এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এফ ডি আই বিল: ইনফর্মড্‌ ডিবেটের অপেক্ষায়

    ranjan roy
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৩১৪৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৬:৫৪500693
  • পাই, আমিও বহুবার বললাম। ওয়ালমার্ট এলে সাপ্লাই চেন ঠিক হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো বাই প্রোডাক্ট। এগুলোর জন্য সরকার ওয়ালমার্টকে আনতে চাইছে তা নয়।

    আসল কারণ হল ইন্ডিয়ার শহরে রিটেলের ডিমান্ড বাড়ছে (সমস্ত রিপোর্ট দেখতে পারো)। সেখানে সরকার দেশীয় পুঁজিকে বিদেশী পুঁজির সাথে কম্পিটিশনে ফেলছে। মূলত রিলায়েন্সের সাথে ওয়ালমার্টের কম্পিটিশনে যদি রিলায়েন্স হারে তাতে আমার কি, তোমার কি বা সিঙ্গুরে অনিচ্ছুক চাষীরই বা কি? বেটার কোম্পানির স্পিল ওভার এফেক্ট বরং অর্থনীতিকে চাঙ্গা করে।

    পাই পড়তে হবে। এগুলো আগেই বলেছি।
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৬:৫৯500694
  • পাই এই দিয়ে পুরো ভারত বুঝতে গেলে?????

    We have a randomly chosen sample of
    82 small retail shops and establishments
    (defined in terms of size, inventory and
    employment) and 30 hawkers within about
    one-kilometre radius of a mall in Greater
    Mumbai.


    মুম্বাইয়ের মলের ওয়ান কিমির মধ্যে??????
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:০৭500695
  • যাচ্চলে , এখানে তো বলছে, দেশে মাঝারি , ছোট দোকানীরা সুখী নয়।

    কিছুই বুঝলাম না। 'ওয়ালমার্ট ফ্যাক্টর' এর জন্য তাদের সেল ডাউন নয় বলেছে।
    ওয়ালমার্ট আসার আগেই তার ফ্যাক্টর কোদ্দিয়ে এল !!
    ওয়ালমার্ট না আসতেই জানা হয়ে গেল, তাদের কাস্টমার বেস স্টেবলই থাকবে ?

    মান্থলি সেল ১৩ লাখ টাকার হলেও অপারেটিং কস্টের জন্য তারা খুশী না থাকলে, বছরের পর বছর লাভের অংক না বাড়লে, সে নিয়ে অন্য চিন্তা ভাবনা করা দরকার, ওয়ালমার্ট এসে এই মান্থলি সেল টাকে কমিয়ে দিলে সেটা আরো চিন্তার কারণ নয় কি ?

    আর ভালো করে পড়ো। এত কিছুর পরেও হেড লাইন হল biggest worry ওয়ালমার্ট নয় ( যদিও সেটা কার থেকে প্রতিবেদক জেনেছেন , উনিই জানেন সেটা ! একজনের থেকে ? আর এই যে এত্ত এত্ত ব্যবসায়ী রাস্তায় নেমেছেন ! ), worry নয় বলেননি তো !
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:১২500696
  • আকাদা ভাল করে পড়ছো না।

    সারা ভারত বুঝতে গেছি একথা একবারও বলেছি কি ? :)
    বলেছি, এখানে তোমার আমার অ্যানেকডোটের চেয়ে এদের স্যাম্পল সাইজ বেশি।
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:২৯500698
  • পাই ঐ যে রিপোর্ট দিলে যেখানে বোম্বে শহরে মলের ১ কিমির মধ্যে ডেটা অ্যানেকডোটের থেকে বেশি। আমি জীবনে ৮২ টি মম অ্যাণ্ড পপ শপ থেকে দোকান বাজার করেছি। উফফ।

    আচ্ছা। সব বুঝেছি, একটু ক্লান্তিকর। পাই ক্রমশ যুক্তি কাটিয়ে এই তর্কের স্ট্যান্ডটা খুব ক্লান্তিকর। যেমন কি করে ওয়ালমার্ট দাম বাড়ালে মম অ্যাণ্ড পপ শপ জেগে উঠবে। তারপরেও তুমি বললে একি ছেলেখেলা?
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:৩০500699
  • মোহন গুরুস্বামীর পেপারটা কূমীর্ছানা হয়ে গেছে। :))))
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:৩২500700
  • ৭। আর এরা ঐ ৩০% রেস্ট্রিকশানের উপরে বাকিটা এরা বিদেশ থেকে নিতে চাইবে না ক্যানো, তাই তো বুঝলাম না !

    “F As the superstores grow in importance and by virtue of business links, they will be seeking to import products directly from foreign food manufacturers in order to keep costs down and remain competitive.”
    “The Food Retailing Sector in Thailand”, Canadian Embassy in Thailand

  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:৩৮500703
  • দেশীয় ম্যানুফ্যাকচররা কেন ঐরকম কম দামে দেবে না, বারবার জিগাচ্ছিলে। এই কথাগুলো আগেও বলা হয়েছে। এখানে একসাথে বেশ কিছু লেখা আছে দেখলাম। কেসিদা কি এটার কথাই বলছিলেন ? আগের পোস্টে যে লেখাটার লিংক তার ১০-১১ পাতায়,

    Those rooting for FDI in retail need to know that the efficiency of the giant retailers arises
    from their ability to procure from the cheapest global source and its overwhelming power to
    force prices down because of its enormous volumes of purchase of any single item. Some economies, notably China, have mastered the complexities of the procurement-logistics supply
    chain and do provide huge standardised volumes of quality household products at a low price
    within strict time schedules. Chinese labour cannot unionise and participate in collective
    bargaining, and cannot take recourse to strikes. The average industrial wage in China
    compares poorly with that in India, a country whose per capita income is only a third of it. It is
    recognised that Chinese exports are aggressively subsidised by the state and hence China is
    not recognised as a market economy by the developed world. Wal-Mart procures $18 billion
    worth of goods from China giving it a ready pipeline through which cheaper goods can flow
    into the Indian economic hinterland.

  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:৩৮500701
  • আর ওয়ালমার্ট এফেক্ট একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে।

    স্নোবল এফেক্টের সাথে বরফের বলের সম্পর্ক যতটা ওয়ালমার্ট-এফেক্টের সাথেও ওয়ালমার্টের সম্পর্ক ততটা।
  • h | 117.194.224.102 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:৪১500705
  • বিটিডাব্লিউ, আমি কোকাকোলার প্রত্যাবর্তন কেও সমর্থন জানাই নি। কেনই বা জানাবো? সিঙ্গল ব্র্যান্ড বলে? তখন ও যাদের প্রতিবাদ করার তারা করেছিল। অসংখ্য সফ্‌ট ড্রিংক্স এর কেবল দুটো টুইডল ডি আর টুইডল ডাম মালিক থাকবে এ আবার কি? মাইরি এইটে আমি সমর্থন করেছি এইটে কোত্থেকে পেলি। হ্যাঁ এটা বলতে পারিশ তখন থামস আপ এর মালিক কেন বাধা দেয় নি, পাতি কারণ রোকড়া র জন্য। এই এখনকার বাধাও অনেকটাই থেমে যাবে, বিভিন্ন 'সেটিং' হয়ে গেলে, এটা আগেই বলেছি। আসলে তোর দুটো সমস্যা হচ্ছে, সমস্যা ঠিক না, এটাই তোর মতাদর্শ। সেটা হল ক্যাপিটালিজম এর ব্যবস্থায় একটা প্রোডাক্ট তার নিজ গুণে একটা লেভেল প্লেয়িং ফিল্ড থেকে উঠবে, তার পরে তার ওজোনে আর কোয়ালিটি তে আর 'সুস্থ' মার্কেটিং এ সে কাটবে , এই ধারণা টারণা (ধর স্টিভ জব্‌স এর একেকটা কনজিউমার এঞ্জিনিয়ারিং সৃষ্টি) একেবারেই মুখ থুবড়ে পড়ে কোকা কোলা জাতীয় কর্পোরেশন এর লজিকের সামনে। 'দ্য ফর্মুলা' ভীষণ গোপন হলেও তাতে মাঝে মাঝেই পেস্টি-সাইড পাওয়া যায় ইত্যাদি। এবং মালটা যে পাতি গুড়-জল সেটা জানার জন্য ভীষণ পড়াশুনো লাগে না। আমার বক্তব্য হল, ক্যাপিটালিজম এর মধ্যে আমরা প্রফেশনাল রা যে ধারণা গুলো কে শ্রদ্ধা করি, এই ধর ব্যক্তিগত সৃজনশীল প্রতিভা, বিজ্ঞাণ ও টেকনোনোজি তে পারদর্শীতা, ইন্টিগ্রিটি, পরিশ্রম এর মূল্য এবং অবশেষে সাফল্যের শ্যাম্পেন, এই 'এইন র‌্যান্ডীয়' বস্তুগুলো এই ধরণের কোম্পানীতে ঠিক খাপ খায় না। কারণ সেখানে মার্কেটিং রে আজে বাজে মোনোপোলি প্র্যাকটিস রে, লবিং রে এই সবের প্রায়শ ব্যবহার। ভেবে দেখ জেনেরালি ঊনবিংশ বা বিংশ শতকের প্রথম হাফে আর এই একেবারে গুগল/ফেসবুক আমলের জমানায় এই 'ভালো ভ্যালুজ' ক্যাপিটালিজম এর যে দিকটা যতটা বা খানিকটা দেখা গেছে, মধ্যে খানটা, আমেরিকান গ্লোবাল এক্সপ্যানসনিজম এর সময়্‌টায় মাইরি বলছি বিশেষ দেখা যায় নি।
    তোর মতাদর্শের যেটা সমস্যা, সেটা হল, এই 'ভালো ভ্যালুজ' আর যে কোনো মূল্যে মনোপোলি র প্রয়োজনীয়তা এই দুটো কে রিকন্সাইল করতে তোর সামান্য অসুবিধে হচ্ছে। আমারো হয়:-))

    কোকা কোলার বটলিং প্লান্ট হয়েছে খুব ভালো কথা, প্রায় সমস্ত বটলিং প্লান্ট এর মালিক, প্রসেস্‌ড ফুড ব্যবসা সামান্য বড় হলেই তারা এই দুই সম্ভাব্য শ্বশুরবাড়ির মধ্যে একটি বেছে নিতে বাধ্য হবে সেটা আর যাই হোক এঞ্জিনিয়ারিং মেরিট প্রমাণ করে না। সব চেয়ে ভালো হত এই এঞ্জিনিয়ারিং যদি আমরা নিজেরা করতে পারতাম। আর যাঁরা ভালো সেটা করি তারা কম ট্যালেন্টেড সাধারণ কর্মীদের ও মাইনে পত্র টা ঠিক ঠাক ওয়েজ রুল গুলো মেনে দিত :-)) আরো ভালো হত যদি সফ্‌ট ড্রিংক্স না খেলে দিন কাটবে না, এই ভাবটা যদি আমাদের না আসতো। পৃথিবী তে সুস্বাদু অনেক ড্রিংক আছে।
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:৪১500704
  • ওয়ালমার্ট অন্যদেশে কস্ট কম রাখতে ভারত থেকে জিনিষ নিয়ে যায়। আর ভারতে কস্ট কম রাখতে অন্যদেশ থেকে জিনিষ আনবে???????

    ক্যালিফোর্নিয়া থেকে কমলালেবু এনে কি প:ব:য়ের খুব সুবিধা হবে?

    কোন দেশ এমন যা কাস্টমস, টারিফ দেবার পরেও ভারতের বাজারের থেকে কম দামে দেবে?

    এগুলো বহুবার বলেছি।
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:৪২500706
  • কীসের কুমিরছানা ?

    এবার বোঝা গেল কোনোটাই পড়ছো না :))

    মোহন গুরুস্বামীর দুটো আলাদা পেপার দিয়েছিলুম। একটা ইন জেনেরাল FDI নিয়ে।
    আর এইটি স্পেসিফিক্যালি ওয়ালমার্ট নিয়ে।

    যাহোক, আমি কোন প্রশ্নেরই উত্তর পাইনি।

    ১। বম্বের স্টাডি টার স্যাম্পল সাইজ আমাদের থেকে বেশি। সেখানে বলছে জব লস হয়েছে।
    দেশীয় এই বড় পুঁজির ঠ্যালায় কোন জব লস হয়ইনি জানা গেল কী করে ?

    ২। সরকারি ঐ রিপোর্ট নিয়ে কী বক্তব্য ?

    ৩। গুরুস্বামীর পেপার দুটো নিয়ে কী বক্তব্য ?

    ৪। আমার বাকি পয়েন্টগুলো ?
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:৪৩500707
  • ভারতের বাজারে চায়নার মাল ঢুকতে বাকি আছে? কোন জিনিষটা?
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:৪৫500708
  • তুমি আবার পড়ছো না। যেহেতু ওদের সব মার্কেটেই অ্যাকসেস থাকছে, যেখান থেকে যা শস্তা, লাভজনক তাই নেবে। আমাদের দেশ থেকে সব কিছু নেওয়া সবচে শস্তা বুঝি ? :)

    আর কাঁচা ফুড কেন হবে, আরো নানা ফুড প্রোডাক্ট, টিনড ফুড তো আমাদের দেশ তত বেশি পাঠায় না। এর ইন্ডাস্ট্রি তো মূলত বাইরেই।
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:৪৬500709
  • পাই এগুলোর উত্তর আমি দিয়েছি, তুমি বলেছ পাও নি, ভালো কথা, আমার আর ভাষা নেই। ইউ উইন, প্রকৃত দিবেটের থেকেও এই জিনিষটা এত বেশি হয়। ক্লান্তিকর।

    হানুদা, পরে লিখব, আপাতত চললুম।
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:৫৩500711
  • তুমি কোন রিটেইল জায়ান্ট তৈরি হওয়ায় তার আশে পাশে ৮২ টা মম এন্ড শপের কী অবস্থা হয়েছে সেইটা জানো ??
    সারা জীবনে কতগুলো মম এন্ড পপ স্টোরে ঘুরেছ তা দিয়ে কী এসে যাবে ?

    এদুটো কোনোভাবে তুলনীয় হল ? :o

    আমাদের অ্যানেকডোট বলতে এই সুপারমার্কেট হবার ফলে সেগুলোর কী হাল হয়েছে, আবশ্যই সেই সংক্রান্ত অ্যানেকডোটের কথা বলেছি। যেটা এখান প্পন, ন্যাড়াদা, রুপঙ্করদা ইত্যাদিরা দিয়েছেন। ঐ ডকুমেন্টারিতেও বেশ কিছু আছে।

    আর সত্যিই তো, ঐ রিপোর্টগুলো নিয়ে কাউন্টার পাচ্ছিই না। জাস্ট দু বছর আগের সরকারি রিপোর্টে এই এত আশংকা প্রকাশ করা হয়ে থাকলেও সেটা জুজু ?
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৭:৫৩500710
  • হানুদা, আমি কখনোই বলি নি তুমি কোকাকোলাকে সমর্থন করেছ। বলেছি লিমকা গিয়ে কোক আসাতে কার কি ক্ষতিবৃদ্ধি হয়েছে। ভারতে সবেতেই ভেজাল থাকে কোকেও থাকে। সেটা কোক আর লিমকায় পার্থক্য নেই।

    কোক, পেপসি আসলে দুটোই ইন্ডিয়ান কোম্পানি। আদতে। সমস্যাটা কোথায়? আইডিওলজিকাল সমস্যা ছাড়া। মানে সরকারী কোম্পানি হলে তুমি খুশী হতে বোধহয়। কিন্তু সে তো লিমকাও ছিল না।
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:০২500712
  • উফফ পাই রিটেল চেইন শহরে হবে যেমন বোম্বাই। সেখানে যারা চেইনের অভাবে আগে ফুটপাথ থেকে কিনত - যাদের বাড়ি মলের খুব কাছে - তারা মল আসার পরে সেখানেই কিনবে।

    আরও ভালো ভাবে বললে সেইখানের লোকেদের মলে যাবার প্রবণতা আছে বলেই সেখানে মল হয়েছে।

    সেখানের লোকেরা মল হলে ফুটপাথ ছেড়ে মলে যাবে খুব স্বাভাবিক। একে তো সংখ্যা কম, তার ওপরে এটা বায়াসড স্যাম্পেল। এর থেকে কেউ যদি প্রেডিক্ট করে সারা ভারতের ছোট দোকানদার দের রুটি রুজি যাবে এবং সেটা নিয়ে কেউ তক্কো করে যেতে পারে তাকে কি বলা যাবে বুঝতে পারছি না।
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:০৫500714
  • গ্রাম বাংলার মানুষ ডাল ভাত মাছ ছেড়ে ওয়ালমার্ট থেকে চাইনীজ স্যুপ কিনে খাবে? মোহন গুরুস্বামী এই বলেছেন?

    পাই ফুড ভীষণ লোকালাইজড যে কারণে ম্যাকডোনাল্ডকে ভারতে ভেজ বার্গার ভাজতে হয়। তুমি সেখানে বিদেশী ক্যানড ফুডের জুজু দেখছ?
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:১৯500715
  • আমি ভাবছি এবার উফ আহ আউচ দিয়ে পোস্ট শুরু করবো :))

    এতক্ষণ বলা হল ওয়ালমার্ট আসাতে কোন জব লস হবেনা। ওটা জুজু।
    কই দেশীয় মলে তো হয় নাই !

    তো, সেটার উত্তরে বলা হল, ওয়ালমার্ট আর দেশীয় মলে কী তফাত আছে। কেন,ওয়ালমার্টকে নিয়ে বেশি আশংকা ইত্যাদি।
    আর, দেশীয় মল নিয়ে বলা হল, এটার ফলে জব লস হয়নি, এটার তথ্য ভিত্তি কি ? আমাদের শহরের কিছু লোকের দৈনন্দিন অভিজ্ঞতা। তো আমি বল্লাম সেটাই যদি ধরতে হয় , তো এটা ধরা বেটার। শহরে, আমাদের জানা, দেখার তুলনায় বড় স্যাম্পল। মল তৈরি হবার ফলে তার ১ কিমির মধ্যের দোকানগুলির বিজিনেসের কী হয়েছে।
    আমরা এখানে কেবল ' মনে হওয়া' দিয়ে বলে গেছি। জিগেশ ও করিনি , তারা কী মনে করে ( ঐ ডকুমেন্টারিতে সেগুলো ছিল, যদিও কেউ দেখেনি মনে হয়) । এখানে সেই ইন্টারভ্যুর ভিত্তিতে বলা আছে।

    তো, এই সার্ভের Seventy-one per cent of the sample reported
    a sales decline, Sixty-three per cent of the sample said that
    they felt threatened by the malls
    .. এটার কোন দাম নেই, অথচ আমাদের মনে হওয়ার আছে, economic times এর প্রতিবেদকের ওয়ালমার্ট না আসতেই ওয়ালমার্ট ফ্যাক্টর সব চেয়ে দুশ্চিন্তার নয়, নিজের এই স্টেটমেন্টার দাম আছে :)

    মোহন গুরুস্বামী এই বলেছেন বুঝি ? :)
    তবে তুমি তো আবার না দেখেই বলে দিতে পারো দুটো পেপার এক :)

    যাগ্গে, এখন সেল্ফ ক¾ট্রাডিক্ট করছ। এই নিজেই বল্লে, গ্রাম বাংলায় ওয়ালমার্ট যাবেনা। আর এখন শুনছি গ্রাম বাংলার লোক তো ওয়ালমার্ট থেকে প্যাকড ফুড কিনবে না, তাই চিন্তা নেই। :)

    নানাবিধ সেক্টরে বিদেশী নানা ব্র্যাণ্ড ঢুকবে না এই আস্থা কোথা থেকে আসছে তাই মাথায় ঢুকছে না !

  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:২৭500716
  • দেখতে থাকব, কবে প:ব:য়ের লোক ওয়ালমার্ট থেকে চাইনীজ স্যুপ কিনে খাবে।

    দেখতে থাকব, দিল্লির লোক রুটি আচার ছেড়ে প্যাড থাই কম পয়সায় কিনে খাবে।

    ওয়ালমার্টের সঙ্গে আছি।

    আর মোহন গুরুস্বামীর দ্বিতীয় পেপারটা মাই ব্যাড নাম দেখেই বলেছি। কিন্তু এখন কনটেন্ট দেখে বুঝছি একই জিনিষ।

    আচ্ছা অনেক প্রশ্নের উত্তর দিয়েছি।

    তুমি একটা উত্তর দাও। ওয়ালমার্ট কি শ্যামনগরে বা খড়দহে খুলবে? খুললে কেন?
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:২৯500717
  • নানাবিধ সেক্টর না বলে দু একটা স্পেসিফিক উদাহরণ দাও।
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৩০500718
  • যদিও আমি একবারও বলিনি, বম্বের ঐ স্টাডি দিয়ে ওয়ালমার্টের সারা ভারতের উপর এফেক্ট বোঝা যাবে, বারবার আমার মুখে কথা বসানো হল, যে সেটা আমি বলছি।:(
    আর এদিকে যেটা সত্যি বলছি, সত্যি ধরছি, সেটা হল, সরকারি রিপোর্টে বলা হয়েছে FDI হলে সারা দেশে জব লস হবে, সেটাকে কেন গণ্য করা হবেনা জানতে চাইছি, তার কোন উত্তর নাই :((
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৩১500719
  • তাহলে ঐ পেপার দিয়ে কি বোঝা গেল?
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৩৬500720
  • ওয়ালমার্ট তো এখানে চায়না থেকে নানাবিধ ফুড আইটেম ও আনে ! সেটা দেশে না ঢোকার কী আছে ?

    কৃষ্ণনগরের মাটির পুতুল মেড ইন চায়না হলে এবার জিলিপিও মেড ইন চায়না পাওয়া যাবে হয়তো।
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৩৯500721
  • এই হল ওয়ালমার্টের এস্টিমেটেড মার্কেট :

    The 2010 Global Retail Development Index compiled by consultancy A.T. Kearney ranked India the third place among 30 emerging markets as the most attractive for retail investment.

    The retail market is worth about $410 billion, with only about 5% of sales through organized retail, A.T. Kearney said, adding the Indian retail market should continue to grow rapidly to up to $535 billion in 2013.

  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৪০500722
  • পাই আমি তো অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। এবারে তুমি দাও

    ১। ওয়ালমার্ট কি খড়দহ বা শ্যামনগরে যাবে?

    ২। ঐ বোম্বের স্টাডি থেকে কি বোঝার জন্য পড়তে দিলে?
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৪৫500723
  • বোঝা গেল, আমাদের আর ঐ প্রতিবেদকের 'মনে হওয়া' দিয়ে ওয়ালমার্ট কেন দেশীয় মল এলেও মাঝারি-ছোট দোকানিদের কোন ক্ষতি হয়না, এটা বলা যায়না। আমাদের মনে হওয়া দিয়ে এই টইতে শহরের কথাই শুরু থেকে বলে এসেছি। আমাদের মনে হওয়া, কোন ক্ষতি হয়না ভ্যালিড হলে, এই ডাটা অবশ্যই তার থেকে বেটার স্টাডি। আর এটা বলছে, শহরে এমনি মল হলে ক্ষতি হয়। ( সেটা ওয়ালমার্ট হলে, আবারো বলছি, অনেক অনেক বেশি ক্ষতি হবে। কারণ এই মলগুলো ওভারপ্রাইসড। ওয়ালমার্ট সেখানে কম দামের দোকান হবে)
    শহরেও ক্ষতি হলে সেটা তো ক্ষতিই, নাকি ?
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৪৭500725
  • প্রশ্নগুলোর কি উত্তর দিতে পারবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন