এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভূ-১০

    pinaki
    নাটক | ১৭ জুন ২০১০ | ২৯৫০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SB | 219.64.153.2 | ০৬ জুলাই ২০১০ ১০:৫৫455707
  • তাহলে সেটা কেন হোল অরিজিৎ? পার্টির যে আভ্যন্তরীণ গণতন্ত্র, যাকে Democratic Centralism নামে ডাকা হয়, তা নিয়ে প্রশ্ন উঠবে না? আর এই ফিচারটা শুধুই সিপিএম নয়, বিপ্লব করা পার্টি সিপিএসইউএর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য, স্তালিন ছাড়া বাদবাকি নেতৃত্ব বেশিরভাগই তো সেই অর্থে এলিট। এই হোলি কাউ নিয়ে কিছু বলার নেই কি?
  • Arijit | 61.95.144.122 | ০৬ জুলাই ২০১০ ১১:১৪455708
  • গণতান্ত্রিক কেন্দ্রিকতা বা কেন্দ্রগত গণতন্ত্র নিয়ে অনেকদিন ধরেই প্রশ্ন করছি। করলে আদর করে "প্রতিবিপ্লবী' বলে ডাকা হয়।
  • PT | 203.110.246.230 | ০৬ জুলাই ২০১০ ১৩:৫৬455709
  • SC
    উঙ্কÄল যুক্তিবিন্যাস। ধন্যবাদ।

    তবে একটা প্রশ্ন রয়ে যায়। ধুতি-পাঞ্জাবী শোভিত জ্যোতি বসু আর হরেকৃষ্ণ কোঙারের মধ্যেও দৃশ্যত একটা বিশাল ফারাক ছিল। দুজনের কাজের জায়গাও আলাদা ছিল। তা সত্বেও পার্টির শাখা প্রশাখা প্রশারিত হয়েছিল। আমরা কি ""ঔদ্ধত্য"" ইত্যাদি non-issue নিয়ে অকারণে বেশী মাথা ঘামাচ্ছি?

    ৭০-এর দশকে আমার কলেজের সহপাঠিদের কারো আঙুলে গ্রহ চাগানোর পাথর দেখেছি বলে মনে পড়ে না। এখন গবেষণা করতে আসা এমন কি নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের আঙুলে প্রায়ই দেখছি ঐ সব পাথর। মানে ""১৮ বছর বয়স কি দুস:হ"" আর এখন প্রযোজ্য নয়? এখন লড়াইটা কি কোন কোন কারণে আরো কঠিন ৫০ বা ৬০-এর দশকের চেয়েও?
  • kallol | 124.124.93.205 | ০৬ জুলাই ২০১০ ১৪:৩৭455710
  • পিটি - এই কথাটাই বলার চেষ্টা করছি। আপনি বলে দিলেন, ভালো লাগলো।
    ৫০-৬০ দশকে হাতে আংটি, কোমরে মাদুলি, গলয় পৈতে নিয়ে বাম রাজনীতিতে কেউ আসতো না। বরং বাম রাজনীতিতে প্রবেশের প্রথম পরীক্ষা ছিলো এগুলো ত্যাগ করা। তখন কং সরকার। বামেরা লড়াকু। তারপর ৭৭ থেকে ধীরে ধীরে এগুলো ঢুকতে শুরু করলো। এখন ছেয়ে গেছে - বাম দলগুলোতেও।
    এটা আটকানো যেত না? ৫০/৬০-এ কি সারা ভারতে মানুষ নাস্তিক হয়ে গেছিলো? তখন তো প:ব:এর বামেদের নাস্তিক হওয়া আটকায় নি।
    এসসি - দারিদ্রের তুলনা করি নি। আমি ইংরাজি-বাংলা শিক্ষায় দোলাচলের কথা তুলেছিলাম। হাসপাতালের দুর্নীতির কথা তুলেছিলাম - যেখানে কর্মচারীরা ৯০ ভাগ সিপিএমের সাথে। কর্পোরেশনের কথা বলতে পারি - কেন দুর্নীতি, যেখানে কর্মচারীরা ৯০ ভাগ সিপিএমের সাথে।
    তার জবাব দিন। পঞ্চায়েতের দুর্নীতির কথা বলবো, যেখানে বেশীরভাগ সদস্যই সিপিএমের পার্টি সদস্য। খামোখা বাসি রুটি-পাঁঠার মাংস টেনে কি হবে?
    বুঝতে হবে সেটাই - এই ব্যবস্থায় ক্ষমতায় এলে এমনই হবে। ব্যবস্থাটা পাল্টানো দরকার। সেটা বিপ্লব না করেও হয়। হয়তো একটা পর্যায়ে গিয়ে সংঘাত অনিবার্য। ততক্ষণে শাসকের পায়ের তলার জমি আলগা হয়ে যাবে।
    কৃষিতে সমবায়, এমনকি শিল্পেও সমবায় হতেই পারতো। কিন্তু তা নিয়ে ভাবে কে? সব ভোটচিন্তায় ব্যস্ত।
  • PT | 203.110.246.230 | ০৬ জুলাই ২০১০ ১৪:৩৮455711
  • *দু:সহ
  • SC | 128.2.53.210 | ০৯ জুলাই ২০১০ ২০:১৮455712
  • এই সুতোটা ঝিমিয়ে পড়লে মাঝে মাঝে একটু তুলে দিই। :প

    দুর্গাপুরে সিপিএম জিতে গেলো, পরিবর্তনের হাওয়ার মধ্যেও, তবে ভোট প্রচুর, প্রচুর কমে গেছে। না গেলেই অবশ্য অবাক হতাম।
    দুর্গাপুর বরাবরই সিপিএমের দূর্গ, আমার জিব্দদশায় মাত্র একবারই সিপিএমকে বিধানসভায় হারতে দেখেছি, সেই যেবার অপু মুখার্জি জিতলেন।
    পরিবর্তনের হাওয়াতে এরকম সেফ সিটেও ভোট কমছে, সেটা সিপিয়েমের জন্য ভালো সঙ্কেত নয়।অপাশাপাশি, যে কথাটা বারবার বলেছি, যে কলকাতা পুরসভা ইত্যাদি দিয়ে ২০১১ প্রেডিক্ট করাতে কিছু সমস্যা আছে। বর্ধমান, পুরুলিয়া,বাঁকুড়া এসব জেলায় এমনকি লোকসভার তীব্র পরিবর্তনের হাওয়াতেও সিপিয়েম জিতেছিলো। এই সমস্ত এলাকায় ঢুকতে না পারলে, সংগঠন তৈরী না করতে পারলে তৃণমূলের পক্ষে বেশীদূর যাওয়া সম্ভব নয়।
  • ranjan roy | 122.168.23.255 | ০৯ জুলাই ২০১০ ২২:২১455713
  • SC,
    আপনার কি ধারণা তৃণমূল কি সংগঠনের জোরে জিতেছে?
    আমাকে অক্টোপাস ভাবতে পারেন, কিন্তু প্রেডিক্ট করছি-- ২০১১তে বামদলের সীট রাঢ় বাংলায় আদ্দেক হয়ে যাবে। কেন? কি করে? এখন বলছি না। ইচ্ছে হলে বরিস্তায় আইরিশ কফি খাওয়ার বাজি ধরতে পারেন।:))))
    আর বাকি প্রশ্নে আপনার সঙ্গে একমত। অরিজিৎ ও এস বির সঙ্গেও। এই প্রশ্নগুলো আজ উঠছে দেখে ভাল লাগছে। আর আলিমুদ্দিন থেকে শিশির বাজোরিয়া নামক ভদ্রলোকটিকে খেদিয়ে দিন।
    পিটি, কি তখন থেকে এর তার আঙুলে আংটি গোণাচ্ছেন, প্রয়াত সুভাষ চক্কোত্তি যখন -- আমি আগে বাঙালী ব্রাহ্মণ পরে কমিউনিস্ট বলেছিলেন বা মিঠুন কে এনে জন্মদিনের bash করাচ্ছিলেন তখন চুপ করেছিলেন কেন?
  • PT | 203.110.246.230 | ০৯ জুলাই ২০১০ ২২:৫৬455714
  • সেই পুর্ব-নির্ধারিত সিপিএম বিরোধিতা, সেই অস্বচ্ছ চশমা।

    চক্কোত্তি ব্রাহ্মণ সিপিএমের পলিসি নির্ধারণ করতেন না, বা ভোটের আগে মন্দিরে মন্দিরে ঘুরে পুজো দিয়ে ভোট সংগ্রহ করতেন না। দিদি হিজাব পরে নমাজের ঢপ দিয়ে ভোট আদায় করেন -- আর তপন শিকদার সংখ্যালঘু নিধনকারী মোদীর নেতৃত্বে অনায়াসে রাজনীতি করবেন। দিল্লীতে কংগ্রেসের নেতৃত্বে যখন শিখ নিধন হয়েছে, তখন প: বঙ্গে জ্যোতি বাবুর নেতৃত্বে শিখেদের সম্ভবতম সুরক্ষা দেওয়া হয়েছে। এইসব গর্বের কথা ভুলে গেলে চলবে?
  • kallol | 115.242.207.118 | ১০ জুলাই ২০১০ ০৬:১৭455715
  • ইন্দিরা হত্যার পর কলকাতায় শিখেদের সুরক্ষা নিয়ে কিছু বলছেন নাকি?
    শুধু কলকাতাতেই কতো শিখ সেদিন নিগৃহীত হয়েছেন, কতো শিখ মালিকানার দোকান লুট হয়েছে খবর রাখেন?
    আমার নিজের চোখে দেখা ভবানীপুরের লুট। অফিস থেকে হেঁটে বাড়ি ফিরতে হয়েছিলো। সবই চোখের সামনে ঘটেছে।
  • PT | 203.110.246.230 | ১০ জুলাই ২০১০ ০৯:০৮455717
  • চশমাটা খুলুন -- আর সর্বভারতীয় প্রেক্ষাপটে ঘটনাগুলোকে দেখা প্র্যাকটিস করুন। নাহলে সত্যি সত্যি এর পরে মনে হবে যে কংগ্রেস বা বিজেপির হয়ে রাখঢাক না রেখেই এবার দালালি শুরু করেছেন। অবশ্যি প্রাক্তন নকশালদের কাছে সেটা খুব একটা অপ্রত্যাশিত নয়।
  • Abhyu | 80.221.18.28 | ১০ জুলাই ২০১০ ১৩:২১455718
  • PT, আগেও আপনাকে বলা হয়েছে, ব্যক্তিগত আক্রমণ করবেন না। ভদ্রভাবে তর্ক করতে পারলে করুন, আর সেটা সম্ভব না হলে দয়া করে চুপ থাকুন (যতই আনমডারেটেড জিনিস হোক।) যদিও আমি এই টইতে পোস্ট করি না, কিন্তু পিটির পোস্টে চোখ পড়ার পর এটা না বলে পারলাম না।
  • Arpan | 122.252.231.10 | ১০ জুলাই ২০১০ ১৩:৫২455719
  • আরে না না। সর্বভারতীয় প্রেক্ষাপটে দেখলে (অর্কুট, রেডিফ ইত্যাদি) এ তো কিছু না।
  • saikat | 202.54.74.119 | ১০ জুলাই ২০১০ ১৩:৫৮455720
  • ব্যপক !!:-)
  • PT | 203.110.247.221 | ১০ জুলাই ২০১০ ১৪:০১455721
  • কোন শব্দটা ""ব্যক্তিগত আক্রমণের"" তালিকার অন্তর্ভূক্ত?
  • Abhyu | 80.221.18.28 | ১০ জুলাই ২০১০ ১৪:০৮455722
  • PT আপনাকে সিপিয়েমের দালাল বললে কি সেটা ব্যক্তিগত আক্রমণ হবে? জাস্ট জানতে চাইছি।
  • PT | 203.110.247.221 | ১০ জুলাই ২০১০ ১৪:৩০455723
  • বাংলার রাজনীতিতে ""দালাল"" শব্দটি বহুল ব্যবহৃত এবং ছাপার অক্ষরেও প্রচার পুস্তিকাতে পাওয়া যাবে। রাজনীতির আলোচনাতে এই শব্দটি ব্রাত্য তো নয়ই, গালাগাল হিসেবেও ধরা হয়না। বিশেষত: নকশালেরা বিশ্ব শুদ্ধু সবাইকে কারও-না-কারো ""দালাল"" বলে আখ্যা দিয়ে এসেছেন। তাঁদের তো খারাপ লাগর কোন কারণই নেই।

    খুব অসুবিধে হলে আমার পোস্টিংটাতে ""দালাল"" শব্দের জায়গাতে ""মুখপাত্র"" বসিয়ে পড়ে নেবেন। তাতে মানেটা প্রায় একই থাকবে শুধু ঝাঁঝটা একটু কমে যাবে।
  • Abhyu | 80.221.25.236 | ১০ জুলাই ২০১০ ১৪:৩২455724
  • অন্যদের খারাপ লাগবে কি না জানতে চাওয়া হয় নি। আপনাকে সিপিয়েমের দালাল বললে সেটা ব্যক্তিগত আক্রমণ হবে কি না জানতে চেয়েছি। হ্যাঁ অথবা না। এক কথায় বলুন।
  • Snehanshu | 24.242.6.28 | ১০ জুলাই ২০১০ ১৪:৩৩455725
  • ট,অনেক্‌দীন ধোরে তৈ পোর্চি।।।ত্রিনোমূল বিরোধি হোএও বোলি্‌চ।।" ঈত'স উনঅইর তো ব্রন্দ কল্লোল-দ অস ডাআ"।।য়ৌ শৌল্‌দ কে্‌নায় বেত্তের অতের রেঅদিঙ্গ মন্য ও হিস পোস্‌ত্‌স ইন থিস ওরুম!
  • PT | 203.110.247.221 | ১০ জুলাই ২০১০ ১৪:৩৫455726
  • আমার পোস্টিংটাতে কারো নাম নেওয়া হয়নি। আপনি আমার নাম নিয়ে ""দালাল"" শব্দটি ব্যবহার করছেন। দুটোর aproach-এর মধ্যে, বোধহয়, একটা পার্থক্য আছে!!
  • PT | 203.110.247.221 | ১০ জুলাই ২০১০ ১৪:৩৬455729
  • *দুটো approach-এর
  • Snehanshu | 24.242.6.28 | ১০ জুলাই ২০১০ ১৪:৩৭455730
  • PT, It's unfair to brand Kallol-da as someone's DALAL although I don't agree with his assesment always. অগের post তয় তুমুল চোরিএচি।।।
  • Abhyu | 80.221.25.236 | ১০ জুলাই ২০১০ ১৪:৩৯455731
  • PT, খেয়াল করুন, আপনাকে আমি সিপিয়েমের দালাল বলি নি, শুধু জানতে চেয়েছি যে কেউ আপনাকে সিপিয়েমের দালাল বললে সেটা ব্যক্তিগত আক্রমণ হবে কি না।

    এক কথায় উত্তর। হ্যাঁ বা না।
  • Snehanshu | 24.242.6.28 | ১০ জুলাই ২০১০ ১৪:৪৪455732
  • PT,প্রাক্তোন Naxal বোলে্‌ত কাকে mean কোরেচেন সেত তো আপ্নি নিজেও জনেন।।সে নাম নিন আর নই নিন।।
  • PT | 203.110.247.221 | ১০ জুলাই ২০১০ ১৪:৪৬455733
  • আমিও কাউকে এখনো দালাল বলিনি তো! পোস্টিংটা ভাল করে পড়ুন আর একবার। তাতে লেখা আছে যে ""এর পরে মনে হবে ....""। আর আমাকে কে এবং কোন পরিপ্রেক্ষিতে ""দালাল"" বলছে তার ভিত্তিতে বিচার হবে যে সেটা ব্যক্তিগত আক্রমণ কিনা।
  • Abhyu | 80.221.25.236 | ১০ জুলাই ২০১০ ১৪:৫২455734
  • PT (সর্বভারতীয় বা অন্য) পরিপ্রেক্ষিত বাদ দিয়ে বলুন, কেউ আপনাকে সিপিয়েমের দালাল বললে সেটা ব্যক্তিগত আক্রমণ হয় কি না। আবার বলবেন না যে পরিপ্রেক্ষিত বাদ দিয়ে উত্তর হয় না। তাহলে এই রকম মানে হতে পারে যে আপনি বললে ব্যক্তিগত আক্রমণ হয় না, অন্য কেউ বললে হয়। কথা ঘোরানোর চেষ্টা করবেন না।

    আপনার পোস্টটা পড়ে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আপনি কাকে কি মীন করে বলছেন, সেটা তুলছি না কারণ তাতে আপনার পক্ষে কথা ঘোরানো সহজ হবে। ওটা নিয়েও পড়ব, তার আগে আপনি আমার আগের প্যারাগ্রাফের প্রশ্নটার উত্তর দিন।
  • PT | 203.110.247.221 | ১০ জুলাই ২০১০ ১৪:৫৩455735
  • shnehansu

    এই টইতে যাঁরা আলোচনা করেন তাদের (একজন বাদে) কাউকেই আমি ব্যক্তিগত ভাবে চিনিনা বা তাঁদের অতীত সম্পর্কে অবহিত নই। আমি শুধুমাত্র পোস্টিং-এর রাজনৈতিক বক্তব্যটির পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য রাখি।
  • PT | 203.110.247.221 | ১০ জুলাই ২০১০ ১৪:৫৭455736
  • পরিপ্রেক্ষিত বাদ দিয়ে কোন আলোচনাই হয়না -- এমনকি দালাল সংক্রান্ত আলোচনাও নয়। কাজেই 02:46 PM-এর পোস্টিংটাই এই প্রসঙ্গে (আপাতত:) আমার শেষ বক্তব্য বলে ধরে নিন।
  • Abhyu | 80.221.25.236 | ১০ জুলাই ২০১০ ১৫:০৩455737
  • ক্ষান্তি দিলেন? বেশ, ভবিষ্যতে খেয়াল রাখবেন।

    এবার আপনি নাকি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে কথা বলেন? তাহলে মশাই কে ব্যাঙ্গালোরের সুখচ্ছায়া থেকে পোস্ট করেন সেটা আপনার কথার আসে কি করে?
  • saikat | 202.54.74.119 | ১০ জুলাই ২০১০ ১৫:০৭455738
  • কারণ পরিপ্রেক্ষিত-এর মধ্যে ল্যাটিচিউড-লংগিচিউড-ও পড়ে।
  • Abhyu | 80.221.25.236 | ১০ জুলাই ২০১০ ১৫:১১455740
  • মানে আপনি যা যা করবেন সেগুলো সবই পরিপ্রেক্ষিতের দোহাই দিয়ে অ্যালাউড, কিন্তু এখানে যেহেতু বাকিরা অনেকেই ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নন সেহেতু আপনি পাল্টা গালি খাবেন না। সুতরাং আপনি নির্ভয়ে শালীনতার সীমা লঙ্ঘন করবেন। তাই তো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন