এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিউজের নক্সীকাঁথা

    dri
    অন্যান্য | ০১ মে ২০১১ | ২৭৬৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.150 | ১৩ মে ২০১১ ০০:০৩470140
  • এই ওয়েদার মডিফিকেশন নিয়ে কনস্পিরেসিগুলো কিন্তু সত্যি খুব অবাক করে। এরকম সব টেকনোলজি মানুষের করায়ত্ত হয়ে গেল, সেসব রিসার্চ কোথায় বসে হল কেউ টের পেল না, কোন প্রামাণ্য জার্নালে এসবের ছিঁটেফোঁটা কিছু এলো টেলো না, সবার অলক্ষ্যে টেস্টিং হয়ে সাকসেস ও এসে গেল যে প্রয়োগ করা শুরু হয়ে গেলো ! এই সব বৈজ্ঞানিকেরা কি সব ঐ ইলুমিনাত্তির সদস্য ?
  • dri | 117.194.233.181 | ১৩ মে ২০১১ ০০:১৪470141
  • 'প্রামাণ্য' জার্নালের (অর্থাৎ পাবলিক ডোমেনের জার্নাল) বাইরে তো অনেক রিসার্চ আছে। মিলিটারী ডোমেনের রিসার্চগুলো। সব রিসার্চের গোপন কথা তো আম পাবলিক জানতে পারে না।

    ইন ফ্যাক্ট, ম্যাক্সিমাম যুগান্তকারী আইডিয়া (যেগুলো আমরা দেখতে পাই) সেগুলোর ইনিশিয়াল ইনকিউবেশান হয় মিলিটারি ডোমেনেই। কোন কোন আইডিয়া মিলিটারিরা পাবলিক ডোমেনে ছাড়ার সিদ্ধান্ত নেন। হয়ত এমন অ্যাপ্লিকেশান যেগুলো টপ সিক্রেট না হলেও চলবে। যেগুলো বিক্রি করে লোকে দুপয়সা করতে পারবে। কিন্তু সব আইডিয়া তো পাবলিক ডোমেনে আসে না। যেগুলো আসে সেগুলো 'লীকস' হিসেবে আসে। মানে কোন ইনসাইডার যদি কিছুটা ফাঁস করে কাউকে। তাই এগুলো ঐ কনস্পিরেসি হিসেবেই বাঁচে। অফিশিয়ালি অ্যাক্সেপ্টেড হয় না।

    আর যে সব আইডিয়া ডিফেন্স থেকে সাহায্য পায়, পরে তাদের ডিফেন্সকে সাহায্য করতে হয়। যেমন গুগল, ফেসবুক, অ্যাপ্‌ল এদের গোয়েন্দা বিভাগকে বিভিন্ন লোকের ইনফো দিয়ে সাহায্য করতে হয়।
  • pi | 128.231.22.150 | ১৩ মে ২০১১ ০০:২০470142
  • মিলিটারি ডোমেনের অনেক রিসার্চ ই প্রথম থেকেই পাবলিক ডোমেনে থাকে। এই ম্যালারিয়া নিয়ে কাজের একটা বড় অংশ মিলিটারি ডোমেনে হয় (কারণটা অবভিয়াস)। কনফারেন্সে তাঁদের সমস্ত সেসন ই ওপেন হয়। অনেকের সাথে কথা বার্তাও হয়েছে।
  • dri | 117.194.233.181 | ১৩ মে ২০১১ ০০:২৯470143
  • মিলিটারী-কর্পোরেট পার্টনারশিপে এখন সোশান নেটওয়ার্কিং ডোমেনে খুব রিসার্চ হচ্ছে। এর উদ্দেশ্য হল সাটলি ম্যানিপুলেটিং পাবলিক ওপিনিয়ান, অ্যান্ড দেয়ারবায় রিশেপিং পলিটিকাল ল্যান্ডস্কেপ ইন ভেরিয়াস পার্টস অফ দা ওয়ার্ল্ড।

    এই রিপোর্টটা পড়ুন, http://www.guardian.co.uk/world/2011/may/11/us-30m-fighting-internet-censorship। ইউ এস ৩০ মিলিয়ান ডলার খচ্চা করবে চীন, ইরান ইত্যাদি দেশের ইন্টারনেট সেন্সারশিপের সাথে যুদ্ধ করার জন্য। (এদিকে আমরা নুনির ভয়ে মরছি)। এসবের অর্থ হল এখন পর্য্যন্ত যা টেকনলজি আছে তাতে ইজিপ্টে কাজ হাসিল হলেও চীন, ইরানে সুবিধে হচ্ছে না। (প্রথমে এরা ভেবেছিল হয়ে যাবে)।

    The Pentagon is preparing to unveil an "international strategy for cyberspace" that will make online security an official domain of warfare like land, sea and air.

    লক্ষ্য করে দেখুন, সাইবারস্পেসকে ল্যান্ড, সী, এয়ারের মত গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং একে যুদ্ধের একটি ক্ষেত্র ধরা হচ্ছে।
  • dri | 117.194.233.181 | ১৩ মে ২০১১ ০০:৩১470144
  • মিলিটারী ডোমেনের প্রচুর রিসার্চ পাবলিক ডোমেনে থাকে না। থাকে না'টা থাকের চেয়ে অনেকটাই বেশী।
  • dri | 117.194.233.181 | ১৩ মে ২০১১ ০০:৩৩470145
  • বায় দা ওয়ে, ম্যালেরিয়া নিয়ে কাজ, মিলিটারী ডোমেনে থাকাটা অবভিয়াস কেন?
  • saikat | 116.202.143.94 | ১৩ মে ২০১১ ০০:৩৮470146
  • সেটা তো বেশ কিছুদিনই আছে। সাইবার ওয়ারফেয়ার। হ্যাকিং। চীন নাকি আম্রিকাকে হ্যাক করার চেষ্টা করবে/করেছে।
  • dri | 117.194.233.181 | ১৩ মে ২০১১ ০০:৪৩470147
  • হ্যাকিংটা তুলনায় পুরনো (সোশাল নেটওয়ার্কিংএর চেয়ে)। আর চীন সব হ্যাকিং করে নিয়ে গেল, আর আমি কিচ্ছুটি করিনি হল ঐ রাশিয়া সব ক্লাইমেট চেঞ্জ করে ফেলল'র মত।

    পাবলিককে স্লাইট ভয় দেখিয়ে ট্যাক্স মানি বাগানোর তাল।
  • dri | 117.194.233.181 | ১৩ মে ২০১১ ০০:৫১470148
  • ইন ফ্যাক্ট সাইবার ওয়ারফেয়ার এমন জায়গায় গেছে যে চীন এখন এইসব মাইক্রোসফট, লিনাক্স ফিনাক্স কাটিয়ে দিয়ে প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেম লিখে ফেলেছে। তাতে আম্রিকার খুব দু:খ। কারণ সি আই এ অনেক হ্যাকার পোষে। তারা মাইক্রোসফট, লিনাক্স এদের হোল্‌সগুলো সব জানে। কিন্তু চীনের প্রোপ্রাইটারি ও এসের তো আবার সব নতুন করে ডিসকাভার করতে হবে। টাইম লাগবে।
  • pi | 128.231.22.150 | ১৩ মে ২০১১ ০৬:৪৯470151
  • ম্যালারিয়া তো আমেরিকায় হয় না বল্লেই চলে। তাও এই রিসার্চে আমেরিকা বেশ ভালৈ টাকা ঢালে , আর তার একটা বড় অংশ , মিলিটারিত ডোমেনে। কারণ আর কিছুই না, আফ্রিকার ম্যালেরিয়া উপদ্রুত এলাকাগুলিতে এই আর্মি, নেভির লোকজনকেই যেতে হয়, আর গেলেই তাদের ম্যালেরিয়া হবার প্রভূত সম্ভাবনা ( আফ্রিকার অ্যাডাল্টদের চেয়েও অনেক বেশি, কারণ কোনো এক্সপোজার না থাকার ফলে কোন ইম্যুনিটি ই তাদের নেই)। এদের জন্য নানাবিধ ড্রাগ, প্রোফাইল্যাক্সিস ... এবং লং টার্মে একটা সাকসেসফুল ভ্যাকসিন , এগুলো বানাবার লক্ষ্যে প্রচুর রিসার্চ হয়।
    অন্যদিকে ফেডেরাল গভর্ন্মেন্ট ও ফাণ্ড করে। কিন্তু সেইই রিসার্চের টার্গেট আফ্রিকা, এশিয়ার ম্যালারিয়া কবলিত লোজকন, মূলত: শিসুরা, এবং কিছু রিলেটেড বেসিক রিসার্চ। এবার এই টার্গেট আলাদা হবার জন্য একটা মজার ব্যাপার দেখা যায়। আর্মি , নেভিতে যে ড্রাগ, প্রোফাইল্যাক্সিস ডেভেলপ করা হয়, তা রীতিমতন দামী। ঐসব জায়গায় দিনে এক ডলারের ও কম ব্যয়ক্ষম লোকের পক্ষে ঐসব ওষুধ, যার একেকটি ডোজ ই এক ডলারের উপর, অ্যাফোর্ড করা তো সম্ভব ই না। আর্মি, নেভির রিসার্চে সেই নিয়ে বিশেষ মাথাব্যথা নেই। দামী হোক , ক্ষতি নেই, খুব বেশি এফেক্টিভ ও পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন হতে হবে। সেই ইম্প্রুভমেন্ট টাই ওদের লক্ষ্য থাকে।
    অন্য রিসার্চ গুলিতে আবার একটা বড় চ্যালেঞ্জ এটাই।
    তার সাথে এমন কিছু বের করা যা নানা জায়গার নানা জেনেটিক ব্যাকগ্রাউণ্ডের মানুষ, প্যারাসাইট ও মশার জন্য এফেক্টিভ হবে , আর পারমানেন্টলি।
    একটা এফেক্টিভ ভ্যাকসিন বানানো তাই বড় সড় লক্ষ্য ( এবং আজ ও একটা বড় সড় চ্যালেঞ্জ) ।

    এবার এই শেষোক্ত ধরণের রিসার্চ কেন ফেডেরাল গভর্ন্মেন্ট ফাণ্ড করে, যাতে তার নিজের দেশের মানুষের সরাসরি কোন উপকার নেই, সেটা কনস্পিরেসি থিয়োরীর আদর্শ প্রশ্ন হতে পারে। কিন্তু যেটুকু দেখেছি, শুনেছি , কোনো কন্সপিরেসি নিয়ে প্যাঁচ না কষে সোজাসাপ্টা বলার চেষ্ট করি। অনেক রিসার্চ সায়েন্টিস্টদের ক্লেইম করতে শুনেছি, ফেডেরাল গভর্ন্মেন্ট কে এই গরীব দেশের রোগের পিছনে টাকা ঢালতে বাধ্য করাটা বেশ কিছু বৈজ্ঞানিক, অর্থনীতিবিদদের অনেকদিনের প্রচেষ্টা ও লবির ফল।
    শুধু আম্রিগা না, বেশ কিছু ধনী ইউরোপীয় দেশেও এক ই কেস।
    আর এখনো অব্দি আশেপাশের ল্যাবপত্তর থেকে আফ্রিকা, এশিয়ার ফিল্ডে রিসার্চের যা নমুনা দেখেছি, তাতেও সন্দেহ করার মত কিছু পাইনি। লোকজন মাসের পর মাস ঐ ম্যালেরিয়া কবলিত ফিল্ডে পড়ে থাকে, স্যাম্পল কালেক্ট করতে, চিকিৎসা করতে, ওখানকার লোকজনকে ট্রেইন করতে ( এখানে এনেও ট্রেইন করা হয়, যাতে তাঁরা নিজেরা দেশে ফিরে গিয়ে প্রোগ্রাম তৈরি করতে পারেন), ভ্যাকসিন ট্রায়াল করতে ( তাতে কত কী সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়, কতটা কঋহাকঋহি করা হয়, সে দেখার পর সন্দেহের তেমন অবকাশ থাকেনি ), সব মিলিয়ে একটা এফেক্টিভ ম্যালারিয়া ইরাডিকেশন প্রোগ্রাম তৈরি করা। এটা আমেরিকা একা করছে না, who, অন্যান্য নানা দেশ, , সংস্থা আছে। একটা বড় সোসাইটি, কনসর্টিয়াম আছে। ডেটা কিন্তু বলছে, কাজের কাজ ও কিছু হয়েছে।

    সব ই সরকারি এমন না, গেটস ফাউণ্ডেশন ও হই হই করে ঢুকে পড়েছে। মিলিয়ন ডলার গ্রান্ট দিচ্ছে। এদের কাজকর্মের পদ্ধতি নিয়ে কিছু প্রশ্ন তোলার থাকতে পারে, আছেও ( লিখবো পরে), কিন্তু কোন লুক্কয়িত কূট অভিসন্ধি তো এখনো বোঝা যায়নি।
  • dri | 117.194.232.25 | ১৩ মে ২০১১ ২৩:৪৬470152
  • এতদিন যে ডকুমেন্ট থেকে ওয়েদার মডিফিকেশান সংক্রান্ত টুকরো টাকরা তথ্যগুলো টুকে দিচ্ছিলাম সেটা এবার দিয়ে দি। আগেই দিয়ে দেওয়া যেত। কিন্তু ৫৪ পাতার ডকুমেন্ট দেখে অনেকেই হয়ত কাটিয়ে দিতেন। ছোট ছোট এক্সার্প্টস পড়ে যাদের উৎ সাহ জেগেছে তারা পুরোটা পড়ে দেখতে পারেন।

    http://www.fas.org/man/eprint/leitenberg/weather.pdf
  • dri | 117.194.232.25 | ১৪ মে ২০১১ ০০:০২470153
  • এইবার পাইদির কথা। আসলে রিসার্চের ভালো অ্যাপ্লিকেশান, খারাপ অ্যাপ্লিকেশান, মিলিটারীর ডিফেন্সিভ অ্যাপ্লিকেশান, অফেন্সিভ অ্যাপ্লিকেশান এত একে অন্যের সাথে জড়িয়ে থাকে যে এগুলো সবসময় ছাড়ানো যায় না। এবং অনেক দুরভিসন্ধিকে বিনাইন পারপাস দিয়ে কামোফ্লাজ করা যায়।

    আর আমি শিওর, আমেরিকা এত বড় দেশ, সেখানে নিশ্চয়ই কিছু মানুষ আছেন যারা থার্ড ওয়ার্ল্ডের দু:খ দুর্দশা নিয়ে জেনুইনলি ভাবিত। কিন্তু তাদের এনার্জিটা তাদের ফাইনান্সাররা কি উদ্দেশ্যে ইউজ করবেন সেটা হয়ত সবসময় তাদের জানা থাকে না। যেমন ইজিপ্টে বহু লোক জেনুইনলি মুবারকের ওপর বিরক্ত ছিল। কিন্তু কিছু বিদেশী শক্তি তাদের ঐ এনার্জিটা উইজ করে নিজেদের অ্যাজেন্ডা চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিল এই বছরের শুরুতে। এই ব্যাপারটা মনে রাখাটা জরুরি।

    আপনার পার্টিকুলার কেসে দুরভিসন্ধিটা অ্যাক্‌চুয়ালি কি হতে পারে সেটা তো স্টাডি না করে বলা যাবে না। আপাতত শুধু স্পেকুলেশান করা যেতে পারে মাত্র।

    কিন্তু না, তার চেয়ে পড়া যাক এই ডকুমেন্টটা, http://www.fas.org/man/eprint/leitenberg/cbw.pdf, যেটা কেমিকাল অ্যান্ড বায়োলজিকাল ওয়ারফেয়ারে রিসার্চ নিয়ে একটা রিপোর্ট। ডকুমেন্টটা আমি নিজে এখনও ভালো করে পড়িনি। জাস্ট একটা কার্সারি চোখ বুলিয়েছি। প্রসঙ্গ উঠল বলে এখনই দিয়ে দিলাম। এটা আপনি অনেক বেটার বুঝবেন। আমরা পড়ি, আপনিও পড়ুন। দেখা যাক কি বেরোয়। তবে আপনি যে ইস্যুটা তুলেছেন সেই ধরণের কিছু সিচুয়েশান রয়েছে বলে মনে হচ্ছে।
  • dri | 117.194.232.25 | ১৪ মে ২০১১ ০০:৩৩470154
  • এবং ফাইনালি গেটস ফাউন্ডেশানের ব্যাপারটা আমি আগে বিভিন্ন টইতে আলোচনা করেছি।

    খুব ছোট করে বলতে গেলে, এর মূলে আছে একটা ভাবধারা যাকে বলে ইউজেনিক্স। শুধু 'ভালো জিনের' অধিকারীদেরই শুধু বাঁচার অধিকার, বাকিরা এক্সট্রা। এবং ঐতিহাসিকভাবে, অনেক নামকরা লোকেরাই, ইনক্লুডিং ম্যালথাস, ডারউইন ইত্যাদিরা এই ইডিওলজির সিমপ্যাথাইজার ছিলেন। বলা যেতে পারে এটা ছিল এলিটদের একটা কমন বিশ্বাস। এদের অনেকেই মনে করতেন/করেন যে পৃথিবীর পপুলেশান খুব বেড়ে যাচ্ছে (পড়ুন: পৃথিবীতে হিজিবিজি লোকের সংখ্যা খুব বেড়ে যাচ্ছে)। কিছু একটা করা দরকার। এদের মধ্যে অনেকে অ্যাবর্শান প্রোমোট করতেন। মার্গারেট স্যাঙ্গার, মেরি স্টোপস (যার নামে সেই ব্যাঙ্গের ছাতার মত মেরি স্টোপস ক্লিনিক ছিল, এখনও কি আছে?) ইত্যাদি। এরা জেনারাল অ্যাবর্শানের কথা বললেও এদের মূল টার্গেট গ্রুপ ছিল লোয়ার স্ট্রাটা অফ দা সোসাইটি। হিজিবিজি লোকদের পপুলেশান একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখাটা ছিল উদ্দেশ্য। ইভেন আজকের দিনে, অ্যাবর্শান, যেটাকে ফ্রিডম অফ চয়েস এইভাবে দেখানো হয়, অ্যাকচুয়াল স্ট্যাটস দেখলে দেখবেন, আমেরিকায় পুওর ব্ল্যাকদের মধ্যে অ্যাবর্শান অনেক বেশী, তারা এই প্রোগ্রামের বড় টার্গেট। মার্গারেট স্যাঙ্গার প্ল্যান্ড পেরেন্টহুড বলে একটা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। বিল গেটসের বাবা সেই সংস্থার টপ পোজিশানে ছিলেন বেশ কিছুদিন। গেটস ফাউন্ডেশান সম্বন্ধে ধারণা করতে গেলে গেট্‌স ফ্যামিলির ইউজেনিক্সের সাথে যুক্ত থাকার ইতিহাসটা মনে রাখা জরুরী।

    এরপর হল ভ্যাকসিন। ভ্যাকসিনের সঙ্গে ইউজেনিক্সের সম্পর্ক একটা খুব পপুলার কনস্পিরেসি থিওরি। থিওরিটা খুব সিম্পল। সেটা হল ভ্যাকসিন অনেক ক্ষেত্রেই শরীরে খারাপ জিনিষ ইভেন রোগ ঢুকিয়ে দেওয়ার ডেলিভারী সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়। এই কমপ্লেন আফ্রিকায় অনকেই করে/করেছে, ইনক্লুডিং গদ্দাফি। একটু নেট সার্চ করুন। কিছু তথ্য পাবেন। সবচেয়ে কিউরিয়াস হল বিল গেটসের একটি স্পীচ। সেখানে তিনি বেসিকালি বলছেন ওয়ার্ল্ড পপুলেশান কমাতে ভ্যাকসিন সাহায্য করবে!

    (অনেকদিন আগে শোনা, এখন আমার সাউন্ড নেই, আশা করি ঠিক ভিডিওটাই দিলাম)।

    ভ্যাকসিনে তো আরোগ্য বেড়ে, লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে পপুলেশান বাড়া উচিত, কমবে কিকরে?
  • dri | 117.194.232.25 | ১৪ মে ২০১১ ০০:৫০470155
  • ওয়েদার মডিফিকেশান নিয়ে কাজ করে এমন কিছু কোম্পানী হল :

    ওয়েস্ট টেক্সাস ওয়েদার মডিফিকেশান http://www.wtwma.com/
    ওয়েদার মডিফিকেশান ইনকর্পোরেটেড http://www.weathermodification.com/
    জাস্ট ক্লাউডস ডট কম http://www.just-clouds.com/
  • dri | 117.194.232.25 | ১৪ মে ২০১১ ০০:৫৯470156
  • ফুটনোট : ওয়েদার মডিফিকেশানের যেটুকু তথ্য এই ডকুমেন্টে অথার তুলে ধরতে পেরেছেন সেটা টোটাল কাজের খুবই সামান্য, টুকটাক পাবলিশড মেটিরিয়াল, কংগ্রেসানাল রেকর্ডস ইত্যাদি। এবং মোস্টলি ইউ এস রেকর্ডস। রাশিয়ার তথ্য অলমোস্ট কিছুই নেই। এবং ওয়েদার মডিফিকেশানেরও একটা ছোট পার্ট। ঝড়, বৃষ্টি, ফগ।

    আর্থকোয়েক নিয়ে কোথাও কিছু নেই। অতয়েব প্রিজিউমেবলি যদি এরকম কোন প্রোগ্রাম থেকে থাকে সেটা আরো সিক্রেট।

    মনে রাখতে হবে, ইন্টারন্যাশানাল ট্রিটিতে কিন্তু আর্থকোয়েকের কথাটাও বলা ছিল।
  • dri | 117.194.243.178 | ১৪ মে ২০১১ ২২:৪৭470158
  • অ্যালাবামার প্রিচার্ড। পেনশান চেক পাঠানো বন্ধ হল দেড়শো রিটায়ারিকে। স্টেটের আইন ভেঙ্গে। সিটি অলরেডি ব্যাঙ্ক্রাপ্সি ফাইল করেছে।

    পুরো আম্রিকা জুড়ে সিটি আর স্টেটগুলো ধুঁকছে।

    ফিলাডেলফিয়া, ইলিনয়, ভায়েয়ো ক্যালিফোর্নিয়া।

    স্যান ডিয়েগোর প্রাক্তন সিটি অ্যাটর্নি বলেছেন,

    We’re all on the same conveyor belt. Prichard is just a little further down the road.
  • dri | 117.194.243.178 | ১৪ মে ২০১১ ২২:৫৩470161
  • গ্রীসকে নানারকম ফ্রডুলেন্ট ফাইনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বিক্রি করা নিয়ে বড় স্ক্যান্ডাল হয়েছিল। ইওরোপিয়ান সে¾ট্রাল ব্যাঙ্ক এখন প্রাণপণ চেষ্টা করছে ইনক্রিমিনেটিং কিছু ডকুমেন্ট রিলিজ না করতে। http://www.zerohedge.com/article/ecb-pushes-mad-button-asks-court-bar-greek-swap-disclosure-threatens-market-disruptions
  • dri | 117.194.243.178 | ১৪ মে ২০১১ ২৩:০১470163
  • মরগাঞ্জা স্পিলওয়ে খুলে দেওয়া হবে আজ। মিসিসিপি নদীর জল চ্যানেল করে দেওয়া হবে আচাফালায়া নদীতে। বাঁচানো হবে নিউ অরলীন্স আর বাতোঁ রুজকে। ভেসে যাবে অনেক চাষজমি। কিছু রিফাইনারি আর নিউক্লিয়ার প্ল্যান্টে জল ঢোকার আশঙ্কা। http://www.zerohedge.com/article/here-are-refineries-and-nuclear-power-plants-threatened-if-morganza-spillway-openedshut
  • dri | 117.194.243.178 | ১৪ মে ২০১১ ২৩:০৯470166
  • ইন্ডিয়ানার সুপ্রীম কোর্টের রুলিং বলল, পুলিশ জোর করে ঘরে ঢুকতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। ফোর্থ অ্যামেন্ডমেন্টের ওপর ডাইরেক্ট আঘাত। http://www.nwitimes.com/news/local/govt-and-politics/article_ec169697-a19e-525f-a532-81b3df229697.html
  • dri | 117.194.243.178 | ১৪ মে ২০১১ ২৩:২৮470167
  • ১৯৯৬ সালে ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের তৈরী ডকুমেন্ট, এয়ার ফোর্সের জন্য। ডকুমেন্টের নাম, Weather as a Force Multiplier: Owning the Weather in 2025

    এতে প্রোপোজ করা হচ্ছে ২০২৫ এর মধ্যে ওয়েদারের ওপর কমপ্লিট দখল নিয়ে নেওয়া হবে যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণের জন্য।

    এরিয়াগুলো হল :

    Precipitation
    Fog
    Storms
    Exploitation of “NearSpace” for Space Control
    Opportunities Afforded by Space Weather-modification
    Communications Dominance via Ionospheric Modification


    পড়ুন। ইন্টারেস্টিং।
    http://csat.au.af.mil/2025/volume3/vol3ch15.pdf
  • dri | 117.194.234.240 | ১৫ মে ২০১১ ২২:০৬470168
  • জে এফ কেতে প্লেন থেকে টেনে নামানো হল আই এম এফ চীফ দোমিনিক স্ট্রস-কানকে। তিনি নাকি ম্যানহাটানের এক হোটেল মেইডকে সোডোমাইজ করেছেন। এনার আবার ফ্রান্সে সারকোজির বিরুদ্ধে সোশালিস্ট পার্টির হয়ে দাঁড়ানোর কথা ছিল। http://www.nypost.com/p/news/local/imf_boss_strauss_kahn_arrested_in_Kbd7uAi594vbej3oORXfcJ#ixzz1MNAJUGSg

    এদিকে মার্কেলের সাথে স্ট্রস-কানের মিটিংএর কথা ছিল পোর্তুগালের ৭৮ বিলিয়ান অয়েরো বেলাউট বিষয়ে। গ্রীসের ১১০ বিলিয়ান অয়েরোর ব্যাপারেও আলোচনার ছিল। সেটি চটকে গেল। http://online.wsj.com/article/SB10001424052748703421204576324400801330790.html

    স্ট্রস-কানের উত্তরসূরী আবার এক প্রাক্তন জে পি মরগ্যান চেস এক্সিকিউটিভ।
  • dri | 117.194.234.240 | ১৫ মে ২০১১ ২২:১৭470169
  • এত বেলাউট পেয়েও গ্রীসের সমস্যা মিটছে না। দেশটাকে বিক্রি করে দিচ্ছে গম্মেন্ট। ন্যাড়াদা জমি জমি করছিলেন। গ্রীসে সস্তায় অনেক রিয়েল এস্টেট বিক্রি আছে। ক্যাসিনো, এয়ারপোর্ট, অলিম্পিক স্টেডিয়াম, মারিনা। তবে আপনার পছন্দ হবে কিনা কে জানে। http://www.dailymail.co.uk/news/article-1385900/Greek-debt-Greece-launches-massive-sale-riot-police-clash-protesters.html?ITO=1490

    এদিকে স্ট্রস-কানের অ্যারেস্টের জন্য গ্রীসের বেলাউট প্ল্যান ডিলে হয়ে গেল। http://www.reuters.com/article/2011/05/15/greece-strausskahn-idUSLDE74E0BG20110515
  • dri | 117.194.234.240 | ১৫ মে ২০১১ ২২:২৭470170
  • মে ১৬ থেকে ২০, ২০১১ অ্যালাবামা, আরকানসাস, ইলিনয়, ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসিসিপি, মিসৌরী এবং টেনিসিবাসীদের জন্য আর্থকোয়েক প্রিপেয়ার্ডনেস এক্সারসাইজ হবে। এই হল তার এজিস্ট্রেশান পেজ। http://kyem.ky.gov/nle2011.htm। একটা 7.7 আর একটা 6.0 আর্থকোয়েক সিচুয়েশান সিমুলেট করা হবে। http://www.ccdem.net/home/nle11
  • dri | 117.194.234.240 | ১৫ মে ২০১১ ২২:৩০470172
  • ন্যাটো ট্যাঙ্কারের ওপর আবার আক্রমণ। জ্বলে গেলো ১৯টি ট্যাঙ্কার। http://www.presstv.ir/detail/179954.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন