এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 144.160.226.53 | ০৯ আগস্ট ২০১০ ২২:৫৩452581
  • ন্যাড়া, gyro?
  • nyara | 203.83.248.37 | ০৯ আগস্ট ২০১০ ২২:৫৫452592
  • ইয়েস, জাইরো। কলেজ অ্যাভেনিউ ক্যাম্পাসে গ্রিজ ট্রাকস। :)
  • pipi | 78.52.239.192 | ০৯ আগস্ট ২০১০ ২৩:৪৩452603
  • এই খেয়েছে! গিরোস তো জানি গ্রীক স্টাইলে মাংসের প্রিপারেশন। মাঝেমাঝেই তো এখানকার গ্রীক রেস্টু গুলোতে গিয়ে ভাত দিয়ে সাঁটিয়ে আসি। ভাতই তো অফারে থাকে। সে আবার র‌্যাপও হয় নাকি?
    ন্যাড়া, ফেলাফেলের বদলে মাংস ভরে - ডোনার কেবাপের কথা বলছেন না তো?
  • pipi | 78.52.239.192 | ০৯ আগস্ট ২০১০ ২৩:৪৮452614
  • প্র. বৈ তো ইস্তানবুল গিয়ে মাসাধিক কাল বোধহয় ছিলেন। তিনি ভাল বলতে পারবেন যে টার্কিরা তাদের দেশে অমন রোল বানায় নাকি ওটি জার্মান রসনায় জার্মানীবাসী টার্কিদের অবদান। অবশ্য শুধু জার্মান বলছি কেন। পোল্যাণ্ড, চেক, কোপেনহাগেন, বুদাপেস্ট ইত্যাদি প্রভৃতি যে দেশেই টার্কিশ দোকানে গেছি, বিবিধ নামে ঐ জিনিসটিই পেয়েছি।
  • Guruchandali | 72.83.85.10 | ১০ আগস্ট ২০১০ ০১:২৪452625
  • abc, ধন্যবাদ। ৩ নং চিত্র ঠিক করে দেওয়া হয়েছে।

  • Shuchismita | 71.201.25.54 | ১০ আগস্ট ২০১০ ০৫:৪৯452636
  • টুকরো খাবার বড়ই সুস্বাদু। মিশিগানে একটা মিডল ইস্টার্ন ধাবায় শাওয়ার্মা রোল পাওয়া যেত। রুটিতে জড়ানো শাওয়ার্মা টমাটো আর পেঁয়াজকুচি সহযোগে, সসের বদলে হামাস। সেও ভারী চমৎকার। পিপি যেমন বলল সেই রকমই প্রায়।
  • aka | 24.42.203.194 | ১০ আগস্ট ২০১০ ০৭:৪৯452647
  • প্রথম পাতায় হয় ছবি লাগানো হোক, নয়ত অপশনটাই কাটিয়ে দেওয়া হোক। কেমন যেন ব্রোকেন পেজ, ব্রোকেন পেজ লাগছে।
  • Souva | 122.177.199.57 | ১০ আগস্ট ২০১০ ১২:৩৬452658
  • দিল্লি-র রোল
    ----------------

    দিল্লিতে ইদানিং রোলের বাড়বাড়ন্ত কলকাতার সঙ্গে পাল্লা দ্যায়। আমাদের বাড়ির আশেপাশে, মানে আধ কি.মি. ব্যাসার্ধের মধ্যে ৫-৬টা রোলের দোকান, মানে ঠ্যালা। তাদের মধ্যে ৩টের নাম 'কলকত্তা রোল কর্ণার'। অর্থাৎ, রোলের ক্ষেত্রে কলকাতার কৌলিন্য দিল্লি ভোলেনি।

    এ তো গ্যালো ছোটখাটো ব্যাপারীদের কথা। কনট প্লেস, মানে যা সি.পি. নামে দিল্লিবাসীর কাছে পরিচিত, সেখানে আউটার সার্কলে "নিজাম' বলে একটি দোকান রয়েছে, যার রোলের খ্যাতি দিল্লিব্যাপী। রোব্বারের সন্ধ্যেয় আন্ডাবাচ্চা নিয়ে গিয়ে আপনাকে হয় তো ঝাড়া আধ-ঘন্টা দাঁড়িয়ে থাকতে হল টেবিল খালি হওয়ার জন্যে। বৌয়ের রোষকষায়িত লোচন উপেক্ষা করে আপনি অবিশ্যি ততক্ষণে দিব্বি মেপে নিয়েছেন মার্সিডিজ বা বি এম ডব্ল্যু, বা নিদেন স্কোডা-ফোডা থেকে কীভাবে ঝিংকু মামণিরা নেমে এসে রোল প্যাক করিয়ে নিয়ে যাচ্ছে। রোল ইজ দ্য গ্রেট লেভেলার। দিল্লির নিজামের সঙ্গে কলকাতার নিজামের লতায়-পাতায় কোনো সম্পর্ক আছে কি না জানি না, কিন্তু দিল্লির নিজামের রোলের দাম বেশ চড়া। কী রোল খেয়েছিলুম মনে নেই, বোধ হয় "ডাবল এগ ডাবল মাটন', দাম পড়েছিল একুনে একশো বিশ-ত্রিশ টাকা। তবে খাওয়ার পর কোনো আপশোস ছিলো না। বিকেল ৪টেয় খাওয়া রোলের দৌলতে সারা রাত্তির আর কিছু খেতে হয়নি। আর শুধু পেটই নয়, মনও যারপরনাই খুশ হয়ে গেছিলো।

    এ ছাড়া, দিল্লিতে শাওয়ারমাও খুবই জনপ্রিয় হয়ে উঠছে দিন-কে-দিন। আগে নিউ ফ্রেন্ডস কলোনির মার্কেট বিখ্যাত ছিলো শাওয়ারমার জন্যে। সে মার্কেটের সামনে ঝাঁ-চকচকে পাব আর কেতাদুরস্ত রেঁস্তরার ভিড় ঠেলে যদি আপনি পেছনের দিকে চলে আসেন, তো দেখবেন ছোটো-ছোটো খুপরি মতো রেঁস্তোরায় শাওয়ারমা সমেত নানা ইরানি খাবারের সম্ভার। সে শাওয়ারমা একবার খেলে ভোলা মুশকিল হি নহি, না-মুমকিন ভি হ্যায়। তবে এখন দিল্লিতে এবনং আশেপাশে ঢের শাওয়ারমার দোকান খুলে গ্যাছে। এমনকি নয়ডা-ইন্দিরাপুরমেও।

    তবে যদি খাঁটি কলকাত্তাই রোলের জন্যে নিতান্তই মন আনচান করে, তাহলে চলে যান দিল্লির বুকে বাঙালি ঘেটো সি আর পার্কে। সারে সারে রোলের দোকান। এমন কি সেই দোকানগুলো থেকে উঠে আসা খুশবুটাও বিলকুল সেই কলকাতার পাড়ার দোকানের কথা মনে পড়িয়ে দ্যায়।
  • lcm | 69.236.174.238 | ১০ আগস্ট ২০১০ ১৩:৩২452669
  • বাহ! রোল নিয়ে আলোচনা হচ্ছে। বেশ, বেশ।
    রোল-এর আর এক ফর্ম হল র‌্যাপ - উত্তর আমেরিকায় বেশ সহজলভ্য।
    টার্কি র‌্যাপ, চিকেন র‌্যাপ, রোস্ট বিফ র‌্যাপ - আমেরিকান দোকানের এই র‌্যাপ সাধারনত পাতলা বড় রুমালি রুটি (টর্টিলা ব্রেড) দিয়ে তৈরী হয়....... ভারতীয় রেঁস্তোরায় চিকেন টিক্কা র‌্যাপ, তন্দুরি র‌্যাপ ... ইত্যাদি তৈরী হয় নান বা তন্দুরি রুটি দিয়ে।
    মিডল্‌ ইস্টার্ন খাবারে নানারকম র‌্যাপ আছে, যেমন এখানে বলা হয়েছে গ্রীক ইরো (gyro)-র কথা - এগুলো তৈরী হয় পিতা ব্রেড দিয়ে।
    চীনা-দের আছে -- মু শু (mu shu) -- খুব পাতলা রুটি (চাইনিজ প্যানকেক) আর পর্ক-এর তরকারি, নিজেরা রোল বানিয়ে খেতে হয়...

    রোল বা র‌্যাপ-এর কত ভ্যারিয়েশন বিভিন্ন দেশে...
  • de | 59.163.30.3 | ১০ আগস্ট ২০১০ ১৫:৫৪452681
  • "ডোনার কেবাপ" (বাংলা মানে করবেন না ) আমারো খুব পছন্দের!

    মামুর মানডে ব্লুজ খুব ভালো লাগলো -- ছবিটার উৎপত্তি সম্বন্ধে আরো জানতে ইচ্ছা আছে!

    শমীকের সব লেখাই পরের এপিসোডের জন্য উদ্বিগ্ন অপেক্ষায় রাখে -- এবারেও তাই হলো!

    ন্যাড়াবাবুর রোলের লেখাটাও খুব ভালো, হুতোর যুগলবন্দী সমেত!
  • kallol | 124.124.93.205 | ১০ আগস্ট ২০১০ ১৭:২৪452692
  • ১৯৭৩ সালে ঠিকঠাক দীক্ষিত হতে আমায় নিয়ে যাওয়া হয়েছিলো নিজামে। তার আগে জেল-টেল খাটা হলেও দীক্ষা হয় নাই। নাদান ছিলাম, তাই। ১৯৭৩-এ নাদানী গিয়ে জওয়ানী এয়েচে। ফলত: দীক্ষা জরুরী। আমার দীক্ষা গুরুরা খুব একচোট পোলিমিকস চালিয়েছিলেন দীক্ষাপোকরণ নিয়ে। ভূণা পরোটা নাকি কাবাব পরোটা। শেষে কাবাব পরোটাই জিতেছিলো। সেই আমার প্রথম রোলে পড়া। তার কিছু পরেই এপিডিআর অপিসে ভূণা পরোটাও হয়ে গেলো, তবে সেটা আরএক খানদানী জায়গার - রাজাবাজার।

  • pi | 72.83.85.10 | ১০ আগস্ট ২০১০ ২০:৪১452714
  • ভুল, ভুল ! :(

    যাহোক, শওর্মা কি র‌্যাপ, রোলের স্বজাতি যারা ই হোক না ক্যানো, এ ব্যাপারে আমি ভীষণভাবে প্রাদেশিক। মানে ঐ রোলটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি টাইপ ব্যাপার আছে। ঐ সোয়াদ আর কিছুতে লাগেনা। মুম্বইতে এই স্বাদের কিছুটা কাছাকাছি দেখেছিলাম 'ফ্যাংকি' বলে একটি বস্তুর মধ্যে। তাও তাকে ঘোল ই বলবো। দিল্লির রোল বুঝি আমাদের রোলের মতন ? দেশের আর কোথায় কোথায় পাওয়া যায় এমনি রোল ? আমার কেমন একটা ধারণা ছিল এটা একান্তভাবে বঙ্গদেশ ইস্পিশাল। আর ভাবতাম, এটা অন্যত্র কেন এই ফর্মে পপুলার হয় না। বাঙালীরা মোটে ব্যবসা করতে জানেঅনা। নইলে মেরিন ড্রাইভে ঐ বড়াপ্পাও , পাও ভাজি, হরেক প্রকারের ভেল, ভুট্টা এসবের গ্যাঞ্জামে একটা আমাদের ঐ রোল সেন্টার চোখে পড়তো নি ?
    কদিন আগে পিটসবার্গে অবিশ্যি একটি বিশুদ্ধ বাঙ্গালী রোলের দোকানের উদ্বোধন হয়েছে। নাম, দিশি মুর্গী।:)
  • pi | 72.83.85.10 | ১০ আগস্ট ২০১০ ২০:৪৮452725
  • আর আমাদের এগরোল ? হ্যায় কোই ইক্যুভ্যালেন্ট ?
  • Samik | 122.162.75.102 | ১০ আগস্ট ২০১০ ২১:২৭452736
  • না:। দিল্লির রোল আর কলকাতার রোল আদপেই তুলনীয় নয়।

    মোগলদের এই দেশে মোগলাই পরোটা নামক বস্তুটা জাস্ট এক্সিস্ট করে না। কেউ নাম শোনে নি।
  • nyara | 122.172.196.74 | ১০ আগস্ট ২০১০ ২২:৫৮452747
  • সাংভিবাবু এক কথায় বম্বের 'ফ্র্যাংকি'কে রোলের কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফই করে দিয়েছেন।
  • Nina | 64.56.33.254 | ১১ আগস্ট ২০১০ ০২:৪৪452758
  • দিল্লীকা কাঠি-কাবাব খানিকটা কাছাকাছি যায় তো রোলের ?!
    মোগলাই পরোটা কোথায় যেন শুনেছিলাম বাংলাদেশে অরিজিন --বাঙালী মুঘলদের ইস্পেশাল :-))

  • aranya | 144.160.226.53 | ১১ আগস্ট ২০১০ ০৭:১০452769
  • এ মাসের বুলবুলভাজা গুলো পড়ছিলাম, একটু দেরীতে। সম্বিতের 'রোলকাতা'-টা বেশ জিভে জল আনার মত, পড়তে পড়তে খিদে পেয়ে গেল। শমীক বরাবরই ঝরঝরে বাংলায় দিব্যি লেখে, 'উত্তরবঙ্গের' অন্য কিস্তিগুলোর মত এটাও ঘ্যামা হয়েছে। মৃগাঙ্কের দৃশ্যকাব্য বেশ লেগেছে - আরও চাই।
    সৈকতের 'মানডে ব্লুজ' -এই লেখাটা আমি এক নি:শ্বাসে পড়লাম, কবিতার মত। লেখাটা আমার খুব ভাল লেগেছে, আবার একটু খারাপ-ও। বাংলা ভাষা, শব্দের ওপর অসামান্য দখল, টুকরো টুকরো ছবি আঁকার মুন্সীয়ানা - দারূণ শক্তিশালী লেখা। আসলে লেখাটা নিশ্চিত ভাবেই উত্তীর্ণ - যে বিষন্নতা আমাদের ক্লান্ত করে, আত্মহত্যার
    দিকেও নিয়ে যায় হয়তো বা (অন্তত কেন বেঁচে আছি এ প্রশ্নতো মাঝেমাঝে ওঠেই), তাকে তো ঠিকঠাকই ছুঁয়েছে লেখাটা।
    খারাপ লাগাটা নেহাত-ই ব্যক্তিগত। 'মানডে ব্লুজ' বা অনেক আগের 'পাইথনের' গল্পটা - এই প্রচণ্ড শক্তিশালী লেখাগুলোর মধ্যে বড় বেশী অন্ধকার, মর্বিডিটি দেখতে পাই। আমি একটু আলো খুঁজি, তবে তার সন্ধান দেওয়ার দায় তো লেখকের নয়। আর অন্ধকারের ছবি-ই যদি আঁকতে হয়, সৈকতের মত ক্ষমতাবান লেখক-ই তা আঁকুক।
  • de | 203.199.33.2 | ১১ আগস্ট ২০১০ ১৪:২১452780
  • বম্বেতে আমরা যেখানে থাকি সেই চেম্বুর এলাকায় দুটো রোলের দোকান আছে -- ওনলি রোলস আর ক্যালকাটা রোল্‌স -- দুটোই একদম খাঁটি কলকাতার রোল, কোন তফাত নাই। আমার ঐদিকে কোন কাজ না থাকলেও বৃষ্টির দিনে আমি গাড়ি একটু ঘুরপথে ঐ গলি দিয়েই বার করি, খাওয়ার সময় না থাকলেও, বৃষ্টির দিনে ঐ রোলের গন্ধ আমায় অনেকদিন পিছনে টেনে নিয়ে যায়!

    আর ফ্রাংকি মোটেই রোলের ধারকাছ দিয়েও যায় না!
  • kallol | 124.124.93.205 | ১১ আগস্ট ২০১০ ১৬:৪৪452792
  • ফ্রাংকি যদি রোল হয় টিকটিকিও ডানাসুর।
  • Arya | 125.16.82.195 | ১১ আগস্ট ২০১০ ১৮:০৬452803
  • পার্ক সার্কাসের চার নম্বর ব্রীজের কাছে জিশান নামে একটা দোকানে ফাটাফাটি রোল বানাতো। কি নরম পরোটা আর তার মধ্যে ততোধিক নরম চিকেন কাবাব.... আহা....
  • Samik | 12.191.136.2 | ১১ আগস্ট ২০১০ ১৮:১২452814
  • জিশানের বিরিয়ানিও অনবদ্য ছিল।
  • pipi | 78.52.236.174 | ১১ আগস্ট ২০১০ ২১:১২452825
  • আমি এই এতদিনে ও এতক্ষণে বুঝলাম এখানে দেশের রোল বলতে সক্কলে পরোটার মধ্যে মাংসের টুকরো ভরা মিট রোল বা চিকেন রোলের কথা বলছে। অলিতে গলিতে মোড়ে মোড়ে চারচাকার ঠেলাগাড়ীতে টিনের পাতের উপর ত্যারাব্যাঁকা অক্ষরে লেখা "মানিকস রোল কর্নার' কি "জগদম্বা রোল সেন্টার' ইত্যাদির বিক্কিরি করা এগ রোল নয়! এতাবৎকাল দেশোয়ালী রোল বলতে আমি এগরোলই বুঝে ও বলে এসেছি। হায় কি মুখ্যু আমি:-(
  • Souva | 122.177.177.18 | ১২ আগস্ট ২০১০ ০৮:৪৩452836
  • এখন তো মানিকস রোল কর্ণার বা জগদম্বাও দিব্যি চিকেন রোল, চিকেন এগ রোল, মাটন রোল ইত্যাদি বানাচ্ছে আর লোকে গোগ্রাসে গিলছেও। :-)
  • Blank | 64.255.180.51 | ১৬ আগস্ট ২০১০ ০১:২৫452847
  • কম্পিউটার নিয়ে লেখাটা হরেন্ডাস টাইপ খাজা হয়েছে। এমনি লেখা ছাপা হয় কেনো?
  • kelo | 117.254.249.238 | ১৬ আগস্ট ২০১০ ০৭:৩৫452858
  • আমার তো কম্পুটার সম্পর্কে লেখাটা বেশ লাগল। এত সহজ করে ঐরকম হার্ড হার্ডওয়্যারের বিষয় আমি আগে কোথাও পড়ি নি। বাংলাতে কেন ইংরাজীতেও নয়। কম্পুটার ব্যবহার করেই এসেছি চিরকাল। তার প্রসেসর শুধু পেন্টিয়াম ওয়ান টু থ্রী ফোর হয় বলে জেনে এসেছি। x86 বা RISC, এসব সম্পর্কে বিন্দুমাত্র জানা ছিল না লেখাটা পড়ার আগে। লেখাটা পড়ে তো ওতে দেওয়া লিঙ্কগুলো দিব্যি বুঝতে পারলাম। না পড়লে লিঙ্কগুলো মাথার ওপর দিয়ে যেত। তবে এ কথা স্বীকার করছি, ভদ্রলোক পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারকে অ্যাত্তো না ঠুকলেও পারতেন। অন্যভাবেও বলা যেত কথাগুলো।
    আর হ্যাঁ ভারত সরকারও যে আমাদের ট্যাক্সের টাকাগুলো নয়ছয় করে গবেষনা চালিয়ে এতদিনে এত সোনার ডিম পেড়েছেন তাও এই লেখাটা ছাড়া আর কোথাও একসঙ্গে পেলাম না। আপনাদের জানা থাকলে একটু লিঙ্ক দেবেন তো, আগ্রহভরে পড়ব।
  • d | 115.118.75.165 | ১৬ আগস্ট ২০১০ ০৯:১৯452869
  • কম্পু নিয়ে লেখাটা কেলোরই লেখা না? আমার তো পড়ে তাইই মনে হয়েছিল।

    সেক্ষেত্রে ইহা ধরাধামে সক পাপেটিং নামে খ্যাত।

    যাগ্গে লেখাটা পড়তে বেশ বাজে। পিওর টেকনিক্যাল হোক কিম্বা সারকাস্টিক, কোনটাতেঐ আপত্তি নেই। কিন্তু দুটো একসাথে মেলাতে গেলে আর জিনিষটা ঠিকঠাক মিশ না খেলে পড়তে ভাল লাগে না। খিচুড়ি খেতে উপাদেয়, যদি সব উপকরণ ঠিকঠাক সিদ্ধ হয়ে মিলেজুলে থাকে। এটা এমন একটা খিচুড়ি হয়েছে যার চাল, ডাল, আলু, কপি সব আধাসিদ্ধ হয়ে প্যাঁটপ্যাঁট করে তাকিয়ে রয়েছে।
  • Blank | 64.255.180.51 | ১৬ আগস্ট ২০১০ ০৯:৩৪452880
  • ও কেলোবাবু
    আপনার কম্পুটার নিয়ে এতো আগ্রহ, তো আপনি কম্পুটার নিয়ে পড়লেন না কেনো !!!!
  • Arpan | 216.52.215.232 | ১৬ আগস্ট ২০১০ ০৯:৫২452891
  • লেখাটা কেলোদারই তো। তাই না?
  • tc | 61.12.12.83 | ১৬ আগস্ট ২০১০ ১০:০৪452903
  • কেলোবাবু টেকনিকে আরেকটু সফিস্টিকেশন আনতে পারলে পাবলিক ধরতে পারবে না। যেমতি শ্রীদীপ্তেন বর্ণিত ঝন্টুদা। প্রথমে নিজের লেখার গুছিয়ে সমালোচনা করুন, খানিক বাদে এসে ঐ সমালোচককে ঝেড়ে কাপড় পরিয়ে দিন। :-D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন