এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এফ ডি আই বিল: ইনফর্মড্‌ ডিবেটের অপেক্ষায়

    ranjan roy
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৩১৪৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:১৯500660
  • দেভিন্দর শর্মা তো ফুড পলিসি নিয়ে অনেকদিন কাজ করছেন !

  • maximin | 59.93.206.78 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:২০500661
  • তোমার কথা আমার কানে খুব রুড শোনালো।
  • kc | 178.61.96.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:২২500662
  • ম্যামিদির লেখায় ব্রাহ্মণ্যবাদের গন্ধ। :-)
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:২৪500665
  • মোহন গুরুস্বামী , এঁরাও বুঝি পড়েন নি। কিছু না পড়েই লিখলেন ?

    যাই হোক, তুমি তালে প্রথম থেকে বুঝিয়ে দাওনা।

    যুক্তি দিলে আর সেটা গ্রহণযোগ্য মনে হলে, ট্র্যাশ বলতে তো আমার আপত্তি নাই।
    এককথায় অমুক ট্র্যাশ আর তার কারণ আমি এটা এই বিষয় পড়েছি বললে এককথায় মানবো কেন ? তুমি ইকনমিস্ট যখন , ইকনমিস্টের পয়েন্ট অব ভিউ থেকেই কাউণ্টার করো না।

    আগেরটা নিয়েও আমি কনভিন্সড নই। দেশ নিয়ে যদি তথ্যই না থাকে, তাহলে দেশের ক্ষতি হবে না, এটা কীকরে জোর দিয়ে বলা যাচ্ছে তাই তো বুঝছি না !

    আর মিডলম্যান নিয়েও কাজ আছে কিনা জান্তে চাইলুম তো। সেটা তুমি ইকনমিস্ট বলেই চাইলাম। এনিয়ে কাজকর্ম হলে তোমার খোঁজে থাকতে পারে বলে।
  • maximin | 59.93.206.78 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:২৪500664
  • দেভিন্দার শর্মার নাম শুনি নি সরি।
  • maximin | 59.93.206.78 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:২৪500663
  • তা হবে।
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:২৬500666
  • ও ইনএফিশিয়েন্সির জন্য আমজনতাকে বাড়তি পয়সা দিয়ে জিনিষ কিনতে হবে কারণ দেশীয় পুঁজি ভালো পুঁজি?????

    যাইহোক সারা পৃথিবী চিপ লেবারের জন্য ভারতে আসে তো ওয়ালমার্ট আর কোথাথেকে এর থেকে বেশি চিপ লেবার পাবে? বরং বেশ কিছু বিদেশী ম্যানুফ্যাকচারের সাথে টাই আপ করে এখানে জিনিষ বানাতে পারে। তাতে করে আখেড়ে ভারতের ইকনমির ভালো। যেমন মারুতি-সুজুকি দেশের ভালো করেছে।

    বাজাজ গিয়ে স্যামসুং এলে কার কি ক্ষতি?
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:২৯500668
  • ও:, আমি লিখিনি।
    আমার তোমার প্রথম পোস্টই বেজায় রুড লেগেছিল ..., ঐ তোমার বিষয় কী মনে করিয়ে দেওয়া ইত্যাদি।
    কিন্তু আমি তো সেই যুক্তিতেই জিগেশ করলাম, যাদের লেখাপত্তর নিয়ে আলোচনা হচ্ছে, তাঁদের অনেকেই তো ইকনমিস্ট।

    মোহন গুরুস্বামীদের লেখাটা আমি বহুদিন আগে দিয়ে গেছিলাম। ওটা নিয়ে ইকনমিস্টদের ই আলোচনা করতে বলেছিলুম :)
    ওটা কেন ট্র্যাশ আবারো জানতে চাইছি।

    তবে তুমি যদি আবার সেই আগেরবারের মত যুক্তি দাও, ট্র্যাশ মানে অপাঠ্য, তাই পড়োই নাই, তাইলে কিছু বলার নাই :)

    বিটি ডব্লু, এখন দেখলাম q ও পরের লেখাটা দিয়ে জানতে চেয়েছিলেন।

  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:২৯500667
  • পাই এই টই আদৌ ফলো করে নি। একদম না, এগুলো সব অ্যাড্রেসড বারংবার। কিন্তু একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করে যাচ্ছে।

    আমার এক বন্ধু আছে যুক্তিতে না পারলে শেষে বলে ""মানতে পারলাম না""। এবং ঐ ল্যুপেই ঘুরতে থাকে।
  • kc | 178.61.96.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৩০500670
  • স্যামসুং এলে কোনও ক্ষতি নাই, যতক্ষণনা স্যামসুং লাভের কড়ি কোরিয়াতে রিপ্যাট্রিয়েট করছে।
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৩১500671
  • উফ পাই এই আর্টিকলের পয়েন বাই পয়েন উত্তর আছে, খুঁজতে হবে, পড়তে হবে। পড়ে যদি মনে হয় ঠিক নয়, কেন নয় বলতে হবে? নিজার্কে বাদানুবাদ হয় ডিবেট হয় না।
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৩৭500672
  • পড়েছি।তুমি তো তোমার মনে হওয়া গুলো বলেছ আকাদা।
    তার মানেই কি সেটা মেনে নিতে হবে ? :)

    ওয়ালমার্ট দেশে খালি শহরেই হবে একথা কী হিসেবে বলা যায় ? রিলায়েন্স পে্‌ড়শ ফুড শুনেছি গ্রামের দিকেও গেছে বা যাচ্ছে।
    আর দেশে অমনি অত খালি জায়গাই বা কই ?
    নয় শহরের মাঝখানেই অনেক কিছু সরিয়ে হবে, নইলে তো গ্রাম গঞ্জের কাছেই হবে।
    তারা বিজিনেস করতেই আসছে। দেশের লোকেদের মধ্যে গাড়ির তেমন চল নেই সেটা জেনেও সব লোকের কাছে ইনক্সিসবল জায়গায় খামোখা তারা দোকান দেবে কেন ?

    ওয়ালমার্টের ৭০% জিনিস বাইরের ম্যানুফ্যাকচর থেকে আনার সম্ভাবনা, দেশের ফুড প্রোডাক্ট ইত্যাদির মার খাওয়ার সম্ভাবনা, ওয়ালমার্টের পক্ষে অনেক বেশি কম দামে দিতে পারার সম্ভাবনা ( তার কিছু কারণ রঞ্জনদাও লিখেছেন) , এগুলোও তো আমার মতে অ্যাড্রেসড হয়নি ।
    দেশে কতজনের জব যেতে পারে, সেটাও।
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৪০500673
  • তালে আর কি , পড়ে তোমার মনে হতে পারে ঠিক নয়।
    তোমার পোস্ট পড়েও তো তেমনি ই মনে হতে পারে, ঠিক নয় :)

    আর্টিকল গুলোতে তো কিছু তথ্য দিয়ে বলা হচ্ছে। এখানে অনেক তর্কই আমাদের মনে হওয়া কি অ্যানেকডোটের ভিত্তিতে চলছে।
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৫৬500674
  • না বুঝলাম না?

    শহরে ওয়ালমার্ট হবে তো। যেমন কলকাতায় ধাপার মাঠে বা রাজারহাটে। সে নিয়ে তো কোন অসুবিধা নেই।

    ওয়ালমার্ট কেন ৭০% জিনিষ বাইরে থেকে আনবে? সেটাই তখন থেকে জিজ্ঞেস করছি। কেন?

    (পাইকে বললাম)

    কেসি, স্যামসুঙ দেশে প্রোডাকশন করে, শুধু টেকনলজি, কোম্পানি কালচার বিদেশি। স্যামসুঙের শেয়ারহোল্ডাররা (দেশ বিদেশের) তার সুবিধা পায়।
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৫৮500675
  • যেমতি কোকাকোলা বটলিং দেশে হয়। কোকাকোলা জনিত জব ক্রিয়েশন যে বিজলি গ্রিলের থেকে বেশি সে নিশ্চয়ই বলে দিতে হবে না?
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০৩:০১500676
  • না মেনে নিতে হবে বলি নি, কিন্তু মেনে না নিলে কেন নয় সেটা একটু গুছিয়ে লিখতে বলছি। অনেককাল আগে থেকে।

    রাম, দুই, তিন করে লিখতে বলেছি। তাতে বুইতে সুবিধা হয়। নয়তো বোঝা যাচ্ছে না। ঐ পেপারের লক্ষ্য লক্ষ্য লোকের রুটি রুজি যাবার যে আশংকা তা ভুল। খুব সহজে তাহলে এখন যে চেইন গুলো আছে সেগুলোর জন্যই যেত।
  • maximin | 59.93.206.78 | ০২ ডিসেম্বর ২০১১ ০৩:৩৪500677
  • ইয়োরোপের বিশাল বিশাল ফার্মরা সরকারি প্রোটেকশন চাইবেই তো। ওয়ালমার্ট সেই সব ফার্মদের শত্রু। এই যুক্তিতে একটি 'লিখিত আর্টিকলে' বলা হয়েছে সুতরাং আমাদের দেশের চাষিদেরও ক্ষতি হবে -- আমাদের চাষিরা যে দারিদ্রের মধ্যে আছে তাদের অবস্থা তার চেয়ে আরও খারাপ হবে। উল্টো তথ্য দেওয়াটা আমাদের কারও দায় নয়। কারণ এখানে আমরা কেউ আর্টিকল লিখতে বসিনি।
  • maximin | 59.93.206.78 | ০২ ডিসেম্বর ২০১১ ০৩:৪৪500678
  • পশ্চিম বাংলায় থাকি তো। এখান কার কোনো কলেজে আর্থরাজনীতি নামে কোনও বিষয়ে অনার্স কোর্স পড়ানো হয়না। কারণ এখন অবধি এরকম বিষয়ের টেক্সটবুক লেখা হয়নি।
  • maximin | 59.93.206.78 | ০২ ডিসেম্বর ২০১১ ০৩:৫৩500681
  • ক্লাসিকাল পলিটিকাল ইকনমি পড়া ভালো। স্মিথ রিকার্ডো মার্ক্স মার্শাল উইকসেল কেইন্স। অর্থনীতির বর্তমান তত্বগুলো কীভাবে এসেছিল ও কীভাবে পরিবর্তিত হয়েছে সেটা জানার জন্য পড়া ভালো। রাজনীতি করার জন্যে নয়। এটা আমার ব্যক্তিগত মত।
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৩:৫৩500679
  • ১।এখনকার চেইনে কত গেছে, সেই স্টাডি কই ?
    মুম্বইয়ের স্টাডিটা ছোট, কিন্তু তাও সেটা আমাদের আঁখো দেখে জোগাড় করা তথ্যের চেয়ে বেশি।

    কোনোরকমে মোনোপলি হয়ে গেলে তারপর থেকেই থেকেই এরা বিশাল ছাঁটাই করে দ্যায়, আর তার বড় কোপটা তো রিটেইল সেক্টরেই পড়ে ।

    http://www.finance-trading-times.com/2008/12/reliance-layoffs-job-cut-layoff-320.html

    ২।এবার তুমি বলবে, এদের কোনোরকম মনোপলি করার সুযোগ কম। এবার অন্য পেপারেও বারবার বলছে, দেশীয় রিটেইলের থেকে এরা কম দামে দিতে পারবে, এদের বাড়তি কিছু সুবিধা থাকায়।

    আগে একটা দিয়েছিলাম। এটা আরেক জায়গায় বলছে।
    Wal-Mart has been a leader in the retail sector on many fronts: its investments
    in information technology, its transformation of supply-chain relationships by establishing private-label brands and purchasing more products directly from overseas producers, and its embrace of a low-service “one-stop shopping” format have all been emulated by other retailers.


    আজ লোক্যাল কোম্পানী স্পেনসারকে ঝাড় দিতে পারে, ওয়ালমার্টকে দিতে পারবে কি ? এদের অনেক বেশি ব্যাকিং আছে।অনেক অনেক বড় বিজিনেস হাউস। খেয়ে নেবার ক্ষমতা অনেক বেশি রাখে। আম্রিগ্রায় এই উল্টো ঘটনাটা ক'টা ঘটেছে? লোক্যালদের চাপে ওয়ালমর্ট উঠে যাওয়া ? তাও আম্রিগাতে চাপ দিয়ে এদের শহরের ভিতরে বিজিনেস করতে দেওয়া হয়নি। সেখানে করলে আরো অনেক অনেক বেশি ক্ষতি হতে পারতো। আমাদের মত করাপ্ট দেশে, যেখানে একটু টাকা খাওয়ালে নয় হয় হয়ে যায়, আর এরা ডলারের পর্বতের উপরে চড়ে আছে, সেইরকম রেগুলেশন রাখা যাবে তো ?

    ৩। লক্ষ লক্ষ চাকরি যাবে না এত কনফিডেন্টলি কীকরে বলা হচ্ছে সেটাই আমি বুঝছি না।

    এই হল দু'বছর আগে দেশের সরকারের স্টাডি রিপোর্ট। এখন অবশ্যই এটার উল্লেখ আর করছে না সরকার !

    The Hon’ble Department Related Parliamentary Standing Committee on Commerce, in its 90th Report, on ‘Foreign and Domestic Investment in Retail Sector’, laid in the Lok Sabha and the Rajya Sabha on 8 June, 2009, had made an in-depth study on the subject and identified a number of issues related to FDI in the retail sector. These included:

    It would lead to unfair competition and ultimately result in large-scale exit of domestic retailers, especially the small family managed outlets, leading to large scale displacement of persons employed in the retail sector. Further, as the manufacturing sector has not been growing fast enough, the persons displaced from the retail sector would not be absorbed there.


    এটা নিয়ে আমি সত্যি জানতে ইচ্ছুক। এই পুরো রিপোর্টটা কেউ জোগাড় করে দিলেও ভাল হয়।

    বাকি ক্রমে আসিতেছে।

  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৪:১১500682
  • ৩। এটা আগেরটারই এক্ষটেনশন। আকাদার বক্তব্য,দেশে দোকান খোলা সহজ বলে ওয়ালমার্টকে সহজেই ছোট দোকানরা কাত করে দিতে পারবে। এটা কেন মনে হয়না, সেটা আগে লিখেছি। আমাদের দেশেও দোকান খোলা সহজ নয়। আর আবার বলছি, ওয়ালমার্টের মত বিজিনেস হাউস কাত হয়না। তারা অন্যদেরই কাত করে। ওদের লবিং পাওয়ার দিয়ে আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলোকে কিনে ওরা যেভাবেই হোক ফ্লারিশ করবে। স্পেন্সার, রিলায়েন্সের মত লস গুনবে না। প্রথমত: লস হবার চান্স ই কম, আগে বলেছি, আর হবার সম্ভাবনা এলেও সেটাকে রুখবেই, আর সেটা করতে হলে আশে পাশে প্রচুর ছোট-মাঝারি বিজিনেসের পথে বসার সম্ভাবনা।
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৪:৪৭500683
  • Parliamentary Standing Committee on Commerce কোন অর্থনৈতিক তত্বের ভিত্তিতে ঐ রিপোর্ট দিয়েছে , জানতে চাই :)
    এই রিপোর্টে এরকম উল্লেখ করা হল কীসের ভিত্তিতে ? কাস্ট অনুমান ? বলছে তো ডিটেইলেড স্টাডি।
    এটা পাই কিনা দেখি।
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৪:৫৪500684
  • ৪। যাই হোক, রিপোর্টার ভিত্তিতে আরো কিছু কথা। ।

    আর মোহন গুরুস্বামীদের পেপারেও যা বলেছে, এই কমিটিও তাই। যদি আনতেই হয়, তালে গুচ্ছ গুচ্ছ রেগুলেশন সহ আনতে হবে।

    আর আমাদের দেশে রেগুলেশন ?
    শিক্ষা, স্বাস্থ্যে রেগুলেশনের যে চমৎকার নমুনা দেখা যাচ্ছে, এই সব আন্তর্জাতিক বিগ বিগ কর্পোরেট হাউসের বেলায় কোন ম্যাজিকে সেটা হাইলি রেগুলেটেড হয়ে যাবে !

    এগুলো নিয়েই তো এতদিন বিল আটকে ছিল। হঠাৎ এখন দুমদাম সরকারের এই সিদ্ধান্তের পিছনে তো, সেদিনই পড়ালাম, ওয়ালমার্টের লবিং এর ভালমতন প্রভাব আছে। এখনই এই লবিং। একবার এরা টাকা খরচ করে গেঁড়ে বসলে নিজেদের লাভের রাস্তা অটুট রাখতে আর কত লবিং যে চালাতে পারে, সেটা নিয়ে ভয় পাওয়াটা কি স্রিফ জুজু দেখা ?

    ভাল কথা, এই রিপোর্টে কিন্তু 'লার্জ ডোমেস্টিক হাউস 'কেও ব্যান করতে বলেছিল।

    The 90th report of Parliament’s standing committee on commerce has raised concerns on unemployment due to a slide-down of indigenous retailers, sidelining of consumers’ welfare due to predatory pricing by retail giants and recommended a ban on large domestic corporate houses and foreign retailers from entering retail trade in groceries, foods and vegetables. It wanted a policy to re-employ dislocated people and preparation of a legal and regulatory framework and an enforcement mechanism to prevent unfair means of competition, besides setting up a Retail Regulatory Authority to act as a whistle-blower.

    "A legal framework and proper regulator needs to be worked out to ensure compliance. At present, there is no umbrella central law for multi-brand retail. Every state has its own ways of governing. If compliance and penalties are to be decided, then it should be with reference to some law and there is none now,” explained the source.


    এই আইনটা এখন তৈরি হয়ে গেছে কি ?
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৪:৫৭500685
  • ৫। মনোপলি হবে না, খুব কনফিডেন্টলি বলছো। মার খাবে তিলায়েন্স , স্পেন্সার, প্যান্টালুন ..এরা।
    এবার যদি এরা হাতে হাত মেলায় ? তখন ?
    সাপ্লায়ার থেকে ক্রেতা সবাই ঝাড় খাবে আর বিগ বিজিনেস হাউসগুলো লাভের গুড়।
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৬:১৫500686
  • ১)
    ---
    পাই প্রথম লিংকটা কি পড়েছ? কেন জব ছাঁটাই করেছে রিলায়েন্স?

    কারণ

    ১। গ্লোবাল রিসেশন
    ২। এদের যারা ক্রেতা মানে আইটি গাইজ রা চাক্রি হারিয়ে প্রতিটা পেনি সেভ করতে চায় তাই পাড়ার দোকান থেকে জিনিষ কিনছে।

    তোমারই লিংক থেকে
    ------------------------
    IT guys and others, have seen the heat of job cuts and salary cuts. People have started saving every penny by shopping at the cheapest possible outlets. It is becoming increasingly difficult for Reliance to keep up the business due to the slow response of the customers. Associate companies like Reliance Gems and Jewels, Reliance Supply chain, Reliance Dairy Production and Reliance Agri Products expnasion plans are takin a toll too.

    -----------------------------

    এতে দুটো জিনিষ প্রমাণিত হয়

    ক) রিটেল চেইন গুলোতে ক্রেতা মূলত উচ্চ মধ্যবিত্ত। রিলায়েন্স আর ওয়ালমার্টের ক্রেতার মধ্যে পার্থক্য হবে না ঠিক সেই সেই কারণেই যে কারণে রিলায়েন্সর ক্রেতারা ঐ সেগমেন্টের।

    খ) রিটেল চেইন মানেই চিপেস্ট স্টোর নয়। বরং ছোট বিজনেসরা এদের থেকে কম দামে জিনিষ দিতে পারছে।

    তাই মনোপলির কারণে নয় এরা ছাঁটাই করেছে দামে হেরে গিয়ে।
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৬:২৪500687
  • ২) আবার ভালো করে পড়তে বলব। ওয়ালমার্টের টেকনলজি, সাপ্লাই চেন, বিজনেস মডেল অন্য রিটেল চেইনরা কপি করতে চায়, করে কিন্তু পাড়ার মুদির দোকান করে না। পাড়ার মুদির দোকান চালাতে কম্পিউটার দরকার নেই। এদের দরকার গুলো একটু অন্যরকম।

    গ্রাম বাংলার মুদির দোকানে যাঁরা কেনাকাটা করতে যান তাঁদের চাহিদাগুলো অন্যরকম। এনাদের দুই তৃতীয়াংশ দিনে $2 এর নীচে বাঁচেন। এঁদের দরকার খুব ছোট ছোট প্যাকেটের জিনিষ। মাসের শ্যাম্পু কেনার ক্ষমতা এঁদের নেই। যেদিন দরকার হবে সেদিন একটা ছোট পাউচ কিনবে। আর একটা মাস কাবারের বা ধারের খাতা। যা পাড়ার মুদির দোকান দিতে পারে কিন্তু ওয়ালমার্ট নয়।

    আম্রিগার বুকে ওয়ালমার্টের যা স্ট্রেংথ ভারতে তাই ওভারহেড। পাড়ার মুদির দোকান চালাতে আইআইএম গ্র্যাজুয়েট দরকার নেই, কিন্তু ওয়ালমার্ট চালাতে আছে।

    সবথেকে বড় কথা ওয়ালমার্ট গ্রাম বাংলায় যাবেই না। কারণ পর্যাপ্ত ক্রেতা নেই। শ্যামনগর থেকে উজিয়ে রাজারহাটে বাজার করা কার পোষাবে? শ্যামনগরের আইটি গাইজদেরও না। রেগুলেশনের দরকার নেই প্রফিট নেই বলেই যাবে না।

    এবারে দেশীয় রিটেল বলতে যদি তুমি রিলায়েন্স বলে থাকো। তাহলে রিয়েলি ডাজ নট ম্যাটার।
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৬:৩২500688
  • ৩)
    --------

    কি করে চাকরি যাবে না বুঝলে আদৌ বুঝতে পারছি না ঐ বক্তব্যের কি মানে?

    ভারতের রিটেলের গ্রোথ খুব বেশি। যেকটা রিপোর্ট পাবে সবকটাতেই দেখবে এটা ডেটা দিয়ে দেখানো আছে। বেশিটাই শহরে। সেখানে সরকার শুধু দেশীয় পুঁজির ওপর নির্ভর না করে বিদেশী পুঁজিকেও ডেকেছে। দেশী রিটেল ফার্মের সাথে বিদেশী রিটেল ফার্মের লড়াই। এতে করে সাধারণ মধ্যবিত্তের সুবিধাই হবে। বেশি কম্পিটিশন।

    এরা জোট বেঁধে গেলে পাড়ার দোকান রয়েইছে।

    এখনও বুঝি নি পাড়ায় একটা দোকান খোলা কেন মুশকিল? টাকার অংক খুব বেশি? সেও তো কেউ খুলেছিল ওয়ালমার্টের আগের যুগে। ওয়ালমার্ট এসে তো সবাই গরীব হবে এমন নয়। সেই একই লোক বা তারমতন টাকা আছে এমন কেউ খুলবে।

  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৬:৩৭500689
  • ৬। এখন যা আছে, তা কোন অর্থেই পারফেক্ট নয়। বিশেষ করে প্রাইমারি প্রডিউসারদের জন্য।
    কিন্তু এই নিয়ে এই প্রশ্নটা যে কতবার করলাম, সেটা ঠিক করার রাস্তা কি এটাই ? আর এতে কত % ই বা ঠিক হবে? এটা ঠিক করার উদ্দেশ্যে এই FDI আসছে কি ? যদি বারবার বলা হয়, এদের মার্কেট খুব ছোট হবে, ভয় পাবার কিছু নেই, তাহলে একই লজিকে তো এদের দ্বারা উপকৃত কৃষকদের অংশও খুব কম হবে !

    পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা তো সরকারেরই ঠিক করার কথা ! বারেবারে এটাও জানতে চেয়েছি, কৃষকদের সমবায় সমিতি তৈরি করানোর উপর জোর দেওয়া হবেনা কেন ?

    বাজারে দাম বেশি, কৃষকদের ক্ষতি, এসবের একটা অন্যতম বড় কারণ, ঠিকঠাক ও যথেষ্ট পরিমাণে কোল্ড স্টোরেজ না থাকা। একটার থেকে অন্যটার মধ্যে ঠিকঠাক ট্রান্সপোর্টেশন না থাকা। ওয়েস্টেজ হচ্ছে একটা বড় কালপ্রিট।
    সেটা কেন ঠিকঠাক করে করার পিছনে জোর দেওয়া হচ্ছে না ?

    এই নিয়ে কিন্তু অনেক গবেষণাপত্তর হয়েছে। কী করলে ইম্প্রুভ করা যেতে পারে, ডিজাইন আর অপারেশনাল দু'দিক দিয়েই অনেক প্রস্তাব এসেছে। সেগুলোকে ইম্পলিমেন্ট করাতে বাধ্য কী হয় ? কমিটি তৈরি করে কিছু কিছু প্রস্তাব তো এসেছে দেখেছি, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন?

    আর কোল্ড স্টোরেজ সেক্টরে তো বেশ কিছুদিন হল ১০০% FDI অ্যালাউ করা হয়েছে। তারা কী করছে ?

    এগুলো ভাল করা, ডিস্ট্রিবিউশন চেইন ভাল করা এগুলো যদি দেশী কোং গুলো দেশের লোকজন আর সিস্টেমেই ভালো করে , এফিশিয়েন্টলি করতে পারে , তালে
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৬:৫১500692
  • ১। প্রথম পয়েন্টের মূল লিংক ছিল এটা ।

    http://indiafdiwatch.org/fileadmin/India_site/EPW_study_on_impact_of_m
    alls_on_retailers.pdf


    যেখানে জব লস দেখানো হয়েছে।

    ছাঁটাই নানা কারণেই হতে পারে। লস খেলেও । মনোপলি এলেও। বলার এটাই ছিল, প্রথম বছরে যত জব ক্রিয়েশন হয়েছে বলে দেখানো হবে, সেটা সাসটেইন্ড হবে তো ?

    ২। এই সব কিছু কনসিডার করে, স্টাডি করেই তো 90th report of Parliament?s standing committee on commerce এই রিপোর্ট দিয়েছে। তাহলে ? কারা কিনবে কত কিনবে ইত্যাদি হিসেব না করেই এত দরকারি একটা রিপোর্ট জমা পড়ে গেলো ?

    ৩। এটা কি ছেলেখেলা ? একবার ব্যবসা লাটে উঠবে, পিঠে কিল মেরে পড়ে থেকে লোকজন দেখবে কবে ওরা দাম বাড়ায়, তখনি আবার আগের দোকানটা চালু করে ফেলবে ?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন