এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রামদেবের ধর্ণা

    bb
    অন্যান্য | ০৫ জুন ২০১১ | ৬৭৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 117.195.163.178 | ০৫ জুন ২০১১ ০৮:২১480528
  • রামদেবের ধর্ণা নিয়ে সরকার কেন এত বিব্রত? আপাতদৃষ্টিতে ওনার দাবীগুলি ভাল কিছু কিছু অবাস্তব, কিন্তু ন্যায্য।
    এটা কি শুধুই গৈরিক রংয়ের জন্য না অন্য কোন কারণ। সরকারের অতি সক্রিয়তা দেখে মনে হয় তারা যেন কিছু থেকে ভয় পাচ্ছে। কালকে যে 'কাদা ছোড়াছুড়ি" হল তাতে স্পষ্ট যে এটা কংগ্রেসের গেমপ্ল্যানে অংশ।
    বাবা রামদেবের রাজনীতি নিয়ে মতবিরোধ থাকতে পারে কিন্তু ভারতে যোগের যে জাগরণ তিনি তুলেছেন তা অসাধারণ। তার অনেক সমর্থক হয়েছে।
    এই বিষয়ে আপনার কি মতামত?
  • M | 59.93.254.143 | ০৫ জুন ২০১১ ০৮:৩০480639
  • হ্যাঁ ,তিনি কোটি কোটি ভাবতে না চাওয়া অলস মনের মানুষের মধ্যে ভক্তি বন্যার যে বেগ বইয়েছেন আর যেভাবে তার সুযোগ নেন,তার জন্যই তাকে আজীবন জেলের ঘানী টানানো যায় না?

    মাইরী সকাল থেকে এই প্রশ্নটাতে আটকে আছি।কোনো কাজ হচ্ছে না।
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ০৮:৩৫480713
  • যোগ করে সমকামিতা 'সারানো'র জাগরণ তোলা নিয়ে bb র কী বক্তব্য ? :)
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ০৮:৪৮480724
  • ধর্ণায় সাধ্বী ঋতম্বরার উপস্থিতি নিয়ে কী বক্তব্য ?

    এই অভিযোগগুলো নিয়ে ?
    http://indiatoday.intoday.in/site/story/sadhus-demand-probe-into-asset
    s-of-baba-ramdev/1/130557.html


    এখন cnn-ibm শুনুন, বাবার আরো কাহিনী আসছে।

    তবে, এইভাবে জনতাকে আহত করাটা নিন্দনীয়।
  • bb | 117.195.164.225 | ০৫ জুন ২০১১ ০৯:২০480735
  • pi আমি রামদেব সম্বন্ধে কিছু জানিনা বেশী, আর তার যোগের গুণাবলী সম্বন্ধীয় কিছু দাবি হাস্যকর, কিন্তু তাতে তার এই মাস বেস বা যোগের follower তৈরী করা অস্বীকার করা যায় না।
    সাধ্বী ঋতম্বরায় আপত্তি থাকলে আন্না হাজারের মোদি বন্দনায় আপত্তি থাকলেও তাদের মুল দাবি তো সঠিক। এই খানে সরকার কেন নীরব?
    শাহরুখ যিনি মোরনিকে সমর্থন করেন 2G Scam এ যোগাযোগ থাকার পরেও, তিনি হটাৎ রামদেবের বিরুদ্ধে বিবৃতি দিতে গেলেন কেন?
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ১০:০০480746
  • সরকার নীরব ? কাল চিঠি দিয়েছিলো না ?
    তবে জনতার উপর পুলিশ এইভাবে ক্যানো লাঠিচার্জ করলো ! এটা অবশ্যই নিন্দনীয়।
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ১০:২১480757
  • রামদেবের এই কালোটাকা নিয়ে বলতে বসাটা ই তো একটা আয়রনি। রামদেবের নিজের সম্পত্তির কী পরিমাণ ? সেগুলো সব সাদা টাকা ? ট্যাক্স দ্যান ?
    নিজে তো একখান দু মিলিয়ন পাউণ্ড দিয়ে আস্ত আইল্যাণ্ড কিনে রেখেছেন! নিজের একখান জেট অব্দি আছে। এই সম্পত্তিগুলোর কোন হিসেব আছে ?
    আন্না হাজারের সাথে রামদেবের তুলনাটা জাস্ট চলেনা।

    তবে এগুলো নিয়ে সরকারের তো আগেই কিছু অ্যাকশন নেওয়া উচিত ছিল। তবে যে সরকার নিজেই এত কেলেংকারিতে জড়িয়ে , এসব কেঁচো খুঁড়তে যে আরো কত ...

    অবশ্য এগুলো কিছুই জনতার উপর এইভাবে লাঠিচার্জকে জাস্টিফাই করেনা।
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ১০:২৭480768
  • আর 'মাস-বেস' বা 'ফলোয়ার' থাকলেই যদি সবকিছু বৈধতা পেয়ে যায়, তাহলে বাবরি মসজিদ ধ্বংস, করসেবা ও পাবে তো ? :)

  • Ishan | 117.194.32.89 | ০৫ জুন ২০১১ ১১:২৯480779
  • রামদেবকে আম্মো দুচোখে দেখতে পারিনা। ঐ হাবিজাবি দাবী, যা মূলত ভন্ডামিই মনে হয়, সেসবের কারণেই।

    কিন্তু তার জন্য অনশন করতে দেওয়া হবেনা কেন? ধরে নিলাম, দাবীটাও হাবিজাবি। তাতেও বক্তব্য বদলায়না। কারণ এ তো সোজাসুজি গণতান্ত্রিক অধিকারে হাত দেওয়া।
  • a | 208.240.243.170 | ০৫ জুন ২০১১ ১২:০৯480529
  • রামদেবকে বাদ্দিন। কালো টাকা ফেরত আনা, যাদের নাম সরকারের হাতে আছে সেটা পাব্লিক করা আর এই অপরাধকে দেশদ্রোহ হিসাবে ঘোষণা করা, এই তিন দাবিতে কি সমস্যা?

    আরো একটা কোসে্‌চন, কাল থেকে পাচ্ছে, আন্না হাজারের টাইমে কেন এই দাবিগুলো করা হল না? কিরণ বেদী স্পষ্ট বলছেন রামদেব তখনো এই বিষয় গুলিকে দাবির অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন।
  • a | 208.240.243.170 | ০৫ জুন ২০১১ ১২:১২480540
  • পাই, ট্যাক্স দেন কি না জানেন কি?? না জানলে, আয়রনি বলার মানেটা বোঝালে ভালো হয়।
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ১২:৪৮480551
  • ইশানকে,

    শুধু অনশন নয়। মৃত্যু পর্যন্ত অনশন। ফাস্ট আনটিল ডেথ। এটা রাষ্ট্রের চোখে অপরাধ। নিজেকে হত্যা করার প্রচেষ্টা ভারতীয় পেনাল কোডে দণ্ডনীয় অপরাধ। যে কারণে ইরম শর্মিলা চানু আজও অ্যারেস্টেড, এবং রাষ্ট্র তার মরে যাওয়া থেকে তাকে আটকে রেখেছে দীর্ঘ এগারো বছর। এটাই কারণ রামদেবকে ধরার।

    কারণ দুই। রামলীলা গ্রাউন্ড ভাড়া নেওয়া হয়েছিল যোগ শিবির, তপস্যা ইত্যাদি ব্লা ব্লা করার জন্য। রাজনৈতিক কারণে ফাস্ট আনটিল ডেথ করার জন্য ভাড়া নেওয়া হয় নি। এক কারণে নেওয়া জমি যদি অন্য রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়, সেটা বেআইনি। সেই গ্রাউণ্ডেও রামদেবকে অ্যারেস্ট করা আইনি সিদ্ধান্ত, কারুর কোনও বক্তব্য থাকতেই পারে না এক্ষেত্রে।

    যদিও, এতকিছুর পরেও রাত দুটোর সময়ে অনশনরত সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করা, টিয়ার গ্যাস ছোঁড়া অত্যন্ত অত্যন্ত অমানবিক কাজ হয়েছে। খুব খুব নিন্দনীয় অপরাধ। রামদেবকে অ্যারেস্ট করার জন্য এতকিছু করার দরকার ছিল না। টেন্ট ভেঙে দেওয়া যেত। সাউন্ড সিস্টেম তো এমনিই ভেঙে চুরচুর করে দেওয়া হয়েছে। কিছু প্রপার্টি ড্যামেজ করলেই, বা অন্য কোনও ছুটকো উপায় নিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়া যেত সহজে। কিন্তু রাত দুটোর অন্ধকারে এই রকমের বার্বারিক অ্যাকশন ... নিন্দের ভাষা নেই।

    রং দে বাসন্তীর সঙ্গে খানিক মিল পাওয়া যাচ্ছে।
  • PT | 203.110.243.21 | ০৫ জুন ২০১১ ১২:৪৯480562
  • ধরে নিলাম রামদেব ট্যাক্সো ফাঁকি দিয়েছেন। তা এতদিন ধরে সরকার কি চক্ষু মুইদ্যা ছিল? বৃন্দা কারাত যখন রামদেবের আশ্রমে বানানো ওষুধ নিয়ে প্রশ্ন তুলে ছিলেন তখন মিডিয়া তো কম্যুনিষ্ট আদর্শের সাথে প্রাচীন ভারতীয় দর্শনের সংঘাতের ইস্যু তৈরি করেছিল। আর মমতাকে প্রকাশ্যে সমর্থন করায় সকলেই রামদেবকে বাহবা দিয়েছিল। এখন থেকে কি তবে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললেই রাম কিংবা বাম সকলেরই টুঁটি টিপে ধরা হবে?
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ১২:৫০480573
  • রামলীলা গ্রাউন্ড, চাঁদনি চক কনস্টিট্যুয়েন্সিতে পড়ে। কপিল সিব্বালের এলাকা। সিব্বাল এমনিতেই অত্যন্ত খচ্চর লোক বলে পরিচিত, এটা তার খচরামির একটা নমুমা।

    রামদেবের শখ হয়েছিল রাজনীতিতে ঢোকার। রামদেবকে দিল্লিতে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দিল সিব্বাল। রাজনীতি বোঝার পক্ষে রামদেব এখনও দুধের শিশু।
  • Ishan | 117.194.32.89 | ০৫ জুন ২০১১ ১২:৫২480584
  • "দেশদ্রোহ' হিসেবে ঘোষণা করার দাবীতে আমার ভরপুর আপত্তি আছে। কালো টাকা বানানো আর দেশদ্রোহ এক জিনিস না। বাকি গুলো ঠিকই আছে।

    আর রামদেব ট্যাক্সো দেন কিনা পাব্লিক জানবে কিকরে। ওগুলো তো অভিযোগ। এবং দাবীটা তদন্তের। সেটা হলেই জানা যাবে। রামদেবের দাবীদাওয়া এক্স্যাক্টলি জানিনা। তবে কালো টাকার বিরুদ্ধে অভিযানে তাঁর নিজের বিরুদ্ধে থাকা অভিযোগগুলোও ইনক্লুডেড হলে আপত্তির কোনো কারণ নাই।

    ওদিকে আন্না হাজারে দেখলাম এই সরকারি পদক্ষেপের বিরুদ্ধে বলেছেন।
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ১২:৫৪480595
  • আন্না হাজারে পাবলিকের উপর হওয়া অ্যাকশনের বিরুদ্ধে বলেছেন।
    রামদেবের ফাস্ট নিয়ে উনি অন্য মত পোষণ করেন, তাও বলেছেন।

    আর, সিকি, অ্যারেস্ট তো করেনি।
  • PT | 203.110.243.21 | ০৫ জুন ২০১১ ১২:৫৮480628
  • প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিরা যে সাঁইবাবার পদপ্রান্তে পড়ে থাকতেন সেই সাঁইবাবার ধনসম্পত্তির পাহাড় ঠিক মত ট্যাক্সো দিয়ে বানানো হয়েছিল কিনা সেই প্রশ্ন তোলার সাহস সিব্বাল বা দিগ্বিজয়ের আছে কি?
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ১৩:০০480640
  • অয়নকে,

    রামদেব ট্যাক্স দেন না। গেরুয়া কি এমনি এমনি পরেন? উনি আদতে একটি ভণ্ড বিজনেসম্যান। বিজনেস করেন, লাখ লাখ টাকা কামান, আর সেটাকে ধর্মের নামে চালিয়ে ট্যাক্স ফাঁকি দেন। এটা চিরকালীন সত্য।

    লিং ফিং খুঁজে পেলে এখানে দিয়ে দেব।

    যোগ টোগ করেন, ওষুধ টোষুধ বেচেন, সেই যোগে সেই ওষুধে অনেকের উপকার হয়। নো ডাউট। কিন্তু তার সঙ্গে তিনি যে এগুলোকে ধর্মের মোড়কে বেচেন সেটাও নো ডাউট। প্রডাক্ট বেচার ব্যাপারে তিনি আর র‌্যানব্যাক্সি একই পথের পথিক। কিন্তু র‌্যানব্যাক্সিকে ট্যাক্স দিতে হয় আর রামদেবকে দিতে হয় না। জনতার ভক্তির পয়সায় চলে তাঁর বিজনেস, ট্যাক্স না দিয়েই। যেমতি সত্য সাঁইবাবা। সমাজসেবা করেছেন, দেশের একটা অংশের বিশাল উপকার করেছেন, গরীব মানুষের জন্যে ফ্রিতে হাইক্লাস চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন সেটাও যেমন সত্য, তেমনি সারাজীবন ধর্মের মোড়কে ভণ্ডামী চালিয়ে গেছেন সেটাও সত্যি।

    ভণ্ডামি আর বিজনেস এই দুটো দিয়ে দিব্যি দিন কেটে যাচ্ছিল রামদেবের। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হল এঁড়ে গোরু কিনে। রাজনীতিতে ঢুকতে গেছে কপিল সিব্বাল ইত্যাদিদের চটিয়ে। একেবারে আনাড়ি অ্যাপ্রোচ।
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ১৩:০১480662
  • আর যা শুনলাম ও পড়লাম, কালকে সরকার নাকি ওনার দাবি মেনে নিয়েছিল, আর ডিল অনুযায়ী তারপর নাকি অনশন প্রত্যাহারের কথা ছিল। উনি নাকি ফলোয়ারদের কথা ভেবে অনশন চালিয়ে যাচ্ছিলেন।
    এটা মেডিক্যাল ক্যাম্পের কারণ দর্শিয়ে নেওয়া ময়দা, এখানে অনশন করা যাবেনা, এরকম ও নাকি ওনাকে বারেবারে জানানো হয়েছিল।

    এটা নিয়ে ভাল জানিনা। সিকি বলতে পারবে। কাল ফলো করছিলে না ? লিখেছিলে, কপিল সিবাল কাল ওনাকে এক্সপোজ করে দিয়েছেন। কী বলেছিলেন ?
  • PT | 203.110.243.21 | ০৫ জুন ২০১১ ১৩:০১480651
  • @pi
    আমার পোস্টিংটি আরেকবার পড়ুন...... আপনি যে দেশের তাবৎ ""মিডিয়া""-কে represent করেন তা আমার জানা ছিলনা।
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ১৩:০৩480673
  • রামদেবের দাবিদাওয়া?

    কালো টাকাকে ন্যাশনাল অ্যাসেট ডিক্লেয়ার করা হোক।

    ভারতের সমস্ত শ্রমজীবি মানুষকে ইর্‌রেসপেক্টিভ অফ দেয়ার নেআর অফ শ্রম, একই ওয়েজ দেওয়া হোক।

    করাপশনে কাউকে দোষী পাওয়া গেলে তাকে ফাঁসিতে ঝোলানো হোক।

    দেশের সমস্ত মেডিকেল এঞ্জিনীয়ারিং এ¾ট্রান্স পরীক্ষা রিজিওনাল ভাষায় নেওয়া হোক।

    সারা ভারতে হিন্দি নামক জাতীয় ভাষার ব্যবহার এনফোর্স করা হোক।

    এই রকম কিছুর দাবিতে আমরণ অনশন।
  • Ishan | 117.194.32.89 | ০৫ জুন ২০১১ ১৩:০৫480684
  • সিকিকে:

    প্রথমত, নিজেকে হত্যা দন্ডনীয় অপরাধ-- এই মান্ধাতার আমলের ধারাটিকে নিয়েই আমার অপত্তি আছে। শর্মিলা চানুর বিরুদ্ধে স্টেপ গুলো নিয়ে মানবাধিকার সংগঠনগুলো এর বিরোধিতা করে যাচ্ছে।

    দ্বিতীয়ত, আমরন অনশন করার জন্য কোনো জায়গা ভাড়া পাওয়া যায়না। কেউ করেও না। মমতাও ধর্মতলায় বসার আগে অনশনের পারমিশন নেন নি। এগুলো পাতি টেকনিকাল যুক্তি। মমতাকে এরকম টেকনিকাল অজুহাতে ঝেঁটিয়ে তুলে দিলেও আপত্তি করতাম, রামদেবকে তুলে দেবারও করছি। সরকার যদি এতই আইনভক্ত, তো অ্যারেস্ট করে চার্জ দেবার সাহস দেখালেই তো পারে।
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ১৩:০৬480695
  • না, দাবী না।
    সরকারের সাথে ডিল এর ব্যাপারে। সরকার কী কী মনে
    নিয়েছিলো ?
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ১৩:০৮480706
  • হ্যাঁ, অ্যারেস্ট করে নি, ডিটেইন করেছিল। আজ সকালে সফদরজঙ্গ এয়ার বেস থেকে বিএসেফের হেলিকপ্টারে চড়িয়ে দেরাদুন ভেজে দেওয়া হয়েছে। এই তো, আমার বাড়ির ওপর দিয়েই গেল কপ্টারটা।

    ডিল হয়েছিল, সেটা প্রুভড। কপিল সিব্বাল সেটা ফাঁস করেছে, বেশ করেছে। রামদেবের জারিজুরি এমনিই ভেস্তে যেত এক দুদিনে। ও মাল বেশিদিন অনশন করার প্ল্যানে ছিলও না। সরকার জাস্ট ওয়েট ওয়াচ করে যেতে পারত। ধীরেসুস্থে রামদেবের আগেইনস্টে কেস সাজাতে পারত।

    খুব তাড়াহুড়ো করে ভেস্তে ফেলল ব্যাপারটা। এখন সমস্ত মিডিয়া সরকারের নিন্দে করছে। কাল রাত পর্যন্ত তারা রামদেবকে খিল্লি করছিল, আজ সকাল থেকে পুউরো ঘুরে গেছে মিডিয়া।
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ১৩:১০480711
  • ইশান, সে তো তুমি বুঝছো, আমিও বুঝছি :)

    কিন্তু সরকার তো এইসব মান্ধাতার ব্যপারগুলোকেই কাজে লাগাচ্ছে। আমরণ অনশনকারীকে যদি পুলিশ অ্যারেস্ট করে, তো সেটা আইনিই। এখন আইনটা আজকের দিনে আর ভ্যালিড কিনা সে নিয়ে ডিবেট চলতেই পারে, কিন্তু আইন যতক্ষণ আছে, সরকার তো প্রয়োগ করবেই। কূটনীতি তো একেই বলে।

    মমতাকেও অ্যারেস্ট করতেই পারত বামফ্রন্ট সরকার। লিগ্যালি পারত, আমরণ অনশন করার অ্যাটেম্পট নেবার অপরাধে। করে নি সেটা বামফ্রন্ট সরকারের দূরদর্শিতার পরিচয় :-)))
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ১৩:১০480710
  • তবে একটা জিনিস হাস্যকর লাগছে। দিগ্বিজয় সিং এখন এই ভণ্ড,প্রতারক বলে এত চেঁচাচ্ছেন, এই বাবা যখন শুরুতে এয়ারপোর্টে অবতরণ করেছিলেন, তখন তো সব মন্ত্রীরা গিয়ে টিয়ে একেবারে রাজকীয় ট্রিটমেন্ট দিয়েছিলেন!
    আন্না হাজারের সময় এরকম কোন তৎপরতা দেখেছিলাম বলে তো মনে পড়ে না।
    অবশ্য জানিনা, এটা কংগ্রেসের দুটো ক্যাম্প কিনা। কারণ দিগ্বিজয় সিং ওনার অ্যাসেট , ট্যাক্স এসব নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন।

  • Ishan | 117.194.32.89 | ০৫ জুন ২০১১ ১৩:১২480712
  • আমার মতো লোকও, যারা রামদেবের চরম বিরোধী, বলবে সরকার অগণতান্ত্রিক কাজ করেছে।

    রাজনৈতিক পদক্ষেপ হিসেবেও এটা ভুল। এমার্জেন্সির যুগ আর নেই। সরকারকে এর মূল্য চোকাতে হবে। সে রামদেব যতই জালি লোক হোন না কেন।
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ১৩:১৩480714
  • আন্না হাজারে কী কার দেখিয়ে অনশনে বসেছিলেন ? যদ্দুর জানি, উনি তো আগে থেকে বলে কয়েই অনশনে বসেছিলেন।

    সরকারী তরফে ওনাকে সরানোর জন্য এই কারণটা দর্শানো হচ্ছে:

    "He had promised only for yoga and the crowd would not exceed 5,000. But around 50,000 persons were present. We had accepted all his demands in written. But Ramdev did not keep up his promise and politicized the issue. He cheated all his supporters,"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন