এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এফ ডি আই বিল: ইনফর্মড্‌ ডিবেটের অপেক্ষায়

    ranjan roy
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৩১৪৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৩১500626
  • না
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৩৫500628
  • পেলে দিও পড়ব।
  • kc | 178.61.96.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৩৫500627
  • হারানোর আছে। লেখাটা এখন হাতের কাছে নেই। তাহলে টুইয়ে দিতাম। মোদ্দা ব্যাপার হল, ওয়ালমার্টের সাথে চাইনীজ এজেন্সিঅগুলোর কিছু স্পেশাল টাই আপ আছে। এরফলে ওয়ালমার্টের জিনিস হয়ে এইসব মাল যখন ভারতে ঢুকবে, তখন ডিউটি আরও কম দিতে হবে এখন্‌কার তুলনায়। ডাম্পিং বাড়বে। আর এখন্‌কার চাইনিজ মাল ইম্পোর্ট করেন দেশীয় ব্যবসায়িরা, ফলে লাভেরগুড়ের একটু হলেও তাঁরা পেয়ে থাকেন। ওয়ালমার্টের ক্ষেত্রে পুরো লুজলুজ সিচুয়েশন।
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৩৮500629
  • এই ওয়ালমার্টের মত কম দাম দিয়ে কোন সেকশনকে সার্ভ করা হবে ? হ্যাঁ, যদি তোমার কথা অনুযায়ী শহুরে শিক্ষিত সেকশনই ধরি, তো এদের কি সত্যি এই কম দামে না কিনলে নাভিশ্বাস উঠছে ? লসাগুদা সেভিংস এর কথা লিখেছেন। হ্যাঁ, এইসব পরিবারের যদি সেভিংস বাড়েও , সেটা কতটা দরকার ছিল?
    তেলা মাথায় তেল জমা ছাড়া ?
    এই দাম কমাতে গিয়ে যদি দেশের ছোটোখাটো ম্যানুফ্যাকচরদের ও আরো কমে দিতে হয়, তাদের ক্ষতিটা কি আরো বেশি হবেনা? বা যেসব ছোটো দোকান ঝাড় খাবে, তাদের সেই ঝাড়টা ( টাকার অ্যামাউন্টে ঐ ওয়াল মার্ট জনিত সেভিং এর তুলনায় সেটা কম কি বেশি সেই হিসেবে যাচ্ছিনা), তাদের আর্থিক রোজগারের তুলনায় বেশ ভালমতন ঝাড় নয় কি ?

    আর আকাদকে কোলকাতার কোন দোকানঘর ভাড়া নেবার খরচ টা একটু জেনে নিতে বলবো :)
    বলছিলে না, অনেক সহজেই পাওয়া যায় ?
    আর দেশেও ওটি পাওয়ার অন্য নানাবিধ হ্যাপা আছে। পলিটিক্যাল পার্টির দাদারা, লোক্যাল মস্তান, থানার বাবুরা, নানাবিধ সমিতি ... একটা ছোটো দোকানঘর জন্য লোকজনকে বিস্তর কাঠখড় পোহাতে দেখেছি। বিস্তর টাকা, সময়, এনার্জি খরচ।

  • kc | 178.61.96.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৩৯500630
  • এই টইয়ে আকা প্রথমবার ডিফেন্সিভ গিয়ারে, :-)
  • ranjan roy | 59.161.25.76 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৪২500631
  • আমি পাতি বেথের মত সবার কথা শুনছি, যা পাই পড়ছি, সব চ্যানেল দেখছি, যখন যারটা শুনছি তখন তাকেই ঠিক মনে হচ্ছে, ক্ষী ক্ষান্ড!

    মজার ব্যাপার! ড: সঞ্জয় বারু এখন মনোমোহনের প্রাক্তন মিডিয়া ম্যানেজার। ইনি একসময় নামজাদা বামমার্গী ইকনমিস্ট ছিলেন। আশি-নব্বইয়ের দশকে আমি কয়েক বছর নিয়মিত Social Scientist ম্যাগাজিনটি রাখতাম। তাতে প্রভাত পটনায়েকের সহযোগী হিসেবে এডিটোরিয়াল বোর্ডে ছিলেন এই ড: বারু। আজকাল টিভিতে হরদম আসেন(NDTV), আর সোজা খোলাবাজারের ওকালতি করেন। হরি হে , তুমিই সত্য!
    একটা জিনিস দেখতে পাচ্ছি। সবাই ব্রাজিলের, ইন্দোনেশিয়ার উদাহরণ দেয়। চীনের কথা কমই বলে, বড়জোর ওয়াল মার্ট কেমন সস্তার চাইনীজ মাল দিয়ে বাজার কব্জা করে সবাইকে ঘোল খাওয়াচ্চে সেই কথা বলে।
    কিন্তু, চীনে ওয়াল মার্ট একনম্বর রিটেল চেন নয়, সেটা চীন সরকারের একটি বিদকুটে নামের চেন। ইন ফ্যাক্ট, চীনে ওদের নিজেদের দশটা জায়েন্ট রিটেল চেন আছে, ফলে টেস্কো-ওয়ালমার্টেরা পুঁজিনিবেশে, এমপ্লয়মেন্টে মার্কেট শেয়ারে ওদের ২৫% মাত্র। তাই FDI in retail trade ওদের কুছ নহী বিগাড় সকা। আর বিদেশি ব্যবসায়ে ওদের কারেণ্ট অ্যাকাউন্ট সারপ্লাস, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট।
    ফলে ওরা আম্রিগাকে চোখ রাঙিয়ে ডলারের বিরুদ্ধে ইয়েন অ্যাপ্রিসিয়েট করতে সোজা না বলে দিয়েছে, আমরা সমানে রুপি অবমূল্যায়ন করেই চলেছি, উপায় নেই।
    আমরা চীনের থেকে কিছু শিখতে পারি কি?
    আর সরকারের যুক্তির একটা ব্যাপার হচ্ছে মূল্যবৃদ্ধি ঠেকাতে শর্ট টার্ম সল্যুশন।
    ওদের লজিক হচ্ছে অর্গানাইজড সাপ্লাই চেন বাড়িয়ে অল্প সময়ে মূল্যবৃদ্ধি কমানো যেতে পারে--সাপ্লাই সাইড অ্যাপ্রোচ্‌।
    এই ইনভেস্টমেন্ট ইনফ্লেশনারি হবে না, বরং বাজারে সাপ্লাই বাড়িয়ে দাম ক,মাবে। কে বিনিয়োগ করবে? সরকারের কাচে টাকা নেই। তাই বিদেশি পুঁজি।
    ড: বারু বলছেন-- ভারত থেকে FDI বাইরে চলে যাচ্ছে, প্রায় চল্লিশ হাজার মিলিয়ন বা অমনি কিছু। অথচ চীনে FDI সমানে বাড়ছে, তাতে চীনের সার্বভৌমত্বের কিছু ক্ষতি হয় নি। কথা হচ্ছে কে কেমন ভাবে ব্যবহার করার অবস্থায় আছে।উনিও ম্যাক্সিমিনের মত ফিনান্সিয়াল একস্প্রেস পড়তে বলছেন, প্রস অ্যান্ড কন্স বোঝর জন্যে।
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৪৪500632
  • দেশের ম্যানুফ্যাকচারারা কম দামে দিতে পারে না কেন?

    বাকি কথা পরে বলব। আগেও বলেছি অবশ্য।

    দেশের লোকের তেলা মাথায় তেল দেওয়া নয়। দেশের রিটেল হুহা বাড়ছে যা দেশীয় ভেষজ পদ্ধতিতে মিট করার মতন পয়সা, এফিশিয়েন্সি সরকারের নেই। তাই শুধু দেশীয় পুঁজির ওপর নির্ভর না করে বিদেশী পুঁজির দরজা খোলা হচ্ছে। চাট্টি টিভি বেশি বিক্রি হলে সরকারের লাভ ট্যাক্স আর অ্যাজ এ হোল ইকনমির বৃদ্ধি।

    কলকাতায় বাড়ি ভাড়া যাই হোক তা দেবার মতন লোক কলকাতায় আছে বলেই সেই বাড়ির তত ভাড়া। যারা আগে ভাড়া নিয়েছিল তারাই আবার ভাড়া নেবে বিক্রি করবে।

    নাও অ্যানসার মাই কোশ্চেন দেশীয় ম্যানুফ্যাকচারারা কম দামে দিতে পারে না কেন?
  • ranjan roy | 59.161.25.76 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৪৬500633
  • ফুটপাথের শস্তা জিনিস পত্র ওয়াল মার্ট বেচবে মনে হয় না।

    আর ব্যাক এন্ড মনে হচ্ছে ব্যাকওয়ার্ড লিংকেজের কথা বলছে। এটা উন্নত না হলে দেশি-বিদেশি কোন চেন হোক, চাষীরা ভাল দাম পাবে না।
    ওয়ালমার্টদেরও এতে পুঁজি না লাগালে সস্তায় লোক্যাল মার্কেট থেকে প্রকিওর করার সম্ভাবনা কম।
  • kc | 178.61.96.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৫০500637
  • ভারত কেন ফুটবলে বিশ্বকাপ পায়না? তাই যদি না পাবে তবে ফুটবল কেন খেলবে?
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৫০500634
  • সরকারের এফিশিয়েন্সি নেই তো অন্তত পিপিপি করুক। এসব সামলানোর জন্য এখন তো নানা এজেন্সি তৈরি হয়ে গেছে। ঐ রিলায়েন্স , স্পেনসার রা যদি এফিশিয়েন্টলি করতে পারে, তালে তো দেশের লোক, দেশের সিস্টেমেই করতে পারছে ! সেই মডেলগুলো সরকার নেবেনা ক্যানো ?
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৫২500638
  • রঞ্জনদা, এখানকার ওয়ালমার্টে এমন অনেক জিনিসই পাওয়া যায় যা দেশের ফুটপাথের জিনিসের সাথে দামে টেক্কা দিতে পারে ! দেশে তো তারা আরো কমে দিতে পারবে।
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৫৩500639
  • চাপটা তাহলে কীসের উপর দেওয়া উচিত ?

    আর সমাধানটাই বা কি ? কোন বাইরের দেশকে ফুটবলটা আউটসোর্স করা ? :)
  • kc | 178.61.96.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৫৪500640
  • সরকারের লক্ষ শুধু ট্যাক্সের পহা গোণা নয়। নিজের লোকের কাছ থেকে ট্যক্স তোলা। নিজের লোকের কাছ থেকে ট্যক্স তোলা গেলে সেই লোকটার রোজগারের টাকাটাও নিজের দেশেই থাকবে। সেই লোকটা তার খরচাও দেশেই করবে। ....
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৫৬500641
  • ওহো, কেসিদার পোস্টটা আকাদাকে ছিল। আকাদার মাঝের একটা পোস্ট খেয়াল করিনি।
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৫৮500642
  • দেশে ইকনমিক্স , সোশ্যাল সায়েন্সে তো ভালই কাজ হয়। ফড়েদের নিয়ে কোন কাজ হয়নি ? তাদের কীরকম প্রোফাইল। এই রিলায়েন্স ইত্যাদি আসাতে তাদের কতটা কী হয়েছে , ইত্যাদি। ম্যাক্সিদি ?
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:০১500644
  • হ্যাঁ,রঞ্জনদা যেটা বল্লেন। ওয়ালমার্টের মত চীনা সরকার নিজেই চেন করেছে।

    আমি সেটাই সেদিন থেকে জানতে চাইছি। দেশে সরকার কেন এটা পারবেনা ? চাষীদের থেকে এই ডায়রেক্ট প্রকিউরমেন্ট ইত্যাদি। চাষীদের সমবায় সমিতি গড়ে তোলার উপর কেন জোর দেওয়া হবেনা? যাতে তাদের এক্সপ্লয়েটেশন কমে ?

    দু:খের কথা, প:বঙ্গে কিছু কিছু শুরু হলেও এগুলো কোনোটাই ঠিকঠাক হল না ! একটা বামপন্থী দল এই কাজগুলো কিছু করে যাবে, আশা করা খুব ভুল ? সবেতেই কি কেন্দ্রকে লাগে ?
  • ranjan roy | 59.161.25.76 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:০১500643
  • পাই,
    এই উদাহরণে তুমি গোল খেয়ে গেলে!
    দেখছ না, সমানে ব্যারেটো, জোসিমার, ওকোলি, ওডাফাদের অনেক দাম দিয়ে আনা হচ্ছে। এমনকি কোচদেরও!
    এটা ইয়ার্কি, অন্যভাবে নিও না, বিতর্ক চালিয়ে যাও।
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:০৩500645
  • আরে না, ওটা আমাকে বলা ভেবে কেন বলা হল বুইতেই পারিনি।

    কিন্তু তাহলেও, দেশের বিশ্বকাপের কথা হয়েছে তো। সেই ভেবেই বলেছি। সেই টিমে বিদেশীরা থাকতে পারেন নাকি ?
  • maximin | 59.93.206.78 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:০৭500646
  • দূর রঞ্জন ফিনান্সিয়াল একস্প্রেসে কিচ্ছু পাই নি।
  • aka | 168.26.215.13 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:০৯500648
  • ওয়ান বাই ওয়ান

    দেশীয় ম্যানুফ্যাকচারারা কমদামে জিনিষ তৈরি করতে পারে না কেন?
  • kc | 178.61.96.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:১০500651
  • আজ্জোবাউ!!
  • maximin | 59.93.206.78 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:১০500650
  • ইয়েস। দেশীয় ম্যানুফ্যাকচারারা কমদামে জিনিষ তৈরি করতে পারে না কেন?
  • maximin | 59.93.206.78 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:১০500649
  • পাই ঐ অতি বাজে আর্টিকলটা নিয়ে কেন যে সময় নষ্ট করছে কে জানে।
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:১১500652
  • অতি বাজে টা তো আপেক্ষিক শব্দ :)
  • maximin | 59.93.206.78 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:১২500653
  • পাই আমার বিষয় কিন্তু ইকনমিক্স।
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:১৩500654
  • সেতো তেলের দামের আর্থ রাজনীতি নিয়ে যাঁরা লিখেছিলেন, তাঁরাও ইকনমিস্টই :)
  • kc | 178.61.96.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:১৫500656
  • দেশীয় ম্যানুফ্যাকচারাররা কমদামে কেন তৈরী করতে পারেননা তার প্রচুর কারণ আছে, তাতে করে কুমীর রচনা শুরু হয়ে যাবে। আপাতত: একটা রিজন দিই, ঠিক সেই কারনে যার জন্য ভারত বিশ্বকাপ ফুটবল জিততে পারেনা।

    নেক্সট কোচ্চেন পিলিজ,
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:১৭500657
  • মোহন গুরুস্বামী তো অর্থমন্ত্রীর উপদেষ্টা ছিলেন।
  • maximin | 59.93.206.78 | ০২ ডিসেম্বর ২০১১ ০২:১৮500659
  • কিন্তু তুমি তো ইকনমিক্স প্রথম থেকে পড়ো নি পাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন