এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 103.195.203.79 | ১৮ জুন ২০২০ ০৮:৩২447968
  • তা বলতে পারবো না। আসল অর্থের জন্য কখনো টি২ দেখিনি ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ১৮ জুন ২০২০ ০৮:৩০447966
  • আচ্ছা, এগুলোর আসল অর্থ কী? মনের মধ্যে যে কুরুক্ষেত্র চলে, সেটাই দেখানো? ঃ-)
  • dc | 103.195.203.79 | ১৮ জুন ২০২০ ০৮:২৮447965
  • এই মেরেছে রিয়ালিস্টিক হওয়ার কথা কোথায় বললাম? মারপিটের সিনেমা রিয়েলিস্টিক কেন হতে যাবে?

    ডিডিদার একটা কথা আমার খুব ভালো লেগেছিল, যেটা আমার সিনেমা দেখার মূল উদ্দেশ্য - বডি কাউন্ট। গল্প যতোটা সম্ভব কম থাকবে, মারপিট যতোটা সম্ভব বেশী থাকবে। সেজন্যই তো প্রেডেটর আর র‌্যাম্বো বারবার দেখা যায়! শোলে আর টি২ আমি লাইফে সবথেকে বেশীবার দেখেছি, কারন অসাধারন মারপিটের সিকুয়েন্সগুলো (শোলে অবশ্য ওয়েস্টার্ন, এই প্রসঙ্গে মনে পড়লো ডলার ট্রিলজিও সেই ছোটবেলার থেকে দেখেই চলেছি)। টি২ তে গল্প দিয়ে কি হবে?

    আর হ্যাঁ, মহাকবিদের তালিকায় আরেকজনের নাম বাদ গেছে, ওংকার ওয়াই।
  • Atoz | 151.141.85.8 | ১৮ জুন ২০২০ ০৮:২৬447964
  • রিয়েলিস্টিক জিনিস দেখার জন্য কি লোকে যাত্রা দেখতে বসে? নানারকম উড়ে গেল জুড়ে গেল হাজারে হাজারে হাতিয়ারে কাটাকাটি করে হয়ে গেল, দলে দলে পরী এসে নাচল---এইসব রূপকথা দেখার জন্যই লোকে দেখতে বসে। এইসব সিনেমা বেশিরভাগ ক্ষেত্রেই ক্যামেরার সামনে যাত্রা। পশ্চিমে হলে গতি বেশি, ধুমধ্রাম বেশি, পুবে হলে আ আ আ গা মা পা বেশি। হরেদরে মূল ব্যাপারটা একই। ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ১৮ জুন ২০২০ ০৮:২২447963
  • হলিউডিফাইড বেদের মেয়ে জ্যোৎস্না । ঃ-)
  • Amit | 121.200.237.26 | ১৮ জুন ২০২০ ০৮:২০447962
  • কিন্তু ডিসি যেকটা বললেন , রাম্বো বা কমান্ডো ওরকম ধরণের মারামারির সিনেমা কি খুব হাতিঘোড়া রিয়ালিস্টিক নাকি-? একটা লোক একাই পুরো পালে পালে ভিলেন মেরে সাবাড় করছে, এর মধ্যে রিয়ালিজম কোথায় ? টার্মিনেটর ও তাই. গল্পের বেস টা সাইন্স ফিক্শন হলেও আদতে অ্যাকশন জিনের এর ই মুভি.

    সেই ভাবে যুদ্ধ র আসল রেয়ালসিম, ডেস্ট্রাকশন বা ক্রুয়েলটি যেভাবে সেভিং প্রাইভেট রায়ান, গ্রীন জোন বা হালের 2017 এ ধরা আছে, তার কাছে হলিউডি বেশির ভাগ অ্যাকশন মুভি ই তো আদতে বলিউড মেলোড্রামাই, একই লার্জের ড্যান লাইফ স্টাইল, একই ধরণের হিরো ওরশিপিং, সেই এক হিরো সবাইকে বাঁচিয়ে দিলো মার্কা স্টাইল. জাস্ট টেকনিক্যালি অ্যাকশন সিকোয়েন্স গুলো একটু বেটার.

    টেকনিলোজি বাদ দিলে দেখার মতো সাবস্টেন্স বা গল্প কটা মুভিতে থাকে? সে হলিউড হক বা বলিউড.
  • dc | 103.195.203.79 | ১৮ জুন ২০২০ ০৮:১০447961
  • আর উক্সিয়া ঘরানা চাইলে ঝ্যাঙ য়িমু, ওনার বানানো হিরো সিনেমাটা (জেট লি আর ডনি ইয়েন) আমার পড়া সেরা কবিতাগুলোর একটা। আর আছেস উইলসন য়িপ, যিনি ইপ ম্যান বানিয়েছিলেন। (আং লি কে এই লিস্টে রাখছি না, উনি অন্য লেভেলের)।
  • dc | 103.195.203.185 | ১৮ জুন ২০২০ ০৮:০৩447960
  • lcm দা, এরকম মহাকবি আরও আছেন। ওয়াচোস্কি ভাই/বোনেরা, রিডলি স্কট, আর খোদ টারান্টিনো ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ১৮ জুন ২০২০ ০৮:০২447959
  • এটা দেশের কালচারের ব্যাপার। আমেরিকায় বা বিলাতে বা চীনে বা জাপানে কি ওরকম নায়ক নায়িকা উদ্দাম নাচছে আর তাদের পাশে হাওয়া-বাতাস ফুঁড়ে শয়ে শয়ে লোক বেরিয়ে নাচতে লাগলো, এরকম জিনিস বানাবে? বানালেও ও জিনিস পড়তায় পোষাবে না, ওদের দর্শক ও জিনিস নেবে না। ঃ-)
  • dc | 103.195.203.185 | ১৮ জুন ২০২০ ০৭:৫৮447958
  • Atoz, ঠিক টাকার অভাব আছে বলে মনে হয়না। অমিতাভ বচ্চনের ডন আমার খুব ভালো লাগে, কারন খুব ভালো এডিটিং হয়েছিল। সিনেমাটা কোথাও না থেমে, মিনিমাম সেন্টু দেখিয়ে শেষ করেছে। যথাযথ চেজ মুভি। গানগুলো বাদ দিয়ে দেখলে বেশ ভালো সিনেমা। আমার মনে হয় বলিউডে টেকনিকাল এক্সপার্টাইজ এর খুব অভাব, যার জন্য খুব ভালো মেদহীন মারপিটের সিনেমা কেউ বানাতেই পারেনা। আর আমাদের দেশে ভায়োলেন্সের সিনেমার বাজার নেই মনে হয়না, কারন সব দেশের লোকই ভায়োলেন্সের সিনেমা দেখে। পাতি কথা হলো ওরকম সিনেমা বানানোর এবিলিটি আমাদের দেশে কারুর নেই।
  • Atoz | 151.141.85.8 | ১৮ জুন ২০২০ ০৭:৫৫447957
  • সেদিন একটা হিন্দি সিনেমা খুলে দেখি নায়ক নায়িকা উদ্দাম নাচছে আর তাদের ডাইনে বাঁয়ে সামনে পিছে শয়ে শয়ে লোক নাচছে ( মনে হয় বোঝাতে চায় এরা আসলে স্পিরিট, নইলে কোথা থেকে এরা এসে পড়ে আবার মিলিয়ে যায়? )। ঃ-)
  • lcm | 2600:1700:4540:5210:696f:dbb8:9e6:52b6 | ১৮ জুন ২০২০ ০৭:৫৩447956
  • "...ভায়োলেন্স নিয়ে স্ক্রিনের ওপর কবিতা .."

    - বাপ্রে! কারা এই মহাকবি? জেমস ক্যামেরন - টার্মিনেটর, ট্রু লাইস, টাইটানিক - সেই মহাকবি? জন উ - ফেসঅফ, মিশন ইমপসিবল - সেই মহাকবি? বাব্বা !
  • Atoz | 151.141.85.8 | ১৮ জুন ২০২০ ০৭:৫২447955
  • ডিসি, ঐ মারপিটের ঝাড়পিটের সিনেমায় টাকা কে দেবে? ভারতে চাই দেশপ্রেম, "মেরে পাস মা হ্যায়", ভক্ত টাইপ সিনেমা। অথবা অমর আকবর অ্যান্টনি টাইপ। অথবা ভক্ত প্রহলাদ। অথবা বেদের মেয়ে জ্যোৎস্নার হিন্দিফাইড ভার্সন।
    হুড়ুম্ধাড়াম গাড়ি উড়ে গেল, দ্রুমদ্রাম ঠাসঠাস কানে লাগে খটকা, এইসব সিনেমা বানালে পড়তায় পোষাবে? ঃ-)
  • dc | 103.195.203.185 | ১৮ জুন ২০২০ ০৭:৫১447954
  • আরে তো ভালো খাবার হলে লিখবো না? আমি এমনিতেও খাওয়ার জন্য বাঁচি, ভালো খাবার পেলে আর কিছু চাই না ঃ-)
  • Amit | 121.200.237.26 | ১৮ জুন ২০২০ ০৭:৪৫447953
  • ডিসি সিনেমার ব্যাপারে যতই হলিউডি হোন, খাওয়া দাওয়ার ব্যাপারে মনে হয় এক্কেরে আমাদের মতোই দেশোয়ালি. এই পাতাতেই ওনার শাশুড়ির বানানো ছাতুর লিট্টি র স্বাদের কথা অন্তত বার দশেক লিখেছেন.
  • dc | 103.195.203.185 | ১৮ জুন ২০২০ ০৭:৩৪447952
  • বলিউড বা হিন্দি সিনেমা আমি প্রায় একেবারেই দেখিনা কারন একটাও ভালো মানের মারপিটের সিনেমা বানাতে পারেনা। জন উ বা জেমস ক্যামেরনের মতো একজনও ডিরেক্টর নেই যারা ভায়োলেন্স নিয়ে স্ক্রিনের ওপর কবিতা লিখতে পারে। একটাও টার্মিনেটর বা মেট্রিক্স বা উক্সিয়া ঘরানার সিনেমা কেউ বানিয়ে উঠতে পারলো না। এবার হতে পারে যে এসব সিনেমা বানানোর জন্য যে টেকনিকাল এক্সপার্টাইজ সেটা বলিউডে নেয় (কেন নেই সেই প্রশ্নও অবশ্য করা যেতে পারে), কিন্তু এমনকি কম্যান্ডো বা প্রেডেটরের মতো কম বাজেটের অসাধারন ভায়োলেন্সের সিনেমাও বানাতে পারেনি। কাল্ট ক্লাসিক র‌্যাম্বো তো ছেড়েই দিলাম।
  • Atoz | 151.141.85.8 | ১৮ জুন ২০২০ ০৭:২৩447951
  • বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি যে দুয়োরাণী হয়ে গেল সব টাকা হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রিতে চলে যাওয়ায়, সেটা নিয়েও ভাবা দরকার সিরিয়াসলি। বহু আগের সাদাকালো সময়ের বাংলা সিনেমাগুলো গুণমানে যত উচ্চতায় উঠেছিল, তারপর এখন টেকনলজি এত এগিয়ে যাবার পরেও এখনকার টলিউডের বাংলা সিনেমাগুলো প্রায় সবই পরের পর কপি পেস্ট মার্কা ইয়ে। এমনকি সাউন্ড ফাউন্ড অবধি কাপিপেস্ট! খুবই আফশোষের কথা এইটা। সিরিয়াসলি এটা অ্যাড্রেস করা দরকার। হয়তো প্রধান কারণ টাকার স্রোত বলিউড মুখো। এও একধরণের হিন্দিপোষণ ও বাংলাকে দুয়োকরণ।
  • Amit | 121.200.237.26 | ১৮ জুন ২০২০ ০৭:১২447950
  • S, আমি যেটা বলতে চাইছি যে সুশান্ত সিং এর কেস টাতে ওর আরো বেশি প্রোএক্টিভ মেডিকেল হেল্প দরকার ছিল, ওর আত্মহত্যা র কেসটা শুধু নেপোটিজম এর ওপর চাপানো টা doesn't এড্রেস দা প্রবলেম ফুলি, বরং ইস্যুটা ডাইভার্ট হয়ে যাচ্ছে যেটার সমাধান কারোর হাতে নেই. কেও ডিপ্রেশন এর শিকার হলে তার ফ্যামিলির immediate তাকে ডাক্তার বা কাউন্সেলর দেখানো দরকার সোশ্যাল ট্যাবুর কথা না ভেবে. এই সমাধানটা কিন্তু অনেক ইন্ডিভিজুয়াল ফ্যামিলির হাতের নাগালে. হয়তো কিছু ফ্যামিলির পক্ষে সেটাও ইকোনোমিক্যালি ডিফিকাল্ট, কিন্তু কিছু অংশের পক্ষে সেটা নিশ্চয় সম্ভব.

    আর নেপোটিজম কোথাও না থাকলে তো সেটা একেবারে আদর্শ দুনিয়া, বাস্তবে এক্সিস্ট করে কিনা সন্দেহ . যেখানে বলিউডে কোটি কোটি টাকার আর পাওয়ার লবির খেলা চলছে, সেখানে এটা থাকবে না, সেটা প্রাক্টিক্যালি খুবই অবাস্তব. এসব থাকতেও ভালো সিনেমা হচ্ছে কয়েকটা. না থাকলে আরো বেশি হতো নিশ্চয়, কিন্তু কি আর করা. বাকি সব ক্ষেত্রেই বা আমরা প্রাক্টিক্যালি কতটা কি করতে পারছি ?

    কিন্তু সোশ্যাল মিডিয়া ডিসকাশন বেশি হলে awareness কিছুটা বাড়ে , সেটাও একটা +ve সাইড.
  • S | 69.146.151.28 | ১৮ জুন ২০২০ ০৬:৪৯447949
  • সিনেমা বা যেকোনও অডিও ভিজুয়াল মিডিয়ামই আমার কাছে খুব প্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমি সমাজকে এগুলোর মাধ্যমেই অনেকটা চিনতে চেষ্টা করি এবং মূল্যায়ণ করি। যেটা অনেকের ক্ষেত্রে সাহিত্য বা গান করে থাকে, আমার কাছে এই মিডিয়ামটা সেরকমই গুরুত্বপূর্ণ। সেইকারণেই আমি অবশ্যই চাই যে এই মিডিয়ামে ভালো কাজ কর্ম হোক, যোগ্য লোকেরা কাজ করুক, নেপোটিজম বন্ধ হোক, ডিসক্রিমিনেশান বন্ধ হোক। আমার কাছে সত্যজিত রায়ের স্কেচ চুরিটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আমি সেই ঘটনার দ্বারা সেইসময়ের হলিউড, সেখানকার পাওয়ার ডায়নামিক্স, যোগাযোগের বিচ্ছিন্নতা বোঝার চেষ্টা করি। অনেকের কাছে এগুলো গুরুত্বপূর্ণ নয়, সেটা হতেই পারে।

    নেপোটিজম সর্বত্র রয়েছে তো বটেই, কিন্তু তাতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেপোটিজমটা লেজিটিমেট হয়ে যায় না।

    আমার থেকে বেশি সিনেমা-সিরিয়াল দেখে এমন লোক তো আমার মনে হয় পৃথিবীতে খুব কম আছে। কিন্তু তাতে তো কোনও নেশাই লাগছে না, সবার গদী ধরেই টান মারি।
  • Atoz | 151.141.85.8 | ১৮ জুন ২০২০ ০৬:৩৬447948
  • লোকজনকে একটা না একটা কিছু নিয়ে নেশাগ্রস্ত করে তো রাখতে হবে! এত লোক ক্ষেপে গেলে তো মুশকিল। গদী র সেফটি থাকে না। (সবরকম গদী, শুধু রাজনৈতিক না, নানা ব্যাপারের পাওয়ারে যারা আছে, সব)। প্রধানতঃ সিনেমা আর ক্রিকেট দিয়ে নেশাগ্রস্ত করে রাখে। আরো অন্যান্য নানা কিছুও আছে নেশায় মজিয়ে রাখার। কিন্তু বটম লাইন একই, মজিয়ে রাখো, ব্যাটাদের ক্ষেপতে দিও না।
  • Amit | 121.200.237.26 | ১৮ জুন ২০২০ ০৬:৩০447947
  • এইটা তে পুরোপুরি সহমত. সিনেমা ফিনেমা এসব আদৌ গুরুত্পূর্ণ বিষয় নয়, জাস্ট পাতি টাইম পাস বিনোদন. থাকলে ভালো, না থাকলে ও অন্য অল্টারনেটিভ ঠিক খুঁজে নেবে লোকে. কিন্তু দরকারি রিসার্চ বা বড়ো প্রজেক্ট এর নেপোটিজম এর ইল ইফেক্ট অনেক বেশি দেশের পক্ষে.

    বলিউড আর ক্রিকেট- এই দুটো ওভার দা টপ জিনিস ইন্ডিয়াতে দরকারের থেকে অনেক গুন বেশি ইম্পর্টেন্স পায়. মিডিয়াতেও সারাক্ষন এদেরই আলোচনা. বাজারি মিডিয়া অবশ্য টিপিকাল মাছির মতোই, স্ক্যান্ডালের গন্ধ পেলেই এসে ভোঁভোঁ করে.
  • aka | 143.59.211.4 | ১৮ জুন ২০২০ ০৬:২৬447946
  • আবার উল্টোদিক আছে, অ্যান্টিডিপ্রেস্যান্টের ডোজ ঠিক না হলে বা সাইড এফেক্ট হিসেবে লোকে সুইসাইডাল, হোমিসাইডাল হয়ে ওঠে।

    পুরোটাই এখনও অনেকটাই ধোঁয়াটে।
  • Atoz | 151.141.85.8 | ১৮ জুন ২০২০ ০৬:১৭447945
  • আবাগাবা অ্যাবোরিশেরা সব নেপো-দই মেরে মেরে দেশটার হাল বেহাল করেছে। রিসোর্সের প্রায় সবটাই অযোগ্যেরা দখল করে রাখলে যা হয়, যারা যোগ্য ও দক্ষ তারা হয় হয় দেশ ছেড়ে পালায় নয় দইয়ের শেষে যে ঘোলটুকু থাকে, তাই নিয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য হয়। ওই অবস্থায় কি সদিচ্ছা থাকলেও কাজ করা যায়? সিনেমা তো নাহয় জাস্ট বিনোদন, কিন্তু গুরুত্বপূর্ণ গবেষণা বা শিক্ষা বা উদ্ভাবন ---এসব ক্ষেত্রেও নেপো চলে, সত্যিকারের কাজ হবার পথে বিপুল বাধা তৈরী হয়।
  • Amit | 121.200.237.26 | ১৮ জুন ২০২০ ০৬:১১447944
  • ওটা থেকেই মনে হয় নেপোয় মারে দই - আপ্তবাক্যটি এসেছে.

    :) :)
  • Atoz | 151.141.85.8 | ১৮ জুন ২০২০ ০৬:০৮447943
  • মহান ভারতে নেপোটিজম নেই কোথায়? সর্বত্র। সর্বত্র। ভেবেছেন মহান মহান গবেষণা টবেষণা ইত্যাদিতে নেই? আরো বেশি আছে। এক্কেবারে পাতি লেভেলে নার্সারি স্কুলে ভর্তি--সেখানে পর্যন্ত নেপো চলে, তো পরেকার কথা তো বলাই বাহুল্য। লেখাপড়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য খেলাধূলা নাচ গান ছবি কবিতা গপ্পো ইত্যাদি ---নেপো নেপো নেপো, সর্বত্র নেপো।
  • Amit | 121.200.237.26 | ১৮ জুন ২০২০ ০৫:৪৮447942
  • এখনকার বাজারে "মেরা দুশমন, মেরা ভাই" লোকে খাচ্ছেনা আর, বরং উল্টোটা হলে হিট হতে পারে. :) :)

    তবে নেপোটিজম জিনিসটা লাইফের বহু ক্ষেত্রেই আছে, সব দেশেই, সব ফিল্ড এ, শুধু বলিউড কে দুষে লাভ নেই. আমরা অনেকেই হয়তো তার বেনিফিশিয়ারি বা ভুক্তভোগী উল্টোদিকে থাকলে. এবার অনেক প্রফেশনে যেখানে ডাইরেক্ট রোগী বা ক্লায়েন্ট ডিল করতে হয়, সেখানে কেও নেপোটিজম এ শুরুতে এডভ্যান্টেজ পেলেও নিজের ক্যালিবার প্রুফ করতেই হয় লং রান এ টিকে থাকতে গেলে. বলিউড বা যেকোনো উড এও সেটা ইভেনচুয়ালি সত্যি, ষ্টার কিডস রা শুরুতে অনেক বেশি এডভ্যান্টেজ পেয়ে যায় ঠিকই . কিন্তু এতো সুযোগ পেয়েও তো অভিষেক বচ্চন, তুষার কাপুর থেকে শুরু করে ইভেন রাজনীতিতে রাহুল গান্ধী তো চিরকাল স্ট্রাগল ই করে গেল. সফল আর হলো কোথায় ?

    সুশান্ত সিং এর কেসটা যে শুধু সুযোগের অভাবে নয়, ওর মেডিকেল হেল্প দরকার ছিল, যেটা অভি পয়েন্ট আউট করেছিলেন আগেই. বলিউডে প্রতি বছরই বহু এস্পিরেন্ট ষ্টার হওয়ার আশায় আসে, দু একজনের ভাগ্যে শিকে ছেড়ে, বাকিদের কেও খোঁজ পায়না. সবাই কি আত্মহত্যা করছে ?

    মেন্টাল ইলনেস নিয়ে কথা বলা এখনো সমাজে ট্যাবু. লোকে সাহায্য নিতে লজ্জা পায়, ক্লোজ বন্ধুকেও হয়তো বলে উঠতে পারেনা. বাড়িতেও অনেক সময় শুধু ভাবে কথা বললেই ঠিক হয়ে যাবে, ডাক্তারের কাছে যাওয়া মানেই একটা লস্ট কেস. ইভেন মেডিকেল ইন্সুরেন্স এ এগুলো কভার করেনা অনেক জায়গায়. এগুলো মনে হয় এড্রেস করা দরকার আগে. বলিউড নেপোটিজম অনেক দূরের ব্যাপার. সিনেমা না দেখলে কারোর সেরকম কিছু ক্ষতি হবেনা.
  • Du | 47.184.21.53 | ১৮ জুন ২০২০ ০৫:২২447941
  • S রিভিউ টা দেখার মতো ঃ)))))
  • S | 69.146.151.28 | ১৮ জুন ২০২০ ০৫:১৭447940
  • বর্ডার সিনেমায় আকাশে জেট চালাতে চালাতে জ্যাকি শ্রফ মাটিতে দাঁড়ানো সানি দেওলকে থাম্বস আপ দেখাচ্ছে, সানি দেওল সেটা দেখতেও পারছে। হিন্দি সিনেমার হিরোদের সবই আলাদা ব্যাপার স্যাপার।
  • Du | 47.184.21.53 | ১৮ জুন ২০২০ ০৫:১৪447939
  • বর্ডার যুদ্ধ প্রোমোট করে নি টু বি ফেয়ার - মেরা দুশম মেরা ভাই দিয়ে শেষ হয় সিনেমা।
  • S | 69.146.151.28 | ১৮ জুন ২০২০ ০৫:১৩447938
  • যেকোনও সিনেমার বা টিভি শোয়ের ভালো রিভিউ পেতে গেলে মেনএক্সপি অনেস্ট রিভিউ দেখুন। এইটা ছিল ড্রাইভের রিভিউ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত