এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিউজের নক্সীকাঁথা

    dri
    অন্যান্য | ০১ মে ২০১১ | ২৭৮৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.232.31 | ০১ মে ২০১১ ০০:১৭469581
  • এসে গেল কনস্পিরেসি আর ফাজিনেসের সিকোয়েল। এখানে বিভিন্ন রংএর নিউজের সুতোয় বোনা হবে ফিউচার। দেখুন তো প্যাটার্নগুলো দেখতে পান কিনা।
  • dri | 117.194.232.31 | ০১ মে ২০১১ ০০:৫৭469803
  • মিড্‌ল ইস্ট :

    প্রেস টিভিতে দেওয়া ইন্টারভিউয়ে পল ক্রেগ রবার্টস (প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অফ ইউ এস ট্রেজারী) বললেন, লিবিয়ার যুদ্ধ হল মেডিটেরানিয়ান থেকে চীনকে বার করে দেওয়ার খেলা। লিবিয়ার পূব দিকে অয়েল ফিল্ডগুলোতে চীনের প্রচুর ইনভেস্টমেন্ট ছিল। সেইটা এখন রেবেলরা দখল করে নিয়েছে। আরো বললেন, কেন সিরিয়া নেক্সট।

    Whether or not Libya functions under revolutionaries depends if the CIA wins - we don't know that yet. As you said earlier, the UN resolution puts constraints on what the European and American forces can achieve in Libya. They can have a no fly zone, but they are not supposed to be in there fighting together with the rebels.

    But of course the CIA is. So we do have these violations of the UN resolution. If NATO, which is now the cover for the world community, succeeds in overthrowing Qaddafi the next target will be Syria because Syria has already been demonized.

    Why are they targeting Syria? - Because the Russians have a very large naval base in Syria. And it gives the Russian navy a presence in the Mediterranean; the US and NATO do not want that. If there is success in overthrowing Qaddafi, Syria is next.

    Already, they are blaming Iran for Syria and Libya. Iran is a major target because it is an independent state that is not a puppet of the Western colonialists.


    http://www.presstv.ir/detail/175076.html

    এদিকে সিরিয়ায় সিরিয়াস ডিস্টেবিলাইজেশান শুরু হয়ে গেছে।
  • dri | 117.194.232.31 | ০১ মে ২০১১ ০১:০৯470025
  • ইউ এস সুপ্রীম কোর্ট এটিঅ্যান্ডটির একটা কেসে শকিং রুলিং দিয়েছে। ক্লাস অ্যাকশান ল'স্যুট খারিজ করে দিতে পারবে এটিঅ্যান্ডটি। http://www.huffingtonpost.com/david-arkush/us-supreme-court-to-major_b_854714.html। এর ইমপ্লিকেশান ভালো হতে পারে না।
  • lcm | 69.236.179.251 | ০১ মে ২০১১ ০১:২৯470149
  • কোনটা হঠাৎ? ড্রিল-এর কথা বলছ।
    আমাদের এখানে মাসে প্রায় একবার করে হচ্ছে। ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিয়েছে মনে হয়।
    এটা বোধহয় সবাইকে একটা ইম্প্রেশন দেবার চেষ্টা যে ডিস্যাস্টার প্রিপেয়ার্ডনেস আছে। আর, কিছু কিছু জিনিস, যেমন, আইটি-তে ডিআর (ডিস্যাস্টার রিকভারি) এর পেছনে যে কত পয়সা খরচা হচ্ছে। এই সুযোগে কিছু কোম্পানী...
  • dri | 117.194.232.31 | ০১ মে ২০১১ ০১:৩৫470160
  • কিন্তু এসব কি দু চার বছর আগে হত? আর্থকোয়েক প্রিপেয়ার্ডনেস?
  • lcm | 69.236.179.251 | ০১ মে ২০১১ ০১:৩৯470171
  • হত। বছরে একবার বোধহয়। অ্যালার্ম, টেবিলের তলায় ডাক্‌ করা, ফ্লোর ওয়াড্রেন-এর রোল কল... এসেট্রা। আর ঐ... দ্য বিগ ওয়ান ইস কামিং, উই শ্যুড বি রেডি.... এসেট্রা।

    কিন্তু, তুমি বলো তোমার কি মনে হয়! ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেবার কারণ কি। হাইতি, চিলি, জাপান...
  • dri | 117.194.232.31 | ০১ মে ২০১১ ০১:৪২469582
  • পল থর্সেন, যিনি অটিজ্‌ম এবং ভ্যাকসিনের মধ্যে কোন সম্পর্ক নেই প্রমাণ করেন একটি স্টাডিতে, এখন একটি ফাইনান্সিয়াল কেলেঙ্কারীতে জড়িয়ে পড়লেন।

    CDC researcher Poul Thorsen, who famously headed up the "Denmark Study" that many claim disproved any link between autism and vaccines, has been indicted in Atlanta by a federal grand jury on charges of wire fraud, money laundering and defrauding research institutions of grant money.

    ...

    From 2000 to 2009, the CDC awarded $11 million in grant money to two Denmark government agencies to study, among other things, the possible link between vaccines and autism. In 2002, Thorsen moved to Denmark and became the "principal investigator" for the grant money, responsible for administering the research money that the CDC awarded.

    But here's where things get interesting: According to the Dept. of Justice, Thorsen began allegedly stealing grant money by submitting fraudulent expense documents that were supposedly related to the Danish study. These fraudulent expense documents were given to the Danish government, Aarhus University and Odense University Hospital, the institutions involved in the research.

    From February 2004 through June 2008, says the DOJ indictment, Thorsen allegedly submitted over a dozen fraudulent invoices requesting reimbursement for expenses that were fabricated. Interestingly, these allegedly fraudulent invoices were signed by a laboratory section chief at the CDC, indicating that someone inside the CDC was either duped by Thorsen or potentially involved in the alleged fraud.



    http://www.naturalnews.com/032216_Thorsen_fraud.html#ixzz1KurJwdnc

  • dri | 117.194.232.31 | ০১ মে ২০১১ ০১:৪৪469593
  • প্রথমত, এটা মিডওয়েস্ট, বে এরিয়া নয়। এবং জাস্ট এক কোম্পানী লোক নয়, আড়াই মিলিয়ান লোক। সরকারী এফর্ট। এরকম আগে শুনেছেন?
  • SS | 131.193.195.128 | ০৩ মে ২০১১ ০৩:৫৭469615
  • এইরকম একটা লিংক ভাটেও দিয়েছিলাম। এখানেও রেখে দিই, http://www.guardian.co.uk/world/2011/may/02/osama-bin-laden-photo-fake?CMP=twt_fd

    বর্তমান, প্রতিদিন দুটো পেপারকেই দেখলাম লাদেনের ফেক ছবি ছাপাতে।
  • I | 14.96.58.106 | ০৩ মে ২০১১ ১২:৫৮469626
  • আমাদের সবার প্রিয় আজকাল-ও দিয়েছে । :-)
  • lcm | 69.236.179.251 | ০৩ মে ২০১১ ১৩:২০469637
  • মিড ওয়েস্টে আর্থকোয়েক ড্রিল! নাহ ...

    নিজের অজান্তে ট্যুইটারে এক পাকিস্তানি আইটি কনসালট্যান্ট-এর লাদেন এপিসোড লগ --- http://twitter.com/#!/reallyvirtual
  • dri | 117.194.237.43 | ০৩ মে ২০১১ ২৩:০৫469648
  • টুইটার ... :-)

    এনকাউন্টারের অফিশিয়াল ভার্শানে স্লাইট মডিফিকেশান করল হোয়াইট হাউস। http://www.politico.com/news/stories/0511/54162.html। বিন লাদেনের কাছে কোন অস্ত্র ছিল না। কিন্তু খালি হাতে বাধা দিয়েছিল। তাই গুলি চালিয়েছে সৈন্যরা।
  • pi | 128.231.22.150 | ০৩ মে ২০১১ ২৩:০৬469659
  • উইকিলিক্সে কি একটা বেরিয়েছে না ?
  • dri | 117.194.237.43 | ০৩ মে ২০১১ ২৩:০৮469670
  • ইন্টারেস্টিং ব্যাপার হল, এফ বি আইয়ের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড টেররিস্ট লিস্টের ওসামা বিন লাদেনের পাতায়, বিন লাদেনের ৯/১১ এর সাথে কোন কানেকশানের কথা লেখাই নেই। লেখা আছে,

    Usama Bin Laden is wanted in connection with the August 7, 1998, bombings of the United States Embassies in Dar es Salaam, Tanzania, and Nairobi, Kenya. These attacks killed over 200 people. In addition, Bin Laden is a suspect in other terrorist attacks throughout the world.

    http://www.fbi.gov/wanted/wanted_terrorists/usama-bin-laden
  • dri | 117.194.237.43 | ০৩ মে ২০১১ ২৩:১৩469681
  • এবং এই নিয়ে লেখালিখিও হয়েছে।

    On June 5, 2006, the Muckraker Report contacted the FBI Headquarters, (202) 324-3000, to learn why Bin Laden’s Most Wanted poster did not indicate that Usama was also wanted in connection with 9/11. The Muckraker Report spoke with Rex Tomb, Chief of Investigative Publicity for the FBI. When asked why there is no mention of 9/11 on Bin Laden’s Most Wanted web page, Tomb said, “The reason why 9/11 is not mentioned on Usama Bin Laden’s Most Wanted page is because the FBI has no hard evidence connecting Bin Laden to 9/11.”

    http://www.globalresearch.ca/index.php?context=va&aid=2623
  • dri | 117.194.229.218 | ০৩ মে ২০১১ ২৩:২৭469704
  • জুলিয়ান অ্যাসেঞ্জ রাশিয়া টুডেতে দেওয়া ইন্টারভিউতে বললেন, ফেসবুক জাসুসির গুপিযন্ত্রবিশেষ।

    Assange claimed that because of the costs involved each time an internet company was asked for access to specific data files, the big companies have built in back doors for officials to help themselves to whatever data they wanted.

    “Facebook, Google, Yahoo – all these major US organisations - have developed an interface for US intelligence teams,” he said. “It's not a matter or serving a subpoena – they have developed an interface for them to use.

    “US intelligence can bring pressure to bear and it's costly for them to hand out records one by one, so they have automated the process – everyone should understand that.”

    Read more: Assange: Facebook is spying tool for US intelligence | News | PC Pro http://www.pcpro.co.uk/news/367081/assange-facebook-is-spying-tool-for-us-intelligence#ixzz1LJUJn3H5


    http://www.pcpro.co.uk/news/367081/assange-facebook-is-spying-tool-for-us-intelligence
  • dri | 117.194.229.218 | ০৩ মে ২০১১ ২৩:৩৭469715
  • মিসিসিপি নদীতে জল বাড়ছে। কায়েরো বলে একটা শহরকে বাঁচানোর জন্য বাঁধের একটা অংশ ফাটিয়ে ১৩০ হাজার একর চাষজমিতে জল ঢুকিয়ে দেওয়া হল।

    http://abcnews.go.com/US/army-corps-breaks-missouri-levee-save-cairo-illinois/story?id=13515937

    খাবারের দাম ...
  • dri | 117.194.229.218 | ০৩ মে ২০১১ ২৩:৪৫469726
  • ১৯৮৪ সালে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ সুইডেনের তৈরী একটা ডকুমেন্ট হাতে এল। এর বিষয় হল ওয়েদার মডিফিকেশান টেকনিককে ওয়েপনাইজ করার যেটুকু ইতিহাস বিভিন্ন জায়গায় ডকুমেন্টেড ভাবে পাওয়া গেছে।

    কী আছে এতে?
  • dri | 117.194.229.218 | ০৩ মে ২০১১ ২৩:৫৪469737
  • প্রথমেই আছে,

    In an obscure Vietnamese publication on the history of the battle of
    Dien Bien Phu, the following notation appears under the entry for
    Apri 1 23, (1954)
    The General Staff of General Navarre sent a radio message to
    {General)Cogny informing him that on April 24, 150 baskets of
    activated charcoal and 150 bags of ballast would be flown from
    Paris for the making of artificial rain aimed at impeding our
    movement and supply. (1)
    Assum:ing the event took place as reported, it had no known effect
    or consequences. It is interesting to recall that french forces
    apparently had initiated the use of chemical agents in World War I
    in a similarly amateurish fashion. On this occasion the consequences
    were fortunately not the same.


    অর্থাৎ সেই আদ্যিকালে ইন্দোচিনার সাথে দিয়েন বিয়েন ফু'র যুদ্ধে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আর্টিফিশিয়াল রেইনের চেষ্টা করেছিল ফ্রেঞ্চ আর্মি। (সুবিধে বিশেষ কিছু করতে পারে নি সেটা আলাদা কথা, কিন্তু চেষ্টা জারি ছিল।

    (ক্রমশ:)
  • dri | 117.194.227.16 | ০৪ মে ২০১১ ২২:৩৫469759
  • ১৯৭২ এর সামারে খবর আসতে শুরু করে ইউ এস ভিয়েতনামে ওয়েদার মডিফিকেশান করে বৃষ্টিপাত বাড়ানোর চেষ্টা করছে মিলিটারী অ্যাডভান্টেজ পাওয়ার জন্য। এই নিয়ে কংগ্রেস এবং সেনেটে হিয়ারিং হয়, এবং দু বছর বাদে এই প্রোগ্রামের অফিশিয়াল কনফার্মেশানও করা হয়।

    এই ডকুমেন্টে ওয়েদার মডিফিকেশান নিয়ে কিছু লিটারেচারের উল্লেখ আছে। এক, গর্ডন ম্যাকডোনাল্ডের পেপার। দুই, ইউ এস ন্যাশানাল অ্যাকাডেমি অফ সায়েন্সের স্টাডি : ওয়েদার অ্যান্ড ক্লাইমেট মডিফিকেশান, প্রবলেম্‌স অ্যান্ড প্রসপেক্টস। এতে আছে,

    A portion of the United States Navy program in weather modification is devoted to the logistic and flight support of the joint N 0 A A/Navy research program on hurricane modification (Project Stormfury). In addition, it supports studies of cloud and fog dissipation and the development of pyrotechnic seeding devices. The Office of Naval Research has for many years supported several basic research programs in atmospheric electricity, some of which are relevant to the possibility of artificially modifying lightning from thunderstorms.

    The United States Army is involved in studies of fog dissipation, atmospheric electricity, and convective cloud dynamics.

    The United States Air Force is similarly interested in the dynamics of convective cloud systems that affect the flight of aircraft and missiles and the dissipation of fogs and low stratus clouds. It has
    also participated in Project Stormfury. During the course of this study, no attempt was made by the Panel to examine classified experimental programs or to ascertain the existence of classified experimental programs in weather modification.

    ...

    In considering the prospect of controlled weather modification, we are acutely aware that just because science and technology may develop the capability to modify weather there is no reason to assume that society should automatically use that capability. Weather modification appears to be one way of achieving certain goals ... possible applications of weather modification for aggressive military purposes provide further urgent reasons for pursuing international agreement on activities that could seriously affect the weather of regions beyond national borders. (Emphasis in original).

  • dri | 117.194.227.16 | ০৪ মে ২০১১ ২৩:০১469770
  • ওয়েদার মডিফিকেশানের শুরু এবং এতে মিলিটারী ইন্টারেস্টের আলোচনা এইভাবে শুরু হয়েছে --

    The beginning of experimental weather modification is credited to the first forced precipitation of rain-"cloud seeding" by Vincent Schaefer using dry ice in 1946. The following year the same effect was demonstrated by Bernard Vonnegut using silver iodide crystals (13). Attention by the Dept. of Defense was rapid: a report of a Panel on Meteorology of the Defense Department1s Research and Development board was however, skeptical of claims for the new technology. Public attention in connection with military usage was also rapid and set a pattern of extravagant and fanciful images of power and danger that would continue for twenty years: Army, Navy and Air Force are spending close to a million dollars a year on weather modification and their tremendous interest suggests that military applications extend far beyond visiting a few showers upon an enemy. It does not require a sharp mind to figure out that wartime storms might readily be infected with virulent bacteriological and radiological substances. (14)
  • dri | 117.194.246.29 | ০৫ মে ২০১১ ২২:৫৮469792
  • ১৯৭৫ সালে ইউ এন কনফারেন্স অফ দা কমিটি অফ ডিসার্মামেন্টে একটা ক্যানেডিয়ান পেপারে এনভায়রনমেন্ট মডিফিকেশানের কথা এসেছে।

    It required the press and then the Congress to perform the function for which the government's own scientific advisory apparatus existed but abdicated its responsibility, and it remained for a 1975 Canadian working paper to the United Nations Conference of the Committee on Disarmament(CCD) in Geneva to present a list of 19 types of direct and indirect modification techniques aimed at the atmosphere, oceans, and land which could- conceivably be used as methods of environmental warfare.
  • dri | 117.194.230.226 | ০৫ মে ২০১১ ২৩:২২469804
  • আমেরিকায় এমন একটা সময় ছিল যখন ওয়েদার মডিফিকেশান টেকনলজিতে পয়সা ঢালা হবে কিনা সেটা নিয়ে মতৈক্য ছিল না। ১৯৫৩ সালের কথা ...

    In 1953 a President1s Advisory Committee on Weather Control was established to determine lithe extent to which the United States should experiment with' engage in, or regulate activities designed to control weather conditions". A US Navy officer, Capt. H.T. Orville, became chairman of this Advisory Committee, and its report to the President in 1957 contained several security deletions.

    ...

    Orville stated that "If an unfriendly nation gets into a position to control the large-scale weather patterns before we can, the results could be more disastrous than nuclear warfare."(19) Orville also reported that the USSR ... had conducted numerous unpublicized but still detectable experiments apparently aimed at finding ways to speed melting of polar icecaps; and has even offered to join the United States in a project to turn the Arctic Ocean into a sort of warm water lake by melting the polar icecap.


    লাস্ট পার্টটা খুব রিভিলিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন