এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরকীয়া কি শরীর মনের জন্যে ভাল?

    Biplab Pal
    অন্যান্য | ২৩ অক্টোবর ২০১১ | ১৮১১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.90.203 | ২৮ অক্টোবর ২০১১ ১২:৪৫492778
  • হ্যাঁ,:)
    বিপদা এবার থেকে প্রশ্নটা এভাবে রিফ্রেজ করবেন।
    কে আছে লুলু-লুলী, হাত তুলি স্বীকার করো ইত্যাদি।
  • siki | 123.242.248.130 | ২৮ অক্টোবর ২০১১ ১৩:২৫492779
  • পাই,

    দু-তিনটি কোশ্চেন আছে।

    ১। বানানগুলো কি অবিকৃত? (দাঁড়ির পরে "অ'গুলো বাদ দিলে)
    ২। নিবন্ধের লেখক কি আমাদের চেনা?
    ৩। খিক খিক খিক ...
  • Lulu | 59.90.221.5 | ২৮ অক্টোবর ২০১১ ১৩:৪০492780
  • আহা দুষ্টু ছেলে কতো ভেবেচেন। টই খোলা সাত্থক হোলো।
  • siki | 123.242.248.130 | ২৮ অক্টোবর ২০১১ ১৩:৪২492781
  • পেজটা অবিলম্বে পিডিএফ বানিয়ে শেয়ার করা হোক, আর লিংটা ফেসবুকে ছড়ানো হোক। :-))

    লোলাআ-লুলুউ ক্যানো তোমাআর বয়েস হয় না ষোলো, আমার নাইন্টিন ....
  • vikram | 143.239.7.4 | ২৮ অক্টোবর ২০১১ ১৩:৪৫492782
  • আমি শেয়ার করবো।
    আমি একবার পরকীয়া করলাম। দেখলাম শরীর ও মনের পক্ষে খুব ভালো। তাছাড়া এতে আয়ু বাড়ে। তখন আমি বারে বারে পরকীয়া করলাম। পবিত্র পরকীয়ার পরছায়ীতে পরমান্দে প্রকৃত প্রোলিতারিয়াতের প্রেমাস্পদ প্রমাণ পেলাম। পায়খানা নয়, পরকীয়া চন্দনের মতো, বা কাম্পারির কাটলেটের মতো। কবিপ্লব পাল্কে এই অপবিত্রতার ঘৃণ্য কাটিং এর ফান্দের থেকে আমায় বের করে এনে শিশুর বাসযোগ্য নবজাতকের পথিবিতে ঠাঁই দেবার জন্য বার্বার করে ধন্যবাদ জানাচ্ছি। কবি তো বলেই গেছেন, হে নূতন, দেখা দিক আর বার ইত্যাদি ...
  • vikram | 143.239.7.4 | ২৮ অক্টোবর ২০১১ ১৩:৪৬492783
  • কবি আরো বলেছেন:

    তোমার বাসনা আজি
    ত্রিভুবনে ওঠে বাজি

    বাজি অর্থে ঘোড়া বা রং মশাল নয়, শব্দ; যদিও মানেটা একই দাঁড়াচ্ছে।
  • opargar Chele | 115.250.207.198 | ২৮ অক্টোবর ২০১১ ১৪:৩৩492784
  • কে কে আছো এপাড়াতে লুলু আর লুলি
    স্বীকার করো দেখি দুই হাত তুলি ...
    মা:দুলি .. মা:দুলি-ই-ই
  • pi | 72.83.90.203 | ২৮ অক্টোবর ২০১১ ১৯:৩৫492785
  • সিকি,

    ১। হ্যাঁ :)
    ২। নো আইডিয়া :(
    ৩। খুক খুক খুক :)
  • siki | 122.177.162.177 | ২৮ অক্টোবর ২০১১ ২০:০৯492786
  • পাতাটা তো মণিমুক্তোয় ভর্তি। ...

    "বিয়ের আগে প্রেম, সেই প্রেম গড়িয়ে শারিরীক সম্পর্কে যাওয়া, এগুলূ ধর্মীয় দৃষ্টিতে অপরাধ। অথচ কারণ খুঁজলে অনেক কারণ পাওয়া যাবে। বিয়ের পাত্র পাত্রীর যোগ্যতা সম্পর্কে অতিরিক্ত এক্সপেক্টেশন, দেরিতে বিয়ে হওয়া, সামাজিক এনকারেজমেন্ট, এরকম অনেক।

    শুনেছি ছেলেদের হোস্টেলগুলোতেই বাংলাদেশের বেশির ভাগ সমকামিতাগুলো শুরু হয়। এগুলোর কারণ অনেক। বড় হওয়ার সময়টাতে, এক্সপেরিমেন্ট করার সময়টাতে ইজি একসেস, বড়দের ইনফ্লুয়েন্স, সঠিক শিক্ষার অভাব, ইত্যাদি। এগুলো জানলে অপরাধের কারণ জানা যায়, কিন্তু কারণ জানার পরে? শুধু 'ছি:ছি:' বলা বন্ধ করে দিলেই কি আমাদের দ্বিমুখী আচরণ শেষ হয়ে যাবে? অপরাধের 'কারণ' গুলো 'সরানোর' বদলে, কারণগুলোর কারণে যদি অপরাধটাকেই 'নরমালাইজ' করে ফেলে, অর্থ্যাত কারণগুলো জেনে যদি মনে হয়, ও, তাহলে তো পরকীয়া হতেই পারে, বা সমকামিতা হতেই পারে, তাহলে কিন্তু লাভ হলো না। বরং কারণগুলো সরানোর জন্য যদি ব্যক্তিগত পর্যায়েও চেষ্টা করা যায়, যেমন আপনি যেই কারণগুলো বললেন, এগুলোর ব্যাপারে কিন্তু সামাজিক সচেতনতা সৃষ্টি করা যায় ইচ্ছা করলেই, বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে, নিজেদের আত্মীয়দের এমন কোন জায়গায়, এমন কোন অবস্থায় বিয়ে না দিলে, কাজের কাজ হবে!
    সামাজিক পোস্ট হয়েছে, তাই প্লাস "

    খিখিখিখিখি ...
  • pipi | 129.74.191.152 | ২৮ অক্টোবর ২০১১ ২০:১৪492788
  • গোলা তো!
  • T | 14.139.128.11 | ২৮ অক্টোবর ২০১১ ২৩:০৮492789
  • কিন্তু আল্টিমেটলি কি দাঁড়াল, পরকীয়া করলে সর্দি কাশি সারে না সারে না?
  • dukhe | 117.194.241.143 | ২৯ অক্টোবর ২০১১ ১০:৪৮492790
  • সারে না । উল্টে যার সঙ্গে করছেন, তারও হয় । বিশ্বাস না হলে সিকিকে জিজ্ঞেস করুন ।
  • dd | 124.247.203.12 | ২৯ অক্টোবর ২০১১ ১০:৫৭492791
  • পরকীয়া খুব সেফ নয়।

    দু দুটো বাংলা বই দেখলাম, একটাতে শৈল শহরে গিয়ে রাহুল বোস স্রেফ মরে গ্যালো, পরকীয়া মহিলার অবস্থাটা ভাবুন, বোধয় অনুরণন।

    আর সেকেন' সিনেমায় পোসেনি্‌জৎ গাড়ী উল্টে ঠ্যাং ভেঙে অস্থির, তার পাশে বসা পরকীয়া মরেই গ্যালেন।

    এ সব অ্যাঙ্গেল গুলো ও ভাবতে হ'বে।
  • Lulu | 59.90.221.5 | ২৯ অক্টোবর ২০১১ ১১:৪৭492792
  • শুদু য়্যাকদিন ভালোবাসা
    মিত্যু যে তাপ্পর
    তাই যোদি পাই
    আমি তাই চাই

    চাআআআইনাআআ বাঁচতে আমি
    পেরেমহীন হাজার বছোর......
  • siki | 122.177.237.71 | ২৯ অক্টোবর ২০১১ ১৩:৩০492793
  • সারে না। সর্দি সারে না। তবে পরকীয়া করলে এইডস ক্যানসার বা সমকামিতার মতন যৌনরোগসমূহ সেরে যায়। আমাকেই দেখুন, পরকীয়া করে ক্যামং সুস্থ আছি। কোনও যৌনরোগ নাই, কেবল মাঝে মাঝে সদ্দি হয়।
  • rimi | 75.76.118.96 | ২৯ অক্টোবর ২০১১ ২২:৫৬492794
  • ওহো এই মাত্র মনে পড়ল, আমার একটা পরকীয়া শেয়ার করার আছে।
    এখানে আমি আর আকা লাঞ্চে প্রায়ই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাই। সেই দোকানের মালিক রোজই আমাদের দেখে। একদিন আকা যায় নি, আমি একাই লাঞ্চ করতে গেছি, বইটই নিয়ে। মালিক আমাকে ডেকে জিজ্ঞেস করল, "তুমি কি পড়ো?" আমি বললাম "আমি তো পড়ি না, পড়াই।" শুনে মালিক চোখ কপালে তুলে বলল যে সে নাকি বিশ্বাসই করতে পারছে না। এরপরে আরো অনেক হাবিজাবি ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করে শেষে বলল, "আচ্ছা, তোমার সঙ্গে যে মিডল এজড জেন্টেলম্যান রোজ আসেন, তিনি তোমার কে হন?" প্রশ্ন শুনে আমারো চোখ কপালে।

    বাড়ি এসে যখন আকাকে বৃত্তান্ত বললাম, আকা বলল, "আরে তোকে একা পেয়ে খানিক ফ্লার্ট করেছে, নইলে মোটেও তোকে অতো কিছু কচি দেখতে নয়, বা আমাকে ততো বুড়ো দেখতে নয়।" :-o

    তখন বুঝি নি, কিন্তু এখন বিপবাবুর লেখা পড়ে টড়ে বুঝলাম, ঐটা আসলে একটা পরকীয়া ছিল। :-)))
  • nk | 151.141.84.194 | ৩০ অক্টোবর ২০১১ ০১:০০492795
  • রিমি, হি হি হি। :-)
    পরেরদিন মিডল এজের জেন্টলম্যানকে সাথে নিয়ে গিয়ে ঐ ব্যাটাকে দেখিয়ে দেখিয়ে নিজকীয়া কোরো, বাড়াবাড়িরকম কোরো, একেবারে ওয়েস্টার্ণ ফ্লেভার দিয়ে। :-)
  • deep | 202.78.236.18 | ৩০ অক্টোবর ২০১১ ১৫:৩৭492796
  • এক কালে সব জমিদারদের একটা জল্‌সাঘর থাকতো। সেখানে রাত্রে বাইজি নাচ হতো। তাদের রাত কাটতো সেই বার মহলেই।সেকালে তাঁদের পন্তির সাথে রাত কাটানো ই পুরষচিত ছিলো না। ক জন জমীদারে গিন্নিদের সীতাপতি থাকতো অবশ্য জানা নেই। আমরা জমিদার নই। কিন্তু মেজাজটাই তো আসল রাজা:)।
  • siki | 122.177.237.71 | ০৭ নভেম্বর ২০১১ ১৪:২৫492797
  • কিন্তু এই টইটা ডুবে যেতে দেখে আমি যে কী দু:খ পেয়েছি কী বলব। পরকীয়াকে কোনওমতেই ডুবতে দেওয়া যায় না।
  • dukhe | 122.160.114.85 | ০৭ নভেম্বর ২০১১ ১৬:০০492799
  • বোঝাই যাচ্ছে ঘরের লক্ষ্মী কুড়ি ক্লায়েন্টের মুখে ছাই দিয়ে ফিরে এসেছে ।
  • indranil | 117.201.105.120 | ০৯ নভেম্বর ২০১১ ১৭:৫৩492800
  • বেশ রোমাঞ্চকর , প্রয়োজনভিত্তিক কেস ।
  • debu | 72.130.151.116 | ১৩ নভেম্বর ২০১১ ১০:৫৬492801
  • স্তিফেন হকিঙ্গ এর ডোকু টা দেখুন ।।।সবি মায়া
  • pi | 147.187.241.6 | ২৬ জুন ২০১২ ০৫:০৬492802
  • বিপদার মনে হয় এনিয়ে এখনো অনেক বক্তব্য আছে। বিপদা, রজত গুপ্তকে ছেড়ে এখানেই বলুন নাহয়।
  • Bip | 74.134.148.140 | ২৬ জুন ২০১২ ০৫:৪৯492803
  • ওহে পাই,-ঝঝঝঝঝাঝঝাঝাজাআআআআআআআঅ

    বাঙ্গালী পুরুষ পরকীয়ার জন্য তৈরি, কিন্তু সেই বৌদ্ধিক স্তরের বাঙ্গালী মেয়ে পাচ্ছে না, যার সাথে কোলোন্টই নিয়ে দুটো কথা বলার জন্য স্টারবাক্সে এক কাপ কফি নিয়ে বসবে। ২৫ এর পর প্রেম করতে হলে ব্রেনের চারপাশ থেকে নতুন নিউরন ফায়ারিং শুরু করা চাই। শুধু হরমোনে তখন হয় না। আমি এন এ বি সি, সোস্যাল মিডিয়া, দূর্গাপূজো সব ঘুরে এসে বলছি। এই দেশে সেক্স তু্চ্ছ, বারে গিয়ে বলতে হবে 'হাই, লেট মি গিভ ইউ সাম জ্যাক', তাতে নিউরনের কামানে জঙ ছাড়বে না।
    যে কজনের পোটেন্সিয়াল ছিল, তারা একে একে ব ফেমিনিস্ট হয়ে যাচ্ছে। আর বামফ্রন্টের শিক্ষা পলিসির দৌলতে ইংরেজীতে আর্টিকেল অব্দি লেখা যায়, কিন্তু বিদেশীনীদের সাথে পরকীয়া করা কঠিন।
  • Sibu | 118.23.96.4 | ২৬ জুন ২০১২ ০৫:৫৯492804
  • কাদের কাদের পোটেনশিয়াল ছিল বিপ? লিস্টিটা দেখতে ইন্টারেস্ট হচ্ছে।
  • aka | 85.76.118.96 | ২৬ জুন ২০১২ ০৬:১০492805
  • লেট মি গিভ ইউ সাম জ্যাক কথাটার মানে কি? জ্যাক মানে কি জ্যাক ড্যানিয়েল?
  • a x | 109.126.94.170 | ২৬ জুন ২০১২ ০৬:৩৪492806
  • গাড়ি জ্যাক করার মত বোধহয়, অথবা "entrapaneourism" জাতীয় কিছু ।
  • Sibu | 118.23.96.4 | ২৬ জুন ২০১২ ০৬:৩৭492807
  • বিপ বোধ হয় জ্যাক অফ বলেছে।

    এটা কিন্তু খুব নভেল পিক আপ লাইন। আমার এক এক্স-স্টুডেন্ট (এখন কলীগ) কে বললাম। সে অনেক্ষণ ভেবেও বলতে পারল না এটা আগে শুনেছে কিনা।
  • pi | 147.187.241.6 | ২৬ জুন ২০১২ ০৬:৪১492808
  • ঝঝঝঝঝাঝঝাঝাজাআআআআআআআঅ মানে ?

    আপনি আজকে কিছু বলতে গেলেই শুরুতে তোতলাচ্ছেন কেন ?
  • akash | 122.79.36.44 | ২৬ জুন ২০১২ ১০:৫২492810
  • পুরো টৈ টা প​ড়েও যে পরকীয়া টাই ক্লিয়ার হোলো না যে! আচ্ছা ফ্লার্টিং পরকীয়া ন​য় কেনো?
    আমার এক পুরোনো বান্ধবী(বাংলা অর্থে) ক​য়েক মাস যাব​ৎ প্রায় রোজ রাত দশ টা থেকে বারোটা অবধি চ্যাট করে, এবং তিনি বিবাহিত, আমিও মনের কথা ক​য়ে আমোদিত হৈ, এটা কে কি পরকীয়া বলা যাবে? গুরুরা কি বলেন্?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন