এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোর ধারাবিবরণী ২০১০

    Samik
    অন্যান্য | ১০ সেপ্টেম্বর ২০১০ | ১০৪৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 121.242.177.19 | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৩:৪৬460354
  • মন্তব্য নিÖপ্রয়োজন।

    শুরু হোক।
  • saikat | 202.54.74.119 | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৫:২৬460404
  • আজকে করুণাময়ীর মোড়ে হোর্ডিং-এ চোখে পড়ল - বকুলবাগান সার্বজনীন-এর পুজোর শিল্পভাবনা (বাংলায় যাকে থীম বলে ?) কার? না মমতা বন্দ্যোপাধ্যায়ের !

    থীমটা মনে হয় "মানবিকতা' সংক্রান্ত কিছু।
  • shrabani | 124.30.233.102 | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৬:৫৬460415
  • নয়ডায় আমাদের পাড়ার পুজোর এটি দ্বিতীয় বছর। গতবছরে "উৎসব" টইয়ে এর আলতো একটা বিবরণ বোধহয় দিয়েছিলাম। তবে শিশু পুজো বলেই টলমল ভাবেনা যেন কেউই, কর্তৃপক্ষরা বেশীরভাগই বড় পুজো ভাঙা দলের সদস্য তাই ট্রিক অফ দ্য ট্রেডসে কম যায় না কেউই।:)

    আশি সদস্যের পুজোতে এবারে অষ্টমীতে আসছে শম্পা কুন্ডু। এছাড়া কলকাতার কোনো গানের দল, নাটকের দল। আজকালে (31.08.10) প্রবাসে পুজোতে এই পুজোর কথাও ছাপা হয়ে গেছে!
  • Samik | 121.242.177.19 | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৪460426
  • আমাদের সোসাইটির পুজোয় আমি যথারীতি বাঙালি হোনে কে নাতে এক্‌জিকিউটিভ কমিটির মেম্বর। কিন্তু পুজোয় আমি থাকছি না। :-)
  • Suvajit | 168.244.164.244 | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৪460437
  • পূজোয় আমিও থাকছি না। প্রায় ৬ বছর বাদে পূজোর সময় কলকাতা যাচ্ছি। জানি না কি কি 'পরিবর্তন' দেখতে পাব।
    তবে আমাদের দিল্লির দ্বারকায়ও আজকাল ঘ্যামা ঘ্যামা পূজো হয় (সি আর পার্কের মত অতটা না হলেও)।
    কিন্তু কলকাতায় পাড়ায় গিয়ে বাবুবাগানের পুজোর ঠেকে আড্ডা মারতে মারতে পূজো এনজয় করার মাহাত্ত্যই আলাদা।
  • Paramita | 122.172.167.8 | ১১ সেপ্টেম্বর ২০১০ ১২:০৩460448
  • আমি সাত বছর পর পুজোয় কলকাতায় থাকবো। তারও সাত বছর আগের বছরে ছিলাম। এই হিসেবে আবার হয়তো দু হাজার সতেরোয় চান্স মিলবে।
  • Arpan | 122.252.231.10 | ১১ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৬460459
  • তালে লুরুর গড় সামলাবো মনে হয় আমি আর দীপ্তেনদা। এই নিয়ে পরপর দু'বছর।
  • til | 220.253.188.98 | ১১ সেপ্টেম্বর ২০১০ ১৪:৫৪460470
  • আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন মাত্র ২২ টা পূজো হতো, আলসুর লেকে ভাসান। এখন নিশ্চয়ই অনেক বেশী- Bengalউরু হয়ে গেছে!
    একটু লেটেস্ট খবর পেলে মন্দ হয় না।
  • Samik | 122.162.75.95 | ১৪ সেপ্টেম্বর ২০১০ ২২:১২460481
  • কিছু নস্টালজিয়া :


  • Tim | 198.82.17.173 | ১৪ সেপ্টেম্বর ২০১০ ২২:১৫460355
  • এই ভদ্রমহিলার কি হলো? টিভির ব্যোমকেশে দিব্যি অভিনয় করেছিলেন কিন্তু। সিনিমাতেও একে নেওয়াই যেত।
  • pi | 72.83.80.105 | ১৪ সেপ্টেম্বর ২০১০ ২২:৪৩460366
  • আরে সত্যবতী তো সুকন্যা কুলকার্নি। ইনি বাঙ্গালী না ? এখন অবশ্য খেয়াল করে দেখলাম, দুজনকে দেখতে অনেকটা এক ই।
  • Tim | 198.82.17.173 | ১৪ সেপ্টেম্বর ২০১০ ২২:৫৯460377
  • টিভিতে একটা বাংলায় ব্যোমকেশও হয়েছিলো। সেইটার কথা বল্লাম। সেইটায় ইনিই ছিলেন।
  • pi | 72.83.80.105 | ১৪ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩০460388
  • বাংলা মানে সেই সাদা কালো টা ?
  • Tim | 198.82.17.173 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ০০:০৭460398
  • না রঙিন। সিনিমা না সিরিয়াল। দেখেচো?
  • pi | 72.83.80.105 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ০১:১৭460399
  • না:, আমি দেখেছিলুম সেই প্রথমটাই। তাই ভাবচিলাম, সেটাতে উনি ক্যামনে থাকবেন, তখন তো ওনার নেহাত ই ছেলেবেলা।
  • byaang | 122.172.55.199 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ০৮:২১460400
  • আমিও যাচ্ছি, প্রতিবারের মতই। তবে এবার একবারে দুগ্গাঠাকুরের সাথে টাইমিং মিলিয়েছি ঘড়ি ধরে। মহালয়ার আগের রাত্তিরে বাগুইহাটি, ভি আই পি রোড, উলটোডাঙার আধাখামচা প্যান্ডেলগুলো দেখতে দেখতে বাড়ি। আর দুগ্গাঠাকুরও যেই ট্রাকে চাপবে গঙ্গার দিকে যাওয়ার জন্য, আমিও লটবহর নিয়ে ট্যাক্সিতে চাপবো দমদমের দিকে যাওয়ার জন্য।
    গতবছর পুজোটা আগে হয়ে আর গান্ধীবাবা দোসরা অক্টোবর জন্মিয়ে লক্ষীপুজোর সন্ধ্যেয় কোলকাতায় বসে তিলের নাড়ু, কদমা চিবোনোর চান্স করে দিয়েছিল। এবার আর হবে না। :-(
    লুরুতে কালীপুজো বিচ্ছিরি। আমার থেকেও বেঁটে বেঁটে কালীঠাকুর বানায়। একটা পুজোতেও ডাকিনী-যোগিনী রাখে না। আমার আবার ওনাদের মুখদর্শন না করলে কালীপুজোটা কমপ্লিট হল বলে মনেই হয় না। এবারও ভাইকে ফোন করে বলবো বাবলার দিদির থেকে ফোঁটা নিয়ে নিস। ভাইয়ের সব তুতো দিদি-বোনরাও যে আর কেউ কোলকাতায় থাকে না।
  • pi | 72.83.80.105 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ০৮:৪৮460401
  • আমি যাচ্ছিনা, গতবারের মত ই। একটা ভয়ঙ্কর বোরিং বিচ্ছিরি পুজো কাটাবো এখানে। মানে, পুজো যে, সেটা প্রায় বুঝবো ই না। না, না, খান চার পাঁচেক পুজো হয় এখেনে, অঢেল বাঙালী আছে। কিন্তু ঐ আর কি। এখন থেকে রাস্তায় বেরোলেই বাঁশের খাঁচা , তেরপল আর মেরুন হলুদ কাপড় দেখতে না পেলে, বাসে ট্রেনে সবার হাতে হাতে বস্তা বস্তা প্যাকেট দেখতে না পেলে,বাড়িতে বসে বসেই প্যাণ্ডেলের ঢাকের আওয়াজ শুনতে না পেলে,বারান্দায় বেরোলেই বাড়ির গায়ে টুনিবাল্বের মালা দেখতে না পেলে সে আবার পুজো নাকি ! :(
    আর, শরতের মেঘ? সেতো এখেনে এক ই রকম নীল আকাশে চরে বেরায় বারোমাস, আলাদা করে সেটা দিয়েও কোনো বোঝার উপার নাই :(

  • Samik | 122.162.75.95 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ০৮:৫১460402
  • ব্যাং, আম্মো পৌঁছুচ্ছি। মহালয়ার আগের দিন। কাব্লিদার বাড়িতে থাকব।
  • Samik | 122.162.75.95 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ০৮:৫৩460403
  • পোসোঙ্গোতো, দিল্লিতে শরৎ এসেছে, আর দক্ষিণবঙ্গে এসেছে বর্ষা।

    কাল থেকে এখানে আর বৃষ্টি হয় নি, আজ মিষ্টি সোনালি রোদ্দুর উঠেছে। জলটা একটু নেমে গেলেই যমুনার পাড় কাশে কাশে সাদা হয়ে যাবে।

    অষ্টমীর আর ঠিক এক মাস।
  • r.h | 203.99.212.53 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ০৯:৫৭460405
  • মহালয়া কবে?
    আমি ৯থেকে ১৭ কলকাতা থাকছি না, ক্ষী কান্ড: আমার কি কোন প্রবাসী চণ্ডালের সঙ্গেই দেখা হবে না নাকি?
  • Arya | 125.16.82.195 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ১০:০০460406
  • পুজোয় বাড়ি যাওয়া নিয়ে হেভি একটা নাটক হোলো। চতুর্থীর দিন বাড়ী ফিরবো, প্লেনের টিকিট ফিকিট কাটা, বন্ধুদের সঙ্গে ফোনে প্ল্যান-পোগাম সব ঠিকঠাক, হঠাত ম্যানেজার বলে যে চার হপ্তার জন্য সুইডেন যেতে হবে, অক্টোবরের কুড়ি তারিখ।
    ব্যাস, সব প্ল্যান চৌপাট, বউ এর মুখ ভার, আমারো মেজাজ খারাপ।
    হঠাত আগের হপ্তায় জানতে পারা গেল, চার হপ্তাটা দুসপ্তাহে ঠেকেছে।
    ভাগ্যিস বাড়ি যাবার টিকিট গুলো ক্যানসেল করিনি।
    (ম্যানেজার অবশ্য গাইগুই করছে, কিন্তু আমি পাত্তা দিচ্ছি না)
  • byaang | 122.172.55.199 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ১০:১৬460407
  • আমার এবছর পুজো শুরু হবে এই শুক্কুরবার। দুপুরবেলা ছেলেকে ইস্কুল থেকে তুলে ঠাকুর দেখবো। ইয়েস, লুরুতে হয় বিশ্বকম্মা, তারা মিষ্টির প্যাকেটও দেয়। আমাদের পাড়াতে গোটা তিনেক পুজো হত আগে। এখানে যত্তো উঁচু উঁচু বাড়ি ওঠে, অধিকাংশই আমাদের ওখানকার ছেলেরা কাজ করতে আসে। আমাদের পাড়ার সিকিউরিটি গার্ড, প্লাম্বার, ৯০% বাঙালী বা উড়িষ্যার। আগে দুইজন বাঙালী ঠিকাদারের দুটো আলাদা পুজো হত, এবছর থেকে তারা মার্জ করে একটা পুজো করবে। প্লাম্বার, সিকিউরিটি গার্ডদের আলাদা পুজো। মোটমাট দুটো পুজো হবে আমাদের পাড়ায় এবছর।
    মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি ফিরে পুরনো আপিসের বন্ধুদের ফোন করবো, পুরনো আপিসে বিশ্বকম্মাই বস। মনখারাপ করবো, দশ বছর আগেও কেমন সব্বাই মিলে গাড়ি চেপে এক জেনারেটিং স্টেশন থেকে অন্য জেনারেটিং স্টেশনে খেতে যেতাম। আমাদের নিজেদের আপিস বাড়িতেই তিনটে পুজো হত। অ্যানেক্স বিল্ডিঙ, ডাক, আর ড্রাইভারদের পুজো। ড্রাইভারদের পুজো সবচেয়ে জমজমাট, ম্যাডামদের দয়ায় তারা সবচেয়ে বেশি চাঁদা তুলতো। চাঁদা না দিলে থ্রেট করতো, সকালবেলায় দেরি করে তুলতে আসবো বলে। ড্রাইভাররা দিতো নিজামের বিরিয়ানির প্যাকেট। বাড়ি ফেরার পথে কসবার এক রেকর্ডিঙ স্টুডিওয় গিয়ে মাংস ভাত। তবে খাওয়াতো ভালো রেডিও আপিসের পুজোয়। কলেজের পরে আর সে পুজোয় খেতে যাওয়া হয় নি।
    যখন খুব ছোটো ছিলাম, মাকে বাধ্য করতাম বেঙ্গল কেমিকালের পুজো, চোদ্দ নম্বর বাসডিপোর পুজো, ছোটোখাটো গ্যারাজের পুজো সব বিশ্বকম্মা দেখতে। মা গজ্‌গজ করতো, হাঁটতে হাঁটতে পায়ের খিল খুলে যেত কিনা। গোটা দশেক ঠাকুর দেখা না হলে ক্ষান্ত দিতাম না। এইচএসের আগের বিশ্বকম্মায় মা নিজেই সাধলো - অনেক দিন হয়ে গেল আর বিশ্বকর্মা দেখতে যাস না তো। মায়ের মনে বোধ হয় ক্ষীণ আশা ছিল বিশ্বকম্মা যদি জয়েন্টটা উতরে দেন। দিলেন না। নিতান্তই অকৃতজ্ঞ ঠাকুর, একনিষ্ঠ ভক্তকে ত্যাগ করেছেন। কলেজে ঢুকে বিচিত্র সব বন্ধুদের পাল্লায় পড়ে আবার শুরু হল বিশ্বকম্মা দেখতে যাওয়া। এবার আর শুধু দেখাই নয়, খাওয়াও।

    (দুচ্ছাই নস্টালজিয়ার পালায় পড়ে দুগ্গাঠাকুরের থ্রেড্‌টা দিলাম বিগড়িয়ে, আর এতো পুরনো কথার থ্রেড নয়, টাটকা তাজা দুগ্গোপুজোর থ্রেড। সরি। তবে সব দোষ শমীকের)
  • shrabani | 124.124.244.109 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ১১:৫৪460408
  • ইস, প্রজেক্টে বিশ্বকর্মা পুজো কী দারুন হত, প্রায় দুর্গাপুজোর মতই। সকাল থেকে সেজেগুজে প্ল্যান্টে যাওয়া, ভেতরে অসংখ্য পুজো নানান গ্রুপের, ঘুরে বেড়ানো আর প্রসাদ খেয়ে বেড়ানো। অফিসে বসতাম নামমাত্র। টাউনশিপেও কতগুলো পুজো হত, ট্রেনিং সেন্টারে সবচেয়ে বড়টা, সেখানে খিচুড়ী খাওয়াত। বিকেলবেলা আশপাশ থেকে মানুষের ঢল নামত টাউনশিপের পুজো দেখতে (প্ল্যান্টের ভেতরে বাইরের লোক অ্যালাউ করা হতনা।)।
    আমরা যখন ট্রেনী তখন নিজেরা পুজো করেছিলাম, একটা দারুন সায়েন্স এগজিবিশন করেছিলাম, কতদিন আগে থেকে তার প্রেপারেশন। দারুন হিট হয়েছিল সেবারের ট্রেনিং সেন্টারের পুজো।

  • Samik | 12.191.136.2 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ১২:০৭460409
  • বিশ্বকর্মা পুজো হল পুজোর ছুটির আগে হস্টেলে শেষ মস্তির সুযোগ। ওয়র্কশপে পুজো হয়। স্পেশালিটি হল ভাঙ। তামার পয়সা ঘষে মেশানো হত তাতে।
  • JAYANTI | 122.166.153.179 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ১৬:৪৪460410
  • ব্যাঙ্গ,

    লুরুতে কোথায় বিশ্বকর্ম পুজো হয়?
  • de | 203.199.33.2 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৯460411
  • আর পুজো! এবারের পুজো মাঠে মারা গ্যালো -- পুজোর আগে থেকে দিওয়ালি অব্দি থাকচিই না :(((
  • Nina | 68.36.163.248 | ১৬ সেপ্টেম্বর ২০১০ ০৮:৩৯460412
  • চেরিহিল বেঙ্গলী কালচারাল সোসাইটির ব্যস্ততা শুরু হয়ে গেছে---পূজো এসে গেল, নানারকম রিহার্সাল, নাচ, গান ,নাটক চলছে---সিটিং কমিটির মীটিং+ ইটিং জোর কদমে চলছে --পূজোর তিনদিনের সমস্ত প্ল্যান--কোন বেলা কি মেনু হবে, কোন আইটেম বাইরে অর্ডার দেয়া হবে আর কোনটা মেম্বাররা করবে। তার ওপর সবথেকে মজা কমিটি মেম্বাররা কে কাকে ফোনাবে ----কিছু পাব্লিক আছে যাই রান্না দাও গাইঁগুঁই করবে, হাজারটা বাহানা করবে, কেউ আবার কিছুতেই রাজি হবেনা--অতএব কমিটি এখন খুব ভেবে চিন্তে নামের লিস্টি বানাচ্ছে--এই তুমি খুব সুন্দর কথা বলতে পার, তুমি অমুকদিকে এইটা করে আনতে রাজি করাও, এই ঐ দিদি তোমার বাডি , ওকে রান্না দেয়ার ভার তোমার---ইস! ঐ যে নতুন নেকুমনি এসেছে , ফোন কল্লেই এক ঘন্টা কাঁদুনি গাইবে এই দেশটা কি খারাপ, কি খাটুনি --ওকে কে বলবে রে? এই ওকে আপনি বলুন অমুকদা, আপনাকে না বলতে সাহস করবে না--উফ! কত্ত যে প্ল্যান করে সব করতে হয়--

    আর এই তিনদিন কি ভাল প্রোগ্রাম রাখা যায়--এই জানোতো মেরিল্যান্ডে ইপিস্তো, আমাদের অমুক রায়ের ভাগ্নী, দারুণ গান গায়--ওকে ইনভাইট করি , এবারে অষ্টমীর দিন গান গাইতে---ওমা তাই? তুমি চেন, শুনেছ গান? বলনা তাহলে , রাজি হবে কি? হ্যা হ্যা রাজি করাতেই হবে, ওর পত্রিকার জন্য অনেক অনেক টাইপ করে দেব আমি :-))

    আর আম জনতাও রেডি হচ্ছে পূজোর তিনদিন কি পরবে, বঙ্গ থেকে নতুন নতুন শাড়ি কেনা হয়েছে পূজোতে পরার জন্য , কেউ কেউ গয়নাও কিনেছে এবার। সব পূজো মন্ডপে সেজ্জে-গুজ্জে ফ্যাশন প্যারেড করবে। যত বেশি বয়েস তত বেশি সাজ--আহা তা হোক , বয়েস বাড়লেই তো সাজের দরকার--মেমসাহেবদের দেখ থুথ্‌থুরে বুড়ি কি সুন্দর লাল জামা পড়ে, টুকটুকে করে লিপিস্টিক লাগিয়ে , চুল হওয়াই মিঠাইএর মতন ফুলিয়ে ঘোরে--বেশ লাগে ।

    পূজোর মন্ডপ সাজানো, পূজোর কাজ, ভোগ রান্না---সত্যি কেমন যেন মনে হয় মা দূর্গা সত্যি আসছেন বাপের বাড়ী। ছেলে-মেয়েরা যারা কাছকাছি কলেজে যায় সবাই পূজোর উইকএন্ডে আসবে--বেশ লাগে এই কচি আমেরিকান-বাঙালী রা যখন তিনদিনের জন্য শুধু বাঙালী হয়ে ওঠে--তার চেয়েও ভাল লাগে যখন খাস আমেরিকান বউমা আর জামাইরা বেশ শাড়ি , ধাক্কাপাড় ধুতি পাঞ্জাবী পরে লুচি তরকারি চেয়ে চেয়ে খাবে! আর এই তিনদিন শুধু আড্ডা, গল্প, সারাক্ষণ বাংলা কথা ,--এই শ্যামচাচার দেশ তখন হয়ে ওঠবে শ্যামবাজার!
    গুনছি দিন----১৫, ১৬, ১৭ অক্টোবরের।
  • Manish | 59.90.135.107 | ১৬ সেপ্টেম্বর ২০১০ ১০:৪৮460413
  • @Nina

    আপনি এত সুন্দর লেখেন অথচ কখনই বড় লেখা আপনার হাত থেকে পাইনা।বিদেশের পুজো নিয়ে আরও বিস্তারিত লিখুন। আরও সবাই লিখুন।
  • de | 59.163.30.6 | ১৬ সেপ্টেম্বর ২০১০ ১৬:৪৯460414
  • ঠিক, ঠিক ! নীনাদি, পুজোর গপ্পো আরো চাই!
  • til | 220.253.188.98 | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০১:০৫460416
  • আমাদের দাবী
    মানতে হবে
    নিনাদিকে
    লিখতে হবে।।

    লেকিন সমস্যা হলো, নিনাদির গল্পে সক্কলেই ভাল, সবই গরম গরম জিলিপি, একটু আধটু সিঙ্গাড়ার কুচি না থাকলে চলে?
    নিনার রাজত্বে কোন চোর নেই, পুলিশ নেই। ভগ্নহৃদয় নেই, সবই মিলস অ্যান্ড বুনস। অত:পর তাহারা মনের সুখে ঘরকন্না করিতে লাগিল। আরে জীবন কি অতই সরল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন