এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.22 | ১৩ নভেম্বর ২০১১ ১৩:১১473209
  • সংযোজন:
    ৪/ শাহরুক মমতার পাশে ভীড় জমাননি। আর কাউকে না পেয়ে (আগে লিংক দিয়েছি) তাকে আনা হয়েছে। পয়সা দিয়ে - কম করে নাকি ৫০ লক্ষ দিলে তিনি যে কোন জায়গাতেই হাজিরা দেন। তার সঙ্গে ফ্লিম বা অভিনয়ের যোগাযোগ না থাকলেও চলে।
  • nyara | 122.172.2.76 | ১৩ নভেম্বর ২০১১ ১৩:১৬473210
  • এটা লিখব না-ই ভেবেছিলাম, বিশেষত: এই থ্রেডে। কিন্তু আত্মসংবরণ করা গেল না।

    বিষয়টি হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় দক্ষতা। কে অস্বীকার করতে পারেন যে সৌমিত্র, বিশেষত: বাংলা ছবিতে, অনেক স্মরণযোগ্য ও অসামান্য অভিনয় করেছেন? কিছু চরিত্রের অভিনয় আমার দেখা অন্যতম সেরা চরিত্রের অভিনয়ের মধ্যেই পড়বে। কিন্তু ভারতীয় অভিনয়ের পরিপ্রেক্ষিতে যে কারনে আমি সৌমিত্রকে অভিনেতা হিসেবে নাসিরুদ্দীন, উৎপল দত্ত, রবি ঘোষ বা উত্তমকুমারেরও সঙ্গে তুলনায় আনতে পারিনা, তা হল অভিনয়ের রেঞ্জ। প্রত্যেক অভিনেতার একটা কম্ফর্ট জোন থাকে। যেখানে অল্প আয়াসে অভিনেতা সেই জোনের চরিত্রায়ন সহজে করতে পারেন। যেহেতু অধিকাংশ অভিনেতাই - যাদের কথা বললাম - মধ্যবিত্ত/উচ্চ-মধ্যবিত্ত শিক্ষিত সমাজ থেকে আসেন, এনাদের পক্ষে সেই সমাজের চরিত্র অভিনয় করা তাদের পক্ষে সোজা। যে অভিনেতা বিশ্বাসযোগ্যভাবে এই বাধাটা ভাঙতে পারেন, তাঁরাই ভালো বা খুব ভাল থেকে মহৎ অভিনেতায় উত্তীর্ণ হয়ে যান। এছাড়াও এনারা যে সিনেমার জগতে অভিনয় করেন সেখানে দিনের পর দিন এনাদের রদ্দি থেকে রদ্দিতম স্ক্রিপ্টে কাজ করতে হয়। অথচ পেশাদার অভিনেতা হিসেবে এনাদের দায়িত্ব থাকে সেই অবিশ্বাস্য চরিত্রকেও দর্শকদের কাছে যথাযোগ্য আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তোলা। আর এই দুই জায়গাতেই সৌমিত্র চট্টোপাধ্যায় ভাল বা খুব ভাল-তেই আটকে থাকেন। মহৎ অভিনেতা হয়ে ওঠেন না।

    ধরা যাক উৎপল দত্ত। সত্যজিতের পরিচালনাতেই উৎপল দত্তকে দেখি জন-অরণ্যে বিশুদার ভূমিকায়, দেখি জয়-বাবা-ফেলুনাথে মগনলালের ভূমিকায়, দেখি হীরক-রাজার-দেশেতে হীরকরাজের ভুমিকায়, দেখি আগন্তুকে মনমোহন মিত্রর ভূমিকায়। আর্থ-সামাজিক প্রেক্ষিতে সবকটি চরিত্র ভিন্ন। কোনটার সঙ্গে কোনটার মিল নেই। প্রত্যেকটির বাচনভঙ্গি আলাদা। রসিক বিশুদা কথা বলেন বাঙাল-মেশান কলকাত্তাইয়া ডায়লেক্টে, মগনলাল বলেন অশিক্ষিত ও ভাঙা-বাংলা মেশান হিন্দিতে, হীরকরাজ বলেন স্টাইলাইজড গ্রাম্য বাংলায়, মনমোহন বলেন শহুরে সফিস্টিকেটেড বাংলায়। প্রতিটি চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন, প্রতিটি চরিত্রের থ্রো ভিন্ন, হাতের ব্যবহার ভিন্ন, চোখের ব্যবহার ভিন্ন, প্রপসের ব্যবহার ভিন্ন। কিন্তু এর কোন চরিত্রেই আমরা উৎপল দত্তকে দেখতে পাইনা। চরিত্রগুলিকেই দেখতে পাই। মগনলালকে দেখলে কখনই মনে পড়বে এই অভিনেতাই পশ্চিমি ধ্রুপদী সঙ্গীতে পরিশীলিত; বিশুদাকে দেখলে মনে পড়বে না এই লোকটা বাংলাভাষার অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী নাট্যকার ও নাট্য-পরিচালক; হীরকরাজকে দেখে মনে পড়বে না ইনিই বামপন্থী - কখনও বা অতি-বামপন্থী - রাজনৈতিক চিন্তার সমব্যথী, স্তালিনকে নিয়ে প্রবন্ধ লেখেন। অর্থাৎ ব্যাক্তি-অভিনেতা একেবারে পুঁছে ফেলে চরিত্র হয়ে উঠেছেন। কিন্তু এ কথা কি সৌমিত্র সম্বন্ধে বলা যায়?

    [চলবে]
  • Bratin | 117.194.96.214 | ১৩ নভেম্বর ২০১১ ১৩:২০473211
  • আর শাহরুখ কে কি আরুক টু বেশী বছর দেখবেন? উনি রিটায়ার করা অবধি? ( এই খানে অবশ্য বাংলা সিনেমা আর হিন্দী সিনেমা র গুনগত মান নিয়ে ব্যাপার গুলিয়ে দেবার ( পড়ুন গোলপোস্ট সরানোর) একটা সুযোগ থেকে যাচ্ছে!!)

    আর আপনি উৎসাহী হয়ে এই সরকারের নানান ব্যর্থতার খবর খুঁজে আনেন তো তাই বললাম।

    আর লিস্টি টা কমপ্লিট করলেন না 'জীবিত' শিল্পী দের?

    শুভজিৎ যা বলেছেন ( IP Address : 59.177.201.198 Date:13 Nov 2011 -- 01:10 AM
    ) আপনার সেই যুক্তি তে সৌমিত্র ও মৃতপ্রায় শিল্পী ( কারণ সম্প্রতি তিনি তেমন উল্লেখযোগ্য কিছু করেন নি)
  • PT | 203.110.246.22 | ১৩ নভেম্বর ২০১১ ১৩:২৭473212
  • সৌমিত্রর অভিনয় কারো ভালো না লাগতে পারে, কারো কারো মতে সৌমিত্র মধ্যমানের অভিনেতা হতে পারেন, কিন্তু তিনি সম্প্রতি ""উল্লেখযোগ্য কিছুই"" করেননি -এটা একটু আবাপ-র মত রিপোর্টিং হয়ে গেলনা?
  • Bratin | 117.194.98.154 | ১৩ নভেম্বর ২০১১ ১৪:১৪473213
  • সৌমিত্র অসধারন অভিনেতা আমি নিজেই বলেছি।
    IP Address : 117.194.96.75 Date:13 Nov 2011 -- 09:41 AM


    এবার সম্প্রতি উনি কি করেছেন সেটা বলুন , আমি গণশক্তি বা আজকলের রিপোর্টিং জানতে চাই।
  • PT | 203.110.246.22 | ১৩ নভেম্বর ২০১১ ১৪:২৩473214
  • থিয়েটার করাটা কি কিছু করার মধ্যে পড়ে?
  • dukhe | 117.194.226.39 | ১৩ নভেম্বর ২০১১ ১৬:০৭473215
  • PT, আপনার Date:13 Nov 2011 -- 01:07 PM এর ২ সম্পর্কে আপত্তি জানিয়ে গেলাম । সৌমিত্র আমার পছন্দের শিল্পী নন - এরকম আমি একবারও কোথাও বলিনি ।
  • nyara | 122.172.2.76 | ১৩ নভেম্বর ২০১১ ১৭:২৫473216
  • ওই একই সত্যজিতের ছবিতে সৌমিত্র - অপুর সংসারে অপু, পোস্টমাস্টারে অমূল্য, চারুলতায় অমল, কাপুরুষে অমিতাভ, অভিযানে নরসিং, অশনি সংকেতে গঙ্গাচরণ, সোনার কেল্লা আর জয়-বাবা-ফেলুনাথে ফেলু মিত্তির, হীরক-রাজার-দেশেতে পন্ডিতমশাই, গণশত্রুতে ড: গুপ্ত, শাখা-প্রশাখাতে প্রশান্ত। (কিছু মিস করে যেতে পারি। স্মৃতি থেকে লেখা)। এই চরিত্রগুলো মধ্যে একমাত্র অভিযানের নরসিং আর অশনি সংকেতের গঙ্গাচরণ ছাড়ার আর সবাই শহুরে শিক্ষিত মধ্যবিত্ত। অপু, অমূল্য, অমল তো তৎকালীন সৌমিত্রই - খালি সময়টা বছর কুড়ি-তিরিশ-আশি পেছোন। শাখা-প্রশাখার চরিত্রটির আর্থ-সামাজিক অবস্থান এক হলেও সেখানে চরিত্রটি চ্যালেঞ্জিং।

    এই তিনটি ব্যতিক্রমী চরিত্রেই কিন্তু সৌমিত্র ফাটাতে পারেননা। তিনটি চরিত্রতেই সৌমিত্রর অসাধারণ হোমওয়ার্কের ছাপ দেখা যায়। গঙ্গাচরণের বা নরসিংহের বডি ল্যাঙ্গুয়েজে ব্যক্তি সৌমিত্র থেকে বেরিয়ে এসে নতুন বডি পশ্চারের ছাপ স্পষ্ট। যেমন স্পষ্ট শাখা-প্রশাখার অব্যবস্থচিত্ত প্রশান্ত চরিত্রায়নের প্রস্তুতি।

    এখানে অমিয়নাথ সান্যালের 'স্মৃতি অতলে' থেকে একটু উদ্ধৃত করব। (আগ্রাওয়ালে মালকাজানের গানের প্রসঙ্গে) "তখনকার গান শুনে আমার ও শ্যামলালের মনে হয়েছিল, লতাটি তৈরী লক্‌লকে যতদূর হতে হয় হয়েছে গায়কীর গুণে, বাকি আছে ফুল ফোটার চমকদারি। যাকে গানের চমক্‌ বলে, সেটার ঘাটতি ছিল, আমরা বুঝেছিলাম। চমক্‌ জিনিসটা অনুভব করা যায়, কিন্তু বলে বুঝান যায় না।'

    যে কোন পারফর্মিং আর্টেই এই 'চমক্‌'-এর জায়গা আছে। টেকনিকালি সব ঠিক, কিন্তু হৃদয় ছুঁচ্ছে না। এরকম পারফরমেন্সই তো বেশি দেখি বা শুনি আজকাল। নরসিং, গঙ্গাচরণ বা প্রশান্তর অভিনয়ও আমার কাছে তেমনি লাগে। সৌমিত্র যেমন একেবারে হুবহু অপু, ফেলু বা অশোক গুপ্ত হয়ে যেতে পারেন, ঠিক সেরকম কিন্তু গঙ্গাচরণ হয়ে উঠতে পারেন না।

    এটা আমি শুধু সত্যজিতের ছবির প্রসঙ্গে বললাম। কিন্তু আমার এই উপলব্ধি বজায় থাকে অন্য পরিচালকের ছবিতেও। 'অসুখে' সৌমিত্র যেমন অসামান্য মধ্যবিত্ত অসহায় বাবা হয়ে ওঠেন ঝিন্দের বন্দীতে তেমন সহজে ময়ূরবাহন হয়ে ওঠেন না।

    [চলবে]
  • nyara | 122.172.2.76 | ১৩ নভেম্বর ২০১১ ১৮:০৭473217
  • এই শিক্ষিত, মধ্যবিত্ত, চিন্তাশীল বাঙালী - এটাকেই আমি সৌমিত্রর কম্ফর্ট জোন বলে মনে করি। এই জোনে সৌমিত্র রাজা। এর বাইরে সৌমিত্রকে কখনই স্বচ্ছন্দ মনে হয়নি। অথচ একজন ব্যতিক্রমী অভিনেতা ক্রমাগত নিজেকে ভাঙতে থাকেন। নিজের কম্ফর্ট জোনকে প্রসারিত করতে থাকেন ক্রমাগত। কী নাটক, কী সিনেমা। এইখানে অভিনেতা সৌমিত্রর খামতি।

    এছাড়াও প্রথমদিকের কমার্শিয়াল ছবিতে সৌমিত্রর কমিটমেন্টের অভাব ছিল। আমাদের মনে পড়বে তা নিয়ে সত্যজিতের কাছে ভর্ৎসিতও হয়েছিলেন সৌমিত্র। নিজেই জানিয়েছেন সে কথা। পরবর্তীতে সেই দুর্বলতা কাটিয়েও ওঠেন। কিন্তু সেখানেও নিজের গন্ডির বাইরে স্বাচ্ছন্দ্য দেখাতে পারেননি তিনি। উৎপল দত্ত যেমন সহজে অমানুষ থেকে গোলমাল থেকে অন্যায় অবিচার পর্যন্ত আদ্যন্ত কমার্শিয়াল ছবিতে আপদমস্তক অবিশ্বাস্য চরিত্রে অবলীলায় অভিনয় করে যান, দর্শক-পরিচালকের আকাঙ্খার অভিনেতা হয়ে ওঠেন, সৌমিত্র কি কখনও নিজের সেরকম জায়গা করতে তৈরি করতে পারলেন?

    অথচ সৌমিত্রর সামনে জমি চষা ছিল। যে সময়ে উত্তমকুম্‌ব্‌মার চরিত্রাভিনয়ের দিকে যাবার কথা - সৌমিত্ররও - সে সময়েই উত্তমকিমারের মৃত্যু হল। সুযোগ ছিল ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যালদের চরিত্রগুলো নিজের করে নেওয়ার। নাটকেও শম্ভু মিত্র, অজিতেশ আর পরে উৎপল দত্তর অনুপস্তিতির সুযোগও ছিল ওনার সামনে। সে সুযোগের - ছবি ও নাটকে - সদ্ব্যবহার করতে পারলেন না সৌমিত্র। এটা সমালোচনা নয়। এটা আক্ষেপ। এ আক্ষেপ নিয়েই আমাদের মতন আধা-প্রৌঢ়দের বাকি জীবন কাটাতে হবে বাংলা সিরিয়ালি অভিনয় দেখে।
  • nyara | 122.172.2.76 | ১৩ নভেম্বর ২০১১ ১৮:০৮473219
  • ঘরে-বাইরের সন্দীপকে ভুলেছিলাম।
  • PM | 86.96.228.84 | ১৩ নভেম্বর ২০১১ ১৮:১৫473220
  • PT আর KD-র দ্বৈরথের জন্য nyara-র দৃষ্টি কোন থেকে সৌমিত্র কে পেলাম। তিন্‌জনকেই ধন্যবাদ। চলুক। অন্য বিরধী দৃষ্টিকোন-ও নিশ্চই আছে। কল্লোলদা কোথায় গেলেন?
  • PT | 203.110.246.22 | ১৩ নভেম্বর ২০১১ ১৯:০৬473221
  • সৌমিত্রের অভিনীত অন্তত: আরও দুটি ছবি আলোচিত হওয়া উচিৎ ছিল: কোনি আর সংসার সীমান্তে।

    তবে সৌমিত্রকে দিয়ে শম্ভু, উৎপল বা অজিতেশের শূন্যস্থান পূরণ করার প্রত্যাশা খুব একটা যুক্তিযুক্ত মনে হয় না। তার সঙ্গে অভিনয় ক্ষমতার ততটা যোগাযোগ নেই-এই তিন জনেই গ্রুপ থিয়েটারের থেকে এসেছিলেন। উল্টোদিকে শম্ভু নিজে (অথবা শম্ভুকে নিয়ে পরিচালকরা) সিনেমাতে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন বলে মনে হয় না। অজিতেশও মোটামুটি টাইপ-রোলের বেশী এগোতে পারেন নি - "ছুটি" ছবিতে বাবার চরিত্রটি ছাড়া।

    সৌমিত্রর গ্রুপ থিয়েটারের কোন প্রেক্ষিত ছিল না। কিন্তু এটা মানতেই হবে যে ভাল কমার্শিয়াল থিয়েটারের দিন ফুরনোর পরেও, সৌমিত্র "নামজীবন", "দর্পণে শরৎশশী" ইত্যাদি নাটক করে সেই শূন্যস্থান কিছুটা ভরাতে পেরেছিলেন। সৌমিত্রের কাছে বোধহয় সেটাই প্রত্যাশিত ছিল।
  • Bratin | 14.99.119.65 | ১৩ নভেম্বর ২০১১ ১৯:১৯473222
  • হ্যাঁ কোনি। 'ফাইট কোনি ফাইট' এখোনো চোখ বুজলে দেখতে পাই।

    সৌমিত্র তো লিস্টে আছেন। কিন্তু বাকি জীবিত শিল্পী রা?
  • lk | 122.175.19.239 | ১৩ নভেম্বর ২০১১ ২১:০০473223
  • যাক কোনি এসেছে লিস্ট এ শেষ পর্যন্ত।কিন্তু কেউ কি একটি জীবন আর পাষন্ড পন্ডিত দেখেন নি?
  • PT | 203.110.243.21 | ১৩ নভেম্বর ২০১১ ২৩:৫০473224
  • একটি ছবিতে সৌমিত্র সম্ভবত: অগ্রদানী ব্রাহ্মণের চরিত্রে অভিনয় করেছিলেন। এবং শেষে খুব জটিল কি একটা ঘটনা - নিজের সন্তানের পিণ্ডগ্রহণ করলেন....কি সিনেমা সেটা? নাকি আমার স্মৃতি তালগোল পাকিয়ে গিয়েছে....... আর গৌতম ঘোষের "দেখা" সেটাও বাদ গিয়েছে।
  • siki | 122.177.237.71 | ১৩ নভেম্বর ২০১১ ২৩:৫২473225
  • সিনেমার নাম "অগ্রদানী'।
  • Bratin | 14.96.214.236 | ১৩ নভেম্বর ২০১১ ২৩:৫৫473226
  • PT দা আমার আগের লিস্টে দেখুন । ঐ নাম টা আছে। তারাশঙ্করের গল্প।
  • Bratin | 117.194.97.119 | ১৪ নভেম্বর ২০১১ ০০:১৯473228
  • ওকে । আপনার ডেফিনেশন অনুযায়ী উনি জীবিত। কিন্তু এই লিস্টে বাকি দের নাম কি কি?
  • maximin | 59.94.2.211 | ১৪ নভেম্বর ২০১১ ০০:২৮473230
  • সৌমিত্র চট্টোপাধ্যায় কে এফ এফের প্রেসিডেন্ট ছিলেন। তাঁকে না জানিয়ে সরানো হয়েছে। সেটা খুবই অন্যায় কাজ। সৌমিত্র যে রাজি ছিলেন, রঞ্জিত মল্লিকের এটা জানার কথা নয়। তাঁর ওপর ভার দেওয়া হয়েছে তিনি নিজের কাজ ভালো করে করেছেন।
  • Suvajit | 59.177.198.117 | ১৪ নভেম্বর ২০১১ ০১:০২473231
  • হ্যাঁ পিটিদা আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর আছে। আপনার ভাষায়, পারফর্মেন্স তলানিতে এসে পড়া শিল্পীরা মমতার পিছনে ভীড় করেছেন কেন? আপনি বলতে চাইছেন রিটায়ারমেন্টের পরে পেনশনটার জন্য, তাই তো? সেটাই খুব স্বাভাবিক নয় কি। এঁদের বয়স হয়েছে, শিল্পী জীবনের সেরা সময় অনেকদিন ফেলে এসেছেন, এখনও অনেককে কাজ করে যেতে হচ্ছে, হয়ত সেরকম কাজ পাচ্ছেন না। বাংলা সিনেমায়/ সিরিয়ালে/ নাটকে এদ্দিন লোকে ক পয়সা রোজগার করত সেটা কারও অজানা নয়। এঁরা তো চাইবেনই যে সরকার তাঁদের কাজের কিছু স্বীকৃতি দিক। ইদার ক্যাশ ওর ইন কাইন্ড। তাই ভীড় করেছেন। বিগত সরকার এঁদের জন্য সেটা করেননি কেন? শুধু সৌমিত্রবাবুকে দিয়ে ফিল্ম ফেস্ট উদ্বোধন করে আর ফ্রেন্‌চ সিনেমা দেখিয়ে তো বাংলা ইন্ডাস্ট্রির পেট ভরবে না। কিছু করেছে গত বাম সরকার ইন্ডাস্ট্রির জন্য? উত্তমকুমারকে নিয়ে আপনার কি মতামত জানি না, তবে ই মাপের কোনো অভিনেতা অন্য কোনো রাজ্যের/ দেশের ইন্ডাস্ট্রিতে থাকলে তার নামে অন্তত একটা ইনস্টিট্যুশন তৈরি হত। কিছু হয়েছে এ রাজ্যে? এই যে সত্যজিত রায় ফিল্ম ইনস্টিট্যুট, এর হাল যে কি খারাপ সেটা আমার কিচু পরিচিত লোকের মুখে শুনেছি। তার জন্যই এঁরা এখন মমতার সঙ্গে রয়েছেন। যাতে তাঁদের নিজেদের, ইন্ডাস্ট্রির জন্য সরকার কিছু করে। যা খবর পাচ্ছি মমতা ইন্ডাস্ট্রির জন্য কিছু কিছু পরিকল্পনা নিচ্ছেনও।
    তবে রঞ্জিৎ মল্লিকের বোধহয় নিজের জন্য মমতার পিছনে ঘোরার দরকার নেই। ভবানিপুরের মল্লিকবাড়ী আজও তার বনেদিয়ানা অটুট রাখতে পেরেছে।
    আর এই বুদ্ধবাবুর সঙ্গে সৌমিত্র, মৃনাল, বিভাষ ইত্যাদিদের যে সম্পর্ক ছিলো, সেটাও কি এই একইরকম ভীড় জমানো?
  • Suvajit | 59.177.194.15 | ১৪ নভেম্বর ২০১১ ০১:১১473232
  • আজকে তারানন্দে দেখলাম, সৌমিত্র, রঞ্জিৎ মল্লিক, বিশ্বজিৎ চক্রবর্তী, দীপংকর দে ইত্যাদি সবাই ফিল্ম ফেস্ট সংক্রান্ত কি এক অনুষ্ঠানে কবজি ডুবিয়ে মুর্গি মটান সাঁটাচ্ছে।
    পিটিদাদার দগ্‌ধ প্রাণে কি এ খবরে কিছু শান্তিপ্রদান হুয়া?
  • maximin | 59.93.246.176 | ১৪ নভেম্বর ২০১১ ০১:৩৯473233
  • শুভজিত যেটা দেখেছে, আমিও দেখেছি অন্য একটি চ্যানেলে। এরে কয় পোয়েটিক জাসটিস।
  • maximin | 59.93.255.104 | ১৪ নভেম্বর ২০১১ ০৩:৫৪473234
  • সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে গেলাম।
  • aranya | 144.160.226.53 | ১৪ নভেম্বর ২০১১ ০৫:১২473235
  • তক্কাতক্কি, ঝগড়া ইত্যাদিরও যে একটা ভাল দিক থাকতে পারে - সৌমিত্রকে নিয়ে ন্যাড়ার লেখাগুলো তার প্রমাণ। জ্জিও ন্যাড়া।
  • aranya | 144.160.226.53 | ১৪ নভেম্বর ২০১১ ০৫:২৪473236
  • আমি অবশ্য মনে করি 'ঝিন্দের বন্দী'-তে সৌমিত্র আদ্যন্ত ময়ূরবাহন - এবং সেটা অনেকটা ন্যাড়ার থিয়োরী মেনেই। ময়ূরবাহন চরিত্রের একটা বড় দিক হচ্ছে হাল্কা বিদ্রুপাত্মক শাণিত কথার লড়াই, ভার্চুয়াল সোর্ড ফাইটের মত, যেটা শরদিন্দু আলাদা করে উল্লেখও করেছেন - এটা তর্কপ্রিয় শিক্ষিত মধ্যবিত্ত চিন্তাশীল বাঙালী চরিত্রের সাথে অর্থাৎ সৌমিত্রর কমফোর্ট জোনের সাথে খাপে খাপ।
  • aranya | 144.160.226.53 | ১৪ নভেম্বর ২০১১ ০৫:৩৭473237
  • আর একটা কথা - 'সৌমিত্র আপনার পছন্দের শিল্পী নন' বা 'সিপিএম আপনার পছন্দের দল নয় :-) ' এ ধরণের জেনারেলাইজেশন-গুলো কি অর্থহীন নয় ? ব্যাপারগুলো তো 'কেস বাই কেস' বেসিসে হবে - সৌমিত্র অভিনীত গঙ্গাচরণ ভাল লাগবে না, আবার অপু বা ফেলুদা মন্ত্রমুগ্‌ধ করে ফেলবে; সিপিএমের অপারেশন বর্গা বা নি:শর্তে সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া ভাল লাগবে, প্রাথমিকে ইংরিজী তুলে দেওয়া, শিক্ষাক্ষেত্রে সিস্টেমেটিকালি নিজেদের লোক বসিয়ে যাওয়া, পুলিশ ইউনিয়ন তৈরী - এ সব হয়ত ভাল লাগবে না।
  • kallol | 119.226.79.139 | ১৪ নভেম্বর ২০১১ ১০:০১473238
  • অভিনয় নিয়ে আমার সাথে হয়তো অনেকের মিলবে না। তবু।
    নাসিরুদ্দিন শাহ, বহু বার বলেছেন শাম্মী কাপুর তাঁর প্রিয় অভিনেতা। কেননা অতি রদ্দি ফিল্মের অতি রদ্দি চরিত্রে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন। শাম্মী যে আসলে ওরকম পাগলা টাইপ ও আদ্যন্ত মেয়ে পটানো চরিত্র, লোকে তাই জানতো, যাকে বলে ইমেজ। ন্যাড়ার থিয়োরী যদি ধরি, তাহলে প্রশ্ন শাম্মী কি তার কম্ফোর্ট জোনে খেলতেন? অর্থাৎ অভিনয় নয়, ""বিহেভ"" করতেন?
    ওনার মারা যাবার পর যেসব তথ্য পাচ্ছি তাতে মানুষটি বেশ সিরিয়াস গোছের ছিলেন। ভারতের প্রথম ইন্টারনেট ব্যাবহারকারীদের একজন। তাই নাসিরের মতো অভিনেতা ওনাকে ঐ জায়গায় রেখেছেন।
    সুপ্রিয়া, সন্ধ্যাকে তাই আমি ভালো অভিনেতা বলে মানি। সাবিত্রী, মাধবী নিয়ে তো তক্কো নেই।
    আর এই অনুষ্ঠানে ওনাদের উপস্থিতির সাথে ওনাদের অভিনয় ক্ষমতার কি সম্পর্ক জানিনা। এতোদিন ধরে বাংলা সিনেমাকে ওঁরা অনেক কিছু দিয়েছেন। বাংলা সিনেমায় এঁরা প্রবাদের মতো। তাই সম্মান জানানো। মাধবী নেই কেন? আমারও প্রশ্ন। তবে ভুল-চুক তো হতেই পারে।
  • lcm | 69.236.161.19 | ১৪ নভেম্বর ২০১১ ১০:১৩473239
  • সত্যি, কি অবস্থা মাইরি! সিপিএম-এর ফিল্ম ফেস্টিভ্যাল ভার্সেস তৃণমূলের ফিল্ম ফেস্টিভ্যাল। কোন দিন শুনব সিপিএমের জিলিপি বনাম তৃণমূলের জিলিপি!
  • q | 121.241.218.132 | ১৪ নভেম্বর ২০১১ ১০:২৭473241
  • (১) সৌমিত্রকে নিয়ে ন্যাড়ার লেখাটা খুব ভালো লাগলো - সৌমিত্রকে একটু অন্যভাবে দেখলাম।
    (২) কিন্তু আসল তর্কের সাথে এর রিলেশন কি সেটা বুঝিনি। আশা করি এটা নিছক অ্যাকাডেমিক লেখা।
    (৩) সৌমিত্র যদি ফিল্ম ফেস্টের চেয়ারম্যান হয়ে থাকেন এবং তাঁকে না জানিয়ে বা কোনো আলোচনা ছাড়াই যদি সেখানে রঞ্জিত মল্লিককে বসিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে সেটা অসৌজন্য (ব্রতীনবাবু মানুন বা না মানুন ;-))।
    (৪) রঞ্জিত মল্লিক ব্যক্তিগত বন্ধু বলেই হয়তো কেডির আউটবার্স্টটা হয়েছে - যদিও সেটা ওভার রিয়্যাকশন মনে হল।
    (৫) এগুলো সবই ব্যক্তিগত মতামত। কারণ ফিল্ম ফেস্ট নিয়ে আমার আগ্রহ নেই।
    (৬) যদিও একটা প্রশ্ন ওঠা উচিত ছিলো - সরকার নাকি "ক্যাশ স্ট্র্যাপড" - সেখানে শারুখ খানকে পয়সা দিয়ে আনানোর যৌক্তিকতা কোথায়?
    (৭) শারুখ খানকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর বানানোর যৌক্তিকতাই বা কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন