এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.80.169 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৭:৫০493383
  • অন্ধকার-অন্ধকার সময় মানে কি ফ্ল্যাশব্যাক ?
  • Siddhartha Sen | 131.104.249.99 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৭:৫৫493384
  • হ্যাঁ এই আলোচনা দেখেছি.. কবে ঘি খেয়েছি এখনো আর গন্ধ শুঁকে যাচ্চি সকলে মিলে। তাও গণ-শোঁকাশুঁকি।

    পরে লিখব এটা নিয়ে। আপাতত সপ্‌ত্‌পদী ফিলিমটা একটু দেখছি। এই সিনেমা টা বড্ড অবাক করে দেয়।
  • ranjan roy | 14.97.113.254 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৮:২৪493385
  • বেশ লাগলো সিদ্ধার্থ ও রিদ্ধিমানের যুগলবন্দী। কিন্তু সিদ্ধার্থ এটা কেন লিখলেন যে এরপর সম্পাদক লিখতে দেবে না? এটা তো খোলাপাতা!
  • ranjan roy | 14.97.113.254 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৩২493386
  • পাই,
    সিদ্ধার্থের ভিলেনের প্রতি গোপন আকর্ষণ(:))) কথাটায় দম হ্যায়। আমার মনে হয় একরঙা ভিলেন আর একরঙা হিরো --
    দুটোই আমাদের ক্লান্ত করে।
    ছোটবেলাতেও মুখবুঁজে পিঠ বেঁকিয়ে সারাবছর পড়ে ফার্স্ট হওয়া ছেলেদের চেয়ে ক্লাস কেটে, ফুটবল পিটে, টিচারদের পেছনে লেগে, হাফ ইয়ার্লিতে ফেল করে ফাইনালে মেরিটে আসা ছেলে আমাদের রোল মডেল ছিল।
    সুখময় চক্রবর্তীদের চেয়ে অমর্ত্য সেনেরা সবসময় আকর্ষণীয়।
    অবশ্যি তোমার রোল মডেল যদি আলাদা হয়ে থাকে:))))))
  • kallol | 101.63.150.55 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৩৯493387
  • কোমল গান্ধার নিয়ে আবারও কথা হবে। আগে কোমল গান্ধার নিয়ে টইয়ে নানান কথা হয়ে গেছে। সেখানে ঋদ্ধির কথাগুলোর সাথে একমত হইনি। কিন্তু মনে হয়েছিলো এটা অন্য স্বর, অন্য দেখা, যার সাথে আমার ততো পরিচয় নেই।
    আমরা যারা ৫৫-৬০এর কাছাকাছি বয়সের মানুষ, যাদের বেড়ে ওঠা একটা বাম আবহের মধ্যে দিয়ে, তাদের কাছে বর্তমান ছিলো নকশাল আন্দোলন, যুক্তফ্রন্ট, উৎপল দত্ত-অজিতেশ-শম্ভু মিত্র বা সত্যজিত-মৃণাল। এই আবহে পুরোনো আইপিটিএ, ঋত্বিকের ফিল্ম তখন অতিকথায় পরিণত।
    ফলে আমাদের কোমল গান্ধার ভালো লাগবেই। এটা নিছক কোন দায়বদ্ধতা নয়। স্বপ্নের পুণর্নির্মানে স্বপ্ন থাকবেই।
    ঋত্বিক ""বালের সিনেমাওয়ালা"" ছিলেন না। সিনেমাটা বুঝতেন ও ভালোই বানাতেন। ওঁর কিছু দার্শনিক বদ্ধতা ছিলো (মার্কস-ইয়ুং ফিউশন)। এই বৈশিষ্টটাও সেই সময়ের। তা নিয়ে আমার বিরক্তি থাকলেও ওর কাজ ভালো লাগে আজও, যদিও দার্শনিক ভাবে আমি ঐ অবস্থানে নেই,তবু। মায়া রহিয়া যায়।
    সিদ্ধার্থর বাইশে শ্রাবন পড়ে ভালো লাগলো। সিদ্ধার্থ আর ঋদ্ধি মিলে যদি কোমল গান্ধার নিয়ে কথা বলে, আমি শুনতে আগ্রহী, একমত না হলেও।
  • pi | 72.83.80.169 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৪৩493388
  • সব কিছু করেও ফাইনালে মেরিটে আসা - এতো চূড়ান্ত হিরোগিরিই !
  • aka | 75.76.118.96 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৪৮493389
  • আমি কি ২২ শে শ্রাবণ নামে অন্য সিনেমা দেখেছি? ক্ষী ক্ষাণ্ড।
  • kallol | 101.63.150.55 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২২493392
  • কেন? ২২শে শ্রাবণ নামে মৃণালবাবুর একটা সিনেমাও তো ছিলো।
  • i | 124.169.11.155 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২২493390
  • আছে তো অন্য ২২শে শ্রাবণ। মৃণাল সেনের প্রথম দিক কার ছবি। মাধবী, জ্ঞানেশ মুখার্জী সম্ভবত:।

    সৃজিতের ২২শে শ্রাবণ দেখে যে এত কথা জাগতে পারে-এইটা আশ্চর্য লাগছে।আবার দেখে নেওয়া উচিত আমার। অথচ ইচ্ছে করছে না।
  • dd | 122.167.2.220 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৫493393
  • রিদ্ধি,সিদ্ধার্থ,ঋতম ..... সবাই দেখছি ফাটাফাটি লিখেছে !! টাইপো কম হলে আরো সুখপাঠ্য হতো।
  • tatin | 117.197.71.26 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪৪493394
  • টাইপো পড়াতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। গুরুগম্‌ব্‌হ্‌হীর লেখায়, তীক্ষ্ণ যুক্তিজালের সাফোকেশনে একটা রিলিফের কাজ করে টাইপোরা
  • ridhhi | 108.218.136.234 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৬493395
  • একটু সাইড, একটা নতুন খবর পেলাম! অমর্ত্য সেন কি ডানপিটেগিরি করে ফাটিয়ে দিল, রন্‌জন ০ যদি একটু বলেন। আপনার কাছে সলীদ মাল আশা করছি।
    কিন্তু আমার কেমন একটা সন্দেহ এটা সেই বেলেল্লাপনার টইটার মত হবে । সবাই বলছে হেবি বেল্লেল্লাপনা করব, যা ফুল্টুস মস্তি হবে , উরিইই না, তরপর এক জনতা এজিগেস করল একস্যাকটলি কি হবে তখন যা বেরোলো তা হল , হুলিয়ে মাল খাব, যাস্ট হুলিয়ে, মানে যাকে বলে বটামস আপ, তারপর এক হাতে মার্ক্স অন্য হাতে ওক্টাভিও পাজ নিয়ে হোলনাইট ডিস্কাসান। এক কথায় উই শাল সিম্পলি গো ওয়াইল্ড, বউ জানতেই পারবে না (চোখ মারার ইমোটিকন)। এরকম কোন ওর্গির কথা বলতে চাইছেন কি? অমর্ত্য সেন সে নিরিখে নিশ্চোয়ী হার্ভার্দের দুষ্টু ছেলে' ( ব্র্যাট এর ভাল বাংলা কি ? ভাষার দোষ না সমাজের দোষ জানি না, না আবাপ দেখি টেলিগ্রাফ থেকে অনুবাদ করে বলে বলিউদের দুষ্টু ছেলে সালমান খান)
  • ridhhi | 108.218.136.234 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:০৩493396
  • স্কুলে ছোটবেলায় দুই বন্ধুর ঝগড়া শুনেছিলাম। কার পাড়ার গুন্ডা বেশী খতর্নাক। তাতে একজন বল্ল, আমাদের লোকটা যাস্ট হাত কাটা বুঝলি দুটো হাত নেই, পায়ে গুলি, খুড়িয়ে খুড়িয়ে চলে, কলার থেকে পুরো এম্পটি। তাতে অন্যজন " আঅরে দুউর ,আমাদের অজয় দা মাল খেয়ে, সিরিয়াসলি যাস্ট মাল খেয়ে , তাও দুপুরবেলা, রাস্তার ওপরে সটান শুয়ে থাকে। একদম পুরো আউট হয়ে ঘুমিয়ে বুঝলি, পুরো হাত পা ছড়িয়ে বুক চিটিয়ে ঘুমায় সালা, দুপুরবেলা মাল খেয়ে! '
    এটা আমার এখনো মনে আছে, আর অনেক সিচুয়েশানেই বারবার মনে পড়ে যায়, রসময় আর অমর্ত্যর গ্র্যাড স্টূডেন্ট রা মনে হয় কার এডভাইসর- কত-কুল খেলায় অনেকটা এই লাইনে আলোহনা করত। "dr sen জীবনে আট বার সেক্স করেছিল জানিস, আট-আট টা। সু: চ: র ছাত্র একদম ব্যাক্‌ফুটে 'আটবার?' 'ঐ তো। সেক্স কি একরকম পাগলা, ইন্টারন্যশনাল রুলে দু রকম, পোস্ট আর প্রি(মারিটাল)। চারটে বিয়ে করলে টোটাল কটা হয়, যা যা ইকো মাগা গিয়ে'- এই ধরনের কিছু একটা বাক্যালাপ হবে।

  • sda | 117.194.200.253 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৯493397
  • রিদ্ধিদা , আপনার রিভিউর স্টাইলটা বেশ ভালো লাগলো, বেশ অন্যরকম। যদিও খানিকটা পুরোনো সিনেমা , তবু হারবার্ট নিয়ে একপিস রিভিউ নামিয়ে ফেলুননা। আমার ব্যক্তিগত মত , গত দশ বছরে ঐ একটি বাংলা সিনেমা হয়েছে যা বার বার দেখা যায়। বাইশে শ্রাবণ অতিশয় জালি সিনেমা ( সেম গোজ ফর অটোগ্রাফ )। সুমন মুখোপাধ্যায়ের পরের ছবিটাও, যেটা কয়েকটা গল্প জুড়ে বানানো (নাম ভুলে গেছি) ঝুলিয়ে একশা করেছে।
  • lcm | 69.236.174.254 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০০493398
  • আমার কেন জানি মনে হয়, হারবার্ট যদি লিনিয়ার স্টোরি টেলিং হত আরো ভালো হত।
  • kd | 59.93.197.161 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৬493399
  • আমি ঋদ্ধির কাছে ""চাঁদের বাড়ী''র রিভিউ চাই। আমার দৃঢ় বিশ্বাস, ঋদ্ধি পুরো চক্‌মকাইবে।
  • pinaki | 85.231.136.70 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৭493400
  • ব্যাস। মাঝখান থেকে রঞ্জনদা কেস খেয়ে গেছেন। :-)
  • arnab | 14.98.228.115 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৪493401
  • শ্রীজিত কী এই টই পড়েন? বা বাংলাবাজারের অন্য উদীয়মান বা অস্তায়মান ফিলিম পরিচালকেরা? কে জানে, তারা যদি নিখুঁত, দুর্দান্ত ভালো সিনেমা বানাতে শুরু করেন... তাহলে আমরা কী নিয়ে কথা বলবো? তুমি এই কোরো ভগবান যেন বাংলায় আরো আরো বিচ্ছিরি আর ময়লা আর টোকা সিনেমা বানানো হয়...
  • Ritam | 180.215.68.248 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২১493403
  • হারবার্টএ কিন্তু গল্পটা ছাড়া সিনেমার ভাষাগত দিক থেকে উল্লেখযোগ্য বিশেষ কিছু আমি খুঁজে পাইনি।
  • PT | 203.110.246.230 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৬493404
  • সব পোস্টিংগুলো পড়িনি। তাই আমি এটা প্রথম লিখছি কিনা জানিনা। এতগুলো খুনের পাশে হাতে লেখা(?)কবিতার লাইন পাওয়া গেল। অথচ কোন handwriting expert-কে consult করা হলনা। আশ্চর্য না? তাহলে অন্তত: প্রমাণ করা যেত যে লেখক (গৌতম ঘোষ) আসলে খুনী ছিল না? এইটা না হয়ে থাকলে নতুন বাইশে শ্রাবণ ছবি হিসেবে উপোভোগ্য কিন্তু থ্রিলার হিসেবে বেশ কাঁচা!! নাকি এরকম কিছু ছিল আমি বুঝতে পারিনি?
  • PT | 203.110.246.230 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৭493405
  • **উপভোগ্য
  • sda | 117.194.199.195 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২১493406
  • শ্রীজিৎ পরিচালক হিসেবে নিতান্ত মিডিয়কার। ওনার টার্গেট অডিয়েন্স মূলত: কলেজের খোকাখুকিরা, যারা বাইচান্স একটু এলিট ঘরে জন্মে গেছে বলে খোকাবাবু বা চিরদিনই তুমি যে আমার টাইপ সিনেমা দেখতে লজ্জা পায় , আবার হার্বার্ট এর মতো আন্তর্জাতিক মানের সিনেমা ব্রেনে কুলোয়না, তারা। পোসেনজিৎকে দিয়ে খিস্তি করানোর মূল উদ্দেশ্য এই অডিয়েন্সকে একটু এন্টারটেনমেন্ট দেওয়া। ফ্যাতাড়ু নাটকটি কলকাতার বিভিন্ন হলে ৩ বার দেখেছি , সেখানেও এই ধরনের দর্শকে ভর্তি, নাটকে প্রচুর খিস্তি আছে জেনে দেখতে এসেছে।
  • pinaki | 85.231.136.70 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩০493407
  • না, সদা, দিন বদলেছে। তুই যাদের কথা বলছিস তারা দিব্যি গর্বের সাথেই খোকাবাবু দেখে।

    সিনেমাটা আমি দেখেছি। মূল্যায়ন করতে একটা রেফারেন্স ফ্রেম লাগে। গড়পড়তা বাংলা সিনেমা যদি রেফারেন্স ফ্রেম হয়, তাহলে সিনেমাটা ভালো। এন্টারটেইনিং। কিন্তু হলিউডি থ্রিলারের সাথে তুলনা করার মত নয় - সে তো সবাই বোঝে।

    তবে খিস্তিগুলো খুব ইম্পোজড লেগেছে। সে জন্য কার দায়িত্ব বেশী - পরিচালকের না অভিনেতার, নাকি স্ক্রিপ্টের - সেটা বলতে পারব না।
  • aka | 75.76.118.96 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪২493408
  • সিনেমাটাতে কেলাস থিরির মতন কিছু ভুল আছে। যেমন 'ফিরে এসো চাকা' নামক খুনে গাড়ি ব্যবহার হয়েছে কিন্তু সাসপেক্টের হতদরিদ্র অবস্থা। এহেন ডিসক্রিপেন্সি কপুর সবথেকে স্মার্ট পুলিশ ধরতে পারল না। শার্লক হোমস, শরদিন্দু পড়া বাঙালীর এই মাল সহ্য হয় কেং করে?
  • T | 14.139.128.11 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৪493409
  • যাদের সহ্য হচ্ছে তারা আদৌ শরদিন্দু ইত্যাদি পড়েছে নাকি?
  • tatin | 117.197.65.201 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৫493410
  • ফেলুদা অর শঙ্কুর মত খাজা ডিটেকটিভ আর সায়েন্স ফিকশন পড়ে যারা বড় হয়েছি তারা এর থেকে বেশি আর কীইব ডিজার্ভ করি?
  • lcm | 69.236.174.254 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৬493411
  • হে হে, তাতিন ...,তাহলে আমিও জুড়ে দিই।
    চিংড়ির মালাইকারি আর নলেনগুড়ের সন্দেশের মতন খাজা খাবারকে ডেলিকেসি ভেবে যারা বড় হয়েছি তারা এর থেকে ভাল আর কী খাবারই বা ডিজার্ভ করি?
  • omnath | 59.160.210.2 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৭493412
  • ফেলুদা আর শঙ্কুর কনটেন্ট নিয়ে কিছু বলছি না, কিন্তু ফর্ম, লিটারারি ফর্ম, ভাষা ও মার্ডানিটি .... এর বিরুদ্ধে বলতে আরেকটা নির্মোহ ব লাগবে।

    বাইশে শ্রাবণ টানা দেখি নি, কিন্তু কিছু অংশের ফর্ম, সিনেমার ভাষা, স্ক্রিপ্ট বাংলা সিনেমার ক্ষেত্রে, হ্যাঁ রেফারেন্স বাংলা সিনেমার ক্ষেত্রে, বেশ বেশ ভালোই বলতে হয়।
  • omnath | 59.160.210.2 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪১493414
  • আর সিদ্ধার্থ পোচ্চুর চোন্দিল পড়ে, ফর সিওর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন