এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরকীয়া কি শরীর মনের জন্যে ভাল?

    Biplab Pal
    অন্যান্য | ২৩ অক্টোবর ২০১১ | ১৮১১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 69.250.67.136 | ২৩ অক্টোবর ২০১১ ২২:২২492653
  • কিছু দিন আগে মুক্তমনার অভিজিত রায় পরকীয়ার বিজ্ঞান নিয়ে একটা লেখা দিয়েছিলেন। আমি মনে করি না পরকীয়া বা মানব সম্পর্কের বিজ্ঞান, বিজ্ঞানের বর্তমান এম্পিরিক্যাল ফেরমওয়ার্কে ধরা সম্ভব। তাই আমি শুধু হালকা করে কমেন্ট করেছিলাম, পরকীয়ার বিজ্ঞানচর্চার থেকে পরকীয়া চর্চা অনেক বেশী সলিড। কারন তা শরীর এবং মনের জন্যে ভাল। ব্যস -কিছু মেয়ে একদম ভ্রোমরার মতন আমাকে গালাগাল কামড় দিল-আমি নাকি "প্রমিসকাস সমাজের জন্যে সওয়াল" করছি।

    সংসার বন্ধনের সাথে কেমন জানি প্রেসিডেন্সি জেলের মিল আছে। জেলর সাব সর্বদা জেলের প্রাচীর দেখিয়ে দিচ্ছেন। তবে এ প্রাচীর অদৃশ্য-রবীন্দ্রনাথের ভাষায় মেয়েরা ছেলেদের পায়ে যে বেড়ি পড়ায়, তা মায়াবী, অদৃশ্য -তাই তা লোহার বেড়ির থেকেও ভয়ংকর! আর জেল থেকে কে না মুক্তি চায়। তবে জেলে নিশ্চিত খাওয়া [ এবং টাওয়া] মেলে। তাই পুরুষের অবস্থ্যা আমাদের
    সেই মতিরাম চোরের মতন। ও জেল থেকে বেড়িয়ে আবার চুরি করে সেই জেলেই ঢুকত-কারন জেলে খাওয়া পড়ার চিন্তা ত নেই। পরকীয়ার ব্যাপারটাও পুরুষের কাছে মতিরাম চোরের চৌর্য্যবৃত্তি-একটু বসন্তের খোলা বাতাস খেয়ে এসে আবার জেলে ঢুকে পর। জেলে ত স্যাত স্যাতে গরম, মাঝে সাঝে একটু খোলা বাতাসে মনটা উদাসী করা-আর ভাগ্যে ভাল থাকলে, আরো কিছু জুটতে পারে।

    এর
  • Biplab Pal | 69.250.67.136 | ২৩ অক্টোবর ২০১১ ২২:৩৪492764
  • আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে পরকিয়া সত্যিই বসন্তের বাতাস। তবে একাধিক জনের সাথে করাটাই বেটার-শুধু মাত্র একজনের সাথে পরকীয়াতে ঝুলে গেলে, লাইফটাও নারকেলের মতন টুপ করে মাটিতে পড়ে যাবে। আর বসন্তের বাতাসের বদলে কালবৈশাখীর ঝড় উঠবে।

    শারীরিক পরকীয়ার কথা বলছি না এখানে-বাঙালীর পেটে অত ঘি সহ্য হবে না।
  • Sibu | 108.23.41.126 | ২৩ অক্টোবর ২০১১ ২২:৩৮492866
  • শারীরিক পরকীয়া কি পেটে হয়? মানে কার পেটে হয়?
  • dd | 122.167.12.63 | ২৩ অক্টোবর ২০১১ ২৩:০৭492877
  • এ আর মিথ্যা কি ? এমন কি পুরাতনীও নয়, জানেন না সহজিয়া কাল্টের কথা যেটা কয় পরকীয়া প্রেম ছাড়া ঈশ্বর সম্বন্ধ হয় না।

    এহ বাহ্য, শিবু ক্ষি ছেলে মানুষ গো !!
  • nk | 151.141.84.194 | ২৩ অক্টোবর ২০১১ ২৩:১৪492888
  • আর রজকিনী প্রেম নিকষিত হেম?
    :-)
    ধোপানী কেন? কারণ ভালোরকম ধোলাই ছাড়া ও জিনিস হয় না। :-)
  • pi | 72.83.90.203 | ২৩ অক্টোবর ২০১১ ২৩:৪১492899
  • প্রথম পোস্টের যুক্তিটা বুঝলাম না। বা, ঐ যুক্তির পারম্পর্য অনুসরণ করলে এরকম কিছুতে পৌঁছতে হচ্ছে।
    মহিলাদের বানানো জেলখানা থেকে গায়ে হাওয়া লাগানোর জন্য পুরুষেরা বেরোচ্ছে, তো বেরিয়ে তো পরকীয়াটা করচে সেই অন্য কোন মহিলার সাথেই। তার মানে তাঁরাও জেলখানা থেকে ভ্রমণে বেরিয়েছেন। তার মানে সেই জেলখানায় 'অদৃশ্য বেড়ি' পরিয়ে পুরুষেরা তাঁদের বন্দী করেছেন। তাই তো ? :)

  • aka | 117.194.5.125 | ২৪ অক্টোবর ২০১১ ০০:০৫492910
  • ব্যাস গরুর রচনার গন্ধ। পরকীয়া কি শুধু পুরুষের গো?

    তবে এখানে পরকীয়ার বাংলা হল গিয়ে ফ্লার্ট। বিপ বাবুর বাংআলীর সম্বন্ধে ধারণাটা কি বাজে বাজে।
  • pi | 72.83.90.203 | ২৪ অক্টোবর ২০১১ ০০:১২492921
  • আকাদা, প্রশ্নটা তো সেজন্যই ভ্যালিড :)
    যেটা দুজনেই করে, সেটার জন্য একদলকে দোষী করার কী মানে !
  • ridhhiman | 108.194.169.197 | ২৪ অক্টোবর ২০১১ ০০:২৩492932
  • এটা একটা পাতি চুরি। সোজা বাংলাই লো লেভেলের ছ্যাছড়ামি।
    পরকী-র বরকে লুকিয়ে চুরিয়ে , ওনাকে কোন সুযোগ না দিয়ে ছলা কলা করছেন। উদোম ক্যালানির ভয়, তাই তো? আনফেয়ার গেম । দম থাকলে সামনাসামনি ফেস করুন। নিজের বৌ করলে তো তিরিংবিরিং শুরু হয়ে যাবে ইনস্ট্যান্ট।
  • nk | 151.141.84.194 | ২৪ অক্টোবর ২০১১ ০০:২৭492654
  • তারচেয়ে এনারা মানে বিপ্লবাকাশের জলধরপটলেরা, এনারা স্পাউস সোয়াপিং করে নিলেই তো পারেন।
    এই ধরুন মাসছয়েক পর পর সোয়াপ করবেন আর ফুরফুরে বসন্ত বাতাসে নাচবেন। :-)
  • Biplab Pal | 69.250.67.136 | ২৪ অক্টোবর ২০১১ ০০:২৯492665
  • প্রবাদ-

    (১) ভাগ্যবানের বউ পালায়।
    (২) সব বৌ ই একটু আধটু পরকীয়া করে-যে পরকীয়া করে না , সে নারীই না!
    (৩) বিবাহিত বা অবিবাহিত- মেয়েরা আকর্ষনের কেন্দ্রে থাকতে পছন্দ করে।
    (৪) সতীস্বাধী ব্যাপারটা পতিদের জন্যে রম্যরচনা।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৪ অক্টোবর ২০১১ ০০:৩৩492676
  • তারচেয়ে এনারা মানে বিপ্লবাকাশের জলধরপটলেরা, এনারা স্পাউস সোয়াপিং করে নিলেই তো পারেন।
    এই ধরুন মাসছয়েক পর পর সোয়াপ করবেন আর ফুরফুরে বসন্ত বাতাসে নাচবেন। :-)

    {{{

    স্পাউজ সোয়াপিং করে সোপের মতন মুছে গেছে এমন দুই আমেরিকান কলিগের মতে, তাহা মোটেও ভাল না। শুরুতে রোমাঞ্চ-পরে বৌ ও পালায়, পরের বৌটাও পালায়। হাতে থাকে শুন্য। আর ছারার পরের বৌ বৌকে রিপ্লেস করলে, লাভ টা কি হল? ঘুরে ফিরে সেই একই ব্যাপার। পরকীয়া মানে একটা বৌ থাকতেই হবে-পুকুরে একটা রুই তুলে ফেলে, তার পরে ছিপ ফেলে বসে থাকা।
  • riddhiman | 108.194.169.197 | ২৪ অক্টোবর ২০১১ ০০:৩৫492687
  • প্রমিস্কাস ফমিস্কাস জানি না, চরম আনেথিকাল, ব্যস । ঐ ফোরামে মেয়েরা কি বলেছে, চুলোয় যাক, ঠিক ঠাক ছেলেরা থাকলে তেড়ে খিস্তি করত।
    আপনি একজন খেলুড়ে হতে পারেন, কিন্ত পরকী জেনুইন মাল হয়ে ভেসে গেলে ? তখন ওর ধুমকি কাটাবেন কি করে? মেন্টাল রেপ নয়? লোকে সুসাইড করে না এইসব কেসে? নিজের বোনের সাথে হলে তো বাপ-ঠাকুর্দা এক করে দিতেন। একদিকে রেপ ফেপ নিয়ে চিল্লানো অন্যদিকে এসব নিয়ে কাব্য করা ভন্ডামি।
    এসব বলার সাহস আসে যখন দেখে অমর্ত্য সেনের মত লোক চার চারটে বিয়ে করেছে। একটা অন্যায় কে দশবার অন্যায় বলার ধক থাকা চাই, সে যেই করে থাকুক।

  • T | 14.139.128.11 | ২৪ অক্টোবর ২০১১ ০০:৪২492698
  • riddhiman কিছুতেই অমর্ত্য সেনকে ছাড়ে না দেখি।
  • riddhiman | 108.194.169.197 | ২৪ অক্টোবর ২০১১ ০১:১০492709
  • না কোন খার নেই। হাতের কাছে ঐ উদাহরন টাই পেলাম। পরকীয়া কারীদের শূলে চড়ানো হোক, এরম কোন দাবীও আমার নেই। এটাই শুধু দেখিয়ে দেয়া, যে নানা জ্ঞানগর্ভ ভাট মারার আগে নিজেরা একটা চরম অনৈতিক কাজ করছেন (একজন মানুষকে কষ্ট দেয়া) সেটা স্বীকার করা।
  • a | 208.240.243.170 | ২৪ অক্টোবর ২০১১ ০১:৩৪492720
  • এথিকাল আবার কি মহায়!! একটা বাস্তব জিনিস যুগ যুগ ধরে চলে আসছে সেটা এটা তো মানবেন?

    এথিক্স জিনিসটা মানুষের বানানো, তাতে কোন সত্যকে ধরা না গেলে সেটা এথিকাল ফ্রেমওয়ার্কের দোষ।

    বাকি রইল পরকিয়ার কথা, আমি ন্যাড়া নই, বেলতলায় একবারের বেশি যাবার কোন বাসনা নেই। তাই বলে কেউ করলে তাকে দাগিয়েও দি না। নিজের বউ করলে জাস্ট সম্পর্ক কাটিয়ে দেব, আর উল্টোদিক থেকেও সেটাই এক্সপেক্ট করি।
  • ridhhiman | 108.194.169.197 | ২৪ অক্টোবর ২০১১ ০১:৫৯492731
  • মানুষ যুগ যুগ ধরে খুন করছে, মুন্ডু কেটে গেন্ডুয়া খেলছে, তাই এগুলো নিয়ে কোন এথিকাল/নন-এথিকাল ডিবেট করা যায় না, কি বলেন?
    এথিক্স মানুষের বানানো, এই ভাটগুলো হারামি টাইপ দের মানাই। যারা কথায় কথায় লিবিয়া, গদ্দাপই, কি হলে কে পেতে বেশী খেতে পেত, বুশের ক্যালনি খাওয়া উচিত কিনা, এরকম দুনিয়ার কল্যান নিয়ে লম্বা কপচান তাদের মুখ থেকে চুরন্তো বেমানান। তারা অলরেদি একটা এথিকাল ফ্রেম ওয়ার্কে নিজের নাড়া বেধে রেখেছেন , আর সেটা এক্‌শবার সাবজেক্টিভ।
    আর আমি 'ওরে বৌকে কষ্ট দিস না' বল্লেই দোষ।
  • riddhiman | 108.194.169.197 | ২৪ অক্টোবর ২০১১ ০২:০১492742
  • ছেলের হাতের মোয়া নাকি? সম্পর্ক কাটিয়ে দেব? তার আগে কষ্ট হবে না? উল্লাত খিস্তি দিতে ইচ্ছে করবে না? সবই রোবোট না বুদ্ধ? না কি বললে, লোকে সেটা দেখে ফেললে লজ্জা করবে? তার চেয়ে গদ্দাফি বা বুশ কে খিস্তি করলে ভাল।
    আর ইচ্ছে করবে কেন? পাতি কথার খেলাফ/বেইমানি হয়েছে বলেই করবে। সে বুশ ই করুক আর আপনার এক্স কি করুন। দুজনেই খিস্তিযোগ্য।
  • ridhhi | 108.194.169.197 | ২৪ অক্টোবর ২০১১ ০২:০৪492753
  • আপনাকে হারামি বলিনি বাই ড্য ওয়ে। হারামি টাইপ বলতে গব্বর সিঙ্গ জাতীয় সাইকো দের কথা বলছি।
  • nk | 151.141.84.194 | ২৪ অক্টোবর ২০১১ ০২:৪৬492765
  • একদম একদম। দেখেছেন অবস্থা? একটা বৌ রিজার্ভে রাখবে, আর বাইরের অন্যদের নিয়ে খেলবে! সুবিধেবাদী!
    এখন স্ত্রীও যদি এই দবী করেন? একটা রিজার্ভ স্বামী বাড়ীতে রাখবেন, আর বাইরের দের নিয়ে মুখ বদলাবেন!
    তখন সব বিপ্লব ফিপ্লব কোথায় ভেসে যাবে????
  • Jhiki | 182.253.0.99 | ২৪ অক্টোবর ২০১১ ০৭:৫৩492776
  • খু-উ-ব ভালো। আমার একটা ভোট রইল।
  • siki | 122.177.181.116 | ২৪ অক্টোবর ২০১১ ০৯:২৩492787
  • ঐ ফোরামের মেয়েগুলোকে এখানে নিয়ে আসা যায় না? বিপবাবু? :-)
  • dukhe | 122.160.114.85 | ২৪ অক্টোবর ২০১১ ১০:০০492798
  • গব্বর সিং পরকীয়া করত নাকি ?
    পরকীয়া তো ডরনা ক্যায়া -
  • Jhiki | 182.253.0.99 | ২৪ অক্টোবর ২০১১ ১০:০৮492809
  • গব্বর সিং এর বৌ ছিল নাকি? পরকীয়া উইদাউট স্পাউস নট পসিবল :)
  • dd | 122.167.18.100 | ২৪ অক্টোবর ২০১১ ১০:২২492820
  • পরকীয়া কথাটার পুরো জ্যামিতিক ডেফিনিশন তো নেই, কিন্তু কনোটেশনটা দহজবোধ্য।

    সহজিয়াতঙ্কেÄ এটা খুব পরিষ্কার করে বোঝানো আছে এবং তার আধ্যাত্মিক ব্যাখ্যাও প্রচুর।

    মোদ্দা কথা হলো পরস্ত্রী এবং পরস্বামীর সাথে প্রেম। এক তরফা পুরুষতান্ত্রিক কিছু নেই যাতে মহিলারা উৎখিঁচিয়ে উঠতে পারেন।
  • dukhe | 122.160.114.85 | ২৪ অক্টোবর ২০১১ ১০:২৩492831
  • নিজের বর/বঊকে কষ্ট দিয়ে বা না দিয়ে অন্যের বর/বউকে আনন্দ দিতে উদার হৃদয় দরকার ।
    স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহ্‌ৎ জগ্‌ৎ হতে, তার জন্য নয় ।
  • saikat | 202.54.74.119 | ২৪ অক্টোবর ২০১১ ১০:৩১492853
  • আচ্ছা, রাধার তো বিয়ে করা বর ছিল না? আয়ান ঘোষ না কী যেন? ইহা কী পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে প্রতিবাদ ছিল?
  • dukhe | 122.160.114.85 | ২৪ অক্টোবর ২০১১ ১০:৩১492842
  • কিন্তু পরস্ত্রীর সঙ্গে প্রেম করতে গেলে কি নিজের স্ত্রী থাকা বাধ্যতামূলক ? কৃষ্ণ কি পরকীয়া করতেন না ? তাহলে গব্বর সিং কী দোষ করল ?
  • Biplab Pal | 69.250.67.136 | ২৪ অক্টোবর ২০১১ ১০:৩৬492864
  • পরের বৌ এর সাথে প্রেম করা উচিত না উচিত না-এই ব্যপারে আমার মত খুব সাদাকালো।

    পরের বৌএর সাথে অবশ্যই প্রেম করা উচিত। তিনটে কারন

    এক মন ভাল থাকে
    দুই বোঝার জন্যে যে সব বৌরাই সমান
    তিন জীবনের পরম উদ্দেশ্য বলে কিছু নেই। এই জীবন ক্ষনস্থায়ী-যৌবন আরো ক্ষনস্থায়ী। যৌবন উড়ে গেলে, আর ফিরে পাবে না। তখন আঙুল চুষে লাভ নেই।

    তবে হ্যা, লিমিট ক্রস না করাই ভাল। ক্রস ফায়ারে মারা না গেলেই হল।
  • dukhe | 122.160.114.85 | ২৪ অক্টোবর ২০১১ ১০:৩৮492867
  • আগে টেকনিকাল ডেফিনিশনটা কিলিয়ার করা হোক ।
    রাধা কি পরকীয়া করতেন ? নাকি কৃষ্ণ ? নাকি দুজনেই ? নাকি কেউই না ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন