এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এফ ডি আই বিল: ইনফর্মড্‌ ডিবেটের অপেক্ষায়

    ranjan roy
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৩১৪৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 112.133.206.18 | ০১ ডিসেম্বর ২০১১ ২২:৪৫500593
  • আবার অ্যানেকডোটাল এভিডেন্স:

    ধারা সরষের তেল (এক লিটারের বোতল)।

    ফুড বাজারে এখন দাম যাচ্ছে একশ বারো টাকা। মাঝে মাঝে দশ বারো টাকা ডিসকাউন্ট দেয়। পাড়ার মুদির দোকান সেইখানে এখনো বিরানব্বই টাকায় দিয়ে যাচ্ছে।
  • nyara | 203.83.248.37 | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:০৫500595
  • কিন্তু যেটা বলা হচ্ছে না সেটা হল এই বিগ-বক্স রিটেলাররা অনেকরকম আনেথিকাল ব্যাপার করতে পারে। নিউ জার্সিতে থাকাকালীন এটা দেখেছিলাম। একটা স্ট্রিপ মলে মম-অ্যান্ড-পপ ড্রাগ স্টোর ছিল। তার পাশে কদিন পরে একটি রাইট-এড খুলল এবং গুছিয়ে কম দামে মাল বেচে মম-অ্যান্ড-পপকে আন্ডারকাট করতে লাগলে। কিছুদিন পরেই মম-অ্যান্ড-পপে 'গোইং আউট অফ বিজনেস' সাইন পড়ে গেল।

    এটা এখানে স্পেন্সারস, বিগ বাজারও করতে পারে। এফডিআইয়ের দরকার নেই।
  • lcm | 128.48.44.141 | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:১৩500596
  • ন্যাড়া, ঠিক কথা। কিন্তু পপ-এন্ড-পপ দোকান এদ্দিন বেশী দাম নিচ্ছিল। বড় দোকান আসায় ক্রেতাদের তো উব্‌কার হল, না কি? তবে, পুরো আনএথিক্যাল হইল কি কইর‌্যা।
  • lcm | 128.48.44.141 | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:১৫500597
  • ঐ যে বললুম, পার হাউসহোল্ড বছরে ৪০০০ ডলার সেভিংস হয় বড় দোকানে গেলে। কত্তো কত্তো লোকের কত্তো কত্তো সেভিংস...
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:১৭500599
  • ভারতে মম অ্যান্ড পপ কে আণ্ডারকাট করা সহজ নয়।

    ১। বিদেশী মম অ্যাণ্ড পপের কাছে ভারত বা চায়নার কম দামী মালের অ্যাকসেস কম। কিন্তু দেশে অবশ্যই আছে।

    ২। যদি বিরাট ক্যাপিটালের সুযোগ নিয়ে লসে দিতে যায় তাহলে অবশ্যই মম অ্যাণ্ড পপ উঠে যাবে কিন্তু সেই দাম ফিরিয়ে বেশি করতে গেলেই আবার মম অ্যাণ্ড পপ গজিয়ে উঠবে।

    আর তৃতীয়ত, দেশে ওয়ালমার্ট আর মম অ্যাণ্ড পপ মানে পাড়ার বাদুদার মুদির দোকানের কাস্টোমার বেস আলাদা। এবং দেশে ওয়ালমার্ট গ্রসারি স্টোরের থেকেও বেশি মনে হয় ডিউরেবল গুডস বেচবে। এ অবশ্য আমার মনে হয়।
  • nyara | 203.83.248.37 | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:১৮500598
  • মম-অ্যান্ড-পপ উঠে গেলে তো দাম বেড়ে গেল রাইট এডে। রেস্তর জোর আছে বলে মাস তিনেক লস খেয়ে আখের গুছিয়ে নিল। ইন দা লং রান, ক্রেতাদের গ-তে গেল।
  • nyara | 203.83.248.37 | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৩১500600
  • ১। আকা কি ডলার স্টোর চেনের খপর রাখ? বাড়ির কাছে কোন ফ্লি মার্কেট আছে? সেখানে গিয়ে চৈনিক জিনিসের রমরমা দেখে এসে ১ নম্বর পয়েন্টা রিরাইট কোরো।

    ২। এটা ঠিক কথা। থিওরেটিকালি। ভারতে অবশ্য হতে পারে। আমাদের বাড়ির কাছে অবশ্য মম-অ্যান্ড-পপ এসে একটি স্পেন্সারের লালবাতি জ্বালিয়ে তুলে দিল। এখন হাড্ডাহাড্ডি চলছে মম-অ্যান্ড-পপ ভার্সেস নীলগিরিজ একদিকে আর ওষুধের দিকে মম-অ্যান্ড-পপ ভার্সেস অ্যাপোলো মেডিসিন। কভি গোলি আগে তো কভি কুত্তা আগে।
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৩৫500603
  • ডলার স্টোর মম অ্যান্ড পপ হল কই? বিরাট চেন।
  • ppn | 122.252.231.10 | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৩৫500601
  • ব্রুকফিল্ডের স্পেন্সারটিও দেহ রেখেছে। তার আগে অনেকদিন এসি চালানো বন্ধ রেখেছিল।
  • nyara | 203.83.248.37 | ০১ ডিসেম্বর ২০১১ ২৩:৪২500604
  • লেখা ঠিক হয়নি। ডলার স্টোর চেনটি নয়। মম-অ্যান্ড-পপ ডলার স্টোরের কথা বলছি। আমাদের বাড়ির কাছে একটি ছিল। এখনও আছে - মানে শেষবার গিয়েও দেখেছি। তবে চেন সেটিকে গলাধ:করণ করে নিয়েছে কিনা জানিনা। থই থই করছে শুধু চৈনিক মালে। লে লে বাবু ছেআনা।
  • maximin | 59.93.206.78 | ০২ ডিসেম্বর ২০১১ ০০:০৫500605
  • একটা কথা যোগ করতে চাই। বাইরে থেকে জিনিসপত্র আমদানী করতে এখনও কোনও বাধা নেই। কিন্তু আমদানী শুল্ক আছে। বিদেশী রিটেইলার যদি চীনদেশের সস্তা জিনিস নিয়ে এসে এখানে বিক্রি করতে চায়, তাহলে নিয়ে আসার সময় সেই বিদেশি কোম্পানিকেও আমদানী শুল্ক দিয়েই আনতে হবে। বিদেশি বলে গোপনে আনবে এটা যেন আমরা স্বপ্নেও না ভাবি। আনার সময় কাস্টমসে ডিক্লেয়ার করতে হবে।
  • nyara | 203.83.248.37 | ০২ ডিসেম্বর ২০১১ ০০:৪২500606
  • পিটিবাবুর "onus on you" বক্রোক্তি মনে হল কেন? o, u, s. n-এর কার্ভগুলো দেখে?
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০০:৫৫500607
  • ন্যাড়াদা 110:05 এ যা লিখেছেন, ভয়টা মূলত সেখানেই। হ্যাঁ, রিলায়েন্স রাও করএ পারে, কিন্তু ওয়ালমার্টকের পক্ষে করা আরো সহজ। এক তো ওয়ালমর্টের এই নিয়ে ট্র্যাক রেকর্ড ই আছে আর বিদেশী রিটেইলারের পক্ষে দাম অনেক কমিয়ে শুরু করার সম্ভাবনা আরো বেশি। আগের দিন এটা নিয়ে তো একাঅ লেখা দিয়েছিলাম। তারা বলছে, দুই দেশেই অ্যাকসেস থাকার ফলে, দু জায়গা থেকেই সুবিধা পাবে।
    এই যেমন আম্রিগা থেকে যে কম দামে ইলেক্ট্রনিক্সের গুডস আনবে, তার সাথে অন্যরা কমপিট করতে পারবে ?

    imagine if Wal-Mart, the world?s biggest retailer sets up operations in India
    at prime locations in the 35 large cities and towns that house more than 1
    million people. The supermarket will typically sell everything, from
    vegetables to the latest electronic gadgets, at extremely low prices that will
    most likely undercut those in nearby local stores selling similar goods. Wal-
    Mart would be more likely to source its raw materials from abroad, and
    procure goods like vegetables and fruits directly from farmers at preordained
    quantities and specifications. This means a foreign company will
    buy big from India and abroad and be able to sell low ? severely
    undercutting the small retailers. Once a monopoly situation is created this
    will then turn into buying low and selling high.
    Such re-orientation of sourcing of materials will completely disintegrate the
    already established supply chain. In time, the neighbouring traditional
    outlets are also likely to fold and perish, given the ?predatory? pricing power
    that a foreign player is able to exert.

  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০০:৫৯500608
  • আর পরে দাম বাড়ানোর উদা: ন্যাড়াদা দিয়েছেন।

    দোকানের ব্যবসা এমনিতে দেশীয় রিটেইলার এলেই কী কেমন মার খেতে পারে, উঠে যেতে পারে, ঐ ডকুমেন্টারিতে সে নিয়ে অনেকগুলো সাক্ষাৎকার আছে।
    মুম্বইএর একটা স্টাডিও সে কথা বলেছিল।

    কত জব যাবে তার এস্টিমেট না দিতে কেবল ১০ মিলিয়ন ফ্রেশ জব হবে , সেটা বলাটা অর্ধসত্য পরিবেশন। যদিও এই ১০ মিলিয়ন নতুন জবের সত্যতা নিয়েও অনেক জায়গাই সংশয় প্রকাশ করা হয়েচে, আর এখনো তার সদুত্তর পাইনি।
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:০১500609
  • পাই বিপক্ষীয় যুক্তি গুলো পড়ে দেখে নি।
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:০৩500610
  • ৪০০ বিলিয়ন টার্নওভার নিয়ে আম্রিগায় ওয়াল মার্টের এম্পলয়মেন্ট ২ মিলিয়ন। দেশের রিটেল সেক্টরে ৪০০ বিলিয়ন টার্নওভারে এমপ্লয়মেন্ট এখন ৪৪ মিলিয়ন।
    জব লস কীকরে হবেনা, বুঝছিনা।
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:০৭500611
  • এটা নিয়ে কী বক্তব্য ?

    Fourth, retail FDI will source 30 per cent from the small and medium enterprises and therefore will benefit Indian manufacturers. This is an afterthought, especially after a section of the media highlighted the discrepancy. Even though Anand Sharma says 30 per cent products would be sources from within the country, the facts remains that under the WTO agreements, India cannot limit the big retail from outsourcing its products from anywhere in the world. This is against the WTO norms, wherein no member country can apply any investment restriction that is inconsistent with the provisions of Article III or Article XI of GATT 1994.

    Using the WTO provisions, multi-brand retail will flood the Indian market with cheaper Chinese manufactured goods thereby wiping out the domestic SME sector.


    তবে এই ব্যাক এণ্ডের ব্যাপারটা বুঝিনি। কেউ বুঝিয়ে দিলে ভাল হয়। At the same time, the ‘Indian Stamp’ on multi-brand retail that Anand Sharma claims will have at least 60 per cent investment on ‘back end’ systems is also not based on facts. As per the definition of ‘back-end’, anything that is not ‘front-end’ becomes ‘back-end’ and has to be self-certified. Which means even the expenses on the corporate headquarter becomes ‘back-end’ investment. In any case, 51 per cent FDI in cold storages etc is already provided and yet no investment has come.
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:০৯500612
  • কারণ আগে পড়া করো নি। এগুলো অলরেডি অ্যাড্রেসড।

    এককথায় আম্রিগায় গলিতে ঘুঁজিতে ওয়ালমার্ট, গরীবের দোকান। ভারতে শহরের প্রান্তে একটা ওয়ালমার্ট, বড়লোকের দোকান। সবজি এখনও লোকে বাজার থেকেই কিনবে, রোজ গাড়ি চালিয়ে সবজি কেনা সম্ভব নয়। জব লস যত হবে তার থেকে বেশি জব তৈরি হবে। ওয়ালমার্টের দরকার আনমেট ডিমান্ডের জন্য যেখানে রিটেইল গ্রো করছে। মূলত শহুরে, আধুনিক, ইংরিজি জানা লোকেদের ডিউরেবল গুডস। এতে করে উল্টোডাঙার ইলেকট্রনিক্সের দোকান উঠবে, বিগবাজার কম্পিটিশন খাবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:১৩500614
  • এখানে স্পেন্সার, রিলায়েন্স যে 'কম' দামে দিতে পারে,ওয়ালমার্ট তাদের থেকে আরো অনেক কম দামে দিতে পারবে, এটা আশঙ্কা। ছোট-মাঝারি দোকান কি অনে্‌ক বেশি চাপে পড়বে না?
    সে তো এখনো ফুটপাথে ঢালো চাইনিজ জিনিস বিক্রি হয়। তাদের হাতে ব্যবসা মার যাচ্ছে বলে তারা কি চায়নিজ এখন বেচছে ? না। আর বেচতে শুরু করলে ভালো হবেকি ?
    দেশের ম্যানুফ্যাকচরদের কী হবে !!

    অলরেডি আগের পোস্টে ওয়ালমার্টের বিদেশী ব্র্যাণ্ডে বাজার ভরিয়ে দেশীয় ম্যানুফ্যাকচরদের ভাল মত বাঁশ দেবার সম্ভাবনার কথা রয়েছে।

  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:১৫500615
  • দেশীয় ম্যানুফ্যাকচার ইয়া নেহি কি?
  • kc | 178.61.96.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:১৮500616
  • একটা বইয়ে পড়েছিলাম, নাম মনে পড়ছেনা,ওয়ালমার্ট জুজুর পিছনে আসল জুজু হল চীন। ওয়ালমার্টের থ্রু দিয়ে নাকি চীনের মাল আরও বেশী করে ভারতে ঢুকে পড়বে, ফলে লালবাতি জ্বলবে দেশীয় ছোটখাট ম্যানুফাকচারিং এজেন্সিগুলোর।

    ভারতে এফডিআই এর জোরজারিটা নাকি অ্যামেরিকার হাত দিয়ে করছে আসলে চীন।
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:১৯500617
  • শ্যামনগরের পৌষমেলার পুঁতুল গুলো অবধি মেড ইন চায়না দাদা।
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:২১500618
  • কেসিদার এটা হতেই পারে।
    দেশের ম্যানুফ্যাচরিং ইন্ডাস্ট্রি মনে হয় সবচে ঝাড় খাবে।
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:২৩500619
  • হু আর দিজ ম্যানুফ্যাকচারার?
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:২৫500621
  • ওয়ালমার্ট অর নো ওয়ালমার্ট চায়নার জিনিষে অলরেডি সবকিছু ছেয়ে গেছে। নতুন করে আর কিছু হারানোর নেই।
  • kc | 178.61.96.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:২৫500620
  • পুতুল ফুতুলতো ছোটখাট ব্যাপার, বেনারসী শাড়ি তৈরী হচ্ছে চীনে। তার দামও অনেক কম। খুব অভিজ্ঞ চোখ ছাড়া নাকি বোঝা যায়না। দামীদামী সব রকম শাড়িই নাকি চীনে তৈরী হচ্ছে। এরা বেশ খানিকটা বাজারও খেয়ে ফেলেছে অলরেডি।
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:২৭500622
  • এটা আবার কী প্রশ্ন হল ? দেশে কি এখন কোন কিছু ম্যানুফ্যাকচর হয় না ? দেশের দোকানের সব জিনিস চায়নার জিনিস ? তালে আর বল্লে কেনো, ওয়াল মার্টের সাথে প্রতিযোগিতা শুরু হলে এই দোকানগুলোও চাইনিজ মাল রাখতে শুরু করবে ?
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:২৯500623
  • তারা কম দামে দিতে পারে না কেন?
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৩০500625
  • নানাবিধ ফুড প্রোডাক্ট , যেগুলো আম্রিগা রাখবে , তার তো মাত্র ৩০% দেশী হতে হবে। বাকিটা ? দেশের ফুড প্রোডাক্ট মার খাবে না ?

    আর হ্যাঁ, ফুটপাথের ব্যবসাদারেরাও মার খাবেন না ? ফুটপাথের ঐ শস্তা জিনিসপত্তর এখন শপিং মলেই পাওয়া যেতে শুরু করলে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন