এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এফ ডি আই বিল: ইনফর্মড্‌ ডিবেটের অপেক্ষায়

    ranjan roy
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৩১৮৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 14.96.60.101 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:১২500394
  • কে এই আইকিয়া ? কাঠের মিস্ত্রির (আসলে সবরকম মিস্ত্রিরই) পাঁচ জায়গায় কাজ ধরে সবার এক গাল কামিয়ে বসিয়ে রাখা আর সহ্য হয় না । কে বাবা আইকিয়া ? এই কি সেই পরিত্রাণায় সাধুনাম ?
  • pi | 128.231.22.133 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:২২500395
  • কাঠের মিস্ত্রীকে দিয়ে তো লোকে করায় নিজের পছন্দ, সুবিধার সাথে ফিট করা আসবাব বানানোর জন্য। নইলে তো দোকান থেকে কিনলেই হয়। আইকিয়া তো একপ্রকারের রেডিমেড ই , সেল্ফমেড। এটুকু তফাত। আর হাল্কা, এখানের অন্য দোকানের থেকে দাম কম ইত্যাদি।
    দেশে ঐ ফিটিং, ডেলিভারি সব জুড়েও কি আর দাম কম থাকবে ?
  • pi | 128.231.22.133 | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৪০500396
  • এইটা হয়েছিল কী ?

    On Friday, November 25th, Occupy Seattle will join Occupy Tacoma, Occupy Bellingham and Occupy Everett in a statewide protest at Wal-Mart in Renton at 2:00pm.

    With its long history of mistreating workers and suppliers, its recent announcement of significant cutbacks on employee health care, and its obscene profits, Wal-Mart is a prime example of how the 99% are suffering at the hands of the 1%.

    Wal-Mart is the largest corporation in the world and proof positive of how big business is destructive to our democracy. While Americans are shopping at Wal-Mart, Wal-Mart is buying Congress. Last year, Wal-Mart paid over $4.3 million in campaign contributions (not to mention the monies funneled through donations to lobbying organizations) to protect its interests.

    Unfortunately, its interests are not those of its employees. With $14.3 billion in profits in 2010, Wal-Mart still saw fit to eliminate health insurance coverage for part time employees, cut company contributions to employee health savings accounts by 50% and increase health care premiums 17% to 61% for over 2.1 million employees worldwide. According to an article in the Huffington Post, the average Wal-Mart worker makes $8.81 per hour, while the CEO makes $8990.00 per hour.

    The Walton family (the largest shareholders of Wal-Mart stock and descendants of its founder) is the wealthiest family in the United States with an estimated net worth of $92 billion (according to Forbes’ latest ranking). That’s more wealth than the bottom 40% of Americans combined. They directly gave $7,000,000 in political contributions in 2010 and billions more through their family foundations in an effort to buy our legislative process. It’s time to Occupy Wal-Mart, to shine the spotlight on its many abuses and to support its millions of workers in their struggle for a living wage. Transportation will be leaving from Westlake Center starting at 12:30pm.

    http://occupywallst.org/article/occupy-seattle-occupies-wal-mart/

  • kc | 178.61.96.29 | ৩০ নভেম্বর ২০১১ ০০:২৭500397
  • ভারতে এসবের কোনও ঝামেলাই নেই। এমপ্লয়ি / সেলসম্যানরা আসবে এজেন্সি থেকে, দুই সেট ড্রেসের জন্য টাকাও এমপ্লয়িকেই প্রথমে এজেন্সির কাছে জমা দিতে হবে।
  • h | 117.194.232.188 | ৩০ নভেম্বর ২০১১ ০৭:৫৪500398
  • আকার স্ট্যাট যেটা এড়িয়ে যাচ্ছে, সেটা দুটো জিনিস:

    ১। প্রথমত নিয়ন্ত্রন কমানো র প্রচেষ্টা একই সঙ্গে চলছে। আর মাঝে মাঝেই সরকার আমার তেমন কিসু করার নেই বলে বসে আছে।
    ২। যখন বলছে করার আছে, তখন আরো নিয়ন্ত্রন কমাচ্ছে। করে বলছে, এই নিয়ন্ত্রন আমার হাতে না থাকাই ভালো।

    জুজুর প্রশ্ন নয়, যে কোনো ভাবেই ইকোনোমিক তো বটেই সরকারি সোশাল দায়িঙ্কÄ কমানোর প্রচেষ্টা চলছে। ইনফ্লেশন বেশি, ইনফ্লেশন কমাবে বলে মাল্টি ব্র্যান্ড এফ ডি আই আনার কথা বলছে, অপোজিশন এর মধ্যে বিভাজনের জন্য বলছে রাজ্যরা নিজেদের মত করে অ্যাডপ্ট করবে, এর পরে পিডিএস সম্পূর্ণ তুলে দিয়ে বলবে, আমার রেশনিং এ বড্ড পিলফারেজ আর লজিস্টিক্স এর প্রবলেম, মাল্টি ব্র্যান্ড স্টোরের মধ্যে দিয়েই করে নি একটু। তার আগে অবশ্য অনেক দিন ধরে বলছে, পিলফারেশন আর লজিস্টিক্স কমানো আমাদের কাজ না, একটু প্রাইভেটাইজ করে দি। অ্যান্সিলিয়ারি সার্ভিসেস অলরেডি অনেকটাই প্রাইভেটাইজড।

    স্কুল চালাবো না, বড্ড খচ্চা, স্কুল তুলে দি। হাসপাতাল চালাবো না বড্ড খচ্চা তুলে দি। রিক্রুটমেন্ট শুধু পুলিশে, তাও পুরো মাইনের না, হাফ মাইনের এস পি ও। সিভিল ওয়ার গুলো চালানোর জন্য।

    দেখা যাচ্ছে সরকারের মেন কাজ হল গুরুচন্ডালি পড়া আর মার্কেট ইকোনোমি ইন সেভেন স্টেপস এর শিক্ষা নিয়ে উদ্বুদ্ধ হওয়া, আর মাঝে মাঝে একটু মানবিক সিভিল ওয়ার চালানো :-))
  • aka | 75.76.118.96 | ৩০ নভেম্বর ২০১১ ০৮:৪৫500400
  • তাই হঠাৎ করে যে চিৎকার উঠেছে মম অ্যান্ড পপ শপ উঠবে তা বোধহয় খানিক জুজু দেখা।

    ২। মম অ্যাণ্ড পপ শপ না উঠলেও এই বড় রিটেল গুলো অবশ্যই পুরো সাপ্লাই চেন খানিকটা ঠিক করবে (নিজেদের প্রয়োজনে)। একস্ট্রা যে শাখা প্রশাখা আছে তারা কম্পিটিশনের কারণেই খানিক কাটা পড়বে। তা সে পড়াই উচিত।

    ৩। পরে দাম বাড়ানোর ধারণা আরও অমূলক। ওয়ালমার্ট ভারতের মতন জায়গা থেকেই জিনিষপত্তর কিনে অন্য জায়গায় কম দামে বিক্রি করে। ভারতের মার্কেটে সেই কম দামের অ্যাডভান্টেজ অনেক মম অ্যাণ্ড পপ শপ নিতে পারে যা কিনা বিদেশে সম্ভব না।

    তাই রিটেলে এফডিআই এল আর হুড়মুড় করে বিদেশী দৈত্য রিটেলরা এল আর ছোট ব্যবসায়ীরা উঠে গেল ব্যপারটা ঠিক তেমন নয়। ভারতের প্রেক্ষিতে ফেলে বিচার করুন। তাহলেই দুধ কে দুধ আর পানি কে পানি হয়ে যাবে।

    আর অন্যদিকে যদি এখন প্রোটেকশনিস্ট স্ট্যাণ্ড নিয়ে এদের বিরোধীতা করা হয় তাহলে এরা যে ভ্যালু অ্যাডিশন টা আনে সেটা মিস করব।

    যেমন

    ১। নিজেদের প্রয়োজনে চাষে ইনভেস্ট করা, কোল্ড স্টোরেজে ইনভেস্টমেন্ট (ফলত বর্তমান মাফিয়া রাজের শেষ)
    ২। এফিশিয়েন্ট লীন প্রসেস যা কিনা দাম কম রাখতে সাহায্য করে

    ইত্যাদি।
  • aka | 75.76.118.96 | ৩০ নভেম্বর ২০১১ ০৮:৪৫500399
  • হানুদার বিরোধীতা বেসিকালি খুবই তাঙ্কিÄক জায়গা থেকে, বামপন্থী স্ট্যাণ্ড থেকে। ফ্রি মার্কেট খারাপ কেননা ওয়াল স্ট্রীটে বদ লোকে সাবপ্রাইম লোন খেলেছে, রিস্ক মডেল গুলো আসলে বাল, তাই রিটেলে নিয়ন্ত্রন ছেড়ে দিলে হাজার সমস্যা আসতে পারে। বাকিটা হানুদা বলে নি অন্যরা বলেছে যেমন

    ১। মম অ্যাণ্ড পপ শপ উঠে যাবে।

    ২। ফড়েদের সবার ইনকাম ভোগে যাবে।

    ৩। বড় রিটেলর প্রথমে কম দামে মাল বেচবে তারপরে একবার মনোপলি চলে এলেই ব্যাস রোজ রোজ দাম বাড়াবে।

    তা হানুদার তাঙ্কিÄক বিরোধীতা থেকে বেরিয়ে এসে খানিক রিটেল স্পেসিফিক ভাবে পুরো বিষয়টাকে দেখা যাক।

    সত্যিই কি মম অ্যাণ্ড পপ শপ উঠে যাবে?

    উত্তর হল না। ভারতের মতন দেশে ছোট রিটেল শপের নিজস্ব কম্পিটিটিভ অ্যাডভানটেজ আছে। কিরকম

    ক) ছোট দোকান ছোটি বাত, ছোটি সি অপারেটিং কস্ট। ওয়ালমার্টের এসি নেই, স্ক্যানার নেই, ম্যানেজার নেই, ফ্রিজারে হিউমিডিটি ক®¾ট্রালার নেই। অতএব ওভারহেড কম। সাপ্লাই চেন ছেঁটে ওয়ালমার্ট যা লাভ করবে তার অনেকটাই যাবে এইসব ওভারহেডে।

    খ) গ্রাম বাংলায় - যা কিনা ভারতের অধিকাংশ - ওয়ালমার্টের যাওয়ার কোন চান্স নেই। কারণ এখানের লোকের চাহিদাই অন্যরকম। ভারতের দুই তৃতীয়াংশ লোক এখনও দিনে ২ ডলারের নীচে বাঁচে। এনারা চাইলেও এক বস্তা চাল, মাসের জন্য একেবারে শ্যাম্পু কিনতে পারে না। এদের দরকার এক ঠোঙা চাল, ছোট্ট পাউচের শ্যাম্পু আর পাড়ার বাদুদার দোকানে একটি ধারের খাতা। বাদুদা মানে ছোট্ট দোকানের মালিক এইসব জানেন এবং সেই অনুযায়ী ছোট্ট শ্যাম্পুর পাউচ, ধারের খাতা নিয়ে প্রস্তুত। কিন্তু ওয়ালমার্ট নয়।

    গ) হঠাৎ চিনি ফুরিয়ে গেল বা নুন বা খানিক বেসন আনতে লোকে ওয়ালমার্ট ছুটবে না। ধরা যাক ওয়ালমার্ট হল রাজারহাটে। তো উত্তর কলকাতা থেকে বা দক্ষিণ কলকাতা থেকে রোজ রোজ গিয়ে ওয়ালমার্টে বাজার করা কি পোষাবে? আর সবজির ক্ষেত্রে আমাদের রোজকার বাজার রোজ করার অভ্যেস। হপ্তায় একদিন বাজার করে ফ্রিজে স্টোর করার মতন বিলিতি আদব কায়দায় অভ্যস্ত হতে এখনও দেরি আছে।

    মূলত বস্তা বস্তা চাল, আটা এবং অন্যান্য ডিউরেবল আইটেমস যেমন এসি, গাড়ির টায়ার এইসবই এই রিটেল গুলো বেচবে।
  • aka | 75.76.118.96 | ৩০ নভেম্বর ২০১১ ০৮:৫৬500401
  • তাই বিগ রিটেল এবং ছোট দোকান, বাজার আসলে ঠিক আইদার অর নয়। বড় রিটেল শহরে আসবে, বেচবে মূলত ডিউরেবল গুডস, গ্রামে বাদুদার দোকান দিব্য তড়তড়িয়ে চলবে। বিগ রিটেল প্রিডেটরি প্রাইসিং করে মনোপলি আনার চেষ্টা করলেই লোকাল ছোট দোকান তার অ্যাডভান্টেজ নেবে। উল্টোদিকে বিগ রিটেল আসা বন্ধ করে দিলে অনেক সুবিধা নষ্ট হতে পারে। প্রতীকি মানবিক বামপন্থী বিরোধীতা গুরুচণ্ডালিতে করবেন নাকি রিটেল ইন ইন্ডিয়া ফর ডামিজ পড়বেন সে চয়েজ আপনার। কারণ ইটস এ ফ্রি ওয়ার্ল্ড। :))

  • ridhhi | 108.194.169.197 | ৩০ নভেম্বর ২০১১ ০৯:১১500403
  • পিছিয়ে পড়ে দেখলাম-আকাদা গিনি নিয়ে বলেছেন।
    এবসোলুট স্কেলে নিও-লিবারাল পলিসির কোন খারাপ এফেক্ট হয়নি?? গিনি তো যাস্ট একটা মেসার। এ নিয়ে তো কোটি কোটি লেখা আছে,( পুনরবৃত্তির ঝুঁকি নিয়ে দিলাম)
    http://www.counterpunch.org/2009/02/12/the-largest-wave-of-suicides-in-history/

    peasant households in debt doubled in the first decade of the neoliberal “economic reforms,” from 26 per cent of farm households to 48.6 per cent....the “per capita net availability” of food grain has fallen dramatically among Indians since the “reforms” began: from 510 grams per Indian in 1991, to 422 grams by 2005. (That’s not a drop of 88 grams. It’s a fall of 88 multiplied by 365 and then by one billion Indians.) ..... the average poor family has about 100 kg less today than it did just ten years ago..

    ওয়াল্মার্ট নিয়ে আলোচনা চলুক। ওটা ডিরেল করতে চাই না।
  • h | 203.99.212.53 | ৩০ নভেম্বর ২০১১ ১০:৩০500404
  • aamaarbeeibeshmajaaLaageeilabjabyaapaaraTaa, JekhaaneaamaarbaktabyerbiruddhemenaabhiJogataartaattwikaseemaabaaasaarhataa.toeipryaaGamaaTikaaakaa-tattwekipaaoyaagela, leen-meentattwe? seTaahalaleenthaakabebarhasTorachhaarhaasakale.eba`mmeenbhaabebarhaenTaayaarbhyaaluchenaTaakemanopolaaijakaresamastaudBrittwaTaaiaatmasaa`tkarabe.eba`mbheeshhaNbhaaloTreDapaarapharamenskarabe.aashaakaraaJaaytaarparetaaraabyaayaamkarabe:-) leenephisiyenTaityaadibalaarsamayekaaradRishhTibha`mgeethekebalaahachchhekheyaalraakhaadarakaar.aakaarasa`mkhyaeeshapeeyaudaamoolakgalpepaarasapekaTibhJaapaaoyaagechhe, taahala, barhasToreraarkakhanokakhanoekaprateekeejabaarharipadar.taaraapaatatamaainepaa`nchahaajaar.toJaddoorJaanaagechhe, taaraekhanakaaremaplayaarJadinijeikhucharobyabasaayeehaytaailebhaabishhyateseprateekeeoyaalamaarTerkarmachaareehabe, dhareneoyaaJaachchhe, sekabutareeyai`mrejibalatepaarebaapaarabe.taaraparetaareeshwareraarmanaTekerThikkaredeoyaasaamaajiksthaananuJaayeesehaasimukheaamaargaarhitebiyaaratulateaaraamaarsanTumunukejanmadinerkryaakaarkinatesaahaaJyakarabe.eeshapsabaaikebhaaloraakhaben.eba`mhesehese.haasiTaabaagaNataantrikasahamatTaaimparTaanTa.naileaabaarmyaasabhyaalunirmaaNachalabenaa.

    eibichitraaalochanaaysoshaalmobiliTirgalpaTihajamkaraahala.eba`mshudhutaainaa, bhyaalukanasoliDeshanerarthespheetabarhasTorakeleenbalaahala.aaraamihalaamgiyemukhago`njaataattwika.dRishhTiaamaarxeeNa:-)
  • lcm | 69.236.167.255 | ৩০ নভেম্বর ২০১১ ১০:৩২500405
  • পরে দাম তো এমনিই বাড়ছে।
    মার্কেটে প্রাইস/সাপ্লাই ম্যানিপুলেশন তো এমনিই হচ্ছে।
    চাষীদের হাল এমনিতেই খুব ভাল না।

    সুতরাং, বিগ রিটেইল চলুক না। আরো খারাপ হবার ভয়ে গুটিয়ে না গিয়ে দেখা যাক না কি হয়।

    আর, এসব এমনিতেই হত - "শুধু সুযোগের অপেক্ষায় ছিল" :-)
  • h | 72.83.76.29 | ৩০ নভেম্বর ২০১১ ১০:৩৩500406
  • আমার বেশ মজা আগে এই লব্জ ব্যাপারটা , যেখানে আমার বক্তব্যের বিরুদ্ধে মেন অভিযোগ তার তাঙ্কিÄক সীমা বা অসাড়তা। তো এই প্র্যাঅমাটিক আকা - তঙ্কেÄ কি পাওয়া গেল , লীন - মীন তঙ্কেÄ ? সেটা হল লীন থাকবে বড় স্টোর ছাড়া সকলে। এবং মীন ভাবে বড় এন্টায়ার ভ্যালু চেনটাকে মনোপোলাইজ করে সমস্ত উদরিঙ্কÄ টাই আত্মসাৎ করবে। এবং ভীষণ ভালো ট্রেড পারফরমেন্স করবে। আশা করা যায় তার পরে তারা ব্যায়াম করবে : -) লীন এফিসিয়েন্ট ইত্যাদি বলার সময়ে কার দৃষ্টিভংগী থেকে বলা হচ্ছে খেয়াল রাখা দরকার। আকার অসংখ্য ঈশপীয় উদা মূলক গল্পে পারসপেকটিভ যা পাওয়া গেছে , তা হল , বড় স্টোর এর আর কখনো কখনো এক প্রতীকী জবার হরিপদর। তার আপাতত মাইনে পাঁচ হাজার। তো যদ্দূর যানা গেছে , তার এখনকার এমপ্লয়ার যদি নিজেই খুচরো ব্যবসায়ী হয় তাইলে ভাবিষ্যতে সে প্রতীকী ওয়ালমার্টের কর্মচারী হবে , ধরে নেওয়া যাচ্ছে , সে কবুতরীয় ইংরেজি বলতে পারে বা পারবে। তারপরে তার ঈশ্বরের আর মনটেকের ঠিক করে দেওয়া সামাজিক স্থান অনুযায়ী সে হাসি মুখে আমার গাড়িতে বিয়ার তুলতে আর আমার সন্টুমুনু কে জন্মদিনের ক্র্যাকার কিনতে সাহায্য করবে। ঈশপ সবাই কে ভালো রাখবেন। এবং হেসে হেসে। হাসিটা বা গণতান্ত্রিক সহমত টা ইম্পর্টান্ট। নইলে আবার ম্যাস ভ্যালু নির্মাণ চলবে না।

    এই বিচিত্র আলোচনায় সোশাল মোবিলিটি র গল্পটি হজম করা হল। এবং শুধু তাই না , ভ্যালু কনসোলিডেশনের অর্থে স্ফীত বড় স্টোর কে লীন বলা হল। আর আমি হলাম গিয়ে মুখ গোঁজা তাঙ্কিÄক। দৃষ্টি আমার ক্ষীণ : -)
  • h | 203.99.212.53 | ৩০ নভেম্বর ২০১১ ১০:৩৬500407
  • aamaarabashyaibyaayaamdarakaar.nailehaasiJadinaaphoTe.
  • dukhe | 122.160.114.85 | ৩০ নভেম্বর ২০১১ ১০:৪৩500408
  • আচ্ছা বিগ বাজার কি রিলায়েন্স ফ্রেশের চেয়ে ওয়ালমার্ট জুজু কেন ?
  • h | 203.99.212.53 | ৩০ নভেম্বর ২০১১ ১১:০৮500409
  • dukherprashnaTaarkhubsahajuttarhala, pratyekaTaaikonomikriyeliTitenatunnatunbirodheeaarbenephisiyaaritoirihay.kalakaataayJakhanmeTrotoirihayechhila, takhanpaaikaaribaajaarerlokeraapratibaadkarechhila.JakhanbigabaajaarbaaspensaartoirihayechhilatakhanoprachurpariMaanepaaikaaribaajaareeraaaapattikarechhila.eibaartaarparebirodhitaathemegechhemaaneeinay, Jemaanushherjabalashayni, baabaadhyataamoolakbhaabebyaabasaabadalaatehayni.pratiTisoshaalbaaikonomikTraanajishannatunpraphesantoirikarenatunbenephisiyaariaarnatunxatigrastatoirikare.bRitishraaedesheaasaarpareaamaaderi`mrejishixitainaTelekachuyaal, baachirasthaayeebandobastebenephisiyaarikulaakbaakalaketepharhebaabupoorbapurushhderupakaarhayechhilabaleisamaajersakalerekaidharaNerupakaarhayechhilataanay.kichhukichhurejisTaansahayechhila, Jemansipaaheebidroha.toseiparibartaneheroderbaaJuddhemRitaderba`mshadhareraaobe`ncheaachhe, shudhubijayeeraanay.natunikonomikriyeliTinatunbarhalokersa`Mgenatungareebtoireerpaddhatiudbhaabankarechhe.eTaateotaaihabe.tabebahamaanataakeTriaamphaalijamhisebebyaakhyaakaraaTaaekaTuchaaper.maaneshudhubaamapantheetaatwikeraanana, larhaaikaraaheroraaoekebaarebineDhilemenenebe, kabutareeyai`mrejioraamadebeeyabyaayaamaarmaadhureedeexeeteeyahaasisahaeTaaaashaakaraaThiknaa.
    saadhaaraNataeigyaapaTaa, desherswaartha, raajyerswaartha, prathamabishwa , jaateeyapresTija, niuemplayamenTaityaadigyaasadiyebharaatkaraahay.tumitomaarpachhandergyaasaTibechhenaao.manerekhoshudhubarhasToreieigyaasapaabe:-)
  • ppn | 204.138.240.254 | ৩০ নভেম্বর ২০১১ ১১:১৮500411
  • হনু লেখে বড় ভালো। :)

    কিন্তু কোন সমীক্ষার রেজাল্ট কি আছে কতজন বড় বড় রিটেল চেইন বাজারে আসার পরে জবলেস হয়েছেন বা ব্যবসাপাতি গুটিয়ে বন্ধ করেছেন? ডেটা?
  • dukhe | 122.160.114.85 | ৩০ নভেম্বর ২০১১ ১১:১৮500410
  • হনুর কাছে আরেকটু সহজ উত্তর চাইছি । প্রশ্নটা রিফ্রেজ করি । ধরুন ওয়ালমার্টের কলকাতায় দশটা দোকান খোলার কথা । অনেকের, দেখাই যাচ্ছে, আপত্তি আছে । তো তার বদলে রিলায়েন্স ফ্রেশ খুললে কি একই আপত্তি / কম আপত্তি / বেশী আপত্তি থাকবে ?
  • h | 203.99.212.53 | ৩০ নভেম্বর ২০১১ ১১:২২500412
  • JeTaabalatebhulegelaam, seTaahalaeipratiTaache`NjersamayeinatunnatunpoliTikaalayAlaainamenTatoirihabe.rilaayensphreshbaabigabaajaarbaameTrotoirirsamaye, taarsaaplaaichenkaaukexatigrastakarechhe, kaaukekareni.seJaaygaateipapulaarbeshihayechhesToraguloJekhaanelyaanDaholDi`merminimimaamDinomineshankhubkamnaybaalajisTikse, dharTraansaporTemejabaasmalaTaaunpoliTikaalliDaarshipheviliinabhalabhaD.ekhanshudhuchhoTonaa, mejaTreDaarraaomanekarachhe, eTaatetaadernatunaalaainamenTatoiriabdipratibaadakaratehabe, taaika`mgresermadhyeodisenTi`mhachchhe, baataarbandhudermadhyeotaaihachchhe.seTi`mhayegelei, khucharobikretaaraasahaJogitaarraastaayaasaben, immiserisationTaahabetaa`nderkarmachaareedermadhye.eiaaraki, takhannatunpoliTikaalkanasTiTuencytoirihabe.taaraanijedermatarejisTaansabaasahaJogitaakarabe.kintuantataekaTaaphyaalaasilaxyakaraadarakaar, barhabyaabasaataarpalisitekanasisTensiraakhatepaarachhe, sarakaarisahaJogitaay.kintuayAlaainamenTerswaadheenataachhoToiuniTaderhaatethaakachhenaa, taaderkaachheeipalisiihayeuThachhebhabitabya.praaybinaabaadhaay.kaaraNagyaasabikraykarachhiaamaraapayasaakhaaoyaabaabenephisiyaaritaattwikeraa.
  • lcm | 69.236.167.255 | ৩০ নভেম্বর ২০১১ ১১:২৪500416
  • অপ্পোন, আমি আগে একটা পোস্ট করেছিলাম। তাতে সেকেন্ড লিংকে ওয়ালমার্ট ইউএস-এর কিছু ডেটা আছে।
  • a | 208.240.243.170 | ৩০ নভেম্বর ২০১১ ১১:২৫500417
  • আজ্জোদাকে, এই লীন রাখার কাজটা সরকার কেন করতে পারেনা বা পারেনি এদ্দিন (পাইদির প্রশ্ন ছিল, উত্তর এখনো কেউ দেয়নি)
  • lcm | 69.236.167.255 | ৩০ নভেম্বর ২০১১ ১১:২৬500418
  • আরে সরকার তো পারে নি, ৬৫ বছর ধরে পারে নি । খাজা। পারে নি বলেই তো...
  • h | 203.99.212.54 | ৩০ নভেম্বর ২০১১ ১১:২৮500419
  • kintuDeTaadileJetoraaibalabi, eiriyeliTishudhuhanurparhaabaiye? eba`mtaarpareTanTaargalpa:-) ataebnijerj`Naanalaabhernijeiparishramkarenaao:-) tomaadertoaabaarGaarTanaarriporTachhaarhaakisupasandahabenaa.eneses, enesorbibhinnaeichDiaaisa`mkraantariporTagulodekhatepaaro, kibhaabesubidhejanakDeTaapyaaraamiTaarbadalaanohayechhedekhatepaaro.tabeDeTaabyaakhyaarpaddhatiTaagaarTanaarerkaachheishikho, Jadisheshhebhulabojho:-)
  • h | 122.160.114.85 | ৩০ নভেম্বর ২০১১ ১১:২৯500420
  • দুখের প্রশ্নটার খুব সহজ উত্তর হল , প্রত্যেকটা ইকোনোমিক রিয়েলিটি তে নতুন নতুন বিরোধী আর বেনেফিসিয়ারি তৈরি হয়। কলকাতায় যখন মেট্রো তৈরি হয়েছিল , তখন পাইকারি বাজারের লোকেরা প্রতিবাদ করেছিল। যখন বিগ বাজার বা স্পেন্সার তৈরি হয়েছিল তখনো প্রচুর পরিআনে পাইকারি বাজারী রা আপত্তি করেছিল। এইবার তার পরে বিরোধিতা থেমে গেছে মানে এই নয় , যে মানুষের জব লস হয় নি , বা বাধ্যতামূলক ভাবে ব্যাবসা বদলাতে হয় নি। প্রতিটি সোশাল বা ইকোনোমিক ট্রানজিশন নতুন প্রফেসন তৈরি করে নতুন বেনেফিসিয়ারি আর নতুন ক্ষতিগ্রস্ত তৈরি করে। বৃতিশ রা এদেশে আসার পরে আমাদের ইংরেজি শিক্ষিত ইনটেলেকচুয়াল , বা চিরস্থায়ী বন্দোবস্তে বেনেফিসিয়ারি কুলাক বা কলকেতে ফড়ে বাবু পূর্বপুরুষ দের উপকার হয়েছিল বলেই সমাজের সকলের একই ধরণের উপকার হয়েছিল তা নয়। কিছু কিছু রেজিস্টান্স হয়েছিল , যেমন সিপাহী বিদ্রোহ। তো সেই পরিবর্তনে হেরোদের বা যুদ্ধে মৃতদের বংশধরেরাও বেঁচে আছে , শুধু বিজয়ী রা নয়। নতুন ইকোনোমিক রিয়েলিটি নতুন বড়লোকের সঙ্গে নতুন গরীব তৈরীর পদ্ধতি উদ্ভাবন করেছে। এটাতেও তাই হবে। তবে বহমানতা কে ট্রায়াম্ফালিজম হিসেবে ব্যাখ্যা করাটা একটু চাপের। মানে শুধু বামপন্থী তাত্বিকেরা নন , লড়াই করা হেরো রাও একেবারে বিনে ঢিলে মেনে নেবে , কবুতরীয় ইংরেজি ও রামদেবীয় ব্যায়াম আর মাধুরী দীক্ষিতীয় হাসি সহ এটা আশা করা ঠিক না।
    সাধারণত এই গ্যাপটা , দেশের স্বার্থ , রাজ্যের স্বার্থ , প্রথম বিশ্ব , জাতীয় প্রেস্টিজ , নিউ এমপ্লয়মেন্ট ইত্যাদি গ্যাস দিয়ে ভরাত করা হয়। তুমি তোমার পছন্দের গ্যাসটি বেছে নাও। মনে রেখো শুধু বড় স্টোরেই এই গ্যাস পাবে : -)

  • h | 122.160.114.85 | ৩০ নভেম্বর ২০১১ ১১:৩১500421
  • যেটা বলতে ভুলে গেলাম , সেটা হল এই প্রতিটা চেঞ্জের সময়েই নতুন নতুন পোলিটিকাল অ্যালাইনমেন্ট তৈরি হবে। রিলায়েন্স ফ্রেশ বা বিগ বাজার বা মেট্রো তৈরির সময়ে , তার সাপ্লাই চেন কাউকে ক্ষতিগ্রস্ত করেছে , কাউকে করেনি। সে যায়্‌গাতেই পপুলার বেশি হয়েছে স্টোর গুলো যেখানে ল্যান্ড হোল্ডিং এর মিনিমিমাম ডিনোমিনেশন খুব কম নয় বা লজিস্টিক্স এ , ধর ট্রান্সপোর্টে মেজ বা স্মল টাউন পোলিটিকাল লিডার্শিপ হেভিলি ইনভলভড। এখন শুধু ছোটো না , মেজ ট্রেডার রাও মনে করছে , এটাতে তাদের নতুন আলাইনমেন্ট তৈরি অব্দি প্রতিবাদ করতে হবে , তাই কংগ্রেসে র মধ্যেও দিসেন্টিং হচ্ছে , বা তার বন্ধুদের মধ্যেও তাই হচ্ছে। সেটিং হয়ে গেলেই , খুচরো বিক্রেতা রা সহযোগিতার রাস্তায় আসবেন , immiserisation টা হবে তাঁদের কর্মচারী দের মধ্যে। এই আর কি , তখন নতুন পোলিটিকাল কনস্টিটুয়েনসি তৈরি হবে। তারা নিজেদের মত রেজিস্টান্স বা সহযোগিতা করবে। কিন্তু অন্তত একটা ফ্যালাসি লক্ষ্য করা দরকার , বড় ব্যাবসা তার পলিসি তে কনসিস্টেন্সি রাখতে পারছে , সরকারি সহযোগিতায়। কিন্তু অ্যালাইনমেন্টের স্বাধীনতা ছোটো ইউনিট দের হাতে থাকছে না , তাদের কাছে এই পলিসি ই হয়ে উঠছে ভবিতব্য। প্রায় বিনা বাধায়। কারণ গ্যাস বিক্রয় করছি আমরা পয়সা খাওয়া বা বেনেফিসিয়ারি তাঙ্কিÄকেরা।

  • dukhe | 122.160.114.85 | ৩০ নভেম্বর ২০১১ ১১:৩২500422
  • হনু কি আমার 11:18 am এর পোস্ট নিয়ে কিছু বলবেন ?
  • h | 203.99.212.54 | ৩০ নভেম্বর ২০১১ ১১:৩৫500423
  • hyaa`nsarakaarnijeinijekekhaajaakarechhe, kaaraNataaraabigabijaneserpratinidhittwakarechhemoolata:risenTali.swaadheenataaraagepare, jamidaarerpaarTithekeka`mgressaadhaaraNerpaarTihayeikhucharobyaabasaayeeaarchhoTochaashheederkathaabale.proTekashanijamersamaye, sesaamaanyaayADajaasTamenTakarejaateeyabRiha`tbyabasaarhayekathaabalepalisiney, taarparejaateeyakaraNaokarechhe.80s90setaaraaeikanasTiTuensikelipsaarbhisadiyeemensiderpratinidhittwakarabeThikkare, takhanibijepirutthaan , inasiDenTaali.ekhanrijionaaldalaguloruparedaayparhechheeikanasTiTueynsikedekhaar.eraathekeiJaachchhe, ekebaaremerephelaaJaachchhenaa.ebaareraaoJakhanshaaradpaaoyaarpradarshitapathebaaDiemkepradarshitapathekronikyaapiTaalerpratinidhittwachhaarhaaaarkisukarabenaa, takhan, seipoliTikaalbhyaakuyaamaannaaonitepaaren, maaobaadeeraaonitepaaren, bimalguru`mraaonitepaaren.toraamaardushchintaarkaaraNanei, aamaaderjanyamanTekadaaaachhen.uiaarandyauini`msaaiDa.baakiraahayasaarhnaytaatwik.
  • h | 203.99.212.54 | ৩০ নভেম্বর ২০১১ ১১:৩৬500424
  • athabaachhoTolok, paarTikechaa`ndaadey.
  • h | 203.99.212.54 | ৩০ নভেম্বর ২০১১ ১২:২৬500426
  • dukheaamicheshhTaakaratepaarimaatra.tabetumiekTaagrahaNaJogyabalemanekarabekinaatomaarbyaapaar.desheebigariTeltaarnatunelaakaarsaapalaaichenkibhaabetoirikarabe, kaakebaajaarsarakaartoirikarabe, kaarkaachhathekekidaremaalnebe, kikidharaNerphrraanchaaijibaapharoyaarDi`mejensitoirikarabe, konasharte, taadersa`mGekidharaNermaDeltoirihabe, postaabaajaarerekhanakaarDilaaraseinatunkekerkisupaabekinaataaruparerejisTaansaernechaarTaanirbharakarabe.kanjiumaarsaaiDejaasTiphikeshantoirirjanyaabheekadaaaachhen.saaplaayaarsaaiDebaapraDiusaarsaaiDenatunbijanesrileshanashipelaabherbhaagabanTanaadouhabekinaabaahalekibhaabehabetaaruparenirbharkarabe, esTaabalishaDapoliTikaalpaarTigulormadhyekirakamnatunpaaoyaaraalaainamenTahabe.hateipaare, postaabaajaareekadalbalalenaamaraanatunbhaabemaaniyenebo, aarekadalbalabendhuraamaraanijeraasaajaanosToratoirikaraboaarekadalbalalen, aamichhoToshaharesareJaabo, aarekadalaballen, aamaaderkaachhemaalnaaniledharNaadebo.seidharnaayhayatoekhanakaarkhucharobyabasaayeederkarmachyutakarmeeraaJogadeben, keudebennaa.eisab.soshaalaanaresTakakhanokakhanohabe.taarikonomikbesiskegolaanorpracheshhTaaoabyaahatathaakabe.mumbaaitemyaanuphaakachari`mpuruTheJaaoyaarsamaysabacheyebeshishibasenaarshaktiberhechhila.82-95ermadhye.lokedokaankhuledokaanechaagarikarekhaachchhilo.ebaarseTaauThegelenatunaanaresTahabe, JatadinnaagoTaasamaajhaydesheeyanaybidesheesTorerhaysaaplyaarabaakaramachaareehay:-) theimportantthingtounderstandthat, the 'freedom' tochooseandcontrolone'seconomicactivitystaysonlywithbiggerandbiggercorporates.manerekho, anekagulosekTarayAphekaTeDahabe.kaaranbarhasTorasaadhaaraNatamaalTiproDaakTalaain.udaashudhusabjirdeoyaahachchhe, paampaseTaaarJaamaakaaparhoayAphekaTeDahatepaare.peTiproDaakashanjinisaTaaprachurbistRita, kaakedesheebaabidessheebhagabaaneraabaachhabentaa`nderbyaapaar.sakalakebaachhabennaaeTaanishchita.taaiheroderekaTaadalathekeiJaachhe, JekonososhaalTraansapharmeshanermatai.taa`nraakomarbe`ndhenaamabenkinaaraastaaytaa`nderbyaapaar.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন