এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভূ-১০

    pinaki
    নাটক | ১৭ জুন ২০১০ | ২৯৫০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.10 | ১১ জুলাই ২০১০ ১৮:০১455774
  • না না, কবি জয়দেবকে ভুলবেন না কমরেড!
  • aka | 24.42.203.194 | ১১ জুলাই ২০১০ ১৮:২৬455775
  • যত দোষ হোপের, এইটা হেবি দিয়েছে। তাও বলে নি সব দোষ মিঠুন দার এই ভাগ্যি। আর কথায় কথায় মার্কসবাদ দেখলে আজকাল গাটা চিড়বিড় করে ওঠে।
  • Ishan | 122.163.3.53 | ১১ জুলাই ২০১০ ১৮:৪৮455776
  • জয়দেব ছাড়াও এসবি এবং পিটির লেখাও আমার খুব চিত্তাকর্ষক লাগে।

    আর কংগ্রেসের ভালো কি দেখেছি জিগাচ্ছিলেন। কিচ্ছু দেখিনি। খুব ওঁচা দল। বদমাশে ভরপুর।
  • kc | 89.203.49.18 | ১১ জুলাই ২০১০ ১৯:০৪455777
  • আমি বদ।
  • kallol | 59.92.188.22 | ১১ জুলাই ২০১০ ২০:৪২455778
  • প্রত্যয় তো বুঝলাম। সে কথাই তো লিখলাম। সারাক্ষণ বলে যাওয়া হলো ১৯৮৬ সালের পর থেকে সিপিএম-এ বদ লোক ঢুকছে, এবং কব্জা করে ফেলেছে। অন্তত জেলাস্তরে তো বটেই। তারপর এতো লড়াকু কর্মী এলেন কোত্থেকে? তারা যদি পর্টি ও গণসংগঠনগুলোতে ছিলেনই, তো এতো দিন কি কচ্চিলেন? নিজেদের দুর্নীতির
    বিরুদ্ধেই যারা লড়তে পারেন না, তারা যে তৃণমূলের বিরুদ্ধে কি লড়াই করবেন সে আর না বলাই ভলো।
    আর ক্ষমতা চলে গেলে সিপিএম-এর লড়াই? দেখেছি দাদা ৭২ থেকে ৭৭।
    আর শুধু অশোক মিত্র আর শুভেন্দুবাবু কেন। আমি তো সেই ভদ্রলোকের আজকালের লেখারও লিং দিয়েছিলাম যিনি মৌলনা আজাদে সৈফুদ্দিনের আমলে এসএফ আই করতেন। আর কবি জয়দেব, তিনি তো আছেনই।
  • PT | 203.110.246.230 | ১১ জুলাই ২০১০ ২০:৪৮455780
  • সিপিএম বদ। কংগ্রেস ওঁচা। বাকি রইল বিজেপি, তৃ-কং আর মাওবাদী। প: বঙ্গে বিজেপিকে বাদ দেওয়া যায়। মাওবাদীরা যতদিন জঙ্গলমহলে আছে আর শহরের নিরাপত্তা ভেঙ্গে ডুকতে না পারছে ততদিন নিশ্চিন্ত। তাহলে শেষ পর্যন্ত সমর্থন করার জন্য হাতে রইল তৃ-কং ... হুঁ, হুঁ বাবা... একেই বলে reading between the lines....
  • nyara | 122.172.1.202 | ১১ জুলাই ২০১০ ২০:৪৮455779
  • তাগা-তাবিজ-মাদুলিতে প্রবলেম কোথায়? কারুর মার্ক্সবাদে অন্ধ বিশ্বাস, কারুর জলপড়ায় - তফাতটা কী? যদি ফিজিক্সের প্রফেসরের হাতে গ্রহধারণের আংটি তো কেমিস্ট্রি প্রফেসর মার্ক্সিয় বিজ্ঞানে অটল, অচলা বিশ্বাস বাঁধা রেখেছেন।
  • ranjan roy | 122.168.23.255 | ১২ জুলাই ২০১০ ০৪:৫৭455781
  • তালিয়াঁ--তালিয়াঁ।।।। একেবারে QED। এইসব করে ২০১১ সামলাবেন?
  • ranjan roy | 122.168.23.255 | ১২ জুলাই ২০১০ ০৫:০৫455782
  • bb,
    পকাবুদের রুটি পাল্টানোর লজিকটা ad infinitum রিপিট করা সঙ্কেÄও কেন দেখছেন না? যে রুটি পাল্টায় তার চোখে দুটো পিঠই সমান।
    সমান বদ।:)))
    কাজেই সিপিএম সরকার বদলানোর কথা বলার মানে আদৌ কংগ্রেস বা ঘাসফুল বা বিজেপি বা মাওবাদী দের ভালো বলা নয়। আবার মমতা ক্ষমতায় এলে বিরোধীদের আনার কথা বলা হবে ক্ষমতার স্বেচ্ছাচারলে কাউন্টার করার জন্যে। আসলে পকাবুদর্শন একটি সিনিক দর্শন। Profit Maximisation Strategy নয়, Loss Minimisation Strategy। এরপরও যদি কেউ কুলদীপ নায়ার হতে চান তো আমি নাচার।
  • arindam | 59.93.243.100 | ১২ জুলাই ২০১০ ০৭:৫৩455784
  • nyara

    মার্ক্সবাদে বিশ্বাস আছে। অন্ধবিশ্বাসের স্থান নেই। নেই বলেই মার্ক্সবাদের ঠিক ভুল বা সময়ের সঙ্গে সঙ্গে তার দিকে আঙুল তোলা যায়।
    তাগা-তাবিচ-মাদুলির দিকে কোন প্রশ্ন ওঠেনা। শুধু তাদের সামনে বিনম্র চিত্তে দাঁড়িয়ে থাকা, কখন তারা ম্যাজিক দেখাবে এই আশায়!!!(আম আর আমড়ার উদাহরণ)
    বিজ্ঞানের যে অধ্যাপক প্রযুক্তি শিক্ষার ক্লাস নেন হাতে আঁটি, মাদুলি পরে সে প্রযুক্তি পড়াতে পারে কিন্তু যুক্তিহীন একজন মানুষ এই নিয়ে কোন সন্দেহ নেই।
  • aka | 24.42.203.194 | ১২ জুলাই ২০১০ ০৮:১৬455785
  • আমার বামহাতে পোখরাজ, ডানহাতে গোমেদ, তারপাশেই বিয়ের আংটি, পৈতেটা নেহাত হারিয়ে না গেলে এখনো থাকত।

    আমি গোমাংস খাই, ভালোবাসি না খুব, কিন্তু নারায়ণ পুজো করতে পারি, একসময়ে করেওছি, বাড়ি গেলে আবারও করতে পারি। নারায়ণ বলে কেউ দাঁত কেলিয়ে বসে আছে এমনও বিশ্বাস করি না।

    আবার ওদিকে মার্ক্সবাদকে সম্পূর্ণ বাজে ভাট বলে মনে করি।

    তবে পাঁঠার ওপর আমার কোন অবিশ্বাস নেই। পৃথিবীর সবথেকে উপাদেয় মাংস। নেহাত কড়া নজরে আছি।

    আমার কি হবে? আমার কি হবে?
  • nyara | 203.110.238.16 | ১২ জুলাই ২০১০ ০৯:১৬455786
  • অন্ধবিশ্বাসের স্থান নেই বললেই হবে? তবে আমার মার্ক্সবাদের জায়গায় 'প্র্যাকটিসিং মার্ক্সবাদ' লেখা উচিত ছিল। মার্ক্সবাদের সঙ্গে বেশি তুলনীয় অ্যালকেমির। ঠিক না ভুল - এ প্রশ্ন তোলা যায়, সময়ের সঙ্গে সঙ্গে তার দিকে আঙুল তোলা যায়। কিন্তু সোনা বানানোর বিজ্ঞান 'সত্য, কারণ ইহা বিজ্ঞান'। যদি না ফলে, তাহলে সে ইমপ্লিমেন্টেশনের দোষ। অ্যালকেমিকে দোষ দেবেন না।
  • dukhe | 122.160.114.85 | ১২ জুলাই ২০১০ ১০:১৬455787
  • বোঝো ! এই ২০১০ সালেও লোকে তাবিজ কবচ মার্কসবাদে বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে ? ওরে, একটা একরত্তি অক্টোপাস যে যুক্তিবাদের মুখে লাগাতার ঝামা ঘষে দিল সেটা দেখলি না ? ছ্যা:!
  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ১১:৪১455788
  • RR
    ২০১১ সামলানোর কোন দরকার নেই। আমার মত আরো অনেকেই বামেদের ক্ষমতা থেকে যাওয়ার পক্ষে সওয়াল করেছিল অনেক আগে -- ২৩৫-এরও আগে। সেসময় গুচ-তে তক্ক করতাম না বলে প্রমাণ করার উপায় নেই। এখন সংসদীয় রাজনীতিতে বোধহয় এমন কোন পদ্ধতি নেই যেটার সাহায্যে ভোটে জেতার পরে হেরে যাওয়া দলটিকে বিধানসভাতে বসিয়ে দিয়ে জিতে যাওয়া দলটি বাণপ্রস্থে যেতে পারে। প: বঙ্গে বিরোধীরা নির্বোধ না হলে আরও অনেক আগেই বামেরা সাধারণ ভাবেই ক্ষমতাচ্যূত হত। নন্দীগ্রাম না হলেও হত -- সেটা অতীতের ভোটের ভাগ দেখলেও বোঝা যায়। কাজেই ২০১১-তে গেলেও যাবে -- সেটা অ্যান্টি-ইন্‌কাম্বেন্সিতেই যাবে। তার জন্য ঔদ্ধত্য, আংটি, মাদুলি, প্রোমোটার রাজ ইত্যাদি দিয়ে হাওয়া গরম করার দরকার নেই। এই যুক্তি প্রয়োগ করলে যারা ক্ষমতায় যাওয়ার আগেই বিধানসভা ভাঙ্গচূড় করেছে, দশ আঙুলে এগারোটি আংটি পরে আছে, আর সুন্দরবনে লক্ষাধিক গাছ কেটে ফেলে মাছের ভেড়ি বসিয়ে দিয়েছে তাদের তো ভোট বাড়ার কথা নয়!!
  • kallol | 124.124.93.205 | ১২ জুলাই ২০১০ ১২:১৩455789
  • বাহ। এটা আরও একটা তঙ্কÄ। অনেক আগেই বামেরা ক্ষমতাচ্যুত হতেন, যদি বিরোধীরা নির্বোধ না হতো।
    হঠাৎ এরকম বোধদয়?
    তবে কি শেষমেষ রুটি পাল্টানোর তঙ্কেÄ আস্থা?
    তাগা-তাবিজ-প্রোমোটার-ঔদ্ধত্য এসব নিয়ে 'বাজার গরম' করার কিছু নেই। এগুলো ঘটেছে। আপনার অস্বস্তি হতে পারে, কিন্তু এখন কাছের লোকেরা, সমর্থক মিডিয়াতেই স্বীকার করছে এসব। একটা মার্কসবাদী পার্টিতে এটা কাম্য নয় তাই বলা। আমি আজ ব্যক্তিগতভাবে মার্কসবাদে আস্থা রাখি না। কিন্তু বেড়ে ওঠার বয়স থেকে দেখেছি এঁদের সহজ সরল জীবন যাত্রা, নির্লোভ চরিত্র। কম্যুনিষ্ট পার্টির মানুষেরা এরকমই ছিলেন, সে সিপিআই, সিপিএম, সিপিআইএমএল বা অন্য বাম দলগুলেতেও।
    কংগ্রেস বা তৃণমূল বা বিজেপি হলে এসব প্রশ্নই উঠতো না। তাগা-তাবিজ-প্রোমোটার-ঔদ্ধত্য এসব ওদের ক্ষেত্রে স্বাভাবিক।
    তাই আবারও আশা রাখছি - হয়তো তৃতীয় ফ্রন্ট হবে।
    তবে যারাই ক্ষমতায় আসুক, তাদের অন্যায়ের প্রতিবাদ হবেই।
  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ১২:২৪455790
  • রুটি পালটানোর তত্বে আমার কোন আস্থা নেই সেটা এর আগেও বহুবার লিখেছি। রুটি পাল্টাতে পাল্টাতে আমরা সারা পৃথিবীতে ১৩৭ নম্বরে নেমে এসেছি আর ২২০ মিলিয়ন লোক রাতে খালি পেটে শুতে যাচ্ছে। রুটি পাল্টানো তত্বের প্রবক্তারা এখনও প্রমাণ করতে পারেননি যে তাতে এদেশে গরীব মানুষের বিশাল কিছু উপকার হয়েছে।

    আর আমি অসংখ্য মাসিমা, কাকিমাদের চিনি যাঁরা সকালে লক্ষী পুজো সেরে বিকেলে মহিলা সমিতির বা পার্টির পতাকা কাঁধে মিছিলে যেতেন। তাঁদের জন্যে সিপিএম গোল্লায় গিয়েছে এমন কথাও শুনিনি কারো কাছে।
  • kallol | 124.124.93.205 | ১২ জুলাই ২০১০ ১২:৩৬455791
  • তার মানে, মেশোমশাই, দাদা, কাকাবাবুরাও তাগা-তাবিজ-গ্রহরত্ন ধারন করে শীতলা বা শনি কি কালী বাড়িতে মাথা ঠুকে লাল ঝান্ডা কাঁধে মার্কসবাদ জিন্দাবাদ করে এসে লোকাল/জেলা/প্রাদেশিক/পলিটব্যুরো নেতা বনে গেলেও - ক্ষতি নেই বলছেন। ভালো।
    এরপর আর কিছু বলার থাকে না।
    অরিজিতের মতো আমারও আর এই নিয়ে তর্ক চালানোর ইচ্ছে নেই।

  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ১২:৫৩455792
  • আমি যা লিখেছি আর কল্লোল যা লিখলেন তার মধ্যে বোধহয় ফারাক আছে। ভারতবর্ষের মত দেশে সকলে নাস্তিক হওয়ার পরে বাম রাজনীতি শুরু করতে গেলে তো আর এ ইহ জীবনে রাজনীতি শুরুই করা যাবেনা। এই প্রত্যাশাটাও বোধহয় এই দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

    আর ঐ রুটি পাল্টানোর জন্য জনগণের জীবনযাপনের মান কতটা উন্নত হয়েছে সেটা একটু সংখ্যাতত্ব দিয়ে বুঝিয়ে দিলে ভাল হয়।
  • Arpan | 216.52.215.232 | ১২ জুলাই ২০১০ ১৩:০৪455793
  • কথাটা সেটা নয়। বাম রাজনীতি শুরু হবার পরে যাঁরা বাম রাজনীতির সাথে প্রত্যক্ষ ভাবে করেন তাঁরা কি তাগা-তাবিজ-গ্রহরত্ন বিসর্জন দিয়েছেন, নিজের ছেলের উপনয়নের অনুষ্ঠান করেননি অথবা বাড়িতে কাজ করতে আসা লোকটিকে প্রসন্নচিত্তে বাথরুম ব্যবহারের অনুমতি দিতে শুরু করেছেন? সংখ্যাতত্ব দিয়ে বোঝালেও হবে এই আদৌ উন্নতি হয়েছে।

    নাকি আবার সর্বভারতীয় প্রেক্ষাপটে দেখতে হবে বিষয়টিকে?
  • Arpan | 216.52.215.232 | ১২ জুলাই ২০১০ ১৩:০৫455795
  • * রাজনীতি প্রত্যক্ষভাবে করেন
  • Ishan | 125.18.17.16 | ১২ জুলাই ২০১০ ১৩:২০455796
  • পিটি কেবলই চশমা পরে দেখেন।

    কে বলল, দেশের উন্নতি করার জন্য রুটি বদলানো দরকার? "উন্নতি' কি জিনিস ভগবান জানে, সে হবে কিনা তাও মার্কসবাদী ঈশ্বর জানেন। এখন লোকে ভোট দেয় প্রাণ বাঁচাতে। মানে যারা অ্যাট লিস্ট ক্যালাবেনা বা কম ক্যালাবে, বা স্লাইট পয়সাকড়ি বাগাতে দেবে, তাদের ফরে। বা যাদের জমানায় মোটামুটি শান্তিতে কোনোক্রমে টিকে থাকা যাবে তাদের ফরে।

    আপাতত লোকের মনে হচ্ছে এই প্যারামিটারে তৃণমূল ভালো। অবস্থা বদলালে অন্যরকমও মনে হতে পারে। এর মধ্যে দেশ ও দশের উন্নতি ফুন্নতি নাই। সিপিএমের অ্যাদ্দিনের জয়ের পিছনে যেমন মহান কিছু নেই। একই ভাবে তৃণমূলের এখনকার জয়ের পিছনেও ক্রেডিট কিছু নাই।
  • saikat | 202.54.74.119 | ১২ জুলাই ২০১০ ১৩:২৪455798
  • এ বাবা, ঈশান সাক্রিলিজ করছে, বলেছে সিপিএমের অ্যাদ্দিনের জয়ের পেছনে মহান কিছু নেই !!
  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ১৩:২৪455797
  • তর্কের খাতিরেই তাহলে প্রশ্ন করি। যিনি পৈতে গায়ে রেখেছেন, তিনি কি সমবন্টন জাতীয় তত্বে বিশ্বাস রাখার অধিকারি নন? কিংবা মার্কসবাদে বিশ্বাস রাখেন এমন কারো কি সন্তানদের দূগাপূজোতে নতুন জামা-কপড় কিনে দেওয়া উচিৎ নয়?
  • dukhe | 122.160.114.85 | ১২ জুলাই ২০১০ ১৩:৩০455799
  • আরে: PT - আপনি শেষে শারদোৎসবকে দুজ্ঞাপুজো বললেন ?!?
  • Arpan | 216.52.215.232 | ১২ জুলাই ২০১০ ১৩:৩১455800
  • অর্থাৎ ক্লাস স্ট্রাগলটিই সব? কাস্ট স্ট্রাগলের দৃষ্টিভঙ্গীটিকে পাত্তা দেওয়া হবে না। বেশ।

    এমনিতেই আংটি, গ্রহরত্ন তাবিজের প্রসঙ্গ হঠাৎ করে কী করে এই টইতে এল তা বুঝিনি। কিন্তু কারোরই হোলিয়ার দ্যান দাউ বলা সাজে না। বক্তব্য ছিল এইটুকুই। সিপিয়েম বলে আলাদা কোন প্রত্যাশা এই নিয়ে ছিলও না, এখনো নেই।
  • PT | 203.110.247.221 | ১২ জুলাই ২০১০ ১৩:৪৮455801
  • না না কাস্ট-স্ট্রাগেলের কথাও উঠুক। কিন্তু যিনি ছেলের পৈতের অনুষ্ঠানের পরে ""নিচু"" জাতের আত্মীয়াকে দিয়ে আনুষ্ঠানিক ভিক্ষে দেওয়াচ্ছেন তিনি কি মার্ক্সবাদে বিশ্বাসী হওয়ার অধিকার রাখেন?
  • Arpan | 204.138.240.254 | ১২ জুলাই ২০১০ ১৩:৫৯455802
  • রাখেন তো দেখছি। তবে ওই আনুষ্ঠানিকভাবে। :-)
  • dukhe | 122.160.114.85 | ১২ জুলাই ২০১০ ১৪:০২455803
  • ধুর ধুর, বিশ্বাসের আবার অধিকার কী ? এই তো আমি এক লাইন ফিজিক্স না জেনেও ই ইজুকাল টু এম সি স্কোয়ার বিশ্বাস করি - পারলে কেউ ঠেকাক দেখি ।
  • Ishan | 125.18.17.16 | ১২ জুলাই ২০১০ ১৪:০৫455804
  • সিপিএমের ক্ষমতায় টিকে থাকার পিছনে অনেক ফ্যাক্টর আছে। ভূমি সংস্কার ইত্যাদি তো বহুল প্রচলিত। যেগুলো আলোচিত নয়, তার পিছনে একটা হল, প্রাইমারি ইশকুলে (সেকেন্ডারি নয় কিন্তু) মাস্টারি বিতরণ। ক্ষমতায় এসেই সিপিএম প্রাইমারি টিচারদের মাইনে বাড়িয়ে মোটামুটি ভদ্রস্থ একটা জায়গায় পাঠায়। তারপর ঝেঁটিয়ে কর্মীদের চাকরি দেয়। গনিখানের রেলের চাকরির চেয়ে অনেক বড়ো ছিল সেই প্রোজেক্ট। সেকেন্ডারি ইশকুলে অবশ্য এটা করা যায়নি, সে অন্য গপ্পো।

    এই প্রাইমারি টিচাররাই গ্রাম বাংলায় কিন্তু আজ সিপিএমের স্তম্ভ।
  • dukhe | 122.160.114.85 | ১২ জুলাই ২০১০ ১৪:০৯455806
  • সিপিয়েমের যাওয়া উচিত এ নিয়ে তো কোন তক্কো নাই । PT ও বলেছেন নন্দীগ্রাম সিঙ্গুর বাদ দিলেও সিপিয়েম যা করেছে, তাতে অনেক আগেই বিদেয় হত - নেহাত বিরোধীরা নির্বোধ ছিল । হালে তাদের বুদ্ধি হয়েছে - তফাৎ বলতে এই ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন