এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নটবর : একটি গেঁয়ো গল্প

    achintyarup ray
    অন্যান্য | ০৫ ডিসেম্বর ২০১০ | ১০৯১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • achintyarup | 59.93.241.40 | ০৫ ডিসেম্বর ২০১০ ০৩:৫৪467320
  • ছটাও বাজেনি। সবে সূর্য উঠেছে। লালচে নরম রোদ বড়পুকুর পাড়ের গাছগুলোর মাথা ছুঁয়ে শশী ভুঁঞের চায়ের দোকানের সামনে রাখা বেঞ্চিটায় লুটোচ্ছে। পিচ রাস্তা ধরে দাঁতন হাতে আস্তে আস্তে হাঁটছে নটবর ইস্কুলের দিকে। রাস্তার ধারের ঘাসে এখনো শিশির জমে আছে বিন্দু বিন্দু। আলো পড়ে চিক চিক করছে পারার মত। নটবরের খেয়াল হল একটু মার্কারি আনাতে হবে। ব্যারোমিটারটার জন্যে। নল-টল সবই যোগাড় হয়ে গেছে, এখন শুধু কয়েকশ' গ্রাম মার্কারি হলেই একটা ব্যারোমিটার বানিয়ে টাঙিয়ে দেওয়া যাবে দোকানঘরের দেওয়ালে। তারপর সেটা দেখে নিম্নচাপ-উচ্চচাপ -- হাওয়া কেমন চলবে, বৃষ্টি হবে কিনা, সে সবের একটা আন্দাজ পাওয়া যাবে। ব্যারোমিটার একটা খুবই দরকার। ব্রাশ কারখানার কাত্তিককে কালই পয়সা দিয়ে দেবে মার্কারিটা নিয়ে আসার জন্যে। ব্রাশের সাপ্লাই নিয়ে রোজই তো কলকাতায় যায় কাত্তিক। ওদের তৈরি লোহার ব্রাশের খুব ডিমাণ্ড। নাকি খিদিরপুরে জাহাজের গা ঘষা হয়। কতগুলি ও ই রকম বুরুশ লাগে একটা জাহাজ ঘষে সাফ করতে কে জানে।

    বড় রাস্তায় ওঠার আগে খানিকটা পথ ঘাসের ওপর দিয়ে আসতে হয়েছে, তখন জমে থাকা শিশিরে ভিজে গেছে প্লাস্টিকের চটি। পিছলে বেরিয়ে যেতে চাইছে পা থেকে। তাই একটু পা টেনে টেনে হাঁটছে নটবর। এমনিতে এই চটি খুবই কাজের। জলে যাও কাদায় যাও কিচ্ছু হবে না। হেসেখেলে দেড়-দু বচ্ছর চলে যায়। আর গাঁ-ঘরের তো ব্যাপার। এর থেকে কায়দার জিনিসের দরকারই বা কি। যাতায়াত বলতে তো এই রোজ সকালে একবার বাজার যাওয়া, আর রেডিও-টিভির পার্টস কেনার জন্যে কালেভদ্রে একবার বড়গেছে কি মুন্সিরহাট। সেও সাইকেলে। আজকাল তো এসব যন্ত্রপাতি এখানেই পাওয়া যায়। হুট বলতে তাই শহরে দৌড়তে হয় না আর।

    এমনিতে বিলাসিতা নেই নটবরের। নীল-কালো চেক কাটা একটা লুঙ্গিই ওর সারাদিনের পোশাক। কোমরের নিচে কষি দিয়ে বাঁধা। আর দূরে কোথাও যেতে হলে গায়ে একটা ফতুয়া। ব্যস। আর কি দরকার? এপাড়া-ওপাড়া যেতে কি আর গায়ে জামা চড়াতে হয়? বেশিরভাগ সময় তাই খালি গায়েই থাকে নটবর। পিঠের ওপর কাঁধের কাছে একটা বড় আঁচিল আছে ওর। কাঁধের হাড়টা তেকোণা হয়ে এসে যেখানে শেষ হচ্ছে ঠিক সেই জায়গাটায়। ঐ হাড়টাকে বলে স্ক্যাপুলা। ইস্কুলে পড়েছিল নটবর। এখনও দিব্যি মনে আছে। ছাত্র তো নটবর মন্দ ছিল না। বিশেষ করে সায়েন্স সাবজেক্টগুলোতে। অন্যগুলোতে অবশ্য তুলনায় খানিকটা নিরেসই ছিল বলতে হবে। বাঙলার মাস্টার তো ক্লাসে ঢুকে ওকে দেখলেই বলতেন, "আহাহা! লটবর লাগর এয়েচেন বিদ্যালয় পরিভ্রমণ করতে। যা যা, মাঠে ঘাস খেগে যা:।'
  • Tim | 173.163.204.9 | ০৫ ডিসেম্বর ২০১০ ০৬:৫৫467367
  • চমৎকার ঝরঝরে লেখা। চালিয়ে যান।
  • d | 14.96.162.82 | ০৫ ডিসেম্বর ২০১০ ১০:২৪467378
  • চলুক
  • achintyarup | 121.241.214.34 | ০৫ ডিসেম্বর ২০১০ ১৭:২৩467389
  • চলবে কি না সেটা নটবরের ওপর ডিপেণ্ড করছে।
  • ranjan roy | 122.177.131.201 | ০৫ ডিসেম্বর ২০১০ ১৭:৪৭467400
  • অ্যাই অচিন্ত্য! অফিসে বসে এইসব কি লিখছো?
    সিনিয়রদের রোগে ধরলো? কাজ কর, কাজ কর।
  • achintyarup | 121.241.214.34 | ০৫ ডিসেম্বর ২০১০ ১৮:০১467422
  • সংশোধনী: বাড়িতে
  • achintyarup | 121.241.214.34 | ০৫ ডিসেম্বর ২০১০ ১৮:০১467411
  • এইটা কাল রাত্তিরে বাঋহিতে বসে লেখা :)
  • I | 14.96.33.229 | ০৬ ডিসেম্বর ২০১০ ০১:৪১467433
  • ব্যাপক লেখেন তো!
  • d | 14.99.78.81 | ০৬ ডিসেম্বর ২০১০ ২০:৩৫467444
  • ও অচিনবাবু, তারপর?
  • achintyarup | 59.93.245.239 | ০৭ ডিসেম্বর ২০১০ ০৩:৩৫467321
  • সায়েন্সের মাস্টারমশাইরা কিন্তু ভালবাসতেন নটবরকে। তা সেই সায়েন্সটুকু ভাঙ্গিয়েই তো খাচ্ছে। খুব যে খারাপ খাচ্ছে তাও নয়। মোটা মোটা লালচে চালের ভাত, ডাল আর এটা ওটা সবজী। হপ্তায় দুয়েক দিন এক টুকরো করে মাছ। তবে ফি রোববার খাসীর মাংসটা ওর বাঁধা। দুপুরবেলায় রেডিওতে বিবিধ ভারতী শুনতে শুনতে ভরপেট মাংস আর ভাত। একটু লেবু কচলে। আর কি চাই একটা লোকের?

    এই টিভির যুগেও রেডিও শুনতেই ভালোবাসে নটবর। আগেকার সেইসব প্রোগ্রাম যদিও এখন আর দেয় না। অনুরোধের আসর কি হারানো দিনের গানের মত অনুষ্ঠানগুলি কোথায় যে চলে গেল। আসলে এখন তো লোকে আর সে সব বেশি শুনতেও চায় না। ঘরে ঘরে এখন টিভি। আর রেডিও মানেই এফ এম। ইস্কুলের ছেলেগুলো পর্যন্ত কানে একটা করে এফ এম-এর তার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কলকাতা ক-এর মিডিয়াম ওয়েভ রেডিওতে ধরতেও এখন কষ্ট করতে হয়। এত রকম সব ওয়েভ লেংথের ঢেউ ভেসে বেড়াচ্ছে হাওয়ায়। কেব্‌ল টিভি, এফ এম আর মোবাইল ফোনের ধাক্কায় মিডিয়াম ওয়েভ একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। রেডিওটা খুললেই খড়খড় চড়চড় করে বিদঘুটে সব আওয়াজ হতে থাকে। সাবধানে নব ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক স্টেশন খুঁজে বার করতেই আধ ঘণ্টা।

    বুড়ো রুইদাসের খোলার ঘরের পাশের টিউবওয়েলটাতে মুখ ধুয়ে নিল নটবর। নিমডালের দাঁতনটা টান মেরে ফেলে দিল রাস্তার ধারে। পঁয়তাল্লিশ হতে চলল, তবুও একটা দাঁতেও না ধরেছে পোকা, না ধরেছে এতটুকু দাগ। সবই ঐ নিমের কল্যাণে।

    দাঁত মাজা-মুখ ধোয়া হয়ে গেলেই মনটা চা-চা করে নটবরের। তা এত সকালে তো আর বাড়িতে চা জুটবে না। নটবরের বৌ-এর এসব বাতিকের বালাই নেই। ভোর থাকতেই উঠে সে সংসারের হাজারটা কাজ নিয়ে ব্যস্ত। বাড়িতে চা হয় শুধু বিকেলে। মেয়েটা ইস্কুল থেকে ফিরলে।

    রোজকার অভ্যেস মত তাই ভুঁঞের দোকানের সামনে গিয়ে হাঁক দিল, "চা হবে নাকি গো কোম্পানি?'
  • Nina | 64.56.33.254 | ০৭ ডিসেম্বর ২০১০ ০৩:৫১467332
  • আরে ব্বাহ! দেশ থেকে সদ্য ফিরে মনটা বড় ফাঁকা ফাঁকা লাগছিল--তা এইবার বেশ চনমনিয়ে উঠল---বেড়ে হচ্চে লেখাটা---হাত চালিয়ে ভাই, প্লিজ!
  • kumudini | 59.178.49.139 | ০৭ ডিসেম্বর ২০১০ ১৭:১৭467343
  • নীনা,ভাটে এসো।
  • Nina | 64.56.33.254 | ০৭ ডিসেম্বর ২০১০ ২২:১২467354
  • আরে কুমুদিনী, আমার হয় শুরু, তোমার হয় সারা :-(
    কই অচিন্ত্যরূপ --বসে আছি যে পড়ব বলে---
  • achintyarup | 121.241.214.34 | ০৭ ডিসেম্বর ২০১০ ২৩:৪৮467361
  • নটবর একটু ধীরে চলে। শেষপর্যন্ত চলতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দ আছে। এ পজ্জন্ত জীবনে একটা গোটা গল্প লিখে উঠতে পারিনি :-)
  • achintyarup | 59.93.244.41 | ০৮ ডিসেম্বর ২০১০ ০৪:৩৬467362
  • ভেতর থেকে গলার আওয়াজ শোনা গেল শশীর : "এট্টু বসতে হবে গো নটদা। ঘুঁটে ছিলুনি, বড়খোকাকে বাড়িতে পাটিয়ে কাট আর প্যাঁকাটি আনালুম, তাই আঁচ ধরাতে দেরি হয়ে গেল।'

    সকালের শিরশিরে হাওয়ায় ধোঁয়ার গন্ধ ভাসছে, উনুনে কেটলি বসিয়ে ঝরঝরে একটা তালপাতার পাখা দিয়ে নিচে হাওয়া করছে শশী।

    "কদিন জলটা এট্টু ধরেছে, কি বল? আর শনিবার থেকে যেরম নেমেচিল... টানা কদিন চলল বল তো?' পাখা থামিয়ে শশী বাঁ হাতের কড় গুনতে থাকে। "শনি রবি সোম মঙ্গল বুধ -- পাঁচ দিন। আর আজকে তোমার হল গিয়ে রোববার। তিন দিন ছাড় দিয়েছে। কিন্তু পুজোর আগে আরেকবার এরম হলে আর দেখতে হবেনে।'

    তা বটে। ভাদ্র মাস প্রায় শেষ হয়ে এল। পুকুর-ডোবা একেবারে থইথই করছে। ডিভিসিও নাকি জল ছেড়েছে শোনা যাচ্ছে। আবার যদি ভারি বৃষ্টি হয় তাহলে সত্যিই আর দেখতে হবে না। ঠাকুমার কাছে শোনা খনার বচন মনে পড়ল নটবরের -- চৈতে কুয়া ভাদরে বান, নরের মুণ্ড গড়াগড়ি যান। ভাদরে বানটা ভাল ব্যাপার নয় মোটেই। কে জানে দেবী কিসে আসছেন এবার, গজে না দোলায়। গজে এলে তো ভালই, ফল শস্যপূর্ণা বসুন্ধরা। আর দোলায় এলে -- ফলং মড়কং। দেবীর যান বাহন আরও আছে, নৌকা, ঘোটক আরও কি কি যেন। সব শুদ্ধ মনে হয় ছ'টা। তার থেকে এই দুটো-ই মনে আছে নটবরের। বাকিগুলো একবার দেখে নিতে হবে পঞ্জিকা থেকে। তবে পাঁজির হিসেব মত যে সব কিছু চলে না সে নটবর ভালই জানে। তাও, ওর কাছে এটা একটা খেলার মত। তাসের রঙ মেলানোর মত খানিকটা। যদি মিলে যায় তো মজা, না মিললেও কিছু যায় আসে না।
  • de | 59.163.30.3 | ০৮ ডিসেম্বর ২০১০ ১০:৪৪467363
  • জীবনের এই অসমাপ্ত কাজটি সম্পন্ন হোক এবারেই -- শুভেচ্ছা রইলো :))

    খুব ভালো হচ্ছে!
  • d | 14.96.152.42 | ০৮ ডিসেম্বর ২০১০ ১০:৫০467365
  • *লিখে যান
  • d | 14.96.152.42 | ০৮ ডিসেম্বর ২০১০ ১০:৫০467364
  • সত্যিই খুব ভাল হচ্ছে। আপনি আপনমনে লিখতে থাকুন অচিনবাবু। রোজ কয়েকপ্যারা করে লিখে যা, তাড়াহুড়ো না করে। দেখবেন একদিন ঠিক শেষ হয়ে গেছে।
  • Bratin | 122.248.183.1 | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:২৩467366
  • খুব ভালো লাগছে। একেবারে মন ছুঁয়ে যাওয়া লেখা
  • Bratin | 122.248.183.1 | ০৮ ডিসেম্বর ২০১০ ১৩:৩১467368
  • আমার দু জন বন্ধু( গুরু র গ্রাহক) তারা জানলো 'পাশবিক' সংখ্যা খুব ভালো লেগেছে। আমি নিজে সবে হাতে পেয়েছি। কয়েক টা পড়েছি । দীপ্তেন দা আর সুমেরু র লেখা দুটো ভালো লেগেছে।
  • I | 14.96.140.63 | ০৮ ডিসেম্বর ২০১০ ২১:৩৭467369
  • অচিনবাবু একদিন খুব বড় হবেন, এই বলে দিলাম। মিলিয়ে নিও।
  • achintyarup | 121.241.214.34 | ০৮ ডিসেম্বর ২০১০ ২৩:৩০467370
  • আমি ৫ ফুট ৯ ইঞ্চি। বুক, গলা এবং কোমরের মাপ আলাদা
  • Nina | 64.56.33.254 | ০৮ ডিসেম্বর ২০১০ ২৩:৫৩467371
  • আর নটবর??!!
  • I | 14.96.140.63 | ০৯ ডিসেম্বর ২০১০ ০০:৪০467372
  • তব্ব্যে? আগেই জানতাম। হাইহিল পল্লে আরো উবরে উঠবেন।
  • Fevi | 217.162.209.37 | ০৯ ডিসেম্বর ২০১০ ০২:২৯467373
  • বড়গেছে, মুন্সীরহাট !! ও কোম্পানী, তোমার ঘর কি ওখেনেই?
  • achintyarup | 59.93.245.238 | ০৯ ডিসেম্বর ২০১০ ০৩:৪৫467374
  • ছেল এক্কালে
  • achintyarup | 59.93.245.238 | ০৯ ডিসেম্বর ২০১০ ০৪:০৫467375
  • আজ সকালে অবশ্য আকাশ একেবারে নিকোনো উঠোনের মত ঝকঝকে পরিষ্কার। এদিকে ওদিকে টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে কয়েকটা। সেগুলোতেও কালচে ভাব বিশেষ নেই। বেশ একটা পুজো পুজো গন্ধ সকালটায়।

    পুজোর কথা ভাবতেই ছোটবেলার একটা মজার ঘটনা মনে পড়ে গেল নটবরের। ইস্কুলের বন্ধু শিবু ওকে একদিন বলেছিল, "শরৎকালের সকালে কখনো ফাঁকা মাঠে গিয়ে কান পেতে শুনেছিস? খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলে দেখবি ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছিস। যেক্কোনো দিন। আশিনমাসে হলে বেশি ভালো হয়।' একদিন পরীক্ষা করে দেখেওছিল নটবর। ভোর ভোর ঘুম থেকে উঠে ইস্কুলের ফুটবল মাঠে গিয়ে দাঁড়িয়েছিল। প্রথম প্রথম কিছুই বোঝা যাচ্ছিল না। শালিক পাখির কিচমিচ, একটা বুলবুলির শিস, চিড়িক চিড়িক কাঠবেড়ালীর ডাক; ওম্মা-আ-আ করে কোথায় একটা গরু ডেকে উঠল একবার; দূরে কেউ কাউকে চিৎকার করে ডেকে কি একটা বলল -- সেই সব কানে আসছিল। ক'হাত দূরে একটা কাশঝাড় হাওয়ায় নড়ছিল, তার পাতার সড়সড়, শাসমলদের ধানজমির ধার ঘেঁষে লাগানো নারকেলগাছের পাতার ঝরঝর ঝরঝর মিষ্টি আওয়াজ আর মাঠের শেষে দলুইদের পুকুরঘাটে বাসন মাজার ঠনঠন শব্দ আবছা ভেসে আসছিল হাওয়ায়। তারপর হঠাৎই মনে হতে লাগল খুব হালকা একটা ঢাকের আওয়াজ সত্যিই শুনতে পাচ্ছে ও। অনেক দূরে কোথাও যেন একটা ঢাকী একা একা পুজোর বোল বাজিয়ে যাচ্ছে একটানা -- গিজতা গিজাং গিজতা গিজাং গিজাং গিজাং গিজতা গিজাং। মনে হল অল্প অল্প ধুনোর গন্ধও এসে নাকে লাগছে। আশ্বিন মাসের সকালবেলাটায় অনেকক্ষণ ধরে বুঁদ হয়ে মাঠের মধ্যে একা দাঁড়িয়েছিল নটবর।
  • Nina | 68.84.239.41 | ০৯ ডিসেম্বর ২০১০ ০৭:৩৮467376
  • বা: !
  • sana | 58.106.4.180 | ০৯ ডিসেম্বর ২০১০ ১০:৫৩467377
  • মন খারাপ করা,ভালো.....
    অসাধারন!
  • Lama | 203.132.214.11 | ০৯ ডিসেম্বর ২০১০ ১১:৩০467379
  • অসাধারণ লাগছে, অচিন্দা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন