এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভূ-১০

    pinaki
    নাটক | ১৭ জুন ২০১০ | ২৯৪৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ০২ জুলাই ২০১০ ১৯:০৯455674
  • RR, সেই প: বঙ্গ কেন্দ্রিকতাতে আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা -- যাতে সিপিএম ব্যাশিং-এর সুবিধে হয়। কথা হচ্ছিল তৃণমুলের দীনেশ ত্রিবেদীর কেন্দ্রের মন্ত্রী হওয়ার সুবাদে এক বছরের মধ্যেই সারা ভারতের আমলাতন্ত্র নিয়ে উপলব্ধি প্রসঙ্গে।
  • ranjan roy | 122.168.28.12 | ০২ জুলাই ২০১০ ২০:৩৫455675
  • PT, এই থ্রেডের টাইটেলটা মন দিয়ে দেখুন, এটা ভাটিয়ালী নয়।
  • kallol | 115.184.124.34 | ০৩ জুলাই ২০১০ ০৮:৪৬455676
  • আহা, তাই তো। শুধু সিপিএম আর তৃণমূল কেন দায়ী হবে। প্রাণে বড়ো লেগেছে। মাসতুতো ভাই/বোন তো।
    ভারতের/এশিয়ার/পৃথিবীর তাবৎ মন্ত্রী (বা তার সমতুল্যদের) কাজ, নীতি নির্ধারণ করা। সেটা ঠিকমতো রূপায়িত হচ্ছে কিনা তার খোঁজ রাখা। না হলে, আমলাদের কান মুলে দেওয়া (রূপকার্থে)।
    কাজেই আমলারা তো কাজ করে না বললে, সে কেশ উৎপাটনের মন্ত্রী।
  • PT | 203.110.246.230 | ০৩ জুলাই ২০১০ ১২:৫৪455677
  • প্রাক্তন নকশালদের এই হালই প্রত্যাশিত। কংগ্রেসের কোলে আশ্রয় নেওয়া ছাড়া তাদের আর কিই বা করার থাকতে পারে। শব্দ নিয়ে যতই খেলুন কংগ্রেসের প্রতি প্রেমোৎসর্গের জন্য যে উন্মুখ হয়ে আছেন সেটা ঠিকই বোঝা যাচ্ছে।
  • nyara | 122.172.14.64 | ০৩ জুলাই ২০১০ ১২:৫৯455678
  • পশ্চিমবঙ্গের এই হাল কেন বললে সিপিয়েম হয় বলেন, 'বিহার দেখুন' কী 'সারা ভারতেই এই হাল, দিল্লিতে বিপ্লব না এলে হবে না' আবার কেউ একেবারে ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাচ্ছেন। খুব বঙ্কিমী ব্যাপার - 'তুমি অধম, তাই বলিয়া আমি অধমতর হইব না কেন?'

    তো সব কিছু করার জন্যে যদি দিল্লির অজুহাত দিতে হয়, তাহলে গদি ছেড়ে বনবাসে যান। বলুন, 'আমাদের দ্বারা হল না। অন্য কেউ চেষ্টা করে দেখুন'।
  • PT | 203.110.246.230 | ০৩ জুলাই ২০১০ ১৩:০৬455679
  • প্রশ্নটা অজুহাতের নয়। আমি দীনেশ ত্রিবেদীকে উদ্ধৃত করেছি মাত্র। যাঁরা কলকাতায় এসে মন্ত্রীদের কাজের সমালোচনা করেন এবং যাঁদের কাঁধে চড়ে পরিবর্তন আসতে চলেছে, তাঁরাই এক বছর দিল্লীতে ক্ষমতাতে বসেই অন্য সুর গাইছেন। এই তথ্যটি দেওয়াতে পকাবুরা চটছেন কেন?
  • nyara | 122.172.14.64 | ০৩ জুলাই ২০১০ ১৩:১৬455680
  • প্রশ্নটা অজুহাতের। বক্তব্যটা হল, 'দেখুন দেখুন দীনেশবাবু এক বছরের মধ্যে সারা ভারতের আমলাতন্ত্রের সার বুঝেছেন। পশ্চিমবঙ্গে কাজ হয় না ঐ জন্যেই - একই আমলাতন্ত্র। সিপিয়েম কী করবে?'

    দিনেশবাবুরটিও অজুহাত এবং সেই অজুহাতটিকে কো-অপ্ট করে নেবার চেষ্টা।
  • PT | 203.110.246.230 | ০৩ জুলাই ২০১০ ১৩:৩৩455681
  • না, এটার অন্য ব্যাখ্যাও সম্ভব। ভারতবর্ষে এখনও পর্যন্ত এই আমলা-নির্ভর সংস্কৃতিই চালু রয়েছে কাজেই প: বঙ্গেও ঐ ভাবেই কাজ হতে বাধ্য - সিপিএম ক্ষমতায় থাকলেও বা না থাকলেও। এতদিন পকাবু সহ যে সব তৃণমূলীরা প: বঙ্গের সরকারের মুন্ডুপাত করছিলেন তাঁরা কথা নিয়ে খেলছিলেন মাত্র। ক্ষমতায় গিয়ে তাঁরা কাঠামোটির সীমবদ্ধতা বুঝতে পেরেছেন বা আগেই জানতেন, এখন স্বীকার করছেন মাত্র।
  • ranjan roy | 122.168.28.12 | ০৩ জুলাই ২০১০ ২৩:০৭455682
  • অ, এই সিস্টেমের সীমাবদ্ধতার কথা কেউ বুঝতো না, জানতো না? কেউ এই নিয়ে এই পাতায় লেখেনি? সবাই জানতো যে এই সিস্টেম ঠিক, ভালো লোক, ভালো দল হলে সব কিছু করা যায়? তাই সিপিএমকে তাড়িয়ে মমতাকে আনতেচাইছিল?
    আর আপনি দীনেশ ত্রিবেদীর থেকে সিস্টেমের সীমাবদ্ধতা শিখলেন! আর সেই
    মেড ইজি পরস্মৈপদী জ্ঞানালোকে আমাদের আলোকিত করতে চাইছেন? বেশ, আলোকিত হলাম। এই বার বলুন-- এই সিস্টেমে যখন কিছুই করা যায় না, তখন সিপিএম মন্ত্রী হবার চেষ্টা করছে কেন? কেন আমলাদের পার্টি বানাচ্ছে না?
  • kallol | 115.242.186.243 | ০৪ জুলাই ২০১০ ০৯:২৭455684
  • প্রাক্তন নকশালেরা কংগ্রেসের কোলে উঠে ঠিক কি করবে সেটা বুঝতে পারছি না। তারা ভোটে লড়ে না, যে মন্রী হবে। বরং বর্তমান নকশালদের বা সিপিএম-এর কংগ্রেস-বিজেপি এমনকি তৃণমূলের হাত ধরার/কোলে ওঠার যুক্তি থাকতে পারে। প্রাক্তন নকশালেরা অনেকেই মানবাধিকার নিয়ে লড়ে যাচ্ছে। তারা কংগ্রেসের কোলে উঠে কি তীর মারবে, সেটা বোঝা গেলো না।

    অজুহাত, তো বটেই। আরে বাবা, ভাবের ঘরে চুরিও তো চুরিই। ভাবখানা - এই তো এবার ক্ষমতায় গিয়ে বুঝলি তো how much rice in how many paddy? তাহলে আর আমাদের দোষ কি। দোষ কারও নয়গো ম্যাআআআ............
    আর তবে ওসব ভোটে দাঁড়িয়ে হবেটা কি? এবার হয় পটল দিয়ে শিঙ্গি মাছের ঝোল খান, নয় জনগনতান্ত্রিক বিপ্লবের চেষ্টা চরিত্তির করুন।
  • PT | 203.110.247.221 | ০৪ জুলাই ২০১০ ১১:৫৭455685
  • RR: এ আর আপনার অত প্রাজ্ঞ ব্যক্তিকে কি বোঝাব। সব পকাবুরাই যদি এই ব্যাপারটা বুঝতেন তাহলে সিপিএমের সরকার কতটা "অপদার্থ" সেটা প্রমাণ করার জন্য পাতার পরে পাতা স্ট্যাট মিয়ে কোমর বেঁধে এখানে তক্ক জমাতেন না। আমি বা আর এক-আধজন বরাবরই সেইজন্য বলে এসেছি যে সব ঘটনাগুলোকে সর্ব-ভারতীয় প্রেক্ষাপটে বিচার করতে হবে (উদা. সারা ভারতে ৬ লক্ষ ডাক্তার আর ১০ লক্ষ নার্সের ঘাটতি)। তার জন্যেও সম্মিলিত প্যাঁক খেয়েছি। এই দেখুন আধবেলা বৃষ্টি হলেই মুম্বাই শহরের রেল-লাইন পর্যন্ত ডুবে যাচ্ছে -- তাই নিয়ে সেই রাজ্যের সরকারের রঙ নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে কি? এই ফোরামে লেখেন অনেক পকাবুই তো প: বঙ্গের বাইরে থেকেও সিপিএমের মুন্ডুপাত করছেন। আর দলগুলো রাজনীতি করে তো ক্ষমতা দখল করে তাদের নীতি প্রয়োগ করার জন্যই -- কাজেই সিপিএমও যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে তাতে আর আশ্চর্য কি?
  • PT | 203.110.247.221 | ০৪ জুলাই ২০১০ ১২:১৩455686
  • সেই যে কে সিপিএম করে বলে তার মা-বোনকে জ্যান্ত পুড়িয়ে মারল মাওবাদীরা -- তাতে কটা মোমবাতি মিছিল বার করল প্রাক্তন-নক্‌শাল-কাম-মানবতাবদীরা? ঢপ এবং দ্বিচারীতার বোধহয় একটা সীমা থাকা উচিত। মানবাধীকার কর্মীরা গ্রেপ্তার হওয়ার আগেই দেবলীনার জন্য যে সময় ব্যয় করছে তার এক-দশমাংশ সময়ও তারা ব্যয় করেনি ঐ পুড়ে মরা দুই মহিলার জন্য। এ সবই সেই পুর্ব-নির্ধারিত সিপিএম বিরোধীতার অস্বচ্ছ চশমায় চোখ ঢেকে রাখার ফল। কংশালদের কর্ম-কান্ড আমরা যে দেখিনি তা তো নয়।

    ব্যাঙ্গালোরের সুখচ্ছায়াতে বসে থেকে কারাত থেকে বুদ্ধ সকলের ছিদ্রানুসন্ধান করে যে সকল প্রাক্তন-নকশাল-কাম-পকাবুরা প: বঙ্গে কংগ্রেসের ক্ষমতাদখলের পক্ষে সওয়াল করেন তাঁরা তো সততার খাতিরে রাজনৈতিক আলোচনাতে অংশ না নিয়ে হরিনাম করে বাকি জীবনটা কাটাতে পারেন!
  • pi | 72.83.93.99 | ০৪ জুলাই ২০১০ ১২:২৯455687
  • এই রে ! আপনার কথামত ই 'সর্বভারতীয় প্রেক্ষাপট বিচার করে' কোন রাজ্যের চেয়ে কত পিছিয়ে সেই 'স্ট্যাট' গুলো দেওয়া হল তো !! :)

  • PT | 203.110.247.221 | ০৪ জুলাই ২০১০ ১২:৪৭455688
  • বেশ, এবারে তাহলে ৬ লক্ষ না-থাকা ডাক্তার আর ১০ লক্ষ না-থাকা নার্সদের সংখ্যাটিকে সারা দেশের মধ্যে ভাগ করে দিয়ে সর্ব-ভারতীয় পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য-ব্যবস্থাটিকে একটু যদি ব্যাখ্যা করে দেন!!
  • pi | 72.83.93.99 | ০৪ জুলাই ২০১০ ১২:৫৩455689
  • আপনার করা কত কোশ্চেন যে একটুকু উত্তরের আশায় কেঁদে কেঁদে মল্লো, তার কী হবে ! :(
    ওগুলো কি আবার করবো ? :)
  • PT | 203.110.247.221 | ০৪ জুলাই ২০১০ ১৩:১১455690
  • এবারে সব কোশ্চেনের তো একটাই উত্তর -- আমলারা কাজ করেনা!!
  • dukhe | 117.194.236.224 | ০৪ জুলাই ২০১০ ২০:৫৫455691
  • ইয়ে, PT বারবার প্রাক্তন নকশাল বলে কাকে দেখাচ্ছেন ? আজিজুল হক ? উনি কি আজকাল কংগ্রেসের কোলে ? নাকি সীতারাম ইয়েচুরি ? যিনি মমতা গেলেই আমরা আছি বলে কোলে ওঠার জন্য হেদিয়ে মরছেন ?
  • ranjan roy | 122.168.205.199 | ০৪ জুলাই ২০১০ ২২:০৩455692
  • PT
    আবার মনে করিয়ে দিচ্ছি যে এই টইয়ের টাইটেল দেখুন, খোলা হয়েছে বঙ্গদেশে ম্মা-ম্মা আর ছিপিএম নিয়ে খেউড় করার জন্যে। সর্বভারতীয় সমস্যা নিয়ে কথা বলতে অন্য টইয়ে আসুন, বা নিজে আলাদা টই খুলুন, আমরা আছি। আর বক্তব্যে থাকুন, ব্যক্তিগত আক্রমণ করবেন না। কে কোথায় থেকে কথা বলছে তাতে কি আসে যায়? বঙ্গের বাইরে বসে বঙ্গ নিয়ে কথা বলা যাবে না, তালে সর্ব ভারতীয় প্রেক্ষাপটে কথা বলতে ভারতের বাইরের গুরু বা চন্ডালীর মানা?
    আর আমি যখন কেরালা মডেলের কথা বলি বা কেরালায় সিপিএম নেতার ভ্রষ্টাচার নিয়ে পার্টির মধ্যে মতভেদ নিয়ে প্রশ্ন তুলি তখন সর্বভারতীয় প্রেক্ষাপট ভুলে চুপ করে থাকেন কেন?
  • kallol | 115.184.51.106 | ০৪ জুলাই ২০১০ ২২:৩৪455693
  • কে ব্যাঙ্গালোর কে কলকাতা কে খড়্‌গপুর কে মাথা ব্যাথা, তাই নিয়ে তম্নয় হয়ে কি হবে? আমলারা কাজ করে না, তাই সরকার কোন ভলো কাজ করতে পারে না - এটাই যদি সব কোচ্চেনের আন্সার হয়, তবে কোচ্চেন এগটাই - এই ক্ষমতায় থেকে বদনাম কুড়িয়ে কি লাভ?
  • PT | 203.110.247.221 | ০৫ জুলাই ২০১০ ১৫:২৯455695
  • RR:
    এই দেখুন, একবার বলছেন এই টইটা খোলা হয়েছে বঙ্গদেশের রাজনীতি নিয়ে খেউর করার জন্য আর তার পরেই বলছেন সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে কোন দলের ভ্রষ্টাচার নিয়ে চুপ করে থাকি কেন!! আমি তো বরাবরই বলে আসছি যে ভারতীয় প্রেক্ষাপট বাদ দিয়ে বঙ্গদেশের রাজনীতি নিয়ে খেউর করা যাবেনা -- বিশেষত: তৃণমূল যখন কেন্দ্রের শাসনের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত এবং ভারতের ভ্রষ্টাচারের উৎসমুখ কংগ্রেস তাদের সাহায্যে রাজ্যের শাসকদলকে ক্ষমতাচ্যুত করার জন্য সব রকম সাহায্য করছে। এবং এটাও বার বার করে বলেছি যে এই আলোচনাটাকে প: বঙ্গের মধ্যে সীমাবদ্ধ রাখলে পকাবুদের সুবিধে হয় -- কেননা ভারতের প্রেক্ষাপটকে বাদ দিলে জমিয়ে সিপিএম ব্যাশিংটা করা যায়।
  • PT | 203.110.247.221 | ০৫ জুলাই ২০১০ ১৫:৩৯455696
  • .... আর ঐ জ্যান্ত পোড়ানো মা-বোনের জন্য বঙ্গের এবং বঙ্গের বাইরের মানবাধীকার কর্মিরা কি করলেন সে বিষয়ে কেউ যদি একটু আলোকপাত করেন!!
  • nyara | 203.83.248.37 | ০৫ জুলাই ২০১০ ১৫:৫৭455697
  • বটেই তো। গ্রাম পঞ্চায়েতকে ব্লকের প্রেক্ষাপটে দেখতে হবে, ব্লককে ডিসট্রিক্টের, ডিস্ট্রিক্টকে রাজ্যের প্রেক্ষাপটে, রাজ্যকে ভারতের, ভারতকে বিশ্বের। গ্রামে গভীর নলকূপ না খোঁড়া হলে যে সে ইউএনের দোষ সে পকাবুরা বুঝবেন না। স্থিকাবুরাই ভরসা।
  • Raj | 202.79.203.59 | ০৫ জুলাই ২০১০ ১৬:২৭455698
  • ওনারা ক্যানো প্রতিবাদ করতে যাবেন ? কি দায় পড়েছে ...ওনারা কবে প্রতিবাদ করবেন সেই আশায় থাকতে হবে ?

    আলিমুদ্দিনের কত্তারা কি করতাসেন সেই প্রশ্ন করা উচিত.. কোনওদিন রাস্তায় পিছমোড়া করে বেঁধে, কোনদিন বাড়ি থেকে ডেকে কুপিয়ে মারা হচ্ছে, দিনের পর দিন লাশ তুলতেও পর্যন্ত দিচ্ছে না "জনগণের কমিটি" - একটা রাজ্যস্তরের নেতাকে যেতে দেখেছেন ? কোনও বড় নেতাকে দেখেছেন স্বজনহারাদের বাড়ি সঙ্গে সঙ্গে ছুটে যেতে ? জোনাল কমিটি বা বড়জোড় জেলা কমিটির সম্পাদককে পাঠিয়ে হাত ধুয়ে ফেলছেন। খুনীদের হাতে এভাবেই রোজ মরতে হবে - এটাই যেন বাস্তবিক হয়ে গেছে।

    প্রতিবাদ ভাড়া করে আনা যায় না , আগে নিজেদের রাস্তায় নামতে হয়
  • PT | 203.110.247.221 | ০৫ জুলাই ২০১০ ২০:০৯455699
  • ... মানছি।
  • ranjan roy | 122.168.23.255 | ০৫ জুলাই ২০১০ ২২:৩০455701
  • হ্যাঁ, লাভ আছে। লাভ আছে এইজন্যে যে সারা ভারতের অন্য কোন রাজ্যে বামদল ৩২ বছর ধরে ক্ষমতায় নেই। অর্থাৎ অন্য কোন রাজ্যে বামেদের নিজস্ব এজেন্ডা প্রয়োগ করার স্কোপ নেই। সেই জন্যেই আলোচনা যে সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থা যাই হোক এখানে কেন অন্যরকম হবে না? এটাই তো প্রত্যাশা যে এখানে এক প্রজন্ম বাম রাজনীতি, বাম মূল্যবোধ নিয়ে বেড়ে উঠেছে, তাই অন্য রাজ্যে ৮০ শতাংশ ডাক্তার শহরে থাকলেও বাম রাজত্বে অন্যরকম কেন হবে না?
    আসল কথা তো অন্য রকম চেতনা সম্পন্ন মানুষ তৈরি করা? সেটা কোথায় হল? অন্য রাজ্যেও দুর্নীতি ফলে বঙ্গের দুর্নীতি নিয়ে আলাদা করে কথা বলে লাভ নেই?
    চমৎকার! রাজদীপের বক্তব্যের প্রাসংগিকতা এইখানেই। খালি মানছি বল্লেই হবে?
  • PT | 203.110.246.230 | ০৫ জুলাই ২০১০ ২৩:৩৯455702
  • অ, তার মানে এখানে একটা basic assumption হল এই যে সারা ভারতের রাজনীতি বা সমাজনীতির কোন প্রভাব প: বঙ্গে পড়বে না!

    মানে, প: বঙ্গে হু-হু করে বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা থেকে আধপেটা খাওয়া মানুষ কলকাতার ফুটপাথে এসে বাদাম বেচবে আর রাস্তায় হাগবে, সেটাও প: বঙ্গের সরকারকে সামাল দিতে হবে। কিংবা দিল্লীর রাজনীতিবিদদের রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ষাট বছর ধরেই কখনো কম কখনো বেশী উদ্বাস্তু প: বঙ্গে আসতেই থাকবে তার হ্যাঁপা কেন্দ্রীয় সরকার সামলাবে না? আর মাসুল সমীকরণ নীতি -- তা নিয়ে লড়তে লড়তেই তো দুটো দশক কেটে গিয়েছিল বাম সরকারের।

    জানেন কি প: বঙ্গে ইঞ্জিনিয়ারিংএর সিটের সংখ্যা বাড়াতে গেলেও কেন্দ্রের একটি সংস্থার অনুমতি নিতে হয়? ৩০ শে জুনের আগে সে অনুমতি আসবে না বলে এবছর কাউন্সিলিং-এর তারিখ পিছিয়ে দিতে হয়েছে? ৯০-এর দশকের শুরুর দিকে ইংল্যান্ডে ভারতীয় ডাক্তারের সংখ্যা ছিল ১৫০০০ এর মত - তার মধ্যে ৪০০০ কলকাতার। এদেশে কোন রাজ্যের সরকারের ক্ষমতা আছে এই ডাক্তারদের বিদেশ পাড়ি জমানো বন্ধ করার?

    এই ভারতে চেতনা সম্পন্ন মানুষ তৈরি করা চাড্ডিখানি কথা? বিরোধী নেতার আঙুলে কতগুলো পাথরের আংটি দেখেছেন? কিংবা নেত্রীর ডান হাতের তর্জনীতে বৃহষ্পতি চাগিয়ে তোলার জন্য পীত পোখরাজ? বিজেপির তপন শিকদারের দুহাতে মোট সাতটি আংটি। প: বঙ্গ সরকারের আইনত: ক্ষমতা আছে সব কেবল চ্যানেলে জ্যোতিষের প্রচার বন্ধ করার?

    লড়াইটা অত সহজ নাকি? কাদের সঙ্গে তক্ক করছি?
  • kallol | 115.184.118.143 | ০৬ জুলাই ২০১০ ০৭:৫১455703
  • বা:। এটা ভালো। সেই পুরোনো লব্জ ফিরে এসেছে - কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরন।
    প:ব: সরকারের কোন ক্ষমতাই নেই। কি আর করবেন। এতো অক্ষম সরকার যে।
    তা, কিছুই যখন করা যায় না, তখন এসব ঝামেলায় যাওয়ার দরকার কি?
    মনে আছে? সিপিএমই বলেছিলো বাম সরকার সারা ভারতের কাছে মডেল সরকার হবে।
    একবার ইংরাজি হঠাও, একবার ইংরাজি লাও - এও কি অক্ষমতার কারনেই?
    হাসপাতালগুলোয় ব্যাপক দুর্নীতি - সিপিএমএর ছত্রছায়ায় থাকা ইউনিয়ানে ৯০% কর্মী থাকা সঙ্কেÄও - এ কিসের অক্ষমতা? কর্মীদের সততা প্রকটিশ করতে বলাতেও কি কেন্দ্র হুড়ো দিয়েছিলো?
    বলবেন, ঐত্তো, আবার প:ব:কে ভারত থেকে আলাদা করে ধরা। সারা ভারত দুর্নীতির বৃন্দাবন, প:ব: কি আলাদা হবে? তাই তো, প:ব: তার থেকে আলাদা না হলে, প:ব:এর রাজনৈতিক দলের সদস্যরাও কি আর আলাদা হতে পারে? মানে প:ব:র সব রাজনৈতিক দলের সদস্য-নেতারাও তো ভারতেরই মানুষ, তারা কি আর আলাদা হবে?
    তাহলে..........!!!
    দলীয় কর্মী-নেতারা দুর্নিতী করে থাকলে, ওদের দোষ দেবেন না।
    সেই যে বলেছিলাম - দোষ কারও নয় গো ম্যাআআআআ।
    আচ্ছা, তবে যে আবার শুদ্ধিকরন বলছে সিপিএম!! পাগল না পাজামা?
  • SC | 67.186.56.191 | ০৬ জুলাই ২০১০ ০৮:২৫455704
  • তা তো বটেই। পি টি একটা কথা বলেননি, আমি ওনার পক্ষ নিয়েই বলে দিয়ে যাই। এই যে প: ব: তে শিল্পপতি কে জমি পেতে এত বেগ পেতে হলো, বা ইউনিয়নের হুড়কো খেতে হয় বলে এখেনে ওনারা আসেননা, এটাও সেই একই কেস। গুজরাতে গেলে সরকার আমাকে তূয়াজ করবে, খামোকা প: ব: তে শ্রমিক, কৃষকদের আবদার মানতে যাবো কেন।

    পি টি র সাথে আমি সম্পূর্ণ একমত, ভারতে লোকে ভিক্ষে করবে, আর প: ব: তে সক্কলে বসে পাঁঠার মাংস খাচ্ছে, এ হয় না।

    কিন্তু তাহলে প্রশ্ন ওঠে যে ভারতের কমিউনিস্ট আন্দোলনের অভিমুখ কি হওয়া উচিৎ। পি টি নিজেই বলছেন এইভাবে দুটি কি তিনটি রাজ্যে আলাদা করে ক্ষমতায় থেকে পালটে ফেলা সম্ভব নয় সমাজটাকে। তাহলে যেই জিনিসটার প্রয়োজন ছিলো, সেটা হচ্ছে সর্বভারতীয় স্তরে বাম রাজনীতি কে নিয়ে যাওয়ার। কিন্তু দু:খের বিষয় কমরেড, সিপিএমের নেতারা উওরপ্রদেশে কি করে বেস তৈরী করা যায় এনিয়ে আলোচনা করে ১% সময়েও নষ্ট করেননা। পলিটব্যুরোর প্ল্যান কি বলবেন গো বলয়ে নিজেকে একটা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার? নেক্সট পাঁচ বছরে এই নিয়ে কি করা হবে, কোনো পরিকল্পনা আছে? আমার তো জানা নেই।

    নকশালপন্থী নেতাদের দেখে শিখুন, যে ছত্তিসগড়ে কোনো জন্মে বেসই ছিলো না অবিভক্ত পার্টির, সেখানে একদম শূন্য থেকে শুরু করলেন, আজকে সরকারের সবচেয়ে বড় ইন্টারনাল থ্রেট হওয়ার মত জায়গায় নিয়ে যেতে পেরেছে সংগঠনকে। তাদের পথকে সমর্থন করিনা, কিন্তু সংগঠন তৈরির এই ডেডিকেশন, একদম তৃণমূল স্তরের মানুষের সাথে বছরের পর বছর ধরে মাটি কামড়ে পড়ে থেকে তাদেরকে বুঝিয়ে একটা পুরো পার্টি তৈরী করা, এটাকে অনেকবার কুর্নিশ করি।

    খুব কষ্ট করেও কল্পনা করতে পারছি না, আমাদের মার্কেজ জীবনানন্দ আওড়ানো সাদা ধুতি মুখ্যমন্ত্রী, কিংবা বিমানবাবু এটা করছেন। না ওরা সেই ধাতু দিয়ে তৈরীই নন। প্রকাশবাবুও নন। একমাত্র বিনয় কোঙ্গার হয়ত কিছুটা। হাতে গরম প্রমাণ, লালগড়ে কমিউনিস্ট পার্টির কোন বড় নেতা গিয়ে তাঁবু খাটিয়ে বসেছেন কমরেডদের পাশে দাঁড়ানোর জন্য। সময়টা আজ থেকে চল্লিশ বছর আগে হলে কিন্তু অনেককেই পাওয়া যেতো সেই কাজটা করার জন্য।

    পরিশেষে বলি, ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বামপন্থী আন্দোলন ছড়িয়ে দিতে যে ভিশন, যে পরিমাণ খাটাখাটির প্রয়োজন, সেটা বর্তমান নেতৃত্ব করতে আগ্রহী নন। সেটাই সবচেয়ে বড় সমস্যা। কিন্তু জেনে রাখবেন, আজকের এই নিওলিবারালিস্মের যুগে সেই আন্দোলনটা না গড়ে তুলতে পারলে কদিন বাদেই প:ব: সহ বাকী জায়গাতেও পার্টি ইররেলেভেন্ট হয়ে যাবে।আন্যলোকের বহুকষ্ট করে তৈরী করে দেওয়া রাজনৈতিক জমিতে বসে ছড়ি ঘোরানোর এই শঠে শাঠ্যং আর চলছে না।
  • Arijit | 61.95.144.122 | ০৬ জুলাই ২০১০ ১০:০৩455706
  • অসুখটার কারণ হল অত্যধিক এলিট একটা গোষ্ঠী অধিকাংশ পলিসি ডিসিশনের মূলে। রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে ক'জন নেতা শ্রমিক ইউনিয়ন/কৃষকসভার একদম তলা থেকে উঠে আসা আর ক'জন এসএফআই/ডিওয়াইএফআই (তাও এস্পেশ্যালি জেএনইউ) থেকে সেটা কম্পেয়ার করে দেখুন...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন