এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কন্যা সন্তান-- আশীর্বাদ না অভিশাপ

    Ananya
    অন্যান্য | ২৭ আগস্ট ২০১০ | ৩৯০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sags | 114.143.7.146 | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৩:৩৫461080
  • আমার বাবা পনের ঘোর বিরোধী - আমাকে বেশি নাক গলাতে হয়নি। গলালে হয়তো কেটে দিতেন। কোনো আসবাব নেই। তবে সামর্থ অনুযায়ী বাকি কিছু কিছু হয়েছিলো। তবে খাওয়াটা ভালো করে এন্‌জয় করতে পারিনি - নিজের বিয়ের এটাই পবলেম।

    হুকোবাবু, এখন কোল্ট চাইলে মাওবাদী ভাবতেন - তারপরে ডিপেন্ড করতো তিনি স্থিকাবু না পকাবু।
  • bb | 117.195.163.117 | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৪:০৯461081
  • @Santanu কয়েকদিন আগেই একটি লেখা পড়ছিলাম পশ্চিমদেশে বাবা মা ছেলেদের জন্য উত্তরাধিকার সুত্রে কিছু রেখে যান না, এটাই দস্তুর। আমাদের দেশেও ধীরে ধীরে একই প্রকার ব্যবস্থা হবে।
  • de | 59.163.30.3 | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৬461082
  • খাট শুনে মনে পল্লো -- আমার মেয়ে হওয়ার আগে অব্দি খাট কিনে উঠতে পারিনি, হাসপাতাল থেকে ফিরে একেবারে মা-মেয়ে খাটে শুয়েছিলাম :)), আমার কিন্তু এখনো মাটিতে গদি পেতে শোয়াই বেস্ট লাগে!

  • Raj | 202.79.203.59 | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৬461083
  • দে :-) আমারো গুরুগেরামে ঐ একই অবস্থা - মন্দ লাগে না
  • aka | 168.26.215.13 | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৮:১৭461084
  • আমার শ্বশুরমশাই লোকটি বড় ভালো, জামাই যাতে মেয়ের ওপর বেশি অত্যাচার টার না করে তাই ফি বছর অনেক কিছু দেন টেন (আমি মনে করি মেয়ের অত্যাচারে পীড়িত জামাইকে একটু মেটিরিয়ালিস্টিক রিলিফ দেন)। দেদার জামাকাপড় দেন, ভ্যান হুসেনের শার্ট, হাসপাপিজ জুতো, লুই ফিলিপের প্যান্ট, ডিজাইনার পাঞ্জাবী মানে এখনও অবধি যা কিছু ব্র্যাণ্ডেড জিনিষ সবই ওনার দেওয়া। আমি তো দিব্যি ওয়েট করে থাকি কবে দেশে যাব আবার একপ্রস্থ পণ পাওয়া যাবে। বিয়েটা একবার করে ফেললেই হল তারপর অ্যানুয়িটির মতন জিনিষপত্তর পাওয়া যায়।
  • M | 59.93.194.195 | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৯:২২461085
  • আমিও খুব দে-র মতো হতে চেয়েছিলাম,খুব ভালো লাগলো দে-র কথা শুনে, কিন্তু যখন আমায় বিয়ে দেওয়া হলো তখনো নিজের অধীনে আসিনি আর কখনোই এলাম ও না, তাই আমার মত কে জোর করে প্রতিষ্ঠা করতেও পারলাম না।

    পরের ছেলেটা সব আসবাব বানিয়ে বাবাকে দেখিয়ে বলেছিলো, দেখলেন তো সবই বানিয়ে নিয়েছি, কিচ্ছু দেবেন না যেন, তার মা কেবল নমস্কারির কথা তুলেছিলো সে সেটাও বাদ দিয়ে ছিলো। আমার অবশ্য দেনাপাওনা গল্প খানিকটা হয়ে গেসলো তার আক্রোশে। তবে বাবাও তক্কে তক্কে যা যা নেই দেখে ফেলেছিলো তাই তাই কিনে দিয়েছিলো আমাদের প্রচুর বারন সঙ্কেÄও।

    কিন্তু যখন আমি আমার ছোট্ট ফ্ল্যাটে এলাম তখন সব আমার বরের করা জিনিস দিয়েই সাজিয়ে নিলাম। তবে এই আর কি কখন ও বাবা, কখন ও বরের।বাবার দেওয়া গয়না আর ফেরত দেওয়া হয়নি যদিও।

    আর ছুটির বর তো যা যা ওর বাড়ী থেকে দিয়েছিলো সব গিয়ে ফেরত দিয়ে এসেছিলো।
  • M | 59.93.194.195 | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৯:২৪461086
  • ও হ্যাঁ, ভাই ও কিছু নেয় নি।
  • jenekaajnei | 79.51.155.207 | ০১ সেপ্টেম্বর ২০১০ ১৯:৫১461087
  • একটা সামাজিক সমস্যা নিয়ে আলোচনা ছেড়ে আপনারা কি পণ নিয়েছিলেন, আর কি করে বিয়ে করেছিলেন তার ফিরিস্তি কে চেয়েছিলো ভায়া? অনন্যাদেবী একটা ভালো বিষয় প্রস্তাব করেছিলেন............. আর এনারা এখানে মস্করা করতে এসেছেন। ইয়ার্কি করতে করতে তো একদিন বুড়ো হয়ে যাবেন।
  • aka | 168.26.215.13 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:০০461088
  • বুড়ো হব কি ভায়া? হয়ে গেলাম তো। এটা কি হাট্টিমাটিম না? নেন শুরু করেন সিরিয়াস আলোচনা।
  • Hukomukho | 198.184.5.252 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:০৪461090
  • আরে অরুপ বাবু যে ?? তা রাগ করেন কেন ? গুরু তে আলোচনা করে আজ অবধি কোন কিছু সলভড হয়েছে ?? যাই হোক আপনি দু চার পয়সা ছাড়ুন না মহায়। আমরা একটু শুনি। স্বাধীনতা সংগ্রামের সাথে সাথে এটাও একটু চলুক
  • rimi | 168.26.215.135 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:২৩461091
  • একেবারে ঠিক কথা। আমি একদম ইয়ার্কি মারি না বলেই বুড়ো হলাম না আজ অবধি :-))
  • thikdhorsen | 79.51.155.207 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:২৯461092
  • কিরম হাসাইলাম? আমার জানাই আসিলো আমারে এই বুইড়া পোলাপান গুলি পাকড়াও করবে। তো স্বাধীনতা নিয়া কেউ আগাইলেননা কেন্‌? ফালতু কতা কইসিলাম? যাই হোক , বিয়ার খাট্‌ নিয়া যত্ত খুশি পাসন গান, খাটের উপর কি করেন সেইডা নিয়া আবার গল্প শুরু কইরেননা। আর হ, ঐডাই আমার শুভনাম।
  • Ananya | 199.133.19.212 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:৪০461093
  • এই বিয়েতে পন নেওয়া, নমস্কারী তখন ই বন্ধ হবে যখন ছেলে রা বিয়ের সময় আসবাব, পন, সব কিছু মেয়ে এর বাবা এর থেকে নিতে অস্বীকার করবে।

    অবশ্যই অনেক মেয়ে রা আছে যারা নিজে রাই এই গুলো দিতে তাদের বাবা দের বাধ্য করেন। তাদের জন্য কিন্তু কোন সহানুভুতি নেই।

    Pi
    একটা কথা ঠিক অনেক সময় মেয়ে রাই মেয়ে দের শত্রু হয়। বিয়ের সময় নতুন বৌ কে কথা শোনানো অনেক টা র‌্যাগিং করার মত, আমি আমার বিয়ের সময় আমার শাশুড়ি এর থেকে এত কথা শুনেছি, এখন আমি শাশুড়ি তাই এখন আমি ও কথা শোনাবো। এই রকম মনোভাব থাকে অনেক সময়।

    আজকাল একটা কথা খুব শোনা যায়, "আমার মেয়ে ই ভালো, মেয়ে রাই আজকাল ছেলের কাজ করে"। মানে মেয়ে হওয়া ভালো কারন সে ছেলে এর কাজ করে। শুধু মেয়ে হিসেবে মেয়ে হওয়া নয়।

    এটা জেনে ভালো লাগলো যে গুরু তে অনেকে আছেন যারা পন প্রথা, বিয়ের সময় মেয়ে এর বাড়ি থেকে জিনিস নেওয়ার বিরোধী। কিন্তু এর বাইরে একটা বিশাল সংখায় মানুষ আছেন যারা মনে করেন এটা খুব ই স্বাভাবিক ব্যাপার, এবং এটা ই রীতি।
  • Samik | 122.162.75.212 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:৫০461094
  • এবং তাঁরা গুরু পড়েন না। সুতরাং গুরুর পাতায় এই নিয়ে আলু-চানা করে বিশেষ কোনও লাভ আছে কি?
  • Hukomukho | 198.184.5.252 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:৫৪461095
  • অরুপ কান্তি দাস ইটালি থেকে , এই তো ?? আরে মশাই ওটা ধরায় কোন বাহাদুরি নেই , ওটা যে কেউ করতে পারে, আপনার লেখার প্রতি সম্পুর্ণ শ্রদ্ধা রেখে বলছি , আপনি লিখুন না হাত খুলে মন খুলে স্বাধীনতা সংগ্রাম নিয়ে, কাউকে যে তাতে অংশগ্রহন করতেই হবে তার কি মানে আছে, এখানে লোকে পড়ে বেশী , লেখে কম, খুব মনের মতন হলে ফুট কাটে, প্রশ্ন করে , না হলে বেশীর ভাগ সময় চুপ থাকে, তার মানে এই নয় আপনার লেখা কেউ পছন্দ করছে না। সবার প্রকাশভঙ্গি সমান নয় আর এটা ওপেন ফোরামে হয়েই থাকে। আর একটা কথা বলি এখানে যদি ভাবেন কিছু লিখে আলোচনা করে বিপ্লব ঘটিয়ে দেবেন তাহলে বলি সেটার চান্স খুব কম। কোন কিছুর উপর প্রচন্ড প্যাশন থাকলে আর সেটাকে পাল্টাতে হলে কিছু করে দেখান কাউকে সাথে না পেলে একা একাই, শুধু গুরুতে আলোচনা করে নানা ছদ্মনামে লিখে সেটা হওয়া মুশকিল।

    আপনি আলোচনা শুরু করুন আমরা অপেক্ষায় আছি ।
  • Ananya | 199.133.19.212 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২১:০৮461096
  • সমীক,

    সত্যি কথা, গুরু তে আলোচনা করে আজ অবধি কিছু problem ই কি solve হয়েছে?
    আমি Hukomukho এর সাথে একমত। এটা একটা ওপেন ফোরাম। যার ইচ্ছা হবে সে লিখবে, যার হবেনা সে লিখবে না।
  • Shuchismita | 12.34.246.72 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২১:২৮461097
  • "বিয়েতে পণ নেওয়া বন্ধ হবে তখনই .... যখন ছেলেরা এসব মেয়ের বাবার থেকে নিতে অস্বীকার করবে"

    অর্থাৎ ছেলে আর মেয়ের বাবা - সব দায় তাদের! মেয়ের দায় নেই। কি আনন্দ!
  • sobaitojanen | 79.51.155.207 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২১:৩০461098
  • হুকোবাবু, একদম ঠিক। সেইজন্য প্রথমেই নাম ঠিকানা দিয়ে লেখা শুরু করেছিলাম। কারন ভাবিনি এটা একটা তথাকথিত chat হয়ে যাবে। আর আমি একদম নূতন এখানে যার জন্য অনেক কিছুই জানিনা। আর আমার লেখা পছন্দ হতেই হবে এমন ভাবার কোন কারন নেই। অন্যদের মতামত ও তাদের আলোচনাটা বেশী গুরুত্বপূর্ণ আমার কাছে। আর কোন বিপ্লব, কিসের বিপ্লব? না না, কোন বিপ্লব ঘটানোর কোন ইচ্ছে আমার নেই। শুধু একটি ব্যাপারে দৃষ্টি আকর্ষন করতে চেয়েছিলাম। তারপর অনন্যাদেবীর বিষয়টায় চোখ পড়ায় এখানে লিখেছিলাম। আপনার উত্তরের জন্য অনেক ধন্যবাদ। আর হ্যা, আমি অরূপ কান্তী দাস। আর প্রচন্ড আড্ডাবাজ। ভাববেননা শুধু গম্ভীর মুখ করে বসে থাকি। ভালো থাকুন।
  • sobaijanen | 79.51.155.207 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২১:৪১461099
  • আর একটা কথা........ সকলের IP address'টা গোপন থাকাই ভালো। জানিনা কেন এখানে এটা দেখানো হয়।
  • Hukomukho | 69.250.185.233 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:১৬461101
  • আরে আপনাকেও ধন্যবাদ কিন্ত এরকম রাগ রাগ ভাব করে বসে থাকলেন এটা কি ভালো হল ? আরে আপনি তো বিখ্যাত লোক মশাই আপনার জন্য আই পি অ্যাড্রেসের কোন দরকার নেই শুধু নাম বললেই লোকে চিনে ফেলবে দাদা। তার চেয়ে একটা কথা বলি ? গান বাজনা নিয়ে ঝুলি থেকে কিছু মণি মুক্তো ছাড়ুন না দাদা সিরিয়াসলি, এখানে বহু লোকজন ইন্টারেস্টেড।

    শুচিস্মিতা : এক্কেবারে একম্‌ত :))
  • kc | 89.203.49.18 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৭461103
  • আরে অরুপবাবু, শ্যামল বোসকে নিয়ে কিছু লিখুন, ঐরকম প্রতিভা আর একটাও হয়নি এই বাংলায়। আমরা খুব আশায় থাকলাম কিন্তু।
  • arup kanti das | 79.51.155.207 | ০২ সেপ্টেম্বর ২০১০ ০২:০৯461104
  • হুকোদাদা, PI, KC আপনার মশাই অবাক করলেন। যেমনি আসল নামটা কইসি অমনি google-এ গিয়া খোজ কোরসেন। আপনারা আমাকে খুব অবাক করেছেন। আপনাদের সঙ্গে আমার দেখা হওয়া খুব দরকার। বড় ভালো আর মজার লোক আপনারা। আর ভীষন দুষ্টু। আর হুকোদাদা,

    আপনারে কে কইসে আমি রাগ কইরা রইসি? রাগ করলেই আমার শরীর খারাপ হয়। আমার বইয়াই গেসে রাগ করতে। শুচিস্মিতা? খুউব সুন্দর নাম আর ধন্যবাদ। যাই হোক গানবাজনা নিয়ে আলোচনা শুরু করলে তো খুবই ভালো লাগবে। আমি এ ব্যাপারে কিছু বলিনি, কারন
    একটু আধটু লিখিটিখি। এই জন্য লেখার অভ্যেস করতে এখানে এসেছিলাম। তারপরতো খাটের গল্প শুরু হোল। যাই হোক, KC আপনি আমার গুরুজীকে চেনেন? আপনি আমার মন ভরিয়ে দিয়েছেন ওনার সম্বন্ধে কিছু লিখতে বলে। কারন কজন আর খোজ রাখেন ওনার

    প্রতিভা নিয়ে? আমাকে একটূ সময় দিন, নিশ্চয় লিখবো বড়দাকে(শ্যামলদা)নিয়ে। PI দাদা আপনার জন্য বোল: তি-কিটতাক তি-কিটতাক তা-তিরকিটতাক তা- তিরকিটতাক তিরকিটতাকতির

    কিটতাকতিরকিট তাতিরকিটতাক
    তিরকিটতাতির

    কিটিতাকতিরকিট ধা১ ২৩ ধাতিরকিটতাক তিরকিটধা ১২ ৩ধা-তির কিটতাকতিরকিট
    ধা+
    সবাই ভালো থাকুন। কথা হতেই থাকবে।
  • arup kanti das | 79.51.155.207 | ০২ সেপ্টেম্বর ২০১০ ০২:২১461105
  • তি-কিটতাক তি-কিটতাক
    তা-তিরকিটতাক তা-তিরকিটতাক
    তিরকিটতাকতির কিটতাকতিরকিট
    ধা-তিরকিটতাক তিরকিটধা-তির
    কিটতাকতিরকিট ধা-১
    ২-৩- ধাতিরকিটতাক
    তিরকিটধা- ১-২-
    ৩ধা-তির কিটতাকতিরকিট
    ধা+
  • kc | 89.203.49.18 | ০২ সেপ্টেম্বর ২০১০ ০৫:০৫461106
  • আরে অরুপবাবু, আপনার গুরুজীকে চিনি মানে? পুরো ছেলেবেলাটাই ওই অনিন্দ্যসুন্দর মানুষটিকে দেখেই যে কেটে গেছে। পক্ষাঘাতে পঙ্গু একটা শিল্পী একহাতেই সব কাজ দেখানো, তার সঙ্গে অদ্ভুত সুন্দর সেই সব বোল আর দমফাটা হাসির গল্প। আমার কাছে উনি বড়দা ছিলেন না, কারণ আমি ওনার ছাত্র নই। বাবার সঙ্গে যেতাম ওনার কাছে, মাসে একবার করে বহরমপুরে আসতেন। এত বড় বড় লোকের বাজনা শুনেছি, ওরকম শুনিনি একটাও।
    আর আপনার কথা শুরু হোক পাই যে লিংটা দিয়েছে ওই টইটাতে। শুরু করুন।
  • pi | 72.83.80.105 | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৭461107
  • হ্যাঁ, অপেক্ষায় রইলাম।
  • arup kanti das | 79.51.155.207 | ০২ সেপ্টেম্বর ২০১০ ১৩:৩৭461108
  • KC আপনার বাবার নাম কি? আমি বহুবার বহরমপুর ক্লাসে বড়দাকে নিজে কোলকাতা থেকে নিয়ে গিয়েছি। বিশেষ করে উনি পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার আগে। বড় বাপী বলে কাউকে চেনেন?
  • kc | 89.203.49.18 | ০২ সেপ্টেম্বর ২০১০ ২১:১৭461109
  • অরুপবাবু, এর পরের কথাবার্তা ইমেইলে হবে।
  • Chandan Mukherjee | 115.187.52.66 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৭:৪৫461110
  • উহু এ ভাবে হবে না। বাস্তব সম্মত সমাধান চাই।শুধু সরকারের উপর নির্ভর কোরলে হবেনা নিজেদের কে শুধরাতে হবে।পুত্র সন্তান এব'ম কন্যা সন্তান উভয়ই যাতে একই শুবিধা পেয়ে বরো হোতে পারে তা সুনিসচিতো করতে হবে আর তার উপায় নিয়ে আলচনা কোরলেই মানুসের মনের কথা বুঝা যাবে।
  • Nina | 64.56.33.254 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ২১:১৬461112
  • অরূপবাবু,
    PI রে দাদা কইসেন ক্যান অ তো দিদি :-))
    বড় ভাল গান গায়---
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন