এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরকীয়া কি শরীর মনের জন্যে ভাল?

    Biplab Pal
    অন্যান্য | ২৩ অক্টোবর ২০১১ | ১৮১২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 132.160.159.184 | ২৬ জুন ২০১২ ১২:৩৬492811
  • পরকীয় করার বিষয়ে কারো বক্তব্য নাই?
  • কল্লোল | 129.226.79.139 | ২৬ জুন ২০১২ ১৫:০৪492812
  • পরকীয়া বড়ই মধুর যদি না পড়ো ধরা।
    পরকীয়া কয় রকম ?
    ১) বিয়েওয়ালা পুরুষ ও নারী
    ২) বিয়েওয়ালা নারী ও নাবিয়েওয়ালা পুরুষ
    ৩) নাবিয়েওয়ালা নারী ও বিয়েওয়ালা পুরুষ
    এছাড়া আর হয় কি?
    আপনার/দের মন্তব্য স্বাগত।
  • departed | 69.160.210.2 | ২৬ জুন ২০১২ ১৬:৫৫492813
  • কল্লোলদার শুদুই স্ট্রেট চিন্তা ভাবনা। ঃ-(
  • কল্লোল | 129.226.79.139 | ২৬ জুন ২০১২ ১৭:১৫492814
  • সমকামীদের এমনি জোটে না, তার আবার পরকীয়া।
    আমার জানা দু দুটো পুরুষ বসে আছে পথ চেইয়ে ফাগুণেরো গান গেইয়ে.................... কেউ জেগেএএএএএএএএ
  • Nina | 22.149.39.84 | ২৬ জুন ২০১২ ১৯:২৯492815
  • পাই--ওটা এখন "ইন থিং" মানে তোতলানো--ঐ Hate Story নায়্ক তুতলেছেন বলে--
    পাওলি দামের সিন্মা বলে কতা--
    আচ্ছা পাওলির প্যাট (শিলাদিত্য পত্রনবিশ) কি পরকীয়া ছিলেন??
  • Ishan | 202.43.65.245 | ২৬ জুন ২০১২ ১৯:৪০492816
  • সমকামীদের পরকীয়া হয়না। কারণ তাদের বিয়ে হয়না।(বিলাত আমেরিকার কথা অবশ্য আলাদা)।

    প্রসঙ্গতঃ ওদিকে আমার ছেলে জানিয়েছে সে গে ম্যারেজের বিপক্ষে। কেন জানতে চাওয়ায় বলেছে "আমার ভালো লাগেনা"।
  • pi | 82.83.84.10 | ২৬ জুন ২০১২ ২২:০৭492817
  • অ বিপদা, এই স্টাইলে একটা পরকীয়া ক্যালকুলেটর বানিয়ে ফেলুন না কেন ?
    http://www.dowrycalculator.com/

    যা দেখছি, এর তো খুব ডিমান্ড। আপনি এটার সাথে ব্যবসা আর কর্মসংস্থানের দিকটাও ভেবে ফেলতে পরেন।
  • ওয়েস্টল্যান্ড | 127.194.242.117 | ২৬ জুন ২০১২ ২৩:৪৭492818
  • নিজে নিজে করাকে বলে আত্মরতি। এর বাইরে যে কোনো করাই পরের সঙ্গে করতে হয়। কখনো নিজের ঘরের বাঁধা গরু, কখনো পরের ঘরের গাভী। কিম্বা হাম্বা বলদ। সে যাই হোক, জমি আমারের মতন সব আমার কেনা ভাবলে নিজে করলে দোষ নাই, অন্যে করলে খেলবো না। না ভাবলে সামাজিক জটিলতা। কে কার বাপ, কার মাল কে হলপ করবে সংক্রান্ত অতিশয় জটিলতা। কন্ডোমের আবির্ভাবের পর থেকে কিছু কমেছে সমস্যা। কন্ডোম লিখতে হল কেন না যে পরকীয়ার কথা হচ্ছে তা যদি হাতে হাতে ধরি ধরি অব্দি চলে, বা প্লেটোনিক পর্যাতে তাতে টেকটনিক প্লেটের কোনো সরণ নেই। ওটাতে বাজে লজিকের নীতিজ্ঞান সিদ্ধ হতে পারে, তার বেশী কিছু না। পরের বউ বা বরকে দেখি শুধু আড়চোখে, বিছানায় যাই না- তাই আমি সৎ- এই ভাবটায় হেব্বি হিপোক্রেসি আছে।
    শরীর এলেই অন্যায় কেন? না সম্পদের বাঁটোয়ারা হবে কি ভাবে তা ঘেঁটে যাবে না! মগজে পেরেক মেরে মেরে যখন বোহানো গ্যাছে পলিগ্যামি বা পলিয়্যান্ড্রি খারাপ তখন সহজে কি আর হিপোক্রেসি যায়? সমাজ রসাতলে যাবে না এমন হলে? কথা হচ্ছে তাহলে বিয়ে না করলেই হয়। কিন্তু বিয়ে যে শুধু একজনের সঙ্গে একজনের হয় সে তো হাল আমলের প্রথা। আগে এমনও হয়েছে তো গোষ্ঠীতে বিয়ে হয়েছে। সে প্রমাণ আছে তো। সকলেই সকলের বউ বা বর।
    নিশ্চই তাদের এতে অসুবিধে হয়েছিল তাই না রদ করা হয়েছে? ভাবগম্ভীর প্রশ্ন তুললেন তো গেলেন। বেশীরভাগ ক্ষেত্রেই তারা নিজেরা মোটেও রদ করেনি। তাদের জায়গাগুলো যারা বাইরে থেকে এসে দখল করেছিল এবং উন্নত সভ্যতা বলে নিজেদের দাবী করেছিল তারা নানা কল করে তুলে দিয়েছে। এ ক্ষেত্রে কুলীন প্রথা বিবেচ্য না। কেন না ওটা শুধুমাত্র এক পুরুষ ও বহু নারী। অধিকারের পাল্লা সমান সমান না। বিয়ে মানেই একজনের সঙ্গে এটা শুধুমাত্র ক্রিশ্চিয়ানিটির ফসল। অন্য বড় ধর্মগুলোতে মোটেও ছিল না। তবে অবস্থার সাম্যও ছিল না এটাও ঠিক। বিয়ে করলেই একজনকে করতে হবে ভাবাটা তাই প্রগতি? কিন্তু এটা হল বড় চুল ছেঁটে ফেলে, পাতা চুল রেখে সভ্যভব্য হবার চেষ্টা। বড় চুল পুরুষ রাখলে অসভ্যতা এটা শুধুমাত্র কনফর্মিটি। বিগ গোল্লা। আরেকটা কারণ আছে। জলাভূমি হবার জন্য ফ্রান্সে চুলে একসময় খুব উকুন হচ্ছিল। তারা সব কেটে ফেলে পরচুলো পরার ব্যবস্থা চালু করে। সেই দেখে ব্রিটিশরা এটাই সভ্যতা বলে হামলে পরে। এ ছাড়া ব্রিটেনের ছোট চুল রাখার কোনো কারণ নেই। তার দেখাদেখি আমাদেরও নেই। রাখলে যে কিস্যু হয় না তার সবচেয়ে বড় প্রমাণ এখনো শিখেরা।
    যারা পরকীয়া করে তারা সোমত্ত বলেই করে। যার যার দায় প্রাথমিকভাবে পরিস্কার তার। যদি বলে না আমার না অন্যের, তাহলে তার জন্য নতুন করে ক্রেশেতে ভর্তি সাজেস্ট করা গেল।
  • Bip | 118.218.136.234 | ২৬ জুন ২০১২ ২৩:৪৮492819
  • গুরুর ভ্রাতা ভগিনীসকল, মনুষ্যজীবন হইল তিন ব লইয়া। বিপ্লব, ব্যবসা ও বনিতা(এস্পানোল)। বিপ্লবের উদ্দেশ্য- নিজ সন্তানাদি ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষা দান, ব্যবসা - শরীর ও মনের সৃজন বৃদ্ধি। বনিতা- বিপ্লব ও ব্যবসাকে ওক্সিজেন সাপ্লাই। তৃতীয়টি সুচারু রূপে করিলেই প্রথম দুইটি জলবৎ হইবে।

    এই তিন ব-র কমন হইল রিস্ক। যাহারা ৭০ এ নকশাল তাহারাই ৯০ এর ভেনচার ক্যাপ্টিআলিস্ট। 'বিকস আইডিওলজি ইজ বুল, ওনলি রিয়াল ম্যাটার ইস দ্য বেসিক হিউমান হাঙ্গার।' রিস্ক কি? এক বিশেষ ধরনের এন্টি-ওক্সিডেন্ট। বিষের ওষুধ বিষ। স্ট্রেসের ওষুধ একটু অন্য স্বাদের স্ট্রেস। প্রতি সোমবার বিসনেস এসোসিয়েট নিটিং এর ব্রেকে য়োগা সেসান হয়। পরিচালিকা একজন আই-আই-টি প্রাক্তনীর এক্স, মিসেস গুজরাল। আমি, আমার এক্স- বস স্টিভ, স্টিভের বস সুন্দরমাইয়া, সবাই ওখানে নিয়মিত। গুজরাল নটরাজন পোজ শেখতে গিয়ে বলেন, ' ফ্লোট ইয়োর লেফ্ত লেগ ব্যাকোয়ার্ড, স্পাইন আপ, থ্রো দ্য হেড ব্যাক, স্ত্রেচ এন্ড ওয়েভ ইয়োর হ্যান্ড্স, ফ্লোট ইয়োর টরসো , ফিল ইওর বডি লাইক দ্য ফ্হ্লুইড, বাট কীপ দ্য পিন্কি ফিঙ্গার ওফ ইয়োর রাইট টো ফার্মলি ওন ড্য গ্রাউন্ড ' এই হল পরকীয়ার মডেল- নটরাজন, মতান্তরে ওয়ারিওর টু পোজ। আইডিয়াটা আসার পরেই জিমরূমে স্টিভকে বল্লাম। স্টিভ হাসতে হাসতে বলল, " টু সাক্সিদ ইন লাভ ওর বিসনেস, ইউ জাস্ট হ্যাভ টু গো দ্য 'এক্স্ট্রা' মাইল" তবে এদের দেখেছি রক্তে আছে। এমট্র্যাকে করে এল এ থেকে বস্টন ফিরছে। মাঝখানে ইদাহো তে নেমে একটু স্কাই-ডাইভিং করে এল। উড়তে উড়তে ইনোভেট করছে- ফেস্বুক ইন্টিগ্রেশানের কোড ভাবছে। ওদিকে আমাদের বামাশাগ্রস্ত বাঙ্গালী, আলিমুদ্দিন ও কালীঘাটের চন্ডীমন্দপে বসে জাবর কাটছে। হে স্বজাতিবৃন্দ, আপন মস্তিষ্ক গহন দ্বারে সর্বদা কান পাতিয়া রাখুন, বাঁশী নহে, বীণা নহে, ক্ষীণতম ফায়ারিং কেই বজ্রনির্ঘোষ মানিয়া ভাসিয়া উঠুন। মনে রাখিবেন, আপনাদের নিউরন ছাড়া হারানোর কিছু নাই।
  • Bip | 118.218.136.234 | ২৬ জুন ২০১২ ২৩:৫৮492821
  • ওগো পাই, এই ইনোভেশান সোস্যাল মিডিয়াতে আমি না করিলেও আজ বাদে কাল কেহ করিয়া দিবে। আমার তো ডেটা অছেই, আনস্ট্রাকচার্ড , software10 লাগিয়ে দেব কিন্তু তাহার পর বঙ্গীয় রমণীকুলের উষ্মা হইতে কি তুমি রক্ষা করিবে?? তোমাকে নিয়া চিন্তা নাই, কিন্তু তোমার মত রমনী বঙ্গসমাজে ব্যতিক্রম, একথা তো মানিবে।
  • dukhe | 212.54.74.119 | ২৭ জুন ২০১২ ১১:৩৮492822
  • পুরো ঘেঁটে গেলাম । পরকীয়ায় কি পণ এসে গেছে/ আসিতেছে ? বিপ তার হিসেব কষবেন ? পণসহ পরকীয়ায় পাইয়ের আপত্তি নেই ? কিন্তু অন্য বঙ্গরমণীরা পণ করেছেন বিনাপণেই পরকীয়া চাই ?

    অ সিকি, কুড়ি কি পণ চাইছে নাকি ?
  • departed | 69.160.210.2 | ২৭ জুন ২০১২ ১১:৪৭492823
  • ভারতে আলবাত সমকামীরা বিয়ে করে। বেশিক্ষেত্রেই বি-সমকামীদের। সমাজের চাপে ইত্যাদি। অতঃপর সমকামী পরকিয়া করে কিনা এ ব্যপারে কল্লোলদা ও ঈশানএর বক্তব্য জানতে চাইলাম, "পরকীয়ার রকমফের"-এর কনটেক্সটে, পারমুটেশন, কম্বিনেশন প্রক্রিয়ায়।
  • কল্লোল | 129.226.79.139 | ২৭ জুন ২০১২ ১২:০৪492824
  • অঃ। তা সমকামীরা বিসমকামী বে কল্লেই তো বিয়েওয়ালা বর্গে সামিল হয়ে যাবেন। বর্গের ভিতর বর্গ হতেই পারে। সে বড় জটিল বিষয় হে। তবে কিনা এইত্তো, এবারের বুলবুলভাজায় বেনামীর ল্যাখায় পোস্কার যে, সমকামীরা পট করে সাথী পান্না।
    তাই.......

    আচ্ছা, বিয়েওয়ালা ছাড়া পরকিয়া হয় কি?

    আমি এট্টা পরকীয়া করেছিলুম। তাপ্পর আরেট্টা করেছিলুম। কিন্তু পরকীয়ার পরকীয়াটির হিং লাগলো। নিজকীয়ায় খপর যায় আর কি। দুটৈ গেল।

    আজকাল বাধ্যতামূলক গ্রীক-মালভূমিতে আছি। খারাপ না।
  • বিপ | 78.33.140.55 | ২৮ জুন ২০১২ ০৯:৩৫492825
  • এই আমার সফট ১০ কে পরকীয়াতে টানা কেন?

    জোকস এপার্ট কোলকাতায় ডীভোর্স নিয়ে একটা ছেলে গবেষণা করছে। সে ৫০০০ টা ডীভোর্সি দম্পতি পেয়েছে। অনেক ভ্যারিয়েবল- বয়স পার্থক্য, স্টাটাস পার্থক্য, গ্রাম বনাম শহর, শিক্ষার পার্থক্য, পরকীয়া, কতক্ষন ফেসবুকে থাকে। আমি তাকে সফট১০ দিচ্ছি মডেলিং এর জন্যে। তাহলে বুঝতে পারব, কোন ভ্যারিয়েবলের শক্তি বেশী।

    আমেরিকাতে ৬৭% বিচ্ছেদের কারন পরকীয়া। সমস্যা হচ্ছে এটা আবার ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলক না। কারন শিক্ষা, পারিবারিক পার্থক্য ইত্যাদির জন্যে স্ত্রীর সাথে পার্থক্য তৈরী হইয়, ্যা পরকীয়াতে রূপ নেই। মানে পরকিয়া হচ্ছে অই ট্রান্সজিশন স্টেট অব ডীভোর্স।

    আবার বলছি পরকীয়া হচ্ছে খোলা জানালার বসন্তের বাতাস আর স্ত্রী হচ্ছে বন্ধ ঘরে গ্রীষ্মের গুমোট গরম। তবে বেশী বসন্তের বাতাসে গুটি বসন্তের চান্স থাকে।

    পরকীয়ার জন্যে হাতে প্রচুর সময় দরকার। সেটা নেই, তাই আপাতত হচ্ছে না। যেদিন হাতে সময় আসবে সেদিন দেখা যাবে।
  • dukhe | 212.54.74.119 | ২৮ জুন ২০১২ ০৯:৫৩492826
  • হ্যাঁ, বড় হয়ে রিটায়ার করব । আর পরকীয়া ।
  • aka | 85.76.118.96 | ২৮ জুন ২০১২ ০৯:৫৫492827
  • অনেক হিসেব কষে দেখলাম ইহ জীবনে রিটায়ার করা সম্ভব নয়। তারমানে হায় পরকীয়াও সম্ভব নয়।
  • | 60.82.180.165 | ২৮ জুন ২০১২ ০৯:৫৭492828
  • খুর দুটি বাড়িয়ে দিন। একটা প্রণাম করি।
  • riddhi | 118.218.136.234 | ২৮ জুন ২০১২ ১০:০০492829
  • এই ৬৭ বম্বর টা কোত্থেকে এল? এখনে তো বলছে ১৭ !!
    http://www.menstuff.org/issues/byissue/infidelitystats.html
    আরো কিছু জায়গায় দেখলাম ঐ ২০-র আশেপাশে।
  • pi | 82.83.84.10 | ২৮ জুন ২০১২ ১০:০৪492830
  • অ বিপদা, পাখা বা এসিতে হবেনা ? নাকি লোডশেদিং এর কথা ভেবে বলছেন ? তাও তো জেনেরেটর থাকে।
    আর ওদিকে জানলার বাইরে তো আর চিরবসন্ত থাকবে না !
  • নিশান | 106.232.46.125 | ২৯ জুন ২০১২ ২০:৪৫492832
  • ১) পরকীয়া ভালো হতে পারে, কিন্তু আমার সামনে ফুসকুড়ি হোলো ওষুধ লাগালাম আর পাছায় চারটে ফুসকুড়ি বেরুলো এটা খুব কাজের কথা না! কাজেই সাইড এফেক্ট গুলোও মাথায় রাখা দরকার, কারণ বেশ কিছু লোক যেমন আপনার স্বকীয়ার পার্টনার এবং আপনার পরকীয়ার পার্টনারের স্বকীয়ার পার্টনার! আমার মনে হয় না কোন বালছাল লজিকেই লোককে আঘাত করাটা জাস্টিফাই করা যায়!

    ২) বিয়ে যদি এতটাই খারাপ হয় তাহলে বিয়ে করা কেন বাওয়া সারাজীবন তো পরকীয়াতেই কাটিয়ে দিলে চলতো!

    ৩)খ্রীষ্ট ধর্মে প্রথম একজনের সাথে একজনের বিয়ে হয়ে থাকতে পারে, কিন্তু একজনের সাথে একজনের ঘর বাঁধার চেষ্টা মানুষের একটা নেচারও বটে নাহলে যুগে যুগে এত প্রেমকাহানি লেখা হোতো না, স্বকীয়ার দলে! পাবলিক না খেলে এতদিন চলতোও না!

    ৪)পরকীয়া নিয়ে এত লেখার চেয়ে করাটা বেটার

    ৫)ভারতীয় বিশেষে বাঙালী পুরুষ অতীব চোদনা! ভাষা মার্জনা করবেন কিন্তু এছাড়া পাতি কোন ভাষা নেই!

    দুটি উদাহরণ দিই

    নিউ জার্সি নিবাসী এক বরাহনন্দন যার একটি বিবাহ এবং একটি মেয়ে আছে! তিনি বৌ না থাকলেই ঘরে নানা মেয়েদের নানা ছুতোয় নিয়ে আসেন! তিনি একটি মেয়েকে কিছু সাহায্য করেন, মেয়েটি আমার বন্ধু এবং আমারই বয়েসী, ভদ্রলোক যদিও প্রায় আমার বাবার বয়েসী! যাই হোক প্রথমদিন তিনি মেয়েটিকে নিজের মেয়ের মত ব্যবহার করেন, তার দুদিন বাদে নানা ছলছুতোয় হোটেলে নিয়ে গিয়ে নিজ কীর্তি স্থাপনের চেষ্টা করেন!

    তাঁর প্রথম যুক্তি ছিলো

    ১) পরকীয়া অতি লজিকাল

    যখন বলা হোলো মেয়েটিকে আমি চিনি এবং নানা বিষয় থেকে এটা স্পষ্ট মেয়েটির সায় ছিলো না এ প্রায় ধর্ষণ

    তখন এলো

    ২) আমি enough mature নই, এবং বুঝতে পারছি না!

    তারপর এলো

    ৩)সকলই মদের দোষ, আগে plan ছিলো না

    কিন্তু তাও ভ্রান্ত তখন এলো

    ৪)আমার বিয়ের প্রথম দিকে আমার বৌ আমার প্রিয় বন্ধুর সাথে লাগিয়েছিলো তাই আমিও লাগিয়ে বেড়াই!

    বোঝো ঠ্যালা!

    আরেকবার জনৈক মারাঠী ছেলে স্ট্রিপ ক্লাবে গিয়ে উত্তেজিত হয়ে ফিরে আসে আমার অপর এক বান্ধবীকে জানায় সে অতি উত্তেজিত এবং এই মেয়েটিকে দেখে তার মনে হয়েছে এর কোন prejudice নেই, অতএব সাহায্যং কুরু!

    আরে বাবা ধন সামলাতে না পারলে যাওয়া কেন বাওয়া!

    ৪০ঊর্ধ বাঙালী পুরুষ আর পরকীয়া করে না, কারণ মাথায় টাক, কৃষ্ঞবর্ণ, ভুঁড়ি এবং কে

    না জানে ভারতীয়দের সাইজ ছোটোর দিকেই! যা করে সেটা হোলো ছোঁক ছোঁক আর philosophize! যেটার কোন দরকার নেই অত না লিকে করো না বাবা! কাজে দেবে!

    বাঙালীদের চুদুর গুদুর এরকমই, যার জন্য আমাদের সিনেমা গপপো সবই আজকাল, বর বৌ আছে, কেউ কাউকে বিশ্বাস করে না, বর কারো সাথে শোয় আর বৌ আর কারো সাথে, মাঝে বর বৌ এর অমিল বোঝাতে ঘরঘর পাখার আওয়াজ, এবং ঘর্মাক্ত সায়া ব্লাউজে আধো অন্ধকারে ঘষাঘষি! আর কোন টপিকও নেই বাল!

    এলিয়ট পার্কের ধারে গুচ্ছের বুড়ো বসে কিনা যা হবে দেখবো যা হবে দেখবো! আমি পাইনি তোকে দেবো কেন? তুই কেন ছাতা খুলবি? চুমু খাবি?

    এত যদি সব ঠিকঠাকই হয় তাহলে বিয়েটা ভেঙেই বেরোও না বাওয়া, কিন্তু না তাহলে ৪০ এর পর পার্মানেণ্ট শয়নসঙ্গী পাওয়া যাবে না, এদিকে আগের কারণ গুলোও বিদ্যমান কাজেই সঙ্গীরও অভাব বাজারে! তাই গাছেরও খাই তলারও কুড়োই! আমার দুখানা পরকীয়ার অভিজ্ঞতা আছে, তার ভেতর একখানা স্বকীয়া হয়ে যায় তা নিয়ে আমি দুঃখেও নেই, কিন্তু এটাই বুঝি করতে হলে "shoot shoot dont talk " ই ভালো

    আর শেষে একটাই বলবো ভালো হোক বা মন্দ, আপনি চোদন সম্রাট/সম্রাজ্ঞী হলে আপনার পরকীয়ারও সে জিনিস হবার প্রবল সম্ভাবনা থাকতে পারে, আর পরকীয়ার ভিত্তি আর যাই হোক না কেন বিশ্বাস একেবারেই নয়, কাজেই গনোরিয়া সিফিলিস এইডস জাতীয় সাইড এফেক্ট থেকে বাঁচতে মনে রাখুন

    "সঙ্গমের ইচ্চে যখন তখন জাগতে পারে, পকেটে রাখুন কণ্ডম"
  • debu | 180.213.132.253 | ০২ অক্টোবর ২০১২ ০৩:০০492834
  • ঘরে পাতা দৈ
    বাইরে পাতা সই ( সখী)
    good for health
  • | 124.134.85.62 | ২২ অক্টোবর ২০১২ ১৩:১৮492835
  • :p
  • Tim | 188.91.253.11 | ২২ অক্টোবর ২০১২ ১৬:৩৮492836
  • বারে পাতা সই হলে শুনতে ভালো লাগে।
  • sosen | 125.241.56.190 | ০২ জুন ২০১৩ ১১:৫১492837
  • তুললাম !!!

    Name: sosen

    IP Address : 125.241.56.190 (*) Date:02 Jun 2013 -- 11:38 AM

    ঋভুর ১:২২ সম্পর্কে।
    adultery ভারতে পানিশেবল অফেন্স।

    Section-497- Adultery “Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case, the wife shall not be punishable as an abettor.”

    Section-498- Enticing or taking away or detaining with criminal intent a married woman “Whoever takes or entices any woman who is and whom he knows or has reasons to believe to be the wife of any other man, from that man, or from any person having the care of her on behalf of that man, with intent that she may have illicit intercourse with any person or conceals or detains with that intent any such woman, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both”.

    সুদান, সোমালিয়া, আফ্রিকার অধিকাংশ মুসলিম দেশে adultery ক্রিমিনাল অফেন্স। শাস্তি মৃত্যুদন্ড পর্যন্ত হতে পারে। অনার-কিলিং বহু দেশে স্বীকৃত।

    ইউ এস এর বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম শাস্তি। যেমন কলোরাডো তে adultery কথাটি তুলে দেওয়া হয়েছে। মেরিল্যান্ডে ১০ ডলার ফাইন। মিশিগানে লাইফ ইম্প্রিজনমেন্ট ।

    ইওরোপে ও চিনে adultery পানিশেবল অফেন্স নয়।
    তবে সব দেশেই adultery ডিভোর্স গ্রাউন্ড হিসেবে স্বীকৃত।

    __________
    ভারতের আইনের পিতৃতন্ত্র একটু ভালো করে দেখুন:
    "without the consent or connivance of that man " অর্থাত নারীটির স্বামীর অনুমতি থাকলে adultery স্বীকৃত।
    অন্যদিকে যে পুরুষ adultery তে জড়িত তার স্ত্রী কিন্তু অভিযোগকে ক্রিমিনাল গ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবেননা। শুধুই ডিভোর্স গ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবেন।
    সোশ্যাল কন্ট্রাক্টের এমনি ছিরি।

    adultery কে ক্রিমিনাল অফেন্স হিসাবে ট্রিট করা উচিত কি উচিত নয়? ঢপের আলোচনা ছেড়ে আমরা এই পয়েন্টটা একটু দেখব? গুরুরা কি বলেন?
  • sch | 126.203.162.196 | ০২ জুন ২০১৩ ১২:২১492838
  • সোসেন দিদি এটা খুব ইম্পর্ট্যান্ট ক্লস...একটা জিনিস জানার ইচ্ছে ডিভোর্সের মামলা আনে - সে কি খোরপোশ পেতে পারে? আমার পরিচিত একজন দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন ... মানসিক নির্যাতন ক্লসে মামলা আনছেন না কারণ তিনি নিজে যেহেতূ চাকরি (ছোটো খাটো ) করেন উকিল বলেছে কোনো খোরপোস পাবেন না। adultery ক্লসে কি দেবে? এনি আইডিয়া?
  • sch | 126.203.162.196 | ০২ জুন ২০১৩ ১২:২২492839
  • *একটা জিনিস জানার ইচ্ছে, এই কারণে কেউ যদি ডিভোর্সের মামলা আনে
  • sosen | 125.241.56.190 | ০২ জুন ২০১৩ ১২:৩২492840
  • খোরপোষ ছাড়া-ও adultery গ্রাউন্ডে ক্ষতিপূরণ পাওয়ার কথা।
    স্ত্রী চাকরি করলে খোরপোষ পাবেন না বেশিরভাগ সময়। তবে যদি প্রমাণ করতে পারেন যে স্ত্রীর চাকরি/শিক্ষা তার ভরণপোষণের জন্য যথেষ্ট নয় তাহলে রায় বদলাতে পারে।
    সন্তান বা নির্ভরশীল বাবা-মা থাকলে খোরপোষ পাবেন। স্বামীর আয়ের ৩০ থেকে ৬০ শতাংশ খোরপোষ হতে পারে সম্ভবত, একটু দেখে নিয়ে বলতে হবে।
  • Rivu | 78.232.127.201 | ০২ জুন ২০১৩ ১৪:১৮492841
  • পার্সোনালি আমার মনে হয় পরকীয়া একটা সিভিল অফেন্স হওয়া উচিত আর ওই ভাটের স্বামীর পার্মিসনের ক্লসটা উঠিয়ে দেওয়া উচিত। আর অবশ্যই ডিভোর্স গ্রাউন্ড হওয়া উচিত, উইথ ফুল এলিমনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন