এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | 208.240.243.170 | ১২ নভেম্বর ২০১১ ১৮:২১473176
  • বাই দি ওয়ে, এই গুরুতেই আপনি বলেছেন চল্লিশ বছর ধরে আমেরিকায় থাকেন/ছিলেন।
  • ppn | 112.133.206.22 | ১২ নভেম্বর ২০১১ ১৯:৩২473177
  • PM-এর 2:25-এর পোস্টটা ভাল্লাগলো।
  • ppn | 112.133.206.22 | ১২ নভেম্বর ২০১১ ১৯:৩৫473178
  • ডিডিদা :))))
  • kd | 59.93.255.8 | ১২ নভেম্বর ২০১১ ১৯:৪১473179
  • এলসিএম, রাগ-টাগ না করে একটু অ্যাকাডেমিক লেভেলে আলোচনা করতে পারি কি? জাস্ট তক্কের খাতিরে - সাইডলাইন হয়ে গেলেই পালাবো কিন্তু।

    actor's career is dead আর actor is dead - এর মধ্যে কি কোন তফাৎ নেই? মানে ওই career শব্দটি তাহ'লে সুপারফ্লুয়াস! আমি টিপিকাল বাংলা স্কুল-কলেজের মাল, টিভিও ছিলোনা - ইংরিজি তেমন শেখা হয়নি, তবুও এটা মানতে কেমন যেন অসোয়াস্তি হচ্ছে। একটি বাক্যের মধ্যে কোন এক্সক্লুশন বা ইনসার্শন করলে মানে এক থাকে কী? ওই মৃত/অর্ধমৃত শিল্পীদের লিস্টে যদি ধরো রবি ঘোষের নাম ইনসার্ট করতুম, তখন বাক্যটির মানে কি অত সহজে পাল্টে দেওয়া যেতো?

    আবার লিখছি - এটা শুধু তর্কের খাতিরে আর তোমায় চিনি বলে। তুমি এই লজিক যদি মেনে নাও ঠিক আছে, না মানলেও ঠিক আছে, তবে জানিও - এক্সপ্লানেশন না দিলেও ঠিক আছে। জানোই তো নেবু বেশী কচলালে তেঁতো হয়ে যায়। আর টায়ার্ডও হয়ে গেছি।
  • PT | 203.110.243.21 | ১২ নভেম্বর ২০১১ ২০:২১473180
  • @lcm
    দ্বিজেনকে ""মৃতপ্রায়"" বলিনি, ""প্রায় মৃত সঙ্গীত শিল্পী"" বলেছি (12:15 PM)। ৩-৪ দিন আগে দূরদর্শনের একটি প্রোগ্রামে প্রভাতী মুখোর সঙ্গে বিচারক হয়েছিলেন। প্রভাতীর গাওয়া একটি ভোজপুরী গানে উদ্বেলিত হয়ে তিনি যে গানটি গাইলেন সেটি শুনে ""মৃত শিল্পীর"" (নজরটান) উদ্দেশ্যে আমি অশ্রু বিসর্জন করেছি। কেননা আমার সংগ্রহে দ্বিজেনের গাওয়া আধুনিক গানগুলো অতি সযত্নে রাখা আছে।

    রঞ্জিত সহ অন্যান্যরা আরও বহু বছর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকুন এই কামনা করি।
  • pi | 72.83.90.203 | ১২ নভেম্বর ২০১১ ২০:৩৩473181
  • বয়সের কারণে এখন কেউ যদি আগের মত গাইতে না পারেন, ঠিকমত সুযোগের অভাবে বা অন্য কোন পরিস্থিতির চাপে সু-অভিনয়ের ছাপ দেখাতে না পারেন, তাহলেই কি শিল্পীসত্তাও মৃত হয়ে যায় ?
    অন্তত গানের ক্ষেত্রে তাহলে একটা বয়সের পরে সবাই মৃত বা অর্ধমৃত বা প্রায়মৃত শিল্পী, তাই নয় কি ? :) তাইতে আর দোষের কী হইলো ? :)
  • PT | 203.110.243.21 | ১২ নভেম্বর ২০১১ ২২:১৫473182
  • শিল্পীসত্তার মত জটিল কোন বিষয়ে আমি বক্তব্য রাখার চেষ্টাও করিনি। প্রথম পোস্টিংএ (11:37 AM) বলতে চেয়েছি যে শিল্পী হিসেবে যাঁদের performance কোন কালেই উল্লেখযোগ্য ছিল না বা তলানিতে এসে ঠেকেছে তারা কেন জানিনা মমতার চারপাশে ভীড় জমিয়েছেন - অথবা তাদেরকেই মমতা সামনে সাজিয়ে রেখেছেন তাঁর সংস্কৃতির ambassador হিসেবে। বিশেষত: KFFএর ব্যাপারে সৌমিত্র-মৃণালের শূন্যতা যদি রঞ্জিত-হরনাথকে দিয়ে পুরণ করতে হয় সেটা বাংলা সংস্কৃতির ক্ষেত্রে খুব শংকার বিষয়। এই শেষ বাক্যটি সম্পুর্ণ অরাজনৈতিক।

    একটা কথা নিমন্ত্রণপত্র পাঠানো প্রসঙ্গে। এইসব অনুষ্ঠানের ক্ষেত্রে নিমন্ত্রণপত্র পাঠানো-ই যথেষ্ট নয়। কোন ব্যস্ত মানুষের উপস্থিতি ""একান্ত কাম্য"" (নজরটান) হলে যথেষ্ট সময় হাতে রেখে সেইসব নিমন্ত্রণপত্র পাঠানোর নিয়ম। এটাই মৃণাল সেন জানিয়েছেন : Having been a member of the jury at festivals in Cannes and Berlin, I expected an invitation by now. The schedule, too, should have been ready। এই দেরীর কারণে দেবানন্দ এবং নাসিরুদ্দিন দুজনেই KFF-এ হাজির হতে পারেননি http://timesofindia.indiatimes.com/city/kolkata/Not-invited-yet-says-Dev-Anand/articleshow/10372559.cms
  • dukhe | 117.194.234.194 | ১২ নভেম্বর ২০১১ ২৩:২০473183
  • না:, কেউই বোঝেনি দেখছি । মৃত অভিনেতা মানে মৃত সৈনিকের ভূমিকায় সু-অভিনেতা । যেমন আমি । কিন্তু হায়, আমি দিদির ঝুলিতে নাই । লেফট আউট অফ ফিল্মোৎসব । আমি আর পাওলি দাম অন দ্য সেম বোট (নৌকোয় সৌমিত্র বা মৃণাল আছেন কি না - আই ডোন্ট কেয়ার) । ইয়া হু ।
    ইদিকে সুনীল এই বাজারে অনুষ্ঠানে হাজির । মৃত সাহিত্যিক কি সাধে বলি ?
  • pi | 72.83.90.203 | ১২ নভেম্বর ২০১১ ২৩:২৪473184
  • ঋদ্ধিমান কই ? :P
  • dukhe | 117.194.234.194 | ১২ নভেম্বর ২০১১ ২৩:২৭473186
  • নির্ঘাত নেতাজি ইন্ডোরে ।
  • pi | 72.83.90.203 | ১২ নভেম্বর ২০১১ ২৩:৩০473187
  • :))
    একটা রানিং কমেϾট্র পেলে ভাল হত। সুনীলের সাথে এক বোটে থাকতে পারা ও মোর ইম্পর্ট্যান্টলি পাওলির সাথে না থাকতে পারা নিয়ে দু'চারকথা শুনতে পেলে ভাল লাগতো।
  • dukhe | 117.194.234.194 | ১২ নভেম্বর ২০১১ ২৩:৩৬473188
  • আমি পাওলির দিকে আর দু-চার লাইন এগোলে পরকীয়াও হয়ে যাবে । ঋদ্ধির তখন ত্‌র্‌যহস্পর্শযোগ ।
  • Bratin | 117.194.97.128 | ১২ নভেম্বর ২০১১ ২৩:৫৪473189
  • PT দা যদি জীবিত শিল্পী দের একট তালিকা দিয়ে দিতেন তাহলে আলোচনা র সুবিধে হত। আমি শুরু করে দি:

    ১। সৌমিত্র
    ২।?
    ৩।?
    ......

    আরেক টা প্রশ্ন ? PT দার পছন্দ না হলে কি তাকে অর্ধমৃত ব মৃত র ছাপ মেরে দিতে হবে। সাবিত্রী,সুপ্রিয়া অনেক অসাধারন অভিনয় আমরা দেখেছি। PT দাও নিশ্চয়ই দেখেছেন। সেক্ষেত্রে কি মমতার সঙ্গে ঘনিষ্ঠতার কারনেই ওনাদের আজ এই হাল?
    :-))
  • Suvajit | 59.177.201.198 | ১৩ নভেম্বর ২০১১ ০১:১০473190
  • PT দাদা এমন সব কথা বলেন বিমানবাবুর মত, নিজের কথার প্যাঁচে নিজেই পড়ে যাবেন।
    মৃনাল সেন শেষ সিনেমা করেছিলেন যতদুর মনে হয় ২০০২-তে আমার ভূবন। তারপর গত ৯ বছরে কোনো সিনেমা বানাননি। শেষ তথ্য অনুযায়ী ওনার শরীরও ভালো যাচ্ছে না।
    সৌমিত্র চট্টো গতবছর অবধি সিনেমায় অভিনয় করেছেন। এবছর বোধহয় কিং লিয়র ছাড়া মঞ্চে ওনাকে দেখা যায় নি। শরীর তো খুবই খারাপ, প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা হচ্ছে।
    এই দুজনেরো তাহলে মৃত বা অর্ধমৃত শিল্পীর তালিকায় নাম থাকা উচিৎ।

    আপনি প্রশ্ন করছেন মমতার ঝুলিতে রঞ্জিত, সন্ধ্যা, সাবিত্রীর মত মৃত বা অর্ধমৃত নায়ক নায়িকা রয়েছে। এই মৃত/অর্ধমৃত নায়ক নায়িকারা এদ্দিন বুদ্ধবাবুর (বা তার আগের) আমলে সামনে আসতে পারেননি কেন? তা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন? নাকি তখন আপনার ফিলগুড পিরিয়ড চলছিল। আর এখন শুরু হয়েছে কাঁদুনি।
    "Leftists are poor losers" কথাটা আপনার লেখা পড়লে সত্যি মনে হয়।
  • ppn | 112.133.206.22 | ১৩ নভেম্বর ২০১১ ০১:৪৪473191
  • পিটিবাবুকে একটা কথাই বলার আছে, রঞ্জিত মল্লিক হোন বা বাদশা মৈত্র, ডান বা বাম কোন 'পন্থী' শিল্পীই রাজ অনুগ্রহের ছাতার তলায় থাকলে সেটা বাংলার সংস্কৃতির কাছে খুব সুখকর সংকেত নয়।

    এ নিয়ে আগের জমানা আর পরের জমানার মধ্যে গুণগত ফারাক করা তাই আমার কাছে নিরর্থক। করলেও ওই চালুনি আর ছুঁচের মত হয়ে দাঁড়ায় শেষপর্যন্ত।
  • lcm | 69.236.160.8 | ১৩ নভেম্বর ২০১১ ০২:১৩473192
  • কাবলিদা,
    ঠিক বলেছেন, কোনো বিশেষ শব্দের অনুপস্থিতিতে বা উপস্থিতিতে পুরো কথাটার মানে বদলে যেতে পারে। ভাষার এই কনফিউশন তো চিরকালই ছিল/থাকবে....

    কিন্তু আমার প্রশ্ন অন্য - রঞ্জিৎ মল্লিক বা হরনাথ চক্রবর্তী প্রেসিডেন্ট হলে, বা , শাহরুখ খান উদ্বোধন করলে প্রবলেমটা ঠিক কোথায়? এদের বদলে সৌমিত্র/মৃণাল প্রিসাইড করলে অ্যাডভানটেজই বা কী?
    মমতার মঞ্চে দ্বিজেন উঠলেই বা প্রবলেম কোথায়, নন্দীগ্রামের পর সুনীল বুদ্ধবাবুকে নিয়ে লম্বা সার্টিফিকেট দিলেই বা প্রবলেম কী?

    একটাই প্রবলেম দেখতে পাচ্ছি - এসব না হলে আমরা কি করে টাইম পাস করব? গুরুর টই-এর সংখ্যা বাড়বে কি করে? মিডিয়ারই বা চলবে কি করে?
  • SC | 67.165.98.227 | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৫৪473193
  • সৌমিত্র-মৃণালের অনুপস্থিতি হরনাথ-রঞ্জিৎ কে দিয়ে পূরণ করার ব্যাপারটা বুঝলাম না।
    প্রথমত সৌমিত্র বাবু ভারতীয় ছবিকে যে উচ্চতায় নিয়ে গেছেন, রঞ্জিৎ তার সামনে নস্যি। এই অবধি আমি এগ্রি করছি।
    মৃণালের সাথে হরনাথের খুব বেশী পার্থক্য পাই না। দুজনেই আদ্যান্তভাবে মিডিওকার, মৃণাল হলো কালচার কাকুর হরনাথ, এর বেশী কিছুই নয়। দুজনেই একটা টার্গেট অডিএন্সের জন্য কিছু মধ্যমানের ছবি বানিয়েছেন, এই অবধি।

    কিন্তু সেসব শিল্প সমালোচনার ব্যাপার। সে তো অন্য প্রশ্ন। কিন্তু সরকার কেন খামোকা বাংলার শিল্প সংস্কৃতির অভিভাবক হতে যাবে, কে ভালো ছবি করে, কে খারাপ, কোনটা সংস্কৃতি কোনটা নয়, এসব নিয়ে মাথা ঘামাবে এটাও আমি বুঝি না। মমতার পাশে কে দাঁড়াচ্ছে, বা বুদ্ধর পাশে কে দাঁড়াতো, এগুলো যদি শিল্পের মাপকাঠি হয়, তাহলে ঘোর কলি।

    আরেকটা ব্যাপার,করদাতাদের পয়সায় কেন আঁতেল ছবির উৎসব করবে শহর কলকাতায়, আমার বোধগম্য হয়ে না। সরকারী পয়সায় উৎসব হলে সেটা কলকাতাতে না হয়ে মেদিনীপুরেও হতে পারে, বা হওয়া উচিৎ। শুধু তাই নয়, কি সিনেমা সেখানকার মানুষ দেখতে ইচ্ছুক, সেটাও জানা দরকার। বোদ্ধাদের ছবি দেখাবার দায়িত্ব কি সরকারের? তাহলে তো ক বছর বাদে সরকারী পয়সায় ফরাসী মদের উৎসব করা যায় বোদ্ধাদের জন্য।
  • kallol | 115.242.198.151 | ১৩ নভেম্বর ২০১১ ০৭:১৫473194
  • http://www.anandabazar.com/13binodan1.html
    সৌমিত্র থাকছেন। তাহলে উনি তৃমূ। শতাব্দী-তাপস থাকেন নি তাহলে ওরা বাম। এইসব বাচ্চামো থেকে একটু উপরে ওঠা যায় কি?
    সাবিত্রী, মাধবী, সুপ্রিয়া, সন্ধ্যা এঁরা যে মাপের অভিনেতা, তাতে এঁদের মৃতপ্রায় বলাটা হাস্যকর রকমের বাচ্চামো।
    সব সরকারই তো করদাতাদের পয়সায় বার্লিন, রোম, প্যারিস, লন্ডনের মতো শহরেই ফিল্মোৎসব করে। আজ পর্যন্ত কোন সরকারই তো গ্রামে গিয়ে এসব করেনি।

    বিমান আবার মমতার হাঁটা নিয়ে কি সব বলেছেন। এবার আবার এর আড়ালে কোন বিষয় চাপা পড়লো কে জানে।
  • aka | 75.76.118.96 | ১৩ নভেম্বর ২০১১ ০৭:২৯473195
  • অন্য অনেক কিছুর মতন বাঙালীর রাজনৈতিক সচেতনাতাও ১৫০ শতাংশ মৃত। আপাতত এই হল আমার কনক্লুশন।

    আর দ্বিতীয়ত, সৌমিত্রর ঐ বাজে মুখভঙ্গীর জন্য (ম্যানারিজম) আমার মাঝে মাঝেই এত বিরক্ত লাগে কি বলব।

    তিতীয়ত, পিটির কথাটা বামপন্থী রাজনীতির সাথে মেলে। ভারতের কমিউনিস্ট মুভমেন্টের অন্যতম লক্ষ্য ছিল সর্বস্তরের সমস্ত ইন্টেলেকচুয়ালদের এক ছাতার তলায় আনা। সেদিক দিয়ে দেখলে পিটি যা বলেছেন তা ভারতীয় মূলধারার কমিউনিস্ট মুভমেন্টের সাথে খাপে খাপ পঞ্চার বাপ। শুধু মধ্যে কয়েক যুগ পেরিয়ে গেছে, তা থেকে না বামপন্থী আন্দোলন, না তার সমর্থকরা কিছু শিখেছে।
  • Bratin | 117.194.96.75 | ১৩ নভেম্বর ২০১১ ০৯:২৭473197
  • যা কল্লোল দা আগেই দিয়ে দিয়েছে। আমি এই লিঙ্ক টাই দিতে চাই ছিলাম।

    ১। 'তথাকথিত বুদ্ধিজীবি নন ' মমতা আমরা - ওরা কে এক করা কে সংস্কৃতির উর্ধে বুদ্ধ বাবু কে ডাকলেন চলচিত্র উৎসবে, যেহেতু উনি আমাদের সাহিত্য সংস্কৃতি র 'ধারক এবং বাহক'। একে কি সৌজন্য বলা যেতে পারে PT দা? আর বুদ্ধ বাবুর 'কাজ ' থাকায় না যাওয়াকে কি বলা যেতে পারে?

    ২। সৌমিত্র আর রঞ্জিত মল্লিক সাথে কোন তুলনা হয় না। সৌমিত্র অনেক বড় অভিনেতা প্রশ্নাতীত ভাবে।

    ৩। মৃণাল সেন আর হরনাথ চক্রবর্তী র জাস্ট তুলনায় হয় না
    :-))

    PT দা, মমতা র ব্যর্থতার নতুন লিঙ্ক চাই :))
  • aka | 75.76.118.96 | ১৩ নভেম্বর ২০১১ ০৯:২৮473198
  • ব্রতীন প্রমাণ করে দেখাও সৌমিত্র রঞ্জিত মল্লিকের থেকে বড় অভিনেতা। সিরিয়াসলি।
  • Bratin | 117.194.96.75 | ১৩ নভেম্বর ২০১১ ০৯:৪১473199
  • এটও প্রমান করতে হবে?

    ১। 'ঝিন্দের বন্দী' তে উদ্ধত ময়ূরবাহন
    ২।'আতঙ্ক' তে ' অসহায় 'মাস্টারমশাই'
    ৩।'সোনার কেল্লা' য় 'ফেলুদা'
    ৪। অগ্রদানী' গল্পে নিজের ছেলের পিন্ড খেতে বাধ্য অসহায় 'অগ্রদানী'
    ৫। 'সাত পাকে বাঁধা ' তে সুচিত্রা র অসাধারন অভিনয়ের সঙ্গে তাল মিলিয়ে অসাধরন অভিনয়। রাষ্ট্রীয় পুরস্কার তে সন্মানিত।

    আরে অনেক আছে। অনেক। এইরকম যেকোন একটা চরিত্রে রঞ্জিত অভিনয় করে দেখাক। আমি মেনে নেব।

    আমি কি সিপিএম যে কারোর মাহত্ম্য স্বীকার করার আগে তার রং দেখবো? :-))
  • rimi | 75.76.118.96 | ১৩ নভেম্বর ২০১১ ০৯:৪৬473200
  • ইসস রঞ্জিত মল্লিক!!! ব্রতীন এই নিয়ে লিখে আর বাইট নষ্ট করো না। রঞ্জিত মল্লিক অভিনয়ের zআনেটা কি?
    আর অভিনয়ের কথা বাদই দাও, শুধু চেহারা আর ব্যক্তিত্বের দিক দিয়েও ... কিসে আর কিসে? :-))))

  • PM | 86.96.228.84 | ১৩ নভেম্বর ২০১১ ১০:৩০473201
  • আকা, এটা নিয়ে আর এগোলে মনে হবে বিপ্লব পাল "আকা" ছদ্মনামে লিখছে :)
  • Bratin | 117.194.96.75 | ১৩ নভেম্বর ২০১১ ১০:৩৭473202
  • এই টা PM জাস্ট যাতা দিল :-))
  • dukhe | 117.194.244.254 | ১৩ নভেম্বর ২০১১ ১১:৩০473203
  • এই বাজারে জানিয়ে যাই - কিং লিয়র দেখে বড় হতাশ হলাম ।
    ওদিকে বহুরূপীর তারাপদ মুখোপাধ্যায় (কিনু কাহার) কবে জানি মারা গেছেন । কোথাও একটা লাইনও নেই ।

    ডি: - কিং লিয়র সম্পর্কে আমার মন্তব্যে সৌমিত্রের অভিনয়ক্ষমতা বিষয়ে কোন ইঙ্গিত খুঁজবেন না আবার ।
  • PT | 203.110.246.22 | ১৩ নভেম্বর ২০১১ ১২:১৯473204
  • @Kallol
    আপনি সিরিয়াস আলোচনা পছন্দ করেন তাই আপনাকে প্রশ্ন করছি:

    ১/ ঋত্বিকের পরিচালনার বাইরে সুপ্রিয়ার অতি উচ্চমানের অভিনয়ের ছাপ রাখা কয়েকটি ছবির নাম করুন। বিশেষত: যে ছবিতে উত্তমকুমার অনুপস্থিত।

    ২/ তরুণ মজুমদার পরিচালনা করেননি কিন্তু সন্ধ্যা রায় অতি উচ্চ মানের অভিনয়ে ছবি টেনেছেন এইরকম কয়েকটি ছবির নাম করুন। সম্ভবত: তরুণ মজুমদার সন্ধ্যাকে দিয়ে অভিনয় বন্ধ করানোর পর থেকে সন্ধ্যার অভিনয়ের কেরিয়ারও নোজ ডাইভ দিয়েছে।

    ৩/ মাধবীর প্রসঙ্গে আমি কিছুই বলিনি আর সাবিত্রীর প্রসঙ্গেও খারাপ কিছু বলিনি। সাবিত্রীর দুর্ভাগ্য যে তাঁর সময়ের বিশ্ববরেণ্য পরিচালকেরা তাঁর অভিনয়-ক্ষমতাকে ব্যবহার করেননি। শুনেছি তিনি মঞ্চেও বেশকিছু উচ্চমানের কাজ করেছেন। এমন হতেও পারে যে তিনি সিনেমার নন মঞ্চের পক্ষে বেশী উপযুক্ত ছিলেন।

    তবে কমার্শিয়াল ছবির ক্ষেত্রে সুচিত্রাকে মাপকাঠি ধরলে, সুপ্রিয়া-সাবিত্রী-সন্ধ্যার ছবি দেখার জন্য দর্শক একই ভাবে ভীড় জমিয়েছে এমনটি আমার মনে পড়ে না।

    @Bratin
    আমি KFF-এর প্রসঙ্গে মমতার ব্যর্থতার আলোচনা করতে চাইনি। KFF-যে খুব ভালভাবে organise করা হয়নি সেটা TOI-ও বলেছে। আশা করি তারা আলিমুদ্দিনের চামচা সেটা তুমি বলবে না। আর মমতার ব্যর্থতা মাপার সময় এখনো আসেনি। তবে কেউই কি কিছু বলছে না? পড়ে দেখো: http://in.news.yahoo.com/populism-mamatas-achilles-heel-083254914.html

    @Suvajit
    আমাকে অনেক কিছুই বললেন কিন্তু একটা সহজ প্রশ্নের উত্তর দিলেন না: performance তলানিতে এসে ঠেকা শিল্পীরা মমতার পাশে ভীড় জমিয়েছেন কেন? শুধু যে কজনের নাম করেছি তারাই নন, লিস্টে অনুপ ঘোষাল, অমলাশঙ্কর, চিরঞ্জীত, দ্বিজেন সবাইকে ধরবেন। এই তালিকায় শাঁওলীকেও ধরা যায় বোধহয়: গত ৫ বছরে তাঁরও কোন উল্লেখযোগ্য নাট্যকর্ম দেখেছি বলে মনে করতে পারছি না। ও আর সেই হারাধণ বন্দ্যোপাধ্যায়, যিনি ছবি বিশ্বাস/পাহাড়ী সান্যাল/ তুলসী লাহিড়ি কিছুই নন, কিন্তু এই সুযোগে তিনিও ""বঙ্গবিভুষণ"" হয়ে গেলেন!!
  • dukhe | 117.194.231.247 | ১৩ নভেম্বর ২০১১ ১২:৩১473205
  • PT, ২-এ গঙ্গা ধরবেন ? নাকি রাজেন তরফদারের পরিচালনাও বাদ যাবে ?
  • dukhe | 117.194.231.247 | ১৩ নভেম্বর ২০১১ ১২:৩৯473206
  • ১ প্রসঙ্গে - সত্যজিৎ, তপন সিংহ, তরুণ মজুমদারের পরিচালনা বাদ দিলে সৌমিত্রের কটা মারকাটারি ছবি পাবেন ?

    আর দেব, যিশু বা কোয়েলকেও কি পারফরম্যান্স তলানো শিল্পী ধরা হবে ? ওনারাও হাজির ছিলেন দেখলাম যে ।
    শাহরুখকেই বা কোন লিস্টিতে ফেলা হবে ?
  • PT | 203.110.246.22 | ১৩ নভেম্বর ২০১১ ১৩:০৭473208
  • @dukhe
    ১/ শুধু গঙ্গা কেন , সবই ধরব।
    ২/ আগে নায়িকাদের সেরে নি, তারপর নাহয় নায়কদের ধরব। জানি সৌমিত্র আপনার খুব পছন্দের শিল্পী নন।
    ৩/ যীশু আর কোয়েলকে আরও কয়েক বছর দেখি - তারপরে নাহয় মন্তব্য করব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন