এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বু বু ভা

    Biplob Rahman
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০১০ | ৩৭১৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arka | 113.19.33.4 | ১১ মার্চ ২০১১ ১৪:২৬464979
  • GorimanGarui:

    Ekmohanubhoberjuktiporlam - amidekhechiITsectorecheleratelmereutheche.Sheykitaarbosskegiyebolechilojeamichele, otoebamaketelmaartedewahok?
    Aarsupercriticalerbypartaamiekhonothikbujheuthtepaarlaamna - phaseplotdekhtechai, ektaaxisegenderbias.

    Comingbacktothedrillingindustry - shekhanekolkatarmodhyobittobarirejugerchelederidewahokna.Haumaukorekandteboshejabe.Physicalstrengthshekhanedorkar.Thesameholdsformostmaintenancejobs.Durbolswastherchelederoshekhanenebena - period.

    Diversitykhubidorkar - obilombesharemarketthekeeisalamarwariaarsindhidertaranohok, bangaliquotachalukorun.Agami10bochoramisorkarerkaahcedabijanachijyano10%brokererchakribangaliderjonnosongrokhkhitothaake.

    Okhanearekjondekhlaambuggerkothatibyabohaarkorechen - homosexualderprotieiobomanonartibrootibaamprotibadjanierakhlum.

    Aarguruderjonnoektichototothyo - meyedersathesparringkorbarobhiggotaamarachey, theblackbeltsneverbotheredaboutmygender.Meyederfootballmathenamanorjonnogolafatateohoyeche.Tadersathekheleochi.Theyalsoneverbotheredaboutmygender.

    Eilikhtehoy, noilepichiyeportehoyderlekhatarakonodinporeniboleihoito.
  • Arijit | 61.95.144.122 | ১১ মার্চ ২০১১ ১৪:৩৮464980
  • "Today, the term is a general-purpose expletive, used to imply dissatisfaction, or used to describe someone or something whose behaviour is in some way displeasing -

    http://en.wikipedia.org/wiki/Bugger
    '
  • Blank | 170.153.65.102 | ১১ মার্চ ২০১১ ১৪:৫৫464981
  • অর্কুট মানেই কি শুধু ঝাঁটের পাবলিক !! কোত্থেকে আসে এগুলো?
  • Arijit | 61.95.144.122 | ১১ মার্চ ২০১১ ১৫:০৬464982
  • একটা জিনিস পরিষ্কার - বাম হোক কি ডান কি অতিবাম - এরা প্রত্যেকেই মধ্যযুগে বাস করে। আকা যে কথাটা বলেছে - পনেরো বছরে "পুরুষিফিকেশন' হয়েছে আর কি। আর যদি নিজেদের বাম বা অতিবাম বলে ডিক্লেয়ার করে তাহলে নিজেদেরই লজ্জা পাওয়া উচিত।
  • sucheta | 202.63.56.114 | ১১ মার্চ ২০১১ ১৫:১১464983
  • কাবেরী গায়েন এর লেখাটা পড়ে জলপাইগুড়ির এক প্রত্যন্ত রাজবংশী গ্রামের মেয়েদের ওপর প্রায় একমাস স্টাডি করার experience (বাংলায় পারলাম না) মনে পড়ছিল। অনেক কথা বলতে ইচ্ছে করছিল, প্রশ্নও। কিন্তু, নাহ থাক -।

    শ্রাবনীর লেখা সবে শুরু হয়েছে ভেবেছিলাম। খুব আগ্রহের সাথে অপেক্ষায় ছিলাম আরও পাওয়ার। এইসব দেশে এই ধরণের ডিস্ক্রিমিনেশন পাওয়ার সৌভাগ্য হয় না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো (প্রচ্ছন্নভাবে থাকেই)। কিন্তু দেশে শুধু শ্রাবনীর প্রফেশনে কেন যে কোন সিনিয়র পজিশনে যেভাবে এখনও দাবিয়ে রাখা হয় সেসব শুনে ভাবতাম যে আত্মীয়া/বন্ধুরা হয়তো কিছু বাড়িয়ে বলছে। মাত্র কয়েকটা মন্তব্য পড়েই বুঝতে পারছি, সত্যিই আসলে কিছুই পাল্টায়নি আমাদের দেশে। প্রফেশনাল মেয়েদের যদি এই অবস্থায় কাজকর্ম করতে হয় তাহলে শ্রমিক মেয়েদের বা unskilled (যাদের কোনও ট্রেনিং নেই) বা একেবারে নীচুতলায় কাজ করে তাদের তাহলে কী পেতে হয় বুঝতে পারছি।

    শ্রাবনীর কাছে বরং চাইবো বেশ কিছু কেস স্টাডিস দিয়ে আরও বক্তব্য।
  • q | 61.12.12.83 | ১১ মার্চ ২০১১ ১৫:৩৯464984
  • Goriman Garui -

    Dibya - oi jutor case tao thik eki rokom lagche, meyeder bathroom er proyojonta jemon jukti songoto, temni meyeder field e pathate je loke hesitate kora etao thik. Lekhika asol jaigata (jeta eishob lekhate shob shomoy tei erie jaye) eriye gyache - seta holo manoshikotar poriborotn, ebong seta sudhu chele noy, meyedero dorkar. Uchcho modhdhyobitto ghoranar kota meye polytechnic e porte jaaye nije theke? ITr bajatr ekhon bisesh subidher noy, infrastructurer motoi khub beshi hole - kojon meye civil engineering porte jachche IT chere? Nimnomodhyobitto meyera kintu polytechnic e jaaye.

  • gfyf | 193.200.150.82 | ১১ মার্চ ২০১১ ১৬:০৬464985
  • ওতিবো খজ লেখ
  • a | 113.19.33.4 | ১১ মার্চ ২০১১ ১৬:২০464986
  • POB -

    আমার মনে হয় অহেতুক বিতর্ক বাড়াচ্ছি, তাপসদা কে ডাকা হোক, তাপসদাই বলুক সেফটি স্যু তে কিজাতীয় ভ্যারিয়েশান আনলে তা মহিলাদের পায়ে চাপ সৃস্টি করবে না। পুরুষ ও মহিলার পায়ের পাতার গঠন নিয়ে একপ্রস্থ আলোচনা হোক কারন সেফট স্যু জিনিসটা কি আর সেটা ইন্ডাস্ট্রিতে কতটা দরকারী সেটা বোধহয় লেখিকা জানেন না, আর এ যা রত্ন দেখছি এবার শুনব ডাস্ট মাস্ক, গ্লাভস , সাউন্ড ক্যাপ এগুলো জেন্ডার বায়াস করে খালি ছেলেদের জন্য বানানো হয়েছে।
  • a | 113.19.33.4 | ১১ মার্চ ২০১১ ১৬:২১464987
  • POB -

    আমার মনে হয় অহেতুক বিতর্ক বাড়াচ্ছি, তাপসদা কে ডাকা হোক, তাপসদাই বলুক সেফটি স্যু তে কিজাতীয় ভ্যারিয়েশান আনলে তা মহিলাদের পায়ে চাপ সৃস্টি করবে না। পুরুষ ও মহিলার পায়ের পাতার গঠন নিয়ে একপ্রস্থ আলোচনা হোক কারন সেফট স্যু জিনিসটা কি আর সেটা ইন্ডাস্ট্রিতে কতটা দরকারী সেটা বোধহয় লেখিকা জানেন না, আর এ যা রত্ন দেখছি এবার শুনব ডাস্ট মাস্ক, গ্লাভস , সাউন্ড ক্যাপ এগুলো জেন্ডার বায়াস করে খালি ছেলেদের জন্য বানানো হয়েছে।
  • vikram | 143.239.7.2 | ১১ মার্চ ২০১১ ১৬:২৫464989
  • এবারের বুলবুলভাজা অতি ভালো হয়েছে।

    তবে মেয়েদের কাজ নিয়ে একটা কথা। আমার মনে হয় যাঁরা লিখছেন তাঁরা এমন সাইটে কাজ করেননি যাতে মেয়েরা নর্মালি সাইট করে। আর হ্যাঁ, মেয়েদের মেয়ে হবার জন্য বিশেষ কষ্ট করতে হচ্ছে বা তাদের কাজের প্রতি অতি মনোযোগ তাই বলছি না। জুতো ভারি হওয়া যেমন খুব স্বাভাবিক এবং তাই নিয়ে ক্যাঁও ম্যাও করার কিছু নেই তেমন এটাও খুব স্বাভাবিক যে হাল্কা জুতো পাওয়া যায়, এমনকি আমি সাইটের জুতো কেনার সময় একটি ফ্যাশান ব্রোশিওর ও প্রেয়েছিলাম - মেয়েদের ছেলেদের উভয়েরই ছিলো। যেহেতু রেগুলার জুতো পরতে হবে সেহেতু হাল্কা জুতো ই কিনেছিলাম। একই স্ট্রেংথ ইত্যাদি।

    আসলে লেখার বেশিরভাগটাই শুরু হয়েছে ছেলেদের আর মেয়েদের খুব ফারাক আছে সেটা স্বীকাঅর করে নিয়ে। একটা কথা বলি, আমি বহু বহু বহু সাইটে , আগে এবং এখনও প্রচুর মেয়েদের কাজ করতে দেখেছি ও করেছি। অতো লোড নেওয়া কমে যাচ্ছে। লোকে আর পাঁচটা কাজের মতৈ এটা করে।

    আর পরিশ্রম? সে তো স্বাভবিকভাবেই বেশি - জেনে নিয়েই আসা। কিন্তু ঝুঁকির কাজ? উহুঁ, ছেলে বা মেয়ে যে ই হও ঝুঁকির কাজ কিন্তু করা বা দেওয়া সম্ভব নয়।

    এবারে এটা ঘটনা, যে আমাদের দেশের সাইটে অব্যবস্থা প্রচণ্ড। এটা খালি মেয়েদের ব্যাপর নয়, হেল্‌থ অ্যান্ড সেফটি বলে যে একটা ব্যাপার হয় এটাই সবে ঢুকছে। এটাও সত্যি যে মেয়েদের কাজ করার ব্যবস্থা খারাপ এবং এটাও সত্যুই যে অনেক মেয়েরাই এটাকে একটা হাল্কা বিপ্লবের মতো দেখছে।

    সে দেখুক গে। যেটা ভালো ট্রেন্ড সেটা হলো ছেলে ও মেয়েরা ক্রমবর্ধমান সংখ্যাঅয় কাজ করাটাকে কাজ হিসাবে দেখছে। তার মধ্যে রোজগারের জন্য কাজ করছি টাই মেন - বিপ্লব টিব্লম নেই। এই খুব আশার কথা।

    হোপফুলি আর দু তিন জেনারেশানে এই নর্মাঅলসই বাড়বে।

    বিক্রম
  • vikram | 143.239.7.2 | ১১ মার্চ ২০১১ ১৬:২৭464990
  • কাবেরীর লেখার আলাদা করে প্রশংসআ করে গেলাম। বাপরে কি ভালো লেখা

  • a x | 99.54.168.236 | ১১ মার্চ ২০১১ ১৬:৩২464992
  • সুচেতা, আপনার স্টাডিটা লিখে ফেলুন।
  • Sayon | 117.194.101.90 | ১১ মার্চ ২০১১ ১৬:৩২464991
  • আমার মনে হয় অহেতুক বিতর্ক বাড়াচ্ছি, কোন ডাক্তার কে ডাকা হোক, ডাক্তারই বলুক সেফটি স্যু তে কিজাতীয় ভ্যারিয়েশান আনলে তা মহিলাদের মনে চাপ সৃস্টি করবে না। পুরুষ ও মহিলার পায়ের পাতার গঠন নিয়ে একপ্রস্থ আলোচনা হোক কারন সেফট স্যু জিনিসটা কি আর সেটা ইন্ডাস্ট্রিতে কতটা দরকারী সেটা বোধহয় লেখিকা জানেন না, না হয় জেনেবুঝে অন্য কাদুনি গাইছেন, বোধহয় আপাত ভারী জুতোটি উনি পড়তে বিশেষ পছন্দ করতেন না। আর এ যা রত্ন দেখছি এবার শুনব ডাস্ট মাস্ক, গ্লাভস , সাউন্ড ক্যাপ এগুলো জেন্ডার বায়াস করে খালি ছেলেদের জন্য বানানো হয়েছে।
  • vikram | 143.239.7.2 | ১১ মার্চ ২০১১ ১৮:৪৭464993
  • বাই দা ওয়ে। ওপরতলাতেও, দেখা গেছে, মেয়েদের গড় মাইনে ছেলে্‌দর থেকে বেশ কম, পশ্চিমি দেশ থেকে মল্টিন্যাশানাল অবধি। ফ্যাক্ট। কেন কেউ জানে না, মানে আস্তে আস্তে জানছে আর কি।

    আর ম্যাটার্নিটি লিভ টিভ নিয়ে তো বিরাট বিতর্ক ... সে পথে এখুনি নাই বা গেলাঅম।
  • pi | 72.83.100.245 | ১১ মার্চ ২০১১ ১৯:২০464994
  • অপন, হ্যাঁ। প্রচুর লোকের বক্তব্য, ঐ ব্লগ গুলোর মত লেখার কমেন্ট করা যায়না বলে তাঁদের অসুবিধা হয়।

    এই বুবুভা তে বেরোনো লেখাগুলো যখন ফেসবুকে দেওয়া হয় কি নোট করা হয়, তখন যে পরিমাণ মতামত আসে, গুরুতে তার কিছুই আসেনা। এদেরকে বলে বলেও গুরুতে মতামত দেওয়ানো যায়না। বেশিদরভাগ ক্ষেত্রেই লিখতে গিয়ে কোনো না কোনো টেকনিক্যাল অসুবিধাতে পড়েন। আবার বলতে বলতে কেউ কেউ করেন, শিখে যান, নিয়মিত করেন ও । এটুকু ই পাওনা। অনেক সময় ই আমি লেখককে ঐ মতামত্‌গুলো আলাদা করে পাঠিয়ে দিয়ে থাকি। বেশিরভাগ লেখক ই চান, লেখা নিয়ে মতামত জানতে।

    গুরুর ইন্টারফেস নিয়ে সত্যি কিছু করা দরকার। আর তার জন্য টেকি লোকজন দরকার।

    গুচ্ছ লোক গুরুর ফেসবুক কম্যুনিটির মেম্বার আর এদিকে তাদের অনেকেই জানেন ওটাই গুরু :)
    এবার বইমেলায় এসে কয়েকজন এই নিয়ে রীতিমত তক্কো ও করে গেছেন। :)

  • pi | 72.83.77.254 | ১১ মার্চ ২০১১ ১৯:২৪464995
  • সরি, ভুল জায়গায় পোস্ট :(
  • sucheta | 202.63.56.114 | ১১ মার্চ ২০১১ ১৯:৩২464996
  • গড় মাইনে বেশি নয় বলেই আমি মনে করি। ছেলে এবং মেয়েদের একই চাকরিতে গড় মাইনে একই দিতে হয় আইন অনুযায়ী। গড় বলতে যদি ঠিক বুঝে থাকি। তবে উঁচু স্তরে ছেলেরা বেশি মাইনে পেয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে নেগোশিয়েশান ঠিকঠাক করে বলে। নিজে যা বুঝেছি তাতে দেখেছি মেয়েরা অনেক সময় settle for less বিভিন্ন ফ্যাকটরকে সামনে রেখে। বিশেষ করে পরিবারের কথা ভেবে। অনেক মেয়ে দূরে চাকরীতে যেতে পারে না যদি ছোট ছেলেমেয়ে থাকে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা তেমন বাধা হয় না। আমি বহুবছর ধরে বিভিন্ন লার্জ মাল্টিতে কাজের exp থেকে বলতে পারি যে শুধু মেয়েরা নয় মাইগ্র্যান্ট দেরও পয়সাকড়ি কম দেওয়া হয়। বিভিন্ন কারণে মেয়েরা যেমন শোষিত হয়, ঠিক একই রকম বিভিন্ন কারণে। এখন, কিন্তু এই trend অনেক কমে এসেছে। দেশের কাজকর্মের কথা নিজের তেমন প্রত্যক্ষভাবে জানা নেই। ছেলেদের বেশি টাকাপয়সা দেওয়ার প্রধান কারণ আবার এও যে ছেলেরা অনেক বেশি সময় দেয় বা দিতে পারে। যা অনেক সময় মেয়েরা ইচ্ছে করলেও পারেনা। কিন্তু, একই লেভেলে কাজ করে ছেলে মেয়েদের গড় আয় এ তেমন পার্থক্য নেই এই দেশে।
  • sucheta | 202.63.56.114 | ১১ মার্চ ২০১১ ১৯:৩৫464997
  • a_x,

    কী বলি।
  • aka | 168.26.215.13 | ১১ মার্চ ২০১১ ১৯:৪৫464998
  • ইহাকে এক কথায় বলে তক্কের বালিফিকেশন। মানে কোনো স্পেসিফিক পোস্ট দেখে নয় ইন জেনারাল কমেন্ট।

    চাট্টি কথা বলার ইচ্ছে আছে। মিটিং মিছিল সেরে বলছি।

    আবার একটা লিং দেই।

    http://www.guruchandali.com/portletId=20&porletPage=1&pid=wpgc:///2010/05/16/1274018100000.html

    প্রোমোট করার সুযোগ পেয়েছি করি।
  • Arpan | 112.133.206.18 | ১১ মার্চ ২০১১ ১৯:৫০465000
  • পেজ নট ফাউন্ড বলছে মহায়।
  • pi | 72.83.77.254 | ১১ মার্চ ২০১১ ২০:৫৪465002
  • পাঠিকা হিসেবে লেখাটা নিয়ে কিছু মত দিতে চাই। বা , র‌্যাদার লেখা নিয়ে যে মতামত গুলো এসেছে, সেগুলো নিয়ে।

    সময় নিয়ে বহুত চাপ, তাই একটা দুটো কথা বলেই কাটবো এখন।

    বিক্রমের লেখার সাথে এই ব্যাপারে সহমত:
    এবারে এটা ঘটনা, যে আমাদের দেশের সাইটে অব্যবস্থা প্রচণ্ড। এটা খালি মেয়েদের ব্যাপর নয়, হেল্থ অ্যান্ড সেফটি বলে যে একটা ব্যাপার হয় এটাই সবে ঢুকছে। এটাও সত্যি যে মেয়েদের কাজ করার ব্যবস্থা খারাপ এবং এটাও সত্যুই যে অনেক মেয়েরাই এটাকে একটা হাল্কা বিপ্লবের মতো দেখছে।

    সে দেখুক গে। যেটা ভালো ট্রেন্ড সেটা হলো ছেলে ও মেয়েরা ক্রমবর্ধমান সংখ্যাঅয় কাজ করাটাকে কাজ হিসাবে দেখছে। তার মধ্যে রোজগারের জন্য কাজ করছি টাই মেন - বিপ্লব টিব্লম নেই। এই খুব আশার কথা।


    আর এককের এই বক্তব্যের সাথেও কিছুটা একমত:
    ekhon jara sonkhyaguru jekhane.....se chhele hok , meye hok , emonki kono nirdisto dharmer lok hok......tader kotha mathai rekhei welfare Policy toiri hobe.
    ei - nie kortripokkher songye dabi - daoa - andolan kora jete pare. nijeder sonkhyaguru kore tola jete pare ( jeta meye ra khub successfully korechhen Research aar Medical field - e ) ...........kintu " purushtantro " namok Chhaya - Baji kore tar pechhon e dourono ta hochhe


    শ্রাবণীদির লেখায় কিছু ভাবার মত পয়েন্টস উঠে এসেছে , আশা করা যায়, নিজের আর সব অভিজ্ঞতার কথা যখন লিখবে, তখন আরো অনেক কিছু উঠে আসবে। এবার সেগুলো নিয়ে অন্যদের মতমতেও কিন্তু কিছু ভ্যালিডিটি থাকতেই পারে। আলোচনাও হতে পারে। সেটা হোক না ক্যানো ?
    এই সেফটি শ্যু নিয়েও হোক। হয়তো এনিয়ে যাদের দ্বিমত, দেখা যাবে তাঁদের দুপক্ষের ই অজানা তথ্য উঠে আসছে। একটা তর্ক থেকে এটা তো একটা পাওনা ।

    কিন্তু হ্যাঁ, তর্কের মাঝী এরা 'ঝাঅঁট পাব্লিক',বাগার্স কি 'এ যা রত্ন' , 'বৌ এর দু:খে কাতর' এইসব বিশেষন্‌ণ আসতে থাকলে এলে তর্ক না হয়ে অর্থোহীন খেউড় ই লাগে বটে।
    এগুলো বাদ দিয়ে নিজেদের বক্তব্য বলা যায় না ?

    যাঁরা মন্তব্য করেছেন,, তাঁদেরকে এক কথায় 'নারীবিদ্বেষী' তকমা দিয়ে দেওয়াটা , আর এই লেখাটিকেও এক কথায় পুরুষবিদ্বেষী বলে দেওয়া , দুটো ই অতিসরলীকরণ মনে হয়েছে।
    দুটো কম্যুনিটি নিয়ে দুই কম্যুনিটির কিছু লোকজনের গেনেরালাইসেশন নিয়েও এক ই অভিমত আর এক ই রকম আপত্তি।
  • pi | 72.83.77.254 | ১১ মার্চ ২০১১ ২২:০৩465003
  • দুটো প্রশ্ন ভাবাচ্ছে একটু। দুটো কিছুটা রিলেটেড ও।
    এগুলোকে একমাত্রিক ভাবে নারীবিদ্বেষী কমেন্ট বলে না ধরে প্রশ্ন বলেও ভাবা যেতে পারে তো।
    এগুলোর উত্তর কি খুব সহজে দিতে পারবো ? নিজেকেই জিজ্ঞেস করছি। অন্য মেয়েদের ও।

    এককের একটা মন্তব্য :

    eta kirokom udbhot funda je ekti chhele je kaaj korchhe thik seitai ekta meye korbe.......tabei tar jogyota bojha jabe ?


    এটা নিয়ে আমার নিজের ব্যক্তিগত কিছু মতামত আছে আর কাজ করর অভিজ্ঞতার ভিত্তিতেও কিছু মন্তব্য আছে। একটু বাদে পারলে লিখবো।

    আর গড়িমান গড়ুই এর এই পোস্ট:

    Goriman Garui -

    meyeder bathroom er proyojonta jemon jukti songoto, temni meyeder field e pathate je loke hesitate kora etao thik. Lekhika asol jaigata (jeta eishob lekhate shob shomoy tei erie jaye) eriye gyache - seta holo manoshikotar poriborotn, ebong seta sudhu chele noy, meyedero dorkar. Uchcho modhdhyobitto ghoranar kota meye polytechnic e porte jaaye nije theke? ITr bajatr ekhon bisesh subidher noy, infrastructurer motoi khub beshi hole - kojon meye civil engineering porte jachche IT chere? Nimnomodhyobitto meyera kintu polytechnic e jaaye


    এই যাওয়াগুলো কতটা বাঅধ্য হএ যাওয়া, কতটা , ঐ বিক্রমের কথামত জাস্ট আরেকটা রোজগারের পথ হিসেবে বেছে নেওয়া, কত টা ই বা বাই চয়েস মানে, এই কাজের প্রতি নিজের ঐকান্তিক প্যাশন থেকে, আর কতটা কিছু অন্যরকম করে দেখাতে হবে, ছেলেদের সমান হয়ে দেখাতে হবে, এধরণের একটা ড্রাইভিং ফোর্স থেকে ?

    আমার নিজের তো মনে হয়, সব গুলো ফ্যাক্টর ই আছে। কোনোটা না কোনোটা কারুর না কারুর জন্য সত্যি। সব মেয়েই খুব প্যাশনেটলি এই ধরণের লাইনে যেতে চায় আর সেটা সমাজ দাবায়ে রাখছে এমনটা না । এখানে হয়তো অনেকে বলবেন, সামাজিকভাবে ছোটো থেকেই এগুলো কে মেয়েদের জন্য ট্যাবু কাজ বলে একটা প্রি-কণিশনিং এক্সিস্ট না করানো হয়। সেটা যেমন হয়, তেমনি উল্টোটাও যে একেবারে নেই তা নয়। এই ধরণের কাজে যেতে পারলে বেশ একটা কিছু হঠকে করে দেখানো হবে। এগুলো নিরপেক্ষ ভাবে কত শতাংশ মেয়ে এইরকম কাজ 'প্রেফার' করবে ?
    শুধু কাজটার প্রতি আকর্ষণ ই না, এর সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য প্রতিকূলতা, এত বেশি শারীরিক পরিশ্রম, এই সব দিক বিচার করে ই শেষ্মেশ 'প্রেফার' করে ?

    এই প্যাশন বা অন্যান্য দিক দিয়ে ভাবলে ছেলে মেয়েদের প্রেফারেন্সে কি কোনো তফাত নেই ? দু'দলেই ব্যতিক্রম অবশ্য ই থাকবে। কিন্তু আমি বেশিরভাগের কথা জানতে চাইছি। বায়োলজিক্যাল ডিফারেন্স কি এ ধরণের প্রেফারেন্সে কোনো প্রভাব ফেলে না ?

    আমি ভাবলাম অনেকক্ষণ। আমি 'প্রেফার' করবো না। এধরণের কাজের জন্য প্যাশন নেই , আর তার থেকেও বড় কথা, আনিষঙ্গিক অসুবিধাগুলো আমার নিজের কাছে ই বেশ বড় সড় রিপেলিং ফ্যাক্টর। অন্য কেউ বলুক , না বলুক। শারীরিক ভাবে এত ডিমান্ডিং কাজ আমি করতে চাইবো না।

    কথাগুলো খুব অ-প্রগতিশীল শোনাচ্ছে জানি, কিন্তু খোলা মনে ভাবলে আপাতত এই মনে হচ্ছে :)
  • a x | 99.54.168.236 | ১১ মার্চ ২০১১ ২২:০৪465004
  • সুচেতা, আপনি যে লিখলেন রাজবংশী গ্রামের মেয়েদের ওপর স্টাডি'র অভিজ্ঞতা - সেইটা লিখতে বললাম।
  • pi | 72.83.100.245 | ১১ মার্চ ২০১১ ২২:৩৪465005
  • আবার দেখলাম পাতাটা। এনাদের যাদের পোস্ট সৌমিক পেস্ট করেছেন, তাঁরা অনেকেই নিজেরা পরে এসে আবার সেটা নিজের নামে করে গেছেন। সেজন্য ও একি কথা বারবার আসছে। যেমন, a , POB র নামে যে পোস্ট পেস্ট করেছেন, sayon নিজে তারপর এসে নিজের নামে সেটা লিখে গেছেন। jhor ও তাই।
  • pi | 72.83.100.245 | ১১ মার্চ ২০১১ ২৩:০১465006
  • আড়াল নেওয়া, ডেকোরাম .. এগুলো কিছু বুঝলাম না। কিন্তু না: , প্রচুর সায় গেছে। এবার যেতেই হবে।
  • aka | 168.26.215.13 | ১১ মার্চ ২০১১ ২৩:০৩465007
  • ঝড় @Date:11 Mar 2011 -- 11:18 AM
    - আপনি বোধহয় বুঝতে একটু ভুল করেছেন। লেখাটি প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লেখা। অতএব কোন গোল নেই, যা অভিজ্ঞতা হয়েছে তাই লেখা হয়েছে। তার সাথে অনুরোধ করব কর্মক্ষেত্রে মেয়েদের এখনও কেমন ডিসক্রিমিনেশনের সামনে পড়তে হয় তা একটু ঘুরে দেখতে। এ পাড়াতেই লিংক আছে। নাহয় আবার দিলাম।
    http://nymag.com/news/business/46476/

    শ্রাবণীর লেখার আবেদন এখানেই যে ওয়াল স্ট্রীটের হাই এক্সিকিউটিভ আর ইন্ডিয়ার পাওয়ার প্ল্যান্টের মেয়ে ইঞ্জিনিয়ার দুজনের অভিজ্ঞতা প্রায় সমান - not for women

    q @Date:11 Mar 2011 -- 11:30 AM - লেখিকার উদ্দেশ্য সম্বন্ধে ভুল ধারণা হয়েছে। লেখিকার উদ্দেশ্য ছিল একই কাজে ছেলে এবং মেয়েদের মধ্যে ট্রিটমেন্ট কেমন অন্যরকম হয় সেটা দেখানো। বাকি যে উষ্মা সারা লেখায় চোখে পড়েছে, অমন ডিসক্রিমিনেটেড হতে হতে আমার অনেক বেশি হত। এই যেমন বাগার বলায় আপনি চটে গেছেন।

    ঝড় @ Date:11 Mar 2011 -- 11:59 AM
    এই পোস্টে আপনি অ্যাজাম্পশন করেছেন মেয়েরা কিছু বিশেষ রোলে খুব ভালো, কিছু রোলে যাস্ট চলবে না। দুটো বক্তব্য এর পিছনে কি কোন যাস্টিফিকেশন দেবেন নাকি এটা শুধুই আপনার ধারণা? ধারণা হলে বলার কিছু নেই কারণ এখনও অনেকে মনে করেন সূর্য্য পৃথিবীর চারদিকে ঘোরে।

    আর দুই যদি কোনো মেয়ে নাই পোষায় তাহলে কাজের বিজ্ঞাপনে লিখতে হবে মেয়ে হলে নেব না।

    ঝড় @Date:11 Mar 2011 -- 12:15 PM
    - চচ্চড়ীর মশলা? মানে বলতে চেয়েছেন মেয়েদের দিয়ে পাওয়ার প্ল্যান্টের 'বিরিয়ানি' রাঁধা যায় না? এটা তো আর একটু ব্যাখ্যা দাবী করে। আমি দেখেছি, আমার ২৫ বছরের এক্সপেরিয়েন্স ইত্যাদি দিয়ে কিসু আসে যায় না, তাই ঐ জাতীয় ব্যাখ্যা দেবেন না।

    তাতিন @Date:11 Mar 2011 -- 12:19 PM - খুব ঠিক কথা বাজার ঠিক করবে। কিন্তু তারসাথে সকলের উপযুক্ত কর্ম পরিবেশ, বা বেসিক ডিসক্রিমিনেশন কে কাউন্টার করার জন্য আইন থাকা দরকার, কোন বেচাল হলে তার ফয়সালা দরকার। যেকোন বাজারী দেশে এটাই হয়। লেখার মূল উদ্দেশ্য কিন্তু কে ঠিক করবে সেটা নয়, বরং আজকের দিনেও পরিবেশ কতটা অসম তা দেখানো।

    অর্ক @Date:11 Mar 2011 -- 12:24 PM - আরে ওরকম চাইলেই নিজেদের দলভারী করা যায় নাকি? যখন প্রথমেই প্রতিদ্বন্দীতা অসম। জানেন বোধহয় একই যোগ্যতার মেয়েরা ছেলেদের থেকে কম মাইনে পায়, কেরিয়ার গ্রোথ কম ইত্যাদি - শুধু ভারতে নয়, সারা পৃথিবীতে।

    অর্ক @ Date:11 Mar 2011 -- 02:17 PM - এক্কা দোক্কা মানে বোধহয় দু একটি একা মেয়ে বলতে চেয়েছেন। একটু বোধহয় পড়তে ভুল হয়েছে। আর একবার পড়ে দেখতে অনুরোধ করব।

    অর্ক @ Date:11 Mar 2011 -- 02:26 PM - এই পোস্টটি ডাইরেক্টলি আমাকে করেছেন দুটি বক্তব্য
    ১। মহানুভব জাতীয় বিদ্রুপাত্মক কথাবার্তা বলছেন কোন কারণ ছাড়াই।
    ২। কি লিখেছি সেটা বোঝেন নি, বলেছিলাম আমি আপনি কি দেখছি সেটা দিয় জেনারালাইজেশন করা যায় না। সেইজন্যই ঐ উদাহরণ।

    q @Date:11 Mar 2011 -- 03:39 PM - নিজে থেকে ইচ্ছে করে যা হবে ঠিক করে সেটাই হয় এমন ভাগ্যবান কজন। এই ধরুন আমার জানাশোনা অনেকে স্ট্যাটিস্টিক্স পড়ে কম্পিউটারে কিবোর্ড বাজায়। কিন্ত তাবলে তার সাথে ডিসক্রিমিনেট করতে হবে। এটা তো বেসিক রাইটের প্রশ্ন। যদি তা মনে না করেন কেন নয় বলে বোঝান।

    মোটামুটি যাদের সাথে বিরুদ্ধ মত পোষণ করি তাদের বক্তব্য থেকে নিয়েই লিখেছি। কাকতালীয় ভাবে তাঁদের এই ফোরামে কোনদিন লিখতে দেখি নি। তাই ভাববেন না ফোরামে ফোরামে লড়াই লেগে গেল। আর যুক্তির বদলে যুক্তি দিন আছি, যদি ফালতু বাওয়াল করেন তাহলে নেই।
  • pi | 72.83.77.254 | ১১ মার্চ ২০১১ ২৩:১৭465008
  • ঝড় আর সৌমিকের কাছে আমার প্রশ্ন, আপনারা তো অনেকদিন প্ল্যান্টে কাজ করেছেন বলে জানিয়েছেন। কিছু মেয়েদের ও কাজ করতে দেখেছেন নিশ্চয়। খুব স্পেসিফিক্যালি বলবেন, সেখানে মেয়েদের ঠিক কী কী আনেফিসিয়েন্সি দেখেছেন ?
  • pi | 72.83.77.254 | ১২ মার্চ ২০১১ ০০:০৫465009
  • @ jhor,

    আরেকটা প্রশ্ন ছিল। চছড়ির থেকে কি আপনি্‌ক বিরিয়ানিকে সুপিরিয়র মনে করেন ? এর উত্তরটা জেনে পরের প্রশ্ন আসবে :)
  • pinaki | 95.109.7.4 | ১২ মার্চ ২০১১ ০০:১৪465011
  • আকাকে বড় ক।

    তাতিন আর একক কে বাজার প্রসঙ্গে দুটো কথা -
    ১) বাজারকে পুরুষতন্ত্রের প্রভাবমুক্ত একটা প্রতিষ্ঠান ভেবে নেওয়ার কারণ কি? বাজার যা কিছু ডিসাইড করবে তার মধ্যে পুরুষতন্ত্রের উপাদান থাকবে না - এমন ভেবে নেওয়া যায় কি?
    ২) দ্বিতীয় কথাটা আসছে এটার সূত্র ধরেই। বাজার তো বহু কাজে ছেলেদের তুলনায় মেয়েদের প্রেফার করে শ্রমিক হিসেবে - কম মজুরীতে একই কাজ করানো যায় বলে। যেহেতু সেটা 'বাজার' করছে - সেহেতু সেই ডিসক্রিমিনেশন নিয়ে প্রশ্ন তোলা যাবে না? কোম্পানির এফিসিয়েন্সির দোহাই দিয়ে? যে ডিস্ক্রিমিনেটেড হচ্ছে তার কাছে কোম্পানির প্রফিটেবিলিটি ইম্পর্ট্যান্ট, নাকি সমমর্যাদার দাবী?

    এককের একটা কথা ইম্পর্ট্যান্ট। মেয়েদের ছেলেরা যা করে - সেই একই ধরণের কাজ করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে কেন? অবশ্যই। কিন্তু প্রশ্ন হল - যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্যই হোক বা ভালোবেসেই হোক - যদি কোনো মেয়ে সেই একই কাজ করতে চায় এবং কোম্পানিতে - যেমন আকা বলেছে - সেই কাজ মেয়েদের জন্যে নিষিদ্ধ না হয়ে থাকে - তাহলে সিস্টেম তাকে ছেলেদের মত একই ধরণের সুযোগ-সুবিধা, পরিবেশ এবং এনকারেজমেন্ট দেবে না কেন? সফলভাবে কাজটা করতে পারলে একই রকম অ্যাপ্রিশিএশন পাবে না কেন? আর সবশেষে - কে এই জাজমেন্টটা নেবে - যে মেয়েটি 'যোগ্যতা প্রমাণের জন্য' কাজটা করতে এসেছিল, নাকি ভালোলাগা থেকে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন