এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কন্যা সন্তান-- আশীর্বাদ না অভিশাপ

    Ananya
    অন্যান্য | ২৭ আগস্ট ২০১০ | ৩৯০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Raj | 202.79.203.59 | ৩১ আগস্ট ২০১০ ১২:৩৯461175
  • কল্লোলদা একমত , কিন্তু তথাকথিত ছাঙোছকিতিক পোগোতিশিলরাও এই কাজ দিনের পর দিন করলে ফ্রাষ্টু না খেয়ে উপায় আছে কি?
  • Sags | 114.143.7.146 | ৩১ আগস্ট ২০১০ ১৪:১৯461176
  • অক্ষের সাথে একমত, আমার চারপাশে (বাঙ্গলার বাইরে) অনেক লোকজনদের দেখেছি বা তাদের কথা শুনেছি যারা গাড়ী থেকে ফ্ল্যাট পেয়েছে। এরা সবাই engineer, professor, MBA ইত্যাদী। তার উপর যাকে বিয়ে করলো সেও একি রকমের শিক্ষিত। তারপরেও কেন পাত্রীপক্ষ এগুলো দেয় কে জানে? বাঙ্গলায় দেখেছি লোকে লুকিয়ে নেয় বা ঐ বাড়ী সাজিয়ে দেওয়ার কথা বলে। এখানে খুল্লাম খুল্লা এবঙ্গ গর্বের সাথে বুক ফুলিয়ে বলে বেরায় - গাড়ী পেলাম।
  • Sags | 114.143.7.146 | ৩১ আগস্ট ২০১০ ১৪:২৪461177
  • অবশ্য এটাও ঠিক যে কটা বাঙ্গালী আর ৫০ লাখ খরচা করে জামাইকে ফ্ল্যাট দিতে পারবেন - তাই হয়তো ঐ সাজিয়েই দেন। তবে আমি বাঙ্গলার ভেতরেও এই জিনিশ দেখেছি - মারুতি গাড়ী ইত্যাদী আরকি।
  • de | 59.163.30.2 | ৩১ আগস্ট ২০১০ ১৬:৩২461178
  • সেই জন্যই তো বলছি যে মেয়েদের আগে বদলানো দরকার -- যাদের বাবারা এইসব গচ্চা দেন, সেই মেয়েগুলো কি করে? একবারও বলতে পারে না যে, এসব দিও না, নাহয় বিয়ে নাইবা হলো?
  • dukhe | 122.160.114.85 | ৩১ আগস্ট ২০১০ ১৬:৪৫461179
  • না: - পণটা এবার নিয়ে ফেলতে হবে । নিচ্ছি-নেব করে অনেক বছর হয়ে গেল ।
  • a x | 99.54.68.27 | ৩১ আগস্ট ২০১০ ১৯:৪৭461180
  • শুধু পণ নিয়ে বললেই হবে? একটা মেয়ের বিয়েতে কত টাকা খরচ হয় আজকাল? কজন নিমন্ত্রিত হল তাই দিয়ে তো অনেক কিছু নাকি বোঝা যায়। চিংড়ির মালাইকারি হল না মাটন রেজালা। ফুচকার স্টল বসল না বেনারসী পানের, সেসব দিয়েও। এগুলো পণ না একপ্রকারের? যার সামর্থ্য নেই, তাকেও সামাজিক চাপে এসব করতে বাধ্য করা। তারপর আছে সেই তঙ্কেÄর ব্যাপার। পাড়া প্রতিবেশী দেখবে, দেখে বলবে বাহ, বেশ হাত খুলে দিয়েছে মেয়ের বাড়ি। পুরো ইনস্টিটিউশনটাই একটা আর্কেইক, পুরুষতান্ত্রিক জঘন্য সিস্টেম।
  • pi | 72.83.80.105 | ৩১ আগস্ট ২০১০ ২০:০০461181
  • শুধু এটা বল্লে কিন্তু একটু একপেশে হয়ে যাবে। তত্ব-তল্লাশ ছেলের বাড়ি থেকেও করা হয়। সেটা নিয়ে ও শো-অফ করা, পাড়া প্রতিবেশীর মন্তব্য ইত্যাদি আছে। আর বিয়ের অনুষ্ঠানের কথা ই যদি হয়, সেতো ছেলের বাড়ি থেকেও বৌভাত হয়। সে ও তো প্রায় ই খরচ খরচার ব্যাপার।
  • aka | 168.26.215.13 | ৩১ আগস্ট ২০১০ ২০:১২461182
  • যেকোন সামাজিক অনুষ্ঠানে পয়সা কড়ি খরচ হয়। সেটা আমাদের সমাজের রীতিনীতি। সব দেশেই নিজের মতন করে আছে। তার সাথে বিয়ের খুব যোগ আছে কি?

    এমন কি অন্নপ্রাশনেও লোক খাওয়ানোতেও ঘটা করা হয়। আমার দাদু অন্য কিছু না পেয়ে প্রতিবছর বিভিন্ন পুজোতে লোক খাওয়াতেন। এর সোশিওলজিকাল কারণ খোঁজা খুব সহজ নয়।

    সব বাহুল্য ছেঁটে ফেলে লীন লাইফ স্টাইল খুব একটা এক্সাইটিং নয়। আমার বিয়ের এই অনুষ্ঠান খুব ভালো লাগে। পারলে আর একবার বিয়েই করে ফেলি। কিন্তু হ্যাভিং সেইড দ্যাট, সব সময়েই একটা ব্যালান্স থাকা দরকার। কোন কিছুই জোর করে করা উচিত নয়। সমাজে সেই ফ্লেক্সিবিলিটি থাকা দরকার তো বটেই।
  • aka | 168.26.215.13 | ৩১ আগস্ট ২০১০ ২০:১৩461183
  • বাই দা ওয়ে নাইজিরিয়ায় ছেলেদের পণ দিতে হয়। আমার কলিগের বউ ক্যাপ জেমিনাই তে কাজ করত বলে একটু বেশি দিতে হয়েছে।
  • pi | 72.83.80.105 | ৩১ আগস্ট ২০১০ ২০:১৭461185
  • *প্রায় এক ই ।

    আর এগুলো সব ই সবসময় শো-অফ, এমনটি ও না। মানুষের নিজের শহ বলেও একটা বাপার আছে। ফুচকার স্টল দেওয়া কি বেনারসী পানের, সেটা সামাজিক স্ট্যাটাস মেনটেইন করার আপ্রাণ চেষ্টা থেকে, এরকমটা না ও হতে পারে।
  • rimi | 168.26.215.135 | ৩১ আগস্ট ২০১০ ২০:৪৫461186
  • হুম, তঙ্কÄ ইত্যাদি বরের বাড়িতে হলেও ফুল দিয়ে গাড়ি সাজিয়ে বরকে এসে নিয়ে যাওয়া, পুরুতের খরচ, এবং বিয়ের অনুষ্ঠানের আনুষঙ্গিক সকল খরচ মেয়ের বাড়ি থেকেই যায়। বৌভাতের খরচ সেই তুলনায় ঢের কম :-(

    এর উপরে বিয়ের কনের উপরে বিয়ের আগের দিন থেকে বৌভাতের পরের দিন পর্যন্ত যা অত্যাচার চলে সেসব কথা না বলাই ভালো। ডিস্ক্রিমিনেশন অনেক রকম ভাবে হয়।
  • aka | 168.26.215.13 | ৩১ আগস্ট ২০১০ ২১:১২461187
  • হ্যাঁ চোকে জল এসে যায়।
  • zzomega | 151.141.84.194 | ৩১ আগস্ট ২০১০ ২১:৩২461188
  • না না এসব খুব ভালো। বিয়ে বৌভাত অন্নপ্রাশণ জন্মদিন সত্যনারায়ণপুজো কালিপুজো লক্ষ্মীপুজো সন্তোষীমা ইতুপুজো ঘেটুপুজো সবেতেই অনেক খরচ খরচা করে জাঁকজমক করে লোক টোক খাইয়ে মনখুশি করা খুবই ভালো ব্যাপার। তবে কিনা সবচেয়ে ভালো হলো মোটা টাকা থাকা। সেটি থাকলে আর চিন্তা নেই। :-)
  • Ananya | 199.133.19.239 | ৩১ আগস্ট ২০১০ ২১:৩৭461190
  • বৌভাত এর খরচ কিন্তু অনেক সময় মেয়ে এর বাবা ই পকেট থেকে যায়। ঐ পন হিসেবে যে টাকা টা নেওয়া হয় তা অনেক সময় এ বৌভাত এর খরচ বলে নেওয়া হয়।

    আর নমস্কারি শাড়ি ছেলে এর বাড়ি থেকে ও যায়। কিন্তু শাড়ি পছন্দ না হলে নতুন জামাই কে কিন্তু কথা শুনতে হয়্‌না। উল্টোদিকে মেয়ে এর বাড়ি এর দেওয়া শাড়ি পছন্দ না হলে নির্দিধায় নতুন বৌ কে শুনতে হয়, "কি সব বাজে শাড়ি পাঠিয়েছে,এখন আত্মীয় স্বজন এর কাছে মুখ দেখানো যাচ্ছেনা,ঠিকমত না দিতে পারলে বলে ই দিতে পারতো তোমার বাবা মা, আমরা নিজেরাই কিনে নিতাম। এই ভাবে লোক হাসানোর কোনো দরকার ছিলোনা"

    নিজের কানে শোনা, চোখে দেখা, তথাকথিত শিক্ষিত লোকে দের এই আচরন।

  • aka | 168.26.215.13 | ৩১ আগস্ট ২০১০ ২১:৩৭461189
  • হ্যাঁ টাকা থাকলে গদি বানিয়ে শোয়া যায়, মাঝে মাঝে গুনে দেখা যায়, বছর বছর ডিম পারবে, তারপর সেই ডিমের ছা হবে, সেই ছায়ের আবার ডিম হবে। এমন করে টাকার জীবনচক্র তৈরি হবে, তবে একটা কথা খবরদার কাঠের আলমারীতে রাখা যাবে নাকো, উই ধরবে।
  • zzomega | 151.141.84.194 | ৩১ আগস্ট ২০১০ ২১:৩৯461191
  • ডিম পারবে?????
    কী পারবে ?
    হায় হায় হয়তো বাংলা আসে না তার!
    ডিম পাড়বে।

  • zzomega | 151.141.84.194 | ৩১ আগস্ট ২০১০ ২১:৪২461192
  • প্রণামী শাড়ী ব্যাপারটাই তুলে দেওয়া উচিত। এইরকম ৫০ টা শাড়ী, ৭০ টা ধুতি র লিস্ট! ছি ছি যেন বাজার!
  • zzomega | 151.141.84.194 | ৩১ আগস্ট ২০১০ ২২:০৮461193
  • হায়দ্রাবাদের মেয়ে, মেয়ে নিজে ইলেক্ট্রিকাল ইনজিনিয়ার। কোটি টাকা পণ দিয়ে বিয়ে হোলো দুদিন আগে। সে মেয়ে বিদেশে ছিলো, এম এস করছিলো, মাঝপথে পড়াশুনো ছেড়ে ফিরে গেল, বিয়ে হোলো। পাত্র শিকাগোতে থাকে, ভালো চাকরি। মেয়েটি ও তার পরিবার বর্তে গেছে। সে মেয়ে এখন আর কিছু করবে না, ঘরসংসার করবে।
    তাহলে এতসবের কী দরকার ছিলো সেও তো প্রশ্ন!
    কি জানি! সব গুলিয়ে যায়।
    মানসিকতা বদলাতে আসলে যে এখনো কত শত বছর বাকী কেজানে :-(

  • aka | 168.26.215.13 | ৩১ আগস্ট ২০১০ ২২:০৯461194
  • এক কোটি? এ: বড্ড তাড়াতাড়ি বিয়ে করেছি দেখি?
  • zzomega | 151.141.84.194 | ৩১ আগস্ট ২০১০ ২২:১৩461196
  • এখন আবার করুন না! বারণ করে কে? নেহাৎ শুধু ভুটানে বা উটাহ তে গিয়ে থাকতে হবে। তা কোটির জন্য এটুকু করবেন না?
  • aka | 168.26.215.13 | ৩১ আগস্ট ২০১০ ২২:১৫461197
  • দুর এখন ছেলের বিয়ে দেব। দেড় কোটি পণ নেব। এক কোটি আমার আর হাফ ছেলেকে দিয়ে দেব নে।
  • zzomega | 151.141.84.194 | ৩১ আগস্ট ২০১০ ২২:১৮461198
  • আহা হা মাত্র দেড় কেন? তিন বা পাঁচ ই তখন নিতে পারেন। ইনফ্লেশন ও তো হিসাবে রাখতে হবে!
  • aka | 168.26.215.13 | ৩১ আগস্ট ২০১০ ২২:২১461199
  • না না ওটা বেশি লোভ হয়ে যাবে। এক কোটি রোল করালেই চলবে।
  • rimi | 168.26.215.135 | ৩১ আগস্ট ২০১০ ২২:২৯461201
  • আকার আরেকবার বে করার/ বে করার ইচ্ছের কথা স্বীকার করার সাহস নেই.. খ্যাক খ্যাক খোয়া খৌয়া :-)))))

    হ্যাঁ, প্রণামীর লিস্টি দেখলে ধোবার বাড়ির কথাই মনে আসে প্রথমে!
  • hattimatimtim | 79.51.155.207 | ৩১ আগস্ট ২০১০ ২২:২৯461200
  • আরে এখন গৃহপ্রবেশেও লোক খাওয়ানো হয় কেটেরার ডেকে।
  • pi | 128.231.22.87 | ৩১ আগস্ট ২০১০ ২২:৩৪461202
  • আকাদার এমনি রিকোয়ারমেন্ট মিট করা ই তো টাফ আছে। ঐ কডলিভার + ডিম। তার উপর আবার এক কোটি। ঐজন্য ই আর বাড়াচ্ছে না মনে হয়।
  • Tim | 198.82.21.4 | ৩১ আগস্ট ২০১০ ২২:৩৬461203
  • আচ্ছা এক কোটি কি? একক ছাড়া এর কোন মানে হয়?
  • dukhe | 117.194.232.163 | ৩১ আগস্ট ২০১০ ২২:৩৭461204
  • আর একবার ? মোট্টে ? ছি: - পুরুষমানুষের মোটে দুই বে ? সমাজে মুখ দেখানো যাবে না ।
    বে খুব ভালো ব্যাপার । রোজ করা উচিত । নিদেনপক্ষে মাসে একটা । না করলে কেমন খালি খালি লাগে না ?
    বড় হয়ে আমি উনিশ শতকের কুলীন বামুন হব ।
  • Tim | 198.82.21.4 | ৩১ আগস্ট ২০১০ ২২:৩৯461205
  • আজ্জোদা হেব্বি ভয় খেয়ে গ্যাছে। এদিকেই আসছেনা আর।
  • zzomega | 151.141.84.194 | ৩১ আগস্ট ২০১০ ২২:৪১461207
  • আহারে দুখের দিন দুখেতে গেল/মথুরা নগরে ছিলে তো ভালো?

    ১৬৬৬৬ বিয়ে করতে গেলে কত বছর লাগবে মাসে ১ টি হারে? (১০ নম্বর)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন