এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বু বু ভা

    Biplob Rahman
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০১০ | ৩৭১৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 122.252.251.244 | ১১ মার্চ ২০১১ ১০:৪৮464946
  • চাট্টি আমার কথা-
    ওপরের বক্তব্যগুলো মোস্টলি আমার নয়, তবে আমি দেখেছি, মেকানিকালে মেয়ে পড়তে এলে প্ল্যন্ট জীবনের কথা বলে ডিস্কারেজ করেন স্যারেরা, স্পেশালি পুরোনো আমলের স্যারের।

    (থ্যাংকফুলি, এখন ইঞ্জিনিয়ারিং মানেই প্ল্যান্ট নয়, ফলে আশা করি এই ডিস্কারেজ করাটা কমেছে-- এমনিতে লিঙ্গে পুরুষ ও ডিগ্রিতে ইঞ্জিনিয়ার হলেও, প্ল্যান্টের কথা শুনলে আমার লিটারেলি গায়ে জ্বর আসে, পুরুষ-নারী নির্বিশেষে নেহাৎ 'খেতে পাচ্ছিনা সিচুয়েশন' না হলে কেউ প্ল্যান্টে কেন যেতে চাইবে মাথায় ঢোকেনা! সেইজন্যে এই বিতর্কে প্ল্যাণ্টের লোকেদের বক্তব্য আমাদের পার্সেপশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়)
  • a x | 99.54.168.236 | ১১ মার্চ ২০১১ ১০:৫২464947
  • শ্রাবণীর লেখাটা খুব রিয়াল। এবং যেহেতু একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতার ওপর দাঁড়িয়ে লেখা, তাই লেখাটার দাম বেশি। প্রতিটি অপমান, যুদ্ধ, প্রতিটি তাচ্ছিল্য, ব্যাঙ্গ, সেকেন্ড গেসিং, প্রত্যেকবার পুরুষ সহকর্মীদের থেকে অনেক বেশি করে নিজেকে প্রমাণ করার দাবী এগুলোর সাথে রিলেট করতে পারি।

    কিন্তু আমার একটা কথা বলার আছে। ইনফ্যাক্ট অনেক কথা বলার আছে, সময় পেলে গুছিয়ে লিখব। আপাতত, একটাই বক্তব্য, যেটা নিয়ে কালকেই ফেসবুকে দম ও বোধির সাথে কথা বলছিলাম - লেখাটার একটা জায়গয় আছে - "মজদুর কামিন মেয়েদের তাও ঝোপ-ঝাড় আছে, ওরা যে শহরের মেয়ে!" এক্স্যাট কোট না, মনে করে লিখছি। এখানে শ্রাবণী বোধহয় স্রেফ অভ্যেসের কথাই বলতে চেয়েছে। বেআব্রু হয়ে নিজের প্রয়োজন মেটানোতে যাদের অভ্যেস হতে বাধ্য হতে হয়েছে, আর যাদের হয়নি। কিন্তু এরমধ্যে একটা প্রচ্ছন্ন, ওটা ওদের জন্য যেন ঠিক, এইভাবটা আমি পাই। ঠিক সচেতন ভাবে না হয়ত, কিন্তু এসে যায়। শুধু তো প্রাকৃতিক কিছু কাজ-কর্ম না, মাসের পাঁচদিন মেয়েদের একটু বেশি আব্রু লাগে, কিছু করার নেই (এটা নিয়েও যদি কেউ হ্যাটা দিতে চায় বলব অ্যাটলিস্ট ছোটবেলায় মানচিত্র আঁকা বিছানার চাদর মা-কে দিয়ে বদলাইনি)। সেটা একটি মেয়ের বেসিক রাইট, কিন্তু শিক্ষিত আমরা যেহেতু নিজেদেরও অভ্যেস হয়ে গেছে নিরক্ষর মানুষে অধিকার খর্ব হওয়ার স্বাভাবিকতায়, সেটা নিয়ে আমরা ভাবি কম। তাই আমিও ঐ ওপরে লেখা অপমান, ব্যাঙ্গ এগুলোর সাথে রিলেট করি, কিন্তু কুলি কামিন মেয়ের বেসিক অধিকারটুকুর সাথে করিনা।

    এইটা এসেছে সেকেন্ড ওয়েভ ফেমিনিজমের সাথে কিছুটা। যেখানে লিবেরাল ফেমিনিস্টরা এত বেশি জোর দেয় লেবার মার্কেটে পুরুষদের সাথে সমান কম্পিটিশনে, যে ওয়েজড ওয়ার্ক = স্বাধীনতা এইরকম একটা সরল সমীকরণ টানা হয়। নি:সন্দেহে, এদের জন্যই ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট, ওয়ার্ক প্লেস ডিস্ক্রিমিনেশন এগুলোর অস্তিত্বকে স্বীকার করতে শুরু করা হয়, কিন্তু একই সময়ে এই সব কিছুই হয় উচ্চশিক্ষিত শহুরে মেয়েদের জন্য। এত বছর পরে মহিলা ওয়ার্কারদের মধ্যে উপর ও নীচতলায় তফাৎটা মারাত্মক রকমের বেশি।
  • kc | 89.203.49.18 | ১১ মার্চ ২০১১ ১১:০০464949
  • আমি নিজে গত সতেরো বছর ধরে এই লাইনে ঘস্টে যাচ্ছি। প্লান্ট আর ফিল্ড ইনি্‌জনিয়ারিংএ, শ্রাবণীর লেখাটা একটা জলন্ত সমস্যা। আর লেখাটা কোনও ভাবেইতো পুরুষবিদ্বেষী লাগল না। কিন্তু হঠাৎ করে ওই সুপার ক্রিটিকাল প্লান্টের গল্প নিয়ে এসে দুষ্ট লোকেদের বুলি করার চান্স দিচ্ছে, যেটা কোনও ভাবেই লেখাটার মুলভাবের সঙ্গে যায়না।
  • kelo | 117.254.245.195 | ১১ মার্চ ২০১১ ১১:১০464950
  • হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিজ্ঞান বিভাগে একসময় মেয়েদের নেওয়া হত না। এখন নেওয়া হয়।

    নিন্দুকে অবশ্য বলে এই পদক্ষেপের পেছনে সময়ের সঙ্গে তাল মেলানোর ইচ্ছা যতটা না ছিল তার থেকে বেশী ছিল স্বজনপোষন। এক বিভাগীয় প্রধানের কন্যা থাকায়, এবং তাঁর অন্য কোন বিভাগে পড়ার সুযোগ, না থাকায়, নাকি এই চূড়ান্ত বৈষম্যমূলক ব্যবস্থাটি রদ করা হয়। সেই কন্যা পরে সসম্মানে সমুদ্রস্নাতক হন।

    আচ্ছা, স্নাতক এর স্ত্রীলিঙ্গ বোধহয় স্নাতিকা হবে, না? নাকি এ ব্যাপারটাও রাষ্ট্রপতির মত?

    ডি: উপরোক্ত তত্বের অনুমান এবং বিশ্লেষন সম্পূর্নভাবে নিন্দুকের, কিত্তিমান কেলোর তাতে বিন্দুমাত্র সমর্থন নেই। ঐ পরে ঢোকা মেয়েরা সবদিকদিয়েই কেলোর চেয়ে ঢের বেশী চৌকস এবং কিত্তিমান নানাভাবে তাঁদের কাছে ঋণীও।
  • jhor | 125.22.98.227 | ১১ মার্চ ২০১১ ১১:১৮464951
  • Yehamarektapostjokhonquotekorahoyeche

    Elkhikaektuguchiyesetaruttordebenki !!!

    proshnotaholoissuetathikkonta ?

    1) Meyerasupevisionjobekenoacceptablena......niye ?

    2) MeyraFieldworkekenoaccpetablena....niye ?

    naki

    3) Meyederkenocheleradisouragekorbe , forabove2niye ???

    AmarmonehoiIssuetaaroporshkarkorelikheamadermotomotamathalokjonerektusubidhehoi.......lekhataporemoneholo , Goalpostbhule........Powerfootballkhelahochhey[:P]
  • r.h | 12.176.219.2 | ১১ মার্চ ২০১১ ১১:২৫464952
  • যেকোন কাজের ক্ষেত্রে, এই সো কলড আধুনিক সভ্যতায়, লিঙ্গভিত্তিক বৈষম্য হওয়া নিয়ে মূলত ইস্যুটা।

    আমার মাথা যথেষ্ট মোটা, আমার কাছে রীতিমত বোর্ড ইউনিভার্সিটির দেওয়া প্রমানপত্র আছে তার, তুলনামূলক আলোচনায় গেলাম না কারন আপনার ব্যাপার জানিনা, তবে আলোচ্য লেখাটা মোটামুটি মন দিয়ে পড়েছি বলে বুঝতে পারলাম আরকি।
  • q | 61.12.12.83 | ১১ মার্চ ২০১১ ১১:৩০464953
  • "তাতিন,
    দায়িত্বশীল মন্তব্য করে সেটা প্রমাণ করতে হয়!
    যেভাবে মেয়েদের শুধু কনট্রোল রুমে কাজ দেওয়া যায় বা কয়লার গুঁড়ো/ ছাই মাখতে হয়না এবং সিভিল মেক্যানিকাল উল্লেখ করা হয়েছে তাতে তারা প্রফেশন্যালি যাই হোন তাদের আধুনিক পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে জ্ঞানে আমার মত অভিজ্ঞ একজনের অন্তত সন্দেহ থাকে।"

    Soumik -

    লেখিকা কতটা অভিজ্ঞ জানি না। কিন্তু এ অধমের রাজ্যের সবকটি পাওয়ার প্ল্যান্ট ছাড়াও NTPC র ঝানোর, কানিহা, রামাগুন্ডম সহ দেশের প্রায় ২০ টি বড় বড় থার্মাল পাওয়ার প্ল্যান্টে কাজ করার অভিজ্ঞতা আছে।

    আমার মনে হয় না, যে আমি আমার বক্তব্যে কোথাও মেয়েদের কর্মক্ষমতা কম ইত্যাদি বলে অসম্মান করেছি। বরং প্রতিবারে এটাই বোঝাতে চেয়েছি, যে মেয়েরা প্ল্যান্টের বিভিন্ন কাজে যথেস্ট দক্ষ। কিন্তু সেটা ফিল্ডের উপর নির্ভর করে। এ প্রসঙ্গে গড়ুই বাবুর লেখাটার সাথে সহমত পোষণ করছি।

    লেখিকা বারে বারে নিজেকে জাস্টিফাই করতে কখনো সুপার ক্রিটিক্যাল, কখনো সেফটি শ্যু, কখনো পুরুষদের কাজের প্রতি সিরিয়াসনেস কে 'কর্মবীর' জাতীয় মন্তব্য করতে গিয়ে গোদা বাংলায় 'ছড়িয়েছেন'।

    সাথে আরো কিছু বউ এর দু:খে কাতর ব্যাক্তি কে চোখে পড়লো, যিনি বাগার ফাগার বলেছেন। স্বাভাবিক। বউ এর প্রতি অত্যাধিক নির্ভরশীলতা থেকে এসব উক্তি বেরোয়।

    এও অবশ্যম্ভাবী খেউড় টাকে এড়াতেই আমি কাল সোমনাথ কে ওখানে পোস্ট করার ব্যাপারে না বলেছিলাম।

    বাগার কথাটা এখানে বললে ব্যাপার টা অন্যরকম ও হতে পারত।
  • Arijit | 61.95.144.122 | ১১ মার্চ ২০১১ ১১:৩৩464954
  • আরিশ্লা পুরুষপুঙ্গবের আঁতে বেজায় লেগেছে যে;-)
  • Arijit | 61.95.144.122 | ১১ মার্চ ২০১১ ১১:৩৭464956
  • আর কোন ইনসিকিউরিটি থেকে এই দাবীগুলো আসে সেটাও স্পষ্ট। দু:খের বিষয় এখানে এই মধ্যযুগীয় লোকজনের সংখ্যাই বেশি।
  • Sayan | 113.19.33.4 | ১১ মার্চ ২০১১ ১১:৫৮464957
  • "আরিশ্লা পুরুষপুঙ্গবের আঁতে বেজায় লেগেছে যে;-)"

    Soumik:

    এনার ও পুরুষবিদ্বেষের কারণ টা বোঝা গেল। টম নামাধারী হলেই কেউ চাচা নন। চাচীও হতে পারেন। এমনকি সারমেয় হওয়াও অসম্ভব নয়।
  • jhor | 125.22.98.227 | ১১ মার্চ ২০১১ ১১:৫৯464958
  • যেকোন কাজের ক্ষেত্রে, এই সো কলড আধুনিক সভ্যতায়, লিঙ্গভিত্তিক বৈষম্য হওয়া নিয়ে মূলত ইস্যুটা

    jekonokajerkhetresetahowasombhobnoiboleimonekori ,

    Holesetasuboptimalsolutionehobe.....jarjetastrengthrweaknessseibhabeitoplanhowauchit

    AmarmonehoinaMessyRCassiuserrolereversalholedujonerkeuekhubektasuccessfulhoto
  • Arijit | 61.95.144.122 | ১১ মার্চ ২০১১ ১২:০৪464960
  • গোড়ায় গন্ডগোল। পুরুষবিদ্বেষ নয়। যে অ্যাটিচিউড নিয়ে তর্কটা করছেন (যদিও এটাকে তর্ক বলা যায় কিনা সেই বিষয় সন্দেহ আছে - আর অ্যাটিচিউডটা কি সেটা আপনার প্রতিটা পোস্টেই স্পষ্ট, শেষেরটাতে তো আরোই) সেই অ্যাটিচিউড এবং সেই অ্যাটিচিউডধারীদের প্রতি ঘেন্না।
  • Bratin | 122.248.183.1 | ১১ মার্চ ২০১১ ১২:০৪464959
  • শ্র্রাবণী র লেখা টা পড়লাম। স্পষ্ট,চাঁচাছোলা ভাষায় লেখা বক্তব্য। খুব ভালো লাগলো লেখা টা। আর বাজে লাগলো এই ভেবে এখনও আমরা সেই পুরুষ তান্ত্রিক মানসিকতা থেকে বেরোতে পারি নি বলে।
  • a x | 99.54.168.236 | ১১ মার্চ ২০১১ ১২:০৮464961
  • ইয়ে কোনটা কার উইকনেস আর কোনটা কার স্ট্রেন্থ কে ঠিক করবে? ল্যারি সামার্স? তার ওপর যে ভরসা করা যায়না দেখতেই পাচ্ছেন।

    আমি অবশ্যই ভারোত্তলন বা বডিলি এক্সট্রিম ডিম্যান্ডিং কাজ বাদ দিয়ে বলছি।
  • Bratin | 122.248.183.1 | ১১ মার্চ ২০১১ ১২:১০464962
  • অক্ষ, ইয়ে বলেছে!! :-))
  • jhor | 125.22.98.227 | ১১ মার্চ ২০১১ ১২:১৫464963
  • ইয়ে কোনটা কার উইকনেস আর কোনটা কার স্ট্রেন্থ কে ঠিক করবে?

    Offcoursejekajtaallocatekorche...
    seithikkorbe...sejokhonanswerable ,

    eieswadhinotatatukutarprapyo...........

    ( sobaiEtoboronamquotekorche...amioektaQuotekori ------ EkodaAmolDuttabolechilen..... "ChchorirmoshladiyekiBirianiradhajai?? "----- Nooffencemeanttoanybody
  • tatin | 122.252.251.244 | ১১ মার্চ ২০১১ ১২:১৯464964
  • আমার ওর্কুট খুলছেনা, ঝড়ের সাথে ক্ক, বর্তমান ব্যবস্থায় বাজারই ঠিক করবে, কোনটা কে করবে-
  • lcm | 69.236.180.9 | ১১ মার্চ ২০১১ ১২:২৩464965
  • দেখেছ, সেই বাজার? মাছের?
    মাছের বাজার ঠিক করবে কে পাওয়ার প্ল্যান্টে কাজ করবে!

  • Arka | 113.19.33.4 | ১১ মার্চ ২০১১ ১২:২৪464968
  • Ekak:

    guru-rtarkotaebarporichitopothdhorbebojhajachhe.
    arkonojuktinapeyesei60erdashokbastapochafeminist -buliauranoshurukorbeGuru-Devra

    manushkatodurandhohole, Objectivebhulegieboktritadei !

    aaare......moddakothaektaindustryrunkortegeleprofitability-rsongyejetaprothomdekhahoi, tahololess-conflictandcommonwelfarepolicy.

    ekhonjarasonkhyagurujekhane.....sechhelehok, meyehok, emonkikononirdistodharmerlokhok......taderkothamathairekheiwelfarePolicytoirihobe.

    ei-niekortripokkhersongyedabi-daoa-andolankorajetepare.nijedersonkhyagurukoretolajetepare (jetameyerakhubsuccessfullykorechhenResearchaarMedicalfield-e) ...........kintu "purushtantro" namokChhaya-Bajikoretarpechhonedouronotahochhe...........justmulsomossyakeeriyefatka-ijanopriyohabarprochesta.
  • Arpan | 202.91.136.199 | ১১ মার্চ ২০১১ ১২:২৪464967
  • শ্রাবণীদির লেখাটা পড়ে আমার আইটিতে মেয়েরা এই নামে দু ছত্র লেখার ইচ্ছে হল। যেহেতু হালকা করে লেখাটায় কম্পিউটার ইন্ডাস্ট্রির কথা এসেছিল সেই অনুসঙ্গে জাস্ট দু একটা অবজারভেশন মনে এল আর কী।

    কিন্তু নানাবিধ কারণে কাটিয়ে দিলাম:

    ১) এই ক্রস-ফোরাম কথা চালাচালি বেশ চাপের।

    ২) হাতে এখন একদমই সময় নেই।

    ৩) আমার অবজারভেশনগুলো সবই বেড়ার ওপারে দাঁড়িয়ে। কাজেই লেখাটা জাস্ট দাঁড়াবে না। দম বা অন্য কেউ লিখলে ফুট কাটতে পারি বড়জোর।
  • lcm | 69.236.180.9 | ১১ মার্চ ২০১১ ১২:৩১464969
  • অপ্পনের লিস্টে যোগ করি,

    ৪) বাংলা-ইংরেজি পড়াটা চাপের
  • Arijit | 61.95.144.122 | ১১ মার্চ ২০১১ ১২:৩৩464970
  • রাঁধুনির ওপরেও নির্ভর করে। যেমন গত সীজনের ইন্টার আর এই সীজনের ইন্টার - ইনগ্রেডিয়েন্টস একই, শুধু রাঁধুনি আলাদা। গত সীজনে এই ইনগ্রেডিয়েন্টস দিয়েই মোরিনহো বিরিয়ানি বানিয়েছিলেন, এই সীজনে রাফা কিসুই করতে না পেরে রান্নাঘর থেকেই বিদায় নিয়েছেন। কাজেই কাউকে দিয়ে অমুকটা হবে না - ব্যাপারটা অত লিনিয়ার নয়। একটু উন্নত দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন।
  • Arpan | 202.91.136.199 | ১১ মার্চ ২০১১ ১২:৩৪464971
  • ক্ক
  • Arpan | 202.91.136.199 | ১১ মার্চ ২০১১ ১২:৩৬464972
  • ক্ক দিলাম ল্যাদোসদাকে।

    মোরিনহোর বিরিয়ানি বানানোর কথা শুনে দেফু এইবার প্রবল খচে যাবে। :)
  • jhor | 125.22.98.227 | ১১ মার্চ ২০১১ ১২:৩৭464974
  • রাঁধুনির ওপরেও নির্ভর করে। যেমন গত সীজনের ইন্টার আর এই সীজনের ইন্টার - ইনগ্রেডিয়েন্টস একই, শুধু রাঁধুনি আলাদা। গত সীজনে এই ইনগ্রেডিয়েন্টস দিয়েই মোরিনহো বিরিয়ানি বানিয়েছিলেন, এই সীজনে রাফা কিসুই করতে না পেরে রান্নাঘর থেকেই বিদায় নিয়েছেন। কাজেই কাউকে দিয়ে অমুকটা হবে না - ব্যাপারটা অত লিনিয়ার নয়। একটু উন্নত দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন

    [b]Takoretobetobelekhatajokhonordinarysituationniye

    radhunikeoordinaryboleidhortehobe.....
  • tatin | 122.252.251.244 | ১১ মার্চ ২০১১ ১২:৩৭464973
  • একক বাজার বলতে কী বলতে চেয়েছিলাম মোটামুটি বলেছে- তবে পাওয়ার প্ল্যান্ট সম্ভবত: রাষ্ট্রীয় উদ্যোগ এদেশে (ভুল হলে ধরিয়ে দেবেন); তাস্বঙ্কেÄও, আমরা চই ব নীতিনির্ধারকেরা ইদানীং চান যে, রাষ্ট্রীয় উদ্যোগও একভাবে বিজনেস মডেল ফলো করুক, ফলে লাভজনক থাকার দায় তো ম্যাক্সিমাম থেকে যায়।
    আনলেস দিদির মতন করে কেউ ঘোষণা করেন যে রাষ্ট্রীয় উদ্যোগের মুনাফার পাশাপাশি একটা সামাজিক দায়িত্ব আছে, মহিলাকর্মী নিয়ে মুনাফা কমার সম্ভাবনা থাকলে মহিলাদের যোগদানে উৎসাহ কেন দেবেন কর্তৃপক্ষ?
  • Arijit | 61.95.144.122 | ১১ মার্চ ২০১১ ১২:৪৬464975
  • খিক্‌।

    আন্দোলন করা যেতে পারে (অশ্বথামা হত)। সেটা ফলপ্রসূ যেন না হয় সেটা দেখতে হবে (ইতি গজ)।

    জয় গুরু।
  • lcm | 69.236.180.9 | ১১ মার্চ ২০১১ ১৩:০৬464976
  • তাতিন,
    দেখো পাবলিক/প্রাইভেট সেক্টর, যাই হোক না কেন.... পাওয়ার সেক্টর বা কন্সট্রাকশন বা হেভি ইঞ্জিনিয়ারিং -- এই সব সেক্টরে মেয়েদের এম্পলয়েমন্টের ফলে কোম্পানী প্রোডাক্টিভিটি এবং প্রফিটেবিলিটি কমে যাবে - যদি এরকম কিছু বলতে চাও তাহলে সেটা ঠিক নয়। কখনই নয়। যদি তাই হত, তাহলে সেটা লেবার ওয়ার্কফোর্সে হত। এই সব সেক্টরে অনেক মহিলা লেবার কাজ করেন, অনেক সময়ই স্থানীয় শ্রমিক।
    আর যদি এরকম বলো যে, লেবার ফোর্স ঠিক আছে, কিন্তু মিড্‌ল ম্যানেজমেন্টে মহিলা এম্পলয়ি বেশী নিলে প্রফিটেবিলিটি কমে যাবে সেটাও ঠিক নয়। আমার কাছে লিংক বা রেফারেন্স এই মুহুর্তে নেই, ফরেস্টার বা গার্টনার গ্রুপের একটা আর্টিক্‌ল দেখেছিলাম ছিল এ নিয়ে - এবং তাতে বলা ছিল ঠিক উল্টো, যে সব কোম্পানীতে মিড্‌ল ম্যানেজমেন্টে জেন্ডার বায়াস কম, তাদের পার এমপ্লয়ি আউটপুট বেটার। প্রাইভেট সেক্টরে জেনারেলি দেখা গেছে মিড্‌ল ম্যানেজমেন্টে মহিলা এমপ্লয়িদের ওয়ার্ক এথিক্‌স বেটার।
  • Arka | 113.19.33.4 | ১১ মার্চ ২০১১ ১৪:১৭464978
  • Avik:

    Guru-tekiekhondebi-ra "Sokhidhorodhoro/Pantporoporo" loraishurukorediyechhen? Calcomm-edaaklehotona?

    Soumik:

    হোক হোক !!

    আর একটা জায়গাতে দেখলাম লেখিকা মেয়েদের 'এক্কা দোক্কা' বলেছেন।

    এবং 'এক্কা দোক্কা' মেয়েদের কয়লায় পা ডোবাবার মধ্যে একটা বিশাল ইয়ে খুঁজে পেয়েছেন ।

    হায় ! এভাবে নিজেই নিজেরদের কে অপমান করার জন্য যাঁরা আছেন, তাঁদের অসম্মানের জন্য পুরুষকে দরকার হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন