেত্রে একটা মতামত আছে , ডাক্তারি বা ওকালতি তে একটা দীর্ঘকালীন ক্যারিয়ার এর ব্যাপার থাকে , স্কিল এর অভাব ঢাকা শক্তচার্ট আর লোকের সরাসরি ক্ষতির আশংকা থাকে 
    সিনেমা জগতে চারটে দাবাং বা পাঁচটা চেন্নাই এক্সপ্রেস বানালে পয়সা উঠে আসা টা মুখ্য

    বাজে সিনেমা এলিট লোকজনকে বিরক্ত করে সংস্কৃতির ইয়ে করবে কিন্তু কেউ তৎক্ষণাৎ সিনেমা দেখে মারা যাবেনা বা রাতারাতি পথে বসবেনা 

    সলমান বা শাহরুখ নাওয়াজ এর প্রতিদ্বন্দ্বী নয় , লাওয়ারিশ আর ডন এর যুগেও পাশাপাশি নাসিরুদ্দিন, ওম পুরি ছিলেন , সেইরকম মেইনস্ট্রিম ছবিতে আপনি  ১০০ কোটির ছবি করলে টাকা তোলার গ্যারান্টি সল্লুভাই বা আমির বা শারুখ এর বেশি , সেখানে সুশান্ত কে অভিনয় দেখে নেওয়া রিস্ক , তো মেইনস্ট্রিম মুভি তে কেউ বাদ দিলে সেটা তার বিসনেস স্ট্রাটেজি 

    দ্বিতীয়  পয়েন্ট , আপনি প্রোডিউসার হলে শারুক এর ছেলে কে বা সাইফ এর মেয়েকে চান্স দেবেন এই জন্য যদি মুভি ফ্লপ হয় , তাহলেও আপনার হাতে পেন্সিল এর বদলে সল্লুভাই বা কিং খান এর কৃতজ্ঞতা থাকছে যেটার দাম বাজারে অনেক কোটি , আপনার পয়সা তুলে দেওয়ার জন্য ওরা থাকবেন , NRI বিয়েতে নেচে শারুখ সাল্লু এক রাত এ দশ বিশ কোটি কামায় 

    এখন অবশ্য ওয়েব সিরিজ কিছু দরজা খুলছে তাও কিছুদিন পর আবার মিডিয়া মাফিয়া দের কবলে যাবে 
     

    একটা ব্যাপার কিছুটা ম্যাটার করে , পয়সার মেইন সোর্স টা চিটফান্ড (টালি ) বা ব্ল্যাক মানি (বল্লি ) যবে থেকে হয়েছে , মেইনস্ট্রিম এ বেনোজল ঢুকেছে 

  • r2h | 2405:201:8805:37c0:64b0:5b3c:809e:fd13 | ১৮ জুন ২০২০ ০২:০৯447919
  • হিরো হতে গেলে ওসব লাগবে কেন? ডাক্তার হতে গেলে প্রিরিকুইজিট আছে, হিরো হওয়ার তো নেই। মানে, বাস্তবে, ধারনাতে কোথাও নেই। সিনেমার তারকা, এই ব্যাপারটাই তো একটা নির্মান, বাস্তবের বাইরে।

    ভালো অভিনেতা হওয়া নিশ্চয় অন্য ব্যাপার। অনেক তারকাও ভালো অভিনেতা হন। অল্পবয়সী ভালো অভিনতা তারকার মধ্যে আমার আলিয়া ভাটের কথা মনে হয়, সিরিয়াস এবং পুরো চিকফ্লিক্স সবই করেছে। ওদিকে নাসিরুদ্দিন শাহ ওম পুরীদের মত লোক, আলাদা মাপকাঠি।

    আবার অনেক ব্যাকিং ছাড়া নামকরা অভিনেতা নায়ক ইত্যাদিরা দেখেছি ন্যাশনাল স্কুল থেকে পাশ করা।
  • S | 2405:8100:8000:5ca1::8a7:284c | ১৮ জুন ২০২০ ০১:৩৮447918
  • লসাগুদা ভেবে দেখুন এমন যদি ব্যবস্থা হয় যেখানে বড় ডাক্তার একদিন সকালে ছেলেকে তুলে বললো যে ছমাসের মধ্যে ডাক্তার হতে হবে। আজ থেকে সাদা অ্যাপ্রণ পরে, গলায় স্টেথো ঝুলিয়ে নার্সিং হোমের চক্কর কাটবে। বিকেলে লোক আসবে তোমাকে ডাক্তারি টার্ম শেখানোর জন্য। তখন ছেলে জিগালো যে আর ঐ যারা ডাক্তারি কলেজ থেকে পড়াশুনা করে ডাক্তারি পাশ করছে, তাদের কি হবে? ওরা যে বেশি ট্রেইন্ড, বেশি স্কিল্ড, ট্যালেন্টেড? তখন বড় ডাক্তার বললো যে ওরা যাতে কাজ না পায় তার জন্য সব হাসপাতালে আর নার্সিং হোমে বলে রেখেছি।
  • S | 51.195.166.207 | ১৮ জুন ২০২০ ০১:২৯447917
  • খুব ভালো উদাহরণ। এইসব ব্যাপারে তাঁর নিজের বক্তব্যই শুনে নিতে পারেন। সবই ইউটিউবে আছে।

    তাও বলি ১৯৯৯ সালে প্রথম কাজ পান সরফরোসে। রীতিমত ডায়লাগ ছিল। মনে আছে দুজন টেররিস্টকে ধরে নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে একজনের কানের ঠিক দু ইন্চি দূর থেকে গুলি চালানো হবে হেঁ হেঁ টাইপের একটা সীন ছিল। যাগ্গে। তারপর ২০১১ অবধি ছোটোখাটো রোলই করে গেছেন। ১২ বছর!!! ১২ বছর এই জেনারেশনের সেরা অভিনেতা কোনও ভালো কাজ পাননি। কতটা সময় নষ্ট হয়েছে।

    আমি নিশ্চিত যে বহু অসাধারণ অভিনেতা আছেন যারা এতটা সময় ধরে কাজ না পেয়ে নিজেদের গ্রামে-শহরে ফিরে যান, অন্য কাজ নিয়ে নেন। তার বদলে আমরা একগাদা আজেবাজে সিনেমা পাই, সেগুলোর নামও করতে চাই না। গ্যাঙ্গস অব ওয়াসিপুর না হলে আমরা বোধয় কোনওদিন পন্কজ ত্রিপাঠি, জগদীপ আহলোয়াতের নামও জানতে পারতাম না।
  • lcm | 2600:1700:4540:5210:696f:dbb8:9e6:52b6 | ১৮ জুন ২০২০ ০১:২০447916
  • হ্যাঁ, এটা একটা ব্যাপার। ধরো, কমার্শিয়াল সিনেমার যে মার্কেট, তার শুরুর ৪০-৫০ বছর শুরুর দিকে যারা ছিলেন - কুন্দনলাল সায়্গল, প্রমথেশ বড়ুয়া, অশোককুমার, দিলীপকুমার... বা, এই সময়ের শেষের দিকে - ধর্মেন্দ্র, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন ... ... এর পরে, এই জেনারেশনের স্টারদের বাচ্চারা এই প্রফেশনে আসতে থাকল। ধর্মেন্দ্র, অমিতাভ, জিতেন্দ্র, রাজকাপুর এবং কাপুর পরিবার - এদের ছেলেমেয়েরা ।

    ইন ফ্যাক্ট, সেটা কিছুটা স্বাভাবিকও। ডাক্তরের পরিবারের ছেলেমেয়েরা ডাক্তার হয়, উকিলের সন্তান উকিল, ইঞ্জিনিয়ার, শিক্ষক-দেরও অনেক ক্ষেত্রেই তাই। তাহলে ফিল্মস্টারদের ছেলেমেয়েরা ফিল্মে আসতে চাইলে আশ্চর্য হওয়ার কিছু নেই।

    ডাক্তারের ছেলে বা মেয়ে ডাক্তার হতে চাইলে, তাকে জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ার করতে হয়, পড়াশোনা করে ডিগ্রি পেতে হয়, সব থেকে বড় কথা হল, অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বসতে হয় যারা নন-ডাক্তার ফ্যামিলি থেকে এসেছেন, মানে আমজনতা।

    সিনেমায় এমন হয় না। স্টারডম ব্যাপারটার এরকম, অনেকটাই আর্টিফিশিয়ালি তৈরি।
  • aka | 162.44.245.32 | ১৮ জুন ২০২০ ০০:৪৯447915
  • নওয়াজুদ্দিন সিদ্দিকি?
  • S | 2a0b:f4c2:1::1 | ১৮ জুন ২০২০ ০০:২৯447914
  • বলিউডে নেপোটিজম মানে শুধু ফিল্মের পরিবারের লোকেদের সুযোগ করে দেওয়া হয় তা নয়, অন্যরা যাতে সুযোগ না পায় সেটাও নিশ্চিত করা হয়। এবং সেটা নিশ্চিত করার জন্য বহুদূর যাওয়া হয়। শুটিং শুরু হয়ে যাওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া, কাস্টিং হওয়ার পর - চুক্তিতে সাইন করার পর অ্যাক্টর বদলে দেওয়া হয়, সিনেমার কাজ শেষ হয়ে যাওয়ার পর রিলিজ করতে দেওয়া হয়্না, এমনকি যখন ক্লাউট আর কানেকশান দিয়ে কোনও কিছু হয়্না তখন সোজা হুমকি দেওয়া হয়। বাইরে থেকে আমার মতন অডিয়েন্সের ক্ষেত্রে কিছুই নয়। কিন্তু এগুলো যার সঙ্গে হচ্ছে, তার মানসিক অবস্থা যে কি হয় সেটা ভাবার প্রয়োজন আছে।

    অমিতাভ বচ্চন যখন অভিনয়ে আসেন ৬০এর দশকে, তখনও বলিউডে তেমন পরিবারতন্ত্র তৈরী হয়নি - বোধয় কাপুর পরিবার এক্সেপশান। এমনকি শারুখও তো টিভি করতে করতে চান্স পেয়েছিল - গডফাদারও পেয়ে গেছিল। এই নেপোটিজমের ব্যাপারটাই বলিউডে অনেক পরে - প্রায় রিসেন্টলি বলা যেতে পারে - বলিউডে বেশ জাঁকিয়ে বসেছে।

    কারোর সিনেমা বয়কট করার কথাই হচ্ছে না। বলিউডের বেশিরভাগ কন্টেন্ট এমনিতেই জাস্ট খারাপ মানের জন্যই দেখা যায় না। কিন্তু এইসকল মহান শিল্পীরা যখন নিজেদের অপদার্থতা ঢাকার জন্য আরেকজনকে তাচ্ছিল্য করে কারণ সেই লোকটি ছোট শহর থেকে এসেছে, বা ভালো ইংরেজি বলতে পারেনা, বা নামের শেষে বড় ফ্যামিলির নাম নেই বলে - তখন এদের সুন্দর মুখ আর অসাধারণ মেকাপের পিছনে যে কদর্য মন আছে সেটাই প্রকাশ পায়। আর এইধরনের অসভ্যতাকে কোনও সমাজেই একদমই বরদাস্ত করা উচিত নয়।
  • শুভ্র ব্যানার্জী | 217.78.1.106 | ১৭ জুন ২০২০ ২২:০৮447913
  • Sm 

    আমি কাউকে উদ্দেশ্য করে লিখিনি 

    দু একটা তথ্যে দ্বিমত আছে 

    রফিসাহেব ভালোমানুষ ছিলেন সত্যি , কিন্তু শুধু দুঃখ পেয়েছিলেন তা নয় , জল অনেক দূর গড়িয়েছিল এবং বেশ কিছু পত্রিকায় ওই সময় লতা জি অসম্মানসূচক বক্তব্য রাখেন , বাধ্য হয়ে রাফিজি নিজে (হ্যাঁ , উনি ) ডুয়েট গাইতে অস্বীকার করেন (ওনার জীবনে প্রথমবার ) ব্যাপার আদালত অবধি যায় 

    ওদিকে জনতা হাবিলদার ছবির পরিচালক mehmood  কে রীতিমতো চাপ দিয়ে আনবার কে সুযোগ দেওয়া হয় , প্রথমে রাজেশ খান্না আপত্তি জানালেও পরে গানটি ওনার ভালো লাগে , যাই হোক মেহমুদ পরে প্রকাশ করে দেন কেন তিনি রফি কে ওই গান দিতে পারেন নি , এটা আনবার নাম না করে জয়মালা অনুষ্ঠানে বলেন , উনি বিখ্যসেই এবং নম্বর  ওয়ান ফিমেল সিঙ্গার কথা টা ইউস করেছিলেন এবং বলেছিলেন এতে ওনার প্রথম সুযোগ লাভ হয়েছিল 

    পরে শচীনকত্তা র উদ্যোগে মায়া ছবি তে আবার ডুয়েট হয় 

  • aka | 162.44.245.32 | ১৭ জুন ২০২০ ২১:৫০447912
  • ঘুরে দাঁড়ানোর উদাহরণও কম নেই, সবথেকে বড় উদাহরণ হল অমিতাভ বচ্চন। বলিউডে সবই আছে, নেপোটিজম আছে, পলিটিক্স আছে, জিরো থেকে হিরো হবার ঘটনা আছে, খ্যাতির শীর্ষে পৌঁছে সেখান থেকে কর্পদক শূন্য এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প আছে, আর এইসবের আড়ালে বহু অখ্যাত লড়াই ও হতাশার গল্প আছে যার সংখ্যা এগুলোর থেকে অনেক বেশি। কেউ কেউ মানসিক ভাবে এইসব হতাশা, খ্যাতি ইত্যাদি ভালোভাবে সামলাতে পারে, কেউ পারে না। এগুলো সুশান্ত সিং রাজপুতের সুইসাইডাল টেন্ডেন্সির সম্পর্ক আছে সেইটুকুই যে এগুলো হয়ত ট্রিগার করেছে, কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি একটি মানসিক অসুস্থতা যার চিকিৎসার দরকার।

    তবে সলমন খান ও ভাইরা অনেকের কেরিয়ার জলে দিয়েছে। প্রচূর মস্তানি করে, মনে হয় আণ্ডার ওয়ার্ল্ড কানেকশন আছে। কিন্তু কিসুই হবে না। সবাই জানে, বলিউড ইজ রান বাই দা আণ্ডারোয়ার্ল্ড।
  • aka | 162.44.245.32 | ১৭ জুন ২০২০ ২১:০৭447911
  • কিন্তু বলিউডে জিরো থেকে হিরো হওয়ার উদাহরণ তো কম নেই, হাতের কাছে শারুখ খান আর অক্ষয় কুমার তো আছে।
  • এলেবেলে | 202.142.96.57 | ১৭ জুন ২০২০ ২০:২৪447910
  • সবই বুঝলুম। কিন্তু লতার ক্ষেত্রে আমি-ডিসি একদিকে বরাবর! এর আগেও এ নিয়ে কোনও টইতে তক্কো হয়েছিল। পরে শিবাংশুবাবু এসে আমাদের দলে যোগ দেওয়ায় সে তক্কো জমে ক্ষীর হয়ে ওঠে।

    আর কে যেন 'টলিউড থেকে ঢালিউড' মার্কা একটা জঘন্য টার্ম ব্যবহার করেছেন দেখলাম। এই পরস্মৈপদী ধারণা থেকে আমাদের মুক্তি হবে না ইহজীবনে?

  • sm | 42.110.165.23 | ১৭ জুন ২০২০ ২০:০০447909
  • সঞ্জয় দত্তের বাস্তব (ভাস্তব) দেখুন,ভালো লাগবে।

  • dc | 103.195.203.185 | ১৭ জুন ২০২০ ১৯:৫৮447908
  • আতিশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত