এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এফ ডি আই বিল: ইনফর্মড্‌ ডিবেটের অপেক্ষায়

    ranjan roy
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৩১৮৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 216.52.215.232 | ৩০ নভেম্বর ২০১১ ১৮:০২500460
  • দুখে 'সুযোগের অপেক্ষায়' ছিল।
  • q | 121.241.218.142 | ৩০ নভেম্বর ২০১১ ১৮:০৪500461
  • তাই দেখছি। ইগনোর করাই শ্রেয়।
  • q | 121.241.218.142 | ৩০ নভেম্বর ২০১১ ১৮:২৭500462
  • আমার ওয়ালমার্ট নিয়ে বিশেষ ধারণা নেই, দেখেছি এই অবধি। পছন্দ হয়নি। বিগ বাজারেও একবার গেছি, পছন্দ হয়নি। কারণ অগোছালো। স্পেন্সার্সে যাই, তার কারণ যত না স্পেন্সার্সের জিনিস, তার চেয়ে বেশি অফিসের কুপন:-)

    আর যে দোকানে সব পাওয়া যায়, আমার ধারণা সেখানে কিছুই ভালো পাওয়া যায় না।

    তবে এই রিটেল চেন নিয়ে কিছু লেখা পড়েছি যাতে এগুলো নিয়ে অল্প স্বল্প সন্দেহ হয়। তা সেগুলো ভুল হতেই পারে।
  • aka | 168.26.215.13 | ৩০ নভেম্বর ২০১১ ১৮:৪৬500463
  • ctrl+z নেই কে বলল?

    ঐ যে আগের পোস্টে লিখলাম ওয়ালমার্ট বা বিগ রিটেল বেশি তেড়িবেড়ি করলে ছোট শপ তার জায়গা নেবেই নেবে। একটু টার্ম ঝাড়ি হ্যাঁ প্রিডেটরি প্রাইসিং সেখানেই চলে যেখানে বেরিয়ার টু মার্কেট খুব বেশি। ভারতের মার্কেট বিগ রিটেলের ঢোকার জন্য যতটা কঠিন ছোট বিজনেস ঢোকার জন্য ততটাই সোজা। ওয়ালমার্ট দাম বাড়ালেই পাড়ার মোড়ে নতুন একটি দোকান হতে সময় লাগবে না। আর বিদেশের মতন এখানে ওয়ালমার্টের ""ভারত"" থেকে শস্তায় মাল এনে বেচার কম্পিটিটিভ অ্যাডভানটেজ নেই। ঠিক ctrl+z নয় অটোমেটিক টার্মিনেশন।
  • a | 208.240.243.170 | ৩০ নভেম্বর ২০১১ ২২:০৫500464
  • আচ্ছা তাই যদি হবে, মানে ভারতে আসায় ওয়ালমার্টের যদি লাভ খুব বেশী নাই হবে, তাহলে ওয়ালমার্ট আসবে কেন?

    আর যদি লাভ হয়ই, তো কে মার খাবে? (ভারতের প্রেক্ষিতে বলছি)
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ০০:৪৫500465
  • এইটা বলা খুব মুশকিল।

    ওয়ালমার্টের সামনে অনেক চ্যালেঞ্জ।

    এই এখনই মনে হল। অন্যান্য দেশে একটি করে ভাষায় লেবেল সাঁটলেই হয়। কিন্তু ভারতে লোকাল ল্যাঙ্গুয়েজে লেবেল না সাঁটলে কি সে মাল চলবে? কেউ তো বুঝতেই পারবে না। শহর হলেও সবাই ইংরিজি পড়তে পারে না। সেক্ষেত্রে?

    এসব ছাড়াও আমার মনে হয় রেগুলার আইটেম না। লোকে ওয়ালমার্টকে ইউজ করবে এখানে যেমন স্যামস ক্লাব ইউজ করে সেরকম ভাবে। কমদামে স্টোর করা যায় এমন কিছু একসাথে অনেকটা কিনবে। যাতে একবারে গিয়ে ট্রামে, বাসে, ট্যাক্সিতে, ট্রেনে নিয়ে আসা যায়।

    আর ডিউরেবল গুডস যেমন এসি, গাড়ির টায়ার, ফ্রিজ, টিভি ইত্যাদি কিনবে। আমার নিজস্ব ধারণা (কোন ডেটা নাই)। শহরে যারা এখন বিভিন্ন চেইন থেকে জিনিষ কেনেন সেই মার্কেট সেগমেন্টের এক অংশে থাবা বসাবে ওয়ালমার্ট। অতএব ক্ষতি হলে, উল্টোডাঙার ঐ বিখ্যাত ইলেকট্রনিক স্টোর (কি জানি নাম) আর অন্যান্য চেইন।

    এবারে সত্যি কি ক্ষতি হবে? ডেটা বলে এই সেগমেন্ট নাকি হুহা বাড়ছে। অতএব হয়ত সবাই একসাথে টিঁকে থাকবে। তাতে কনজিউমারদের সুবিধা দামটা ঠিক জায়গায় থাকবে।
  • a | 208.240.243.170 | ০১ ডিসেম্বর ২০১১ ০১:৪০500466
  • ক্যাপিটাল-উল্টোডাঙ্গার ইলেকট্রনিক স্টোর (আমি ঐ এলাকারই পাব্লিক)

    ধুর অন্য ভাষায় কে লেবেল মারে? সব এখন ইংলিশে :)

    মূল প্রশ্নে ফিরে আসি: ডিউরেবল গুডস সেগমেন্টে ওয়ালমার্ট ঢুকবে কি করে? মানে কমদামে জিনিস দেবে কি করে?

    অলরেডি ছোট চেনগুলৈ পোচুর আন্ডারকাট করছে, প্লাস প্রোমোশন চালাচ্ছে।
    এদের ঠিক উপরে আছে ফিউচার বা এম্ব্যাসীর মত গ্রুপেরা। এদের নিজের দোকানের ব্র্যান্ড ই রয়েছে।
    এদের টপকে ওয়ালমার্ট কি করে সস্তায় জিনিস দেবে?
  • h | 117.194.227.114 | ০১ ডিসেম্বর ২০১১ ০৬:৩৮500467
  • যাক এবার আমার দিক থেকে ক্লোজিং রিমার্কস।ইন্ডাস্ট্রিয়াল আর বিশেষত: ফিনান্সিয়াল ক্যাপিটাল দেশ চালাচ্ছে, যুদ্ধ করছে, যাকে যখন চাইছে রাখছে, যখন পারছে ফেলে দিচ্ছে, মানুষের পেনসনের টাকা নিয়ে ফাটকা খেলছে, আর আকা রক্তচক্ষু দেখলো আমার। এর পরে আর কথা বলে লাভ নেই। এই টন্টিং এ আগ্রহ র কারণে তার্কিক পারফরমেন্স ও পড়ে গেছে খুব ই। ক্যাপিটালিজমের এত বড় কন্টিনিউং ক্রাইসিস এর পরে ঘটনাবলীর কন্টেকে্‌স্‌ট এই নতুন আইন কে পুঁজি বনাম শ্রমের 'সামান্য বিরোধ' বলা দৃষ্টি শক্তির ন্যুনতম ব্যবহার ঠিকঠাক হলে প্রায় অসম্ভব। যাই হোক।

    লজিকে কোথায় জোর? না ছোটো জায়গায় বড় স্টোর খোলার জায়্‌গা নেই। ভাবখানা এমন যেন ঘেঁষাঘেঁষি বাড়ি ওয়ালা বাড়ি কারখানা ভেঙ্গে বড় স্টোর হয় না। বোলপুরে একটা সিনেমা হল আর তার আশে পাশের দোকান ভেঙ্গে বড় মল হচ্ছে। সাউথ সিটি একটা কারখানার জমিতে তৈরি। এন্টায়ার বম্বে লোয়ার পারেল তাই, থানে তাই, পুনা লক্ষ্মি টেম্পল রোড তাই।
    আর তাছাড়া ছোটো শহরের পাষ দিয়ে যাওয়া বড় রাস্তার উপরে জেনেরালি খুলে থাকে, পার্কিং লট ইত্যাদির সুবিধে থাকে বলে।
    আরেকটা জোর লুঙ্গি বা কালচারাল প্র্যাকটিসে। অভ্যেসে। সেটার কত বদল ঘটে গেল, বিশেষ করে যে যে জায়গায় নতুন ইকোনোমির হাত পড়েছে, সেটার উপরে এই ভরসা খুব ই বিচিত্র। উদা না দিলে আবার আকা বোঝেনা বোঝেনা ভাব করে বা আরো খারাপ উদা দেয়। ধুতি পাম শ্যু পড়ে সেকটর ফাইভে ঢোকাটা কবে থেকে নতুন করে চালু হল আমার জানা নেই।

    এবং এইটার কানেকশনে আরো বিচিত্র লজিক হল, 'আমাদের কালচার/আমাদের ভূগোল'। ওরে আমাদের দেশের ভূগোল খুব সংক্ষেপে বললে কলোনি আমলে তৈরি। কম্পিটার কাঁধে নিয়ে মুটে বড় বাজারের রাস্তা পেরোচ্ছে, বা ট্রাকের গায়ে আঁকা রজনীকান্তের ছবি এই টাইপের ছবি সাধারণত আমাদের দেশে পরিবর্তনের মধ্যেও কন্টিনিউইটি আছে দেখানো হয়। যেটা ভাষ্যে অনুপস্থিত, মুটের কম্পিউটার চালানো বড় ওয়ারহাউজে চাগরি না পেলে অসম্ভব, শিক্ষার কারণে সত্যি ই অসম্ভব। এবং নিম্নস্তরের শিক্ষায় ইনভেস্টমেন্ট ক্রমশ: কমছে। ( অতি খাজা গল্প কিছু আসবেই আসবে।)

    আরো মজা হল, এফ ডি আই মাল্টি ব্র্যান্ড এলে দেশে উপকারে ছেয়ে যাবে এই ধারণাটা সম্পূর্ণ বিদেশের আমদানী। সেখানকার এক্সপেরিয়েন্স শেয়ার করলে, বিশেষ করে এই ক্যাটাস্ট্রোফের পরে, সেটা হল গিয়ে মুখস্থ বিদ্যে।

    বলবো ফিনান্স ক্যাপিটালের কথা, উন্নয়নের মডেল আনবো পশ্চিমের থেকে, সেখানকার হেরোদের অভিজ্ঞতা শেয়ার করলে, সেটা তর্কে অবইধ! যদিও আমি আমাদের দেশের হেরোদের অভিজ্ঞতার কথাই বেশি বলেছি, এই আজগুবি গল্প কোত্থেকে আমদানি করলো কে যানে, মনে নেই বলে কিছুটা নোট করছি। দেশজ শিল্পের রেজিস্টান্স নিয়ে কারো যদি কিসু বলার ও থাকে, সেটা অন্তত অনির্বাচিত-মন্টেক পন্থীদের নেই।

    যাক আপাতত ক্ষান্ত দিলাম।

    শেষ কথা ক্যাপিটাল ই বলুক নো পান ইন্টেন্ডেড। তার ভাষ্য তো এমনিতেও জিতবে, অমনিতেও নইলে মারধোর করে জিতবে। আর রক্ত চক্ষু খুঁজে ডিফেন্স বাজেট বাড়াবে, রেজিম চেঞ্জ করবে।
  • nyara | 203.110.238.17 | ০১ ডিসেম্বর ২০১১ ০৯:০৯500468
  • ব্রহ্মচর্যাশ্রম-গুরুদেব-বামপন্থা-শক্তবই সব মিলিয়ে আটের দশকের যুগান্তকারী কবিতা - যেটি কলকাতার সরকারী বাসে বাসে লটকানো থাকত - কী কম: হনুর রচনা?

    দেশের গাছ আর দেশের গরু
    কামধেনু ও কল্পতরু।

    যখন বিদেশী মদের অনুপ্রবেশ ঘটল, 'দেশের চুল্লু বাঁচাও' আন্দোলনে কতদিনের বন্ধ পালিত হয়েছিল যেন? অবশ্য ইলেক্ট্রিসিটি আসার সময়ে পাঙ্খাপুলাররাও সেরকম গণাঅন্দোলন গড়ে তুলতে পারেন নি, যেমন পারেননি পাল্কি-বেহারারা। ফলে ঐ দুই প্রজাতি বাংলা তথা ভারতের বুক থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। "কোনদিন ফিরবে না আর" (অশ্রুজল ইত্যাদি)।

    পরেরবার মাধ্যমিকের বাংলায় যখন রচনা আসবে, 'বামপন্থা বাংলার আশীর্বাদ না অভিশাপ' তখন আশীর্বাদ কলামে এই পয়েন্টগুলো লেখার বাসনা রাখি।
  • aka | 75.76.118.96 | ০১ ডিসেম্বর ২০১১ ০৯:৪১500470
  • যা: শ্লা আমি কোথায় টন্টিং করলাম? হানুদা প্রথম থেকে আমাকে বিভিন্ন ভাবে কিসব বলল সে বেলায় কিসু হয় না। আজ যদি হাতে একটা হীরে থাকত আমাকে এদিন দেখতে হত না। :(

    কথা হল ওয়ালমার্ট বিদেশে প্রচূর জায়গায় ফ্লপ মেরেছে।

    আর আমি একবারও বলি নি এফডিআই এলে দেশে উন্নতির ফোয়ারা বইবে। বলার চেষ্টা করছি কোন ক্ষতি হবে না। বাকি কথা কাল লিখব দাঁতে বড় বেদনা।

    অয়ন, ওয়ালমার্ট মোস্ট প্রোবাবলি ফেল মারবে। ঠিক জানি না। ভেবেও দেখি নি।

  • ppn | 122.252.231.10 | ০১ ডিসেম্বর ২০১১ ০৯:৪৫500471
  • কেন? ওয়ালমার্ট ফেল মারবে কেন?

    জিএম এসে সুজুকির বাজারে থাবা বসাচ্ছে না? এইখানেও তাই হবে।
  • aka | 75.76.118.96 | ০১ ডিসেম্বর ২০১১ ০৯:৫৬500472
  • তাই তো বললাম, কিন্তু অয়ন আবার কিসব বললে ঘেঁটে গেলাম। ;)
  • h | 203.99.212.54 | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৪৫500473
  • nyaarhaarTanTaetaTaaibinithkanaTemapTaJeaartaaraalaadaauttardilaamnaa, JadikeueiTaikakhanoparhe, sedekhenebekeJuktidiyeenagejakaraarcheshhTaakarechhe, keanabaratapaarsonaalTanTi`mkarechhe, eba`mDibeTepaarTisipeTaekamaatraeiuddeshyeikarechhe.

    aakaa, tabetoraagerposTaTaaniyeaamibhebechhi.tuibhoogolkaalachaarityaadirkathaabalechhish.tuiJearthebalechhish, searthenaahaleokathaaTaaraekaTaainasiDenTaalsatyataaaachhe.seTaarjanyatokedhanyabaad.JadioDaaigresanerabhiJogtuimenaliaamaakekarethaakish.eba`meTaa 'aadhunikataa' sa`mkraantabaasa`mskRitisa`mkraantaDibeTemoTaamuTiaajakaalpratishhThita.bishhayaTaahala, JakhankaloniaamaleraarbaaniTiaasachhila, natundharaNerkyaapiTaalijamerpaashaapaashiTreDaneTaoyaarkaamaadershahargulote, kalakaataaybaabambetekaasTarileshanashipanuJaayeenatunkaretoirihachchhilo.DiEnmukhaarjibaleekaprakhyaataoitihaasikaerekaTaaasaadhaaraNabaiaachheeisamparke, kalakaataay.dharbau-baajaarerlohaapaTTiaarbaagabaajaarershaa`nkhaaripaTTiduTorkaasTapyaaTaarnaalaadaa.edermadhyeanekeihayatokompaanirkaachhemaalbechachhen, baakichhupeTirthekebarhakinturiyelimaDaarninaDaasTrirthekechhoToproDaakashankarachhen, kintutaatekaasTaerneTaoyaarkerchhaayaakaaTachhenaa.mumbaaisamparkeasaadhaaraNalekhaaaachhesatyenThaakurer, taateoeijaataarethanikneTaoyaarkthekeJaachchhe.milonaarashiperhaatabadalaano , shudhuiTaakaarjanyabadalaanoshuruhachchheaarekaTupare.tabumyaanuphyaakachaari`meeikaasTaneTaoyaarkekaTukam, kintuTreDi`meanekbeshi.aabaarekaTaaulTotrenDaohachchhe.aadhunikataanaamakbastukebishhambhaabeaatteekaraNakaratechaaichhenkeukeu. (eniyeanekkathaabaartaaaachheityaadi) paarsiThiyeTaarererekaTaahilaariyaasagalpaaachhebujhali.dushmantakedekheshakuntalaarchheleregegechhe, eba`mbaabaakebaichhurhemaarachhe.eTaadekhesatyenThaakurhebikhachegechhilen, aarbalechhileneipaarsigulobaDDasaahebsaaheb (egajyaakTakoTanaa).

    kintuJaakagemoddaahala, toroiposTaTaarJeTaamoddaa, naanaadharaNerkyaapiTaalijamaasachhekintutaakeekhaanakaarmatakareadoptkaraahachchhe.kichhuTaainaDaasTriyaalkyaapiTaalijamerproDaakashanrileshangulo, ekhaanakaarmatakaretaaraagerTreDi`mermatakarebadalebadaleJaachchhe.

    eiparJanta, aamitorbaktabyamenenichchhi.kinturejoinderditechaai.seTaahalaprathamata:kaasTaneTaoyaarkJadithekeJaay, taailekyaapiTaalijamerJeTaasoshaalrileshanaamoolabadaledeoyaarpeDigreetaateJeTuku, soshaalmobiliTirikonomiknaahok, poliTikaalspestoirihay, seTaaaamaaderhatederihayechhe, ekhanoeibaalerkaasTaaarnatunnatunrijionaalijamgajaanorphaleaaTakegechhe. (Jemandhar, aamerikaayayArisTokresikesaTaaJaayni, prachurimigreshanhaoyaasattweo, kintutaaibalenatunsoshaaleksaklushantoirihaynitaanaa)
    dwiteeyata:kyaapiTaalijam, toshudhukatagulotarkaJogyaDakTrinnaa, maanushherkhaaoyaaparhaaniyekes, taarsa`MgeraashhTranirmaan, xamataarlarhaaierdeerghaitihaas, poliTikaalbyaagejprachur.seiJanyeisabacheyebeshidharaNerrejisTaansaopoliTikaalerenaateiesechhe.ataebkhubbarhakareabaadh 'ephDiaai' ekebaareoyelaDresaDajenTalamyaanermatabaairedaa`nrhiyebalaben, ayATaiyorsaarabhisaseTaaThiknaa.senijermataxetratoirikarenebe, eba`mtaarbishwabyaapeeargaanikali`mkejkechhoTokaredekhaa, srephxetrachhoToshaharbale, eTaaThiknaa.

    tabeoiJeballaam, satyerkhaatireaamaaysweekaarkarateihabe, torabasaarabheshanTaaanyaekaTaakanaTeksaTebhaaloabasaarabheshan.thyaa`mkiu.
  • h | 203.99.212.54 | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৫২500474
  • tabeaakaa, eikaalachaaraadhunikataaityaadikesaTaapomodermodernitysamparkeaalochanaarmenjaaygaa.eiTaaniyesaikat( pratham) deerghaaalochanaaanekabaarkarechhe, anyaraaokarechhe.aamikichhuanubaadaeilaainergururjanyakarediyechhilaam.aage.maneaachhekinaajaaninaa.baairetokaa`nrhikaa`nrhibai.parhatechaaileparhateipaarish.tabetorkataTaaaagrahajaaninaa.torabasaarabheshanTaakyaajuyaalhaleobhaalo.aargumenTaerkaajenaalaagaleobhaalo.
  • c | 180.149.51.69 | ০১ ডিসেম্বর ২০১১ ১০:৫৯500475
  • ন্যাড়া র টন্ট এতটাই বিনিথ কনটেমপ্ট যে আর তার আলাদা উত্তর দিলাম না , যদি কেউ এই টই কখনো পড়ে , সে দেখে নেবে কে যুক্তি দিয়ে এনগেজ করার চেষ্টা করেছে , কে অনবরত পার্সোনাল টন্টিং করেছে , এবং ডিবেটে পার্টিসিপেট একমাত্র এই উদ্দেশ্যেই করেছে।

    আকা , তবে তোর আগের পোস্ট টা নিয়ে আমি ভেবেছি। তুই ভূগোল কালচার ইত্যাদির কথা বলেছিশ।তুই যে অর্থে বলেছিশ , সে অর্থে না হলেও কথাটার একটা ইনসিডেন্টাল সত্যতা আছে। সেটার জন্য তোকে ধন্যবাদ। যদিও ডাইগ্রেসন এর অভিযোগ তুই মেনলি আমাকে করে থাকিশ। এবং এটা ' আধুনিকতা ' সংক্রান্ত বা সংস্কৃতি সংক্রান্ত ডিবেটে মোটামুটি আজকাল প্রতিষ্ঠিত। বিষয়টা হল , যখন কলোনি আমলের আর্বানিটি আসছিল , নতুন ধরণের ক্যাপিটালিজম এর পাশাপাশি ট্রেড নেটওয়ার্ক আমাদের শহর গুলোতে , কলকাতায় বা বম্বে তে কাস্ট রিলেশনশিপ অনুযায়ী নতুন করে তৈরি হচ্ছিলো। ডি ন মুখার্জি বলে এক প্রখ্যাত ঐতিহাসিক এর একটা অসাধারণ বই আছে এই সম্পর্কে , কলকাতায়। ধর বউ - বাজারের লোহাপট্টি আর বাগবাজারের শাঁখারি পট্টি দুটোর কাস্ট প্যাটার্ন আলাদা। এদের মধ্যে অনেকেই হয়তো কোম্পানির কাছে মাল বেচছেন , বা কিছু পেটির থেকে বড় কিন্তু রিয়েলি মডার্ন ইনডাস্ট্রির থেকে ছোটো প্রোডাকশন করছেন , কিন্তু তাতে কাস্ট এর নেটওয়ার্ক এর ছায়া কাটছে না। মুম্বাই সম্পর্কে অসাধারণ লেখা আছে সত্যেন ঠাকুরের , তাতেও এই জাত আর এথনিক নেটওয়ার্ক থেকে যাচ্ছে। মিল ওনারশিপের হাত বদলানো , শুধুই টাকার জন্য বদলানো শুরু হচ্ছে আরেকটু পরে। তবু ম্যানুফ্যাকচারিং এ এই কাস্ট নেটওয়ার্ক একটু কম , কিন্তু ট্রেডিং এ অনেক বেশি। আবার একটা উল্টো ত্রেন্ড ও হচ্ছে। আধুনিকতা নামক বস্তু কে বিষম ভাবে আত্তীকরণ করতে চাইছেন কেউ কেউ। ( এ নিয়ে অনেক কথাবার্তা আছে ইত্যাদি ) পার্সি ঠিয়েটারের এর একটা হিলারিয়াস গল্প আছে বুঝলি। দুশ্মন্ত কে দেখে শকুন্তলার ছেলে রেগে গেছে , এবং বাবাকে বই ছুড়ে মারছে। এটা দেখে সত্যেন ঠাকুর হেবি খচে গেছিলেন , আর বলেছিলেন এই পার্সি গুলো বড্ড সাহেব সাহেব ( এগজ্যাক্ট কোট না ) ।

    কিন্তু যাক গে মোদ্দা হল , তোরৈ পোস্ট টার যেটা মোদ্দা , নানা ধরণের ক্যাপিটালিজম আসছে কিন্তু তাকে এখানকার মত করে অদোপ্ত করা হচ্ছে। কিছুটা ইনডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম এর প্রোডাকশন রিলেশন গুলো , এখানকার মত করে তার আগের ট্রেডিং এর মত করে বদলে বদলে যাচ্ছে।

    এই পর্যন্ত , আমি তোর বক্তব্য মেনে নিচ্ছি। কিন্তু রেজৈন্দের দিতে চাই। সেটা হল প্রথমত: কাস্ট নেটওয়ার্ক যদি থেকে যায় , তাইলে ক্যাপিটালিজম এর যেটা সোশাল রিলেশন আমূল বদলে দেওয়ার পেডিগ্রী তাতে যেটুকু , সোশাল মোবিলিটি র ইকোনোমিক না হোক , পোলিটিকাল স্পেস তৈরি হয় , সেটা আমাদের হতে দেরি হয়েছে , এখনো এই বালের কাস্ট আর নতুন নতুন রিজিওনালিজম গজানোর ফলে আটকে গেছে। ( যেমন ধর , আমেরিকায় অ্যারিস্টোক্রেসি কেসটা যায় নি , প্রচুর ইমিগ্রেশন হওয়া সঙ্কেÄও , কিন্তু তাই বলে নতুন সোশাল এক্সক্লুশন তৈরি হয় নি তা না )
    দ্বিতীয়ত: ক্যাপিটালিজম , তো শুধু কত গুলো তর্কযোগ্য ডক্ট্রিন না , মানুষের খাওয়া পড়া নিয়ে কেস , তার সঙ্গে রাষ্ট্র নির্মান , ক্ষমতার লড়াই এর দীর্ঘ ইতিহাস , পোলিটিকাল ব্যাগেজ প্রচুর। সেই যন্যেই সবচেয়ে বেশি ধরণের রেজিস্টান্স ও পোলিটিকাল এরেনা তেই এসেছে। অতএব খুব বড় করে অবাধ ' এফ ডি আই ' একেবারে ওয়েল ড্রেসড জেন্টলম্যান এর মত বাইরে দাঁড়িয়ে বলবেন , অ্যাট ইয়োর সারভিস সেটা ঠিক না।সে নিজের মত ক্ষেত্র তৈরি করে নেবে , এবং তার বিশ্বব্যাপী অর্গানিক লিংকেজ কে ছোটো করে দেখা , স্রেফ ক্ষেত্র ছোটো শহর বলে , এটা ঠিক না।

    তবে ঐ যে বল্লাম , সত্যের খাতিরে আমায় স্বীকার করতেই হবে , তোর অবসারভেশন টা অন্য একটা কনটেক্সট এ ভালো অবসারভেশন। থ্যাংক ইউ।
  • c | 180.149.51.69 | ০১ ডিসেম্বর ২০১১ ১১:০০500476
  • তবে আকা , এই কালচার আধুনিকতা ইত্যাদি কেসটা পোমো দের মোদের্নিত্য সম্পর্কে আলোচনার মেন জায়্‌গা। এই টা নিয়ে সইকত ( প্রথম ) দীর্ঘ আলোচনা অনেকবার করেছে , অন্যরাও করেছে। আমি কিছু অনুবাদ এই লাইনের গুরু র জন্য করে দিয়েছিলাম। আগে। মনে আছে কিনা জানি না। বাইরে তো কাঁড়ি কাঁড়ি বই। পড়তে চাইলে পড়তেই পারিশ। তবে তোর কতটা আগ্রহ জানি না। তোর অবসারভেশন টা ক্যাজুয়াল হলেও ভালো। আর্গুমেন্ট এর কাজে না লাগলেও ভালো।
  • h | 123.242.248.130 | ০১ ডিসেম্বর ২০১১ ১১:০৪500477
  • ন্যাড়া র টন্ট এতটাই বিনিথ কনটেমপ্ট যে আর তার আলাদা উত্তর দিলাম না , যদি কেউ এই টই কখনো পড়ে, সে দেখে নেবে কে যুক্তি দিয়ে এনগেজ করার চেষ্টা করেছে , কে অনবরত পার্সোনাল টন্টিং করেছে , এবং ডিবেটে পার্টিসিপেট একমাত্র এই উদ্দেশ্যেই করেছে।

    আকা , তবে তোর আগের পোস্ট টা নিয়ে আমি ভেবেছি। তুই ভূগোল কালচার ইত্যাদির কথা বলেছিশ।তুই যে অর্থে বলেছিশ , সে অর্থে না হলেও কথাটার একটা ইনসিডেন্টাল সত্যতা আছে। সেটার জন্য তোকে ধন্যবাদ। যদিও ডাইগ্রেসন এর অভিযোগ তুই মেনলি আমাকে করে থাকিশ। এবং এটা ' আধুনিকতা ' সংক্রান্ত বা সংস্কৃতি সংক্রান্ত ডিবেটে মোটামুটি আজকাল প্রতিষ্ঠিত। বিষয়টা হল , যখন কলোনি আমলের আর্বানিটি আসছিল , নতুন ধরণের ক্যাপিটালিজম এর পাশাপাশি ট্রেড নেটওয়ার্ক আমাদের শহর গুলোতে , কলকাতায় বা বম্বে তে কাস্ট রিলেশনশিপ অনুযায়ী নতুন করে তৈরি হচ্ছিলো। ডি এন মুখার্জি বলে এক প্রখ্যাত ঐতিহাসিক এর একটা অসাধারণ বই আছে এই সম্পর্কে , কলকাতায়। ধর বউবাজারের লোহাপট্টি আর বাগবাজারের শাঁখারি পট্টি দুটোর কাস্ট প্যাটার্ন আলাদা। এদের মধ্যে অনেকেই হয়তো কোম্পানির কাছে মাল বেচছেন , বা কিছু পেটির থেকে বড় কিন্তু রিয়েলি মডার্ন ইনডাস্ট্রির থেকে ছোটো প্রোডাকশন করছেন , কিন্তু তাতে কাস্ট এর নেটওয়ার্ক এর ছায়া কাটছে না। মুম্বাই সম্পর্কে অসাধারণ লেখা আছে সত্যেন ঠাকুরের , তাতেও এই জাত আর এথনিক নেটওয়ার্ক থেকে যাচ্ছে। মিল ওনারশিপের হাত বদলানো , শুধুই টাকার জন্য বদলানো শুরু হচ্ছে আরেকটু পরে। তবু ম্যানুফ্যাকচারিং এ এই কাস্ট নেটওয়ার্ক একটু কম , কিন্তু ট্রেডিং এ অনেক বেশি। আবার একটা উল্টো ত্রেন্ড ও হচ্ছে। আধুনিকতা নামক বস্তু কে বিষম ভাবে আত্তীকরণ করতে চাইছেন কেউ কেউ। ( এ নিয়ে অনেক কথাবার্তা আছে ইত্যাদি ) পার্সি ঠিয়েটারের এর একটা হিলারিয়াস গল্প আছে বুঝলি। দুশ্মন্ত কে দেখে শকুন্তলার ছেলে রেগে গেছে , এবং বাবাকে বই ছুড়ে মারছে। এটা দেখে সত্যেন ঠাকুর হেবি খচে গেছিলেন , আর বলেছিলেন এই পার্সি গুলো বড্ড সাহেব সাহেব ( এগজ্যাক্ট কোট না ) ।

    কিন্তু যাক গে মোদ্দা হল , তোর ঐ পোস্ট টার যেটা মোদ্দা , নানা ধরণের ক্যাপিটালিজম আসছে কিন্তু তাকে এখানকার মত করে অদোপ্ত করা হচ্ছে। কিছুটা ইনডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম এর প্রোডাকশন রিলেশন গুলো , এখানকার মত করে তার আগের ট্রেডিং এর মত করে বদলে বদলে যাচ্ছে।

    এই পর্যন্ত , আমি তোর বক্তব্য মেনে নিচ্ছি। কিন্তু রিজয়েন্ডার দিতে চাই। সেটা হল প্রথমত: কাস্ট নেটওয়ার্ক যদি থেকে যায় , তাইলে ক্যাপিটালিজম এর যেটা সোশাল রিলেশন আমূল বদলে দেওয়ার পেডিগ্রী তাতে যেটুকু , সোশাল মোবিলিটি র ইকোনোমিক না হোক , পোলিটিকাল স্পেস তৈরি হয় , সেটা আমাদের হতে দেরি হয়েছে , এখনো এই বালের কাস্ট আর নতুন নতুন রিজিওনালিজম গজানোর ফলে আটকে গেছে। ( যেমন ধর, আমেরিকায় অ্যারিস্টোক্রেসি কেসটা যায় নি , প্রচুর ইমিগ্রেশন হওয়া সঙ্কেÄও , কিন্তু তাই বলে নতুন সোশাল এক্সক্লুশন তৈরি হয় নি তা না )
    দ্বিতীয়ত: ক্যাপিটালিজম , তো শুধু কত গুলো তর্কযোগ্য ডক্ট্রিন না , মানুষের খাওয়া পড়া নিয়ে কেস , তার সঙ্গে রাষ্ট্র নির্মান , ক্ষমতার লড়াই এর দীর্ঘ ইতিহাস , পোলিটিকাল ব্যাগেজ প্রচুর। সেই যন্যেই সবচেয়ে বেশি ধরণের রেজিস্টান্স ও পোলিটিকাল এরেনা তেই এসেছে। অতএব খুব বড় করে অবাধ ' এফ ডি আই ' একেবারে ওয়েল ড্রেসড জেন্টলম্যান এর মত বাইরে দাঁড়িয়ে বলবেন , অ্যাট ইয়োর সারভিস সেটা ঠিক না।সে নিজের মত ক্ষেত্র তৈরি করে নেবে , এবং তার বিশ্বব্যাপী অর্গানিক লিংকেজ কে ছোটো করে দেখা , স্রেফ ক্ষেত্র ছোটো শহর বলে , এটা ঠিক না।

    তবে ঐ যে বল্লাম , সত্যের খাতিরে আমায় স্বীকার করতেই হবে , তোর অবসারভেশন টা অন্য একটা কনটেক্সট এ ভালো অবসারভেশন। থ্যাংক ইউ।

    --------------

    তবে আকা , এই কালচার আধুনিকতা ইত্যাদি কেসটা পোমো দের মোডার্নিটি সম্পর্কে আলোচনার মেন জায়্‌গা। এই টা নিয়ে সইকত ( প্রথম ) দীর্ঘ আলোচনা অনেকবার করেছে , অন্যরাও করেছে। আমি কিছু অনুবাদ এই লাইনের গুরু র জন্য করে দিয়েছিলাম। আগে। মনে আছে কিনা জানি না। বাইরে তো কাঁড়ি কাঁড়ি বই। পড়তে চাইলে পড়তেই পারিশ। তবে তোর কতটা আগ্রহ জানি না। তোর অবসারভেশন টা ক্যাজুয়াল হলেও ভালো। আর্গুমেন্ট এর কাজে না লাগলেও ভালো।
  • nyara | 203.110.238.17 | ০১ ডিসেম্বর ২০১১ ১১:২৮500478
  • কম: হনু সমীপেষু,

    " capital does create its sycophants, you are not alone, I am with you,never mind the taxes, which is less than 10% for big players by the way :-) " - এইসব আলবাল ঢোঁড়া আপ্তবাক্য বকা এই টইতেই করেছ। তোমার এই তথাকথিত ডিবেটে আমার কোন আকর্ষণ নেই, তার কারণ একই চর্বিত-চর্বন যা চাট্টি বইতে লেখা আছে, তারই দীর্ঘ পুনরাবৃত্তি করে চলেছ। সেটাকে তোমার মহান ডিবেট মনে হতে পারে, আমার মনে হয় না। অনেক লেজিটিমেট প্রশ্নকে কাটিয়ে যাওয়া দেখে মনে হয়না নিজের ঢাক পেটান ছাড়া এই টইতে তোমার আর কোন উদ্দেশ্য আছে। অন্যত্র বহু জায়গায় তোমার প্রচুর ভ্যালু-অ্যাডেড ডিবেট ও পোস্ট আছে, এখানে নেই। এই হল আমার মোদ্দা।

    আমি এটাকে আদৌ কাউন্টার করব কিনা, বা কীভাবে করব, সেটা সম্পূর্ণ আমার প্রেরোগেটিভ।

    ইতি তোমার,
    ন্যাড়া
  • nyara | 203.110.238.17 | ০১ ডিসেম্বর ২০১১ ১১:৫৩500479
  • পু: রিটেলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আমার খুব্‌মাথাব্যথা নেই। হাল্কা আছে। মনে হয় না এলেই ভাল। ওয়ালমার্টের মতন বিগ-বক্স রিটেলাররা অন্যভাবে মারে। কিন্তু মার এমনিতেই খাচ্ছি। কিন্তু এই মহান ডিবেটে দেশী পুঁজি কেন ভাল সে সম্বন্ধে কোন ভাল পয়েন্টও চোখে পড়ল না।

    এই তো হল শালার মহান ডিবেট!
  • nyara | 203.110.238.17 | ০১ ডিসেম্বর ২০১১ ১১:৫৭500481
  • পু:পু: এবং তারা এলেও জগত তথা মেরা ভারত মহান রসাতলে যাবে এবং সবশুদ্ধু বালবাচ্চা-সহ চাটিবাটি করে পথে পথে ভিক্ষা মেগে ফড়ে ও নন-ফড়েরা এক হয়ে যাবে, তাও মনে করি না।
  • lcm | 69.236.167.255 | ০১ ডিসেম্বর ২০১১ ১২:০২500482
  • হ্যাঁ, এইচ অনেক টাইপ করেছে, অন্য একজন সেটাকে বার বার বাংলায় পোস্ট করেছে। প্রচুর ইংরিজি ম্যাগাজিন এবং বই পড়েছে বলছে, অন্যদের পড়ার সুপরামর্শ দিচ্ছে - কিন্তু, তবু যেন কিছুই কিলিয়ার হচ্ছে না। লেখাতে আবেগ যুক্তি মিশে গুলিয়ে যাচ্ছে। কিরকম পসচুলেট পস্‌চুলেট মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, এসবই আমার ভুল ধারনা হতে পারে, তার চান্সই বেশী ।
  • lcm | 69.236.167.255 | ০১ ডিসেম্বর ২০১১ ১২:১৫500483
  • আর একটা কথা, এইচ এর লেখায় একটা ইঙ্গিত আছে - ওয়েস্টার্ন ইকনমি, ক্যাপিট্যালিজ্‌ম ইস ফেইলিং - তাই এখন ইমার্জিং দেশ গুলোকে চুষে খাবার জন্য পশ্চিম থেকে বিগ কর্প গুলো হানা দিচ্ছে । আবার বলছি, আমার মনে হয়েছে, হয়ত এটা বলতে চায় নি।

    এখন কথা হল - ওয়েস্টের ইকনমি কি সত্যিই ফেইল করেছে? এক্কেবারে ফেইল?
  • h | 203.99.212.53 | ০১ ডিসেম্বর ২০১১ ১২:২৮500484
  • elsiem, majaaTaahala, aamisorsarephaarkarekathaabalethaaki.kenarephaarkarachhiseTaaobalethaaki.eTaanaakaraaahaleisaadhaaraNatabalaahayaekaTaaprastaabkebalamaatrakalpanaaprasootabaaelsiemerbhaashhaay 'pashchuleTa' :-) ekhaaneThikulTokaaraNeseTaabalaahachchhe.parhaashunokaraaJelajjaarbyaapaarseTaaniyamitajaanatepaarachhi.

    aasalelekhaardharaNa, aabegaJuktirmishraNaityaadikisunaa, baa`mlaayTaipi`merasubidheityaadieisabkhubimparTaanTakisunaa.lekhaarpoliTikaallini`maapanaarpasandahaynitaaietaasubidhehachchhe.taahok.eaarnatunki.

    JekaTaamoolapayenTauTheesechhe, pratyekaTaaiaamiaamaarmatakarehyaanDalkarechhi.shleshhityaadishudhuaamaardikathekegiyechhetaanaa, aakaarpratiTaakathaaisnehasheelshleshh, aamaarotaai.aapanaaderpasandahayniphaain.aapanaaderbaktabyeranekaTaaiaamaarokisuipasandahaynikiaarkaraaJaabe.JeTaahayechhebalechhi.emaniteaapanaaderapiniyaneaamaaraaraamaarapiniyaneaapanaaderbhaaribayeigechhe.Jaaderbaadhaadeoyaartaaraadebe.aajadekhungiyeaabaapakapirgalpakirakamshonaanohayechhe, sambhaabyabhoTerprachaarchalachhe.sarakaarmiDiyaaprachaarsahasarbaatmakprastutinebe, birodheeraakisuikarabenaa, kebalguruchanDaalitelikhabeaarparhabetaatonaa:-) bhaagyis.

    aaraakaa, aamitokepaarsonaalikonaTanTi`mikarini.etadinekeubalatepaarabenaaaamisoyaarkaraleokakhanoDirekTeDasoyaari`mkarechhi.lekhaarmadhyeshleshhtuikichhukamkarishhni, seTaakeiTanTabalechhi.JebaakyaTaarephaarkaraahachchhe, taateaaminijekeoshreNeegatabhaabeinakluDakareikathaabalechhi.seTaakheyaalraakhaleibhaalo.
  • h | 203.99.212.53 | ০১ ডিসেম্বর ২০১১ ১২:৩৪500485
  • elasiem, bas, ekebaarephelakarechhekothaayaamibalechhi.aamishudhubalechhiekhanhaaigrothmaarkeTakhu`njeberkaraaTaaTaaimi`merdikathekekriTikaal, pRithibeerbarhaspekuleTarderpaxe.ekaTuaabaardekhenitepaaren.aarekaTaakathaabalechhi, baabalatecheyechhi, solvency, basleesabbalategiye, JereguleTaripruDenserkathaabalaahachchhe, seTaabibhinnaDraaphaTaepraayashaDaailiuTeD.

    JaakakaaTaan.aapanaaruchchashixitalok, aamikakhanaiaapanaadermataamaterupareprabhaababistaarkaratechaaini.sambhabnay.aatmaprachaarkarategelechhoTopatrikaaykarataamnaa.aatmatyaagakichhukarachhinaalambaaTaaipkare.aamaarmataamatagulojaaniyechhi, taateaapanaarklaanta.aapanaadermataamateaamiklaanta.kaaTaan.
  • h | 194.126.37.78 | ০১ ডিসেম্বর ২০১১ ১২:৩৭500486
  • এল সি এম , মজাটা হল , আমি সোর্স রেফার করে কথা বলে থাকি। কেন রেফার করছি সেটাও বলে থাকি। এটা না করা হলেই সাধারণত বলা হয় একটা প্রস্তাব কেবল মাত্র কল্পনাপ্রসূত বা এল সি এম এর ভাষায় ' পশ্চুলেট ' : -) এখানে ঠিক উল্টো কারণে সেটা বলা হচ্ছে। পড়াশুনো করা যে লজ্জার ব্যাপার সেটা নিয়মিত জানতে পারছি।

    আসলে লেখার ধরণ , আবেগ যুক্তির মিশ্রণ ইত্যাদি কিসু না , বাংলায় টইপিং এর অসুবিধে ইত্যাদি এইসব খুব ইম্পর্টান্ট কিসু না। লেখার পোলিটিকাল লাইনিং আপনার পসন্দ হয় নি তাই এত অসুবিধে হচ্ছে। তা হোক। এ আর নতুন কি।

    যে কটা মূল পয়েন্ট উঠে এসেছে , প্রত্যেকটাই আমি আমার মত করে হ্যান্ডল করেছি। শ্লেষ ইত্যাদি শুধু আমার দিক থেকে গিয়েছে তা না , আকার প্রতিটা কথাই স্নেহশীল শ্লেষ , আমারো তাই। আপনাদের পসন্দ হয় নি ফাইন। আপনাদের বক্তব্যের অনেকটাই আমারো কিসুই পসন্দ হয় নি কি আর করা যাবে। যেটা হয়েছে বলেছি। এমনিতে আপনাদের অপিনিয়নে আমার আর আমার অপিনিয়নে আপনাদের ভারি বয়েই গেছে। যাদের বাধা দেওয়ার তারা দেবে। আজ দেখুন গিয়ে আবাপ কপির গল্প কিরকম শোনানো হয়েছে , সম্ভাব্য ভোটের প্রচার চলছে। সরকার মিডিয়া প্রচার সহ সর্বাত্মক প্রস্তুতি নেবে , বিরোধীরা কিসুই করবে না , কেবল গুরুচন্ডালি তে লিখবে আর পড়বে তা তো না : -) ভাগ্যিস।

    আর আকা , আমি তোকে পার্সোনালি কোন টন্টিং ই করিনি। এতদিনে কেউ বলতে পারবে না আমি সোয়ার করলেও কখনো ডিরেক্টেড সোয়ারিং করেছি। লেখার মধ্যে শ্লেষ তুই কিছু কম করিষ নি , সেটাকেই টন্ট বলেছি। যে বাক্যটা রেফার করা হচ্ছে , তাতে আমি নিজেকেও শ্রেণীগত ভাবে ইনক্লুড করেই কথা বলেছি। সেটা খেয়াল রাখলেই ভালো।

  • PT | 203.110.246.230 | ০১ ডিসেম্বর ২০১১ ১২:৫৫500487
  • অনেক দেরিতে এসেছি। এটা যদি না দেওয়া হয়ে থাকে:

    The salary (in Wal-art) for full-time employees (called "associates") is $6 to $7.50 an hour for 28-40 hours a week, which... places employees with families below the poverty line, with the majority of employees' children qualifying for free lunch at school.

    The company is staunchly anti-union....Employees complained that these were intimidation sessions. Many such complaints are currently on file with the National Labor Relations Board.

    Whereas Wal-Mart employees start at the same salary as unionized employees in similar lines of work, they make 25 percent less than their unionized counterparts after two years at the job. The rapid turnover - 70 percent of employees leave within the first year - is attributed to a lack of recognition and inadequate pay, according to a survey Wal-Mart conducted..http://www.pbs.org/itvs/storewars/stores3.html


  • PT | 203.110.246.230 | ০১ ডিসেম্বর ২০১১ ১২:৫৯500488
  • After carefully and comprehensively accounting for other local determinants of poverty, we
    find that the presence of Wal-Mart unequivocally raised family poverty rates in US counties
    during the 1990s relative to places that had no such stores.

    This was true not only as a consequence
    of existing stores in a county in 1987, but it was also an independent outcome of the
    location of new stores between 1987 and 1998.

    The question whether the cost of relatively
    higher poverty in a county is offset by the benefits of lower prices and wider choices available
    to consumers associated with a Wal-Mart store cannot be answered here.
    http://cecd.aers.psu.edu/pubs/PovertyResearchWM.pdf

  • nyara | 203.110.238.17 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:০৭500490
  • রিটেলে এফডিআই == ওয়ালমার্ট, এই সমীকরণটা এইটা দিয়ে শুরু করুন। তারপর কাট-অ্যান্ড-পেস্টে আসব।
  • Bratin | 122.248.183.1 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:০৭500489
  • যাতা তো!! একেবারে জমে ক্ষীর।:-))
  • lcm | 69.236.167.255 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:১৪500492
  • পিটি,
    ওয়ালমার্টে ২০ লাখ চাকরি করে। এর মধ্যে প্রায় ১০ লাখ ইউএসএ-তে। পৃথিবীর বৃহত্তম প্রাইভেট কোম্পানী (এমপ্লয়ি স্ট্রেন্থ)।

    এত লোক গরীব হবার জন্যে ওয়ালমার্টে পরে আছে ভেবে , ইয়ে মানে...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন