এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এফ ডি আই বিল: ইনফর্মড্‌ ডিবেটের অপেক্ষায়

    ranjan roy
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৩১৮৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.167.255 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:১৬500493
  • এইচ এর পোস্ট আবার যথারীতি ট্যান। পলিটিক্যাল লাইনিং না কিসব বলল..
  • PT | 203.110.246.230 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:১৭500494
  • Claims by the big supermarkets to be driving economic growth by creating thousands of jobs have been exposed as a sham.

    In the past two years, (in UK) Tesco had promised to create 11,000 jobs and Sainsbury another 13,000. Newspaper reports say that instead of creating 24,000 jobs in two years, the big retail actually laid off 874 already employed. Tesco had created only 726 jobs, while Sainsbury laid off 1,600 of its existing employees, leaving a deficit of 874 people employed.

    In fact, the number of farmers has come down to such a low level that the US has stopped counting its farmers since its last census in 2000.

    According to a report, farmer’s income in France has come down by 39 per cent in 2009, having already slumped by 20 per cent in 2008.

    Farmer’s income in Europe is being sustained by huge subsidies in the form of direct income support otherwise agriculture would have collapsed by now.

    It is therefore futile to expect the supermarkets to rescue farmers in India.

    http://www.tehelka.com/story_main49.asp?filename=Fw250511AfarmerSupermart.asp

  • lcm | 69.236.167.255 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:২০500495
  • পিটি-র সাথে একটু কাট-পেস্ট প্রতিযোগিতায় অংশ নিই :)

    ...
    Wal-Mart, the nation's largest private employer, on Tuesday endorsed the idea of requiring large companies to offer health insurance to their workers.

    The proposal is central to Obama's hopes of covering the nation's nearly 50 million uninsured and is disliked by some business groups.

    Wal-Mart was joined by a major labor union ...
    ...

    http://www.huffingtonpost.com/2009/06/30/walmart-backs-employer-he_n_223486.html

  • PT | 203.110.246.230 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:২১500496
  • @lcm
    তথ্যগুলো আমার তৈরি করা নয়। ভাল চাকরি না থাকলে লোকে যা চাকরি পাওয়া যায় সেটাই করবে। সংখ্যা দিয়ে বিচার করা যাবে না যে লোকে underpaid নয়। ভারতে রাস্তায় প্রচুর লোকে পাথর ভাঙ্গার কাজ করে - সিলিকোসিস হওয়ার ভয় থাকলেও। অন্য কাজ না পেলে কি করবে - খেতে তো হবে!
  • lcm | 69.236.167.255 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:২৪500497
  • ওয়ালমার্টে ২০ লাখ লোক আর কোনো ভালো চাকরি পায় নি বলছেন! রাস্তায় পাথর কাটার মতন কাজ বলছেন ওয়ালমার্টের চাকরি। হে হে।
  • nyara | 203.110.238.17 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:২৬500498
  • তথ্যগুলো আপনার তৈরি করা নয়। কিন্তু ঝাড়াই-বাছাই করে তুলে ধরার দায়িত্বটা কাকে দিচ্ছেন?

    আপনার ইন্টালেকচুয়াল অনেস্টির খুরে খুরে দন্ডবত এ অন্যত্র আগেই জানিয়েছি। আজ আবার জানালাম।
  • PT | 203.110.246.230 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:২৮500499
  • কাট-পেস্ট ছাড়া উপায় কি? যে আমার থেকে বেশী জানে তার থেকেই নাহয় কিছু জানলাম।

    lcm-এর পেস্টিং পড়ে মনে হল যে ওয়ালমার্ট দেরীতে হলেও শিখছে যে লেবার ইউইয়ন করতে না দিলে সমস্যা আছে। উত্তম প্রস্তাব।

    কোথায় যেন পড়লাম যে বেশীর ভাগ ভারতীয়রা নাকি একবারে ১০০ গ্রামের বেশী তেল কেনেনা। এরাও লিচ্চয় ভবিষ্যতে বিগবাজারে নম্বা নাইন দেবে তেল কিনতে।
  • lcm | 69.236.167.255 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:৩০500501
  • চায়না তে কিন্তু ওয়ালমার্টে চাকরিতে লম্বা লাইন।
  • PT | 203.110.246.230 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:৩২500504
  • ন্যাড়া, ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকুন। আপনি ঝাড়াই বাছাই না করে তথ্য দিয়ে দেখান না যে সব জায়গাতে বিগ রিটেলারদের জন্যে মানুষের ব্যাপক উন্নতি হয়েছে।

    আর ১৯৯১ থেকে আমাদের কি উন্নতি হয়েছে সেটা তো UNDP-র তালিকাতে আমাদের অবস্তান দেখলেই বোঝা যাচ্ছে। ১৯৯১-এ সেই অর্থমন্ত্রীই এখন প্রধানমন্ত্রী হয়ে নতুন নিদান দিচ্ছেন।
  • Bratin | 122.248.183.1 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:৩২500503
  • লাস্ট লাইনের সাপোর্টে লিঙ্ক?

    কারন আমার জানা কোন ভারতীয় এমন করে নি । অবশ্য আপনি এর পরে কী বলবেন জানি ' the sample may not be representative
  • Bratin | 122.248.183.1 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:৩৪500505
  • সত্যি PT দা জ্যোতি বাবু সেই সময় প্রধান মন্ত্রী হলেন না। তাহলে ভারত কোথায় চলে যেত সেটা আমর পশ্চিম বঙ্গ কে দেখলে খানিক টা অনুমান করতে পারি।
  • lcm | 69.236.167.255 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:৩৭500506
  • চাকরির বাজার কিন্তু ১৯৯০-২০১১ এই কুড়ি বছরে.... ১৯৬০-১৯৮০ র থেকে অপেক্ষাকৃত ভালো। সমস্যা হল শাইনিং ইন্ডিয়া ইস নট শাইনিং ইউনিফর্মলি - এই প্রবলেম আছে। সে কোথায় নেই - এখানে ৯৯:১ বলছে।

  • PT | 203.110.246.230 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:৪২500507
  • ব্রতিন যদি আমাকে প্রশ্ন করে থাক: একটা হিসেব করা যায় খুব সহজেই। সরকারি নথি অনুযায়ি যদি ৭০% ভারতীয়র গড় আয় দিনে ২০ (বা ৭০ যাই হোক) টাকা হয় তাহলে তাদের পক্ষে ৯০ টাকার একটা তেলের পাউচ কেনা সম্ভব নয়। দিন মজুরির হিসেবে তার পক্ষে ১০০ গ্রামের বেশী তেল কেনা সম্ভবও নয় কেননা তাকে অন্য খাদ্য-বস্তুও কিনতে হবে। আমি ব্রহ্মপুরে থাকি যেখানে গরীব ক্রেতার সংখ্যা অনেক বেশী। সেখানকার দোকানে উৎসব কোম্পানির ১০০ গ্রাম তেলের পাউচ সত্যি বিক্রি হয়। এই ক্রেতাদের জন্য তেল, শ্যম্পু এমনকি ইডলি মিক্সারও ছোট ছোট শ্যাসেতে বিক্রি হয়।
  • Bratin | 122.248.183.1 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:৪৬500508
  • PT দা সরি। আমি দেখলুম বিদেশে ভারতীয় রা এমন লিখেছেন আপনি।
  • kd | 59.93.194.219 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:৫২500509
  • এই হচ্ছে পাওয়ার অফ বিগ বিজনেস। ওয়ালমার্ট কেমন মিনিমাম ওয়েজ না দিয়েই (পিটির দেওয়া স্ট্যাট) পার পেয়ে যাচ্ছে!

    ও হ্যাঁ, আর একটা বিগ বিজনেস, ইউএস মিলিটারি - অনেক সোলজারকেও ফুডস্ট্যাম্প নিয়ে সংসার চালাতে হয়।
  • dukhe | 122.160.114.85 | ০১ ডিসেম্বর ২০১১ ১৩:৫৫500510
  • PT, বিগবাজারে লাইন দেওয়া কি বাধ্যতামূলক করা হচ্ছে ? কলকাতায় এখনও তেমন দেখিনি । বিগ বাজার তো হল অনেকদিন । ভালো ডিল চললে লাইন পড়ে, তবে জবরদস্তি দেখিনি । ওখানে ৫ লিটারের বদলে অন্য দোকানে ১ লিটার তেল কিনলেও (১০০ গ্রাম তেল কিনিনি অবশ্য) পুলিশ কিছু বলে না ।
    kd, রাস্তার চায়ের দোকান কি মিনিমাম ওয়েজ দেয় ?
  • lcm | 69.236.167.255 | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:০৫500511
  • আমেরিকাতে যারা ওয়ালমার্ট/কেমার্ট/সিয়ার্স/কস্টকো তে কেনাকাটা করে, তারা বছরে প্রায় ৪০০০ ডলার সেভিংস করে - যারা এখানে কেনাকাটা করে না (যাদের কাছাকাছি এসব দোকান নেই) তাদের তুলনায়। গড় হিসেব। কোথায় একটা এরকম পড়েছিলাম। লিংক খুঁজে পেলাম না, কোনো ছাপা পত্রিকায় বোধহয় - মানি ম্যাগাজিনই হবে, নাকি ইকনমিস্ট হয়ত।
  • lcm | 69.236.167.255 | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:১৬500512
  • ফ্রি মার্কেট ইকনমি তে ভারত বহুদিন খেলছে। কোকাকোলা গিলে নিয়েছে লিমকা-কে। আইবিএম, কগনিজ্যান্ট চুটিয়ে লাভ করছে ভারতে ব্যবসা করে, ওদিকে সিএমসি লাটে উঠেছে। স্যামসুঙ/সোনি-র ঠেলায় সোনোডাইন/ইসি টিভি বেপাত্তা। এইচএসবিসি-দের চাপে রাষ্ট্রায়াত্ত ব্যাংক কর্মীরা এক্সট্রা কাজ করতে বাধ্য হচ্ছে।
    তাইলে কদ্দিন, আর কদ্দিন ওয়ালমার্টেরা বসে থাকবে। এতো হবার ই ছিল - শুধু সুযোগের....
  • q | 121.241.218.132 | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:২৯500514
  • ইন্টারেস্টিংলি, আমাদের ব্লু পাপেট মশাই এই নিয়ে দ্বিতীয়বার রিজাইন করার হুমকি দিলেন। এর আগে নিউক্লিয়ার বিল নিয়ে, আর এবার এটা নিয়ে। আর্থিক কেলেংকারিগুলো নিয়ে ওনাকে কোনো স্ট্যান্ড নিতে দেখা যায় না। আর এই দুটোই "এক সুত্রে বাঁধিয়াছি" ইত্যাদি;-)

    আরেকজন আমাদের আলু-বাবু। কোন বুদ্ধিতে ৩২ টাকায় দিন চালানো গেলে বিপিএল নয় এই মর্মে এভিডেভিট করলেন ভগবান জানে।

    এঁদের বুদ্ধি যে খুব একটা আশাপ্রদ সেটা মনে হয় না।

  • Bratin | 122.248.183.1 | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৩০500515
  • lcm দা, একটা কথা বলো সত্যি কি ওয়ালমার্ট মিনিয়াম ওয়েজ না দিয়ে ছাড়া পাচ্ছে? আমি যে কটি ক্লায়েন্ট র সাথে আমেরিকায় কাজ করেছি সেখানে পরিষ্কার করে মিনিমাম ওয়েজ ইত্যাদি লেখা আছে। মনে হয় এই ব্যাপারে ওরা খুব পার্টিকুলার। এটা কে কি সত্যি ই কাটিয়ে দেওয়া যায়?
  • q | 121.241.218.132 | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৩২500516
  • লিমকাকে নয়, পার্লেকে। থাম্‌স আপ এখনও পাওয়া যায়, খুব কম। লিমকাও তাই। যে দোকানে কোক রাখে সেখানেই অল্প দু চারটা এগুলো দিয়ে যায়। থাম্‌স আপ-এর সেই স্বাদও নেই।

    কিন্তু "গিলে নেয়" এটা কনফার্মড তো?
  • h | 203.99.212.54 | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৩৩500517
  • 'suJoga' ThikaakaashathekebaasTeTaasakuyogajaachchhenaa, nirbaachitasarakaarnatunaainkarekaredichchhe.eiprasa`Mgei 'bhabitabya' rkathaaTaabalechhilaam.palisiTaaanyakichhuhaleeTaateetaTaa 'katadinaarThekiyeraakhabo' gochherbhabitabyabalemanehatanaa.chaapkekaakedichchhe, kenaseichaapdeoyaabaaneoyaahachchhe, aamiojaanateaagrahee.

    sarakaartaar 'palisi' anuJaayeeekaTaaaainkarachhe, seTaabarhamaalTibryaanDabidesheesupaarasTorer 'suJoga' aarbaakiderchaaoyaanaachaaoyaanirapexe 'bhabitabya'.shudhukyaabineTadisishankareirijoliushanberkarenita, iupie-rnijerkisuDisenTaarchechaamechikaraaypaarlaamenTeesachhe, heregeleokyaabineTadisishanhisebeimaplimenTeDahatepaare, kanasTiTiushanaalbaadhaasambhabatanaai.nirbaachanermandateer, electedgovernmentjorsudooraprasaaree.
  • q | 121.241.218.132 | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৩৫500518
  • মিনিমাম ওয়েজ দেয় না এরকম ঘটনা অনেক ধরা পড়েছে। চাইল্ড লেবারও। অধিকাংশই ভারত/বাংলাদেশ/শ্রীলঙ্কায়। গারমেন্ট ইন্ডাস্ট্রীতে এই ঘটনা আকছার হয়।

    আমেরিকায় শুনেছি যারা illegally এই সব স্টোরে কাজ করেন - মানে হয়তো এশিয়ান বা হিস্প্যানিক, কিন্তু ওয়ার্ক ভিসা নয়, তাদের কোনো খাতায় হিসেব থাকে না - কাজেই সেখানে মিনিমাম ওয়েজ না দিলে কেউ ধরতেও পারবে না।
  • ppn | 216.52.215.232 | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৪০500519
  • ব্রতীন, ওয়ালমার্টের নিরুদ্ধে অভিযোগের ব্যপারটা এইরকম।

    এক, ওয়ালমার্ট তৃতীয় বিশ্বের অনেক দেশের (ফিলিপাইন্স, বাংলাদেশ) সাপ্লায়ারদের থেকে জিনিস কেনে। সেই সব সাপ্লায়াররদের কেউ কেউ মিনিমাম ওয়েজ মেন্টেন করে না, ট্রেড ইউনিয়ন করতে দেয় না ইত্যাদি।

    দুই, ওয়ালমার্টের নিজস্ব এমপ্লয়িদের অনেকেরই হেলথ ইন্স্যুরেন্স নেই।

    সবই এদিক ওদিক খামচা মেরে জানা।
  • ppn | 216.52.215.232 | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৪১500520
  • কিন্তু এইসব অভিযোগ দেশী রিটেল চেইনের এগেইনস্টেও স্বচ্ছন্দে আনা যায়।
  • kd | 59.93.194.219 | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৪৩500521
  • দুখে, প্রশ্নটা সিরিয়াস ধরে নিয়ে উত্তর দিচ্ছি।
    হ্যাঁ এবং না। ডিপেন্ড করছে কোন স্টেট। ফেডারাল মিনিমাম বোধহয় ৭.৫০ কিন্তু দু'তিনটে (জর্জিয়া ই:) স্টেটে একটু কম আবার বেশ কিছু স্টেটে বেশী। আবার কিছু কিছু স্টেটে ৫-৬ জনের কম চাকুরে থাকলে মিনিমাম নেই। আবার যারা টিপ্‌স পায় তাদের মিনিমাম ওয়েজ কম। আরও এক্সেপশন আছে এখন সব কিছু ঠিক মনে নেই। তবে ওয়ালমার্টের মত বড় কোম্পানির জন্যে কিছু আছে বলে মনে পড়ে না, তবে পিটির মতো পন্ডিত লোক যখন বলছেন, তখন নিশ্চয়ই আছে। কতো কিই তো জানি না।
  • siki | 123.242.248.130 | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৫০500522
  • বিপিএল টিভিও কি বন্ধ হয়ে গেছে?
  • nyara | 203.110.238.17 | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৫৪500523
  • পিটিবাবু, যেহেতু আপনি আপত্তিটা তুলছেন, the onus is on you to prove বিগ-রিটেলাররা যেখানেই গেছে সেখানেই সর্বনাশ হয়েছে। এটা প্রথম। তারপরে আপনাকেই দেখাতে হবে দেশী বিগ রিটেলাররা বিদেশী রিটেলারদের থেকে কোন কোন দিক থেকে ভাল, এবং তাদের দিয়ে দেশের ও দশে কী কী বিরাট উন্নতিসাধন হচ্ছে। আবার বলি, the onus is on you to prove this systematically। এখান থেকে খাবলা মেরে ওয়ালমার্ট আর ওখান থেকে খাবলা মেরে টেসকোর চারটি খবর নয়।
  • kd | 59.93.194.219 | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:০০500527
  • সে কি? q কোথায় থাকেন? আমাদের এখানে তো থাম্‌স আপ অজস্র পাওয়া যায় (বাড়িতেই তো গোটা দশেক আছে)। এটাতেই মোটামুটি আসল কোকের টেস্ট পাওয়া যায়, নতুন কোক তো মুখে তোলা যায় না (আমেরিকাতে তো নতুন কোন পাওয়াই যায় না শুনেছি)। আর হ্যাঁ, থাম্‌স আপের বোতলের গায়ে ""a product of Coca Cola company'' লেখা আছে।

    ডি: সোয়াদের ব্যাপারটা বন্ধুদের মুখে শোনা - আমি ও'সব খাই না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন