এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোর ধারাবিবরণী ২০১০

    Samik
    অন্যান্য | ১০ সেপ্টেম্বর ২০১০ | ১০৪৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sumeru | 117.194.97.154 | ১৫ অক্টোবর ২০১০ ১০:৫৩460484
  • লে পাগলু ড্যান্স ড্যান্স।
  • til | 220.253.185.165 | ১৫ অক্টোবর ২০১০ ১৩:৫৪460485
  • কাল ক্যানবেরায় পূজো।
    প্রথমে যাবো কাঙালীদের পূজোয়- কাঙালী মানে কলকাতার বাঙালী। বুড়ি ছুঁয়ে ( মানে বিবিজীর শাড়ী গয়না দেখানো হলেই, ১৫ মিনিটের মধ্যেই হাওয়া), তারপর বাঙালীদের পূজো, আই মীন বাঙলাদেশীদের। সুন্দর করে আন্তরিক অভ্যর্থনা ও সঙ্গে অবশ্যই খাওন দাওন, ফ্রী (চাঁদার মধ্যেই ধরা) । গরমা গরম লুচি, তরকারী। কাঙ্গালীরা ক্যাটারিং এ অর্ডার দেন ও তার নিমিত্ত আলাদা দর্শনী।
    তারপর ৩৩০ কিমি পাড়ি দিয়ে সিডনী। দুপুরের খাওয়া মিস করলে কি হবে রাত্তিরে পোলাউ মাংস। জম্পেশ, চাঁদার মধ্যে ইনক্লুডেড। ফ্রী খাই না স্যার।
    পরদিন আবার সিডনীর বেঙ্গলী অ্যাসোসিয়েশনের পূজোবাড়ী। বেশ পরিবেশ, কত কত পক্ষী নতুন শাড়ীতে! কেবল বেলুন আর ক্যাপ বন্দুকই নেই যা। সন্ধ্যেবেলা ব্যাক টু কুঠরী ইন ক্যানবেরা।
    দ্য এন্ড অফ পূজো ২০১০।
  • indrani | 124.171.21.164 | ১৫ অক্টোবর ২০১০ ১৫:৩৯460486
  • তিল,
    আগামীকাল বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো ছাড়াও এপিং ওয়েস্ট পাবলিক স্কুলে একখানি পুজো। সেখানেও যাবো। মেনুটা জানার চেষ্টা করছি।
    দশমীর দুপুরেও বেঙ্গলি অ্যাসোর পুজোয় যাবো। হয়তো কিছুটা দেরি হবে। তবে যাবো।
    দেখা হওয়ার সম্ভাবনা। কিন্তু চিনি কেমনে?
  • til | 220.253.185.165 | ১৫ অক্টোবর ২০১০ ১৬:১১460487
  • চোখে কালো চশমা, হাতে একটা উল্টোরথ?
    আমরা কর্তাব্যক্তি দত্তদের অতিথি এবং রায়দের পরিচিত। এই ইশারাই কাফি হবে মনে হয়। খোলাপাতায় ফোন নং বা ইমেল দিই কি করে! প্রবাসীকে চাক্ষুষ দর্শনের প্রতীক্ষায় থাকবো।
  • Nina | 64.56.33.254 | ১৫ অক্টোবর ২০১০ ১৮:২১460488
  • মনে পোচ্চুর ফুত্তি!! কোনওমতে এই কয়েক ঘন্টা আপিশ আর ইনজিরি -কচকচি করেই--বাড়ী আর তাপ্পর----পূ---জো---বা--ড়ী :-))))
    আজকের মেনু কচুরি ছোলাড্ডাল আলুর্দম ছানাড্ডালনা চাটনী পায়েস মিষ্টি। ছোট্ট পোগ্রাম--আগমনী গানের আসর দিয়ে শুরু আর এট্টুস কুচোদের নাচ RNT স্যারের গানের সঙ্গে---
    তাপ্পর কাল সক্কালবেলা থেকে পুজোবাড়ী --প্রস্থে প্রস্থে খাওয়া, নাচ গান নাটক, কত্তকি---আর সাজুস গুজুস ---আমার পায়ে একটা ইয়াব্বড় zooতা(একটু পা টা ভেঙ্গেছি--কি করে বলবনা) , তো কি হয়েছে--তো ভি ক্যা পহনেঙ্গে ক্যা
    জুয়েলারি কে সাথ--ক্ষী আনন্দ!
    রোব্বার ও সারাদিন আমরা সবাই আবার মায়ের সঙ্গে---আবার কত্ত ক্ষী পোগ্রাম, আবার কলকাতা থেকে আটিস সেদিন গান গাইবেন, আর এক সেট নতুন সাজু-গুজুস, আর খাওয়া আর খাওয়া--এক্কেবারে রাত্রে পোলাউ মাংস খেয়্যে দেয়্যে বিজয়ার কোলাকুলি-গলাগলি করে তব্বে বাড়ী ফেরা

    (--স--ব--কি--ছু চাঁদার মধ্যেই ইনক্লুডেড। কিছু আইটেম অর্ডার করা আর কিছু আমাদের পাকা হাতের রন্ধন--আমার ভাগে এবার ভালো ও ও ও করে খিচুড়ি--ফুলকপি কড়াইশুঁটি দিয়ে!)

    এবারে খুউউব ক্লান্ত, সোম্বার তাই ছুটি নিয়েছি--সারাদিন দেশে ফোনাফুনি আর রেস্ট!!

  • indrani | 124.171.21.164 | ১৫ অক্টোবর ২০১০ ১৮:২৫460489
  • তিল,
    ঠিক খুঁজে নেব।
    পাসওয়ার্ড-গুরুচন্ডালি!

    দেখা হবে।
  • bb | 117.195.167.2 | ১৫ অক্টোবর ২০১০ ১৮:৩৯460490
  • হায়েদ্রাবাদে হুড়োহুড়ি।
    আমাদের এখানে মুলত: ৪টি বড়পুজো। সবচেয়ে বড় হায়েদ্রাবাদ বাংগালী সমিতির পুজো। এবার আসছেন আজ নীল দত্ত, কাল ইন্ডিয়ান আইডল খ্যাত শ্রীরাম।
    অন্য বিখ্যাত পুজো Keys হাইস্কুলের পুজায় আজ আসছেন অলকা ইয়াগনিক।
    মাসাব ট্যাংকের পুজায় কাল এসেছিলেন "মনোজ মুরলী নায়ার" আর "মনীষা মুরলী" দুইভাই বোন।
    অন্যসময়ে হয় স্থানীয় ট্যালেন্টদের প্রতিভাদের প্রোগ্রাম। কচিকাঁচাদের অনুষ্ঠান, সবমিলিয়ে জমজমাট পুজা।
    আর রয়েছে বিভিন্ন প্রকারের খাবার, লুচিমাংস, রোল , কাবাব আর চাইনিজ খাবারের ঢালাও সম্ভার।
  • sumeru | 117.194.98.177 | ১৫ অক্টোবর ২০১০ ২০:১৩460356
  • ঝুল লাগল।
  • dd | 122.167.34.36 | ১৫ অক্টোবর ২০১০ ২১:৪৯460360
  • অষ্টমী: ফার্স্ট শিফটে ঠা ঠা রোদে পুড়ে একটা নাগাদ রণে ভংগ দি। কিন্তু বিরিয়ানি ঠাকুরের স্নেহ থেকে আজ আমি বঞ্চিত হলাম। প্যান্ডেলের নিজাম জানালো বিরিয়ানি রেডী নয়, গেলাম লুরুর সব চে' বড় বিরিয়ানি চেইনে, মানে এম্পায়ারে - গিয়ে দেখি ফ্রাই ডে প্রেয়ারের জন্য উটি বন্ধ, খুলবে দুটোর সময়। অগত্যা গেলাম টেস্টির টেক আউট কাউন্টারে, সেখানো শুনি আদ ঘন্টা সময় লাগবে।

    ক্ষিদেয় কাপতে কাঁপতে আর এম জি ফুড কোর্টে পাঠানকোটে। সেখান থেকে দুই বাস্কো মটন বিরিয়ানি কিনে ঠান্ডা বীয়ার সহযোগে ..... আ হা হা হা।

    কিন্তু হোলো নি। লুরুর লোগেদের জানাই, ভুলেও ,কখনও, কোনো প্ররোচোনা বা ফাঁদে পরে উক্ত দোকানের বিরিয়ানি খাওয়াবেন্না, নিজেও খাবেন্না। উফ, দাঁত এখনো টকে আছে।

    বিকেল হতেই সংস্কৃতির খোঁজে সোসিও কালচারে। আমাদের পাড়ার নেত্যনাট্টো। আমার বড় মেয়ের নাচের পর আমি হুলিয়ে হু লু লু আওয়াজ কল্লে চাদ্দিকের লোকে অবাক, কেউ বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে থাকেন, ক্যানো কে জানে। আমার পাশে বসা গুল্লু স্যান মোটেও কিন্তু চমকায় নি।

    জানানো ভালো কলকেতা গিয়ে স্যানের বয়স আরো কমে গ্যাছে। দেখে তো তাই মালুম হোলো।

    থার্ড শিফটে বং অ্যাসে যাওয়ার কথা ছিলো। গ্যালাম না। বাড়ীতে একটা টিচার্সের ইসে আছে, তার ই সদগতি কচ্ছি।

    আপুনেরা ?
  • pi | 128.231.22.87 | ১৫ অক্টোবর ২০১০ ২২:১৬460361
  • ফোটোগুলো সুমেরুদার মনোরঞ্জনের জন্য থোড়াই তুলেছি। সেরম ইচ্ছে থাকলে তো কোয়েল দোয়েল ইত্যাদি সলিড পাখি টাখির ফোটুক লাগাতুম ;-)
  • a x | 99.54.65.125 | ১৫ অক্টোবর ২০১০ ২২:৩৬460362
  • পাইএর লিংকে ক্লিক করলে বলছে, "sorry, something is wrong" :-|

    আমি বলিনি, ফেসবুক বলছে।
  • ranjan roy | 122.168.152.171 | ১৫ অক্টোবর ২০১০ ২২:৩৭460363
  • অভ্যু,
    কি এবার পূজোর সময় কোলকাতায়?
  • ranjan roy | 122.168.152.171 | ১৫ অক্টোবর ২০১০ ২২:৩৯460364
  • ইন্দ্রাণী ও তিল,
    বা:! একেবারে রহস্য ফিল্মের মত! -- নও-দো-গ্যারহ, অব বাজে বারহ;- হীরে লায়ে হো?:)))))
  • Abhyu | 128.192.7.51 | ১৫ অক্টোবর ২০১০ ২২:৫৫460365
  • একসঙ্গে রঞ্জনদা আর আজ্জোদাকে এন্থু দেওয়া যায়? :)
    নাহ্‌ আমি আমেরিকার এথেন্সেই আছি।
  • Arpan | 122.252.231.10 | ১৫ অক্টোবর ২০১০ ২৩:১৪460367
  • এ: ডিডিদাকে প্রচুর সমবেদনা জানিয়ে এই গোলকুন্ডা চিমনির বিরিয়ানির প্যাকেট খুললাম। আদি অকৃত্রিম হায়দ্রাবাদির বিরিয়ানির খোশবাই ভরে যাচ্ছে সারা ঘর।

    স্বগতোক্তি: কী কত্তে যে এই লুরুর পূবপানে আসেন না! সেই ভীমসেনের মত ভেবেই মল্লেন পূবদেশ মনুষ্যজাতির বসবাসের উপযুক্ত না। : P
  • Arpan | 122.252.231.10 | ১৫ অক্টোবর ২০১০ ২৩:২১460368
  • লুরুর আপডেট:

    ১) সান সিটির পুজো এই বছর একটা মলে শিফট হয়েছে। আর সেই পুজোয় গিয়ে আবিষ্কার করলাম (মনে বউ করল) লুরুতে গোবিন্দভোগ চাল মেলে। (ব্যাকগ্রাউন্ডে হা হা হো হো)

    ২) কোরামঙ্গলার পুজোর অ্যাম্বিয়েন্স বেশ ভালো লাগল। বেশ কলকাতার পুজো পুজো গন্ধ। আরো ভালো ব্যপার হল পুজো একদিকে আর সোসিও কালচারের ব্যপার স্যাপার অন্যদিকে।

    ৩) আমাদের পাড়ার পুজোয় আজ রাঘব গাইলেন। গাইলেন ভালোই। কিন্তু বাজনার কী জগঝম্প আওয়াজ। রাজার কন্ঠ কানে পৌঁছয় না। পারিষদবর্গের চিৎকারে টেঁকা দায় হয়।
  • Samik | 117.194.1.102 | ১৫ অক্টোবর ২০১০ ২৩:২৫460369
  • অষ্টমীর আপডেট নবমীর সকালে পাবে।

    ভাটের টই পশ্য।
  • Suvajit | 14.96.154.124 | ১৬ অক্টোবর ২০১০ ০৩:০৫460370
  • আমার মেয়ে ভীষণ ঘাবড়ে গেছিলো। ইন্ডিয়ায় এত্তো লোক!!! এ পুশ করছে, ও বাম্প করছে। তিন দিন ঠাকুর দেখার পর এখন দিব্যি ভীড়ের মধ্যে দিয়ে স্যুটস্যাট বেরিয়ে যাচ্ছে, আমিই বরং এদিক ওদিক ধাক্কা খাচ্ছি। আজ বহুপ্রচারিত সুরুচি সংঘ দর্শন করার সৌভাগ্য হল। আর শিবমন্দির।
    মেয়ের এসব বিশেষ পছন্দ নয়। বরঞ্চ ট্রাঙ্গুলার পার্কের মুখে একটা ছোট্ট একচালা পুজো, সেখানে অনেক্ষন বসে মন দিয়ে দেখছিলো। অনেক রংএর প্যান্ডেল, সেটাই ওর কাছে ভালো।
    বাড়ীতে ফিরলে জিগ্যেস করা হল, কটা ঠাকুর দেখলি? উত্তর, ৫টা। সে কি রে? তোকে যে এত্তো জায়গায় নিয়ে গেলাম। তাতে কি হয়েছে, ঠাকুর তো ৫ টা। দুর্গা, ল্যাক্‌স্মি, স্বারাস্বাতি, গানেশা অ্যান্ড কার্ত্তিক। উয়িথ দেয়ার পেট্‌স। বাট পেট্‌স আর নট ঠাকুর। অ্যান্ড নাইদার ইস মাহিসাসুরা।

    তিন দিন ঘুরে কলকাতা পুলিশের জন্য একটা বড় থ্যাঙ্ক্যু দিলাম, আমার তরফ থেকে। দিনরাত ধরে এরা যেভাবে লোক সামলাচ্ছেন, ট্রাফিক সামলাচ্চেন, আমি চ্যালেন্‌জ নিয়ে বলতে পারি, কোনো দেশের পুলিশের বাবার ক্ষমতা হত না এই ভল্যুম হ্যান্ডেল করা। সালাম ক পু।
  • til | 220.253.185.165 | ১৬ অক্টোবর ২০১০ ০৩:৪২460371
  • সারাস্বাতি নাহয় বুঝলাম, কিন্তু গণেশা? মাহিষাসুরা?
    আপনারাও কি আ যোগ করে মেয়েকে ঠাকুর চেনান?

  • Nina | 68.36.163.248 | ১৬ অক্টোবর ২০১০ ০৪:২০460372
  • আমাদের এখানে এখন শুক্কুরবার সন্ধ্যে --আপিশ থকে , রিপ্যেয়ার শপ(নিজেকে রিপ্যেয়ার)সেরে-এবার চল্লুম সাজু-গুজু কত্তে--পুজো বাড়ী যাব।
  • pi | 128.231.22.87 | ১৬ অক্টোবর ২০১০ ০৫:০২460373
  • ও:, ফেসবুক দেখি অন্তর্যামী হয়ে গেছে। something is wrong, indeed , কেমনে ব্যাটা পেরেছে সেটা জানতে !
    কোনোবার ই ভাল্লাগেনা, কিন্তু এই পুজোটা আমার এক্কেরে ঐ যাকে বলে, নীনাদির মেয়ে কয়েনিত 'অদিকিচ্ছিরি' লাগছে !
    গতবার পুজোয় তা ও মা রা ছিলো, সেজন্য ই কি এবার আরো ...? কে জানে।
  • Samik | 117.194.1.114 | ১৬ অক্টোবর ২০১০ ০৮:০৯460374
  • শুভজিতের লাস্ট প্যারাটা অর্থমন্ত্রী অসীমবাবুর কাছ থেকে টোকা :-)
  • amit | 66.30.193.213 | ১৬ অক্টোবর ২০১০ ০৮:৩৯460375
  • কাল আম্মো বেরোব দুগ্গা দেখতে। দুগ্গা দুগ্গা!!
  • Arpan | 122.252.231.10 | ১৬ অক্টোবর ২০১০ ১১:১৯460376
  • ও লিখতে ভুলে গেছিলাম। কাল সারাস্বাতি দেখে মেয়ে দেখি গুনগুন করছে - "আন তবে বীণা আ আ আ আ'।

    আ-কারের আধিক্য। সর্বত্র।
  • Mmu | 92.102.50.70 | ১৬ অক্টোবর ২০১০ ১৬:৫৩460378
  • গুরু চন্ডালীর সব্বাইকে শারদীয়ার শুভেচ্ছা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন