এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কন্যা সন্তান-- আশীর্বাদ না অভিশাপ

    Ananya
    অন্যান্য | ২৭ আগস্ট ২০১০ | ৩৯০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • paaThoker motamot | 122.162.75.100 | ২৭ আগস্ট ২০১০ ২৩:৩২461129
  • ল্লে প্পচা ...
  • Nupur | 174.3.219.91 | ২৮ আগস্ট ২০১০ ০৪:৪৭461140
  • 'কন্যা সন্তান- অশীর্বাদ না অভিশাপ' এ যেন সেই স্কুলের রচনা লেখা 'বিজ্ঞান অভিশাপ না অশীর্বাদ'।
  • bb | 117.195.172.225 | ২৮ আগস্ট ২০১০ ০৯:১০461151
  • এই ধরণের একটি বিষয় নিয়ে বিতর্কের কি কোন অবকাশ আছে? কিছু কিছু বিচ্ছিন ঘটনা দিয়ে কে সমগ্র সমাজকে বিচার করা যায়, না তার পরিপ্রেক্ষিতে এই নিয়ে সত্যি আলোচনার দরকার আছে?
    নারীর স্থান নিয়ে আজ সমাজে কোন আন্দোলনের দরকার নেই, মেয়েরা আজ নিজেরাই সক্ষম সমস্ত বঞ্চনার জবাব দেওয়ার। শারীরিক ভাবে মেয়েদের শক্তি দিয়ে নিয়ে জোর করে আটকে রাখার চেষ্টা বিভিন্ন দেশে হয়ে থাকে। আমাদের দেশে যেমন পণহত্যা হয় তেমনি শিক্ষিত পরিবারে domestic violence এর শিকার অনেক মেয়েরা হয়ে থাকেন।
    আবার উন্নত দেশেও মেয়েদের পণ্য করে দেখানও একপ্রকার মেয়েদের অপমান যার প্রতিবাদ আমরা করি না। আমেরিকার স্ট্রিপ ক্লাব বা আমস্টার্ডামের রেড লাইট এরিয়া বা জাপানের আকাশাকিতে বিভিন্ন ভাবে নারীত্ব সর্বক্ষণ অবমানিত হয়ে থাকেন। কিন্তু এই ভাবে মহিলাদের দাবীয়ে রাখা যায়নি বা যায় না।
    নারী স্বাধীনতা বরং অনেক অবদমিত সৌদিআরবে যেখানে মহিলাদের ন্যুনতম অধিকার নেই।
  • bb | 117.195.172.225 | ২৮ আগস্ট ২০১০ ০৯:১১461162
  • * অপমানিত
  • prabhat | 122.163.7.206 | ২৮ আগস্ট ২০১০ ০৯:৩০461173
  • আবার সেই টপিক.......

    .১৪২৮৫৭১৪২৮৫৭১৪২৮৫৭১৪২৮৫৭......
  • naaree | 122.162.75.146 | ২৮ আগস্ট ২০১০ ১৫:৩৮461184
  • তোমরা আমারে দাবায়ে রাখতে পারবা না ...
  • hattimatimtim | 79.51.155.207 | ২৯ আগস্ট ২০১০ ২১:৩০461206
  • কন্যা সন্তান অভিশাপ না আশীর্ব্বাদ? যাদের এই নিয়ে বিন্দুমাত্র ভাবনা হয়, তারা অশিক্ষা ও অন্ধকারের গভীরে খাবি খাচ্ছেন। একটু ভেবে দেখুন, এদের সন্তান যদি হিজড়ে হয়ে জন্মায় এরা কি করবেন!
  • Tim | 173.163.204.9 | ৩০ আগস্ট ২০১০ ০১:০৩461056
  • ওপরের পোস্টটা আমার না। ঐ নামে আগে দুয়েকটা লেখাটেখা বেরিয়েছে আমার, তাই ডি: দিয়ে গেলুম আরকি।
  • kallol | 115.184.110.43 | ৩০ আগস্ট ২০১০ ০৭:০৮461067
  • হাট্টিমাটিমটিমের প্রশ্ন-টা খুব জরুরী। এটা নিয়ে কথা হোক। যদি মধ্যলিঙ্গের সন্তান জন্মায় তবে কি করবেন।
    আর একটা কথা। মধ্যলিঙ্গের নাম দেওয়া যায় না। হিজড়া নামটা গালাগালির সমার্থক হয়ে গেছে। সকলে ভাবুক না।
    যদিও এই টইটা চলুক। মহিলা সংরক্ষণ বিল নিয়ে যা নাটক হলো, তাতে এই টইটার মত প্রশ্ন থেকে আমরা কি খুব একটা উত্তরণ ঘটাতে পেরেছি?
  • arindam | 59.93.192.113 | ৩০ আগস্ট ২০১০ ০৭:১৭461078
  • উত্তরন না ছাই, এখনও কথায় কথায় শোনা যায়, অমুক বাবুর ছেলে নেই তো কী হয়েছে, মেয়েরাই ছেলের কাজ করল!!!
  • aka | 24.42.203.194 | ৩০ আগস্ট ২০১০ ০৭:২৩461089
  • কন্যা সন্তান কোথায় জন্মাচ্ছে তার ওপর ডিপেন্ড করছে আশীর্বাদ না অভিশাপ। আমাদের মতন প্রিভিলেজড ফ্যামিলিতে আশীর্বাদ অভিশাপ ইত্যাদি প্রশ্ন অবান্তর। কিন্তু অনন্যার প্রশ্নটা বোধহয় এই জাতীয় প্রিভিলেজড ফ্যামিলি নিয়ে নয়। যেখানে কন্যা সন্তান জন্মানোর সাথে সাথে বিয়ের সময় পণ দেবার কথা চিন্তা করতে হয় বা ভবিষ্যতের সন্তানের আয়ের নিশ্চয়তা ত্যাগ করতে হয় সেখানে কন্যা সন্তান আজও অভিশাপ। নইলে আর দুই মাসের মেয়ের মুখে গরম জল ঢেলে কেউ মেরে ফেলে? এই ঘটনাকে দুই ভাবে দেখা যেতে পারে এক, 'দেখেছো মহিলা কি অশিক্ষিত যে কন্যা সন্তানকে মেরে ফেললে'? দুই, 'আমাদের সামাজিক অবস্থান এমনই যে একজন মহিলা তার দেড় মাসের নাতনিকে খুন করতে বাধ্য হল'। আমি ব্যক্তিগত ভাবে দ্বিতীয় ভাবে দেখতে ভালোবাসি এবং মনে করি ভারতের বেশির ভাগ পরিবারে কন্যা সন্তান জন্মানো অভিশাপ।
  • aka | 24.42.203.194 | ৩০ আগস্ট ২০১০ ০৭:৩৩461100
  • এর সাথে ঔচিত্য গুলিয়ে ফেললে মুশকিল। পুরুষ এবং মহিলা দুজনের সমান অধিকার থাকা দরকার, কিন্তু তারও আগে এটা স্বীকার করা দরকার যে আজকের দিনেও তা নেই। যদি সমস্যা কি সেটা নাই জানলাম তাহলে কিসের সমাধান করব?

    যেহেতু কন্যা সন্তান জন্মানো ভারতের বেশির ভাগ পরিবারেই অভিশাপ তাই ধরে নেওয়াই যেতে পারে ভারতে কন্যা সন্তান জন্মানো অভিশাপ। এটা কি উচিত? না। কিন্তু তাবলে আজকের বাস্তবতাকে অস্বীকার করলে বালিতে মুখ ঢেকে থাকতে হয়। আমরা প্রিভিলেজড ক্লাসের লোকজন আত্মপ্রসাদ লাভ করতেই পারি যে আমরা কি লিবারাল তার সাথে বাস্তবের খুব বেশি যোগ টোগ নেই সে অনন্যার দেওয়া লিং গুলো দেখলেই বোঝা যায়।
  • pi | 72.83.80.105 | ৩০ আগস্ট ২০১০ ০৮:০৫461111
  • ক।
  • samran | 117.194.97.142 | ৩০ আগস্ট ২০১০ ০৯:২৪461122
  • আকাকে ক।
  • pi | 72.83.80.105 | ৩০ আগস্ট ২০১০ ০৯:২৬461126
  • সামরানদি, বাংলাদেশের কথা কিছু বলো না।
  • Samik | 122.162.75.11 | ৩০ আগস্ট ২০১০ ০৯:৩১461127
  • দিল্লির কথা বলি। হয় তো পুরোপুরি সাযুজ্য থাকবে না, তবুও।

    http://www.hindustantimes.com/She-gave-birth-died-as-Delhi-walked-by/Article1-593243.aspx

    গতকালকের হিন্দুস্তান টাইম্‌স থেকে। পেজ ওয়ানের প্রথম খবর।
  • samran | 117.194.97.142 | ৩০ আগস্ট ২০১০ ১১:১২461128
  • এখানে যেমন টেস্ট করে গর্ভের সন্তানটি কন্যা নাকি পুত্র সেটা জানা আইনত নিষিদ্ধ বাংলাদেশে সেটা নয়। বাংলাদেশে যে কেউ এই টেস্ট করাতে পারে, কন্যা নাকি পুত্র সন্তান জন্মাবে সেটা জানার জন্যে। ধর্মীয় রিতিতে ভ্রুণহত্যা পাপ বলে লোকে সাধারনত গর্ভের কন্যাসন্তানটিকে মেরে ফেলে না। বরং একটি পুত্রের জন্যে আট আটটি কন্যার জন্ম দেওয়া হয় এরকম পরিবারও আছে অনেক।

    তবে কন্যাভ্রুণকে মেরে ফেলা হয় না বলে এরকম ভাবার কোনো কারণ নেই যে কন্যা সন্তানটি নিজের মতো করে হেসে-খেলে বড় হচ্ছে, নিজের ইচ্ছে মতন পড়াশুনো করবে, চাকরি-বাকরি করবে, নিজের জীবন নিজের পছন্দ মতন কাটাবে। মেয়েটি কোনোরকমে বড় হয়ে গেলে তাকে বিয়ে দিয়ে দিলে হচ্ছে বাপ-মায়ের দায়িত্বমুক্তি। শিক্ষিত-অশিক্ষিত, উচ্চবিত্ত-মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, প্রায় সকলেরই কন্যাসন্তানটিকে নিয়ে প্রথম এবং প্রধান চিন্তা- বিয়ে দিয়ে "দায়মুক্ত' হওয়া।

    গত বছর ঢাকায় একটি বিয়েতে নেমন্তন্ন ছিল। বিয়েতে যেতে পারিনি, পরে গিয়ে বৌ দেখে এসেছিলাম। ছেলেটি খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বর্তমানে সিঙ্গাপুরে থাকে, পিএচডি করছে। যে মেয়েটিকে বৌ হিসেবে দেখলাম, তার বয়েস খুব টেনে টুনেও আঠেরো হবে না, ক্লাশ টুয়েলভের পরীক্ষা দিয়েছিল, তখনও রেজাল্ট আসেনি। মেয়েটিকে জিজ্ঞেস করেছিলাম, আর পড়াশুনো করবে না? বলেছিল, এরা তো বলেছে পড়াবে, জানি না কী হবে। বরকে ঠাটার ছলে বলেছিলাম, তুমি তো নাবালিকা বিবাহের দায়ে কেস খেতে পারো হে।

    ছেলের বাবা একটি স্কুলের প্রধান শিক্ষক, মাও একটি স্কুলে পড়ান। এবং মেয়েটির বাবাও একটি কলেজে পড়ান।

    ---------

    আরেকটি চেনা পরিবারের কথা।
    মেয়েটি সবে বি এ পাশ করেছে। বাড়িতে তার বিয়ের তোড়-জোড় শুরু হয়ে গিয়েছিল তার পরীক্ষার আগে থেকেই। আত্মীয়-স্বজনেরা আজ একটি তো কাল আরেকটি পাত্রের খবর দেয়। মেয়েটি আরো পড়াশুনো করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। তার বাবা বলেছেন, যথেষ্ট হয়েছে পড়াশুনো, আর দরকার নেই। তার মতে- মেয়েরা হচ্ছে গরুর মত। তাদেরকে খুঁটিতে বেঁধে দিতেই হয়, সেটা যত তাড়াতাড়ি বাঁধা হয় ততই মঙ্গল।
    পড়াশুনো মেয়েদের করতেই হয় নইলে ছেলে-মেয়েদেরকে পড়াশুনো করাবে কি করে, সংসার ই বা চালাবে কি করে। তার জন্যে বি এ পাশ অনেক বেশি। আর দরকার নেই।

    এটা মোটামুটি প্রায় সব পরিবারেরই ছবি। একটু এদিক আর ওদিক।

    ঢাকা, চট্টগ্রামে ছবিটা কোথাও কোথাও একটু অন্যরকম। জনসংখ্যা হিসেব করলে সেটা অবশ্য গোনায় আসবে না। আর সেই অন্যরকম ছবিরও খোঁজ খবর নিলে দেখা যাবে যে মেয়েটিকে কোথায় কোথায় এবং কতরকম যুদ্ধ করতে হচ্ছে বা হয়েছে।

  • Sags | 114.143.7.146 | ৩০ আগস্ট ২০১০ ১২:৫১461130
  • আমি কিন্তু যতদুর জানি, বেশ কিছু রাজ্যে এখনো প্রচুর dowry দিতে হয় - সে মেয়ে যদি লাখ টাকা কামায় তাহলেও।
  • kallol | 124.124.93.205 | ৩০ আগস্ট ২০১০ ১৪:০৭461131
  • গোটা উত্তর ও দক্ষিণ ভারত কন্যার জন্য বিতিগিচ্ছিরি পণ লাগে। উ:পূ:, প:ব:, উড়িষ্যা, গোয়ায় পণের ঝামেলা ঐ আকারে নেই। বাকিদের কথা জানি না।
  • dukhe | 122.160.114.85 | ৩০ আগস্ট ২০১০ ১৪:৩৬461132
  • পণ নেব না বলায় আমার এক বন্ধুর বিয়ে বাতিল হয়েছিল । পাত্রীপক্ষ গভীর সন্দেহ প্রকাশ করে বেচারাকে কাটিয়ে দিয়েছিলেন ।
  • Sags | 114.143.7.146 | ৩০ আগস্ট ২০১০ ১৪:৪২461133
  • হ্যাঁ, অন্ধ্রে এমনকি কোটি টাকা অবধি দেওয়া হয় বলে শুনেছি - কিছু সম্প্রদায়ে এবঙ্গ কিছু প্রোফইলের পাত্রদের জন্যে। এই ব্যাপারটার অর্থনৈতিক যুক্তি আমি পাইনা।
  • hattimatimtim | 79.51.155.207 | ৩০ আগস্ট ২০১০ ১৫:৩২461134
  • সেইসব মানুষেরা, যারা কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র মনে করেন, এইরে এর বিয়ে কি করে দেব, বিয়ের পণ কোথা থেকে যোগাড় করবো আর এ কি উপদ্রব এসে জুটলো পরিবারে! সেই মহোদয়গনদের অনুরোধ করবো, মেয়েদের বিয়ের ব্যাপারটা মেয়েদের উপরই ছেড়ে দিন, দেখবেন ঠিক তারা নিজেদের পথ নিজেরাই তৈরী করে নিয়েছে।

    আর হয়তো অনেক বেশী সুখ খুজে পেয়েছে তার থেকে যা আপনারা পণ দিয়ে বিয়ে দিয়েও এনে দিতে পারতেননা। কাজেই একটি নারীকে তার নিজের মত বাচতে দিন, আর নিজে বাচুন, পণের কথা ভেবে অযথা রাতের ঘুম
    নষ্ট না করে। কন্যাসন্তান যদি অভিশাপই হবে, সেই কন্যাকে জন্ম দিতে যে আর এক কন্যার সাহায্য নিতে হয়েছিলো, তার কি হবে? নাকি সেখানে আদিম প্রাকৃতিক শারীরিক চাহিদার কথা ভেবে প্রশ্নটাকে এড়িয়ে যাবেন?
    আর পুত্রসন্তান সম্বন্ধে আপনাদের মতামত কি?আশীর্ব্বাদ না অভিশাপ? আমার জানা পুত্রসন্তানদের একটা বিরাট লিসট্‌ দিতে পারি যারা নিজ বাবামায়েদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ী থেকে বের করে দিয়েছে বা অসহায় অবস্থায় মাবাবাদের রেখে গাত্রোত্থান করেছে। জানেন কত পুত্রসন্তান মাদকে আসক্ত?(চলবে)
  • kallol | 124.124.93.205 | ৩০ আগস্ট ২০১০ ১৭:২৮461135
  • হাট্টিমাটিমটিম - আপনার তঙ্কÄটি বাঙ্গালী শহুরে মধ্যবিত্ত/উচ্চবিত্ত পরিবারের জন্য আদর্শ। আজকাল প্রায় সকলেই তাই করেন। এতে সময়, চিন্তা ও অর্থ সবেরই সাশ্রয় হয়। অনেকেই আজকাল বিয়ে বৌভাত না করে একটাই অনুষ্ঠান করেন।
    কিন্তু অন্য কোন বর্গে এটা খাটবে না। যেখানে মেয়েদের শিক্ষা বলতে বড়জোর ৮ ক্লাস পর্যন্ত, যেখনে মেয়েরা মনে করে, কোন ছেলে তাকে ছুঁয়ে দিলে সে গর্ভবতী হয়ে যাবে (কথাটা শুনতে খুব বাড়াবাড়ি শোনাচ্ছে - কিন্তু আমি নাচার), যেখানে একটা মেয়েকে প্রতিনিয়ত মনে করিয়ে দেওয়া হয় সে তার পরিবারের বোঝা মাত্র - সেখানে ঐ তঙ্কÄটি খাটে না। সেখানে মেয়েরা ভয়ে/লজ্জায় যে কোন ছেলেকে (যে একটু ছদ্ম সহানুভুতি দেখাতে পারার মতো চালু)বিয়ে করে ফেলবে। তারপর - কোন বাগানের গাছে কোথায় সে হয়ে যাবে ফুল।
    যৌন কর্মীদের সংখ্যা কি এমনি এমনি বাড়ে?
  • Sags | 114.143.7.146 | ৩০ আগস্ট ২০১০ ১৭:৫৭461136
  • কিন্তু কল্লোলবাবু যারা এক কোটি টাকা দিচ্ছে তারা তো উচ্চবিত্ত। তাদের মেয়ে তো ভালো জায়গায় পড়াশুনা করেছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে। সেই পরিবার সমাজের উপরতলায়। তার পরেও কেন পণ দিতে বাধ্য হচ্ছে। এই ব্যপারটা আমি বুঝতে পাড়িনা।
  • hattimatimtim | 79.51.155.207 | ৩০ আগস্ট ২০১০ ১৮:২১461137
  • সেইজন্যই চলবে লিখেছি। আরও লিখবো! be patient! আর ছুয়ে দিলে গর্ভবতী হয়ে যাবে ভাবে, এমন মেয়ে আছে? even an illiterate girl could teach you/us how to prevent pregnancy. So, please save your words for further conversations. আর নাচার হয়ে লাভ নেই। আদিবাসীরাও জানে কি ভাবে pregnancy বন্ধ করতে হয়। believe me. Thanks anyway for your participation.
  • hattimatimtim | 79.51.155.207 | ৩০ আগস্ট ২০১০ ১৮:২৪461138
  • Sags ঠিক তাই। এই জন্যই অশিক্ষা আর অন্ধকারের কথা বলেছিলাম। ধন্যবাদ।
  • kallol | 124.124.93.205 | ৩০ আগস্ট ২০১০ ১৮:৫৭461139
  • হাট্টিমাটীমটিম - হ্যাঁ আছে। বাংলাদেশে পোশাক তৈরীর কারখানায় কাজ করে। আমার ঢাকার বন্ধুরা কাজ করছিলো শ্রমজীবী মেয়েদের বয়:সন্ধিকালীন সমস্যা নিয়ে। তাতে এই রকম আরও নানান অদ্ভুত সব তথ্য উঠে আসে, যা বিশ্বাস করতে কষ্ট হয় , কিন্তু সত্যি।
    আর, আদিবাসীদের সাথে অন্যদের তুলনা করবেন না। ওদের মুল্যবোধ, কৃষ্টি এতই আলাদা যে তুলনা চলে না।

    স্যাগস - আমি প্রথমেই আমার বর্গ বেঁধে দিয়েছি বাঙ্গালী শহুরে মধ্যবিত্ত/উচ্চবিত্ত। তার বাইরে নিম্নবিত্ত/মধ্যবিত্ত/উচ্চবিত্ত বাড়ির মেয়েদের হালত ঐ রকমই। বাঙ্গালী অবাঙ্গালী নির্বিশেষে।
  • pi | 72.83.80.105 | ৩০ আগস্ট ২০১০ ১৯:০১461141
  • অন্যান্য শহরে তো এটা নর্ম ই হয়ে গেছে। এই এত্ত এত্ত পণ দেওয়ার ব্যাপারটা। এটাকে খারাপ বলেই ধরা হয় না ! এক বাঙালী ছেলের সাথে এই তেলগু কন্যার বিয়েতে তার আত্মীয় স্বজনের তো কী অশান্তি ! ছেলে কেন পণ নেবে না, নির্ঘাত গণ্ডগোল হ্যাজ। ঐ দুখেদা বর্ণিত কেস আর কি।
    তবে, প: বঙ্গে এরকম মান্যতা দিয়ে রমরমা না থাকলে পণ সংক্রান্ত মৃত্যু এত বেশি ক্যানো ? আর সেটা নাকি বাড়ছেও !
    এখানে ১১৭ পাতায় কলকাতা বাদে বাকি জায়গার কিছু পরিসংখ্যান আছে।
    http://books.google.com/books?id=LV7LCdtl5_EC&pg=PA117&dq=west+bengal+dowry+death&hl=en&ei=8aJ7TIz3OsK78gbGiIHiBg&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCkQ6AEwAA#v=onepage&q=west%20bengal%20dowry%20death&f=false

    তবে প:বঙ্গে গ্রামের দিকের অবস্থা যা শুনেছি, তা অন্যান্য রাজ্যের থেকে সত্যি বোধহয় আলাদা কিছু না। ছেলের আলুর দোকান থাকলে রেট ৫০,০০০ প্লাস বাইক প্লাস ফ্রিজ প্লাস ... এগুলো স্বকর্ণে শোনা, তাও বেশ কিছু বছর আগে। মানে বর্তমান রেট বেশি বই কম হবেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন