এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিউজের নক্সীকাঁথা

    dri
    অন্যান্য | ০১ মে ২০১১ | ২৭৮৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.230.226 | ০৫ মে ২০১১ ২৩:৩৫469815
  • সোভিয়েৎ রাশিয়ার সত্যিই এই প্রোপোজাল ছিল!

    This may have referred to the 1957 Soviet suggestion to build a dam across the Bering Straight, to pump warmer Pacific water into the colder Arctic, and at times to reverse the flow to "cancel out" the Greenland, Labrador and other cold ocean currents (20). Such a scheme, which would have changed wind, rainfall, and climatological patterns across
    the entire western hemisphere and the entire northern hemisphere as well, can only be considered simple mindedness of the most heroic, epic, and monstrous proportions, in the very worst tradition of the attempt to apply any technology, without consideration of consequences. As we will see, it was instrumental in prontpting the largest weather modification R&D program in the Dept. of Defense.


    (গ্লোবাল ওয়ার্মিং?)
  • dri | 117.194.242.139 | ০৬ মে ২০১১ ২৩:২৮469837
  • ওয়েদার মডিফিকেশানের পক্ষে সওয়াল করেছিলেন হেনরি হাউটনও।

    Dr. Henry G. Houghton of the Dept of Meteorology, Masachusetts Institute of Technology, spelled out this image in somewhat more detail:

    I shudder to think of the consequences of prior Russian discovery of a feasible method of weather control ... International control of weather modification will be essential to. the safety of the world as control of nuclear energy is now. Unless we remain ahead of Russia in meteorology research the prospects for international agreements on weather control will be poor indeed. An unfavorable modification of our climate in the guise of a peaceful effort to improve Russia's climate could seriously weaken our economy and ability to resist." (22)

  • dri | 117.194.242.139 | ০৬ মে ২০১১ ২৩:৪১469848
  • ভয় দেখিয়েছিলেন লিন্ডন জনসন।

    Senator L.B.Johnson (then Chairman of a Senate Committee on Space) told the Congress "From space one could control the earths weather, cause drought and floods, change tides and raise the level of the seas, make temperate climates frigid."

    রাশিয়ান জুজু দেখেছিলেন কংগ্রেসম্যানদের কেউ কেউ।

    A U.S. congressman, speaking on behalf of legislation to provide funds for weather modification experimentation, offered among his reasons for supporting the bills the following:

    In the fourth place, we need this legislation and appropriation because we must beat Russia to the punch ... America could become as subject to Russia's whims as a rat in a laboratory to an experimenter. If Russia beats us to the punch on learning how to control the natural laws governing weather changes, they could conceivably produce a drought over our whole continent or a disastrous flood. We know that the Russians are devoting great energy and scientific talent to learning how to control
    the weather. It is urgent that the United States not fall behind in this race.

  • dri | 117.194.242.139 | ০৬ মে ২০১১ ২৩:৫৭469859
  • ফান্ড অ্যালোকেট করাতে গেলে ভয় একটু দেখাতেই হয়। এই বুঝি অন্যজন এগিয়ে গেল। আমাদের পারপাস একদম নোব্‌ল। শুধু ডিফেন্স আর ডিফেন্স। কিন্তু ও ব্যাটা করছে অফেন্সের জন্য।

    All that mattered was who obtained the capability first, the US or the USSR. The other side was working hard at the problem and it was "ahead". No evidence had to be supplied to support that claim, which duplicated numerous analogous claims that were made year-in, year-out in testimony for annual budget appropriation requests for the Department of Defense or for various of the military services; only the claim, or the suggestion that the other side was "ahead" in this or that area of research. Moreover, ones own research was innocent, while a similar claim on the part of the antagonist was "largely propagandistic," a theme which would also be retained for many years.

    "Officials say current Pentagon research ... is limited to rainmaking, rain suppression, and hail and fog dispersal. The latter is useful in controlling flying weather ... The Soviets claim their weather research is only for peaceful purposes - a claim the Pentagon calls 'largely propagandistic'. A spokesman says the Soviets are conducting extensive work on weather alteration which could be used in military operations."

  • dri | 117.194.229.41 | ০৭ মে ২০১১ ২২:৩২469892
  • নেদারল্যান্ডের এক ইকনমিস্ট, ডার্ক বেজেমার, একটা সার্ভে করেছেন। তিনি দেখেছেন যে মাত্র ১১ জন রিসার্চার ২০০৮ এর ইকনমিক ক্রাইসিস প্রেডিক্ট করতে পেরেছিলেন (যার মত বড় বড় ইকনমিস্ট, নোবেল লরিয়েট ইত্যাদি নেই)। যারা প্রেডিক্ট করতে পেরেছিলেন তাদের ইকনমিক মডেলে চারটি জিনিষ ছিল --

    1. “A concern with financial assets as distinct from real-sector assets,
    2. with the credit flows that finance both forms of wealth,
    3. with the debt growth accompanying growth in financial wealth, and
    4. with the accounting relation between the financial and real economy.”


    http://www.switzer.com.au/the-experts/steve-keen-economy-expert/no-one-saw-this-coming-balderdash/
  • dri | 117.194.229.41 | ০৭ মে ২০১১ ২২:৩৭469903
  • বিগ ফার্মা হলে, এফেক্টিভনেস ডেটা ছাড়াই ওষুধ অ্যাপ্রুভ করেছে এফ ডি এ।

    In fact, huge red flags are being raised about how drugs are tested and approved in two new studies, including one just published in the May 4th issue of the Journal of the American Medical Association (JAMA).

    A case in point: it turns out that only about half of the new prescription medications pushed onto the market over the last decade had the proper data together for the U.S. Food and Drug Administration - yet the FDA approved them anyhow.


    http://www.naturalnews.com/032279_Big_Pharma_fraud.html

  • dri | 117.194.229.41 | ০৭ মে ২০১১ ২২:৪১469915
  • বেশী শীত পড়ায় ইয়েলোস্টোনের কাছে প্রচুর ওয়াইল্ডলাইফ মারা গেল এ বছর।

    http://www.msnbc.msn.com/id/42849185/ns/business/
  • dri | 117.194.229.41 | ০৭ মে ২০১১ ২৩:৫৮469926
  • ওয়েদার ওয়েপনের কী ধরনের মিলিটারি অ্যাপ্লিকেশান আছে?

    In 1963 Adm. William F. Raborn J previously responsable for the Polaris SLBM development program and then Deputy Chief of Naval Operations for Development, included the following description in an article titled 'New Horizons of Naval Research and
    Development'

    The possibilities for the military employment of the 'weather weapon' may be as diverse as they are numerous. An ability to control the weather could introduce greater changes in warfare than those which occurred in 1945 with the explosion of the first nuclear weapons.

    A severe storm or hurricane striking a naval force may well inflict greater damage than could an enemy. The capability to change the direction of destructive storms and guide them toward enemy concentrations may exist in the future arsenal of the naval tactical commander.

    Ground, sea, air, and amphibious operations might be supported by the dissipation of fog or clouds, or by the production of rain or drought. Conversely, the creation of solid, low overcasts might be used to conceal troop concentrations, movements, and task force deployments. Large-scale weather control techniques might be used to cause extensive flooding in strategic areas or even to bring a new 'ice age' upon the enemy. By influencing the ionosphere and atmosphere simultaneously, magnetic, acoustic, and pressure effects might be generated in
    such a way that oceanwide sweeping of mines would occur.

    We already have taken our first steps toward developing an environmental warfare capability. We are using satellite weather data from Tiros II for current, tactical operations and more accurate, long-range weather predictions. Some experiments in fog dissipation have shown promise, and some exploratory research has been conducted on ways to change the heading of major storms. For these reasons -- and because our advances in science make it reasonable -- we are now engaged in planning a ten-year, comprehensive study of the atmosphere, a study which we will designate ATMOS. This plan will be coordinated with our TENOC oceanographic studies. (31)

  • dri | 117.194.237.181 | ০৯ মে ২০১১ ০০:২০469937
  • আরো এভিডেন্স ...

    ... if one looks at the Air Force Defense Research Sciences Program and the description of one of its thirteen budgetary sub-elements, Atmospheric Sciences, one discovers that the paragraph describing its duties contains the following missions: ... to improve environmental prediction techniques used to support various military functions; and to modify the environment to enhance military operation."(44) The knowledge gained in the first is necessary to accomplish the second.
  • dri | 117.194.237.181 | ০৯ মে ২০১১ ০০:৩২469948
  • ১৯৬৯ এর 'নাইল ব্লু' প্রোজেক্ট --

    Beginning in 1969, ARPA, the Advanced Research Projects Agency in the U.S. Department of Defense, began funding a project called "Nile Blue (Climate Modification Research)." The official statement describing that project states:

    Since it now appears highly probable that major world powers have the ability to create modifications of climate that might be seriously detrimental to the security of this country. The NILE BLUE subproject was established in FY 70 to achieve a U.S.capability to

    1. evaluate all consequences of a variety of possible actions that might modify the climate;
    2. detect trends in the global circulation which foretell changes in the climate either natural or artificial;
    3. determine, if possible, means to counter potentially deleterious climatic changes.


    এই প্রোজেক্টের জন্য প্রচুর পরিমান ম্যাথেম্যাটিকাল মডেল, নিউমেরিকাল মেথড এবং নাম্বার ক্রাঞ্চিং এর জন্য ফাস্ট সুপারকম্পিউটার দরকার হয়েছিল। ইন জেনেরাল, ওয়েদার স্টাডি ছিল সুপারকম্পিউটিংএর মস্ত বড় মোটিভেশান।
  • dri | 117.194.237.181 | ০৯ মে ২০১১ ০০:৪৫469959
  • সেনেটের সামনে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স নাইল ব্লু প্রোজেক্টের এই জাস্টিফিকেশান দিয়েছিল :

    In testimony in the following year before the Senate Foreign Relations Committee the Dept. of Defense gave the following justification for the Nile Blue program, by then renamed Climate Dynamics.

    (b): What is the justification for ARPA's sponsorship of the project? Why shouldn't Climate Dynamics be transferred to a civilian agency?

    The Soviet Union has invested considerable effort and resources in developing a well organized and extensive program in climate modification research. The Director of the Soviet Hydrometeorological Service has declared that active modification of climate is an objective of this research. A number of specific projects have been proposed to alleviate the harsh Russian climate with attendant benefits to agriculture, navigation, and resource exploitation. These include removal of the Arctic pack ice, damming of the Bering Straits, and diversion of Siberian rivers.

    These programs clearly might affect the climate of other parts of the world, including the United States and its allies. Even marginal changes in temperature and rainfall could clrastically damage agriculture, shipping, and indeed the entire economy. Military operations would also be impacted if the boundaries of pack ice, the ice-free seasons of naval bases, the frequency of obscuring clouds, etc. were altered. Thus climatic changes are clearly potentially grave threats to national security, and have consequent implications for military planning.

    For these reasons, it is incumbent upon the DOD to develop a capability to predict the climatic effects of foreign actions and to detect modifications which may be in progress. With a scientifically credible detection capability, world opinion and the instruments of national power may be mobilized to reverse actions damaging to the national interest. These specialized national security questions are incompatible with the mlssions of the civil agencies, whose meteorological programs center on weather prediction and basic research in atmospheric physics. (47).

  • dri | 117.194.239.99 | ১০ মে ২০১১ ২৩:৫১469970
  • ফান্ডিং চাওয়ার সময় রাশিয়ান থ্রেটের গল্প দিলেও, অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশানের সময় আম্রিকাই প্রথম যুদ্ধক্ষেত্রে ওয়েদার মডিফিকেশান অ্যাপ্লাই করল। ভিয়েতনামে, ৬৭ থেকে ৭২ এ।

    Dept. of Defense testimony subsequently described the 1966 testing phase of the program as follows:

    In 1966, the Office of Defense Research and Engineering proposed a concept of using these known weather modification techniques in selected areas of Southeast Asia as a means of inhibiting enemy logistical operations.

    During October 1966, a scientifically controlled test of the concept and seeding techniques was conducted in the Laos Panhandle. The test was conducted under the technical supervision and control of personnel frcim the Naval Ordnance Test Station:(now Naval Weapons Center), China Lake, Calif., using in-theater resources. Fifty-six seedings were conducted, and over 85 percent of the clouds tested reacted favorably. On November 9, 1966, the Commander in Chief, Pacific (CINCPAC) reported the test completed and concluded that cloud-seeding to induce additional rain over infiltration routes in Laos could be used as a valuable tactical weapon.

    The desired effects of rainfall on lines of communication are naturally produced during the height of the monsoon season just by natural rainfall. The objective was to extend these effects over a longer period. It was neither necessary nor desirable to increase the total rainfall above the levels experienced during a normal heavy monsoon season. In fact, the normal variations in total annual rainfall were greater than the variations we could induce.

    It is the consensus of the scientific community that the techniques employed could not be used to create large uncontrolled storm systems accidentally or purposely.

    With the success of the pilot program and the considerations just presented, the operational phase began on March 20, 1967, and was conducted each subsequent year during the rainy southwest monsoon(March-November) until July 5, 1972.

    The program was authorized three WC-130 and two RF-4C aircraft with associated crews and maintenance personnel. These aircraft provided two HC-130 and one RF-4C sorties per day, when required. However, these aircraft, which operated out of Thailand, were not dedicated exclusively to the cloudseeding missions. The WC-130's also conducted tropical typhoon reconnaissance and tactical weather reconnaissance support missions. The annual cost of the total
    program was approximately $3.6 million covering operation and maintenance temporary duty pay, and seeding materials.

  • dri | 117.194.239.99 | ১১ মে ২০১১ ০০:৫৭470037
  • ফোনে স্পেশাল চিপ বসানো হবে ইমার্জেন্সি অ্যালার্টের জন্য। http://newyork.cbslocal.com/2011/05/10/national-emergency-alert-system-set-to-launch-in-nyc/

    আমরা কি এমন সময়ের দিকে যাচ্ছি যখন ইমার্জেন্সি অ্যালার্টের খুব দরকার?
  • dri | 117.194.239.99 | ১১ মে ২০১১ ০১:১১470059
  • খোদ হোয়াইট হাউসের ওয়েবপেজে আম্রিকাবাসীকে ভূমিকম্প সম্বন্ধে অবহিত করা হল। http://www.whitehouse.gov/blog/2011/05/10/understanding-earthquakes-and-their-impacts-part-i

    তবে কি একটি ভূমিকম্প রাউন্ড দা কর্নার?
  • dri | 117.194.239.99 | ১১ মে ২০১১ ০১:১৬470070
  • ইউ এফ ও নিয়ে বেশী চর্চা করার সময় এখনও আসেনি।

    কিন্তু আপাতত এইটা দিয়ে রাখি। রিসেন্টলি সি আই এর রিলিজ্‌ড মেমোতে দেখা যাচ্ছে জন এফ কেনেডি মারা যাওয়ার দশ দিন আগে ইউ এফ ও র ফাইল দেখতে চেয়েছিলেন। http://www.eutimes.net/2011/04/secret-memo-shows-jfk-demanded-ufo-files-10-days-before-killed/
  • Sags | 122.169.61.57 | ১১ মে ২০১১ ০২:৩৭470081
  • দ্রি, এস এন পি আমেরিকার আউট্‌লুক চেন্‌জ করে নেগেটিভ করেছে, রেটিঙ্গ সেম রয়ে গেছে। আর ওয়াইস রেটিঙ্গের ক্রাইটেরিয়া আমি জানিন। তবে এস এন পির সি রেটিঙ্গ মানে নিয়ার/সর্ট টার্মে ডিফল্ট করবে। অতএব টেক দিস উইথ আ ট্রাকলোড অব সল্ট।
  • dri | 117.194.233.181 | ১২ মে ২০১১ ২৩:৪৭470092
  • ইউ এস কিন্তু এখন সত্যি সত্যিই ডিফল্টের মুখোমুখি। একমাত্র উপায় হল সিভিয়ার স্পেন্ডিং কাট। মানে দু চার বিলিয়ান নয়। ওতে দু সপ্তাহও যাবে না। মানে ফিউ হান্ড্রেড বিলিয়ানস বাজেট কাট। এক সেনেটার এই কথা বলতে শুরুও করেছেন। http://www.rightchange.com/blog/rightchange_boehner_proposes_trillions_in_cuts_hope_and_change। তবে এ জিনিষ দেশবাসীকে গেলানো টাফ হবে।
  • pi | 128.231.22.150 | ১২ মে ২০১১ ২৩:৫১470103
  • শুরু হয়ে গেছে। ফেডেরাল গভর্নমেন্টের ল্যাবে ল্যাবে নোটিশ চলে এসেছে।
  • pi | 128.231.22.150 | ১২ মে ২০১১ ২৩:৫২470114
  • কিন্তু, লাস্ট ডেজ অব রোমের প্রেডিকশান যে বিফলে গেল !

  • SS | 131.193.196.214 | ১২ মে ২০১১ ২৩:৫৭470125
  • এইটা ভাটেও লিখলাম.... গতকালই ওবামাকে টাউন হল মিটিঙে এসব নিয়ে আলোচনা করতে দেখলাম। প্যাট্রিয়ট অ্যাক্ট সম্ভবত এক্সটেন্ড করা হবে এবং সত্যিই সিভিয়ার স্পেন্ডিং কাট করা হবে।
  • dri | 117.194.233.181 | ১৩ মে ২০১১ ০০:০০470137
  • রোমে কোন ভূমিকম্প হল না। বেচারা লোকগুলো যারা পালইয়েছিল তাদের আবার ফিরে আসতে হবে।

    কিন্তু ভূমিকম্প হল একটু দূরে। স্পেনে। লোরকা শহরে। পিঠোপিঠি দুটো ভূমিকম্প। একটা ৪.৪, পরেরটা ৫.২। শুনতে খুব বেশী নয়। কিন্তু শ্যালো ভূমিকম্প। আর শহরের কাছে। তাই ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বিল্ডিং ড্যামেজ হয়েছে। ১০ জন মারা গেছে। সব থেকে বড় কথা মানুষ প্যানিক করছে। অনেকে তাঁবুতে রাত কাটাচ্ছে। http://www.foxnews.com/world/2011/05/11/earthquakes-cause-major-damage-southern-spain/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন