এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এফ ডি আই বিল: ইনফর্মড্‌ ডিবেটের অপেক্ষায়

    ranjan roy
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৩১৪৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | 59.93.194.219 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:০০500527
  • সে কি? q কোথায় থাকেন? আমাদের এখানে তো থাম্‌স আপ অজস্র পাওয়া যায় (বাড়িতেই তো গোটা দশেক আছে)। এটাতেই মোটামুটি আসল কোকের টেস্ট পাওয়া যায়, নতুন কোক তো মুখে তোলা যায় না (আমেরিকাতে তো নতুন কোন পাওয়াই যায় না শুনেছি)। আর হ্যাঁ, থাম্‌স আপের বোতলের গায়ে ""a product of Coca Cola company'' লেখা আছে।

    ডি: সোয়াদের ব্যাপারটা বন্ধুদের মুখে শোনা - আমি ও'সব খাই না।
  • h | 203.99.212.54 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:০১500528
  • eiTaiTaaJadikonakaalachaaraalbaapoliTikaalhisTariyaanparekakhano, konoaajabkaaraNedekhe, majaahabeekaTaa.JepraphesanaallokajandesheeinaDaasTriyaalpraDaakTamyaanuphyaakachaari`m(BPL/thumbsup)samparkeekaTusmRitimedur, taaraai, peTiproDaakashanersmaliuniTaerxatigrastahaoyaarsambhaabanaayekebaareisamabedanaajaanaatepaarachhennaa.TreDaarraapaarTitechaa`ndaadey, phaaltunichuklaaserlokityaadi.eTaakieiTaibaa`MaaliprapheshanaalderTaibale? ekaisamayetRiNamoolaka`mgreserpaarTanaarhaoyaasattweo, pratibaadakarachhe, JataimRidubaaprabalhok, karachheto.seTaakiaana-argaanaaijaDasekaTarerkanasTiTuensiTaataaderdhareraakhatehabebale.eiTaabeshmajaarbyaapaar.athachaeidudalibandhahayeJaaoyaakaarakhaanaaprasa`Mgeekajaaygaaychhila (iuniyanityaadikhaaraapityaadi).Ireallyfindthisinteresting.
  • q | 121.241.218.132 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:০৫500529
  • কেডি - কলকাতাতেই। পাওয়া যায় না বলিনি, তবে কোকের তুলনায় কম সাপ্লাই। এবং ডিস্ট্রিবিউটার এবং দোকানের লোকেরাই বলে যে এটাই পলিসি।

    স্বাদের ব্যাপারটা - যারা কোক কিনে নেওয়ার আগে থাম্‌স আপ খেয়েছে তারা বুঝবে।
  • lcm | 69.236.167.255 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:০৮500530
  • কোকাকোলা তো (পার্লে এগ্রি-র থেকে) থাম্‌স আপ, লিম্‌কা - দুটোই কিনে নেয়। থামস্‌ আপ তো এখানে ইন্ডিয়ান গ্রোসারিতে আসে (ইম্পোর্ট)।

    ওয়ালমার্ট/টার্গেট/কেমার্ট/সিয়ার্স... এরা লিগ্যালি মিনিমাম ওয়েজের কম দেয় না। ইন জেনারেল স্টেট মিনিমাম ওয়েজের থেকে কিছুটা বেশীই এগুলোর মিনিমাম স্যালারি। আজকাল তো হেলথ কেয়ার প্রিমিয়াম-ই প্রায় মিনিমাম ওয়েজের কাছকাছি।

    ওয়েজ ইরেগুলারিটি শুধু দেশী রিটেইল-ই নয়, খুচরো/ছোট ব্যবসায়ীদের এই প্রবলেম আরো অনেক বেশী, সেখানে কোনো লেবার ল নেই।
  • q | 121.241.218.132 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:০৯500531
  • কোক/থাম্‌স আপ লিখতে গিয়ে মনে পড়লো - এই সব বড় প্লেয়ারগুলো আমেরিকায় যে দুনম্বরী করার সুযোগ পায় না, সেগুলো এখানে করে/করবে। সফ্‌ট ড্রিঙ্কসে ইউরিয়া বা অন্যান্য কেমিক্যাল নিয়ে কিছুদিন আগেই তো হইচই হল। আমেরিকায় কোকের কম্পোজিশন আর এখানে কোকের কম্পোজিশন আলাদা - কেমিক্যালসের দিক থেকে। কারণ এখানে আইন নেই, থাকলেও সেটা "কলা দেখার" জন্যে বসেই আছে।

    কোক নিয়ে আরো বেশ কয়েকটা গোলমেলে কেস হয়েছে বলে মনে পড়ছে। ভারতেই।
  • kc | 194.126.37.78 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:১১500532
  • তবে একটা কথা না বললে সত্যের পথ থেকে বিচ্যুত হতে হবে। দেশের বড় বড় রিটেইলার স্টাফ / এমপ্লয়িকে এক্সপ্লয়টেশন করার ব্যাপারে ওয়ালমার্টের থেকে অন্তত পক্ষে ২০০ গুন আগে এগিয়ে আছে।
  • dukhe | 122.160.114.85 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:১৬500534
  • kd, আমি দেশের কথা বলছিলাম। পঞ্চুর চায়ের দোকান কেস । মিনিমাম ওয়েজ কাটিয়ে দিতে ছোট বিজনেসেরও অসুবিধে নেই ।
  • lcm | 69.236.167.255 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:১৬500533
  • এইচ-এর আপত্তি বোধহয় এই সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে বিল পাশ করছে তাই নিয়ে - যদি সেরকম হয় তবে তা অযৌক্তিক বটে।
    এইচ বোধহয় ইউনিয়ন নিয়ে কিছু বলল। দিনের পর দিন কাজ না করে ভেরান্ডা ভাজে যে ইউনিয়ন - আশা করি তাদের নিয়ে কিছু বলে নি।
  • lcm | 69.236.167.255 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:২১500535
  • যদি আপত্তি টা এই কারণে হয় যে সাহেবদের কোম্পানী কেন আমার দেশে তরকারি বেচে দু পয়সা আয় করবে।
    তাহলে তো অনেককেই তো চাকরি বাকরিও ছেড়ে দিতে হয়। কারণ সাহেবের কোম্পানী (বা সাহেব ক্লায়েন্ট) র জন্য পরিশ্রম করে তো তাদের বেশী লাভের ব্যবস্থাই করে দেওয়া হচ্ছে।
    টিভি দেখা, সাবান মাখা-র মতন অনেক কিছুই বন্ধ করে দিতে হয়।
  • Bratin | 122.248.183.1 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৩০500537
  • অপ্পন আচ্ছা।

    দুখে , মনে হয় আমরা একট organized work force র কথা বলছি। মানে সাপ্লাই আর ডিমান্ড র মধ্যে একট মোটামুটি সাম্য আছে। প্রচুর লোক অ্যাভেলেবেল। কাজেই এই মাইনে তে পোষালে কর না হলে আয়। এই পরিস্থিতি গুলো তে আমরা বাদ দিচ্ছি।
  • h | 203.99.212.54 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৪৩500538
  • elsiemtomaar 'manehaoyaa' guloriyeliphaani.aamiaadoumanekarinaaagaNataantrikapaddhatitebilapaashahabeJadihay.eTaaaabaarkothaayballaam.aamiballaambilersapaxeprachaarkhubbeshihachchhe, taarmadhyemeDiyaamyaanejamenTaohachchhe, Jathaaaajaabaapar 'kapi' rsTori.kichaap.
  • q | 121.241.218.132 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৪৯500539
  • Lies and Damned Lies about retail FDI in India - http://sanhati.com/tweet/4384/
  • h | 122.248.183.1 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৫৪500540
  • এল সি এম তোমার ' মনে হওয়া ' গুলো রিয়েলি ফানি। আমি আদৌ মনে করি না অগণতান্ত্রিক পদ্ধতি তে বিল পাশ হবে যদি হয়। এটা আবার কোথায় বল্লাম। আমি বল্লাম বিলের সপক্ষে প্রচার খুব বেশি হচ্ছে , তার মধ্যে মেডিয়া ম্যানেজমেন্ট ও হচ্ছে , যথা আজ আবাপ র ' কপি ' র স্টোরি। কি চাপ।
  • Bratin | 122.248.183.1 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৫৬500541
  • বঙ্গানুবাদে ব্রতীন :-)
  • PT | 203.110.247.221 | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:১৪500542
  • ন্যাড়া, ঐসব onus is on you জাতীয় বক্রোক্তি সাইডলাইনের বাইরে বসে করে লাভ নেই। আমার বিচারে যে সমস্ত তত্ব যুক্তি ও বাস্তব সম্মত মনে হয়েছে সেগুলো তুলেছি। আপনার কাছে কোন তথ্য থাকলে সেগুলো শেয়ার করুন নাহলে খুব ইরিটেশন হলে আমার পোস্টিংগুলো এড়িয়ে যান। যে সমস্ত লিংক দিয়েছি আর q-এর দেওয়া লিংকের পড়ে দেখতে পারেন ইচ্ছে করলে।

    আমি এই আলোচনাটা শুরু করিনি - আমার আগে আরো অসংখ্য পোস্টিং এসেছে। আমি কোন আপত্তিও তুলিনি। আর আমরা যেহেতু এখানে থিসিস লিখছি না সেখানে ঐ খামচা মেরে তোলা তথ্যই পাবেন। আমি তো তবু কিছু তথ্য দিলাম, আপনি তো তার ধারে কাছেও গেলেন না।

    আপনি রেগে যাচ্ছেন কারণ এই জাতীয় লগ্নী হলে জনগণের বিশাল কোন উপকার হয় এমন কোন তত্ব পাওয়া যাচ্ছে না। কালকের এক আলোচনাতে কংগ্রেসের ওমপ্রকাশ ঐরকম কোন তথ্য দিতে না পেরে একজন অর্থনীতিবিদকে ""পাড়ার অর্থনীতিবিদ"" বলে আক্রমণ করলেন।

    ও হ্যাঁ, আমি (ও আমার সন্তানেরা) নাইকের জুতো পরিনা .......
  • q | 121.241.218.132 | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:৩৪500544
  • এই লেখাটা থেকে - "In this guest post, SHANKAR GOPALAKRISHNAN analyses available data on the experience of the entry of corporate retail globally, to outline the disastrous consequences it has had everywhere it has been introduced.

    এটাই তো nyara চাইছিলেন?

    এই ব্যাপারে expert নই, তাই অন্য কোথায় কে কী লিখেছেন সেগুলোই সম্বল।

    pros-এর কিছু লেখা পেলে মন্দ হয় না।
  • aka | 75.76.118.96 | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:১২500545
  • অনেক কথাই বলার আছে আপাতত ছোট্ট একটা কথা।

    দেশে আনর্গানাইজড সেক্টরের লেবার ওয়ালমার্টে চাকরি করতে পারলে বর্তে যাবে। ওয়ালমার্ট হাজার মানে লক্ষ্য বার শোষণ করেও যা করবে বা করতে বাধ্য থাকবে তা তাদের বর্তমান অবস্থা থেকে অনেক ভালো। ভারতের দুই তৃতীয়াংশ লোক দিনে $২ এর কমে বাঁচে।

    আবার বলছি আম্রিগার ওয়ালমার্ট আর ভারতের ওয়ালমার্ট এক নয়।

    হানু, পরে লিখছি। আপাতত একটাই কথা কোক আসাতে সাধারণ লোকের চাকরি বেড়েছে, মারুতি এসে অ্যাম্বাসাডার উঠে গিয়ে তোমার আমার বা প্রান্তিক লোকের কি ক্ষতি হয়েছে?
  • h | 203.99.212.54 | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৪০500546
  • natunTekanolojirsa`MgenatunabijanesakanasoliDeshanguliyephelaaThiknaabaleimanehay.ThikaJekaaraNeekaTaaBPObaaekaTaaTechoutsourcingThikTechnologyinvention/innovationnaa.

    aarmaalTibryaanDakathaaTaaomaneraakhish.anekagulogaarhirbryaanDauThegiyesabaaiayAmbaasaaDarhaletorlajikeiekaTuchaap.

    aaralikhatehabenaa, kaaTaa.baanijermatalekh.aaroanekeanekkathaabalachhesesabenagejkar.aamaarkathaatorbhaallaagenaa, torkathaaoaamaarbhaallaagenaa.kaaTaa.bilapaashnaahaleihalo:-)
  • h | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ১৮:৪৫500548
  • natun Tekanoloji r sa`Mge natuna bijanesa kanasoliDeshan guliye phelaa Thik naa balei mane hay. Thika Je kaaraNe ekaTaa BPO baa ekaTaa Tech outsourcing Thik Technology invention/innovation naa.

    aar maalTi bryaanDa kathaaTaao mane raakhish. aneka gulo gaarhir bryaanDa uThe giye sabaai ayAmbaasaaDar hale tor lajikei ekaTu chaap.

    aara likhate habe naa , kaaTaa. baa nijer mata lekh. aaro aneke anek kathaa balachhe se sab enagej kar. aamaar kathaa tor bhaallaage naa , tor kathaao aamaar bhaallaage naa. kaaTaa. bila paash naa halei halo : -)


  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ১৮:৪৮500549
  • যা: কপি পেস্ট করতে গিয়ে কি হইতে কি হইল। যাগ্গে। ইংরিজি হরফে যাস্ট পড়া যায় না। মানে বহুত কষ্ট হয়।

    ঠিকাছে, নিজের মতনই লিখি। কিন্তু বিপক্ষে তো হানু ছাড়া আর কেউই নাই। তাও সত্যের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না।
  • ppn | 216.52.215.232 | ০১ ডিসেম্বর ২০১১ ১৯:১৭500550
  • কিন্তু আকা, আপনি লাস্ট পোস্টে যেমনটি কইলা সেইমত হইবো না।
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ১৯:৫২500551
  • কোনটা?
  • ppn | 204.138.240.254 | ০১ ডিসেম্বর ২০১১ ১৯:৫৬500552
  • ওই যে ওয়ালমার্টের এমপ্লয়ি। সে আর ক'জন হবে? সবই তো এজেন্সি থেকে ভাড়া করে আনবে। সেইখানে ক্ষী এক্ষপ্লয়েটেশন হবে তাতে ওয়ালমার্টের ক্ষী?
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ১৯:৫৯500553
  • ও সে তো ভারতের পলিসির দোষ তার দায়ও নেবে ওয়ালমার্ট? কেন?

    মানে সে এক্ষপ্লয়টেশন চলছে চলবে ওয়ালমার্ট অর নো ওয়ালমার্ট।
  • ppn | 204.138.240.254 | ০১ ডিসেম্বর ২০১১ ২০:০১500554
  • ওয়ালমার্টের দায় নেবার কথা কইছি না। কইলাম যে আফনার ওই যুক্তিটা পোক্ত হয় নাই।
  • aka | 168.26.215.13 | ০১ ডিসেম্বর ২০১১ ২০:০২500555
  • আমি ভাবছিলাম ওয়ালমার্ট ডাইরেক্ট এমপ্লয়ী নেবে। কারণ এটা মনে হয় ওয়ালমার্টের কর্পোরেট স্ট্র্যাটেজী। কোথাও একটা দেখেছিলাম।
  • ppn | 204.138.240.254 | ০১ ডিসেম্বর ২০১১ ২০:১৫500556
  • ইন্ডিয়ার মডেলে খরচায় পোষাবে না দাদা।
  • Ishan | 117.194.34.132 | ০১ ডিসেম্বর ২০১১ ২০:১৬500557
  • ওয়ালমার্ট আসুক ছাই না আসুক, ভারতের রিটেল সেক্টর অতি জঘইন্য।

    আমার এক্ষপিরিয়েন্স বলি। ডেটা-ফেটা নাই। ধরুন বইয়ের বাজার। বঙ্গে বইয়ের বাজার প্রচন্ড আন-অর্গানাইজড (প্রচন্ড টা ইচ্ছে করেই বললাম, নইলে কতটা আন-অর্গানাইজড বোঝানো যাবেনা)। বই কিনতে তামাম বাংলার লোককে কলেজ স্ট্রিটে দৌড়তে হয়। ন্যাচারালি বেশিরভাগ লোকই যায়না, ফলে বইয়ের বাজার একদম ছোট্টো। বড়ো পাবলিশাররা এক একটা এডিশানে ৩৩০০ বই ছাপে। একবারে সেটা বিক্রি হয়ে গেল মানে বই সুপার-ডুপার হিট। সংখ্যাটা খেয়াল করুন। ৩৩০০। আর বাংলাভাষীদের সংখ্যা নাকি পৃথিবীতে পঞ্চম না ষষ্ঠ। সেটাও খেয়াল রাখুন।

    এবার হল কি, কিছু বইয়ের রিটেল চেন এল বাজারে। ল্যান্ডমার্ক, ক্রসওয়ার্ড, ইত্যাদি। আইডিয়ালি কি হওয়া উচিত, এরা বই সস্তায় দেবে, বেশি স্টক রাখবে, ফলে ছোটো দোকানগুলো লাটে উঠবে। এটা হল ক্ষতির দিক। আর লাভের দিক হল, ডিস্ট্রিবিউশন চেন ভালো হবার ফলে পাবলিকেশনের ব্যবসায় উন্নতি হবে। ৩৩০০ র জায়গায় নিদেনপক্ষে হাজার দশ-বিশ বই ছাপা হবে।

    কিন্তু ওমা কোথায় কি। ক্রসওয়ার্ড আর ল্যান্ডমার্ক খুলল সেই শহরে। শুধু শহরে। তাও আবার মলের মধ্যে। সেখানে বাংলা বই বিশেষ পাওয়াও যায়না। সস্তা তো নয়ই। কলেজ স্ট্রিটে যেখানে ১০-১৫% ডিসকাউন্ট বলে বলে দেয়, এখানে কিচ্ছু দেয়না।

    ফলে হল কি, না, যারা ইংরিজি বই পড়ে তাদের স্লাইট পোয়াবারো হল। কলেজস্ট্রিটে ইংরিজি বই এমনিই বেশি বিক্রি হতনা, ফলে তাদের ক্ষতি কিছুই হলনা। আর বাংলা পাবলিকেশনের লাভও কিসুই হলনা। সবই যেমন চলছিল তেমনই চলল। ফাঁকতালে কলকাতা শহ্রে ইংরিজি বইয়ের চলনটা একটু বেড়ে গেল। বাকি সবই যেমন ডিস-অর্গানাইজড তেমনই।
  • ppn | 204.138.240.254 | ০১ ডিসেম্বর ২০১১ ২০:১৭500559
  • চোখ বন্ধ করে ফ্লিপকার্ট বাছুন স্যার। লুরুতে বসে বাংলা বই পেলাম উইথ ডিসকাউন্ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন