এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এফ ডি আই বিল: ইনফর্মড্‌ ডিবেটের অপেক্ষায়

    ranjan roy
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৩১৪৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Update | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ১২:৩৭500793
  • Name:piMail:Country:

    IPAddress:72.83.76.29Date:02Dec2011 -- 12:13PM

    আগেরবারেই কোন পূজাবার্ষিকীতে এই 'প্রাণঘাতী' এফিসিয়েন্সি নিয়ে একটা উপন্যাস ছিল না ?
    ________________________________________

    Name:IshanMail:Country:

    IPAddress:117.194.35.101Date:02Dec2011 -- 12:13PM

    দাঁড়ান দাঁড়ান, তাই বলে ভাববেন না, এখনকার রিটেল ব্যবস্থা নিয়ে আমার কোনো মোহ আছে। এক্কেবারে নেই। এখনকার সিস্টেমটি হল বদের বাসা।

    লোকে, বিশেষ করে ইকনমিস্টরা, কোনো অজ্ঞাত কারণে, রিটেল সেক্টরকে দুইভাগে ভাগ করেন। সংগঠিত এবং অসংগঠিত। এর আসলে কোনো মানেই নেই। পুরো রিটেল সেক্টরই, আমি যা দেখি (আবার বলছি কোনো ডেটা নাই, স্রেফ চোখে দেখা), ভীষণ ভাবে সংগঠিত।

    আমি যেখানে থাকি সেটি একটি নির্মীয়মান উপনগরী। এখানে কোন দোকানদার কত টাকার বিজনেস করে, কোথায় বসে বা বসবে, লোকাল দাদাদের কতো টাকা ট্যাক্সো দেবে, সব একদম নিখুঁত ভাবে হিসেব করা থাকে। এবং দাদাদের সহযোগিতায় এরা পুরো এলাকাতেই মনোপলি কায়েম করে বসে থাকে। সে মনোপলি ভবহ। চুন-সুরকি-ইমারতি দ্রব্যের সিন্ডিকেটের কথা তো সবাইই জানেন। কলকাতা শহর এবং শহরতলীতে সেটা মোটামুটি ইউনিফর্ম প্‌র্‌যাকটিস। এর বাইরে, ছোটো ছোটো জিনিস, যেমন খবরের কাগজ, দুধ (ইত্যাদি ইত্যাদি যেগুলো বাড়িতে সাপ্লাই করা হয়) সেগুলূ একদম একচেটিয়া। এবং সেসবের কোয়ালিটি খুব খারাপ, বলাবাহুল্য।

    পারলে সমস্ত খুচরো ব্যবস্থাই এখানে "সিন্ডিকেট' একচেটিয়া করে নিত। কোন ঝুপড়ি কোথায় বসবে, কোন ফ্ল্যাটবাড়ির সামনে কোন স্‌ট্‌র্‌যাটেজিক পোজিশনে কাকে বসালে মার্কেট দখল করা যাবে, সেও এদের নখদর্পনে। এবং এই একচেটিয়া চলে পুরোটাই গায়ের জোরে। রিটেল সিস্টেমটা এখানে পুরোটাই এরকম। ভীষণ সংগঠিত।

    এবার সইত্য কথা বলতে কি এখানে, একটা রিলায়েন্স ফ্রেশ বা স্পেনসার্স এসে বেশ ভালো হয়েছে। এই একচেটিয়াকে প্রশ্নের সামনে ফেলেছে। অন্যভাবে সেটা করা যেত কিনা সে অন্য প্রশ্ন, কিন্তু দাদাগিরি কমাতে এখনও পর্যন্ত এরাই এফেক্টিভ দাওয়াই।

    এইটা বললাম একটাই কারণে। বিগ রিটেলগুলো বেশ বদামো করে, এ সক্কলে জানে। তাতে বেশ কিছু খুচরো রিটেল উঠে যেতে পারে, তাও সইত্য (অন্তত: আশঙ্কার স্তরে)। কিন্তু এই তথাকথিত অসংগঠিত সেক্টর যে আসলে দুধুভাতু নয়, সেতাও মাথায় রাখা প্রয়োজন।

    ব্যস।
    ________________________________________

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.246.230Date:02Dec2011 -- 12:15PM

    kc : সবার জন্য সব নয় সেটা তো বুঝি। কিন্তু বিদেশী ব্যাঙ্ককে ব্যবসা করতে দিয়ে ভারত এবং ভারতীয়দের কি লাভ হল? SBI -ই তো ঐরকম দু-চারটে এক্সক্লুসিভ শাখা খুলতে পারত বড় বড় শহর গুলোতে। কম্পিটিশন? মানতে পারলাম না।
    ________________________________________

    Name:BratinMail:Country:

    IPAddress:122.248.183.1Date:02Dec2011 -- 12:15PM

    ইশান একদম ঠিক ' চোখের সামনে ব্যঙ্কের কর্মী গুলো ব্যবহার বদলে যেতে দেখেছি।

    কম্পিটেশান এলে সাধারণ মানুষ উপকৃত হতে বাধ্য।

    উদাহরণ:

    ১। ইয়ার ইন্ডিয়া যখন একা ছিল তখন ভাড়া

    ২। ভারতে ২০০২/০৩ সালে যখন প্রথম সেল আসে । ফোন রিসিভ করতে মিনিটে ২-২ . ৫০ টাকা লাগতো। আর আজ?
    ________________________________________

    Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.85Date:02Dec2011 -- 12:17PM

    ফু: - সাদাদের আবার হেঁসেল । খাবার জিনিস তো তিনটি -
    ১। পাঁউরুটি (বিভিন্ন ফর্মে)
    ২। মাংস (ঐ)
    ৩। পাঁউরুটির মধ্যে মাংস

    সাধে কি সায়েবরা এদেশ ছেড়ে যেতে চায়নি !
    ________________________________________

    Name:piMail:Country:

    IPAddress:72.83.76.29Date:02Dec2011 -- 12:19PM

    মামু, সিন্ডিকেটটা কাদের দিয়ে তৈরি ? এই খুচরো দোকানদারেরাই চালান নাকি পার্টির দাদারা ?
    আর কাল বইয়ের ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু কোশ্চেন ছিল।

    ওদিকে বাড়ি বাড়ি দেওয়া খবরের কাগজ আবার খারাপ কীরকম ? রিলায়েন্সে কি খবরের কাগজও পাওয়া যায় ?
    ________________________________________

    Name:piMail:Country:

    IPAddress:72.83.76.29Date:02Dec2011 -- 12:22PM

    এই সিন্ডিকেটটাই তো কোন রেজিস্টার্ড ব্যবসায়ী সমিতি হওয়া উচিত। আর ট্যাক্সো টা পাওয়া উচিত সরকারের। পার্টির দাদা বা থানার নয়।
    সরকরের আয় তো এভাবে অনেক বাড়তে পারে।
    ________________________________________

    Name:piMail:Country:

    IPAddress:72.83.76.29Date:02Dec2011 -- 12:24PM

    দুখেদা, চার নং অ্যাডান।
    মাংসের ঝোলে (স্যুপ) পাউরুটি ।

    Name:JhikiMail:Country:

    IPAddress:182.253.0.99Date:02Dec2011 -- 12:32PM

    ঘাসপাতা বাদ? কাঁচা ঘাস খাওয়া তো আমরা সাদাদের থেকেই শিখলাম।
  • Ishan | 117.194.35.101 | ০২ ডিসেম্বর ২০১১ ১২:৫০500794
  • সবাই ই তো পার্টি দাদা। এবার কে প্রাণের দায়ে, আর কে দাদা, সে বুইবো কিকরে? :)

    বইয়ের দোকান নিয়ে কি পোশ্নো? দেখছি। যদিও মোস্ট প্রোব্যাবলি আমি উত্তর জানিনা। :)
  • siki | 123.242.248.130 | ০২ ডিসেম্বর ২০১১ ১২:৫৫500795
  • বেশ কিছু লেখা মনে হয় উড়ে গেছে এখান থেকে। যাক গে, দু লাইন লিখে দিই।

    তোমরা কোন ভারতে থাকো গো? মোহন উঠে যাবে কেন? দিব্যি আছে, বেঁচেবত্তে গায়েগতরে আছে। কেলগসের চকোজ খায় আমার মেয়ে, তিনি আবার জন্মগতভাবে বড়লোক কিনা, আমি আর আমার বউ গত দুই(?) নাকি তিন(?) বছর ধরে রোজ খেয়ে যাচ্ছি মোহনের কর্নফ্লেক্স। এখানে স্পেন্সার্সে আমি যাই না, বিগ বাজারেও না, বাড়ির সামনে বিশাল মেগামার্ট আর ইজিডে-তে থরে থরে মোহনের প্যাকেট বিক্রি হয়। কেলগসের থেকে কী কম দাম! আর টেস্টেও বেটার লাগে। ডিফেন্সের ক্যান্টিনে মোহন তো আরও শস্তায় পাওয়া যায়। নব্বই টাকার প্যাকেট বোধ হয় চল্লিশ ট্যাহায় দেয়। ওখান থেকেই তো আনি :-)

    টাইপ ইশকুল আছে। এখনও আছে। ব্যান্ডেলে গেলেই দেখা যায়। তবে সেই লাখোটিয়া, ব্রেনওয়্যার, কম্পিউটার পয়েন্ট ইত্যাদি সেন্টারগুলো বোধ হয় উঠে গেছে। টাইপ ইশকুলে টাইপ শেখার পরে লোকে কোথায় চাগ্রি পায় জানি না, তবে কেসচাতে এখনও রুল আছে, টাইপ টেস্টে পাশ না করতে পারলে একটা ইনক্রিমেন্ট আটকে দেয়। বউয়ের ইনক্রি আটকে গেছিল বলে আমরা কোত্থেকে যেন টাইপরাইটার ভাড়া করে এনেছিলাম দুমাসের জন্য।

    শর্টহ্যান্ডও শেখানো হয়। তার বাজার তো কোনওদিনও পড়বে বলে মনে হয় না, যদ্দিন সাংবাদিকতা আছে।

    কিছু জিনিস থেকে যয়, কিছু জিনিস উঠে যায়। কোলগেটের টুথপেস্ট আজও আছে, ওদিকে পেজার কয়েক বছরের জন্য এসে একেবারে উবে গেল। এমপিথ্রি আসার পরে ওয়াকম্যান এখন আর কেউ কেনে কিনা জনি না।

    দিল্লিতে তো ম্যাকডি আজ থেকে নেই, দশ বছর কি তারও আগে থেকে আছে, লোকের কিন্তু ফুড হ্যাবিট তেমন পাল্টেছে বলে দেখি নি। হ্যাঁ, লোকে উইকেন্ডে মাঝেমধ্যে যায় ম্যাকডিতে। কিন্তু প্রতি উইকেন্ডে তো যায় না। আমি লাস্ট গেছিলাম জুন মাসে। অথচ আমার বাড়ির ঠিক সামনে ম্যাকডি।

    দিল্লিতে স্ট্রিট ফুড কালচারটা খুব বেশিমাত্রায় চলে। লোকে এখানে রাস্তায় ঘাটে তেড়ে গোলগাপ্পে, আলু টিক্কি, ফ্রুট চাট, চৌমিন ইত্যাদি সাঁটায়, ম্যাকডিতে যাবার থেকে। (লোকে মানে আমি এখানে সাউথ এক্স বা গ্রেটার কৈলাশের বাসিন্দাদের কথা বলছি না, ম্যাঙ্গো পাবলিকের কথা বলছি)।

    হ্যাঁ, ব্যাঙ্কে যাবার বদলে এটিএম কালচারে অভ্যস্ত হয়ে গেছি। বিল পে করার জন্য কোথাও লাইনে দাঁড়াতে হয় না, এমনকি রেল টিকিট রিজার্ভ করতেও কাউন্টারে যাই নি প্রায় পাঁচ বছর হয়ে গেল। নিজের ব্যাঙ্কের ব্র্যাঞ্চ নয়ডায়, লাস্ট গেছি ২০০৪ সালে।

    একদিন ব্যান্ডেলে আর শ্যামনগরেও হয় তো ম্যাকডি আর কেএফসি আসবে (যদিও আমি স্কেপটিকাল, কেএফসি-তে যাবার মত পয়সাওলা লোক ব্যান্ডেলে প্রায় নেই বললেই চলে), কিন্তু তাতেও রিক্সার পেছনে সত্যেন্দ্র ছাতুর গোলাপী বিজ্ঞাপন মুছে যাবে না। আমি শিওর।
  • siki | 123.242.248.130 | ০২ ডিসেম্বর ২০১১ ১৩:০০500796
  • কলকাতার কথা জানি না, তবে আপনারা একবারটি আসুন দিল্লিতে। দেখে যান কীভাবে বিগ ব্র্যান্ড আর ছোটো ঝুপস পাশাপাশি অবস্থান করছে। সগৌরবে।

    গত ন বছর ধরেই দেখছি। কারুর বিজনেস মার খাচ্ছে না। সরোজিনী নগরের ভিড় আরও বেড়েছে। প্যাসিফিক মলের রিলায়েন্স ট্রেন্ডেও।

    ভারতের এমন আশীর্বাদী জনসংখ্যা যদ্দিন থাকবে, সব্বাই করে খাবে।
  • Ishan | 117.194.35.101 | ০২ ডিসেম্বর ২০১১ ১৩:০৫500797
  • ধুর বইয়ের দোকানের প্রশ্ন খুঁজে পেলাম না। আরেকবার করে দিও।

    আর খবরের কাগজ দেওয়ার খারাপ-ভালো নেই? সকাল নটায় না দিয়ে এগারোটায় দেব, দুটো কাগজের মধ্যে একটা মাঝে মধ্যেই ভুলে যাব, ইত্যাদি বেশ খারাপ জিনিস। ওদিকে খবরের কাগজ ওলা বদলাবার উপায় নেই। অন্য কেউ দেবেই না। কেউ সাহস করে দিতে এলে তাকে থ্রেট করে ফুটিয়ে দেবে। এইসব।
  • dd | 124.247.203.12 | ০২ ডিসেম্বর ২০১১ ১৩:২৫500798
  • অনেক গুলো লেখা উড়ে গেছে এমনি? কোনো ষড়যন্ত্র ছাড়াই?

    মোহোন কর্নফ্লেক্স কেনেন না বলে ভেবে নিলেন উঠে গ্যাছে? দেশী কর্নফ্লেক্সের উপর সাহেবী কর্ন ফ্লেক্সের অত্যাচার?

    ঐ কে এফ সি ইত্যাদি যখন এসেছিলো তখন প্রচুর বিদ্রোহ হয়েছিলো, মোটা মোটা প্রবন্ধ। বিজেপি আর বাম দলের। বিজেপি ছিলো কেনো না তাদের থিওরী এইসব খেয়ে ভারতীয় সংস্কৃতি লোপ পাবে।
  • dd | 124.247.203.12 | ০২ ডিসেম্বর ২০১১ ১৩:৪০500800
  • ছেন্নাইতে ক্ষী ভয়ানক মোটা লোকেরা আছে, চিন্তা করা যায় না। আপাদমস্তক ভেজু, খুব রেয়ারলি বাইরের খাবার খায়। ম্যাক ফ্যাক তো প্র্যাক্টিক্যালি নেভার।
    লুরুতেও স্থানীয় লোকে এখনো "বাইরে খাওয়া" খুব চালায় না, যেমনটি বাঙালীরা করে। তা বলে হোঁৎকা লোক কোথাও কম নেই।

    এই সুগার,ব্লাড প্রেসার,ওবিসিটি- এইসবের জন্য ডায়েট অন্যতম কারন। তার মধ্যে ফাস্ট ফুডও অন্যতম কারন। কতো % জানি না।

    কিন্তু ধাঁ করে মোটাত্ব= ফাস্ট ফুড এইসব সরল সমীকরন নিতান্ত জুজুবাদ ছাড়া কিসু না।
  • vc | 121.241.218.132 | ০২ ডিসেম্বর ২০১১ ১৩:৪০500799
  • ওই যে লিখলাম - স্পেন্সার্স সাপ্লায়ারের কাছে টাকা চায় মাল শোকেসে রাখার জন্য। মোহন হয়তো দিতে পারে না, তাই স্পেন্সার্সে মোহন নেই, আরামবাগে আছে। আরামবাগ হয়তো পয়সা চায় না বা কম চায়।
  • siki | 123.242.248.130 | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:০০500801
  • অবশ্যই জুজুবাদ। পিজা বার্গার খেলে মোটা হয়, এটা নিতান্তই জুজুবাদ।

    ভিসির আরামবাগটা কী? হুগলির আরামবাগ? নাকি এই নামে কোনও দোকান আছে -- আরামবাগ চিকেন ছাড়া?

    মোহন দিল্লির যে কোনও ডিপার্টমেন্টাল দোকানে পাওয়া যায়। পয়সা দেয় কি দেয় না জানি না, তবে পাওয়া যায়। লোকে গুছিয়ে কেনে।
  • santanu | 92.99.138.101 | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:১১500803
  • ঐ চিকেন ওলা আরামবাগ এখন চেন বানিয়ে পাড়ায় পাড়ায় মুদির দোকান খুলেছে।
  • siki | 123.242.248.130 | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:১২500804
  • w
  • dukhe | 122.160.114.85 | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:৩৪500805
  • vc-র আপত্তি বুঝি নাই । সব দোকানে সব মাল পাওয়া যায় না - এই কি আপত্তি ?
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ১৭:১৪500806
  • পাই, এখনও আমার হাসি থামে নি। উত্তরপাড়ার লোকে মোড়ের ওয়ালমার্ট থেকে প্যাড থাই কিনে দিনের পর দিন লাঞ্চ করছে, সকালে উঠে প্যাকেটের ডোনাটস আর কফি খাচ্ছে। সেই প্যাড থাই, ডোনাটস নাকি চায়না থেকে আসছে। এই জিনিষ চায়নায় তৈরি করে ভারতে কম দামে বেচা যাচ্ছে এই সাপ্লাই চেনটা যদি করে দিতে পারো তাহলে চুপিচুপি আমার সাথে ইমেলে যোগাযোগ করো। ওয়ালমার্ট সঙ্কÄ বেচে যা হবে ৫০-৫০, আচ্ছা আচ্ছা ৪০-৬০। তুমি ৬০ পাবে। মোহন গুরুস্বামীকে দেব কি কিছু?

    যাইহোক আবার তুলে দিই

    "A lot is being said about the displacement of small producers and small scale industries with the coming of FDI. However, studies suggest otherwis"," it said.

    In 1990s, with dereservation of small scale industries (SSIs), even though there was speculation of their decline, the employment generated by registered SSIs grew at four per cent in the first decade of the post-liberalisation era (1993-1994 to 2003-2004), and accelerated to 19 per cent in the five year period between 2003-2004 to 2008-2009.


    http://articles.economictimes.indiatimes.com/2011-11-30/news/30458906_1_retail-industry-retail-market-total-retail-business

    হানু, কথা হল কোকা কোলা আসার আগে এই শ্রমিকদের অবস্থা কি ছিল? আর বাকিটা ইগনোর মাডি। আর কি বলি?
  • aka | 75.76.118.96 | ০২ ডিসেম্বর ২০১১ ১৭:১৭500807
  • আর পিৎজা হাট, কে এফ সি, ম্যাকডি???? দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

    কথা হচ্ছে গ্রাম বাংলায় ওয়ালমার্টের পেনিট্রেশন পোটেনশিয়াল নিয়ে। তুলনাটা আপেল আর কদমার হয়ে গেল। এতে আমার সুবিধাই হল। কে এফ সি, ম্যাকডি তো বহুদিন হল। গ্রাম বাংলায় ঢুকল? হায়দ্রাবাদের আর বোম্বের ডেটা নিয়ে কি হবে? কেন ঢোকে নি?
  • oparhar chele | 14.99.112.212 | ০২ ডিসেম্বর ২০১১ ১৭:৩৩500808
  • মোড় নয় মোর more একটা চেন জিতি রোডের ওপরে জয়্‌গায় জয়গায় আছে। ,পি নিশ্চয় সেই চেনের কথা বোলছেন।
  • Sibu | 108.23.41.126 | ০২ ডিসেম্বর ২০১১ ১৭:৪৮500809
  • পাড়ার পলিটিক্যাল দাদা খবরের কাগজওলা ঠিক করে দেবার ব্যাপারটা সব জায়্‌গায় হয়্‌না বোধ হয়। খড়দায় হয় না জানি।
  • . | 14.96.213.29 | ০২ ডিসেম্বর ২০১১ ১৯:২২500810
  • Name: Ishan Mail: Country:

    IP Address : 117.194.35.101 Date:02 Dec 2011 -- 12:13 PM

    "লোকে, বিশেষ করে ইকনমিস্টরা , কোনো অজ্ঞাত কারণে, রিটেল সেক্টরকে দুইভাগে ভাগ করেন। সংগঠিত এবং অসংগঠিত। এর আসলে কোনো মানেই নেই। পুরো রিটেল সেক্টরই, আমি যা দেখি, ভীষণ ভাবে সংগঠিত।"

    ----------------

    আচ্ছা। এখানে কোনো অজ্ঞাত কারণ নেই। যে সেক্টরের আয়ের হিসাব সরকারের কাছে যায়না , যা জিএনপি জিডিপির হিসাবের আওতার বাইরে , এবং যাতে ইনকাম ট্যাক্স বা সেলস ট্যাক্স লাগানোর ব্যাপার থাকেনা - তাকে অসংগঠিত সেক্টর বলে চিহ্নিত করা হয়। সরকারি রেগুলেশন , আয়ের হিসাব ও ট্যাক্সেশনের অন্তর্ভুক্ত হলে তা সংগঠিত সেক্টরের মধ্যে পড়বে। এর সঙ্গে কোন সেক্টর কতটা 'অর্গানাইজড' বা 'স্ট্রাকচার্ড' তার কোনো সম্পর্ক নেই। ইকনমিস্টদের ভাগাভাগি নিয়ে যখন প্রশ্ন উঠেছে আশা করি ইকনমিক্সের টার্মিনোলজি নিয়েই কথা হচ্ছে । পুরো রিটেল সেক্টরই সংগঠিত - এই কথা অতএব কোনো অর্থ বহন করেনা। ভারতে রিটেল সেক্টরের বৃহত্তর অংশই অসংগঠিত।

  • Ishan | 117.194.33.121 | ০২ ডিসেম্বর ২০১১ ২০:২০500811
  • ঠিকই কয়েছেন। কিন্তু আমার কোচ্চেন অ্যাকচুয়ালি জিডিপির হিসেবের যথার্থতা নিয়েই। এর আগে তেল ব্যবহারের এফিশিয়েন্সি নিয়ে জিডিপিকে সূচক হিসেবে ব্যবহার করায় আপত্তি করেছিলাম। এখানেও সেই একই আপত্তি।

    তবে সেটা এখানে একেবারেই ভিন্ন প্রসঙ্গ। ওই এক লাইনে সেটা ঠিকঠাক বোঝাতে পারিনি। এখানে সেই প্রসঙ্গটা আনারও কোনো মানে নেই যি্‌দনা বিশদে লিখি। সেটা না করাটা আমার ভুল।
  • aka | 50.80.127.114 | ০২ ডিসেম্বর ২০১১ ২০:৫২500812
  • organized sector
    -------------------------

    Those parts of the economy which operate through institutions which feed figures into official statistics. This includes firms organized as companies, payments made via the banking system, incomes reported to the tax authorities, sales reported to the VAT authorities


    বাকিরা আনর্গানাইজড।
  • . | 14.96.213.29 | ০২ ডিসেম্বর ২০১১ ২১:০২500814
  • আপনার কথামত ধরে নেওয়া গেল জিডিপির বর্তমান হিসেব দেশের প্রকৃত আয়ের যথার্থ সূচক নয়। কিন্তু তাতে করে সমস্ত রিটেল সেক্টরকে সংগঠিত বলে দিতে হবে কেন ঠিক বোঝা গেল না। রিটেল সেক্টরের কিছুটা অংশের আয়ের পরিমাপ জিডিপিতে আসছেনা একথা যদি স্বীকারই করা যায় - তবে যে অংশের আয়ের পরিমাপ আসছে ও যে অংশের আয়ের পরিমাপ আসছেনা এই দুটি অংশকে সমসত্ব বলে দাবি করা যায় কোন যুক্তিতে?

    'পুরো রিটেল সেক্টরই ভীষণ ভাবে সংগঠিত' এই কথায় আপনি কি বোঝাতে চাইছিলেন একটু বলবেন কি? পুরো রিটেল সেক্টরের আয় ওয়েল- ডকুমেন্টেড? পুরো রিটেল সেক্টরের আয়ের উপরেই ট্যাক্স বসে? না হলে অন্য কিছু?
  • Ishan | 117.194.33.121 | ০২ ডিসেম্বর ২০১১ ২১:০৯500815
  • হ্যাঁ। ওয়েল ডকুমেন্টেড। তার উপর ট্যাক্সো বসে। খালি সরকারি নয়, বেসরকারি খাতায়।

    এই বোঝাতে চেয়েছিলাম।
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ২১:১৩500816
  • আমি এদিকে হাসবো না কাঁদবো ঠিক ভেবে পাচ্ছি না।
    যে যে বিষয় নিয়ে আমি কোনোরকম তর্কই করিনি , যেমন অজ পাড়া গাঁয়ে ওয়ালমার্ট কি উত্তরপাড়ায় ভাত ডালের বদলে প্যাডথাই ( হোলসেলার হবার দরুন চাল ডালের দাম কম হওয়া নিয়ে বরং কিছু বলেছিলাম, যদিও তার কোন উত্তর নেই :)), সেগুলো আমি বলেছি বলে তার উত্তরে পোস্ট হয়ে চলেছে, আর যেগুলো সত্যই বলছি, জানতে চাইছি, তাই নিয়ে কোন উত্তর নাই ! :( এটাতে কান্নাই পেলো।
    অবশ্য সেটা নাই বলেই বোধহয় প্রথমটা করা হচ্ছে :) এটা ভেবে আবার হাসি পেলো :)
    কালই শুনলাম দেশে দোকানঘর দেওয়া নাকি খুব সোজা , অথচ তারপর দোকানীদের ওয়ালমার্ট নিয়ে কোন চিন্তা নেই বোঝাতে ( যদিও ওয়ালমার্ট নিয়ে সেখানে তাদের কোন বক্তব্যই পাওয়া গেল না :)) যে খবর দেওয়া হল, তাতে সেই দোকানঘরের খরচ, সমস্যা নিয়েই লেখা ! যেখানে লাভ তেমন না হওয়া নিয়ে চিন্তা সেখানে লাভ কমলে তাই নিয়ে নাকি কোন চিন্তা নাই। এটাতেও হাসি পেলো :)
    বম্বে হায়দ্রাবাদ শহরে দোকানদারদের ক্ষতি হলে সেটাকে ক্ষতি হিসেবে ধরা হবেনা জেনে অবশ্য এখনো হাসবো না কাঁদবো বুই নাই ।
    এভাবে আর যাই হোক, তক্কো হয় না। যাই হোক।

  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ২১:৩১500817
  • শহরের ক্ষতি নাকি ক্ষতি নয় :)
    গ্রামে তো আর ঢোকে নাই !

    It is no doubt true that the impact of foreign-invested retail would be restricted to the urban areas since entry as of now is permitted only in cities with a population of more than one million. But this is where the employment in trade would be the highest. Twenty-six million out of the 44 million employed in the sector are located in urban areas. Many of these workers find themselves in the services sector (especially in the retail trade) because of inadequate employment opportunities in agriculture and manufacturing. Out of 71 million jobs in services in the urban areas, around 36 per cent are in the retail and wholesale trade and repair services. In sum, from an employment point of view this is a sector that is central to livelihoods, however precarious some of those jobs can be. It is a poor substitute for the missing social security programme.

  • aka | 50.80.127.114 | ০২ ডিসেম্বর ২০১১ ২১:৩৬500818
  • Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:02Dec2011 -- 07:45AM

    তুমি আবার পড়ছো না। যেহেতু ওদের সব মার্কেটেই অ্যাকসেস থাকছে, যেখান থেকে যা শস্তা, লাভজনক তাই নেবে। আমাদের দেশ থেকে সব কিছু নেওয়া সবচে শস্তা বুঝি ? :)

    আর কাঁচা ফুড কেন হবে, আরো নানা ফুড প্রোডাক্ট, টিনড ফুড তো আমাদের দেশ তত বেশি পাঠায় না। এর ইন্ডাস্ট্রি তো মূলত বাইরেই।

    Name:akaMail:Country:

    IPAddress:75.76.118.96Date:02Dec2011 -- 08:40AM

    পাই আমি তো অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। এবারে তুমি দাও

    ১। ওয়ালমার্ট কি খড়দহ বা শ্যামনগরে যাবে?

    ২। ঐ বোম্বের স্টাডি থেকে কি বোঝার জন্য পড়তে দিলে?

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:02Dec2011 -- 08:49AM

    ওদুটো জায়গায় আমি যাইনি।
    উত্তরপাড়া দিয়ে বলতে পারি, যেতেই পারে।
    ওখানে মোর হবার পরে অনেকেই যায় বলে শুনেছিলাম। আশেপাশে বিজিনেসে কিছু ক্ষতি তো হয়েইছে। সেটা ঐ ডকুতে কিছু আছে। কিছু ইন্টারভিউ আমার কাছে আলাদা আছে।
    ওয়ালমার্ট এলে লোকে তাতে হৈ হৈ করে যাবে। ঐ মোর উঠে সেখানে ওয়ালমার্ট হবার ভালো সম্ভাবনা আছে।

  • aka | 168.26.230.208 | ০২ ডিসেম্বর ২০১১ ২১:৩৯500819
  • ওপরের পোস্ট দুটি পাইয়ের। পাই ভুলে গিয়েছে তাই মনে করিয়ে দিলাম।

    একটিতে বলা আছে ওয়ালমার্ট উত্তরপাড়ায় যাবে।

    অন্যটিতে বলা আছে ওয়ালমার্ট ভীনদেশ থেকে (মনে হয় চায়না) ক্যানড ফুড শস্তায় বিক্রি করবে।

    এই দুটো থেকে আমি ইনফেরেন্স ড্র করেছি। উত্তরপাড়ার মোড়ে ওয়ালমার্ট খোলা হলে সেখান থেকে লোকে হুলিয়ে প্যাড থাই বা চিকেন ন্যুডল স্যুপ কিনে খাবে।

    এ কি আমার দোষ? একটা যদি হীরে থাকত। :)
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ২১:৪০500820
  • কাল থেকে এই প্রশ্নটাও করছিলাম। জবাসবে বলা হছে, কিন্তু সত্যি কত আসবে এবং কত যাবে ?

    কর্মসংস্থান:
    ----------------

    Questionable claims

    The government's claims that the entry of large retail led by transnational firms would not make a difference to net employment and would, in fact, augment it substantially are questionable. They exaggerate the direct and indirect employment that large retail would create and ignore the number of jobs they would displace. The requirement that the foreign investor should bring in a minimum investment of $100 million implies that the FDI being sought is in units that are more technology- and less labour-intensive. On the other hand, the attempt to temper the adverse impact on employment by restricting entry to cities with populations exceeding one million is without substance. It does not change the source of the competition (giants like Walmart, Carrefour, Tesco and Metro) nor the locations in which such competition is most likely to be faced.

    Yet, the Commerce Minister's claim is that the policy has a “unique Indian imprint” that would make its impact here very different. This is a poor effort to obfuscate issues. Consider one aspect of the unique imprint: the requirement that 30 per cent of manufactured or processed products sold should be sourced from small and medium enterprises. This requirement based on a process of self-certification that is to be monitored would be difficult to implement even in India. But it becomes meaningless because it applies to such producers from anywhere in the world. As a briefing paper from the Commerce Ministry notes, in order to ensure that there is no violation of World Trade Organisation norms, “30 per cent sourcing is to be done from micro and small enterprises which can be done from anywhere in the world and is not India specific.” This would be impossible to implement and will only encourage international sourcing at the expense of domestic producers.

  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ২১:৪৪500821
  • ও হ্যাঁ, এটাও তো বলে দিতে হবে। এটা জে এন উ র অর্থনীতির অধ্যাপক চন্দ্রশেখরের লেখা থেকে।

    http://www.thehindu.com/opinion/columns/Chandrasekhar/article2672067.ece

    আর, দু'বছর আগে ডিটেইল্ড স্টাডিতে ঠিক এই এক ই 'কন্সার্ন' প্রকাশ করা কমার্স মন্ত্রকের রিপোর্টের উল্লেখ আজ কোথাও নেই কেন, সেই প্রশ্নের জবাব ও পেলাম না।
  • aka | 168.26.230.208 | ০২ ডিসেম্বর ২০১১ ২১:৪৫500822
  • কিন্তু উত্তরপাড়ার কেসটা? সেটা কি হল?
  • pi | 72.83.76.29 | ০২ ডিসেম্বর ২০১১ ২১:৪৫500823
  • Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:02Dec2011 -- 09:13AM

    ঘুম না পেলে আমি বলেছি উত্তরপাড়ায় ওয়ালমার্ট গেছে, তাও বলতে না , আর কথায় অন্তত কিছু যুক্তি দিতে :)

    বিগ রিটেইলার রা চাল ডাল কীকরে কম দামে দিতে পারে সেটাও আবার লিখতে হবে , জাস্ট ভাবিনি। বাল্কে কিনলে অনেক শস্তা পড়ে আর এখানে যে ভারতীর সাথে ওয়ালমার্ট ঢুকছে তারাই ক্যাশ অ্যাণ্ড ক্যারির মতন হোলসেলার হবে।
    এখনো তো ওয়ালমার্ট থেকে শস্তার জিনিস কিনতে গেলে কস্টকোর মত বাল্কে কিনতে হয়না ! ওয়ালমার্ট ওদের মডেলে বাল্কে না বেচেও শস্তায় দিতে পারবে। শস্তায় একটা মলে পেলে অবশ্যই লোকে সেখান থেকে মাসকাবারি বাজার করবে।

    :)
  • aka | 168.26.230.208 | ০২ ডিসেম্বর ২০১১ ২১:৫০500826
  • পাই মিসকোট করছে। :)))

    এটা সেটার উত্তরে ছিল যখন আমি জিজ্ঞেস করেছিলাম ""ওয়ালমার্ট উত্তরপাড়ায় গেছে"? মানে এটা প্রেজেন্ট টেন্স।

    আর ওয়ালমার্ট উত্তরপাড়ায় যেতে পারে সেটা ফিউচার মানে ভবিষ্যত।

    তুমি কি বলেছ ওয়ালমার্ট উত্তরপাড়ায় যেতেই পারে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন