এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এফ ডি আই বিল: ইনফর্মড্‌ ডিবেটের অপেক্ষায়

    ranjan roy
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৩১৪৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৪৯500727
  • দিলাম তো। আমার প্রশ্ন গুলোর কোন উত্তর নাই :(
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৪৯500726
  • ওদুটো জায়গায় আমি যাইনি।
    উত্তরপাড়া দিয়ে বলতে পারি, যেতেই পারে।
    ওখানে মোর হবার পরে অনেকেই যায় বলে শুনেছিলাম। আশেপাশে বিজিনেসে কিছু ক্ষতি তো হয়েইছে। সেটা ঐ ডকুতে কিছু আছে। কিছু ইন্টারভিউ আমার কাছে আলাদা আছে।
    ওয়ালমার্ট এলে লোকে তাতে হৈ হৈ করে যাবে। ঐ মোর উঠে সেখানে ওয়ালমার্ট হবার ভালো সম্ভাবনা আছে।
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৫২500728
  • উত্তরপাড়ায় ওয়ালমার্ট গেছে?
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৫৫500729
  • তোমার মনে হয় ঘুম পেয়েছে :)
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৫৬500730
  • অনেকেটা কে?
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৫৭500731
  • তোমার যাওয়া আসার সাথে কি সম্পর্ক? শালবনীতে কি লোককে চাইনীজ স্যুপ খাওয়াতে ওয়ালমার্ট যাবে?
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৯:০০500732
  • আমি তো একবারো বলিনি শালবনীতে যাবে :)
    শালবনী, খড়দা, শ্যামনগরই সারা ভারতবর্ষ এরকমও মনে করিনা।
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ০৯:০২500734
  • পাই এইটা জুজুর লিস্টে মনে হয় সবথেকে ওপরে যাবে। :)))

    ওয়ালমার্ট উত্তরপাড়ায় দোকান খুলবে, তারপর সেখানে চাইনীজ স্যুপ বিক্রি করবে, তারফলে লোকাল লোকের চাকরি, দোকান উঠে যাবে। উত্তরপাড়ার লোকে মাছ, ডাল, ভাত, আলুভাজা ছেড়ে হুলিয়ে চিকেন নুডল স্যুপ খাবে কেননা চীনেরা খুব কম দামে সেটা দেবে। কিন্তু প্রশ্ন হল এত লোকের চাকরি চলে গেলে স্যুপটা খাবে কে?

    কার ঘুম পেয়েছে পাই? :))))

    ঘুম পায় নি, কিন্তু আমি হাসতে হাসতে পড়ে গেছি। কি জানি হাহাপগে যাকে বলে।

    http://articles.economictimes.indiatimes.com/2011-11-30/news/30458906_1_retail-industry-retail-market-total-retail-business

    এইটা পড়ে নিও। আর কিছু বলার নেই।
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৯:০২500733
  • বম্বে, কোলকাতা এসব শহর দেশের বাইরে তাও মনে করিনা। সেসব জায়গায় প্রচুর লোক খুচরো রিটেইল সেকটরে এমপ্লয়েড হন, এটাও মনে করি। তাদের জব লস বা ক্ষতি হলে সেটা ক্ষতিই।
  • Bratin | 117.194.96.130 | ০২ ডিসেম্বর ২০১১ ০৯:০৬500736
  • লিলুয়া তে বিগবাজার এসেছে। অবশ্য বিক্রিবাটা কেমন জানা নেই।
  • Bratin | 117.194.96.130 | ০২ ডিসেম্বর ২০১১ ০৯:০৮500737
  • আর শ্যাম নগরে ওয়ালমার্ট কেন যাবে? ওদের একটা স্ট্যান্ডার্ড আছে। ভুলভাল জায়গা ওরা যায় না।
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৯:১৩500738
  • ঘুম না পেলে আমি বলেছি উত্তরপাড়ায় ওয়ালমার্ট গেছে, তাও বলতে না , আর কথায় অন্তত কিছু যুক্তি দিতে :)

    বিগ রিটেইলার রা চাল ডাল কীকরে কম দামে দিতে পারে সেটাও আবার লিখতে হবে , জাস্ট ভাবিনি। বাল্কে কিনলে অনেক শস্তা পড়ে আর এখানে যে ভারতীর সাথে ওয়ালমার্ট ঢুকছে তারাই ক্যাশ অ্যাণ্ড ক্যারির মতন হোলসেলার হবে।
    এখনো তো ওয়ালমার্ট থেকে শস্তার জিনিস কিনতে গেলে কস্টকোর মত বাল্কে কিনতে হয়না ! ওয়ালমার্ট ওদের মডেলে বাল্কে না বেচেও শস্তায় দিতে পারবে। শস্তায় একটা মলে পেলে অবশ্যই লোকে সেখান থেকে মাসকাবারি বাজার করবে।
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৯:১৮500739
  • আর তুমি পড়ে যাচ্ছ বলেই বোধহয় লেখাগুলো ঠিক করে পড়ছো না। আর পড়েও এই উত্তর দিলে বুঝে নেব ইচ্ছে করে গোলপোস্ট সরাচ্ছ।
    প্রথমে বল্লে, কারুর কোন ক্ষতি হবেনা। শহরের উদা: দিয়ে দিয়ে বারবার সেই কথা এল। বল্লাম শহরে হবে। তো গোলপোস্ট শালবনী চলে গেল।
    ওয়ালমার্টে শস্তা জিনিস পাওয়া যাবে বলাতে চলে এল কেবল চাইনিজ স্যুপ শস্তা। আমি নাকি ভয় পাচ্ছি, লোকে চাল ডাল ছেড়ে চাইনিজ স্যুপ খাবে :)

    আমিও হাসলাম। :)
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ০৯:২০500740
  • আর আপাতত এইটা দিয়ে কাটবো।

    তোমার বা তোমার প্রতিবেদকের মনে হয়নি না, ইন্ডিয়ান গ্রসাররা এই নিয়ে 'ওয়ারিড' ?

    তালে এটা কীকরে হল বলতো ?
    নাকি, বম্বে যেমন ভারতে নয়, এই এত্ত এত্ত লোকজনের কেউ ইন্ডিয়ান নন ?

    http://timesofindia.indiatimes.com/india/FDI-protest-Traders-shutdown-complete-in-many-states/articleshow/10942764.cms

    NEW DELHI: Traders across the country have downed their shutters to join the protest against government's decision to allow foreign direct investment (FDI) in retail.

    The impact of the strike has been visible in several cities. In some cities, shopkeepers took out marches demanding a rollback of the government move.

    In Maharashtra, around 35 lakh small and medium traders have kept their shops shut in response to the bandh.

    "We have received good response for the bandh in Mumbai and Navi Mumbai as traders of the Agriculture Produce Market Committee (APMC) have joined call to support the one-day bandh. Major markets of grain, fruits and vegetables, onion and potato and 'kirana' have observed bandh today," said federation of associations of maharashtra (FAM) president Mohan Gurnani.

    In Delhi, big markets like Karol Bagh, Sadar Bazar, Kamla Nagar, Chawri Bazar, Kashmere Gate, Tilak Nagar, Rohini, Krishna Nagar and Greater Kailash M Block remained closed while Sarojini Nagar and INA markets functioned as usual.

    BJP also joined the strike by organising marches and burnt effigies of Prime Minister Manmohan Singh and Delhi chief minister Sheila Dikshit in at least 20 locations of the city.

    Most shops and establishments in West Bengal, including the wholesale market in Posta area of Burrabazar, downed their shutters.

    In Bangalore, nearly 1 lakh shops are closed due to the strike. Many busy markets wore a deserted look.

    Tripura also observed a total shut-down. Official reports said not a single shop was open anywhere in the state.

    In Lucknow, Samajwadi Party workers protested on the streets burning effigies. Extending support to the all-India strike, hundreds of Samajwadi workers -- particularly from the party's youth wing -- gathered near the state assembly and forced their way through the barriers at the site.

    The police had to use force to disperse them.

    In Himachal Pradesh also traders have responded to the bandh call in a big way.

    Workers of the ruling Bharatiya Janata Party ( BJP)in the state and Communist Party of India-Marxist (CPI-M) joined the traders to protest the Centre's FDI decision.

    However, the response to the bandh in Bihar, according to agency reports, has been muted with most of the major markets open.

    The ruling NDA in Bihar has extended support to the bandh while Congress and LJP are opposed.

    The bandh is so far peaceful, director general of police Abhayanand said.

    Chief Minister Nitish Kumar had said he would not allow 51 per cent FDI in multi-brand retail sector in Bihar.

  • h | 117.194.231.171 | ০২ ডিসেম্বর ২০১১ ০৯:২৭500741
  • সরকারি কোং একটাও না থাকলে পৃথিবী তে আমার কোন অসুবিধে নেই। কর্মচারীরা ঠিক ঠাক মাইনে পেলে, অর্গানাইজ্‌ড বার্গেনিং , ইন্ডিভিজুয়াল রিড্রেসাল এর ঠিক ঠাক ব্যবস্থা থাকলে, ঠিক ঠাক আইনানুগ সোশাল সিকিউরিটি পেলে, ইনকাম ডিসপারিটি নির্লজ্জ লেভেলে না থাকলে , আর যে ব্যবসাটায় সে করে খাচ্ছে, সেই ব্যবসাটায় সমস্ত স্কেলের প্লেয়ার দের এϾট্র ই হতে পারলে পৃথিবীর সব কোং প্রাইভেট হলেও আমার কোন আপত্তি নেই। সাংঘাতিক ইনোভেশন না হলেও চলবে, হলে খুব ভালো। এটা অনেকটা সে সাপ জ্যান্ত র মত শোনাচ্ছে। তবে ওয়ার্কার দের সম্পর্কে ম্যানেজমেন্ট দের বক্তব্য ও মোটামুটি এরকম ই শুধু উল্টো করে করে ;-)

    ধুস! ফালতু বাজে বকা আর ভাল্লাগছে না।

    বিভিন্ন লোক নানা ভাবে নানা বাজে কথা বলবে আর মধ্যে আমরা কয়েকজন তর্ক করবো হয় না। কালকে কোত্থেকে কিসু নেই, এই ম্যাক্সিমিনি আমাকে আলফাল কথা বলে দিলেন। অথচ আমি ওঁর সঙ্গে কোন কথাই বলিনি প্লাস ওঁর লেখা নিয়ে কোন কমেন্ট ই করিনি। অকারণে আমার নাম করে আজে বাজে 'হিরো' 'কিষেনজি ', 'বক্তৃতাবাজ' এই সব কথা বললেন।

    ন্যাড়া গালাগালি করলো, আমি করিনি, কিন্তু নিজের বক্তব্য জানিয়েছি, ও ও জানিয়েছে ফাইন। ন্যাড়ার বক্তব্য একেবারেই কখনো কন্ডিসেন্ডিং কখনো শ্লেষাত্মক আজে বাজে হওয়ার কারণে ওর প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই প্রচুর অশ্রদ্ধা আছে, ওর ও আমার প্রতি কোনো শ্রদ্ধা নেই, আমাকে ফাল্‌তু মূর্খ ছাগল মনে করে, আই সাপোজ দ্যাট ইস ওকে। দ্য ফিলিংস আর ওয়েল ডকুমেন্টেড আর পারফেকটলি রেসিপ্রোকেটেড। গালাগালি করতেই পারতাম কিন্তু করি নি। কিন্তু এই কেস এ সিরিয়াস অবাক হয়ে গেলাম। আমি তো কোন কথাই বলিনি!
  • bb | 117.195.168.136 | ০২ ডিসেম্বর ২০১১ ০৯:৫০500742
  • আর্য কিন্তু সেই একই কথা বলেছলেন যা উনি হনুর বিরুদ্ধে ব্যবহার করেছেন।

    ১) ওনার মনে হয়- walmart কোলকাতার বাইরে দোকান খুলবে না- কারণ কিছু নয়, ওনার মনে হয়।

    ২) ভারতের লোকের খাদ্যাভাস বদলাবে না। উনি বোধহয় উনি জানেন না যে এটা pizza-hut, KFC,McDonalds এর দৌলতে অনেক বদলে গেছে। ওয়ালমার্টের দৌলতে এটা অনেক তরাণ্বিত হবে।

    ৩) আর Capitalist দের এই ফাটা efficiencyএর রেকর্ড শুনলে মনে হয় একটাই কথা তাহলে এরা আর চাইনীজ জুজুতে ভয় পায় কেন? আর মার্কেট পড়ে গেলেই এরা সরকারের কাছে কাছা তুলে কেন দৌড়ায় protection এর জন্য? এইসব efficieny এর গল্প বলা অনেক সহজ, কিন্তু বাস্তবে এর সূদূরপ্রয়াসী effect অনেক ,তার অনেক সামাজিক।

    তাই একদিকে যেমন ওয়ালমার্ট এলেও দেশ রসাতলে যাবে মনে করি না , তেমনি মনমোহন আর আলুর FDI in retail এর ফলে ১০ মিলিয়ন কাজ তৈরী হবে এটাও বিশ্বাস করি না।
  • ppn | 122.252.231.10 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:০২500743
  • প্পন কোন অ্যানেকডোট পাইয়ের ফেভারে দেয়নি। :)
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:০৯500744
  • পাই কি তাই বলেছে ? সেটাকে কাউণ্টার করতেই তো ঐ স্টাডিটা দিয়েছে :)
    অ্যানেকডোটের চেয়ে বেটার বলে :)
  • ppn | 112.133.206.18 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:১০500745
  • ভাগ্যিস কাল রাতে জাগিনি!
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:১১500750
  • :)
  • vc | 121.241.218.132 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:১১500749
  • গুরুতে freshers' টা কদ্দিন পরে হয়? মানে তার আগে integration-এর স্কোপ নেই বলেই মনে হচ্ছে কেমন যেন। এই যে এতগুলো লেখা তুলে দিলাম কেউ কিছু বললোই না। পাই স্যার একটা কোট করলেন - সেও তো ওই লেখা থেকেই। কিন্তু q কে কেউই কিছু বলে না।

    vc হলে বলবে?

    :-(
  • ppn | 112.133.206.18 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:১১500748
  • স্টাডি ইজ রিফাইনড ফর্ম অফ কালেক্টিভ অ্যানেকডোটস।

    এইকথা বলে যাবো আমি চলে।
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:১২500751
  • q , আমিই লিখেছি দেখুন। আপনিও ওটা দিয়েছিলেন।
  • lcm | 69.236.167.255 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:১৩500752
  • এটা আজকের নিউইয়র্ক টাইম্‌স-এ প্রথম পাতায় -
    Outsourcing Giant Finds It Must Be Client, Too
    http://www.nytimes.com/2011/12/01/world/asia/for-india-outsourcing-does-the-job-at-home-too.html?_r=1&ref=todayspaper

    মনমোহন সিং নাকি প্রতি তিন মাস অন্তর একটি প্যানেলের সাথে মিটিং-এ বসেন, অ্যাজেন্ডা - কী করে আগামী কুড়ি বছরে ৫০০ মিলিয়ন (৫০ কোটি) স্কিল্‌ড ওয়ার্কফোর্স তৈরী করা যায়।
    ( ৫০ কোটি সংখ্যাটা দেখে একটু ভেবলে গেছি .... )

    যাই হোক, এই আর্টিক্‌ল থেকে ইন্ডিয়ার লেবার ল সংক্রান্ত কিছু ইন্টারেস্টিং স্নিপেট :

    ... country's strict labor laws, which protect workers, but make it difficult for employers to fire them...

    ... many companies say are laws so protective of workers that they blunt hiring and stifle growth...

    ... Factories employing 100 or more workers are not allowed to lay off employees without the government’s permission....

    ... India, compared to even European countries, has more restrictive labor laws...

    ... each state has its minimum wage, which is revised every three months ...

  • vc | 121.241.218.132 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:১৬500753
  • ন্যাড়া Date:01 Dec 2011 -- 11:05 PM - এটাই তো প্রিডেটরি প্রাইসিং। এর কথাও আছে পেপারগুলোতে।
  • vc | 121.241.218.132 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:১৯500754
  • লাস্ট পোস্ট নিয়ে - এখানকার রিটেলগুলোও এটা করে সম্ভবত:, কিন্তু যেটা বলা হচ্ছে (এবং যতদূর মনে পড়ে ৯১ সালেও বলা হয়েছিলো) সেটা হল ওয়ালমার্ট ইত্যাদিদের অর্থনৈতিক শক্তি এতই বড় যে ওরা এই প্রিডেটরি প্রাইসিং মডেল অনেক সহজে অ্যাপ্লাই করতে পারবে, compared to Big Bazar

    আরেকটা কথা মনে হয় - লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ভারতের তুলনা করা যেতে পারে তো?
  • siki | 123.242.248.130 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:২০500755
  • বিবি কী বললেন বুইলাম না। পিজা হাট কেএফসি ম্যাকডি এসে ভারতের লোকের খাদ্যাভ্যাস "পাল্টেছে' বললেন কি?
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:২১500756
  • স্টাডি ইজ সিস্টেমেটিক এন্ড ডায়রেক্টেড ফর্ম অব অ্যানেকডোটস উইথ কনসিডারেবল স্যাম্পল সাইজ।:)

    অবশ্য তোমার অ্যানেকডোটে ক'জন দোকানী, তাদের বিক্রিবাটা সংক্রান্ত প্রশ্নের উত্তরও ছিল কি ? সেটা ছাড়াও স্টাডি হয় কি ?

    এনিওয়ে, এদের জন্য যাই হয়ে থাক না কেন, ওয়ালমার্ট এলে ক্ষতি হবার সমূহ সম্ভাবনা।
    একটা সোজা কথা বোঝানো হোক। ওয়ালমার্ট -ভারতী তো একটা বিশাল বিজনেস এইম করেছে। সেই বিক্রিবাটা টা কি সব এখনকার অপূর্ণ চাহিদা মিটিয়ে ? আর সেটা শুধুই এখনকার অর্গানাইজড রিটেলের মার্কেট নয়। তার চেয়ে অনেক বেশি। তাইলে ভাগ তো কারুর উপরে বসাতে হবেই ! সেটা কাদের উপর ? শুধুই ফড়েদের ভাগটা নিয়ে ?
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:২২500757
  • ফড়েদের লাইনটা বাদ যাবে।
  • pi | 128.231.22.133 | ০২ ডিসেম্বর ২০১১ ১০:২৪500759
  • q, ব্রাজিলের ওয়ালমার্ট নিয়ে স্টাডি আছে মনে হয়।

    আর এতে দেশের চাষীরা ক্ষতিগ্রস্ত হবে, একথা তো বলিনি।
    তবে এটা পড়ে একটু ঘঁটে গেলাম। এর কারণ কী ?

    The more of a commodity large retailers purchase in bulk, the lower the prices growers of
    agricultural commodities obtain! Studies by FAO, Oxfam, etc attest to this. For instance, a
    decade ago coffee growers earned $10 billion from a global market of over $30 billion but
    now they receive less than $6 billion out of a global market $60 billion5. The cocoa farmers of
    Ghana now receive only 3.9% of the price of a typical milk chocolate bar but the retail margin
    hovers around 34.1%. A banana farmer in South America gets 5% of the retail price of the
    banana while 34% accrues to distribution and retail.6 Therefore the large retailer affects not
    only the small and medium manufacturers of low, medium and intermediate technology goods
    but more importantly the small and large farmers also. The

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন