এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.85 | ১৪ নভেম্বর ২০১১ ১০:৩৪473242
  • lcm ও যেমন ! সিপিয়েমের জিলিপি বনাম তিনোমুলের জিলিপি তো হতেই পারে। তিনোমুলের জিলিপি কি লাল হবে নাকি ?
  • Abhyu | 97.81.90.104 | ১৪ নভেম্বর ২০১১ ১০:৩৬473243
  • তা ঠিক। সেদিন প্যাটেল ব্রাদার্স থেকে জিলিপি কিনলাম। দুরকমের ছিলো। লাল আর হলুদ (সবুজ না) - বলল একই জিনিস - শুধু রঙের তফাৎ। তা এখানেও অনেক ক্ষেত্রেই সেই একই জিনিস দেখি -
  • Bratin | 122.248.183.1 | ১৪ নভেম্বর ২০১১ ১০:৫৯473244
  • হায় হায় কি দিনকাল এলো। অভ্যু রাজনৈতিক টই এ :-)))
  • dukhe | 122.160.114.85 | ১৪ নভেম্বর ২০১১ ১১:০৩473245
  • কতদিন আগেই তো সবুজ মানুষের গল্প লেখা হয়েছিল । অভ্যু, পড় নাই ?
  • Abhyu | 97.81.90.104 | ১৪ নভেম্বর ২০১১ ১১:০৯473246
  • পড়ি নি, নাটক শুনেছিলাম - আকাশবাণীতে, রাত দশটার সময় - তায় লোডশেডিং চলছিল (তখন হ্যারিকেন ভরসা) খুব ভয় পেয়েছিলাম মনে আছে। অত রাতে নাটক শোনার জন্যে দাদা আমাকে জোর করে জাগিয়ে রেখেছিল এটাও মনে আছে।
  • dukhe | 122.160.114.85 | ১৪ নভেম্বর ২০১১ ১১:১৫473247
  • হ্যাঁ, আমিও শুনেছিলাম । আ: - সেইসব নাটক । বেস্পতিবার রাত দশটায় । কিংবা শুক্রবার রাত আটটায় । শনি-রবি দুপুরে । কলকাতা ক ।
  • lcm | 69.236.161.19 | ১৪ নভেম্বর ২০১১ ১১:২০473248
  • ন্যাড়া কিন্তু এই ডামাডোলের টই তে সৌমিত্র অ্যানালিসিস হেব্বি নামিয়েছে।

    আর মিডিয়াও হয়েছে তেমন- সিনেমার গপ্পো নেই। শুধু কে কাকে কবে নেমতন্ন করেছিল, কার রাগ হয়েছে, কে কব্জি ডুবিয়ে খাচ্ছে - যত্তো সব। ফেস্টিভ্যাল গুলোকে বিয়েবাড়ি করে দিল।
  • Abhyu | 97.81.90.104 | ১৪ নভেম্বর ২০১১ ১১:২১473249
  • আর ছিল বিবিধ ভারতী। ছিল বোরোলীনের সংসার।
  • Bratin | 122.248.183.1 | ১৪ নভেম্বর ২০১১ ১১:৩৩473250
  • বোধহয় সবাই জানেন । তবুও:

    ১।গুজরাত নামে একটি রাজ্য আছে। তার ব্রান্ড আম্বাস্যাডার অমিতাভ বচ্চন

    ২। কলকাতা নামে একট রাজ্য আছে। তাদের একট IPL টিম আছে। তার মালিকের নাম শাহরুখ খান।
  • Bratin | 122.248.183.1 | ১৪ নভেম্বর ২০১১ ১১:৩৫473252
  • প্রতি বছর সুনীলের নীল মানুষের গল্পো বেরতো শুকতরা বা অন্য ছোটদের শারদীয়া তে । পড়ো নি?
  • Bratin | 122.248.183.1 | ১৪ নভেম্বর ২০১১ ১১:৩৬473253
  • আরেক জন নায়িকার ছটা আঙুল ছেল। কিন্তু কোন দিন নাকি দেখা যায় নি।
  • q | 121.241.218.132 | ১৪ নভেম্বর ২০১১ ১১:৩৮473254
  • এই যুক্তি! কি দারুণ, রাদার, নিদারুণ!

    ;-)
  • lcm | 69.236.161.19 | ১৪ নভেম্বর ২০১১ ১২:০২473255
  • সেরেছে, এই ব্র্যান্ড অ্যামব্যাসাডার বস্তুটি কি?
    হিন্দুস্তান মোটরের অ্যাড করবে নাকি শাহরুখ।
  • Shibanshu | 59.90.221.5 | ১৪ নভেম্বর ২০১১ ১২:০৫473256
  • সৌমিত্রকে নিয়ে ন্যাড়ার মূল্যায়ণ ভালো লাগলো। আমিও অনেকটা এরকমই ভাবি বলে বোধহয়। সেই ক্ষুধিত পাষাণ, ঝিন্দের বন্দী থেকে সৌমিত্রকে বাংলা ছবিতে উত্তমের বিপরীতে আরেকজন সমান্তরাল নায়ক হিসেবে ভিন্ন ভার্টিক্যালে স্থাপিত করার ব্যবসায়িক প্রয়াস চলে এসেছে। ব্যবসা চেয়েছে সৌমিত্র মূলত নায়ক হিসেবে গ্রূমড হন আর সৌমিত্র চিরকাল দোলাচলে থেকেছেন মানিকদার পুলু হবেন, না নিজেকে উত্তমের মতো আদ্যন্ত নায়ক করে তুলবেন, যেটা তাঁর স্বভাব বিরুদ্ধ। বড়ো মাপের অভিনেতা হওয়া সঙ্কেÄও উত্তম ও সৌমিত্র, বাংলা ছবির শাশ্বত দুটি নাম, খুব বিশ্বস্তভাবে বিবিধ চরিত্র অভিনয় করার প্রয়াস করলেও, কখনো না কখনো তাঁদের দক্ষিণ কলকাতার নাগরিক চরিত্র, পর্দার চরিত্রায়ণকে আচ্ছন্ন করে ফেলেছে। বস্তুত রবি ঘোষ বা উৎপল দত্তের সঙ্গে তুলনা কীভাবে আসছে বুঝলুম না। 'নায়ক' ছবির সেই বিখ্যাত সংলাপ মনে পড়ে যায়, ' আমি বলবো তেল, তুমি বলবে জল....' ইত্যাদি।

    নাট্যাভিনয়ে সৌমিত্র, বলরাজ সাহনিকে তাঁর দেখা শ্রেষ্ঠ অভিনেতা বলছেন। এর থেকে 'অভিনয়' বিষয়ে তাঁর ধারণার একটা মডেল আমরা পেয়ে যাই। উত্তম কখনও এ বিষয়ে কিছু বলেছেন কি না জানিনা, তবে কল্পনা করা যায় যে তাঁর স্বপ্নের অভিনেতা হয়তো হতেন, এরল ফ্লিন বা ক্লার্ক গেবল। তাতে কি উত্তম 'ছোটো' যান? এতো সেই 'সুকান্ত বেঁচে থাকলে দাদুর কান মুলে দিতো' গোছের যুক্তি হয়ে যায়।

    একজন শিল্পীর রাজনীতি বিষয়ে স্পষ্ট ব্যক্তি অবস্থান তাঁর সৃজনশীল অভিব্যক্তিকে প্রভাবিত করবে তা স্বীকৃত সত্য। তৃণমূলী জিলিপি বনাম সিপিয়েম সিঙ্গাড়া, বাংলার অনেক দুর্ভাগ্যের মধ্যে এটাও আজ বেশ প্রকট লক্ষণ।
  • PM | 86.96.228.84 | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৭473257
  • নেড়া-বাবু, আপনার সৌমিত্র সংক্রান্ত বক্তব্যের সাথে অনেকটা একমত হোয়েও কিছুটা দ্বিমত।

    আপনি বাঙালী মধ্যবিত্ত-কে একটা মোনোক্রোমটিক কালার ব্যান্ড হিসেবে ধরেছেন। কিন্তু মধ্যবিত্ত অনুভুতি, behaviour-ও একমাত্রিক নয়..... তাতে-ও VIBGYOR পাওয়া যাবে। একজন মধ্যবিত্ত সমাজ থেকে উঠে আসা অভিনেতা সবরকম মধ্যবিত্ত-সুলভ অনুভুতি পর্দায় ফুটিয়ে তুলতে পারেন মানে এই নয় যে তিনি সব ক্ষেত্রে behave করেছেন। বহু মধ্যবিত্ত অনুভুতি যা তিনি অভিনয়-এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তা হয়তো ব্যক্তিগত জিবনে জানতেন-ই না। উদহরন : আতংকের মস্টারমশাইয়ের চরিত্র। দিবারাত্র ঐরকম হুমকির মাঝে মানুষ কিভাবে behave করে তা কি সৌমিত্র ব্যক্তিগত জীবনে আনুভব করেছেন কখোনো?

    আর একটা কথা... নেড়া-বাবুর থিওরি অনুযায়ী নিজের সামাজিক অবস্থানের বাইরের চরিত্র ফুটিয়ে তুলতে পারলে তবেই "মহান" অভিনেতা। এই থিওরিতে ফেল্লে-

    ১। হিন্দি ছবি-র প্রান মহান অভিনেতা। উনি ব্যক্তিগত জীবনে ভীষন ভদ্রলোক ছিলেন কিন্তু পর্দায় দুর্ধশ্য বদমাইশ।
    ২। কেষ্ট মুখার্জী আর জনি ওয়াকার মহান অভিনেতা। দুজনের কেউ-ই মদ খেতেন না কিন্তু পর্দায় অসাধারন মাতলমি করতেন
    ৩। শিশির ভদুড়ী মহান নন কারন মুলত শাহজাহান টাইপ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতেন, কখোনো রিক্সাওয়ালা-র চরিত্র করেন নি।
    ৪। Sir Laurence Olivier মহান নয় কারন উনি শুধু সেকি্‌স্‌পয়ার-এর নাটক-এর জন্য-ই বিখ্যাত, taxi driver-এর চরিত্র করেননি কখনো
  • PT | 203.110.246.22 | ১৪ নভেম্বর ২০১১ ১৩:০৫473258
  • @Subhajit
    সৌমিত্র কার সঙ্গে মুর্গী খেলেন তাই নিয়ে আমার কোন উৎসাহ নেই। আর সৌমিত্রের অভিনয় আমার ""অসাধারণ"" লাগে এমন কোন দাবীও আমি করিনি। সৌমিত্রর অভিনয় উচ্চ না মধ্যমানের তা নিয়ে খুব জোরালো মন্তব্য করার যোগ্যতাও আমার আছে বলে মনে করিনা।

    গুরুতে কিং লিয়ার ও রাজনীতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে -আমার TOI-এর লিংকও সেই কারণে দেওয়া। পোস্টিং-এ সৌমিত্রর প্রসঙ্গে এসেছিল নির্দেশক সুমনের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনিই সৌমিত্রর অপসারণ প্রসঙ্গে unethical শব্দের প্রয়োগ করেছিলেন।

    তবে একথা নিশ্চিত করে বলা যায় যে সৌমিত্র বিগত সরকারের সঙ্গে নৈকট্যের কালেও অত্যন্ত ব্যস্ত শিল্পী ছিলেন-তাঁর অতীত ভাঙ্গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে ভীড় জমান নি। একথা সুনীল গাঙ্গুলীর ক্ষেত্রেও প্রযোজ্য।

    বর্তমানের মুখ্যমন্ত্রীর পাশে ভীড় জমানো সংখ্যাগরিষ্ঠ শিল্পীদের সম্পর্কে আমার এটাই অভিযোগ। তবে ফারাকও তো আছে: এইসব "তৃণমূলী" শিল্পীদের সঙ্গে "তৃণমূলী" কবীর সুমনের তফাৎ ঐখানেই যে performing artist-দের সরকারী বদান্যতার প্রয়োজন হয়না।

    গত এক বছরে যেভাবে শিল্পী-অভিনেতাদের নিজেদের বিক্রী করতে দেখেছি এঁটো-কাঁটা কমিটির (ঋণ: অরুণাভ ঘোষ) সদস্যপদের লোভে, আশা করি - হ্যাঁ শুধু আশাই করতে পারি- যে সৌমিত্র সেই রাস্তায় হাঁটবেন না।
  • kallol | 119.226.79.139 | ১৪ নভেম্বর ২০১১ ১৫:৪২473259
  • সৌমিত্রর বয়স হয়েছে। তার ওপর ক্যানসারে ভুগছেন। ওনার সাথে সম্মানজনক ব্যাবহার করা হোক তাই চাইব। উত্তম কুমারের সাথে যে নামটি উচ্চারিত হয় তা সৌমিত্রর। উত্তমের মতো উনিও বাংলা সিনেমার আইকন।

    প্রাণ ভালো অভিনেতা সেটা নানান ফিল্মে প্রমাণিত। আমজাদের মতো হঠকে ভিলেন ওঁর সময় কেউ ভাবে নি। কোল্ড সোয়েট ঝেপে একটা সিনেমা হয়েছিলো। অমিতাভ ছিলো। নামটা ভুলে গেছি। তাতে দারুণ অভিনয় করেছিলেন। অন্য কোন একটা ফিল্মে, সম্ভবত: ভিক্টোরিয়া নম্বর ২০৩ এ উনি আর অশোক কুমার কমেডিতে ফাটিয়ে দিয়েছিলেন।
    কেষ্টো মুখার্জি আর জনি ওয়াকর ভালো অভিনেতা ছিলেন। আনন্দ-এ জনি ওয়াকরের অভিনয় ফাটাফাটি। এঁরা টাইপ্‌ড হয়ে গিয়েছিলেন তাই ওঁদের অভিনয় ভাঁড়ামীতে চাপা পড়ে গেছে। অভিনেতা হিসাবে যেমন রবি ঘোষ আসাধারণ। ভানু, জহর তেমন চরিত্র পেলেন না, তাই ওঁরাও ""কমেডীয়ান""ই রয়ে গেলেন, যেটা উৎপল দত্তের ক্ষেত্রে ঘটে নি।
    শিশির ভাদুরী, লরেন্স অলিভিয়রএর অভিনয় নিয়ে এখন কিছু বলার মানে হয় না। ওঁদের সময়কার অভিনয়ের ধারা একদমই অন্য রকম ছিলো।
  • Update | 122.248.183.1 | ১৪ নভেম্বর ২০১১ ১৮:২২473260
  • Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.85Date:14Nov2011 -- 05:11PM

    শিশির ভাদুড়ীর অভিনয় নিয়ে শম্ভু মিত্র লিখে গেছেন । ওনার অনেক দক্ষতার মধ্যে একটা হল - চরিত্রে আদিমতা থাকলে সেটা খুব ভালোভাবে ফোটাতে পারতেন । কোন নাটকে খেয়াল নেই - ৫০-৫২ বছরের শিশির ভাদুড়ী ভীল সর্দারের ভূমিকায় দু পায়ে মল পরে ক্রোধে মঞ্চে লাফাতেন । অভিনয় তো না দেখলে ঠিক বোঝা যায় না, এইসব লেখায় যেটুকু ধরা থাকে ।
    শুভেন্দু একটা সাক্ষাৎকারে বলেছিলেন - ১৬-১৭ বছর বয়সে শিশিরবাবুর আলমগীর দেখে উনি অভিভূত হয়ে গেসলেন, একটা যেন ঘোরের মধ্যে তিন-চারদিন, তখনই সিদ্ধান্ত নেন অভিনয়টাই করতে হবে ।
  • Update | 122.177.237.71 | ১৪ নভেম্বর ২০১১ ১৯:৩৩473261
  • Name:PT

    IPAddress:203.110.246.22Date:14Nov2011 -- 06:59PM

    সৌমিত্রর কোন লেখা পড়েছি শিশির ভাদুড়ি সম্পর্কে - সেটা আরো জীবন্ত - কেননা সৌমিত্র শিশির ভাদুড়ির কাছে অভিনয় শিখেছেন আর সঙ্গে অভিনয়ও করেছেন। শিশিরবাবুর সান্নিধ্যে আসার করণেই কি সৌমিত্র গ্রুপ থিয়েটারের দল তৈরি করেননি?

    আর একটা ইনফো, একটু অপ্রাসঙ্গিক - আমার অন্তত: জানা ছিলনা। ১৯৭০ আর ১৯৭২-এ পদ্মশ্রী প্রত্যাখ্যান করেন। ২০০৪-এ অবশ্য পদ্মভুষণ গ্রহণ করেন।
  • গান্ধী | 213.110.243.21 | ০৭ জুন ২০১২ ১২:৫০473264
  • সত্যি-মিথ্যে জানিনা তবে একজন জানালো ২৪ ঘন্টায় দেখাচ্ছে যে

    পুরুলিয়া-ঝাড়গ্রামে তৃনমুল থেকে লিফলেট বিলি হচ্ছে যে টিমসি কর্মী হবে এই মুচলেকা দিলে যারা মাওবাদী বলে জেলে আছে তাদের মুক্তি দেওয়া হবে।।
  • bb | 24.99.41.180 | ০৯ জুন ২০১২ ১১:২৬473268
  • এই ভাবেই ফ্যাসিবাদী শক্তি বিরোধীদের কন্ঠরোধের চেষ্টা করে চিরকাল।
  • bb | 24.99.41.180 | ০৯ জুন ২০১২ ১১:২৮473269
  • ব্রাত্য নিজে য্খন সিটি কলেজের শিক্ষকতা করতে করতে নন্দীগ্রামের ব্যাপারে চ্যানেলে চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলেন তখন কার অনুমতি যে নিয়েছিলেন??
  • cb | 126.89.121.11 | ০৯ জুন ২০১২ ১৫:২০473270
  • বিবি, চুপ চুপ
  • b | 126.202.208.5 | ১০ জুন ২০১২ ০৯:২০473271
  • bb
    সিটি কলেজ গভর্নমেন্ট কলেজ নয়, তাই ব্রাত্য-ও সরকারী চাকুরে নন। এই টেকনিক্যাল ইসু টা রয়ে যায়।

    দার্জিলিং, কুচবিহার, কৃষ্ণনগর, টাকি, সল্টলেক, প্রেসিডেন্সি (ভূতপুর্ব), জলপাইগুড়ি ইন্জ্নিয়ারিং কলেজ, মৌলানা, ব্রেবোর্ন, হুগলী মহসীন, চন্দননগর, হলদিয়া, ঝাড়্গ্রাম ও দুর্গাপুরঃ এগুলি সরকারী কলেজ। বাকিগুলি গভর্ণমেন্ট এইডেড।
  • cb | 126.89.121.11 | ১০ জুন ২০১২ ১৭:২৬473272
  • ব্রাত্য "সরকারী" কলেজে র প্রফেসর হলে ভোটের আগে তারানন্দ র হেভি চাপ হত :)

    বেচারা শুধু এসে চুপচাপ বসে থাকত, কিন্তু কিছু বলতে পারত না :(
  • PT | 213.110.243.21 | ১০ জুন ২০১২ ২০:২৬473275
  • ব্র্যাত্য সেই সময়ে সরকারী একটি ফেলোশিপে গবেষণার জন্য lien-এ ছিলেন। কাজেই তিনি সেই সময়ে সরকারি চাকুরে ছিলেন, না ছিলেন না সেটাও গবেষনার বিষয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন