এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | 59.93.255.8 | ১২ নভেম্বর ২০১১ ১২:০৪473143
  • আমার কিছু বলতে ইচ্ছে করছে।
    রঞ্জিত আমার ছোটোবেলার বন্ধু। আমরা একসঙ্গে মিত্রতে পড়েছি। রঞ্জিত, রণজিত আর সুকুমার , এই তিন তুতো ভাই একসঙ্গে পড়তো। এখনও ইস্কুলের বন্ধুদের আড্ডায় রেগুলার হাজিরা দেয়। তাই ওর ব্যাপারে কিছু কিছু জানি।

    রঞ্জু অত্যন্ত ভদ্রলোক। টলিউডের যাকে ইচ্ছে জিগ্যেস করে দেখতে পারেন। 'মল্লিকবাড়ি'র সন্মান ওর কাছে বিরাট ব্যাপার - মেয়েকেও বলে, এমন কিছু করিস না যাতে মল্লিকবাড়ির মাথা হেঁট হয়। বৌ, মেয়ে, সিনেমা আর আড্ডা ছাড়া অন্য কিছুতে নেই, স্পেশালি পলিটিক্সে তো একেবারেই নয়। অভিনয়ক্ষমতা নিয়ে কোনদিন গর্ব করে না বরং ওর মতে সকলেই ওর থেকে ভালো করে (এমনকি চিরঞ্জিতও:))। বলে, সেটে সৌমিত্র, রবি ঘোষ, অনুপকুমারের অভিনয় হাঁ করে দেখি। বলে তোরা তো দেখতে পাস না, দেখলে বুঝতিস এরা কী জিনিস! বাপের জন্মে এ'মাল আমার দ্বারা হবে না। মৃণাল সেন তো ওর কাছে ভগবান - ওনার দয়াতেই নাকি এ'লাইনে আসতে পেরেছে। গত ইলেকশনে অনেক চাপ সঙ্কেÄও ফাঁদে পড়েনি। পরেও অন্য কিছু ব্যাপারেও ঝুলে যাওয়া থেকে বেঁচে গেছে। এখন যেগুলোতে ফেঁসেছে, সেগুলো টলিউডের কিছু বন্ধুর চাপে, আর ভেবেছিলো (এখন কী ভাবে, জানিনা) এর মধ্যে পলিটিক্স থাকবে না (এতে নাইভ ছাড়া আর কিছু কি বলা যায়?)।

    আমার বিদ্যেবুদ্ধি কারুর অভিনয় প্রতিভা বিচার করার জন্যে যথেষ্ট নয়, তাই নিজে থেকে কিছু বলতে পারবো না। কিন্তু এখানে তো অনেকে আছেন এব্যাপারে এক্সপার্ট, বলতে পারেন একটা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাওয়া আর সত্যজিত রায়ের ছবিতে সুযোগ পাওয়া কি একেবারেই ফালতু? না ও সঙ্গদোষে দোষী, তাই ও'গুলো হিসেবে আসে না?

    সরি, জাস্ট ভেন্টিং আউট। :(
  • kd | 59.93.255.8 | ১২ নভেম্বর ২০১১ ১২:১৫473145
  • PTর রঞ্জিত মল্লিককে মৃত বা অর্ধমৃত বলায় পার্সোনালি অফেন্স নিলুম। অবিস্যি বিমান বোসের চেলার কাছ থেকে এর থেকে বেশী কীই বা আশা করা যায়!
    একটা জিনিস বেশ পরিস্কার হয়ে গেলো। লেখাপড়া সকলকে মানুষ হওয়া শেখায় না।
    ধিক্‌, ইনি আবার অধ্যাপক! ছি: ।
  • PT | 203.110.246.22 | ১২ নভেম্বর ২০১১ ১২:১৫473144
  • রঞ্জিত মল্লিক অত্যন্ত ভদ্রলোক সে ধারণা আমারও ছিল। কিন্তু কিছু জিনিস ব্যাখ্যা করা যায় না - যেমন অনুপ ঘোষালের আদৌ কোন প্রয়োজন ছিল কিনা বিধায়ক হওয়ার। আর সব চাইতে লজ্জাস্কর ""বঙ্গবিভূষণ"" প্রাপ্ত প্রায় মৃত সঙ্গীত শিল্পী দ্বিজেনের মমতাকে প্রকাশ্য মঞ্চে বসে "দশপ্রহরণধারিনী"" ইত্যাদি আখ্যা দেওয়া।
  • PT | 203.110.246.22 | ১২ নভেম্বর ২০১১ ১২:২৩473146
  • @kd
    বাংলা ভাষা ভাল করে বুঝতে না পারলে তর্কে জড়াবেন না নিজেকে। আমি ""অভিনেতা"" (নজরটান) রঞ্জিত মল্লিককে ""মৃত বা অর্ধমৃত"" বলেছি -ব্যক্তিকে নয়। তবে এটা এখনই শুধু বলছি না। অভিনেতা হিসেবে রঞ্জিত মল্লিককে চিরকালই ""মৃত বা অর্ধমৃত"" ভেবেছি। কোদালকে কোদাল বলাই ভাল।
  • lcm | 69.236.160.8 | ১২ নভেম্বর ২০১১ ১২:৪৮473147
  • মৃণাল/সৌমিত্র কে নিমন্ত্রণ পাঠানোর পরে তারা যদি না আসেন, সে ক্ষেত্রে কিছু বলার নেই - সকলকেই নিমন্ত্রণ পাঠানো হলে ফেয়ার গেম।
  • nyara | 122.172.2.76 | ১২ নভেম্বর ২০১১ ১২:৫০473148
  • সুপ্রিয়া আর সাবিত্রীকে কবে থেকে "মৃত বা অর্ধমৃত" ভাবছেন পিটিবাবু?

  • pi | 72.83.90.203 | ১২ নভেম্বর ২০১১ ১৩:০১473149
  • সাবিত্রী অর্ধমৃত বা মৃত অভিনেত্রী ? :o
  • nyara | 122.172.2.76 | ১২ নভেম্বর ২০১১ ১৩:০৩473150
  • পিটিবাবু তো তাই বললেন মনে হল। তবে এটা বাংলা ভাষা কীরকম বুঝতে পারি, তার পরীক্ষাও হতে পারে।
  • a | 208.240.243.170 | ১২ নভেম্বর ২০১১ ১৩:০৮473152
  • তবে শারুখ খানকে আমি মৃত অভিনেতা মনে করি

    ডি: মজা নয়
  • PT | 203.110.246.22 | ১২ নভেম্বর ২০১১ ১৩:২৪473153
  • সুপ্রিয়াকে খুব উচ্চমানের অভিনেত্রী মনে হয়নি কোনদিন। তাঁর শ্রেষ্ঠতম অভিনয় ঋত্বিকের পাল্লায় পড়ে হয়েছে - নির্দেশকের অভিনয় নিংড়ে নেওয়ার প্রতিভার কারণে। বাকি ছবিগুলো ""চলতা হ্যায়"" গোছের প্রতিভার স্ফুরণ। সাবিত্রী সুপ্রিয়ার থেকে উচ্চমানের অভিনেত্রী। তবে তাঁর শেষ উচ্চমানের কোন ছবি দেখেছি মনে করতে পারছি না। ইদানিং সুবর্ণলতাতে তাঁর অভিনয় দেখছি - কিন্তু ঐ প্রচন্ড কড়া মেকআপে বাঙালী বিধবার অভিনয় -না: সাবিত্রীর অভিনয় প্রতিভার খুব একটা উচ্চ মানের পরিচয় রাখছে বলে মনে হচ্ছে না।
  • kd | 59.93.255.8 | ১২ নভেম্বর ২০১১ ১৩:২৭473154
  • PT, আপনার, বিমান বোসের, বিনয় কোঙারের বাঙলা ভাষা জানি না, জানার ইচ্ছেও নেই, সত্যি বলতে কি এমন বাঙলা শুনতেও ঘেন্না করে।

    আর আমি তর্ক করি না, এখনও কোন তর্ক করছি না। আপনার সঙ্গে তর্ক করার প্রবৃত্তি আমার নেই। আপনি ইতরোচিত ভাষা ব্যবহার করেছেন আমার বন্ধু সম্পর্কে। আপনি যে কত নোংরা লোক, সেটাই বলেছি।

    আর হ্যাঁ, কোদালকে কোদালই বল্লুম।
  • prateek | 122.179.43.146 | ১২ নভেম্বর ২০১১ ১৩:৩৭473155
  • ভেরি গুড :)
  • PT | 203.110.246.22 | ১২ নভেম্বর ২০১১ ১৩:৪২473156
  • @kd
    আপনার বোধবুদ্ধি, চিন্তাভাবনা এবং অন্যের বক্তব্য অনুধাবন করার ক্ষমতা একান্তই আপনার নিজস্ব। সে ব্যাপারে আমার কিছুই বলার নেই। আমার বক্তব্যের বিরোধিতা করাও আপনার ব্যক্তিগত অধিকারের মধ্যেই পড়ে। আমি রঞ্জিত মল্লিক নামক এক অভিনেতার অভিনয় ক্ষমতাহীনতা সম্পর্কে আমার মতামত প্রকাশ করেছি মাত্র। সব অভিনেতা-অভিনেত্রী, রাজনীতিবিদ, আপনি এমন কি এই ""ইতরজনোচিত"" ভাষা ব্যবহারকারি আমিও কারো না কারো বন্ধু। কিন্তু তাই বলে এই জাতীয় আলোচনার ফোরামে ব্যক্তি-সম্পর্ক দিয়ে কিছুর বিচার করা যায় নাকি?
  • PM | 2.50.40.193 | ১২ নভেম্বর ২০১১ ১৪:২৫473158
  • PT এবং KD দুজনকেই অনুরোধ অসহিষ্‌নুতাকে পরিহার করুন।

    ব্যক্তিগতভাবে রনজিতবাবুর অভিনয় আমার যেমন-ই লাগুক উনি বহুকাল ধরে বহু মানুষের মনোরন্‌জন করেছেন... সেটাকে অস্বিকার করা মানে নিজেকে সাধারন মানুষের থেকে য়ালিয়েনেট করে ইন্টেল্লেক্‌চুআল গজদন্ত মিনারে বসে থাকা।

    আমি মনে করি এই ভুলটাই বাম্পন্থী বুদ্ধিজীবিরা করে এসেছেন এতোকাল।
  • a | 208.240.243.170 | ১২ নভেম্বর ২০১১ ১৪:২৫473157
  • কেডিবাবু, যেহেতু আপনি এখানে কাউকেই ব্যাক্তিগত ভাবে চেনেননা, সেহেতু ব্যক্তি আক্রমণ করাটা ঠিক বলে মনে হয়না।

    দ্বিতীয়ত, আপনি রনজিত মল্লিককে চিনে থাকতে পারেন, তাতে কার কি? কেউ সত্যি ওনাকে চিরকাল বাজে অভিনেতা মনে করলে আর সেটা বললে যদি গায়ে লাগে তো কিছু করার নেই।
  • PT | 203.110.246.22 | ১২ নভেম্বর ২০১১ ১৪:৩৬473159
  • কারো রঞ্জিত মল্লিকের অভিনয় ভালো না লাগলেই সে ""বামপন্থী বুদ্ধিজীবি"" হবে নাকি? যার ""পোসেনজিতের"" কোন ছবিই ভালো লাগেনা কোন কালে আর ছায়া দেবীকে চিরকালই অসাধারণ অভিনেত্রী মনে হয়েছে তার রাজনৈতিক অবস্থান কি হবে?
  • dd | 124.247.203.12 | ১২ নভেম্বর ২০১১ ১৪:৫৪473160
  • পিটির এই প্রশ্নের খুব ঝট করে উত্তর দেওয়া যায়।
    যেমন ধরুন আপনার শতাব্দী রায়, তাপস, রঞ্জিত মল্লিক,মাধবী - এঁয়াদের অ্যাকটিং ভালো লাগে তো আপনি তিনোমুলী। তারপর গিয়ে সুনীলের লেখা ভালো লাগলে,সৌমিত্রর অ্যাকটিং, পি সি সর্কারের ম্যাজিক বা মৃনাল সেনের পরিচালনা- তাইলে আপনি ছিপিএম। এ তো সোজা হিসেব।

    একটু ফাঁপড়ে পরবেন বুদ্ধদেব গুহকে নিয়ে,উনি তো জানি একটু বিজেপি পন্থী, কিন্তু গত ভোটে আজকালে খুব তোপ দেগেছিলেন দিদির এগেইনস্টে। বিজেপি(এম) কি একটা অপশন?

    মিঠুন চক্কোত্তিও গন্ডগোল। আগে সজোরে ছিপিএম করতেন ,হঠাৎ দেখি মমতার সাথে রাইটার্সে গিয়ে"ভাই বোনে খুব আড্ডা মারলেন।" ওনাকে পেন্ডিং রাখুন।

    সারুখকে একটু টাইম দেওয়া যাক। তবে ও তিনোমুলী ই হবে কেনো না দাদাকে গতোবার ক্যাপ্টেন করে নি। গ্রেগ চ্যাপেল ও তিনোমুলী।
  • lcm | 69.236.160.8 | ১২ নভেম্বর ২০১১ ১৫:০০473164
  • কাবলিদা বোধহয় একটু ওভাররিঅ্যাক্ট করে ফেললেন। দেখুন, রঞ্জিত মল্লিক-এর অভিনয় নিয়ে অনেকে অনেক কথা বলতেই পারে। আপনার বন্ধু বলে আপনার খারাপ লেগেছে, সেটা স্বাভাবিক। কিন্তু, আমার মনে হয় না আপনার বন্ধু সম্পর্কে বাজে কথা বলে আপনাকে আঘাত দেবার জন্যে উদ্দেশ্যমূলকভাবে পিটি কমেন্ট করেছেন।

  • Netai | 122.161.247.159 | ১২ নভেম্বর ২০১১ ১৫:০০473161
  • :)))
  • kd | 59.93.255.8 | ১২ নভেম্বর ২০১১ ১৫:০৩473165
  • a, আপনার পোস্টের উত্তরে।

    আপনি মনে হয় PTর প্রথম (যা থেকে এ'সব শুরু) পোস্ট না পড়েই আপনার মত জানিয়েছেন। PT যদি রঞ্জিতকে খারাপ বা বাজে অভিনেতা বলতেন, আমি টুঁ শব্দটি করতুম না। সত্যিই তো, ওনার কার অভিনয় ভালো লাগবে না লাগবে, তাতে আমি আপত্তি করার কে? কিন্তু উনি রঞ্জিতকে মৃত বা অর্ধমৃত বলেছেন। আপনি আমায় ব্যক্তিগত আক্রমণের দোষ দিচ্ছেন, কিন্তু একটি মানুষের প্রাণের থেকে আর কী বেশী ব্যক্তিগত বলুন তো? উনি পরে ""অভিনেতা'' নজরটান দিয়ে নিজের ঐতিহাসিক ভুল ঠিক করার চেষ্টা করেছেন।

    তবে আপনার একটি পোস্ট পড়ে দেখলুম যে আপনিও কোন জীবিত মানুষকে মৃত বলে আনন্দ পান। সুতরাং আপনি বুঝবেনই না আমি কী বলতে চেয়েছি। যাক্‌গে ছেড়ে দিন। কথা বললেই কথা বাড়ে।
  • a | 208.240.243.170 | ১২ নভেম্বর ২০১১ ১৫:১৩473166
  • হাহা কি আর বলব।

    তা আপনি তো বহুদিন আমেরিকাতে ছিলেন বলে দাবিটাবি করেন, তো কাউকে বলতে শোনেননি "I am dead"। তখন তাকে গিয়ে তেড়ে দুটো গাল দিয়ে আসেননি?

    এর পর কোনদিন শুনব dead man walking মৃত মানুষদের নিয়ে সিন্মা, ভূতের ও হতে পারে।
  • kd | 59.93.255.8 | ১২ নভেম্বর ২০১১ ১৫:১৮473167
  • lcm, এটাই তো মুশকিল। আমার রিঅ্যাক্‌শনটা প্রথম পোস্টের উত্তরে। কিন্তু তুমি পরের মডিফায়েড ভার্শান পড়ে বলছো আমি ওভাররিঅ্যাক্ট করেছি। এটাই তো দস্তুর - গোলপোস্ট সরিয়ে দেওয়া।

    ""গুরু''তে দেখছি এই টেকনিকটি খুবই পপুলার। তাই যারা সিরিয়াসলি কোন ব্যাপারে আলোচনা করতে চায় - এই টেকনিকে তারা সহজেই ঘায়েল হয়ে শেষে হাল ছেড়ে দেয়।
  • a | 208.240.243.170 | ১২ নভেম্বর ২০১১ ১৫:২৬473168
  • keDibaabu, kenabaarbaarekaikathaabalenijerkathaasatyipramaaNkaratechaaichhen? dekhupiTirposTaTaakapikaredilaam, ebaarbalun:

    মমতার ঝুলিতে রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়, সুপ্রিয়া, সাবিত্রীর মত প্রায় মৃত বা অর্ধমৃত অভিনেতা-অভিনেত্রী ছাড়া আর কেউ নেই
  • a | 208.240.243.170 | ১২ নভেম্বর ২০১১ ১৫:২৭473169
  • কেডি বাবু , কেন বার বার একই কথা বলে নিজের কথা সত্যি প্রমাণ করতে চাইছেন ? দেখু পিটির পোস্টটা কপি করে দিলাম , এবার বলুন:
  • lcm | 69.236.160.8 | ১২ নভেম্বর ২০১১ ১৫:৩০473170
  • ওহ! আগের সব পোস্ট পড়ি নি।

    কিন্তু কয়েকটা পোস্ট পড়ে মনে হল না আপনার বন্ধুর মৃত্যুকামনা (ইহলোক ত্যাগ) পিটিবাবু করেছেন। আগের পাতায় যাই নি অবশ্য।

    পিটি-বাবু এই মমতা/তৃণমূল কেসে খুব উগ্রভাবে বক্তব্য রাখেন - এই দ্বিজেন মুখোপাধ্যায়-কে মৃতপ্রায় না কি একটা বললেন...

    আর, সিরিয়াস আলোচনা আবার কোথায় হল :)
  • kd | 59.93.255.8 | ১২ নভেম্বর ২০১১ ১৫:৩১473171
  • a, ঠিক বলেছেন। আপনি ঠিক, আমি ভুল। হয়েছে তো? দেখুন, জিতে গেলেন। হুর্‌রে!!

    কিন্তু আমি আবার কোথায় ""দাবীটাবী'' করে বসলুম যে আমেরিকায় বহুদিন ছিলুম? ও'সব দুস্টু লোকেদের প্রচার, একদম বিশ্বাস করবেন না। :)

    মানে ""গুরু''তে এমন ""দাবী'' করেছি কি? যদিও আমেরিকান সরকারের কাছে দাবী করতেই হয়েছে, নাহ'লে পেনশন পাবো না যে? আপনি কি ওই ""দাবীটাবী''র কথা বলছেন?
  • kd | 59.93.255.8 | ১২ নভেম্বর ২০১১ ১৫:৫০473172
  • lcm, আশা করি তুমি আমার পোস্টগুলো পড়েছো। আমি কি কোন পোস্টে লিখেছি ""মৃত্যুকামনা''র কথা? তা লিখলে আমি কিছুই বলতুম না - ভেবে নিতুম উনি রঞ্জিতকে ওনার শত্রু মনে করেন আর তাই তার মৃত্যুকামনা করেন। ফেয়ার এনাফ।

    আচ্ছা, আজকাল কি ""মৃত'' শব্দটি ""খারাপ''এর প্রতিশব্দ হিসেবে ব্যবহার হচ্ছে? আমি এখনও এটা শুনিনি বলেই জিগালুম। এটা সত্যি হ'লে I stand corrected। কিন্তু তাহ'লে ""অর্ধমৃত'' কার প্রতিশব্দ?
  • lcm | 69.236.160.8 | ১২ নভেম্বর ২০১১ ১৬:০৩473173
  • কাবলিদা,
    এটা a খানিকটা বলেছে।
    actor's career is dead - বা -- acting career has reached a dead end...

    শব্দের মানে নিয়ে ভুল বোঝাবুঝি। এমন তো হয়ই।
  • a | 208.240.243.170 | ১২ নভেম্বর ২০১১ ১৭:৫৯473175
  • কেডিবাবু, জেতাহারা এসব আপনার পার্সেপশন, নিয়ে বসে থাকুন।

    ভুল স্বীকার করার ধক সকলের থাকে না, তাতে কোন প্রবলেম নেই।

    আবার ধক মানে জানতে চাইবেন, আপনার "বহুদিন এদেশে না থাকার" দোহাই দিয়ে, তাই আগে থেকে বলে দি মানে হল guts
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন