এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভূ-১০

    pinaki
    নাটক | ১৭ জুন ২০১০ | ২৯৪৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ১৪:২৪455807
  • ""সিপিএম যা করেছে"" expression-টি আমার পোস্টিং-এ নেই।
  • dukhe | 122.160.114.85 | ১২ জুলাই ২০১০ ১৪:২৬455808
  • ওক্কে, সিপিয়েম যা করেনি । :)
  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ১৪:২৭455809
  • এটিও আমার পোস্টিং-এ নেই।
  • kallol | 124.124.93.205 | ১২ জুলাই ২০১০ ১৪:২৮455810
  • সব বুঝেও কেমন সহজ সরল ভাবে কতো কথা বলা যায়।
    আমি তো এ কথা বলিনি যে সবাইকে নাস্তিক হতে হবে। তবে, কম্যুনিষ্ট পার্টি করতে আসবে (পার্টি মেম্বার হয়ে) আর তাগা-তাবিজ-শীতলা-শনি করবে, সেটা কম্যুনিষ্ট দর্শনের উল্টো দিকে হাঁটা।
    এসব করেও আজকাল সিপিএম-এ নেতা হওয়া যায়, সে তো আজকালেই সিপিএমের লোকজনই লিখছেন।
    লজ্জা পেয়ে আর কি হবে। আজে-বাজে কথা বলে বিষয়টা কাটিয়ে দিতেই পারেন। তাতে তো বাস্তব বদলাবে না।

  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ১৪:৩০455811
  • সিপিএমের পলিটব্যুরোর কতজন নিত্য মন্দির-মশজিদে যাতায়াত করেন বলে জানা আছে?
  • dukhe | 122.160.114.85 | ১২ জুলাই ২০১০ ১৪:৩৭455812
  • গোড়াতেই গলদ । যাতায়াত করার দরকার কী - নাম যদি সীতারাম হয় !
  • kallol | 124.124.93.205 | ১২ জুলাই ২০১০ ১৪:৪৩455813
  • পলিটব্যুরোর খবর জানি না। তবে লোকাল/জেলা এসব স্তরে তো আছেই। কোথায় কত - শুভেন্দুবাবুরে/আজকালেরে জিগান গিয়া।
  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ১৬:০৬455814
  • হরকিষেণ সিং সুর্জিৎ আজীবন পাগড়ী মাথায় দিয়ে তাঁর শিখ অস্তিত্ব বজায় রেখেছিলেন। তিনি কি যথেষ্ট মার্ক্সবাদী ছিলেন না?
  • kd | 59.93.209.35 | ১২ জুলাই ২০১০ ১৬:০৮455815
  • ১) "নাস্তিক' বলতে কি 'ভগবানে অবিশ্বাসী' বলা হচ্ছে?
    ২) পৈতে দিয়ে পিঠ চুলকোনোর সুবিদে থেকে মার্ক্সবাদীরা কেন বঞ্চিত হবেন? কেনো? কেনো?
    ৩) গ্রহনক্ষত্রে বিশ্বাস না করাটাও কি মার্ক্সবাদীদের ব্যাদে লেখা আচে? না থাকলে আংটি পরতে দোষ কী?
  • kallol | 124.124.93.205 | ১২ জুলাই ২০১০ ১৬:২৩455817
  • ছিলেন না। উনি ওনার ধর্ম চিহ্ন ছাড়তে পারেন নি। শিখ ধর্মে চুল-দাড়ি কাটা বারণ। সেটা মেনে চলেছেন। ওদিকে গুলজার শিখ হওয়া সঙ্কেÄও ওসব মানেন নি। কি করে হরকিষণ সিং সুরজিত কে মার্কসবাদী তো দূরস্থান - প্রগতিশীলই বা বলি, যিনি ধর্মীয় সংষ্কারের উপরে উঠতে পারেন নি।

  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ১৬:৩৩455818
  • ইউরোপে বহুদিন ধরে মৃত্যুর পরে কালো পোশাক পরার চল আছে। বিপ্লোবোত্তর রাশিয়াতে চার্চ ইত্যাদি বন্ধ করে দেওয়ার পরেও কারো মৃত্যুর পরে কম্যুনিস্ট নেতারা কি কালো পোশাক পরা পরিত্যাগ করেছিলেন?

    মুসলমান পরিবার থেকে আসা কোন কম্যুনিস্টের কি তার পুত্র সন্তানকে circumcise করানো উচিৎ নয়?
  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ১৬:৫৫455819
  • সবাই যখন চুপচাপ, তখন যিনি কিছু করে দেখানোর চেষ্টা করেছিলেন তাঁকে উদ্ধৃত করি। তাতে যদি আমাদের armchair তাত্বিকদের ঘুম ভাঙে:

    ""While some socialists wanted to exclude workers who were religious from the revolutionary party, Lenin believed they should be welcomed without prejudice: "We must not only admit workers who preserve their belief in God into the Social-Democratic Party, but must deliberately set out to recruit them; we are absolutely opposed to giving the slightest offense to their religious convictions, but we recruit them in order to educate them in the spirit of our programme, and not in order to permit an active struggle against it." In fact, Lenin was not even opposed to recruiting priests into the revolutionary party. For example, he defended the revolutionary priest Father Gapon against those who claimed he was an agent."
    http://sfr-21.org/lenin-religion.html
  • kallol | 124.124.93.205 | ১২ জুলাই ২০১০ ১৭:০০455820
  • কেউ মারা গেলে কালো পোষাক পরতেই হবে। এটা ধর্মীয় নিয়ম হলে তো বটেই, এমনকি সামাজিক প্রথা হলেও ভাঙ্গাটাই দরকার। কেউ যদি নিয়মটা পালন করেই চলেন - তিনি নি:সন্দেহে মার্কসবাদী মাপকাঠিতে বিচ্যুত।
    আমি তো অনেককে দেখেছি। এক্ষুনি মনে পড়ছে সাধন দাশগুপ্তের কথা। সিপিএম করতেন। বিধায়ক ছিলেন। এখন অনেকেই চিনবে না। চান্দ্রেয়ী আলমের বাবা। দৃষ্টিশক্তিহীন এই মানুষটি বাবা-মায়ের শ্রাদ্ধ করেন নি। উনি একা নন। এরকম আরও বহু দেখেছি।
    মুসলমান পরিবরের কেউ যদি কম্যুনিষ্ট হন তো নিশ্চই circumcise এর বিরোধীতা করবেন। নিজের ছেলেকে নিশ্চই করাবেন না।
    আমি তো জানি কম্যুনিষ্টরা কোন ধর্মীয় আচার পালন করেন না, কারন তারা ঈশ্বরে বিশ্বাস করেন না।
    আপনি এইসব প্রশ্ন করছেন দেখেই আমার কেমন বিস্ময় হচ্ছে।
  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ১৭:০৯455821
  • মানে দুর্গাপুজোর সময়ে ছেলে-পুলেদের নতুন জামা কাপড় কিনে দেওয়া যাবে না?
  • kallol | 124.124.93.205 | ১২ জুলাই ২০১০ ১৭:২০455822
  • লেনিনের ১৯০৫ আর ১৯০৯ সালের লেখা দিয়ে বোঝাতে চাইছেন ধর্মীয় আচার আচরণ মানা মানুষ এই ২১ শতকেও কম্যুনিষ্ট হয়ে উঠবে। যখন বহু অকম্যুনিষ্ট মানুষও ঐ সব আচার-আচরণকে ত্যাগ করেছেন (গুলজারের উদাহরণ তো দিলামই)। সাধে কি ন্যাড়া লিখেছিলো মাদুলি-তাবিজ-মার্কসবাদ মানা একই ব্যাপার। আমার চোখের সামনে দেখেছি - ঋত্বিক ঘটক, বিজন ভট্টাচার্য, সুভাস মুখার্জি পৈতে রাখতেন না। বিজনদা-মহাশ্বেতাদি তাদের পুত্র নবারুণদার পৈতে দেন নি। নবারুণদা ওর ছেলে তথাগতর পৈতে দেয় নি। এসব তো ৬০এর দশকের কথা। আজ ৫০ বছর পরে কম্যুনিষ্টদের ধর্মীয় আচরণের পক্ষে কথা বলছে কেউ - বেশ কৌতুহলদ্দীপক!!!
  • kallol | 124.124.93.205 | ১২ জুলাই ২০১০ ১৭:২৫455823
  • ছেলে মেয়ের জামা কাপড় কিনে দিতে গেলে দুর্গা পূজার অজুহাত লাগবে কেন? সে তো এমনিই কিনে দেওয়া যায়।
    আমি আবারও বিস্মিত হচ্ছি। হ্যাঁ, দূর্গা পূজায় আমরাই তো নতুন জামা পড়তাম না। কিনে দিলেও না। বরং সেকয়টা দিন ছুটি থাকে, আর প্রচুর মানুষ রাস্তায় বের হন বলে, তার সুবিধা নিতে বইয়ের স্টল দিতাম।
  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ১৭:৩৪455824
  • যাঁদের নাম নিলেন তাঁরা একা তাঁদের নিজস্ব জীবন সম্পর্কে যা খুশী সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু এঁরা কেউই দল চালান না বা ভোটারের কাছেও যান না। একটি রাজনৈতিক দল কি সেইভাবে চলতে পারে নাকি? হরকিষেণ যদি কম্যুনিস্ট না হন আর মার্ক্সবাদের আলোচনাতে লেনিন যদি আউটডেটেড হয়ে গিয়ে থাকেন তাহলে -- হে বন্ধু, বিদায়.....

    নকশাল আন্দোলন কেন এদেশের মানুষের কোন উপকারে আসেনি এতদিনে সেটা আমার পরিষ্কার হলো।
  • dukhe | 122.160.114.85 | ১২ জুলাই ২০১০ ১৭:৪৫455825
  • না না, একটা গণ্ডগোল হচ্ছে । ধর্ম শুনেছি কমুনিস্ট মতে আফিম । কিন্তু আফিম খেতে বারণ কোথায় ? কেউ গাঁজা খেলে কি কমুনিস্ট হতে পারবে না ? অনেকে তো বলেন সাম্যবাদ ব্যাপারটাই গাঁজাখুরি ।
  • dukhe | 122.160.114.85 | ১২ জুলাই ২০১০ ১৭:৫১455826
  • ইয়ে, নকশালেরা ঠাকুরদেবতা মানেনি বলেই এ দেশের উপকারে লাগেনি, রাইট ?
    ঈশ্বরচন্দ্র বন্দ্যো সম্পর্কেও কি একই সিদ্ধান্ত হবে ?
    অবিশ্যি পরিপ্রেক্ষিত...
  • kallol | 124.124.93.205 | ১২ জুলাই ২০১০ ১৭:৫৩455828
  • এড়িয়ে ভালো-ই যেতে পারেন। সাধন দাশগুপ্তের কথা বললাম। উনি সিপিএমএর পার্টি সদস্য, বিধায়ক ছিলেন। এরকম অজস্র দেখেছি যারা সিপিআই-সিপিএম-আরসপি-এসইউসির সদস্য/নেতা। সে বেলা?
  • kallol | 124.124.93.205 | ১২ জুলাই ২০১০ ১৮:০৪455829
  • হরকিষণ আবার কম্যুনিষ্ট হলেন কবে? উনি তো চিরকাল নেহেরু পরিবারের সাথে সিপিএমএর মাখামাখির সুতো ছিলেন।
    নকসালেরা মার্কসবাদী বিশ্লেষনে নারদনিকদের ভারতীয় (বা প:ব:) সংস্করণ। আর, সেসব ছড়াও একদল অতিরোমান্টিক, মোটামুটি সৎ মানুষ কদ্দুর কি করতে পারে তাতো দেখাই গেছে। সে আর নতুন কি?
    কিন্তু মাদুলি-বাবাদুলি মার্কা সিপিএমই বা কি উবগার করেছেন?

  • dukhe | 122.160.114.85 | ১২ জুলাই ২০১০ ১৮:০৮455830
  • কেন, সিপিয়েম তো দেশ ও দশের কল্যাণকামনায় তারাপীঠে পুজো দিয়েছেন । এতে যদি উবগার না হয় তো সে মা কালীর দোষ, সিপিয়েমকে দায়ী করলে চলবে কেন ?
  • kallol | 124.124.93.205 | ১২ জুলাই ২০১০ ১৮:০৯455831
  • লেনিন কেন, সবার মত/কাজ/লেখাই তার সময়ের প্রেক্ষিতে বিচার করতে হয়। কারুর কাজ বা মত বা লেখা যদি সময়কে বাদ দিয়ে দেখা হয় তাহলে তাদের লেখা/মত আর বাইবেল-কোরান-গীতায় কোন তফাৎ থাকে না। যারা তাই মেনে চলেন তাহাদের fundamentalist বলা হইয়া থাকে।
  • aka | 168.26.215.13 | ১২ জুলাই ২০১০ ১৮:১০455832
  • ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরাও দেখেছি দুর্গা পুজোর সময় বইয়ের স্টল দিত, নতুন জামা কাপড় নিত না, ঠাকুর দেখতে বেরত না ইত্যাদি। কি কঠিন জীবন ছিল। মঠের বৌদ্ধ সন্ন্যাসীদের মতন জীবন।
  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ১৮:২৪455833
  • এই ব্যক্তিকেন্দ্রিক উদাহরণ দিয়ে আলোচনাটাকে বেশীদূর টানা যাবেনা। এই সব ""অসংখ্য"" উদাহরণ আসলে সমুদ্রে বিন্দুবৎ এবং ব্যবহারিক জীবনে এক্সেপ্সান বলে ধরে রাখা ভাল। সেভাবে ভাবলে আইন করে পুজোপাঠ বন্ধ করে দেওয়া উচিৎ। কিন্তু পুজোপাঠ নিষিদ্ধ না করেও ইউরোপে চার্চমুখী মানুষের সংখ্যা কমছে কেন? জীবন যাপনের মানোন্নয়ন করলে কি মানুষের ঈশ্বর-নির্ভরতা অনেকাংশেই কমে যাবে?
  • kallol | 124.124.93.205 | ১২ জুলাই ২০১০ ১৯:৪৫455834
  • দরকার মতো প্রেক্ষিত বদলে দিতে আপনি সিদ্ধহস্ত। এই যে বললেন সমুদ্রে বিন্দুবৎ, সেটা সমগ্র ভারতের মানুষকে ধরলে। আর যদি ৬০-৭০এর কম্যুনিষ্ট দলগুলোর সদস্যদের ধরি, তাহলে এরাই অসংখ্য। কথা হচ্ছিলো কম্যুনিষ্ট পার্টির সদস্যদের ধর্মাচারণ নিয়ে, তাতে আপামর জনসাধারণ আসে কি করে? কাজেই এটি ব্যাক্তিকেন্দ্রীক উদাহরণ নয়। ৬০-৭০এর বাম দলগুলোর সদস্যদের এমনকি তাদের গণসংগঠনগুলোর সদস্যদেরও এটাই ছিলো মূল ধারা। তাতে তারা 'জনগন' থেকে বিচ্ছিন্ন হন নি। বরং তাদের খাটনি, সততা আর আত্মত্যাগের উপর দাঁড়িয়ে ছিলো বাম সরকারের এতোদিনের ভিত।
    ক্ষমতায় এসে পাল্টাতে থাকে সব। পুরোনো কর্মীরা অপ্রাসঙ্গিক হয়ে যান। তাগা-তাবিজ-মাদুলি-মিঠুন-প্রোমোটার-শিল্পপতিরা আসর জুড়ে বসেন। আজকালের লিং দেওয়া লেখগুলো তাই বলছে।

  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ২০:০৪455835
  • প্রেক্ষিত বদলাইনি।
    রাজনীতি করতে এসে শুধু নিজের বিশ্বাস আর আচরণ নিয়ে ঘরের মধ্যে আটকে থাকলে চলবে না। কম্যুনিস্ট আইডিওলজিতে ঘোর সন্দিহান (""ওরা ধর্মাচারণ বন্দ করে দেবে"") মানুষের কাছে যেতে হবে, ক্ষমতায় যেতে হবে। আর গায়ে কাদা লাগবে ভয়ে খেলতে নামব না বললে চলবে নাকি? ক্ষমতায় গেলেই যদি বিচ্ছিন্নতা আসে তাই নিয়ে ভয় করলে তো কোনদিনই ক্ষমতায় যাওয়া চলবে না। যারা ক্ষমতায় যায়নি, যেমন SUCI বা নকশালরা, তারাও যে খুব জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করেছে সেতো বলা যাবে না। কি করা উচিত তার উত্তর আমার জানা আছে সেকথা বলছি না। কিন্তু ক্ষমতায় গেলে সতীত্ব চলে যাবে জাতীয় শুচিবায়ুগ্রস্ত কোন বিধানের প্রতি আমার আস্থা নেই। অন্তত:পক্ষে দিল্লীতে পার্লামেন্টে গিয়ে চ্যাঁচামিচি করার মত অবস্থানে থাকতে হবে-- তাছাড়া এই সময়ে আর কোন রাস্তা নেই বলেই মনে হয়।
  • kallol | 124.124.93.205 | ১২ জুলাই ২০১০ ২০:১১455836
  • যাদের কাজের ওপর ভিত্তি করে ক্ষমতায় গেলেন, তাদের তো মাদুলি-বাবাদুলি ছিলো না। তারাই তো গণভিত্তি গড়ে দিলেন। মাদুলি-বাবাদুলি ছঢ়ই তো করলেন। মা-বাবার শ্রাদ্ধ না করেই তো করলেন।
  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ২০:৩৫455837
  • এই ব্যাপারে বাবা-মার শ্রাদ্ধ না করাটা এত জরুরী সেটা আমার জানা ছিলনা -- সত্যি বলছি।
  • nyara | 122.172.197.64 | ১২ জুলাই ২০১০ ২০:৪১455840
  • পিটি একেবারে হক কথা বলেছেন। আজকের সিপিয়েমকে দেখলে (একজন-দুজন ব্যতিক্রম বাদ দিলে) এ সার সত্য বোঝা যায়। যে, আদর্শ, বিশ্বাস এসব শুধু মুখের কথা আর অন্যদের জ্ঞান দেবার জন্যে। যেমন, দশ আঙুলে এগারোটা আংটি নিয়ে তৃণমূলীদের খোঁচা দিলেন। সেখানে ব্যক্তিগত বিশ্বাসের কোন জায়গা নেই। কারণ ওরা সিপিয়েম নয়। আর 'আপনি আচরি' হল ক্ষমতায় থাকতে গেলে যা করার করতে হবে। প্রোমোটারের সঙ্গে প্রোমোটারি, মাদুলির সঙ্গে মাদুলি। তাছাড়া ব্যক্তিগত বিশ্বাস যাই থাক, সন্ধ্যেবেলা ঝান্ডা কাঁধে নিলে সব দোষ স্খালন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন