এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিউজের নক্সীকাঁথা

    dri
    অন্যান্য | ০১ মে ২০১১ | ২৭৬৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.231.118 | ২৩ মে ২০১১ ২৩:৫৪469672
  • গ্রিম্‌সভৎনের ছাই চলে আসতে পারে বৃটেনের ওপর। মঙ্গলবারই। এখনই প্রায় পৌঁছে গেছে স্কটল্যান্ড। ক্যানসেল হতে পারে বহু ফ্লাইট।

    http://www.bbc.co.uk/news/uk-13495709
  • dri | 117.194.231.118 | ২৪ মে ২০১১ ০০:০১469673
  • ইজিপ্টের এই কেওসের সুযোগ নিয়ে এলবারাদেই স্যাট করে হতাশা ও উন্নয়নের একটি স্ট্যান্ডার্ড গপ্পো শুনিয়ে দিলেন ফরিদ জাকারিয়াকে। http://www.jpost.com/MiddleEast/Article.aspx?id=221660
  • dri | 117.194.235.131 | ২৪ মে ২০১১ ২২:৩৭469677
  • ইংল্যান্ডে গেছেন ওবামা আর গ্রিমসভৎনের ছাই, তাই এয়ারস্পেস বন্ধ হল। http://www.msnbc.msn.com/id/43148143/ns/travel/
  • dri | 117.194.235.131 | ২৪ মে ২০১১ ২২:৪২469678
  • বাংলাদেশে প্রচন্ড ঝড়বৃষ্টি হয়েছে। তা সে আর নতুন কী?

    ঝড়ে ৪০ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এক ঝড়ে এতজন লাইটঁইং স্ট্রাইকে মারা যাওয়া বোধ হয় রেকর্ড। http://www.iol.co.za/news/world/lightning-strikes-kill-40-in-bangladesh-1.1072974
  • dri | 117.194.235.131 | ২৪ মে ২০১১ ২৩:৪৩469679
  • কৃষি :

    শস্য চাষ, পুষ্প চাষ, মৎস্য পালন, পশু পালন, মুরগি পালন, খামার সংরক্ষণ, পদ্ধতিগত উন্নয়ন।

    উন্নতমানের কৃষিপ্রক্রিয়া অবলম্বন করে উৎপাদন বৃদ্ধি।
    ভৌগলিক অঞ্চল অনুযায়ী কৃষির প্রচলন।
    উন্নততর শস্য মিশ্রণ।
    ধানের উৎপাদন পঞ্জাব ও কর্নাটকের সমান।
    বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার।
    কৃষকদের সঠিক দাম দেওয়ার ব্যবস্থা।
    শস্য সংরক্ষণ।
    ভাগচাষীদের স্বার্থরক্ষায় সরকারী নিয়ন্ত্রণ। (এটা কী কেস?)
    নদী-খাল সংস্কার।
    গ্রামাঞ্চলে সড়ক ও খালের জন্য ১০% বিনিয়োগ বৃদ্ধি।
    সেচ উন্নয়ন।
    গ্রামে গ্রামে বিদ্যুৎ।
    এমেসপির মাধ্যমে প্রাপ্ত মূল্যের সঠিক বন্দোবস্ত। (এটা কী?)
  • dri | 117.194.235.131 | ২৪ মে ২০১১ ২৩:৪৫469680
  • লাউ ঠ্যালা!
  • r.h | 67.96.80.214 | ২৫ মে ২০১১ ০৭:৫৪469682

  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ১০:৪৩469683
  • উফ্‌ফ ! এই হইহট্টগোলের মধ্যে কখন যে ডুমসডে এসে চলেও গেল ! :(

  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ১০:৫৩469684
  • ওদিকে কমরেড লিন বিয়াও দিগবিদিকে এই বার্তা দিয়ে বেড়াচ্ছেন !

    "বন্ধুরা যারা তৃনমূল কংগ্রেসের বিজয়ে খুবই আহ্লাদিত হচ্ছেন ভাবছেন বাংলায় গণজাগরণ এলো, তাঁদেরকে কয়েকটি জিনিস আবার খতিয়ে দেখতে অনুরোধ করছি। সিপিআইএম দলটিকে অনেক বামপন্থী বন্ধু বর্জন করেছেন, কিন্তু তা স্বত্বেও প্রতীকী বাম হলেও এই পরাজয় বাম প্রতীকের পরাজয়। মিডিয়ার হাত হাত যে জনগণের চাহিদাকে ঢেকে ফেলে বাজারির পুঁজির পদসেবা করতে কত উদ্‌গ্‌রীব হতে পারে তা এই ঘটনায় আবার প্রমাণিত হল। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডর সময়ে যে মিডিয়া প্রতিক্রিয়াশীল শক্তিকে আড়াল করেছে সরকারি বাম দলটির ওপর অঙ্গুলি দেখিয়ে সেই মিডিয়াই এখন অস্ত্র উদ্ধারের নাটক বারবার দেখিয়ে প্রমাণ করতে চাইছে শিলদার নারকীয় ঘটনা আসলে বর্তমানে বিরোধিতার আসনে বসা দলটির কাজ। ভেবে দেখুন কাকে আড়াল করা হচ্ছে বারবার, আর সেই জন্য কাদেরকে যূপকাষ্ঠে তোলার চেষ্টা।
    এবার আমরা ভাবতে চাই কারা এরকমটা করছে এবং কি উদ্দেশ্য তাদের? যে বহুÒপ্রচারিত নিরপেক্ষ মিডিয়া চ্যানেলটি এবং তাদের সর্বাধিক বিকৃত কাগজ তৃণমূলনেত্রীর ভাষণ প্রচার করেছে তাকে দেবীর আসনে প্রায় বসিয়ে দিয়েছে এমন কী পারলে দেবীপুজার বোধন থেকে আরতি থেকে শৌচ অবধি সবই সরাসরি সম্প্রচার করে তারা আসলে কার টাকায় চলে? কী তাঁর উদ্দেশ্য। হ্যাঁ বন্ধু, উঠে আসবে রুপার্ট মারডক নামে এক ধনকুবেরের নাম। কিন্তু সে আরও ঘৃণ্য এক চক্রান্তের অংশীদার। খেয়াল করলে দেখবেন, এক প্রাক্তন-বামঘেঁষা চলচ্চিত্রকার মমতাদেবীকে নিয়ে তথ্যচ্চিত্র বানাচ্ছেন। অথচ ইনি আগে ঘোষিত বামপন্থী ছিলেন, তথ্যচিত্র বানিয়েছিলেন মাননীয় জ্যোত্তি বসুকে নিয়ে। এই চলচ্চিত্র নির্মাতা ভদ্রলোক আগে কয়েকবার পশ্চিমবঙ্গ-বাংলাদেশ মিলিত প্রযোজনায় ছবি বানানোর চেষ্টা করেছিলেন, সম্প্রতি লালন ফকিরকে নিয়ে দুইবাংলা মিলিয়ে একটি ছবি বানিয়েছেন- যে ছবিতে ইতিহাস, লালনের প্রতিরোধী স্বঙ্কÄ¡, তাঁর সামাজিক ভূমিকাকে সম্পূর্ণ অস্বীকার করে এক বাজারি সংস্কৃতির লালন বানিয়ে দুই বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, জাত মারা হয়েছে সেই সব জাতহীনদের বিশ্বায়িত পুঁজি যাদের পায়ের তলায় পিষে নিজেকে উঁচু করতে চায়।
    আর, এইখান থেকেই উঠে আসে চক্রান্তের সুতোটা। দুই বাংলা জুড়ে এক বিরাট বাজার বানানোর চেষ্টা অনেকদিন ধরেই চলছে। ইউনুস নবীকে নোবেল দেওয়া এরই একটা অংশ। এখন সেই চক্রান্তে টাকা ঢালছেন রুপার্ট মারডক, তাঁর ইচ্ছে দুইবাংলা সাংস্কৃতিক জগ্‌ৎকে এক বাজারে পরিণত করা। প্রান্তিক সমস্ত চেতনা ধ্বংস করে দিয়ে বাজারের মোক্ষ স্থাপ্ন করা। আর এই কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছিল দু বাংলার বামশক্তি। ঐ বাংলার বামপম্‌থীরা সহযোগী শক্তি (allyforce) হিসেবে পেয়েছিলেন প্রগতিশীল মুসলিমদের। এবং আদিবাসীদের। কবি ফারহাদ মাজহারের নেতৃত্বে সাংস্কৃতিক লড়াইটা সেখানে এখনও জারি। কিন্তু উদারনৈতিক নেত্রী হাসিনার জমানায় বীব্‌হ্‌ৎস আক্রমণ নেমে আসছে তাদের ওপ্র। জঙ্গিদমনের নামে উদার ইসলাম ও আদিবাসী কন্ঠকে হত্যা করা হচ্ছে প্রতিনিয়ত। আর এই বাংলায় সিপিআইএম একভাবে প্রতিরোধ দিচ্ছিল বাজারি শক্তিগুলিকে। একটি সাম্রাজ্যবাদী-আধা ধনতান্ত্রিক রাষ্ট্রকাঠামোয় একটি মাত্র রাজ্য চালানোর দায় তাকে কখনও কখনও মাথা নত করতে বাধ্য করছিল। কিন্তু, রাজ্যে দু একজন নেতা বা নীচুস্তরের কর্মীর ওপর আপনারা বিরূপ হলেও দেখবেন, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সিপিআইএম একটি বিরাট প্রতীক, অনবচ্ছিন্ন বাম প্রতিরোধের নাম সিপিআইএম। আর এখানেই একদিকে হাসিনাকে আর একদিকে মমতার ছত্রছায়ায় পঞ্চাশ কোটি মানুষের এক বিরাট বাজার ধরতে উদ্যত হয়েছে স্টার গোষ্ঠী। সাংস্কৃতিক বাজার, তথ্যপ্রচারের অধিকারে একচেটিয়া পুঁজি ঢোকার পাশাপাশিই আসছে অর্থনৈতিক আক্রমণগুলি।
    মনে করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে জেতার পর প্রথম ফোন কার আসে? তিনি নিজেই স্বীকার করেছেন, শেখ হাসিনা তাঁকে অভিনন্দিত করেছেন। একটি দেশের একটি রাজ্যের নির্বাচনের ফলে অভিনন্দন জানাচ্ছেন ভিনদেশের এক রাষ্ট্রপ্রধান। কখন হয় এরকম? বুঝে নিন আর খুঁজে নিন তথাকথিত মা-মাটি-মানুষের সরকার গড়ার নেপথ্যে কাদের হাত? কেন আনন্দবাজার গোষ্ঠী স্পনসর করে দিচ্ছে এই পরিবর্তন কে! "
  • saikat | 202.54.74.119 | ২৫ মে ২০১১ ১১:০১469685
  • হু ইজ কমরেড লিন বিয়াও?
  • dri | 117.194.235.61 | ২৫ মে ২০১১ ২২:৫৭469687
  • ইন্টারন্যাশানাল মার্কেটে তেলের দাম কিকরে নির্ধারনে কত রকমের ট্রিকারি হয় সে সম্বন্ধে একটা ধারনা হবে এই রিপোর্টটি পড়লে।

    http://www.latimes.com/business/la-fiw-oil-traders-20110525,0,474795.story

    এতে বলা হচ্ছে ইউ এস দুই অয়েল ট্রেডারকে (জেমস ডায়ার এবং নিক ওয়াইল্ডগুজ) স্যু করছে প্রাইস ম্যানিপুলেশানের জন্য।

    কী রকম ম্যানিপুলেশান?

    The Commodity Futures Trading Commission said traders James Dyer of Oklahoma's Parnon Energy and Nick Wildgoose of Europe-based Arcadia Energy amassed large physical positions at a key U.S. trading hub to create the impression of tight supplies that would boost oil prices.

    এবং তারপর

    Later, they dumped those barrels back onto the market, causing prices to crash and racking up profits from short positions they had accrued in futures markets, the suit said.

    এর আগে ২০০৩ এ বিপির বিরুদ্ধে ম্যানিপুলেশানের অভিযোগ হয়েছিল। বিপি অফিশিয়ালি দোষ স্বীকার করে নি, কিন্তু সোনামুখ করে আড়াই মিলিয়ান ডলার ফাইন দিয়ে দিয়েছিল।
  • Netai | 121.241.98.225 | ২৭ মে ২০১১ ১৭:৩৫469691
  • বিশ্বের বড়বড় ব্যাংকে লিবিয়ার কোটি কোটি ডলার।

  • dri | 117.194.242.34 | ২৭ মে ২০১১ ২৩:০০469694
  • স্পেনে এখন প্রোটেস্ট চলছে। তারই জেরে বার্সেলোনাতে কিছু নিরস্ত্র মানুষ রাস্তায় বসে ধর্না দিচ্ছিল। নন-ভায়োলেন্ট ভাবে প্রোটেস্ট করা স্পেনে লীগাল। কিন্তু হঠাৎ বেশ ভায়োলেন্টলি আক্রমণ করল পুলিশ।

    পড়ুন রিপোর্ট, দেখুন ভিডিও।
    http://www.businessinsider.com/graphic-video-of-police-attacks-on-protesters-in-spain-2011-5


    তাহলে এবার কি নেটোর স্পেন আক্রমণ করা উচিৎ?
  • dri | 117.194.242.34 | ২৭ মে ২০১১ ২৩:৩১469696
  • প্যাট্রিয়ট অ্যাক্টের পর এবার প্রোপোজ্‌ড হয়েছে প্রোটেক্ট আই পি অ্যাক্ট যা ইন্টারনেট ফ্রিডমকে আঘাত করার চেষ্টা করছে কৌশলে। আপাতত বলা হচ্ছে এগুলো করা হবে সেই সব ওয়েবসাইটের বিরুদ্ধে যারা কপিরাইট ভায়োলেট করে। কিন্তু যেকোন ড্রাকোনিয়ান ল'ই পাস করানোর সময় তার বেনেভোলেন্ট সাইডটি তুলে ধরা হয়। http://act.demandprogress.org/act/protectip_docs/?source=fb

    চীনে ইন্টারনেট ফ্রিডমের পরামর্শ দেওয়ার পর সার্কোজি বললেন

    Internet Should Be Gov't-Regulated

    http://www.thirdage.com/news/nicolas-sarkozy-internet-should-be-govt-regulated_05-24-2011
  • dri | 117.194.228.21 | ২৮ মে ২০১১ ২৩:০১469697
  • স্পেনের প্রোটেস্টে চার্টার অফ ডিম্যান্ড :

    1. ELIMINATION OF THE PRIVILEGES OF THE POLITICAL CLASS:

    Strict control of absenteeism in their respective elected positions. Specific penalties for dereliction of duties.
    Abolition of privileges related to tax payments, the years of contribution and pension payments. Equalization of wages of elected officials to the average Spanish wage plus the funds required to properly fulfill their functions.
    Elimination of immunity from legal charges. Considering corruption a crime.
    Mandatory disclosure of the assets of all public offices.
    Reduction of freely-declarable outlay expenses.

    2. AGAINST UNEMPLOYMENT:

    Redistribution of work or encouraging working time reduction and the reconciliation of work to eliminate structural unemployment (i.e., until unemployment falls below 5%).
    Retirement at 65 and no increase in the retirement age until youth unemployment is eliminated.
    Bonuses for companies with less than 10% of temporary contracts.
    Job security: outlawing collective lay-offs or objective reasons in large companies while there are benefits and fiscalization [?] in large firms, to ensure that temporary workers are not provided with jobs that could be fixed positions [I apologize but I don't understand this sentence, please suggest a better translation].
    Restoration of the €426 grant for all the long-term unemployed.

    3. RIGHT TO HOUSING:

    Expropriation by the state of built houses that have not been sold in order to place them on the social housing market.
    Rent subsidies for young people and all poor people.
    Allowing dación en pago [returning the keys of the house to the bank in exchange for a cancellation of the mortgage].

    4. QUALITY PUBLIC SERVICES:

    Removal of unnecessary costs in public administration and establishment of independent control of the budget and expenditures.
    Recruitment of health personnel to eliminate waiting lists.
    Recruitment of teachers to ensure right student ratio per classroom, working group and support group.
    Reduce the cost of tuition for university education, matching the price of the diploma to the grades of the student.
    Public funding of research to ensure its independence.
    Cheap, high quality and environmentally-sustainable public transport: restoration of trains that are being replaced by the AVE, with the original prices; cheaper bus passes; restricting private car traffic in city centers; construction of bicycle lanes.
    Local social resources: effective implementation of the Law Unit, municipal local career networks, local mediation services and mentoring.

    5. CONTROL OF BANKS:

    Prohibition of any kind of bailout or capital injection to banks: those companies in difficulty should fail or be nationalized to form a public bank under social control.
    Raising bank taxes in direct proportion to the social cuts being made in this crisis caused by mismanagement.
    Returning all banks that received money from the public coffers to public ownership.
    Banning investment of Spanish banks in tax havens.
    Regulation of sanctions on speculation and banking malpractice.

    6. TAXATION:

    Increasing the tax rate on large fortunes and banks.
    Eliminating of the SICAV.
    Recovery of tax on private capital.
    Real and effective control of tax evasion and capital flight to tax havens.
    International promotion of the adoption of a tax on international capital transactions (Tobin tax).

    7. LIBERTIES AND PARTICIPATORY DEMOCRACY:

    No to control over the Internet. Abolish the Sinde Act.
    Protection of freedom of information and investigative journalism.
    Mandatory and binding referendums on the wide-ranging issues that change the lives of citizens.
    Binding referendums on any introduction of measures taken by the European Union.
    Amendment of the Electoral Act to ensure a truly representative system that does not discriminate and that is proportional to any political or social will, where the blank vote and the no-vote also have representation in the legislature.
    Independence of the judiciary: reform of the Prosecution Office to ensure their independence, the appointment of members of the Constitutional Court and the Supreme Judicial Council by the Executive.
    Establishment of effective mechanisms to ensure internal democracy in political parties.

    8. REDUCING MILITARY SPENDING


    খুব ইন্টারেস্টিং হল ব্যাঙ্ক রেগুলেশানের কথা আছে। বিপ্লবীরা সাধরণত পলিটিশিয়ানদের ওপর দোষটা চাপিয়ে অভ্যস্ত। ব্যাঙ্ক যে মানুষের দুর্দশার কারণ হতে পারে সেটা পপুলার পোলিটিকাল পার্লান্সে খুব বেশী নেই।

    http://roarmag.org/2011/05/list-demands-spanish-protesters-15-m-madrid/
  • dri | 117.194.233.156 | ২৯ মে ২০১১ ২৩:২১469698
  • মাত্রাছাড়া দেনা শুধু পশ্চিমবঙ্গে নয়, ইউকেতেও হয়েছিল। এবং তারই ওষুধ এখন হচ্ছে বিভিন্ন রকম কাট। (একটা জায়গায় বিশেষ করে কাট হচ্ছে, NHS এ। এ বিষয়ে জয় যদি একটু লেখেন তো ভাল্লগবে। উনি ইউকে তে আছেন, হেল্‌থের লাইনেই। সুতরাং ...)।

    তো ন্যাচারালি কাট সাধারণ মানুষের পছন্দ হয় না। তারা ক্ষেপে গেছে, প্রোটেস্ট করছে। একটা কথা তারা বলছে। বলছে এই ক্যালামিটির জন্য যাদের সবচেয়ে বেশী রেস্পন্সিবিলিটি তারা হল বিগ ব্যাঙ্কস। দে শুড টেক দা বিগেস্ট হিট। আমরা সাধরণ মানুষরা কেন এত ভারী ক্রস বইব?

    Protesters have been holding demonstrations outside high street banks around the UK and have succeeded in occupying a number of branches in the biggest direct action to date against proposed changes to the NHS.

    The national protest, designed to draw attention to the banks’ role in creating the deficit, is being spearheaded by the anti-austerity campaigning group UK Uncut, which has been were joined by trade unionists and others.

    ...

    “The NHS did not cause the financial crisis – the banks did and are continuing to make billions in profits. And yet it is the NHS which is being cut,” said Candy Udwin of the Camden Keep Our NHS Public campaign, which took part in north London.

    “Here in Camden there are hundreds of jobs under threat and that is why protests like this are being strongly supported.”


    লক্ষ্য করুন, ইউকে, স্পেন সব জায়গাতেই লোকে বুঝছে যে এই ক্রাইসিসে ব্যাঙ্কের একটা হাত আছে।

    http://www.psfk.com/2011/05/nationwide-protests-in-british-banks-lobbies.html/
  • dri | 117.194.233.156 | ২৯ মে ২০১১ ২৩:২৬469699
  • IMF এখন চায় গ্রীস তাদের দেশের সব অ্যাসেট বিক্রি করে দিক।

    Greece would be able to almost cover its debt burden by stepping up the sale of state assets valued at €300bn (£260bn), according to the chief economist of the European Central Bank.

    Juergen Stark urged the country to accelerate its privatisation plans as the International Monetary Fund struggles to get the country to submit to tough conditions necessary for the next €12bn tranche of its €110bn bail-out.


    http://www.telegraph.co.uk/finance/economics/gilts/8543926/European-Central-Bank-tells-Greece-step-up-asset-sales.html
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২১:৩৯469700
  • প্যারিসে প্লাস দে লা বাস্তিলে কিছু ফরাসী ডেমনস্ট্রেশান করছিল, তাদের পুলিশ পেটায়। তার প্রতিবাদে মাদ্রিদে ফ্রেঞ্চ এম্ব্যাসির সামনে স্লোগান দেয় স্প্যানিয়ার্ডরা। http://www.presstv.ir/detail/182472.html
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২১:৪৬469701
  • আম্রিকায় ৬৭৫০০০ বাড়ির বাসিন্দা গত দু বছরে কোন মর্টগেজ পেমেন্ট করেন নি। কিন্তু তাও ব্যাঙ্ক সেগুলো ফোরক্লোজ করতে ভয় পাচ্ছে। পাচ্ছে আসেপাশে সব বাড়ির দাম পড়ে যায়! http://www.doctorhousingbubble.com/housing-apocalypse-tomorrow-675000-homes-in-foreclosure-no-payment-in-over-two-years/
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২২:১২469703
  • আম্রিকার সাথে ইন্টেলিজেন্স শেয়ারিংএ রাজি হল না পাকিস্তান। http://pakobserver.net/detailnews.asp?id=94696
  • dri | 117.194.228.140 | ০৫ আগস্ট ২০১১ ২৩:১৫469705
  • কোয়ান্টিটেটিভ ইজিংএর এফেক্ট ফুরিয়ে এল। হেরোইনের ঘোর কেটে গেলে ড্রাগ অ্যাডিক্টের যে অবস্থা হয়, আমেরিকার অবস্থাও এখন তাই। ডিফল্ট সামাল দিতে আপাতত ২.৩ ট্রিলিয়ান বাজেট কাট হবে, পরিবর্তে ডেট সিলিং বাড়ানো হবে ২.৪ ট্রিলিয়ান। ডেট সিলিং বাড়ানো মানে আরো, আরো ঋণ। প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে। পুরো বাজেট কাটের একটা বড় অংশ (বেশ কয়েকশো বিলিয়ান, এক্স্যাক্ট ফিগারটা মনে পড়ছে না) কাট হবে আগামী নভেম্বারের মধ্যে। মিষ্টি করে বলতে গেলে অনেক সরকারী চাকরী যাবে। ইউ এস পোস্টাল সার্ভিসের অবস্থা তো করুণ। রিসেন্টলি ৩.১ বিলিয়ান লস রিপোর্ট করেছে। আর কর্পোরেট তো অলরেডি জব কাট শুরু করে দিয়েছে। এইচ এস বি সি ৩০,০০০, সিস্কো ১০,০০০। বহু আম্রিকান ফ্যামিলির খাওয়াদাওয়া এখন সরকারই দেখেন (ফুডস্ট্যাম্প)।

    কিন্তু চাকরী আছে এমন বিত্তবান মানুষের কাছে এসবের চেয়েও রিসেশানের বড় মার্কার হল স্টক মার্কেট। যেটা একটা রিগ্‌ড ক্যাসিনো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন