এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 117.197.75.21 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৬:১৯493415
  • কনটেন্ট নিয়েই বক্তব্য: স্পেশ্যালি ব্যোমকেশ ও ঘনাদা থাকতে ফেলুকেশ টাইপের ডিটেকটিভ আর শঙ্কু গোছের গাঁজাখুরি দিয়ে যারা উল্লসিত
  • T | 14.139.128.11 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪০493416
  • উরিশ্লা, উপরের বক্তব্য পড়ে বিষম খেয়ে গেলুম।
  • arnab | 14.98.42.199 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৫493417
  • লাশের পাশে হাতে লেখা কবিতা নয়, টাইপ করা কবিতা ছিলো। আর ২২শে যাদের কলকাতার মতই ভুলে ভরা মনে হচ্ছে, রেফারেন্স ফ্রেমের কথাটা সেখানেই আসে। রয়েল বেঙ্গল রহস্য বলেও একটা কিছু রিলিজ করেছে।
    "কিছু ভুল' বোলে আকা একটা ভুলই উল্লেখ করেছেন। তবে চোরাই গাড়ি নিয়ে কুকাজ আর ট্যাক্সি ছিনতাই করে অপহরণ/খুন এসবের তো অষ্টাদশ পর্বই হয়ে গেছে। ভুল আরো আছে, ঠিক, কিন্তু একেবারে নির্ভুল কোনো কাজ করা তো বেশ কঠিন। পএরিচালকের জীবনের ২য় কাজ এটা। মানিকবাবুর জীবনের অন্যতম সেরা কাজ চারুলতাতেও ভুল আছে।
    তাহলে... ব্যাটাকে কী করা যায় বলুন তো?
  • sda | 117.194.200.239 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৮493418
  • ফেলুদার থেকেও খাজা ডিটেকটিভ গল্প আছে তো। বুদ্ধদেব গুহর ঋজুদা। পুরো বিজ্ঞের বাটখারা যাকে বলে।
    বাংলায় ম্যাচিওরড গোয়েন্দা গল্প বলতে শরদিন্দুর ব্যোমকেশ আর নারায়ণ সান্যালের কাঁটা সিরিজ ছাড়া আর কিছু তো মনে আসে না। সান্যালবাবু বেশীরভাগ ক্ষেত্রে আগাথা ক্রিস্টি ইত্যাদি থেকে বলেকয়েই প্লট নিয়েছেন, কিন্তু বিদেশী গল্পকে বিশ্বাসযোগ্যভাবে বাংলার পটভূমিতে রিরাইট করা ও বেশ চাপের কাজ।
  • sda | 117.194.200.239 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৯493419
  • ম্যাচিওর *
  • Du | 117.194.193.69 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫১493420
  • ২২শে শ্রাবণের সবচেয়ে বড় ভুল মনে করি খুনগুলোকে ট্রিভিয়ালাইজ করে দেওয়াটা। খুনীর ওপরে সিনেমা যেন খুব বেশি নির্মোহ ব ছিল না একটু সহানুভূতিশীলই ছিল। এইটা আমার মনে হয়েছে পরিস্কার কিছু লাইন নেই যদিও।
  • Tim | 198.82.20.250 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৩493421
  • মাইরি তাতিন এইটা হেব্বি দিলো! মানিকবাবুকে নিয়ে নির্মোহ ব হবে নাকি?
  • aka | 168.26.215.13 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১১493422
  • বাকি ভুলগুলো ধরতে গেলে আবার সিনেমাটা দেখতে হবে, আর মনে নেই। সিনেমাটা দেখারও আর ইচ্ছে নেই।

    একজন সফল চিত্র পরিচালক গল্পের চরিত্রগুলোকে সফল ভাবে নির্মাণ করে, সারা ছবি জুড়ে। পরমব্রত, একজন সফল, সৎ , নব্য যুবক পুলিশ অফিসার। সফিস্টিকেটেড গার্ল ফ্রেন্ডকে কাঁচা খিস্তি দিতে আটাকায় না, অথচ পোসেনজিতের কাঁচা খিস্তি শুনে নাক, মুখ কুঁচকে যায়। সম্পর্ক যখন বেশ স্বাভাবিক হয়ে আসে, অনেকটা কলেজের থার্ড ইয়ার আর ফার্স্ট ইয়ারের সম্পর্কের মতন, তখনও পরমব্রতর মুখে কোন গালি শোনা গেল না। আর সফল পুলিশ অফিসার যার অবস্থান হল গিয়ে সিনেমার অ্যান্টি হিরো পোসেনজিতের উল্টোদিকে - মানে বেপরোয়া, নিয়ম শৃঙ্খলা না মানা এক বেহিসেবী চরিত্রের কাউন্টারে - নিয়ম মানা, সৎ, কর্তব্য পরায়ণ এক পুলিশ অফিসার কিনা কলেজ স্টুডেন্টদের মতন গাঁজা খায়? সৃজিত প্রমোদের ক্যান্টিনটা ছাড়তে পারে নি। এর আগের সিনেমাতেও এসেছে, এখানেও এসেছে গার্ল ফ্রেণ্ডের সাথে গাঁজা খাওয়া, প্রেসির প্রবাদ - গাঁজা না খেলে হবে না ভালো ছেলে। মোদ্দা কথা সিনেমার হিরোর চরিত্রটাই এমন খাপছাড়া যে ঠিক অ্যাট্রাক্ট করে না।

    অবশ্য এইসবই সেকেণ্ডারি, রহস্য গল্পে আগে হল গিয়ে রহস্যগুলোতে ফুটোফাটা বন্ধ রাখা। যেমন ক্রিকেট খেলায়, হেবি ব্যকরণ, প্রচূর কেত কিন্তু ফার্স্ট বলে বোল্ড হলে দিনের শেষে নামের পাশে শূন্য রান এখানেও সৃজিতের নামের পাশে আস্ত গোল্লা সে আর্কিটাইপ, সিনেমার ভাষা ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন।
  • lcm | 69.236.174.254 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১২493423
  • খাইসে! এইবার শুরু হবে কচুরির ফর্ম আর রাধাবল্লভীর কনটেন্ট নিয়ে তুলনামূলক আলুচানা। একটা সাউথ ইন্ডিয়ান আইটেম খুব পপুলার - উপমা।
    চারদিকে উপমা।
    ঋত্বিক-সৃজিত, ব্যোমকেশ-ফেলু.... কিন্তু উপমা কি এমন খাদ্য...

  • tatin | 117.197.71.120 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৯493245
  • ঋজুদা তো শিকারী, তাই না?

    ফেলুদার ভিলেনগুলোকে ভাবুন, পুরো সন্দীপ রায় মার্কা কাজকম্মো করে- একজন গোয়েন্দার সামনে গ্লোব ট্রটার সাজতে যায়, একজন আবার ছবি কপি করে তাতে শ্যামাপোকা আট্‌কালো কিনা দ্যাখেনা! ফেলুদা মগজাস্ত্র মগজাস্ত্র ক্লেম করে কিন্তু মাথা খাটানো ছাড়া সবই করে। তার ওপর একটা ডিটেকটিভ, সে নাকি কোঁচড়ে করে লালমোহনের মতন কেবলাকান্তকে নিয়ে ঘোরে। পুরো জিনিসটাই পাব্লিক কী খাবে ভেবে করা। আর তাই নিয়ে তিনদশক ধরে কী বিশাল আহাউহু!

    এই পাব্লিকের জন্য সৃজিৎ-এর গোয়েন্দাগল্প মোর দ্যান যথেষ্ট!
  • Tim | 198.82.20.250 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৫493246
  • তাতিনকে মনে করিয়ে দিই, ইংরিজি সিনিমায় অ্যাকশন কমেডি বলে একটা জঁর হয়। ফেলুদা অনেকটা সেই ক্যাটেগরিতেই পড়ে।
  • lcm | 69.236.174.254 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৪493247
  • ইয়ে মানে, ফেলুদা স্টোরির প্রাইমারি টার্গেট তো বাচ্চা/কিশোর.... ঐ বয়েসে হাই ক্যালোরির খাদ্য...
  • T | 14.139.128.11 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৫493248
  • ফেলুদা কি করলে তাতিন বাবু খুশি হতেন জানতে মঞ্চায়।
  • lcm | 69.236.174.254 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৪493249
  • প্রবলেমটা ফেলুদার গোয়েন্দা গপ্পো কার তুলনায় কত খাজা কত ভাল ঠিক না নিয়ে নয়। প্রবলেম হল মেজরিটি জনতা ফেলুদা নিয়ে নাচানাচি করে। আপামর জনতা যা যা নিয়ে হৈ চৈ করেন - সেগুলি অনেকের কাছে প্রবলেম। অ্যান্টি পপুলিস্ট স্ট্যান্ড ও তো একটা স্ট্যান্ড।
  • tatin | 117.197.71.120 | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৭493250
  • না:, প্রবলেম কোনোটাই নয়, শুধু ফেলু মিত্তিরের লিগ্যাসিতে সৃজিৎ-এর কাঁচা প্লটের গল্প আমাদের প্রাপ্যই, এইটুকু বলা। বা একটা বেটার ক্রাইম স্টোরি কেন আসছে না, সেটাও।
  • tapas das | 113.21.66.23 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০২:২৫493251
  • (২২শে শ্রাবণ দেখেছিলাম রিলিজের পয়লা সপ্তাহে. নাইট শো. পরের দিন আপিস. তা সঙ্কেÄও ফিরে এসে নিম্নোক্তটি লিখে ফেলতেই হয়েছিল, নইলে প্রবল অম্ল হতো. এ লেখাটা এখন এখানে খাটে কিনা জানি না, তবু রইল.)

    বাংলা সিনেমা একটা মুক্তি পেল বইকি. ২২শে শ্রাবণ নামের একটা পচা বাংলা সিনেমার (মৃণাল সেন কৃত) ভান করা গাম্ভীর্যের হাত হতে মুক্তি. সুতরাং সৃজিতবাবু , তোমাকে সেলাম.
    কিন্তু বাকিটা!
    বাল!
    মাইরি!!!

    কনটেন্ট নিয়ে ২- ৪ কথা

    একটা সিনেমার মুখ্য চরিত্র, যাকে ঘিরে সাদা ও গোলা পাবলিক হাততালি দেবে, সেই ক্যারেক্টারটা বনে উঠল শুধু কেলিয়ে, খিস্তি করে, সিভিল রাইটসের গাঁড় মেরে, যেমনটা একদা অমিত্তা বচ্চন করে থাকতেন. তাইলে, সেই চেনা পাড়া, চেনা পথে কড়া নাড়া, চেনা আলো, চেনা অন্ধকার? কনটেন্টে আপনার কোনো ব্রেক থাকল না? ও সৃজিত বাবু?

    প্লিজ, গিভ মি আ ব্রেক.

    ফর্ম নিয়েও

    এই যে খিস্তির ব্যবহার, এ বাংলা ছবিকে যে কিঞ্চিত সাবালকতর করল, তা অনস্বীকার্য. এ মাল বাজারে হিট. আর হিটে যদি আভাঁ গার্দের ছোঁয়া লাগে, আহ হা, আমার জানি কত লাগে...

    আর শেষটায়, বুম্বাদার অবিস্মরণীয় ক্যারেক্টারাইজেশন, যা তাঁকে আরও দীর্ঘতর দিন যাবত ল্যা ল্যা পাব্লিকের অমর সঙ্গী করে রাখবে, তা বাস্তবিকই মুন্সিয়ানার পরিচয় রাখে.
    সুতরাং, সৃজিত-পোয়েনজিত জুটি অমর রহে.

    হরি বোল...

  • ridhhi | 129.116.155.244 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০২:৩৭493252
  • তাতিন, আপনি নিশ্চয়ী কাকাবাবুকেও অখাদ্য মনে করেন তাই তো? লালমোহন বাবুকে নিয়ে ফেলুদা ঘুড়ে বেরান কারণ লালমোহন বাবুই যখন তখন উড়ে এসে জুড়ে বসেন। অজিত, হেস্টিংস, এদের আই কিউ কি জটায়ুর থেকে খুব বেশী? ফেলুদা পড়েছি বলেই বা:শ্রা: কে বাল বলছি। ফেলুদা কিশোরেদের জন্য লেখা, তাই প্লট খুব একটা জটিল না, কিন্তু প্লটের সিম্পলিসিটির সাথে মিলিয়ে অন্য অনেক ব্যাপারে, যেমন ন্যারেশানের কঠামো , বিবরণ এসবে একটা সহজ ভাব আছে, যা পুরো পিস টাকে একটা হোলসাম রূপ দেয়, ঠিক আছে?
    অন্যদিকে বা:শ্রা: হয়ে গেছে কন্‌কালের জাঙ্গিয়া। কি ট্রেলার, কি ক্যাচলাইন!
    হাতি পাদবে হাতি পাদবে বলে সকলে বসে রইল। ট্রেলারে প্রসেনি্‌জতে্‌ক দেখে মনে হল ডায়ানোসর পাদবে। লাস্টে কি হল? আমি আপনি পেদে দিয়ে চলে এলাম। সিলেবাসে রাখলাম হ্যামলেট, লেকচারার এসাইন করলাম মমতা। ফেলু দা তো হাতি নয়, একটা ছোকরা ঘোড়া । তার পাদের জোর আমরা জানি।

  • riddhi | 129.116.155.244 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০২:৩৯493253
  • সদা, আমার হারবার্ট প্রচন্ড ভাল লাগে। কিন্তু রিভিউ লেখার মত ক্যাপা নেই। আমার মনে হয় এই সাইটেই হার্বার্ট নিয়ে অনেক ভাল ইন্টারেস্টিং রিভিউ আছে। কর্তৃপক্ষ একটু খুজে দিলেই পাওয়া যাবে।
  • Tim | 198.82.20.250 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪৩493254
  • কঙ্কালের জাঙ্গিয়া!!

    :-))))))))
  • riddhi | 129.116.155.244 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪৭493256
  • তাপস বাবু, বাংলা ছবিকে সাবালক না করেছে প্রসেনজিত না করেছে তার পিতৃদেব, না করেছে তার নতুন বন্ধু সৃজিত । করেছেন পাওলি দাম বলে একজন দু:সাহসী মেয়ে, করেছেন অনুব্রত, গান্ডু ছবিতে । এটা অনেকটা ভারতের স্বাধীনতার জন্য গান্ধীকে দায়ী করার মত । একটাই ভয়, মিথ্যে বারবার বললে তা ক্রমশ সত্যির চেহারা নেয়।
  • lcm | 69.236.174.254 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:০৬493258
  • হা হা , কংকালের জাঙ্গিয়া ! বা:শ্রা: (এরকম লিখলে প্রথম বা: টা অন্যরকম শোনাচ্ছে) -এর সেরা বিশেষণ।

    সৃজিত, অনিরুদ্ধ.... ইত্যাদি নিউ জেন ডিরেক্টরদের কাছ থেকে সত্যজিৎ/ঋত্বিক/বুনুয়েল/গোদার/নোলান কিছু আশা করি না, চাইও না....
    শুধু যদি ওয়ান ফোর্থ বিশাল ভরদ্বাজ, বা, একটু অনুরাগ কশ্যপ, বা, দিবাকর হত। আনফর্চুনেট্‌লি ...
  • PT | 203.110.246.23 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১০:০৩493259
  • পাওলি কাপড় খোলার আগে বাংলা ছবি সাবালক ছিল না?
  • kallol | 119.226.79.139 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:২৬493260
  • তাইই তো। ""মেয়েছেলের"" কাপড় না খোলাতে পারলে সাবালকত্ব প্রমাণ হবে কি করে!!
    সত্যজিত, ঋত্বিক, মৃণাল এরা কাপড় খোলাতে পেরেছে? কে পেরেছে? না, গান্ডু পেরেছে। ব্যস সোজা বলে দেওয়া যাবে সত্যজিত, ঋত্বিক, মৃণাল অন্তত: গান্ডুর চেয়ে অধিক গান্ডুতর।
  • lcm | 69.236.174.254 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৪493261
  • হে হে.... চারটি খিস্তি, চারটি ন্যুড সিন -- এই হল শক্‌, সাবালকত্ব...
    মালয়ালি যে সিনেমাগুলো নুন শো তে চলত সেগুলি তাহলে ছিল মোস্ট সাবালক...
    ঋদ্ধির বাতকম্মোর রেফারেন্স, সাবালকত্ব, শক্‌ --- সব নিয়ে.... হো হো, জমাটি কমেডি...
  • riddhi | 108.218.136.234 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৯493262
  • পিটি, পাওলি নিয়ে স্টারানন্দের ডিবেট টা দেখেছেন? না দেখে থাকলে লিন্‌ক দিয়ে দেবো। এ প্রসঙ্গে আমার মতামত ঐ আসরে চন্দ্রিল ভট্টাচর্জের বক্তব্যের কপি-পেস্ট। অন্তত এই বিষয়ে, আমাদের মনের তার একি সুরে বেজেছে।

    বক্তব্য হল সিম্পল। নিউড সিন সাবালক হবার দিকে একটা বড় স্টেপ। যদি হয়েই যেত, তাহলে এসব নিয়ে এত হৈ-চৈ হত না।
    কল্লোলবাবু নিজে থেকেই 'মেয়েছেলে' শব্দটা জুড়ে দিলেন। নাহলে ওনার বক্তব্য টা পেশ করতে অসুবিধে হয়।
    যৌনতা মানেই দেহ না, একটা ক্লিভেজ না দেখিয়েও সেন্সুয়ালিতির আগুনে দুনিয়া জ্বালিয়ে দেয়া যায় আমরা এগুলো আমরা সবাই জানি। তবুও কাপড় খুলতে হবে। কারণ সাবালকত্বর একটা নেসেসারি কন্ডিশন অকারণ ট্যাবু গুলোকে অতিক্রম করে আসা। নিউডিটি একটা নেসেসারি কন্ডিশান, সাফিসিয়েন্ট নয়। বাংলা সিনেমার দর্শকের কাছে নিউডিটি কোন ব্যাপারি না ট্যাবু ফ্যাবু সব বাজে কথা, তাই সেটাকে ফ্লাউট করার প্রশ্নই ওঠে না- এই স্ট্যান্ড টাই হিপোক্রিসি।

  • riddhi | 108.218.136.234 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৩493263
  • মালোয়ালি রা সাবালক হয়ে গেছে, এর বেশী আর কি বলা জেতে পারে? ন হয় সিনেমা গুলো বোকা মোটা, ছ্যাবলা। ইত্যাদি
    কিন্তু সাবালক বোকা মোটা ছ্যবলা। এতে বিরোধ টা কোথায়?
  • lcm | 69.236.174.254 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৬493264
  • বুঝলাম, সাবালক মানে হল অ্যাডাল্টহুড। বেশ।
  • lcm | 69.236.174.254 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৬493265
  • আর, সাবালক সিনেমা= অ্যাডাল্ট সিনেমা। এই তো? বেশ।
  • kallol | 119.226.79.139 | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৫493267
  • ন্যুড সিন সাবালকত্বের একটা ক্রাইটেরিয়া মাত্র। হ্যাঁ, সাবালকত্ব মানে ট্যাবু ভেঙ্গে ফেলা সুবর্ণরেখা, যেখানে ভাই-বোনের প্রেম সম্পর্ক নিয়ে আসা হয়েছে। ট্যাবু ভাঙ্গা মানে মেঘে ঢাকা তারা, যেখানে নায়িকার প্রেমিক, নায়িকাকে ল্যাং মেরে তার বোনকেই বিয়ে করে ফেলে। ট্যাবু ভাঙ্গা মানে কোমল গান্ধার, যেখানে নায়ক পুতুল পুতুল টেরীকাটা নয়, রুক্ষ আর রাগী।
    ট্যাবু ভাঙ্গা মানে দেশভাগের মত একটা বিষয়কে প্রায় প্রত্যেকটি ফিল্মের কেন্দ্রে নিয়ে আসা।
    বাংলা সিনেলা সাবালকত্ব পেয়েছে পথের পাঁচালী থেকে। হয়তো নাগরিক আগে মুক্তি পেলে, পথের পাঁচালীর জায়গায় নাগরিকই থাকতো।
    তার পরেও বহু ঝুল সিনেমা হয়েছে বাংলায়, এখনো হচ্ছে যেমন হলিউডেও হয়।
    কাজেই সাবালকত্ব অর্জনের জন্য পাওলির কাপড় খোলাটাই বেঞ্চ মার্ক নয়।

    মালায়ালী সিনেমা বোকা, মোটা, চ্যাবলা সাবালক!!! শাবালকত্বের ধারনায় ক্যাবাৎ ক্যাবাৎ। আদুর, অরবিন্দন সব গান্ডু।

    ঋদ্ধি, কিছু মনে করবেন না, আপনার পোস্টগুলো ব:শ্রা:র লিখিত সংষ্করণের মতো লাগছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন