এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কন্যা সন্তান-- আশীর্বাদ না অভিশাপ

    Ananya
    অন্যান্য | ২৭ আগস্ট ২০১০ | ৩৮৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.80.105 | ৩০ আগস্ট ২০১০ ১৯:০৫461142
  • পণ সংক্রান্ত আত্মহত্যায় প:বঙ্গ দ্বিতীয় স্থানে !

    According to data complied by the National Crime Records Bureau (NCRB), a total of 2,276 female suicides due to dowry disputes were reported in 2006 that is six a day on an average, while the figure was 2,305 in 2005. In 2004, at least 2,585 such cases were registered across the country.
    Statistics suggest that Madhya Pradesh topped the list for the fourth time with 585 cases, accounting for one-fourth of the total number of such suicides last year in the country. West Bengal was second with 445 cases and Uttar Pradesh third with 314 cases. The national capital was seventh with 69 cases.

    http://www.articlesbase.com/national-state-local-articles/dowry-death-538040.html#ixzz0y60ehxTa
    Under Creative Commons License: Attribution

  • kallol | 124.124.93.205 | ৩০ আগস্ট ২০১০ ১৯:১০461143
  • হাট্টিমাটীমটিম ও স্যাগস - আমি ঠিক জানিনা, বাঙ্গালী শহুরে মধ্যবিত্ত/উচ্চবিত্তদের বাইরে কতজনের পরিবারকে আপনারা কাছ থেকে দেখেছেন।
    আমি বিহারে, দিল্লীতে, ব্যাঙ্গালোরে খুব কাছ থেকে দেখেছি। মেয়ে ইঞ্জিনিয়ারিং করেছে। কিন্তু বন্ধুদের সাথে সিনেমা দেখার অনুমতি পায় না।
    বিয়ের আগের দিন মেয়েটির জন্মদিন। ওরা তামিল। তাই বিয়ের আগের দিন সকাল থেকে বর এসে গেছে। সারাদিন অনুষ্ঠান চলবে। পরদিন সকালে বিয়ে। তা পাত্রপক্ষ সকালে একটা বড় কেক নিয়ে এসেছে। মেয়েকে 'সারপ্রাইজ' দিতে। মেয়েটি কেক কাটলো। আমরা যারা বিন্দাস পাবলিক খুব হৈ হৈ করে হবু বরকে খাওয়াতে বললাম। সেটা কোন পক্ষই অনুমোদন করলেন না। এটা উচ্চবিত্তদের চিত্র। পাত্র পাত্রী দুজনেই ইঞ্জিনিয়ার।
    এটাই নাকি ভারতীয় সংষ্কার।

  • pi | 72.83.80.105 | ৩০ আগস্ট ২০১০ ১৯:১৩461144
  • even an illiterate girl could teach you/us how to prevent pregnancy. So, please save your words for further conversations.

    হাট্টিমাটিম, আমিও জানিনা, আপনি ক'জনকে দেখে এই কথাটা বল্লেন।
  • kallol | 124.124.93.205 | ৩০ আগস্ট ২০১০ ১৯:৫০461145
  • এবারে সেই মেয়েটির বা সেই সব মেয়েদের আতঙ্কটা বোঝার চেষ্টা করুন, যারা মনে করে কোন ছেলে তাকে ছুঁয়ে দিলে সে গর্ভবতী হয়ে পরবে। সেই মেয়েটা একটা পোষাক তৈরীর কারখানায় কাজ করে, যেখানে আরও অজস্র ছেলেও কাজ করে।
    হয়তো তার এই ধারনা কয়েক মাসের মধ্যেই ভেঙ্গে যাবে। কিন্তু যতদিন না ভাঙ্গছে, ততদিন কি আতঙ্কের মধ্যে তাকে কাজ করতে হবে - সেটা ভাবার চেষ্টা করুন।
  • roks | 203.110.246.22 | ৩০ আগস্ট ২০১০ ২০:০৫461146
  • আম্মো গপ্পো বলবো। আই আই টির এম টেক, গাজিয়াবাদের কোনো কলেজ থেকে বি টেক, বাড়ি এলাহাবাদ। বেশ "অবস্থাপন্ন'। কলেজে নিজের থেকে এক বছরের জুনিয়র একটি মেয়ের সাথে আড়াই-তিন বছরের প্রেম। বাড়ির লোক বিয়ের তোড়জোড় করছে। শেষ পর্যন্ত কেটে গ্যালো সম্পর্ক, কারণ, ছেলের বাড়ি পঁচিশের কমে নামবে না, আর মেয়ের বাড়ি পনেরোর বেশী পারবে না। ছেলেটি হপ্তাখানেক দুখী মুখ করে ঘুরে বেড়ালো, তারপর আবার ওর্কুট করে নতুন মেয়ে তুলতে নামলো।
    ও, হ্যাঁ! মেয়েটি ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছে; এখন, যদ্দূর মনে পড়ে, কির্লোস্কারে আছে।
  • a x | 143.111.22.23 | ৩০ আগস্ট ২০১০ ২১:১৪461147
  • ইলেক্ট্রিকাল ও কির্লোস্কার ইত্যাদি হয়েও মাত্র ১০ আর এগোতে পারলনা?
  • hattimatimtim | 79.51.155.207 | ৩০ আগস্ট ২০১০ ২১:৪৬461148
  • কল্লোল বাবু, মেয়েরা যে অসহায় এ ব্যপারে অমার কোন দ্বিমত নেই। আর এই জন্যই এখানে লেখা শুরু করেছিলাম। আপনি নিশ্চয় আমার লেখা পড়ে সেটা বুঝেছেন। আর আমি pregnancy'র ব্যাপারে যা বলেছি, তা ধ্রুব সত্যি। আপনারা সেটা ভালো করেই জানেন। যাইহোক, আলোচনা করার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
  • kallol | 115.184.26.129 | ৩০ আগস্ট ২০১০ ২২:০৩461149
  • আমিও যা বলেছি তাও ধ্রুব সত্যি। কিন্তু আপনার জানার বাইরে।
    ধন্যবাদ দেবার জন্য ধন্যবাদ।
  • hattimatimtim | 79.51.155.207 | ৩১ আগস্ট ২০১০ ০০:০১461150
  • আমার জানার বাইরে অনেক কিছুই আছে। তাই প্রচন্ড ক্ষুদা নিয়ে সবসময় শেখা ও জানার চেষ্টা করি। আর তাতে খুব আনন্দ। এখানে কাউকে অপমান বা তর্ক করতে আসিনি। শুধু আলোচনা করতে চেয়েছিলাম। আর তাই করবো। অযথা রেগে যাবেননা। তাতে কোন লাভ নেই আখেরে। ভালো থাকুন আর ভালো হোক এই কামনা করি।
  • roks | 203.110.246.230 | ৩১ আগস্ট ২০১০ ০০:১৫461152
  • অক্ষদারে কইছি, বুইলাম না। কোচ্চেনডার কি কুন গভীর অর্থ হ্যাজ? আমি যে গপ্পোডা কয়েছি, সেটি ঐ পুং প্রবরের ভার্শন।
  • a x | 143.111.22.23 | ৩১ আগস্ট ২০১০ ০০:২৮461153
  • মেয়েটি সাপোসেডলি শিক্ষিত, চেতনা সম্পন্ন, অর্থনৈতিক ভাবে স্বাধীন, ইত্যাদি হওয়া সঙ্কেÄও তার বাড়ির লোক এবং সে পনেরো অবধি উঠে দর কষাকষি চালালো কি ভেবে ঐ প্রশ্ন। তার বহু আগেই পিছিয়ে আসা, পুংপ্রবরের পশ্চাতে তিন ঘা এবং পুলিশে খবর দেওয়ার কথা।
  • roks | 203.110.246.230 | ৩১ আগস্ট ২০১০ ০০:৩৬461154
  • এগুলান আমারো মনের কথা। সত্যি বলতে কি, আমি হিন্দি গালাগালিতে তেমন পটু নই, নাহলে খানকয়েক দিতে পারতাম।
    তবে, আরো যা যা জিনিষ দেখছি :(
  • pi | 128.231.22.87 | ৩১ আগস্ট ২০১০ ০০:৪৬461155
  • ছেলেটাকে অক্কুট প্রোফাইলের আইডিয়াল ম্যাচে পঁচিশের ক্রাইটেরিয়াটা দিয়ে রাখতে বলিস :)
  • kc | 89.203.49.18 | ৩১ আগস্ট ২০১০ ০১:০৬461156
  • প:বঙ্গে পণপ্রথা চলে না? মাই ফুট।
    পাত্র স্কুলের প্যারাটিচার, মুর্শিদাবাদে বাড়ি, হ্যাঁ অক্কুট নয় ফেসবুকে প্রোফাইল আছে। বাবাও স্কুল শিক্ষক, আবার বামপন্থিও। ছেলের বিয়ে ঠিক কল্লেন। সদ্য দোতলায় ঘর বানিয়েছেন, খাট ড্রেসিং টেবিল, আলমারিতো লাগবেই, কিন্তু সেগুলো হতে হবে মালয়শিয়ান কাঠের, স্টাইল স্পা ব্র্যান্ডের। ফ্ল্যাট স্ক্রিন টিভি, নীচে রান্নাঘরের ফ্রীজ পুরোনো হয়ে গেছে সেজন্য ডাবল ডোরের ফ্রীজ, আর একটা ১টনের শি্‌প্‌লট এসি (ব্র্যান্ডটাও বলে দিয়েছেন) আর ৫০ টা নমস্কারি শাড়ি আর বরযাত্রি যাওয়ার বাসের বন্দবস্ত করার আর্জি রেখেছেন। পাত্রীপক্ষ মেনেও গেল, জিজ্ঞাসা করাতে বললেন এঁরা তো খুব ভালো, ক্যাশ চায়নি।
  • pi | 128.231.22.87 | ৩১ আগস্ট ২০১০ ০১:৩২461157
  • এইরকম ক্যাশলেস কাইন্ডবেসড পণ কনসিডার করলে প:বঙ্গে বোধহয় এভরি আদার ঘরে পণের উদা: পাওয়া যাবে। ডাউরি ডেথে প:বঙ্গের এত উচ্চে স্থান দেখে প্রথমে চমকালেও পরে মনে হয়েছে, ঐ কেসিদা কথিত কেস এত আছে, তাতে এ আর আশ্চর্য কি !
  • kallol | 115.242.237.213 | ৩১ আগস্ট ২০১০ ০৭:২৪461158
  • হাট্টিমাটিম - এখন আর রাগ করিনা। কষ্ট হয় যখন দেখি So, please save your words for further conversationsএর মতো বাক্যবন্ধ উঠে আসে, শুধু না জানা থেকে। আপনি পরে লিখেছেন ""আমার জানার বাইরে অনেক কিছুই আছে......' আমরা ভদ্রলোকেরা এসব কথা বলে এবং লিখেই থাকি। পোলিটিকালি কারেক্ট থাকতে হবে তো! সত্যি তাই মনে করলে উপরের ইংরাজি উপদেশটি দেওয়ার আগে কিঞ্চিত ভাবতেন - এমনটা তো হতেও পারে।
    যাই হোক। আমি আপনাকে আঘাত করলাম হয়তো, ঐ 'পোলিটিকালি কারেক্ট থাকা' নিয়ে লিখে। ক্ষমা করবেন। আমার ভিতর আমায় লিখতে বললো, ক্ষমা চাইতেও।
  • Samik | 122.162.75.178 | ৩১ আগস্ট ২০১০ ০৯:৪৪461159
  • টিসিএস, টিসিএস। পাত্র বাঙালি, পাত্রী প্রবাসী বাঙালি। ভাবী শ্বশুর পয়সাওলা, ক্যাশলেস স্কিমে নতুন দম্পতির সংসার সাজিয়ে দেবেন বলেছিলেন। বর তার বদলে পয়সা চেয়ে নিল, দিল্লিতে ফার্নিচার অনেক শস্তায় পাওয়া যায় কিনা! ;-)
  • de | 59.163.30.2 | ৩১ আগস্ট ২০১০ ১১:০৩461160
  • একটা সময় গলা ফাটিয়ে তক্কো করতাম এগুলো নিয়ে -- এখন আর ইচ্ছে হয় না, একটাই শুধু কথা মানি - কিচ্ছু বদলাবে না যতদিন মেয়েরা নিজেরা বদলাবে, অন্যভাবে ভাবতে শিখবে -- কোনোকিছুকে চেঞ্জ করার দরকার নেই, আমাদের নিজেদেরই অনেক পরিবর্তন দরকার। এখনো প্রচুর মেয়ে আছে যারা বাবা-মায়ের পয়সায় শিক্ষিত হওয়ার পরেও সেই বাবা-মার থেকেই বিয়ের সময় নানা জিনিসের আবদার করে। তথাকথিত শিক্ষিত হয়েও নিজের পায়ে না দাঁড়িয়ে সুখী গৃহকোণ বেছে নেয়। এই "গৃহবধু-টাইপ" স্পিসিসটা যতদিন না এক্সটিংট হচ্ছে, ততদিন কিচ্ছু বদলাবে না! পণ ততদিনই লোকে নেবে, যতদিন মেয়েরা বা তাদের বাড়ির লোকেরা তা দেবে --

    ডি: এটা তথাকথিত আলোকপ্রাপ্তাদের জন্যই বলা -- umbra/penumbra-তে থাকা মেয়েদের কথা ছেড়েই লিখলাম। এই অংশটাও যদি না বদলাতে পারে তবে বাকিদের জন্য আশা করা বৃথা!
  • pi | 72.83.80.105 | ৩১ আগস্ট ২০১০ ১১:১৩461161
  • গৃহবধূ হতে চাওয়ার সাথে পণ দেওয়া নেওয়ার কী সম্পর্ক ? সুখী গৃহকোণে গৃহবধূদের বুঝি কোন কাজ করতে হয় না ? আর বাইরে কোনো কাজ না করলে সংসারের আয়ের উপর কোনো অধিকার থাকে না ?
  • de | 59.163.30.2 | ৩১ আগস্ট ২০১০ ১১:২৭461163
  • প্রোটোটাইপ কোশ্চেন!!

    সুখী গৃহকোণের কাজের সাথে বাইরের (র‌্যাদার, ঘরে + বাইরে) লড়াইয়ের তফাত আছে -- এটার চেয়ে বেশী বলার সময় নেই এখন,

    যাঁরা বাধ্য হন গৃহকোণে থাকতে আর যাঁরা এসকেপিস্টের মতো সেটাকেই অপ্ট করেন -- তফাত আছে তাঁদের মানসিকতারও!
  • pi | 72.83.80.105 | ৩১ আগস্ট ২০১০ ১১:৩২461164
  • এটাও তো প্রোটোটাইপ উত্তর হয়ে গ্যালো !

    গৃহবধূ মানেই হয় বাধ্য হয়ে থাকা, নইলেই এসকেপিস্ট মানসিকতা ?

    ন্যানি হয়ে অন্যের বাচ্চাকে রেখে উপার্জন করলে কাজ, নিজের সন্তানের জন্য সেই কাজ করতে হলে সেটা কোনো কাজ না ? তার জন্য সাংসারিক উপার্জনে কোনোরকম অধিকার জন্মায় না ?
  • hattimatimtim | 79.51.155.207 | ৩১ আগস্ট ২০১০ ১১:৩৩461165
  • কল্লোল বাবু, ঐ বাক্যটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। আলোচনাটা আরও অনেকদূর গড়াবে ভেবে বাক্যের সাশ্রয়ের অনুরোধ করেছিলাম। অজান্তে আঘাত করার জন্য আমি দু:খিত। it wasn't a shout, i assure you.
  • dukhe | 122.160.114.85 | ৩১ আগস্ট ২০১০ ১১:৩৪461166
  • দূর দূর । এসকেপিস্ট তো তারা - যারা বাড়িতে গরমে সেদ্ধ হবে না বলে ঠাণ্ডা আপিসে চাকরি করতে আসে । এই যেমন আমি ।
  • pi | 72.83.80.105 | ৩১ আগস্ট ২০১০ ১১:৩৭461167
  • আর উপরে রোকেয়ার দেওয়া উদাহরণটি দ্রষ্টব্য। পাত্রী কিন্তু কর্মরতা :)
    এরকম কেস গুচ্ছ গুচ্ছ আছে !
  • kallol | 124.124.93.205 | ৩১ আগস্ট ২০১০ ১১:৪০461168
  • হাট্টিমাটিমটিম - তোমায় মস্তো একটা কোলাকুলি। কখনো হয়তো দেখা হবে কোথাও না কোথাও। তখন আড্ডা হবে। তোমায় গান শোনাবো।
  • de | 59.163.30.2 | ৩১ আগস্ট ২০১০ ১১:৪৯461169
  • পণের ব্যাপারে শুধু গৃহবধুদের কথা বলিনি -- শিক্ষিতা+কর্মরতারাও ঐ জিনিসপত্র আদায়ের কম্মোটি বাবা-মায়ের উপর চাপ দিয়ে করে থাকেন -- এ'রম আমারো ভূরি-ভূরি দেখা আছে!

    আমার টার্গেট(!) শুধু গৃহবধু -- এরকম মনে হলো নাকি লেখাটা থেকে?
  • de | 59.163.30.2 | ৩১ আগস্ট ২০১০ ১১:৫৫461170
  • *বধূ , সরি!
  • hattimatimtim | 79.51.155.207 | ৩১ আগস্ট ২০১০ ১১:৫৬461171
  • ইয়ে হুয়ি না বাত! অনেকদূর থেকে আমার শুভেচ্ছা পাঠাচ্ছি। আর নিশ্চয় কখনো দেখা হবে। আর গান শোনাবেন? ধন্যবাদ রইল। শশশশশশ.............আমি তবলা বাজাবো। ভালো থাকুন।
  • Raj | 202.79.203.59 | ৩১ আগস্ট ২০১০ ১২:১৪461172
  • বাঙালি পণপ্রাপকদের সাথে অন্যদের একটাই মাত্র পার্থক্য আছে

    বিহার-ইউপি-দক্ষিণীরা বলে গর্ব সো কহো , বেশ করেচি ইয়ে করেছি করবই তো ইত্যাদি ইত্যাদি

    বাঙালি প্রাপক তার ওপর একটা ছাঙোছকিতিক প্রলেপ দ্যান এই বলে " আমরা তো ওসবের খুব বিরোধী , কিচ্ছু দাবি নেই , মেয়ের মা-বাবাই খুব ভালবেসে ওসব দিল" এইসব আর কি

    প্রণামির কাপড় দুটো কম পড়েছে বলে ""প্রগতিশীল"" অধ্যাপক নতুন বউকে বৌভাতের দিন অপমান করলেন এই কদিন আগেও দ্যাখা । দেখে দেখে সব ঘেন্না ধরে গ্যাছে , বেশি কিছু বলতেও আজকাল ইচ্ছে হয় না।
  • kallol | 124.124.93.205 | ৩১ আগস্ট ২০১০ ১২:৩৫461174
  • ঘেন্না ধরে লাভ নেই। কিছু কথা বলে যেতে,যেতে,যেতেই হয়। বার বার আত্মীয়-বন্ধু-পুত্র-কন্যা-সহধর্মিনী-বাসে-ট্রামে যেকোন জায়গায় সুযোগ পেলেই বলে যেতে হয় ধর্মযাজকের মতো তিতিক্ষা নিয়ে।
    পণ নেওয়া, ঘরোয়া কাজের মানুষের সাথে সম্মানজনক ব্যবহার করা, অন্যের মতকে শ্রদ্ধা করা - এসব বলে যেতে যেতে যেতে যেতেই হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন