এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষে : ন্যাশনাল পার্কস অফ অ্যামেরিকা

    Shuchismita
    অন্যান্য | ০৫ জুন ২০১০ | ১৯৬৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.133 | ১০ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪৯456888
  • তা সময় আর পাবে কোদ্দিয়ে ?
    সব তো এখন আমাকে বকতেই ব্যস্ত। এত দেরিতে ফিরলাম। এখন কখন খাবো, কখন ঘুমাবো আর কখনই বা ব্যাগ গুছাবো ? প্রথমটা করে ফেল্লাম।
    একবার ল্যাপীটার দিকে যেই হাত বাড়িয়েছি তো মশামেসো, মেসোর মা আর মেসোর মাসির সম্মিলিত হুমকি, এখন একদম নয়।
    কখন খাবি, কখন ঘুমাবি আর কখনই বা ব্যাগ গুছাবি ?
    আরে বন্ধুকে ফ্লাইটের বৃত্তান্তই তো জানানো হয়নি। সেটা তো আরো দরকার , নাকি?
    অতএব ল্যাপি। অতএব নেট।
    এবং, একবারও কি গুরু খুলবো না? আর খুল্লে কি একটু...

    আবার সেই সম্মিলিত স্বর।

    খা, ব্যাগ গুছা, ঘুমা।

    উফ্‌হ !
    প্রথমটা করেই ফেল্লাম।
    দ্বিতীয়টা করতে হবে ভাবতে গিয়েই তৃতীয়টা করে ফেল্লাম আর সেটা করতে করতে দ্বিতীয়টাও করে চল্লাম। আর তা করতে গিয়ে আরো অনেক কিছুই করে চল্লাম। যেমন দৌড়তে দৌড়তে কোনোমতে মেট্রো ধরা, মেট্রোতে চেপেই গ্র্যাণ্ড ক্যানিয়ন পৌঁছে যাওয়া। কিন্তু পাশের ল্যাবের ঐ খিটখিটে মার্জারী বুড়ি, যে কিনা সাদা চমড়া না হলে কথাই কয়না, সেও এই গ্র্যাণ্ড ক্যানিয়নে কেন ? আর গ্র্যাণ্ড ক্যানিয়নে এসেও সলিটেয়ার খেলে চলেছে কেন ?
    সেই হুঁকোমুখো ডাইনি ডাইনি মুখ। টিয়াপাখি নাকটা যেন একটু বেশি বেঁকে গেছে। সেই বিদঘুটে রকমের সমস্ত ম্যাচিং ম্যাচিং ড্রেস। গোলাপি টপ, গোলাপি স্কার্ট, গোলাপি হাইবুট, গোলাপি নেলপালিশ , আর গোলাপি হ্যাটের নিচে বেরিয়ে থাকা ইস্তিরি করা সাদা চুল।
    কী হাওয়া রে বাবা ! আমার মাফলার উড়ে ক্যানিয়নে পড়ো পড়ো হল। বেশ হত, বুড়ির হ্যাটটা উড়ে চলে গেলে। অথচ সে ব্যাটাকে দ্যাখো, নড়েও না, চড়েও না। এমনকি থোকা চুলগুলোও ওড়ে না !
    আরো যে কীসব কীসব করলাম আর কিচ্ছু মনে নেই। তবে মনে নেই মানে করিনি এমন মনে করারও মানে নেই। তবে এইটা ভারি স্পষ্ট মনে আছে,ক্যামেরাটা ফেলে এসেছি, আর সেটা নিতে দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসছি। রাস্তাটা ডায়গোনালি ক্রস করছি। দু:স্বপ্নের এই সিনটা শুরু হবার পর আর ঘুমিয়ে থাকা গেলনা। হুড়মুড়িয়ে উঠে বসে অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজে চার্জিং থেকে খুলে ক্যামেরাটা ব্যাগে ঢোকালাম।
    তারপর আলোটা জ্বালতেই মনে হল চোখে সর্ষে ফুল দেখলাম।
    এক ঘর ছড়ানোছিটানো জামাকাপড়। কাকে নি, কাকে রাখি ?
    আরে, ওয়েদার কেমন থাকবে তাইতো জানিনা !
    সেটা জানাটাতো আগে দরকার, নাকি ?
    অতএব ল্যাপি। অতএব নেট।
    এবং, একবারও কি গুরু খুলবো না? আর খুল্লে কি একটু ...
  • Paramita | 198.95.226.40 | ১০ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৪456889
  • অসম্ভব মিষ্টি হচ্ছে। তাড়াহুড়ো কোরো না বাপু, এমনতরো গপ্পে গপ্পেই গ্র্যাক্যা দেখাও।
  • Shibanshu | 59.90.221.5 | ১০ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৫456890
  • শুচিস্মিতার লেখাটা যদি সিন্ধু ভৈরবী হয় তবে পাইদিদির লেখাটায় এখনও পিলুর বিলম্বিত চলছে। :-)
  • S | 90.200.14.238 | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৪:০০456891
  • পাই দারুন হচ্ছে , স্বচক্ষে দেখতে পাচ্ছি সবকিছু। আর ছবিগুলো দিতে ভুলো না।

  • Ishan | 117.194.32.109 | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৬456892
  • লেকা তো ভালো হচ্ছে। কিন্তু সাম্রাজ্যবাদী ব্যাটারা রিসেশনে ডুবে মরছিল। তাদের টুরিজমকে এভাবে তোল্লাই দেওয়াটা কি ঠিক? পড়ছেন পড়ুন, কিন্তু গ্র্যাক্যা কক্ষনো যাবেন না, কাউকে যেতে চাপাচাপিও করবেন না, এই নিবেদন জানাই।
  • pi | 72.83.92.218 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৭:১৭456893
  • আর এর মধ্যে কতখানি যে নেটিভ আমেরিকান ইন্ডিয়ানদের ট্যুরিজম আছে, তার বেলা ? মামু কিনা শেষে প্রান্তিক মানুষজনের ভাত থুড়ি ফ্রাইব্রেড মারার কথা বলছে, ভাবা যায় !
  • kd | 59.93.217.102 | ১২ সেপ্টেম্বর ২০১১ ১০:২৬456894
  • নে আ ই ট্যু পড়ে মনে পড়লো।
    পাই, গ্র্যা ক্যা ওয়েস্ট গিয়েছিলে? গ্লাস বটম ওভারহ্যাঙ্গ? সাজানো গুছোনো ইন্‌জান? অথেন্টিক নেটিব খাবার হ'লো বার্বিকিউ সস মাখানো চিকেন আর কোল স্ল!
    উ:, কি রিপঅফ! কি রিপঅফ!!
  • pi | 72.83.92.218 | ১২ সেপ্টেম্বর ২০১১ ১৩:১৭456895
  • না:। পশ্চিমে নয়, পুবের দিকে। সন্ধে নামার একটু আগে সে যে কী সুন্দর !
  • Ishan | 117.194.41.237 | ১২ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৬456896
  • আহা সাম্রাজ্যবাদকে নাহয় একটু সাহায্যই করেছ। তাতে কি। :)

    লেকাটা চালাও। আমোদ পাচ্ছি তো।
  • Nina | 12.149.39.84 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ০০:৫২456898
  • পাই, এবার এটার দিকে এট্টু নজর দেয়া হউক
  • siki | 123.242.248.130 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫০456899
  • আমি এই লেখাটা কী করে মিস করে গেছিলাম? অসম্ভব রকমের ফাটাফাটি হচ্ছে লেখাটা। জাস্ট একঘর দক্ষিণখোলা।
  • pi | 128.231.22.133 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৩456900
  • না:, এখন আর হবেনা।
    সকাল হলেই এখন আমার সেই হোস্টেলের ওয়ার্ড্রোবটা খোলার মতন দশা হচ্ছে। ঠাস ঠাস ধুম দ্রাম ধাঁই ধপা ধপ করে ঠেসে ঠেসে গুঁজে দেওয়া বই আর জামাকাপড় হুড়মুড়িয়ে পড়ার মত এত্ত এত্ত কাজ মাথায় পড়ছে যে এই টইকে আপাতত টা টা বাই বাই।

  • Nina | 12.149.39.84 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ২৩:০২456901
  • কে কেন--এদিক সেদিক তো বেশ ভেবে চিন্তে লাই গোঁজা হচ্ছে---তা না করে সাব লাইনগুলো এদিকে দিলেই তো হয় ---পিলিজ! টাটকা থাকতে থাকতে লিখে ফেল--পরে ভুলে যাবি কত কি!
  • hu | 12.34.246.73 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০০:০৯456902
  • যা বলেছ নীনাদি। দিব্যি এ টই ও টই টইটই করে বেড়াচ্ছে, আর এখানে লিখতেই ওনার পায়ে ব্যাথা করছে। পাই, ঝটপট লিখে ফেলো। দারুন হচ্ছে।
  • siki | 123.242.248.130 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১০:২৩456903
  • আম্রিগায় কেউ আছে? একটা সুপুরি পাঠাতে চাই পাইয়ের নামে। কে নেবে?
  • Nina | 12.149.39.84 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:১৭456904
  • বাবাগো, আজিকে আমার সোসোন দিবস--এক্কেরে টাইম পাচ্ছিনা নেটে অসার :-((

    কিন্তু আমিও এই সুপুরিটা দিতে চাই--পাই সর্বত্র লিখে চলেছে ভেবেভেবে--আর এদিকটার দিকে তাকাতে বল্লেই--কাজের বাহানা :X

    উফ কে নেবে সুপুরি --আমি আবার ক্যালাতেও পারিনে তায় আবার পাই এর ওপর এট্টা কেয়ং যেন দুব্বলতা--গান গেয়ে উঠলেই সাত খুন মাফ--কি যে করি---কে পারবে পাইএর কলম এদিকে ঘোরাতে??

  • Tim | 198.82.26.146 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:১৮456905
  • জনহিতার্থে আমিই নিলাম। বেশি দূর তো নয়। :-)
  • Nina | 12.149.39.84 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:২৪456906
  • বাহ বাহ! এই বেশ হয়েছে---দুজনে দুজনকে ঠেলে ক্যালা---একটা গ্র্যাক্যা লিকচেনা বলে, অন্যটা হলুদপাথর---বিষে-বিষক্ষয় হউক! দুটি ভাল লেখা আসুক--আর ঐ পাওলি দামের চরমিনিটের ওপর চারশো পাতা পোষাচ্ছেনা!
  • Tim | 198.82.26.146 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:২৮456907
  • হে হে, এম্নি এম্নি ক্ষি আর নিলাম! পলিটিস টাই বুঝতে পাল্লে না। এবার আমরা একটা রফা করে নেবো যাতে ল্যাদ খেতে অসুবিধে না হয়। ;-)
  • Nina | 12.149.39.84 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৩১456909
  • ল্যাদ খাবি কি করে--ঐ পাওলি দাম আচে তো---লিখেই চলবি অনবরত--দাঁড়া দেকি কোনও ভাড়াটে সুপুরি যোগাড় করি--চোরে চোরে মাসতুতো ভাই শুনেছি--
  • pi | 72.83.92.218 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৮456910
  • টিম, পলিসিতে সাইন কল্লুম :)

  • i | 137.157.8.253 | ০৭ অক্টোবর ২০১১ ০৬:৫০456911
  • এই তুলে দিলাম। জানি সে খুব ব্যস্ত, তবু...

    আর সোজা আঙুলে ঘি না উঠলে, এই যে নিনাদিদি, সুপারি দাও এই ছোটাই মাস্তানকে। রেট একটু বেশি পড়বে।
  • Nina | 68.45.76.170 | ০৭ অক্টোবর ২০১১ ০৮:৩১456912
  • ছোটাই মাস্তান---রেট যাই হোক দেগা হম---

    তোমর লেখটা পড়ার জন্য চাতকের মতন বসে আছি
  • i | 137.157.8.253 | ০৭ অক্টোবর ২০১১ ০৮:৪৬456913
  • আরে নিনাদিদি,
    ঐ মহিলার নেকু নেকু লেখা আবার কেউ পড়ে না কি। ছো:।
    পড়বে তো পড়ো এই ছোটাই মাস্তানের চাকুকাহিনী (যন্ত্রস্থ)।

  • siki | 117.194.1.193 | ০৭ অক্টোবর ২০১১ ১৪:৪০456914
  • :)

    সুপুরি দেওয়া হল। ক্যালানিটা কি লাইভ স্ট্রিমিং করা যাবে? দেখে নয়ন সাত্থক করতাম।
  • Nina | 12.149.39.84 | ০৭ অক্টোবর ২০১১ ১৮:৩০456915
  • ছোটাই এই নেকু-কথাটার উৎপত্তি নাকি
    "নেক" শব্দ থেকে , শিবাংশু কয়েছিল। "নেক" থেকে নেকি --মানে ভালো
    আর বঙ্গরঙ্গে সেটা স্রেফ ব্যঙ্গ হইয়া গেল গা !!
    :-((

    তোমার লেখা কই? কই?
    আর সুপুরি নিয়ে ঝটপট তেনারে দিয়া লেখাও দিকিনি --স---ব পড়ব-নেকু, চাকু , ফেঁকু--:-))

  • kd | 59.93.195.149 | ০৭ অক্টোবর ২০১১ ১৯:৪৩456916
  • সে তো ঠিকই। "নেক' ভালো, "পেট' আরও ভালো। আর এগোলুম না (সেন্সর বোর্ড আটকে দেবে)। :)
  • pi | 72.83.87.179 | ০৯ অক্টোবর ২০১১ ১০:৫০456917
  • ছোটাইদির চাকুকাহিনী কই, কই ?
  • siki | 123.242.248.130 | ১৯ অক্টোবর ২০১১ ১৯:৩৮456918
  • এটাকেও ঝেড়েমুছে ওপরে তোলা হল। পাইখুকির অনারে।
  • i | 124.168.49.37 | ২৩ অক্টোবর ২০১১ ০৭:৩৪456920
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন